Tahmid Raiyan vlogs

  • Home
  • Tahmid Raiyan vlogs

Tahmid Raiyan vlogs Hey everyone this is Tahmid Faiyaz raiyan welcome to my page and youtube channel Tahmid Raiyan vlogs
(2)

MrBeast  কে নিয়ে আর ও একটা কন্টেন্ট বানাবো কি?
09/06/2024

MrBeast কে নিয়ে আর ও একটা কন্টেন্ট বানাবো কি?

ইঞ্জিনিয়ার
07/06/2024

ইঞ্জিনিয়ার

ইনশাআল্লাহ্ কালকে এটা নিয়ে একটা ভিডিও আসবে YouTube channel এ আর page এ সবাই দেখবেন প্লিজ
07/06/2024

ইনশাআল্লাহ্ কালকে এটা নিয়ে একটা ভিডিও আসবে YouTube channel এ আর page এ সবাই দেখবেন প্লিজ

Sokol rokom bestota shesh akhon theke regular insha'Allah vlog video dibo ASA kori sobar valo lagbe Amar EKTA YouTube ch...
06/06/2024

Sokol rokom bestota shesh akhon theke regular insha'Allah vlog video dibo ASA kori sobar valo lagbe
Amar EKTA YouTube channel ache
Please ektu subscribe korben channel e
Please
This is my YouTube channel

Welcome to Tahmid Raiyan Vlog! Dive into thrilling adventures, heartwarming moments, and daily life snippets with me. Subscribe now for exciting vlogs and hi...

04/06/2024

আজকের তারিখ - চার ছয় চব্বিশ।😃

ভা‌গ্যিস ফো‌নে ইন্টারনেট ছি‌লো!
04/06/2024

ভা‌গ্যিস ফো‌নে ইন্টারনেট ছি‌লো!

Congratulations MrBeast
03/06/2024

Congratulations MrBeast

এই নিউজগুলো আমাদের দেশের জন্য কতটা অসম্মানের একবার মনে করেন। পড়াশোনার দাম কোথায়? কোনো কাজই ছোট না, আমি কাজকে ছোট করে দেখ...
01/06/2024

এই নিউজগুলো আমাদের দেশের জন্য কতটা অসম্মানের একবার মনে করেন। পড়াশোনার দাম কোথায়? কোনো কাজই ছোট না, আমি কাজকে ছোট করে দেখছি না। কিন্তু স্নাতকোত্তর শেষ করে এমন চাকরি? তাও সরকারি চাকরি লাগবেই? হতেই পারে।
কিন্তু মুদ্রার উল্টা পিঠও আছে কারিগরি শিক্ষায় শিক্ষিত হলে দক্ষতা সম্পূর্ণরুপে অর্জন করতে পরলে অনেক ভালো চাকরি করা যায়। দেশে বর্তমানে ১৭ শতাংশ।এ থেকেই বুঝা যায় কারিগরি শিক্ষায় বাংলাদেশের মানুষের অগ্রহের জায়গা।যেটা খুবই কম। কিন্তু কারিগরি শিক্ষা নিলে খুব কম বয়সে ভালো চাকরি পাওয়া কিংবা উদ্যোক্তা হওয়া সম্ভব। কিন্তু কষ্টের বিষয় হচ্ছে আমরা কাতে কালি লাগাতে চাই না। সবাই চাই এসি রুমে বসে ২/১ টা সাইন করেই সময় কেটে যাবে৷

কিন্তু হাতে কলমে কাজ শিখে দক্ষতা অর্জন করে জব মার্কেটে ছড়িয়ে পড়লে ভালো চাকরি বা উদ্যেক্তা হয়ে নিজের এবং পরিবারের হাল ধরা সম্ভব। আসুন করিগরি শিক্ষার প্রসারে সবাই একত্রিত হই। এক সুরে সুর মিলাই;

কারিগরি শিক্ষার অবদান;বেকার সমস্যা সমাধান!

একজন ফুড ব্লগারের মাসিক ইনকাম ১০ লাখ টাকা! হিরো আলমের বাৎসরিক ইনকাম ২ কোটি টাকা! জীবনে স্কুলে না যাওয়া অপু ভাই নামের এক...
29/05/2024

একজন ফুড ব্লগারের মাসিক ইনকাম ১০ লাখ টাকা! হিরো আলমের বাৎসরিক ইনকাম ২ কোটি টাকা! জীবনে স্কুলে না যাওয়া অপু ভাই নামের এক টিকটকারকে বাংলাদেশ থেকে দুবাই নিয়ে যায়, কোটি টাকার গাড়ি দিয়ে বিমানবন্দর থেকে রিসিভ করে শোরুম উদ্ভোদন করার জন্য!
একজন ডিসেন্ট গুগল, মাইক্রোসফটের ইঞ্জিনিয়ারও মাসে ১০ লাখ টাকা পায় না!
ঢাকা মেডিকেলে পড়া ডাক্তাররা মাসে ২৫ হাজার টাকা বেতনের দাবিতে রাস্তায় পুলিশের মাইর খায়! বুয়েট থেকে পাশ করা ছেলেটাও শুরুতে ৫০ হাজার টাকা বেতনের একটা জব পায় না!
বর্তমান সমাজ ও বিশ্ব-ব্যবস্থায় পড়ালেখা, জ্ঞান অর্জন খুব রিস্কি ইনভেস্টমেন্ট মনে হচ্ছে!
আমার বিশ্বাস আগামীর দিনগুলোতে আমাদের ছেলে মেয়েরা ডাক্তার-ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী হওয়ার পরিবর্তে ফুড অ্যাপ্পি, Rafsan The Chotobhai, Hero Alom, Salman Muqtadir, Tawhid Afridi বা কাপল ব্লগার হওয়ার স্বপ্ন দেখবে!

27/05/2024

Wi-Fi ইউজার দের কি অবস্থা? 🙂

26/05/2024

আমার কোন ধরনের কনটেন্ট আপনাদের সবথেকে ভালো লাগে?

Me : The worst she can say is No.Her :
25/05/2024

Me : The worst she can say is No.
Her :

24/05/2024

who's your favorite creator on Facebook right now?

ফেসবুকে আজকে কোনো রিচ নাই৷ এখন একমাত্র রাফসানের বিপক্ষে পোস্ট দিলেই বোধহয় রিচ ব্যাক আসবে 😓
18/05/2024

ফেসবুকে আজকে কোনো রিচ নাই৷ এখন একমাত্র রাফসানের বিপক্ষে পোস্ট দিলেই বোধহয় রিচ ব্যাক আসবে 😓

ফেসবুকের এই ভার্সনটা অনেকে চিনবে না! অনেকে আবার ফেসবুক চালানো শুরু করেছিলো এভাবে! মনে আছে?🖤🌸
17/05/2024

ফেসবুকের এই ভার্সনটা অনেকে চিনবে না! অনেকে আবার ফেসবুক চালানো শুরু করেছিলো এভাবে! মনে আছে?🖤🌸

ছেলে মাকে বলছে, মা একটা কথা বলি, আমার একটা অনুরোধ রাখবে?  তুই চাইলে আমি কি না করতে পারি? বল্ তোর সব কথা আমি রাখবো।তোমার ...
14/05/2024

ছেলে মাকে বলছে, মা একটা কথা বলি, আমার একটা অনুরোধ রাখবে?
তুই চাইলে আমি কি না করতে পারি? বল্ তোর সব কথা আমি রাখবো।

তোমার বৌ'মা বলছিল তোমার বয়স হয়েছে। এখন তো তোমার শরীরের একটু বিশ্রাম প্রয়োজন। আর এই বাড়িটা তো খুব একটা ভালো না। ছোট ঘুপচি! তোমার কাশিটাও বেড়ে গেছে। আর ডায়াবেটিস তো আছেই, হার্টের সমস্যা, হাড়ের সমস্যা..... আরো কতো কি!"

হ্যাঁ রে, মনে হয় আর বেশিদিন....!
আহ্ থামো তো মা। তোমার সব সময় দেখা শোনার জন্য কাউকে রাখতে হবে।
আচ্ছা আমাকে তাহলে গ্রামের বাড়িতে...।
না না ওই যে বৃদ্ধাশ্রমের স্পেশাল ব্র্যাঞ্চে ভর্তি করালে কেমন হয়? এটাই বলছিল তোমার বৌ'মা। ওখানে অনেকে থাকবে তোমার মতোই। তাদের সাথে গল্প করতে পারবে আর এ বাড়িতে তো কেউই নেই, আমি ব্যবসায় দৌড়াচ্ছি, তোমার বৌ'মা অফিসে আর মিঠু তো সারাদিনই স্কুলে।ওখানে তুমি আরামেই থাকবে মা। এটাই আমার, মানে আমাদের অনুরোধ ছিল।
আচ্ছা তুই চাইলে তাই হবে।
থ্যাংকস মা......।
আচ্ছা কালকে বিকেলেই কিন্তু তাহলে ওখানে যাচ্ছো। তোমার ব্যাগ গুছিয়ে রাখবে।
পরের দিন, অস্বস্তিকর জ্যামে আটকে আছে মা-ছেলে। নীরবতা ভাঙলেন মা.......!
বাবা ওখানে আমাকে দেখতে যাবি তো? পারলে একটা ফোন কিনে দিস আমাকে।
--- মা তুমি ফোন দিয়ে কি করবে? ওখানে ফোন আছে তো।
কিছুক্ষন পরে একটা বাড়ির সামনে এসে গাড়ি থামালো। বেশ কিছুক্ষণ নিরব থেকে এবার ছেলে বলে উঠলো।

-নামো মা, এটাই তো ওই বৃদ্ধাশ্রম। বলেছিলাম না তোমার পছন্দ হবে। তোমার জন্য দোতালার দক্ষিণের ঘরটা বুকিং দিয়ে রেখেছি।

টিং ডং টিং ডং (দরজা খুললো)
- হ্যাপি বার্থ ডে টু ইউ ! হ্যাপি বার্থ ডে টু ইউ 'মা' ! !

দরজা খুলতেই চমকে গেলেন মা। আরে ওই তো তার একমাত্র নাতি আর বৌ'মা কেক নিয়ে দাঁড়িয়ে আছে। এতো বেলুন আগে কখনো দেখেননি। এতো আয়োজন করে কখনো কেউ তাকে জন্মদিনের শুভেচ্ছাও জানায় নি। আরে, ওই তো তার দুই মেয়ে আর তাদের জামাই দাঁড়িয়ে।ওদেরও ডেকে এনেছে তার পাগল ছেলেটা।

হ্যাপি বার্থ ডে মা।
--- তুই অনেক বড় হয়ে গেছিস (মা কান্না ভেজা কন্ঠে)। কিন্তু, এটা কার ঘর?

--- বাড়ির ফলকে নাম দেখোনি! বাবার নামে রেখেছি। মা পুরো বাড়িটাই আমাদের। এবার তুমি আরামে থাকতে পারবে মা।

--- তুই না ! এমন কি কেউ করে? (কান্না ভেজা চোখে জোরে জোরে মাথা নাড়ছেন। আনন্দে কথা বলতে পারছেন না)

আয়োজন শেষে ঘুমাতে যাবে এমন সময় পেছন থেকে মায়ের ডাক। হাতের ব্যাগটা আতিপাতি খুঁজে একটা কৌটা বের

12/05/2024

আজকে যাদের রেজাল্ট দিবে-তাদের উদ্দেশ্যে বলতেছি, রেজাল্ট ভালো হতে পারে, খারাপও হতে পারে! ভালো হলে খুশী হবা ঠিক আছে - খারাপ হলে মন খারাপ করবা এটাও ঠিক আছে। তবে মনে রাখবা একটা রেজাল্ট মানেই তোমার জীবন না। লাইফে হারজিত আছে এটা সবাইই জানো। রেজাল্ট খারাপ হলেই যে উল্টাপাল্টা কিছু করে বসবা, এতটা বোকা হইয়ো না। হার থেকেই শিক্ষা সেই শিক্ষা থেকেই আসে সফলতা। থেমে যাওয়ার নাম জীবন না, লড়াই করে এগিয়ে গিয়ে সফল হয়ে দেখিয়ে দেওয়ার নামই জীবন।

সুতরাং যা হবার হবে - ইন শা আল্লাহ।

11/05/2024

আমার আদরের ছোট ভাই বোনরা,তোমরা দুশ্চিন্তা করোনা।১২ তারিখ তোমরা হাসবে ইনশাআল্লাহ।🩵

প্রো কিছু এডিটর দেখতে চায়😁 OnePlus
10/05/2024

প্রো কিছু এডিটর দেখতে চায়😁 OnePlus

09/05/2024

Munshigonj, Mawua Hotel er khabar er man ta valo chilo and what nice place

09/05/2024

insha'Allah kalke ekta vlog upload hobe

চেনা জানা কোনো গাধা থাকলে শুভেচ্ছা জানিয়ে যান🤭
08/05/2024

চেনা জানা কোনো গাধা থাকলে শুভেচ্ছা জানিয়ে যান🤭

কিছু পা পী এভাবে কলম ধরে রাখতো🙂💔
07/05/2024

কিছু পা পী এভাবে কলম ধরে রাখতো🙂💔

06/05/2024

Ei vabe amader boka banalo!

05/05/2024

insha'Allah aske R noeto kalke EKTA vlog upload hobe

আমরা বাংলাদেশের জনগণ নিজেদের কদর করতে জানিনা। বিদেশি জিনিস আর বিদেশিদের সুনাম করে যেনো আধ্যাত্মিক মজা পাই আমরা। একটা নিদ...
04/05/2024

আমরা বাংলাদেশের জনগণ নিজেদের কদর করতে জানিনা।
বিদেশি জিনিস আর বিদেশিদের সুনাম করে যেনো আধ্যাত্মিক মজা পাই আমরা।
একটা নিদৃষ্ট সাইবার সেল পদ্মা সেতুর সাথে ভারতের ভুপেন হাজারিকা সেতুর তুলনা করে একটা লেখা ছড়িয়ে দিলো। আমরা সেইটা নিয়ে কয়েক বছর নাচলাম।

বেশি কিছু নয়, ১ টা তথ্য দেই -
শুধু পদ্মা সেতুর প্রতিটা টা পিলার এর ওজনই ৫০ হাজার টন।
আর ভুপেন হাজারিকা সেতুর ১ টি পিলারের ওজন মাত্র ১২০ টন।
মানে ভুপেন হাজারিকা সেতুর টোটাল পিলার আছে ১৮৪ টি যার মোট ওজন ১২০x১৮৪=২২০৮০ টন যা পদ্মা সেতুর একটা পিলারের অর্ধেকেরও কম ওজন।
নিচে পদ্মা সেতুর ১ম পিলারের ছবি দেয়া হয়েছে যা অন্যান্য পিলার থেকে আরো বিশাল।

পোষ্টে পদ্মা সেতু ও ভুপেন হাজারিকা সেতুর পিলারের ছবি দেয়া হল। নিজেরাই দেখে আন্দাজ করে নিন, আমরা কতটা নিজেদের মাথা খেয়ে ওই নিদৃষ্ট সাইবার সেলের নাচুনিতে নেচেছিলাম।

ধন্যবাদ

03/05/2024

যে পরিমাণ টাকা খরচ করে এবং পরিশ্রম করে মানুষ বিদেশে যেয়ে কাজ করে, সেই পরিমাণ টাকা এবং পরিশ্রম নিজের দেশে থেকে করলে সম্মান এবং শান্তির সাথে পরিবারের নিয়ে চলা সম্ভব।

Address


Telephone

+8801575399610

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tahmid Raiyan vlogs posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tahmid Raiyan vlogs:

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share