SDTV World

SDTV World The Voice of World

11/04/2024
মোদি সরকার দেশে বিভেদ তৈরির চেষ্টা করছে : ঈদের জামাতে মমতা || MRA ميزان الرحمن أديبবাংলাদেশের মতো ভারতেও ঈদ আজ বৃহস্পতিব...
11/04/2024

মোদি সরকার দেশে বিভেদ তৈরির চেষ্টা করছে : ঈদের জামাতে মমতা || MRA ميزان الرحمن أديب

বাংলাদেশের মতো ভারতেও ঈদ আজ বৃহস্পতিবার। কলকাতার রেড রোডে ঈদের জামাতে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার দেশে বিভেদ তৈরির চেষ্টা করছে।
কেন্দ্রকে লক্ষ্য করে মমতা বলেন, ‘এজেন্সি দিয়ে সবাইকে গ্রেপ্তার করতে চাইছে ওরা। আমি এজেন্সিকে ভয় পাই না। ইডি-সিবিআই ও আয়করের জন্য আলাদা জেল তৈরি করুক মোদী সরকার। নইলে জায়গা হবে না জেলে।’

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমরা সিএএ এনআরসি মানি না। আমাদের নাগরিকত্বের প্রমাণ দেওয়ার প্রয়োজন নেই। আগে তিনি নিজের নাগরিকত্বের প্রমাণ দিন। যাঁদের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলছে মোদি সরকার, তাঁদের ভোটেই জয়ী হয়েছেন তিনি। তাঁরাই ভোট দিয়ে প্রধানমন্ত্রী করেছেন তাঁকে।’

মমতা বন্দ্যোপাধ্যায় জানান, কোনোভাবেই রাজ্যে সিএএ-এনআরসি তিনি হতে দেবেন না। তিনি সেটা মানবেন না বলেও হুঁশিয়ারি দিয়েছেন।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা এককাট্টা থাকলে কেউ আলাদা করতে পারবে না। কাজেই রাম নবমীর দিনে সবাই মাথা ঠান্ডা রাখবেন। কোনো প্ররোচনা ও উসকানিতে পা দেবেন না।

এদিন রেড রোডের মঞ্চ থেকে ইন্ডিয়া জোট নিয়েও কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘ইন্ডিয়া জোট দিল্লিকে কী করবে সেটা আমরা বুঝে নেব। কিন্তু বাংলায় একটা ভোটও যেন না পায় বিজেপি।’
তিনি বিজেপিকে নিশানা করে বলেন, ‘বেছে বেছে মুসলিম নেতাদের ফোন করে বলছে কী চাই? বিভেদের রাজনীতির চক্রান্ত করছে বিজেপি। কিন্তু আমাদের এককাট্টা হয়ে থাকতে হবে।’

ফিলিস্তিনিদের অনাহারে মারার পরিকল্পনাত্রাণ ব্যবস্থাকে লক্ষ্যবস্তু করছে ইসরাইল || MRA ميزان الرحمن أديبঅস্ত্র বিক্রি বন্ধ...
11/04/2024

ফিলিস্তিনিদের অনাহারে মারার পরিকল্পনা
ত্রাণ ব্যবস্থাকে লক্ষ্যবস্তু করছে ইসরাইল || MRA ميزان الرحمن أديب

অস্ত্র বিক্রি বন্ধে ব্রিটিশ সরকারকে ৬০০ বিচারক ও আইনজীবীর চিঠি
গাজায় গণহত্যার জন্য ‘কৃত্রিম বুদ্ধিমত্তা’ ব্যবহার করা হচ্ছে
যুদ্ধবিরতি নিয়ে নিজেদের শর্তে অনড় হামাস
ড্রোন হামলায় ছয় বিদেশী ত্রাণকর্মী নিহত হওয়ার পর গাজা যুদ্ধে তাদের নৃশংসতাকে ন্যায্যতা দেয়ার জন্য ইসরাইল আন্তর্জাতিক চাপের সম্মুখীন হচ্ছে। সোমবার রাতে কেন্দ্রীয় শহর দেইর আল-বালাহতে ত্রাণবাহী কনভয়তে ইসরাইলের ড্রোন হামলার পর ওই ছয় বিদেশীসহ ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের (ডবিøউসিকে) সাত সদস্য নিহত হন।
ডবিøউসিকে এর প্রতিষ্ঠাতা, শেফ জোসে আন্দ্রেস বলেছেন, ইসরাইল ডিফেন্স ফোর্সেস (আইডএফ) তাদের বহরকে ‘পরিকল্পিতভাবে’ টার্গেট করেছিল, যদিও তারা ডবিøউসিকে এর সাথে যোগাযোগ করেছিল এবং সাহায্য কর্মীদের গতিবিধি সম্পর্কে সচেতন ছিল। তিনি রয়টার্সকে বলেন, ‘এটি এমন কোন দুর্ভাগ্যজনক পরিস্থিতি ছিল না যেখানে, ‘উফ’, আমরা ভুল জায়গায় বোমা ফেলেছিলাম। এমনকি যদি আমরা আইডিএফের সাথে সমন্বয় না করেও থাকতাম, তারপরেও কোন গণতান্ত্রিক দেশ এবং কোন সামরিক বাহিনী বেসামরিক এবং মানবিক সাহায্যকারীদের লক্ষ্যবস্তু করতে পারে না।’
ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং আইডিএফ এই হত্যাকাÐের জন্য ক্ষমা চেয়েছে এবং বলেছে যে তদন্ত চলছে। ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী, ইয়োভ গ্যালান্ট মঙ্গলবার বলেছেন যে, ইসরাইল সাহায্য বিতরণের আরও ভাল সমন্বয় সক্ষম করতে আন্তর্জাতিক গ্রæপগুলির সাথে একটি ‘যৌথ পরিস্থিতি কক্ষ’ খুলবে। হত্যাকাÐের আশেপাশের পরিস্থিতি বিমান ও ড্রোন হামলার আদেশ দেয়ার ক্ষেত্রে ইসরাইলের লক্ষ্যবস্তু পদ্ধতি এবং সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ার নতুন করে যাচাই-বাছাই করেছে। ইসরাইলি সংবাদপত্র হারেৎজ-এর একটি প্রতিবেদন অনুসারে, কনভয়টিতে কোনো সন্দেহভাজন ব্যক্তি ছিল না এবং সেটি ইসরাইলি সেনাবাহিনীর সাথে পূর্ব-অনুমোদিত এবং সমন্বিত একটি পথ ধরে ভ্রমণ করছিল।
প্রায় ছয় মাসের সংঘাতে ভুখন্ডে ২০০ জনেরও বেশি সাহায্য কর্মীসহ বহু চিকিৎসা কর্মী, সাংবাদিক এবং নাগরিক প্রতিক্রিয়া কর্মী নিহত হয়েছে। দ্য গার্ডিয়ান বুধবার রিপোর্ট করেছে যে, আইডিএফ কর্মকর্তারা এমনকি নিম্ন-স্তরের হামাস এবং ফিলিস্তিনি ইসলামিক জিহাদ যোদ্ধাদের লক্ষ্য করে বোমা হামলার মাধ্যমে বিপুল সংখ্যক ফিলিস্তিনি বেসামরিক নাগরিককে হত্যা করার অনুমতি দিয়েছে।
অস্ত্র বিক্রি বন্ধে ব্রিটিশ সরকারকে ৬০০ বিচারক ও আইনজীবীর চিঠি : গাজ্জায় নৃশংস গণহত্যা পরিচালনা করা দখলদার রাষ্ট্র ইসরাইলের কাছে অস্ত্র বিক্রি না করতে ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাককে চিঠি দিয়েছে দেশটির ৬০০ জনেরও বেশি আইনজীবী ও সাবেক বিচারক। বৃহস্পতিবার তাদের পক্ষ থেকে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ চিঠি প্রেরণ করা হয়। চিঠিতে সতর্ক করে বলা হয়েছে, ইসরাইলে অস্ত্র পাঠিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে যুক্তরাজ্য। গাজায় ‘সম্ভাব্য গণহত্যার ঝুঁকি’র প্রেক্ষাপটে দেশটিতে অবশ্যই অস্ত্র বিক্রি করা বন্ধ করতে হবে। চিঠিতে বিশিষ্টজনেরা আরও বলেছেন, ইসরাইলের কাছে অস্ত্রশস্ত্র ও অস্ত্রব্যবস্থা (প্রতিরক্ষাব্যবস্থা) বিক্রি আন্তর্জাতিক আইন মানার ক্ষেত্রে যুক্তরাজ্যের বাধ্যবাধকতাকে উল্লেখযোগ্যভাবে ক্ষুণœ করছে।
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় সাত ত্রাণকর্মী নিহত হওয়ার পর থেকে বিভিন্ন দলের চাপের মুখে আছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। এরই মধ্যে তাকে ওই চিঠি পাঠানো হলো। সুনাক গত মঙ্গলবার বলেছেন, অস্ত্র বাণিজ্যের ক্ষেত্রে যুক্তরাজ্যের কাছে ‘খুব সতর্কতামূলক’ একটি ব্যবস্থা রয়েছে। সংবাদপত্র সানের সঙ্গে কথা বলার সময় তিনি ইসরাইলি ওই হামলার ঘটনায় একটি নিরপেক্ষ তদন্তের আহŸান জানান। তবে ইসরাইলের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করা বিষয়ে কোনো মন্তব্য করেননি তিনি। সুনাক আরও বলেন, ইসরাইলের ব্যাপারে যুক্তরাজ্য ‘অব্যাহতভাবে এই পরিষ্কার’ অবস্থান বজায় রেখেছে যে দেশটিকে অবশ্যই আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলতে হবে।
গাজায় গণহত্যার জন্য ‘কৃত্রিম বুদ্ধিমত্তা’ ব্যবহার করা হচ্ছে : হামাদ বিন খলিফা ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক মার্ক ওয়েন জোনস বলেছেন, গাজা যুদ্ধে ইসরাইল অপরীক্ষিত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সিস্টেম মোতায়েন করছে। ‘তারা এআই-সহায়তা নিয়ে গণহত্যা চালাচ্ছে, যুদ্ধে এআই ব্যবহার বন্ধ করার আহŸান জানানো দরকার,’ জোন্স বলেছিলেন। মানবাধিকার এবং সন্ত্রাস দমনের জন্য জাতিসংঘের বিশেষ প্রতিবেদক বেন শৌল বলেছেন, ‘ইসরাইলি সেনাবাহিনী সিদ্ধান্ত নিয়েছে যে, প্রতিটি জুনিয়র হামাস যোদ্ধার জন্য ১৫ বা ২০ ফিলিস্তিনিকে হত্যা করা যাবে। এটি অবশ্যই একটি ভয়াবহ যুদ্ধাপরাধ।’ ‘যদি সত্য হয়, গাজায় অনেক ইসরাইলি হামলা অসামঞ্জস্যপূর্ণ আক্রমণ শুরু করার যুদ্ধাপরাধ গঠন করবে,’ শৌল সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে বলেছেন। শৌল প্লাস ৯৭২ ম্যাগাজিন এবং হিব্রæ-ভাষার মিডিয়া আউটলেটে একটি প্রতিবেদনের প্রতিক্রিয়ায় এ কথা বলেন, যা প্রকাশ করেছে যে, ইসরাইলি সেনাবাহিনী ‘ল্যাভেন্ডার’ নামক এআই টার্গেটিং সিস্টেম ব্যবহার করে গাজায় হাজার হাজার ফিলিস্তিনিকে সম্ভাব্য লক্ষ্য হিসাবে চিহ্নিত করেছে।
যুদ্ধবিরতি নিয়ে নিজেদের শর্তে অনড় হামাস : গাজায় নতুন যুদ্ধবিরতি নিয়ে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস ও ইসরাইলের মধ্যে আলোচনা চলছে। মিশরের রাজধানী কায়রোতে মধ্যস্থতাকারী দেশগুলোর কাছে নিজেদের নতুন প্রস্তাব উত্থাপন করে ইসরাইল। এখন তারা হামাসের জবাবের অপেক্ষায় রয়েছে। বুধবার জেরুজালেম দিবসে এ বিষয়ে কথা বলেছেন হামাসপ্রধান ইসমাইল হানিয়া। তিনি জানান, যুদ্ধবিরতির জন্য তারা যে শর্ত দিয়েছেন, সেটিতে এখনো অনড় রয়েছেন। যুদ্ধবিরতি যদি হতে হয় তা হলে তাদের শর্ত অনুযায়ী হতে হবে।
হানিয়া বলেন, আগ্রাসন বন্ধে যে আলোচনা চলছে দখলদার ইহুদিবাদী ইসরাইল সেটি অব্যাহতভাবে এড়িয়ে যাচ্ছে। দখলদাররা দৃঢ় প্রতিজ্ঞ যে তাদের আগ্রাসন চলবে। আর নেতানিয়াহু এবং তার সঙ্গে যারা রয়েছেন, তাদের লক্ষ্য হলো- যতদিন সম্ভব ক্ষমতায় থাকা। তিনি আরও বলেন, আমরা স্পষ্টভাবে বলছি— আমরা আমাদের স্থায়ী যুদ্ধবিরতি, গাজা থেকে ইসরাইলের সব সেনা প্রত্যাহার করে নেওয়া, গাজার সব মানুষকে তাদের বাড়িঘরে ফিরতে দেয়া, আমাদের মানুষের সব প্রয়োজনীয়তা মেটানো, গাজাকে পুনর্গঠন, অবরোধ তুলে নেয়া এবং বন্দিবিনিময় শর্তে অনড় রয়েছি। গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় অবিরাম নৃশংস আগ্রাসন চালাচ্ছে দখলদার ইসরাইল। ছয় মাসের এই যুদ্ধে রিপোর্ট লেখা পর্যন্ত প্রায় ৩৩ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন প্রায় ১ লাখ মানুষ, যাদের বেশিরভাগই বেসামরিক। সূত্র : দ্য গার্ডিয়ান, নিউইয়র্ক টাইমস, আল-জাজিরা, রয়টার্স।

জাতীয় পার্টির তৃণমূল নেতারা মনে করছেন, নৌকার প্রার্থীদের সঙ্গে ভোট করে জিতে আসা তাদের পক্ষে সম্ভব হবে না৷ প্রশাসনও নিরপে...
07/12/2023

জাতীয় পার্টির তৃণমূল নেতারা মনে করছেন, নৌকার প্রার্থীদের সঙ্গে ভোট করে জিতে আসা তাদের পক্ষে সম্ভব হবে না৷ প্রশাসনও নিরপেক্ষ ভূমিকা পালন করবে না৷ ফলে নৌকার সঙ্গে তারা প্রতিদ্বন্দ্বিতা করতে চান না৷

রাশিয়ার ওইমিয়াকন বিশ্বের শীতলতম গ্রাম৷ এখন সেখানকার তাপমাত্রা মাইনাস ৫৮ ডিগ্রি সেলসিয়াস৷ কিন্তু শীত অনুভূত হচ্ছে মাইনাস ...
07/12/2023

রাশিয়ার ওইমিয়াকন বিশ্বের শীতলতম গ্রাম৷ এখন সেখানকার তাপমাত্রা মাইনাস ৫৮ ডিগ্রি সেলসিয়াস৷ কিন্তু শীত অনুভূত হচ্ছে মাইনাস ৬৩ ডিগ্রির মত৷

ব্রিটেনের রাজার রাজ্যাভিষেকের বছর টাওয়ার হ্যামলেটস বারা কাউন্সিলের মর্যাদাকর সিভিক এওয়ার্ড পেয়েছেন ১৪ বছর বয়সী লিলিয়ানা ...
07/05/2023

ব্রিটেনের রাজার রাজ্যাভিষেকের বছর টাওয়ার হ্যামলেটস বারা কাউন্সিলের মর্যাদাকর সিভিক এওয়ার্ড পেয়েছেন ১৪ বছর বয়সী লিলিয়ানা নূর।

যারা পাশে আছেন সবাইকে ধন্যবাদ ৬০ সেকেন্ড সময় লাগবেনা লাল বাটনে ক্লিক করতে, তাই অনুগ্রহ করে লাল বাটনে ক্লিক করে সবাইকে পা...
21/11/2022

যারা পাশে আছেন সবাইকে ধন্যবাদ ৬০ সেকেন্ড সময় লাগবেনা লাল বাটনে ক্লিক করতে, তাই অনুগ্রহ করে লাল বাটনে ক্লিক করে সবাইকে পাশে থাকার অনুরোধ আশাকরি আপনাদের কষ্ট বিফলে যাবেনা, কারণ সব ধরনের টেক রিলেটেড, ডিজাইন সংক্রান্ত ভিডিও গুলো পাচ্ছেন আমার এই চ্যানেলে তাই দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থাকুন, তাতে আমার আগ্রহ আরো বারবে। ধন্যবাদ ভালোবাসা অবিরাম ❣️

What you are capable of is your power.But the one you practice the mostThat will become your skill..Anything is possible for you if you try.Anything…just bel...

কগজে কলমে কমলেও বাজারে কমেনি ভোজ্যতেলের দাম....
06/10/2022

কগজে কলমে কমলেও বাজারে কমেনি ভোজ্যতেলের দাম....

Today's the best Photo 🌿🥰• beautiful
06/10/2022

Today's the best Photo 🌿🥰

• beautiful








Today's the best Photo 🌿💚💚💚💚💚💚💚💚💚💚.... beautiful 
10/09/2022

Today's the best Photo 🌿
💚💚💚💚💚💚💚💚💚💚.... beautiful





Today's Best Photo ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️           #মুদছাল্লেংেছাল্লেংে
10/09/2022

Today's Best Photo ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️







#মুদছাল্লেংেছাল্লেংে

Address


Alerts

Be the first to know and let us send you an email when SDTV World posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SDTV World:

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share

স্বদেশ ডিজিটাল টিভি

❏ "স্বদেশ ডিজিটাল টিভি’র" জন্য ___কিছু মেধাবী,উদ্যোমী ও পরিশ্রমী পুরুষ/মহিলা নিয়োগ প্রক্রিয়া চলছে। ❏ বাংলাদেশের আনাচে কানাচের অসংগতি তুলে ধরে সংবাদের পিছনে সংবাদ খুজে বের করার মন মানষিকতা যদি আপনার থাকে তাহলে আপনাকে খুঁজছি আমরা । ❏ আগ্রহীরা নিন্মোক্ত ঠিকানায় সদ্য তোলা ০২ কপি পাসপোর্ট সাইজ ছবি, ভোটার আইডি কার্ডের নাম্বার, রক্তের গ্রুপ,জীবনবৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতার সনদ ও পূর্ণাঙ্গ বায়োডাটা নিন্মোক্ত ই-মেইলে পাঠাতে পারেন। ___________________________

[email protected]

☎-+8801727-641999