02/05/2023
মাঝে মাঝে মাথাই বেশ কিছু ব্যাপার ঘোরে যা বাস্তব কিন্তু মেনে নিতে খুব খারাপ লাগে। এই যে সে দিন বাবা মা আর ভাই এর সাথে বসে ঈদ নাটক দেখছিলাম, কিন্তু এই ডিজিটাল যুগে যে ফ্যামিলির সাথে বসে নাটক সিনেমা দেখা যে খুব পরিশ্রমের ব্যাপার তা সে দিন বুঝে গেছি।যখন নায়ক নায়িকা এক জায়গায় মিলিত হচ্ছে তখন ফ্যামিলির সাথে বসে দেখার জো থাকে না। ভাব নিতে হয় আমি কিছু বুঝি না, আমি কিছু দেখিনি। লজ্জাকর এক অবস্থার ভিতর পরে যাই দুই পক্ষই।
আমি কিছু দিন সাবানা, আলমগির এর সিনেমা দেখেছি। সাবানা গার্মেন্ট'স কর্মি থেকে ধনি হওয়া আবার আলমগির লটারি পেয়ে সৎ মা কিভাবে ভালবেসেছিল সেটাও দেখছি। আবার সাবানা আলমগির তাদের প্রেম কাহিনী ও দেখেছি। কই এসবে কখনো নিজেকে আড়াল করতে হয়নি।
হাড়কিপ্টা নাটক, নাল পিরান টেলিফিল্ম এর মতো দুনিয়া আমরা অনেক আগে ছেড়ে আসলেও সেই দিন গুলই মিস করি।
হাস্যজ্জ্বল আর আবেগি মন নিয়ে এসব নাটক সিনেমা দেখেছি। আর এখন নাটক সিনেমা দেখলে মানুষের কাম বাসনাই জাগ্রত হবে অন্য কিছু নয়।
আপনাদের কি সেই আগের দিন গুলো খারাপ লেগেছিল? কেন এই অতিরিক্ত ডিজিটাল? যন্ত্রের সাথে সাথে কি আমাদের পোশাক , চরিত্রে, অভিনয়ে ,জীবনের সকল ক্ষেত্রে পরিবর্তন বাধ্যতামূলক? আজ নিউজ হয় এত পার্সেন্ট মানুষ মাদকাসক্ত, এতো ছেলে ফোন , গেম এ আসক্ত। কই আগে তো আমি ফোন ধরার সাহস পেতাম না। আর এখন জন্মের পর বাচ্চার হাতে ফোন না ধরিয়ে দিয়ে খাবার খাওয়ানো অসম্ভব ব্যাপার। বাস্তাব জীবনে আমরা নিজেরাই এসব ভুল করে নিজেরাই নিউজ করি। এখন সমাজ এমনি । গা ভাসানো পরিবেশ সব ক্ষেত্রে। এক সাথে বসে আর গল্প করা হয় না, ঈদের আর সেই আনন্দ নেই, সালামি টাও এখন অনলাইনে নেয় সবাই। তাহলে মায়া মহব্বত কই থেকে আসবে আমাদের মধ্যে , ধীরে ধীরে আমাদের মন টাও যান্ত্রিক হচ্ছে।
পুরনো দিন গুলো কি আর খুঁজে পাবো? অপেক্ষাই রইলাম।