Nobiji - নবীজি

  • Home
  • Nobiji - নবীজি

Nobiji - নবীজি The main Purpose of this page is to spread the knowledge and peace of Islam.
(1)

রাসূল (সা:) বলেছেন, ঐ ব্যক্তির নাক ধূলোমলিন হোক যার কাছে আমার নাম উল্লেখ করা হলো অথচ আমার উপর দরুদ পাঠ করল না।-সাল্লাল্ল...
22/06/2024

রাসূল (সা:) বলেছেন, ঐ ব্যক্তির নাক ধূলোমলিন হোক যার কাছে আমার নাম উল্লেখ করা হলো অথচ আমার উপর দরুদ পাঠ করল না।

-সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
HOQ WAY

কুরবানী ঈদ কাল। দেখা যাবে কেউ কেউ কুরবানী আসলেই যেন অসুস্থ হয়ে পড়েন। এটি জিন-যাদুগ্রস্থতার উল্লেখযোগ্য আলামত।কেউ বা রোজা...
17/06/2024

কুরবানী ঈদ কাল। দেখা যাবে কেউ কেউ কুরবানী আসলেই যেন অসুস্থ হয়ে পড়েন। এটি জিন-যাদুগ্রস্থতার উল্লেখযোগ্য আলামত।

কেউ বা রোজায়, কেউ বা ঈদুল ফিতরে ; শুধু মুসলিমদের দিবসই না, নিজ নিজ জন্মদিন, পূজা, ক্রিসমাস ইত্যাদি বিধর্মীদের নানান দিবস আসলেও দেখা যায় কেউ অসুস্থ হয়ে যাচ্ছেন, মন মেজাজ বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে, কিছুই ভাল্লাগছে না। অন্যদিন হলে স্বাভাবিক। বিশেষত রমাদ্বান আর ঈদে বেশি দেখা যেতে পারে।

এসব হয় যদি অই ব্যক্তি জিনগ্রস্থ হন। তবে কেনো হয় এর নানান ব্যাখ্যা আছে। হয়ত অই সময় তার উপর যাদু করা হয়েছিলো যা বর্ষসমাপ্তির সাথে সাথে নবায়ন হয় (যেমন প্রতি ঈদে অসুস্থ হওয়া,জন্মদিন, বিবাহবার্ষিকী ইত্যাদি), পূজোর সময় ঘটে মূলত হিন্দু শাইত্বান বা যাদুকর সেই সময়ে ব্যাপক স্যাটানিক রিচুয়ালের প্রভাবে পুরো এনভায়রনমেন্ট তাদের অনুকূলে থাকে, এবং অই জিন ব্যক্তির উপর ডমিনেট করতে পারে, এবং যাদু আরো প্রভাবশালী হয়। অর্থাৎ একেক ধর্মের দিবসের ক্ষেত্রে অই ধর্মানুসারী শাইত্বান ট্রিগারড হয়ে যায়।

এর বিপরীতও কিছু আছে। যেমন কারো শরীরে হিন্দু জিন পজেস করে আছে, কুরবানীতে যেহেতু গরু কুরবানীই উল্লেখযোগ্য, শাইত্বান তাই কুরবানী আসলেই রিএক্টিভ বা প্রতিক্রিশীল হয়ে ওঠে, যেহেতু তাদের ধর্মে গরু পবিত্র ও উপাস্য একটি প্রাণী। এ ধরনের জিনগ্রস্থ ব্যক্তিদের দেখা যায় তারা কোনো অজানা কারণে গরু খান না, খেতে গেলেই অস্বাভাবিক হয়ে যান কিংবা বমি করেন।

তাই এ সময়ে সকাল সন্ধার মাসনুন আমল এবং বরই পাতার গোসল বেশি বেশি করলেই স্বাভাবিক হওয়া সম্ভব।

আল্লাহর কাছে পৌঁছে না এগুলোর গোশ্ত ও রক্ত; বরং তাঁর কাছে পৌঁছে তোমাদের তাকওয়া। (আল-হজ্জ: ৩৭)
16/06/2024

আল্লাহর কাছে পৌঁছে না এগুলোর গোশ্ত ও রক্ত; বরং তাঁর কাছে পৌঁছে তোমাদের তাকওয়া। (আল-হজ্জ: ৩৭)

কাজেই তুমি তোমার প্রতিপালকের উদ্দেশ্যে নামায আদায় কর এবং কুরবানী কর,সূরা কাউসার-আয়াত: ০২Itiqad Academy
15/06/2024

কাজেই তুমি তোমার প্রতিপালকের উদ্দেশ্যে নামায আদায় কর এবং কুরবানী কর,

সূরা কাউসার-আয়াত: ০২
Itiqad Academy

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন:"যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানী করে না,সে যেন আমাদের ঈদের মাঠের কাছেও না আসে।"[সুনান ই...
14/06/2024

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন:"যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানী করে না,সে যেন আমাদের ঈদের মাঠের কাছেও না আসে।"

[সুনান ইবনে মাজাহঃ ৩১২৩]
Itiqad Academy

Address


Telephone

+8801670192089

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nobiji - নবীজি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nobiji - নবীজি:

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share

আপনাকে খুব মনে পড়ছে নবীজি!

===========================

যদি নবিজিকে জীবিত পেতাম, এক দৌড়ে গিয়ে জিজ্ঞেস করতাম, “রাসূলাল্লাহ, ভীষণ মানসিক চাপে আছি। একটু বলবেন কী করব?”

হয়তো আমাকে কোনো দু‘আ শিখিয়ে দিতেন। আমি খুশি মনে বাড়ি ফিরে নিয়মিত দু‘আ পড়ে সুস্থ হয়ে যেতাম।

যদি নবিজিকে জীবিত পেতাম, এক ছুটে গিয়ে অনুযোগ করতাম, “রাসূলাল্লাহ, বাচ্চার দুধের টাকা নেই। খুব কষ্টে আছি।”