We are Brazil Supporter

  • Home
  • We are Brazil Supporter

We are Brazil Supporter Brazil Official fun page of Bangladesh.

17/10/2023

মালদ্বীপের বিপক্ষে ২-১ গোলে দারুণ জয়ে ফিফা ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের মূলপর্বে বাংলাদেশ ।

আগামীকাল সকাল ৬:৩০ মিনিটে ভেনিজুয়েলার বিপক্ষে খেলবে ব্রাজিল। শুভকামনা ব্রাজিলের জন্য। 💛🇧🇷
12/10/2023

আগামীকাল সকাল ৬:৩০ মিনিটে ভেনিজুয়েলার বিপক্ষে খেলবে ব্রাজিল।

শুভকামনা ব্রাজিলের জন্য। 💛🇧🇷

ফাইনালি আল হিলালের জার্সিতে নেইমারের প্রথম গোল 🥹❤️🥹
03/10/2023

ফাইনালি আল হিলালের জার্সিতে নেইমারের প্রথম গোল 🥹❤️🥹

01/05/2023

এমন একজন প্লেয়ার দেখাও
যার শরীরে কোন ট্যাটু নেই।

01/05/2023

ওদের বলে দিও
২০২৬ বিশ্বকাপ Brazil নিবে🇧🇷👑

29/04/2023

ব্রেকিং নিউজঃ আইপিএল থেকে দেশে ফিরে এলেন লিটন দাস
ঠিক করেছেন নাকি ভুল করলেন।

13/04/2023

Wwe ROMAN REIGN

ওপেন চ্যালেঞ্জ দিলাম আমাদের কিং নেইমার জিতবে🇧🇷🫵
01/04/2023

ওপেন চ্যালেঞ্জ দিলাম আমাদের কিং নেইমার জিতবে🇧🇷🫵

14/12/2022

২০২২ বিশ্বকাপের মতন আমেজ হয়তো ২০২৬ পাবো না।
২০১০সালে শুধু মাত্র ব্রাজিলের খেলা টা দেখেছিলাম।
২০০৬ সালে অনেক ছোট ছিলাম, গাছে গাছে পতাটা টাংগানো থাকতো, মনে মনে ভাবতাম আসল এইগুলা কিসের পতাকা, মানুষ কেনো উড়াচ্ছে, ২০১০ এসে কাকার কথা যখন মানুষের মুখে মুখে তখন ব্রাজিল দলকে চিনলাম, আমি কখনো কাপ দেখে দল সাপোর্ট করিনি, খেলা নিয়ে কখনো স্টাডি করিনি, যখন ২০১৪ সাল তখন ক্লাস ৯-১০ পড়ি তখন ব্রাজিলের একটা গেঞ্জি কিনে ছিলাম, একটা পতাকা উড়িয়ে ছিলাম, ফুটবল খেলা বুঝতে শুরু করলাম, স্টাডি করলাম, একজন ব্রাজিলের ফ্যান হয়ে গেলাম।
আমি যখন থেকে ফুটবল খেলা বুঝি তখন থেকেই ব্রাজিল সাপোর্ট করি। সেই ২০১৪ নেইমারের ইনজুরির পর ৭ নামক খেতাব, যা আর্জেন্টিনার আগামী ৪০ বছরের অর্জন সেটা নিয়ে তারা গর্ব করে। যাইহোক সেটা কথা বলতে চাই না।
২০১৪ তে ইনজুরিতে শেষ।
১০১৮ তে আত্মঘাতী গোল।
২০২২ একজন কোচের পাকনামি।
হয়তো ২০২৬ সে হেক্সা হবে, হয়তো হবে না, ফুটবল খেলা থেমে থাকবে না। নেইমার থাকবে না, সিলভা থাকবে না, কাসেম ভাই থাকবে না। এইভাবেই চলতে থাকবে, গ্রুপে লেখা লেখি হবে।
অথচ পূর্ণ শক্তির দল ছিলো ২০২২ সালে। এই হারের বেদনা ২০২৬ পর্যন্ত থাকবে। এইভাবে কেউ হারতে আসে না, মন কে বুঝানোর মত কোন রাস্তা নেই। এইরকম পূর্ণ শক্তির দল আর একটাও ছিলো না। অথচ আমরা হেরে বিদায় নিলাম।
এখন আমরা কোচ নিয়ে অনেক পোস্ট করবো, অনেক রিউমা ছড়াবে, শেষ পর্যন্ত দেখবেন, ব্রাজিল স্বদেশী কোচ নিয়োগ দিবে। এটাই বাস্তবতা।
বিশ্বকাপ থেকে প্রিয় দল বিদায় নিয়েছে, আমাদের ফ্যানদের অবস্থা আমরা নিজেরাই বুঝতে পারছি, কতটা ডিপ্রেশনে আছি, তবুও বলবো ব্রাজিলের একজন ছোট ফ্যান হিসেবে অপেক্ষায় থাকবো প্রতিটি ম্যচের জন্য। হোক সেটা বিশ্বকাপ মঞ্চ, হোক সেটা প্রীতি ম্যাচ, হোক সেটা কোপা আমেরিকা।
জয় হোক ব্রাজিল দলের।
জয় হোক ব্রাজিল ফুটবলের।
-ওয়াসিফ মাহমুদ মিলন

কি ভাবছেন,খুলে রাখবো এই জার্সি?গালি দিবো ব্রাজিল কে?টিম সাপোর্ট করা বাদ দিয়ে দিবো?না... 🙂এরকম একটা ম্যাচ কেন,এক হাজারটা ...
10/12/2022

কি ভাবছেন,
খুলে রাখবো এই জার্সি?
গালি দিবো ব্রাজিল কে?
টিম সাপোর্ট করা বাদ দিয়ে দিবো?

না... 🙂
এরকম একটা ম্যাচ কেন,
এক হাজারটা ম্যাচ হারলেও ব্রাজিল এর প্রতি একটু ভালোবাসাও কমবে না,
ছোট বেলায় যে ভালোবাসা জন্মেছিলো সেলেসাও দের প্রতি।
এরকম হাজারটা ম্যাচ হারার পরেও একই ভালোবাসা থাকবে।
একই ইমোশন নিয়ে খেলা দেখতে বসবো আবার,
গোল এর পরে সাম্বা ডান্স এর তালে তালে আবার সেই ছোট বেলার মতো হারিয়ে ফেলবো নিজেকে।
কোনোভাবেই এই জার্সি কে, এই টিমকে তিরস্কার করার সাধ্য আমার নাই... 🙂

স্টুডেন্ট লাইফের এইটাই শেষ বিশ্বকাপ ছিলো। বিশ্বকাপ হয়তো সামনে আবার আসবে, কিন্তু এই আবেগ, ওই উদযাপন, এই পাগলাটে ভাব নিয়ে হয়তো আর খেলা দেখা হবে না.
ভালো থেকো ব্রাজিল।
ভালো থেকো সেলেসাও বয়েজ,

এক্সপেকটেইশান অনেক বেশি ছিলো।
তবে হতাশ হইনি।
চোখের কোনায় কয়েক ফোটা অশ্রু আর ভিতরে চাপা কিছু অভিমান নিয়ে এবারের মতো বিদায়.

অনেকেই ট্রল করবেন, হাহা দিবেন।
সমস্যা নাই, আপনার ট্রলে এই ব্রাজিল এর প্রতি একটু ভালোবাসা ও কমবে না। একটুও না....

"আমার জন্মই হয়েছে জাহান্নামে।” আমি মোটেও বাড়িয়ে বলছি না কিন্তু। সাও পাউলোর যে বস্তিতে আমার জন্ম তার নাম ইনফেরিনহো(ছোট জা...
08/12/2022

"আমার জন্মই হয়েছে জাহান্নামে।”

আমি মোটেও বাড়িয়ে বলছি না কিন্তু। সাও পাউলোর যে বস্তিতে আমার জন্ম তার নাম ইনফেরিনহো(ছোট জাহান্নাম)।

এলাকাটা ভীষণ কুখ্যাত ছিল মাদক ব্যবসার কারণে। আমার বাড়ির চৌকাঠ থেকে দশ কদম দূরেই খুচরো মাদক বিক্রেতারা হাতে হাতে মাদক বিক্রী করত ভোর থেকে রাত অবধি। আর তাদের ক্রেতারাও ওখানে দাঁড়িয়েই খেত সেগুলো।
বন্দুক পিস্তলকে ভয় পেতাম না আমরা। কারণ দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গিয়েছিলাম। ভয় পেতাম পুলিশকে। একবার পুলিশ লাথি মেরে ঘরের দরজা ভেঙে ঢুকে গিয়েছিল, কোন এক অপরাধীকে খুঁজছিল তারা। ইনফেরিনহোর প্রায় প্রত্যেক বাড়িতেই এমন দরজা ভাঙা পড়েছে।

লাশ দেখলে ভয় পেতাম না আমরা। কারণ দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গিয়েছিলাম। আমার বয়স যখন ৮ তখন স্কুল যাওয়ার পথে দেখলাম একজন আমাদের গলিতে মরে পরে আছে। স্কুল তো যেতে হবে নাকি? আমি চোখ বন্ধ করে লাশটা ডিঙিয়ে স্কুলে গেলাম। ছোট জাহান্নামের জীবন এমনই ছিল।

জীবনে একমাত্র আনন্দ ছিল ফুটবল। বড় ভাইয়ের সাথে বস্তির স্কয়ারে ফুটবল খেলতে যেতাম। একসময় সেটা মাটির ছিল, পরে হল কংক্রিটের। খালি পায়ে কংক্রিটেই ফুটবল খেলতাম, রক্তাক্ত পা নিয়ে প্রতিদিন বাড়িতে ফিরতাম। ভাল জুতো কেনার পয়সা ছিল না আমাদের, আর ছিল না স্কুল জুতো ছেঁড়ার সাহস।
ঐ স্কয়ারে সবাই খেলত - মাদক ব্যবসায়ী, ট্রাক ড্রাইভার, নির্মাণ শ্রমিকেরা, পুলিশের দারোগারা। ফুটবল মাঠে সবাই ছিল সমান। ড্রিবলিং ব্যাপারটা আমার মাঝে সহজাত ছিল। ফুটবল পায়ে থাকলে মনে কোন ভয় কাজ করত না, কাউকে পরোয়া করতাম না আমি, কেবল কাটাতাম সবাইকে। ড্রাগডিলারদের ইলাস্টিকো মারতাম, দারোগাদের নাটমেগ করতাম, ছিনতাইকারীদের রেইনবো ফ্লিক করতাম। বল পায়ে থাকলে কিছুর তোয়াক্কা করতাম না।
বাড়িতে বাবা মার সাথে এক খাটে ঘুমাতাম, কারণ আমার জন্য আলাদা খাট কেনার সামর্থ্য ছিল না তাদের। ঘুমের মাঝে পাশ ফিরলেই বাবার সাথে ঠেকতো, ওপাশ ফিরলে মার সাথে। আমার বয়স যখন ১১, তখন বাবা মা আলাদা হয়ে গেলেন। খুব কঠিন সময় তখন। বাবা ভোর ৫টায় কাজে বের হতেন, রাত ৮টায় ফিরতেন। তখনো বাবার সাথে এক খাটেই ঘুমাতাম।
১৪ বছর বয়সে সাও পাউলো দলে ডাক পেলাম। কোচ বলতেন, দেখ সবাই - খেলার দিন সবাইকে জয়ের জন্য ক্ষুধার্ত থাকতে হবে। আমি মনে মনে বলতাম, কোচ আমি আসলেই ক্ষুধার্ত, দুপুরে খাওয়া জোটে নি আমার।

১৮ বছর বয়সে যখন পলিস্তা কাপের ফাইনালে করিন্থিয়ানসকে হারিয়ে আমরা চ্যাম্পিয়ন হলাম তখনো আমি ঐ বস্তির বাড়িতেই থাকি, বাবার সাথে এক খাটে ঘুমাই। বাড়িতে ফেরার সময় রাস্তায় অপরিচিত লোকজন আমাকে ডাক দিত, হেই ম্যান তোমাকে তো একটু আগে টিভিতে দেখেছি। এখানে কি?
আমি এখানে থাকি।
তারা বিশ্বাস করত না, হেসেই উড়িয়ে দিত।
গ্রেমিওর একজন প্লেয়ার একবার একটা লাল রেঞ্জ রোভার নিয়ে মাঠে এল। আমি মাকে বললাম, এই গাড়িটা আমি কিনব এক সময়।
মা বিশ্বাস করলেন না, হেসেই উড়িয়ে দিলেন।

এর এক বছরের মাথাতেই আমি আয়াক্সের হয়ে চ্যাম্পিয়নস লিগ খেললাম। নিজের বাড়ি হল, নিজের খাট। সেই লাল রেঞ্জ রোভার গাড়িটাও কিনে ফেললাম। মাকে দেখালাম, কি বলেছিলাম না?
মা এবার হাসলেন না, কাঁদলেন। খুশির কান্না।

আমাদের ইন্টারনেটের পয়সা ছিল না। পাশের বাসার তোমিওলো কাকুর ওয়াইফাই ব্যবহার করে ইউটিউবে রোনালদিনহো, ক্রিশ্চিয়ানো, নেইমারদের ভিডিও দেখতাম বারবার। এরা আমার কাছে ছিল ঈশ্বরের মত, ধরাছোঁয়ার বাইরে। বস্তির জীবন থেকে তিন বছরের মাথাতেই আমি এখন ম্যানচেস্টারে, থিয়েটার অফ ড্রিমসে ক্রিশ্চিয়ানোর সাথে খেলছি। ব্রাজিলে ড্রেসিং রুম শেয়ার করছি নেইমারের সাথে। অসম্ভব ব্যাপার তাই না? কিন্তু আমি তো বাস্তব করতে পেরেছি।

মিডিয়ার লোকেরা আমাকে জিজ্ঞেস করে আমার স্বপ্নের ব্যাপারে, আমি কি চাই? চ্যাম্পিয়নস লিগ? ব্যালন ডর? বিশ্বকাপ?

না,এগুলো লক্ষ্য, স্বপ্ন নয়। আমার স্বপ্ন ছিল আমার মা বাবাকে বস্তি থেকে বের করে আনা। সে জন্য জান দিতেও প্রস্তুত ছিলাম আমি। সে স্বপ্ন আমি পূরণ করে ফেলেছি।

প্রতিবার যখন আমি মাঠে নামার আগে জুতোর ফিতে বাঁধি, আমি নিজেকে মনে করিয়ে দেই আমি কোথা থেকে উঠে এসেছি। বস্তি থেকে।
হ্যাঁ,আমি বস্তির ছেলে।।
আর আমার হাতের সিংহের ট্যাটুটা সেই সব ছেলেদের জন্য যারা সেই জাহান্নাম থেকে বেরনোর চেষ্টা করছে।।

Thank you 🌺

07/12/2022

Bangladesh Won by 5 runs

জ্ঞানীরা জ্ঞানীদের কদর বোঝে,,,,
07/12/2022

জ্ঞানীরা জ্ঞানীদের কদর বোঝে,,,,

MOROCCO ARE INTO THE QUARTER-FINALS! 🤯👏👏
06/12/2022

MOROCCO ARE INTO THE QUARTER-FINALS! 🤯👏👏

06/12/2022
05/12/2022

Brazil 4-1 South Korea

05/12/2022

আজকে জিতবো ইনশাআল্লাহ 🇧🇷🇧🇷🇧🇩

04/12/2022

আর্জেন্টিনা ২০১৮ বিশ্বকাপ খেলার সুযোগ পেতে ব্রাজিলের জয় পাওয়ার উপর‌ নির্ভর ছিল 🤭🤭
যেখানে ব্রাজিল হারলে আর্জেন্টিনা ২০১৮ বিশ্বকাপ খেলার সুযোগ পেত না। ‌তারা প্রশ্ন করে‌ ব‌্রাজিলের যোগ্যতা নিয়ে।

আপনি কেন ব্রাজিল সাপোর্ট করবেন..?? আসুন জানার চেষ্টা করি...অনেকেই বলে ব্রাজিল কেন সাপোর্ট করি??নিম্নে ব্রাজিল সাপোর্ট কর...
04/12/2022

আপনি কেন ব্রাজিল সাপোর্ট করবেন..?? আসুন জানার চেষ্টা করি...

অনেকেই বলে ব্রাজিল কেন সাপোর্ট করি??
নিম্নে ব্রাজিল সাপোর্ট করার কারণ দর্শানো হলো...!
১. ব্রাজিলই একমাত্র দল
যারা ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন।
(১৯৫৮, ১৯৬২, ১৯৭০, ১৯৯৪, ২০০২)
রানার্স-আপঃ ২বার। (১৯৫০, ১৯৯৮)
তৃতীয় স্থানঃ ২বার। (১৯৩৮ , ১৯৭৮)
চতুর্থ স্থানঃ ২ বার। (১৯৭৪, ২০১৪)
২. কনফেডারেশন্স কাপঃ
ব্রাজিলই একমাত্র দল যে, দল সবচেয়ে বেশি
কনফেডারেশন কাপ জিতেছে হ্যাট্রিক সহ ৪ বার!
(১৯৯৭, ২০০৫, ২০০৯, ২০১৩)
রানার্স-আপঃ ১ বার। (১৯৯৯)
কোপা আমেরিকা বিজয়ীঃ ৮ বার।
(১৯১৯, ১৯২২, ১৯৪৯, ১৯৮৯, ১৯৯৭, ১৯৯৯, ২০০৪, ২০০৭)
রানার্স-আপঃ ১১ বার।
(১৯২১, ১৯২৫, ১৯৩৭, ১৯৪৫, ১৯৪৬,
১৯৫৩, ১৯৫৭, ১৯৫৯, ১৯৮৩, ১৯৯১, ১৯৯৫)
৩. ব্রাজিলই একমাত্র দল যে দল
প্রত্যেকটা বিশ্বকাপ খেলেছে। (১৯৩০-২০১৮)
৪. ২০১৪ সাল পর্যন্ত ব্রাজিলই একমাত্র দল ছিলো যারা সবছেয়ে
বেশি বিশ্বকাপ ফাইনাল খেলছে। মোট ৭ বার।
৫. ব্রাজিলই একমাত্র দল, যে দল পরপর ৩ বার ফাইনালে
উঠে (১৯৯৪, ১৯৯৮, ২০০২) ২ বার বিশ্ব চ্যাম্পিয়ন।
৬. ব্রাজিলই একমাত্র দল, যে দল
সবচেয়ে বেশি গোল দিয়েছে। (২০০০ প্লাস)
ও সবচেয়ে বেশি ম্যাচ জিতেছে। (৬০০ প্লাস)
৭) ব্রাজিলই একমাত্র দল যারা
১৯৭০ ও ২০০২ সালের দুটি বিশ্বকাপে
প্রথম ম্যাচ থেকে ফাইনাল পর্যন্ত প্রতিটা ম্যাচ
জিতে অপরাজিত বিশ্ব চ্যাম্পিয়ন। :-D
৮. ব্রাজিলই একমাত্র দল যে, দলে রয়েছে
১০০০ প্লাস গোল করা দুইজন কিংবদন্তি প্লেয়ার
"পেলে (১২৮১ গোল) ও রোমারিও (১০০০ গোল)"
রোমারিও সম্পর্কে দিয়েগো ম্যারাডোনা,
তার আত্মজীবনী বই "আমি দিয়েগো বলছি"
(Yo soy El Diego ) তে লিখেছেন,
রোমারিও একজন অবিশ্বাস্য ফিনিশার।
তার মত স্ট্রাইকার আমি কখনও দেখিনি।
সর্বকালের সেরা ফুটবলারদের যে কোন দলেই
অনায়াসে জায়গা পাবেন রোমারিও।
এবার বলেন ম্যারাডোনা গাঁজা খাইয়া এসব বলছে... :-D
৯. ব্রাজিলই একমাত্র দল যে,
দলে ছিলো সর্ব কনিষ্ঠ ওয়ার্ল্ডকাপ জিতানো
ও ৩ টি বিশ্বকাপ জিতানো প্লেয়ার-পেলে!
ক্যারিয়ারে ৯২ টি হ্যাটট্রিক করার পাশাপাশি ব্রাজিলের সর্বকালের সেরা এই ফুটবলার পেলেকে
ফিফা শতবর্ষের সেরা ফুটবলারের সীকৃতি দেয়।
১০. ব্রাজিলই এমন একটা দল যে, দলে ছিলো
বিশ্বকাপে ২য় সর্বোচ্চ গোল করা প্লেয়ার রোনালদো। (১৫গোল)
১১. ব্রাজিলই একমাত্র দল যে,
দলে ছিলো ফুটবলের শিল্পী রোনালদিনহো।
(হ্যাঁ বর্তমানে সে খেতাব মেসিকে দিতে
আমার কোন আপুত্তি নাই। শুধু আমি মামুন না
যে কেউ স্বীকার করবে মেসি/রোনাল্ডো গ্রেইট প্লেয়ার।
তবে নেইমারের ও গ্রেটদের দলে যাওয়ার সুযোগ আছে)
১২. ব্রাজিলই একমাত্র দল যে,
দলে ছিলো ছোট পাসের খেলোয়াড় সক্রেটসি!
১৩. ব্রাজিলই একমাত্র দল যে, দলে রয়েছে
সবচেয়ে বেশি ব্যালন ডিঅর পাওয়া প্লেয়ার রা।
১৪. ২০১৪ সাল পর্যন্ত একমাত্র দল হিসেবে ফিফা
Ranking এ সর্বোচ্চ ১৫১ বার শীর্ষে থাকা দল ব্রাজিল।
তার সাথে ফিফা আয়োজিত সর্বোচ্ছ ৭৩ টি ট্রফি
জিতেছে ব্রাজিল।
শুনের ভাই আমরা এ প্রজন্মের হলেও
ব্রাজিলের অতিত সাফল্য ও ৫ বারের বিশ্ব
চ্যাম্পিয়ন এই ভেবে ব্রাজিল সাপোর্ট করিনা।
ব্রাজিলই একমাত্র দল যে, দলে রয়েছে
শর্ট পাসের এক শৈল্পিক ফুটবলের নমুনা।
প্রিমিয়ার লিগ, ইতালিয়ান সিরিএ, স্পানিশ লা লিগা,
বুন্দেশ লিগা এবং ফ্রেঞ্চ লিগ সহ পুরো বিশ্বের যত নামকরা
পেশাদার লিগ আছে সে সব লিগে সবচেয়ে বেশি খেলোয়ার
রপ্তানিতে শীর্ষে থাকে ফুটবলের শিল্পের দেশ ব্রাজিল।
পাঁচ বারের বিশ্বকাপ জয়ী এই দলটির
ফুটবলার বিশ্বের ব্যাপক ভাবে সমাদৃত।
২০ মে ২০১৮ পর্যন্ত এই দেশটি থেকে বর্তমানে
১২৩৬ জন ফুটবলার বিশ্বের বিভিন্ন লিগে খেলছে।
যা আপনাদের থেকে প্রায় দ্বিগুন তারপরো
কি করে ব্রাজিলকে নিয়ে কুটুক্তি করেন
সেটা আমার বোধগম্য নয়... :-P
ব্রাজিলই একমাত্র দল যে, দলে রয়েছে
অগনিত প্রতিভার ছড়া ছড়ি। জার্মান ব্যতিত
অন্য দলে যার কোন নজির পাওয়া যায় না।
বলতে লজ্জা নেই ব্রাজিল ৭ টা
গোল খাইছে ব্রাজিলের ৭ গোল খাওয়া যদি ৩য় পক্ষ
নিজেদের কোনো সাফল্য ভাবে সেটা নিতান্তই হাস্যকর। :-D
৭০ গোল খাইলেও আমরা ব্রাজিলই
সাপোর্ট করবো! কারন ইতিহাস আর ঐতিহ্যে
ও ফুটবল শিল্পের চর্চার দেশ ব্রাজিলের সমকক্ষ কেউ নেই।
-----------------------------------------------
Mamunlgc/Mamunlgc/Mamunlgc/Mamunlgc
-----------------------------------------------
“বলতে খারাপ লাগে তবুও কিছু
অবুঝ আর্জেন্টিনা সাপোর্টার ভাইয়াদের বলি
আর্জেন্টিনা কবে কবে ৬-৮ আপ খাইছে শুনুনঃ
১. আর্জেন্টিনা ২০০৯ সালে
দূর্বল বলিভিয়ার বিপক্ষে ৬-১ গোলে হেরেছে।
(তারপরো আমরা কিন্তু
আপনাদের ৬ আপ নিয়া লাফাই না) :-D
ও ব্রাজিল ২৯ মিনিটে ৫ গোল আর আর্জেন্টিনা ২৫
মিনিটে ৬ গোল খাইছে বিয়য়টা মাথায় রাখবেন! :-D
২. ১৯৫৭ সালে আর্জেন্টিনা কলম্বিয়ার
কাছে ৬-০ ও ১৯৯৪ সালে ৫-০ গোলে হারে!
৩. ১৯৫৮ সালে চেকো-স্লোভাকিয়ার কাছে ৬-১
গোলের বিশাল ব্যবধানে হারে আর্জেন্টিনা।
৪. ১৯৫৯ সালে প্রীতি ম্যাচে উরুগুয়ের সাথে ৮-০
গোলে হারে আমাদের সবার প্রিয় আর্জেন্টিনা!
(ওহ তখন তো আপনাদের টিম-বি মাঠে
নামলো এইতো?? থাক বাদ দেন সামনে এগুই) :-/
৫. ২০০৫ সালে খেলা শুরুর ৪৭
সেকেন্ডে এর মধ্যে মেসি লাল র্কাড খায়।
(শুধু নেইমার খাইলেই দোষ...) :-P
৬. ১৯৫৮ সালে সুইডেনের সাথে ৫-১
গোলে হারে এই আর্জেন্টিনা!
৭. পেরুর সাথে ৬-০ গোলে এবং ইকুয়েডরের
সাথে ৫-৩ গোলে হারে প্রিয় আর্জেন্টেনা! :-D
৮. আপনারা যে ২০১০ সালে এই জার্মানির
সাথে ৪-০ গোল হারছেন সেটা কি আমি
আপনাদের মনে করিয়ে দিতে চাইনা... :-P
৯. এইতো ১৫ নভেম্বর ২০১৭-তে,
১৯৯৪ তে ১ম বারের মত বিশ্বকাপে অংশগ্রহন করা
অনঅভিজ্ঞ নাইজেরিয়ার সাথেও ১ হালি (৪-২)
গোল খাইছেন তাও আমরা ভুলিনাই। :-P
১০. ২৭ মার্চ ২০১৮-তে স্পেনের বিরুদ্বে
৬-১ গোলের বিশাল ব্যবধানে বিধ্বস্ত হইছেন
নিশ্চই সেই ক্ষতটা এত জলদি শুকায় নি... ;-)
ওহ বলবেন মেসি খেলেনাই এই তো???
৬ এপ্রিল ২০১৮ তে ব্রাজিল vs আর্জেন্টিনার
মহিলা দলের আন্তর্জাতিক প্রীতি ম্যাচে
৩-১ গোলের ব্যবধানে আর্জেন্টিনা পরাজিত হয়।
এবারও কি বলবেন মেসি খেলেনাই??? :-D
মেসি ছাড়া জিতে না এ কেমন দল রে বাবা?
আমাদের শেখ জামাল-কামাল কলাবাগান টিমও
তো মেসি নির্ভর না, আর আপনারা বিশ্বসেরা টিম
হইয়া একজনের উপর নির্ভর কইরা থাকেন
যা নিতান্তই হাস্যকর ছাড়া কিছুই নয়... :-D
ওহ আপনাদের (গ্রে)ইট প্লেয়ার ম্যারাদোনার
কথা কি বলব, কাক্কু তো জানেন ই না, ফুটবল
হাতের না পায়ের খেলা। হাত দিয়ে গোল দিয়ে
বলে এটা ঈশ্বরের হাত। (নাউযুবিল্লাহ)
প্রযুক্তি ভালো ছিলোনা বলে চোরের
মত হাত দিয়া গোল দেওয়াকে নিজেদের বাহাদুরি ভাবেন।
আহা কত নির্বোধ হলে তা আবার গর্বের সাথে বলে
বেড়ান। পারলে এখন একটা দিয়ে ক্ষমতা দেখান...
ওহ ভুলেই তো গেলাম
আর্জেন্টিনা তো তার চেয়েও বড় জোতচোর।
১৯৯০ সালের বিশ্বকাপের শেষ ১৬-তে
ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচে ড্রেসিং রুমের পানিতে
ঘুমের ওষধ মিশিয়ে দিয়ে আপনারা ম্যাচ জিতে নেন।
ফুটবল বিশ্ব সেটা কখনো ভুলবেনা। :-( :-(
এখন আপনাদের দেশের মাঠে কোন দেশ
খেলতে গেলে নিজেদের দেশ থেকে পানি নিয়ে যায়।
ছিহঃ এর থেকে বড় লজ্বা আর কি হতে পারে?
ফুটবল বিশ্বে গত ৩২ বছরে আর্জেন্টিনার অর্জন
শুধু জার্মানির সাথে ব্রাজিলের ৭ গোল খাওয়া।
ব্রাজিল ৭টা গোল খাইছে,
নেইমার লাল কার্ড খাইছে এসব নিয়া
লেবু কচলাইয়েন না। তাহলে লেবু তিতা হইয়া যাইবো।
যৌবনে মেসি বস যখন বার্সাতে ১১ নাম্বার জার্সিতে
খেলতেছিলো তখনকার তার করা কিছু ফাউল/কার্ড
দেখার জন্য আপনি ইউটিউব-এ Sports 360/funchannel/
Nugobasilaiaa চ্যানেল গুলা ঘুরে আসতে পারেন।
তাগড়া বয়সে মানুষ অনেক ভুল ই হয়
যা অতীতে মেসি/ক্রিষ্টিয়ানো রোনাল্ডোরা করছে...
সেখানে যৌবনে নেইমার ক্ষেত্রেও ভুল করাটা স্বাভাবিক
অভিজ্ঞ হইলে সব ঠিক হইয়া যাইবো... :-D
তাই আর্জেন্টিনার সাপোর্টার ভাইয়াদের বলতেছি।
ব্রাজিলের সাথে আর্জেন্টিনার তুলনা করিও না?
ব্রাজিল খেলা না পারলেও চুরি চামারির রেকর্ড নাই... :-P
ওহ এসব মানতে কষ্ট হচ্ছে??
এইসব পুরান আদিকালের রেকর্ড দেখাইয়া
কি লাভ এটাই তো বলবেন??? :-D
ব্যাপার না আগের যা বকবক করলাম সব বাদ,
শুধু ৯০ সালের পরে ব্রাজিল ২ টা বিশ্বকাপ
সহ ৪ টা কনফেডারেশন্স কাপ, ৪ টা কোপা আমেরিকা
শিরোপা সহ মোট ১০ টা শিরোপা নিজেদের
ঝুলিতে ভরেছে। আর আপনারা???
আমরা নিজেদের দলকে বিশ্বচ্যাম্পিয়ন হতে দেখেছি
বিজয় মিছিল করেছি, গত ৩২ বছরে যা আপনাদের
কাছে শুধুই স্বপ্ন।
আপনি আর্জেন্টিনা সাপোর্ট করেন
আমি ব্রাজিল সাপোর্ট করি, অন্যরা
অন্যদল সাপোর্ট করবে এটাই স্বাভাবিক।
ব্রাজিল/আর্জেন্টিনা/জার্মানি/স্পেন/ইতালি
এরা ফুটবল শিল্পের দেশ ও এক একটা গ্রেইট টিম
এদের বাদ দিয়ে ফুটবল শিল্পটা অসম্পূর্ণ। ♥♥♥
সবাই চাইবে নিজের দলকে সর্বোচ্চ পর্যায়ে দেখতে।
তবে আমরা যে দল যে ক্লাব ই সাপোর্ট করিনা কেন।
আমাদের উচিত অযৌক্তিক আক্রমন বাদ দিয়ে
"ফুটবল"কে ভালোবাসা, "ফুটবল শিল্পটা"-কে ভালোবাসা।
ফুটবলকে ভালোবাসতে পারলেই আমাদের মাঝে
দন্দ মনমালিণ্য আর থাকবেনা বলে আমার বিশ্বাস।
ব্রাজিল ফ্যানরা কখনোই আপনাদের শত্রু ভাবেনা,
শুধুমাত্র প্রতিপক্ষ ভাবে মাত্র তাই আমাদের
উচিত বন্ধুত্ব ও সোহার্দ্যপূর্ণ আচরন কতে
কলহ বিবাদ সৃষ্টি না করা... :-)
জয় হোক ফুটবলের,
ভালো থাকুন আপনি,
ভালো খেলুক আপনার টিম।
সব দলের জন্য শুভকামনা। ♥♥♥
সর্বশেষ আপডেটঃ মে ২০১৮
তথ্যসূত্রঃ গুগোল/উইকিপিডিয়া/ডেইলি মেইল/
দ্যা সান/ফিফা ওয়েব/সামু ব্লগ/গোল ডটকম ইত্যাদি...

তর্কে নয় পারফর্মে বিশ্বাসী! 🇧🇷💪🤘সবচেয়ে বেশি ফিফা বিশ্বকাপ জয়ী:🇧🇷ব্রাজিল - 5 🇮🇹ইতালি - 4 🇩🇪জার্মানি - 4 🇦🇷আর্জেন্টিনা -...
04/12/2022

তর্কে নয় পারফর্মে বিশ্বাসী! 🇧🇷💪🤘

সবচেয়ে বেশি ফিফা বিশ্বকাপ জয়ী:
🇧🇷ব্রাজিল - 5
🇮🇹ইতালি - 4
🇩🇪জার্মানি - 4
🇦🇷আর্জেন্টিনা - 2
🇺🇾উরুগুয়ে - 2
🇫🇷ফ্রান্স - 2
🏴󠁧󠁢󠁥󠁮󠁧󠁿 ইংল্যান্ড - 1
🇪🇸স্পেন - 1

ফিফা বিশ্বকাপে সবচেয়ে বেশি গোল করা:
🇧🇷ব্রাজিল - 232
🇩🇪জার্মানি - 227
🇦🇷আর্জেন্টিনা - 138
🇮🇹ইতালি - 128
🇫🇷ফ্রান্স - 124
🇪🇸স্পেন - 106

ফিফা বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ জেতা:
🇧🇷ব্রাজিল - 73
🇩🇪জার্মানি - 67
🇮🇹ইতালি - 45
🇦🇷আর্জেন্টিনা - 43
🇫🇷ফ্রান্স - 34

ফিফা বিশ্বকাপে সবচেয়ে বেশি পয়েন্ট প্রাপ্ত দল:
🇧🇷ব্রাজিল - 237
🇩🇪জার্মানি - 221
🇮🇹ইতালি - 156
🇦🇷আর্জেন্টিনা - 144
🇫🇷ফ্রান্স - 118

ফিফা বিশ্বকাপে সবচেয়ে বেশি অংশগ্রহণ:
🇧🇷ব্রাজিল - 22
🇩🇪জার্মানি - 20
🇮🇹ইতালি - 19
🇦🇷আর্জেন্টিনা - 18
🇫🇷ফ্রান্স - 16

ফিফা বিশ্বকাপে সবচেয়ে বেশি ফ্রি-কিক গোল:
🇧🇷ব্রাজিল - ১৩
🇦🇷আর্জেন্টিনা - 5
🇰🇷দক্ষিণ কোরিয়া - 5
🇪🇸স্পেন - 5
🏴󠁧󠁢󠁥󠁮󠁧󠁿 ইংল্যান্ড - 4
🇷🇸যুগোস্লাভিয়া - 4
🇺🇾উরুগুয়ে - 4

দেশ অনুযায়ী সবচেয়ে বেশি ফিফা বিশ্বকাপের
গোল্ডেন বুট জেতা:
🇧🇷ব্রাজিল - 5
🇩🇪জার্মানি - 3
🇦🇷আর্জেন্টিনা - 2
🇮🇹ইতালি - 2
🏴󠁧󠁢󠁥󠁮󠁧󠁿 ইংল্যান্ড- 2
🇭🇺হাঙ্গেরি - 2

দেশ অনুসারে সবচেয়ে বেশি ফিফা বিশ্বকাপ গোল্ডেন বল জেতা:
🇧🇷ব্রাজিল - ৭
🇦🇷আর্জেন্টিনা - ৩
🇮🇹ইতালি - 3
🇺🇾উরুগুয়ে - 2

রেকর্ড যখন কথা বলে, তো আমরা তর্কে যাবো কেনো!❤️‍🩹

প্রেডিকশন,, আজকে কয় গোল হবে?A. 4-0B. 3-0C. 2-0D. 1-0
02/12/2022

প্রেডিকশন,,
আজকে কয় গোল হবে?
A. 4-0
B. 3-0
C. 2-0
D. 1-0

ক্যামেরুনের বিপক্ষে ব্রাজিলের একাদশে ১০ পরিবর্তন!  নতুন ১০ জনকে নিয়ে মাঠে নামবে ব্রাজিল।গোলকিপার হিসাবে এলিসনের পরিবর্তে...
01/12/2022

ক্যামেরুনের বিপক্ষে ব্রাজিলের একাদশে ১০ পরিবর্তন! নতুন ১০ জনকে নিয়ে মাঠে নামবে ব্রাজিল।

গোলকিপার হিসাবে এলিসনের পরিবর্তে এডারসন। দুই সেন্টারব্যাক মার্কু ও সিলভার পরিবর্তে ব্রেমার ও মিলিতাও! সান্দ্রো ও মিলিতাওয়ের পরিবর্তে ফুলব্যাক হিসাবে থাকবে এলেক্স তেলেস ও দানি আলভেজ। মিডে ক্যাসার পরিবর্তে ফ্যাবিনহো,ফ্রেদের জায়গাতে ব্রুনো, পাকুয়য়েতার পরিবর্তে রদ্রিগো খেলবে। ফরোয়ার্ডে ভিনির স্থানে মার্টিনেল্লি। সেন্টারে রিচার পরিবর্তে জেজুস, রাইটে রাফার জায়গাতে এন্টনি!

এছাড়া এভারটন রিবেইরো ও পেদ্রো বদলি হিসাবে মাঠে নামবে। নকআউট নিশ্চিত হওয়ার পর পুরো একাদশেরই পরিবর্তন আপনি কিভাবে দেখছেন

নাম বেকার, কাজেও বেকার। বল ধরে না একটাও, আবার সে নাকি বিশ্বসেরা গোলকিপার। কোচের দৃষ্টি আকর্ষন করছি🙊
30/11/2022

নাম বেকার, কাজেও বেকার।

বল ধরে না একটাও, আবার সে নাকি বিশ্বসেরা গোলকিপার। কোচের দৃষ্টি আকর্ষন করছি🙊

30/11/2022

গত ৬৪ বছরে ব্রাজিলের দ্বিতীয় রাউন্ডে উঠতে কখনও তৃতীয় ম্যাচের দিকে তাকানো লাগে নাই।😉

এজন্য ফুটবল ব্রাজিল এর শিল্প 🇧🇷❤️

অন্যদিকে আরজিতিনার জন্য প্রতি বিশ্বকাপে এমনকি প্রতি ম্যাচে দোয়ার আয়োজন করা লাগে 🤣🤣🤣

🟢 আমার আর্জেন্টিনার প্রতি মায়া কিংবা আবেগ কখনো কাজ করে না করবেও না!⚽ করবে কিভাবে...🟡 কারণ আমি দেখেছি আমার প্রিয় ফুটবলার ...
30/11/2022

🟢 আমার আর্জেন্টিনার প্রতি মায়া কিংবা আবেগ কখনো কাজ করে না করবেও না!

⚽ করবে কিভাবে...

🟡 কারণ আমি দেখেছি আমার প্রিয় ফুটবলার কাকার বির্তকিত লাল কার্ড নিয়ে ট্রল করতে।💔

🟢 আমি দেখেছি নেইমার ইনজুরির পর মার্সেলোর চিৎকার করে কান্নার ছবি দিয়ে ট্রল করতে।💔

🟡 আমি দেখেছি কোপা হারের পর নেইমারের কান্নার ভিডিও ইডিট করে ট্রল করতে।💔

🟢 আমি দেখেছি মেরুদণ্ড হারা! নেইমারকে অভিনেতা নাম দিতে।💔

🟡 আমি দেখেছি অনাকাঙ্ক্ষিত ভাবে জার্মানির দেওয়া 7 গোল কে নিয়ে ট্রল করতে!💔

🟢 তারপরও যদি মনে করেন আমার মায়া নেই ! মেনে নিবো আমার মায়া নেই ,তবুও আর্জেন্টিনা পক্ষে সার্পোট দেওয়া
সম্ভব না।🙏💔



ফিফা বিশ্বকাপ ব্রাজিল 🆚 আর্জেন্টিনার পার্থক্য-ব্রাজিল 🇧🇷                      আর্জেন্টিনা🇦🇷ম্যাচ-১০৯                    ...
29/11/2022

ফিফা বিশ্বকাপ ব্রাজিল 🆚 আর্জেন্টিনার পার্থক্য-

ব্রাজিল 🇧🇷 আর্জেন্টিনা🇦🇷

ম্যাচ-১০৯ ম্যাচ-৮১
জয়-৭৩ জয়-৪৩
ড্র-১৮ ড্র-১৫

পরাজয়-১৮ পরাজয়-২৩
গোল দিয়েছে-২২৯ গোল দিয়েছে-১৩৭
গোল খেয়েছে-১০৫ গোল খেয়েছে-৯৩
শিরোপা-৫টি শিরোপা-২ টি
পয়েন্ট-২৩৭ পয়েন্ট-১৪৪

বিশ্বকাপে অংশগ্রহণ বিশ্বকাপে অংশগ্রহণ
২১ বার সবকটি ১৭ বার
বিশ্বাস না হলে গুগল এ সার্চ দিয়ে দেখতে পারেন।
- আগে লেভেল সমান করো,তারপর তর্ক করতে আইসো!🤧
বি:দ্র: প্রমান এবং যুক্তিছাড়া এখানে কিছুই বলা হয় নাই

★★ This is Brazil ★★ 🇧🇷🔥🤟এটা শুধু তাদের জন্য যারা কথায় কথায় ঝগড়া করে।

Address


Telephone

+8801644664655

Website

Alerts

Be the first to know and let us send you an email when We are Brazil Supporter posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share