মানবিক ভাই।
আমাদের রংপুরের গর্ব। মেহেদুল করিম ( কমান্ড্যান্ট, এস পি, আর আর এফ রংপুর) আজকে করোনা পজিটিভ হয়েছেন।মানুষটা কতটা মানবিক ও সাহসী না দেখলে বুঝবেন না।যাই হোক আজকে করোনা পজিটিভ হওয়ার পর বিভিন্ন ভালোবাসার মানুষগুলোকে আশ্বস্ত করার জন্য লাইভে এসে তার কিছুটা অভিজ্ঞতা শেয়ার করেছেন।
Yes! I am positive! I don't care! Inshallah Allah will help me...
Justin trudeau.....ramadan mubarak.
Wishing a blessed Ramadan to Muslims observing the month at home this year. By coming together virtually, we’ll be able to stay connected and still honour the values at the heart of Islam - compassion, peace, and service to others. Ramadan Mubarak!
-Justin Trudeau...
সরলতা
করোনা তুমি চলে যাও। কিন্তু ভয়টা তুমি রেখে যাও।
ডাক্তার, নার্স সাস্থ্যকর্মী, পুলিশ, সেনাবাহিনী, প্রশাসন,সিভিল সার্জন অফিস,সাংবাদিক,ব্যাংকার,পরিচ্ছন্ন কর্মী, স্বেচ্ছাসেবীর পাশাপাশি তারাও আজকের দিনের হিরো।
মুখের মাঝে কী সুন্দর সরলতা।
স্যালুট সকল ভাইদের যারা দেশের এই সংকট মুহূর্তে সাধারণ মানুষদের নিরাপদ রাখার ক্ষেত্রে নিজের জীবনের মায়া ত্যাগ করে মানুষের মাঝে নিজেকে বিলিয়ে দেয়ার জন্য।ধন্যবাদ যারা অক্লান্ত পরিশ্রম করে আমাদের নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ও ঔষধের সরবরাহ ঠিক রেখে মানুষের দোড় গড়ায় পৌছে দিচ্ছেন।তারা কাজ করছেন বলেই আমরা আমাদের বাড়ির পাশের দোকানে গিয়ে খাবার কিনতে পারছি।
সরাসরি নগর পিতা।
রংপুরের করোনা ভাইরাস প্রতিরোধে রংপুর সিটি কর্পোরেশন এর চলমান কার্যক্রম এবং ভবিষ্যত পরিকল্পনা নিয়ে সরাসরি লাইভে কথা বলছেন রংপুর সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব মোস্তাফিজার রহমান ।
সচেতনতা
জনসচেতনতায় "রংপুর উন্নয়ন ফোরাম" ও "উই ফর দেম"
"রংপুর উন্নয়ন ফোরাম" ও "উই ফর দেম"এর উদ্যোগে রংপুরের প্রবেশ পথ গুলোকে জীবানুমুক্ত করার ক্ষুদ্র প্রয়াস।
আজকে আমাদের অবস্থান কামারপাড়া বাস স্ট্যান্ড।
সহযোগিতায় বিডি ক্লিন। রংপুর
সচেতনতা।
এমন কঠোর হওয়ার সময় আসিতেছে।
তাই সময় থাকতে সচেতন হই।
মেট্রোরেল
মুজিব শতবর্ষের সঙ্গে সামঞ্জস্য রেখে জাপানে বাংলাদেশের প্রথম উড়াল মেট্রো ট্রেনের Factory Trial Run শুরু হয়েছে। ৬টি কোচ সম্বলিত মেট্রো ট্রেনটি স্টেইনলেস স্টীলের তৈরী এবং এতে জাতীয় পতাকার লাল-সবুজ রং-এর প্রাধান্য রয়েছে। ট্রেনটির সর্বোচ্চ যাত্রী ধারণ ক্ষমতা ২৩০৮ জন। সকল ধরণের Factory Test সম্পন্ন হওয়ার পর আগামি ১৫ জুন ২০২০ তারিখ প্রথম মেট্রো ট্রেনটি বাংলাদেশে পৌঁছার জন্য নির্ধারিত আছে।
Symtoms...
করোনা ভাইরাসের লক্ষন।। আতংকিত না হয়ে সচেতন হই।।
ইতালি থেকে।।।
সরকারের উচিত করোনা ভাইরাস প্রতিরোধে বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে সর্বোচ্চ সতর্কতার সহিত পদক্ষেপ নেয়া।যেখানে স্বামর্থবান উন্নত দেশগুলো করোনা ভাইরাস সামলাতে হিমসিম খাচ্ছে।সেখানে আমাদের মত দেশ কতটা কি করতে পারবে আল্লাহ ভালো জানেন???সবচেয়ে চ্যালেঞ্জ হয়ে দাড়াবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা।।
অতি দ্রত রংপুর মেডিকেল বিশ্ববিদ্যালয় ও রংপুর ডেন্টাল ইউনিটকে ডেন্টাল কলেজে রুপান্তরিত করতে
আজকে আমরা এসেছি উত্তরবঙ্গের চিকিৎসা ক্ষেত্রে হাব হিসাবে পরিচিত ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত রংপুর মেডিকেল কলেজ এ।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দাবি জানাচ্ছি রংপুরে অতি দ্রুত রংপুর মেডিকেল বিশ্ববিদ্যালয় ও রংপুর ডেন্টাল ইউনিটকে ডেন্টাল কলেজে রুপান্তরিত করা হোক।
বিস্তারিত ভিডিওতে....
#Exclusive
#Rangpur_Tribune
স্যালুট।
একজন রাজনৈতিক জনপ্রতিনিধি যদি এভাবে অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ায় তাহলে সোনার বাংলাদেশ হীরার বাংলাদেশ হতে সময় লাগবেনা।
আজ সোমবার ২৪ ফেব্রুয়ারী দশমিনা উপজেলা প্রশাসনের অনেক দপ্তরের কর্মকর্তারা অফিস না করে কুলখানি অনুষ্ঠানে যাওয়ায়, দাপ্তরিক কাজে আসা সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েন।। বিষয়টি সরেজমিনে দেখে পটুয়াখালী-০৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ নৌ- পরিবহন মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এস.এম. শাহজাদা ক্ষোভ প্রকাশ......
আমার ভাইয়ের রক্তে রাঙানো,,,,,
জাতিসংঘের সদর দপ্তরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত।
জয় বাংলা।
এভাবেই বিশ্বের বুকে বাংলাদেশের নাম উচ্চারিত হোক।
অতি শীঘ্রই রংপুরে আন্তর্জাতিক সুযোগ সুবিধা সম্পন্ন বিভাগীয় স্টেডিয়াম করার দাবীতে বিশেষ প্রতিবেদন।
রংপুরের উন্নয়ন তরান্বিত করার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি প্রত্যাশায় বাজেট পরবর্তী সংবাদ সম্মেলন।
রংপুর বিভাগ থেকে নির্বাচিত সকল মন্ত্রী মহাদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা রংপুর বিভাগের উন্নয়নের ভূমিকা রাখার যে সুযোগ করে দিয়েছেন তা কাজে লাগাবেন এই আশায় রংপুর বিভাগের মানুষ অপেক্ষা করছে। তাই মন্ত্রী মহোদয় দের নিজ নিজ এলাকার উন্নয়ন সমন্বয় করে কাজ করার আহবান জানাচ্ছি। পিছিয়ে পড়া রংপুরকে এগিয়ে নেয়ার ক্ষেত্রে নিজের সর্বোচ্চ দেয়ার চেষ্টা করবেন বলে রংপুরের মানুষ আশা করছে।
মোঃ সুলতান মাহমুদ টিটন
আহবায়ক
রংপুর উন্নয়ন ফোরাম।
01711046833
লাইভ ভিডিও কার্টেসিঃ জীবন ঘোষ।