মানুষ যখন চলে যায় না ফেরার দেশে | Moira Gele Kodor Baira Jai | Asif Akbar | Pagol Hasan
দাঁত থাকতে দাঁতের মর্যাদা পাওয়া যায় না। এই কথাটি মানুষের বেলায় খুব প্রযোজ্য। মানুষ যতদিন বেঁচে থাকে, তাকে নিয়ে সেভাবে কেউ ভাবে না। আর যখন সে চলে যায় না ফেরার দেশে, তখন সবাই আফসোস করতে থাকে। এই যে হাহাকার, এটা কষ্টের হলেও দারুণ সত্য।
গানঃ মইরা গেলে কদর বাইরা যায়
কন্ঠঃ #AsifAkbar
কথা ও সুরঃ #PagolHasan
সংগীতায়োজনঃ MoniZaman
Anubhob By Akassh Sen & Merry
প্রিয়জনকে ভালোবাসার এক পর্যায়ে তার সব জানা হয়ে গেলে মনে জন্ম নেয় নতুন নতুন অনুভবের। তখন কেবলই আপন করে থাকা, মায়ার বন্ধনে আটকে থাকা।
Song: Anubhob
Singer: Akassh Sen & Merry
Lyric: Robiul Islam Jibon
Cast: Merry & Alvi Mamun
Director & DOP: Chandan Roy Chowdhury
Chan Tara Jochona | চান তারা জোছনা | Sumi Shabnam | Torik
যখন জোছনায় ভেসে যায় সারা পৃথিবী, তখন সখীর ব্যাকুল মন জুড়ে হাহাকার। তার প্রাণনাথকে কেউ যদি ধরে এনে তার সঙ্গী করে দিতো! আর তখনই উঠতো বেজে সুমী শবনমের গান "চান তারা জোছনা"।
Song: Chan Tara Jochona (চান তারা জোছনা)
Singer: Sumi Shabnam
Lyric & Tune: Md Akram Hossain
Music: Torik
Cast: Alvi Mamun & Aanfi Sinha
Dop: Yasin Bin Arian
Edit: Shomrat Azad
Director: Farhan Ahmed Rafat
Chief AD: Asikur Rahman
Label: Dhruba Music Station
যদি কেউ গোপনে হাতে রাখে হাত | Dhoka | Arman Alif | DMS Song
প্রিয় মানুষটি যদি ফাঁকিবাজি শুরু করে দেয়, যদি সে গোপনে হাতে রাখে অন্যের হাত, সেই ধোঁকা কখনও তাকে সুখ দিতে পারে না, কারণ সে ফিরে এলে আগের মতো নিজের মানুষটিকে নিজের মতো খুঁজে পায় না।
ভালোবাসার মানুষটা যখন দুঃখ দিয়ে হৃদয় পুড়িয়ে দেয় | Pirit Koira Kandi Ami | Asif Akbar | Sadat Hossain
কেউ যখন কাউকে ভালোবাসে, তখন তাকেই ভেবে নেয় আসমান জমিন, তাকেই ভেবে নেয় হৃদয়ের ঠিকানা। কিন্তু সেই মানুষটা যখন দুঃখ দিয়ে হৃদয় পুড়িয়ে দেয়, তখন তার জন্য কাঁদতে হয় একা। কারণ, এই ভালোবাসায় কেন জানি সে আর কাঁদে না।
গানঃ পিরিত কইরা কান্দি আমি
কন্ঠঃ #AsifAkbar কথাঃ #OmarFaruk
সুরঃ #PrinceRubel সংগীতায়োজনঃ #Torik ভিডিওঃ #SadatHossain
Jibone Je Mukh Bheshe Jay By Ashiqur Rahman
জীবনের প্রতিদিনের স্রোতে যে মুখ ভেসে যায়, সে ফিরে আসে আবার আগের টানে। কখনও সকাল হয়ে ফুটে ওঠে আবার কখনও বা তা স্মৃতির অন্ধকারে হারিয়ে যায় চিরতরে।
Song: Jibone Je Mukh Bheshe Jay
Singer: Ashiqur Rahman & Rumana Eti
Lyric & Tune: Nachiketa Chakraborty
Music Arrangement: Ibrar Tipu
Cast: Tanmoy Chakraborty & Bristy Khan
Director:CHANDAN ROY CHOWDHURY
Akashe Megh Jomeche By Haimanti
আকাশে মেঘ জমলেই মনে বিষাদ ছেয়ে যায়। কী এমন ব্যথায় তখন মনে বিরহ উপচে পড়ে, সে বেদনার কথা হয়তো প্রিয়জন জানতেই পারে না।
Song: Akashe Megh Jomeche
Singer: Haimanti Raksh*t Das
Tune: Runa Laila
Lyric: Kabir Bakul
Music: Raja Kaasheff
Cast: Tapash Roy Chowdhury & Bristi
Director & Dop: CHANDAN ROY CHOWDHURY
Megh | Jisan Khan Shuvo
কথা বলার মতো কাউকে না পেলে মেঘের খামে চিঠি লেখে ভালোবাসার মানুষ, যেন ভেজা বাতাসের সঙ্গী হয়ে মনের কথাগুলো পৌঁছে যায় তার কাছে। সে যে শহরেই থাকুক, সেখানে গিয়ে সে বলুক এখনও ভালোবাসি শব্দে বৃষ্টি হচ্ছে কোথাও ।
গানঃ মেঘ
#JisanKhanShuvo
Amaroto Koshto Hoy By Rupankar Bagchi & Shikrity
দুজন মানুষের মধ্যেও কী যে ব্যবধান থাকে, কাছে না গেলে বোঝা দায়। একজনের আকাশ হয়তো মেঘলা কালো, অন্যজনের আকাশ নীল সাদা মেঘে ঢাকা। আবার মনের গড়মিলও স্পষ্ট সেখানে। তবুও দুজনের দুই প্রান্ত থেকে কষ্ট আসে, অভিমান আসে, কারণ কেউ কাঠের পুতুল নয়, তারও আছে প্রাণ।
Song: Amaro Toh Koshto Hoy ( আমারো তো কষ্ট হয় )
Singer: Rupankar Bagchi & Shikrity
Lyric, Tune & Composition: MD. Rabin Islam
Artist: Safa Khan & Real
Direction: Raju Ahmmad
আকাশের নীল সীমানায় প্রিয় মানুষের নাম লিখে দেয়া | Megher Khame | Imran Mahmudul | Atiya Anishaa
মেঘেরই খামে রোদের শিরোনামে ভালোবাসি তোকে জানিয়ে দিলাম ❤️🌹
গানঃ মেঘের খামে
কণ্ঠঃ #ImranMahmudul & #AtiyaAnishaa
কথাঃ #RobiulIslamJibon
সুর সঙ্গীতঃ Imran Mahmudul
ভিডিওঃ VickyZahed
কিন্তু ব্যথা যদি ভেঙ্গেচুরে দেয় মন | Byatha | Sadat Hossain
নিজের গায়ে ব্যথা লাগুক আর শরীরে ক্ষত হোক, মানুষ নিজে নিজেই পারে তা সারিয়ে তুলতে। কিন্তু ব্যথা যদি ভেঙ্গেচুরে দেয় মন, তাহলে মনের মানুষ ছাড়া কে আর আছে সেই ব্যথা সারাতে?
গানঃ ব্যথা | #Byatha
#SadatHossain
#MoniZaman
Eto Lojja Keno By Ashraful Pavel
কাছে এসেই মনের সব লুটপাট হয়ে যায়, মনের দুষ্টুমিও ঢেকে যায় আবেগের তোড়ে, কল্পনার ভেলায় চড়ে সেই কাছে আসা, তারপর যেন নিজের করে নেয়া নিজেদের কাছে।
Song: Eto Lojja Keno
Lyrics: Shabz & Akik Haroon
Vocal, Tune & music: Ashraful Pavel
ভালোবাসলেই তাকে চিরকালের জন্য নিজের করতে পারে না কেউ | Moner Dukkho | Muhammad Milon | Jamshad Shamim | MMP Rony| Mahin Awlad| Ashpiya Ohi
ভালোবাসলেই তাকে চিরকালের জন্য নিজের করতে পারে না কেউ, অধিকাংশের বেলায় দেখা যায়, নিজের চেয়ে বেশি ভালোবেসে ফেলা মানুষটা একদিন অন্যের হয়ে যায়। তখন মনের ভেতর তার চলে যাওয়ার প্রশ্নটাই আসতে থাকে নানান দুঃখ বেদনায়।
গানঃ মনের দুঃখ
#MohammadMilon
পাখিটা ধরে রাখার জন্য বুকের খাঁচায় কত পাগলামি | Je Pakhi Ghor Bujhe Na | Dhruba Guha | Plabon Koreshi |Torik
ভালোবাসার মানুষটি মূলত পাখি। তার স্বভাব আমরা বুঝে উঠি না। তারাও কি বোঝে আমাদের? তারা তো ঘর বোঝে না, মন বোঝে না। তবুও সেই পাখিটা ধরে রাখার জন্য বুকের খাঁচায় কত পাগলামি।
কন্ঠঃ #DhrubaGuha
কথা ও সুরঃ #PlabonKoreshi
সংগীতায়োজনঃ #Torik
ভিডিওঃ #CineArt
Hridoye Tomar Thikana By Papon & Tamanna Prome
ভালোবাসার মানুষের কারণেই তার কাছে বারবার ছুটে যাওয়া, সেখানে কারো বারণ মানে না মন, উড়ো মেঘের চাদরে ভেসে গিয়ে আবার ডুবে যেতেও মন চায়। আর সে যখন কাছে এসে যায়, তখন হৃদয়ে তার ঠিকানা লেখা হয়ে যায়।
Song: Hridoye Tomar Thikana ( হৃদয়ে তোমার ঠিকানা )
Singers: Papon (India) & Tamanna Prome (Bangladesh)
কষ্টকে কষ্ট দিয়ে কি অতীত ভোলা যায়? | Foo | Asif Akbar | Marzuk Russel
ভালোবাসার অপমান অনেকে নিতেই পারে না। কষ্টকে কষ্ট দিয়ে ভুলে যেতে চায় কষ্টের অতীত। চাইলেই কি ভোলা যায়?
গানঃ ফুঁ | #Foo
#AsifAkbar
তোরে বড় বেশী ভালোবাসি এ কথাটি মিথ্যে নয় | Mithhe Noy | Habib Wahid | Dhruba Music Station
ভালোবাসা মানেই হৃদয়ে হৃদয়ের সংযোগ, সেই হৃদয়ের মানুষকে নিয়ে ছুটে যেতে ইচ্ছে করে দূরে, বহুদূরে। আর এই যে মন দিয়ে মন ছুঁয়ে ফেলার মানুষটি, তার জন্যই সব আয়োজন। যেন এর সবই সত্যি, কিছুই মিথ্যে নয়।
গানঃ মিথ্যে নয় | #MithheNoy
কন্ঠঃ #HabibWahid
#DhrubaMusicStation #DMS
বৃষ্টি মানেই মনের ভেতর বিচিত্র সব উসকানি | Tip Tip
বৃষ্টি মানেই মনের ভেতর বিচিত্র সব উসকানি। বৃষ্টি শুরু হতেই প্রায় সকলেই নিজেকে একলা ভাবতে থাকে আর তার ভাবনা এসে দখল করে মনের মানুষ। সেই প্রিয়জনকে কাছে পাবার নানান বাহানায় বৃষ্টিকে তখন ভীষণ অর্থবহ লাগে।
গানঃ টিপ টিপ বৃষ্টি | #TipTipBrishty
#AsifAkbar #AnkhiAlamgir
কিছু অনুভূতি এমন, ভালোবাসাকে যেন অমর করে দেয় | Lage Buke Lage | লাগে বুকে লাগে | Imran Mahmudul | Anwesshaa |
কিছু অনুভূতি এমন, ভালোবাসাকে যেন অমর করে দেয়। কারণ, প্রিয়জনকে ভালোবাসায় আমরা কখনও বেহিসাবী, আবার কখনও দিব্যি হিসেবী। যেমন, প্রিয় মানুষটাকে আগলে রাখার ক্ষেত্রে যে থাকে এগিয়ে, সেই যেন পায় বেশি আত্মতৃপ্তি।
গানঃ লাগে বুকে লাগে
কন্ঠঃ #ImranMahmudul ও #Anwesshaa
কথাঃ #ZulfiquerRussell
প্রেমিকার চুলের প্রতি প্রেমিকের মোহাচ্ছন্নতা | Konna Re | Shan Shaik | DMS Song
প্রেমিকার চুলের প্রতি প্রেমিকের মোহাচ্ছন্নতা নিয়ে বাঙালির রয়েছে চিরায়ত আখ্যান। চুলের ঘ্রাণ থেকে শুরু করে সেই চুলের ভাবনায় নির্ঘুম থাকাটাও যেন দারুণ বিষয়।
গানঃ কন্যা রে
কন্ঠঃ #ShanShaik
কথা ও সুরঃ M.R.Khan
সংগীতায়োজনঃ Rokon Emon
ভিডিওঃ #CineArt
জেনেশুনে ভুল করেই ভুল মানুষকে ভালোবেসে সংসার সাজায় অনেকে | Bhul Manusher Ghor
কেউ ভুল করে জেনেশুনে, কেউ ভুল করে অজান্তে। জেনেশুনে ভুল করেই ভুল মানুষকে ভালোবেসে সংসার সাজায় অনেকে। সেই ভুল মানুষটা একটা জীবন মাটি করে দিলে তখন আফসোস ছাড়া কী আর করার থাকে? মন কি জানে সে ব্যথা?
গানঃ ভুল মানুষের ঘর
#EmonKhan
প্রাণের মানুষকে এটা বুঝানো কষ্ট হয় যে, কতখানি ভালোবাসা যায় তাকে । Ki Kore Toke Bujhai
প্রাণের মানুষকে এটা বুঝানো কষ্ট হয় যে, কতখানি ভালোবাসা যায় তাকে, কতখানি সে নেয় হৃদয়ের দখল। এই সংশয়ে থাকতেও যেন ভীষণ ভালোলাগার অনুভূতি। সেই অনুভূতি নিয়ে দূরে দূরে থাকলেও, তাকে মনে রাখতেই যেন সার্থক লাগে খুব।
গানঃ কি করে তোকে বোঝাই
#AsifAkbar #Kornia
Aha Ami By Jisan
রাতের আকাশ মানেই তারা গুনে দেখার অভ্যাস, চাঁদ দেখার তাড়না। আর সেই নিঃসঙ্গ সময়ে নিজের প্রিয়জনকে তার মতো বানিয়ে নেবার ইচ্ছে মাথাচাড়া দিয়ে ওঠে দারুণভাবে।
Song: Aha Ami ( আহা আমি )
Lyric, Tune & Vocal: Jisan Khan Shuvo
Music: Amzad Hossain
Cast: Ariana Zaman & Ovi Pramanik
Video Director: Saiful Islam Roman
প্রাণের বন্ধুর কাছেই মানুষ রাখে প্রাণেরই আবদার | Bhulia Na Jaiyo | Kazi Shuvo | Pagol Hasan
যে মন নিয়ে যায়, সে নিয়ে যায় দেহেরও অধিকার, প্রাণের দখলও থাকে তার কাছেই। সেই প্রাণের বন্ধুর কাছেই মানুষ রাখে প্রাণেরই আবদার, যেন সে ভুলে না যায়, যেন সে পুরো জীবনে না হোক অর্ধেকের ভাগীদার করে নেয়।
গানঃ ভুলিয়া না যাইও
#KaziShuvo
#PagolHasan
#MahinAwlad
#JamshadShamim
#Jerry
প্রিয়তমার মুখ দেখায় যেন স্বর্গের সুখ | Deulia | Tanjib sarowar
Happy Birthday Tanjib Sarowar
প্রিয়তমার মুখ দেখায় যেন স্বর্গের সুখ। তার প্রতি আকুল নিবেদন, সে কলিজায় বেঁধে রাখুক। এই মানুষটি যেন কিছুতেই ভালোবাসা ফেলে না চলে যায়, কারণ তার জন্য সেই মন দেউলিয়া, পাগলপারা।
প্রত্যেকের ভালোবাসার মানুষটি তার কাছে আর সকলের চেয়ে সুন্দর। তার তুলনা হয়তো সে নিজেই | Issh
পৃথিবীর সকল সৌন্দর্য ম্লান হয়ে যায় ভালোবাসার মানুষের দিকে তাকালে। প্রত্যেকের ভালোবাসার মানুষটি তার কাছে আর সকলের চেয়ে সুন্দর। তার তুলনা হয়তো সে নিজেই।
গানঃ ইশ্ | #Issh
#ImranMahmudul #KoushaniMukherjee
কাউকে ভালো লেগে গেলে উড়তে থাকে রঙিন হাওয়ায় | Shiekh Sadi
কাউকে ভালো লেগে গেলে এই প্রশ্নটা প্রথম এসে খেলা করে নিজের মনের কাছে। মন তখন সেই ভালোবাসার পরিমাপ নিয়ে প্রশ্নের পর প্রশ্নে দোলাতে থাকে। আর ভালোবাসা উড়তে থাকে রঙিন হাওয়ায়।
গানঃ মন | #Mon
#ShiekhSadi
Tuptup Brishti By Samarjit Roy
টুপ টুপ টুপ বৃষ্টি ঝরতেই চুপিসারে মেঘ এসে যায় ঘরের দেয়ালে, আর সেই মেঘের শব্দ যেন প্রিয়ার নূপুরের ধ্বনির ছন্দই বাজিয়ে যায় কোনও মেঘবালকের হৃদয়ে।
Song: Tuptup Brishti ( টুপটুপ বৃষ্টি )
Vocal: Samarjit Roy
Tune & Music Arrangement: Samarjit Roy
যাকে এক জীবনে খুব বেশি ভালোবেসেছিল তাকে যখন মনে পড়ে যায় | Bhulini Tomay
প্রতিটা মানুষ একটা সময় গিয়ে স্মৃতি মনে করতে সুখ পায়। যাকে এক জীবনে খুব ভালোবেসেছিল, তাকে হয়তো পাওয়া হয়নি, কিন্তু যখন মনে পড়ে যায়, তখন একটা কথাই সত্য হয়ে আসে, জীবনের শ্রেষ্ঠ উপহার ছিল সেই প্রিয়জন, যাকে হারিয়ে এসেছে গত জনমে।
গানঃ ভুলিনি তোমায় | #BhuliniTomay
#JisanKhanShuvo
Kew Karo Valo Chay Na
মানুষ এক অদ্ভুত প্রাণী। কেউ ভালো, কেউ মন্দ। তবে মন্দের আওয়াজ বেশি পাওয়া যায়। অতি দ্রুত রঙ বদলানো, হতাশাগ্রস্ত হওয়া, হিংসায় ডুবে থাকা এসবই যেন নিত্য স্বভাব। আর এইসব যাদের আছে, তারা কারোই ভালো চায় না। অথচ মানুষ চিরকাল মানুষের জন্যই।