03/11/2022
সূর্য্য উঠতে দেরী, ভাটির টানে ইলিশ ধরতে রওনা হতে তাদের দেরী হয়না। পুরোপুরি আলো ফোটার আগেই জাল ফেলা সারা। এরপর শুরু হয় জালের চারপাশে ট্রলার নিয়ে টহল দেওয়া। লঞ্চ, অন্য ট্রলার বা ফেরী আসতে দেখলেই গামছা নেড়ে কোর্স বা রাস্তা পরিবর্তনের জন্য ইশারা দিতে থাকে যেন জালের উপর দিয়ে উঠে না যায়, জীবিকার তাগিদ বলে কথা। যদিও ফেরী বা লঞ্চের ক্ষেত্রে এত জালের ভিড়ে সেই অনুরোধ রাখা সম্ভব হয়না...