গ্রাম বাংলার মিডিয়া

  • Home
  • গ্রাম বাংলার মিডিয়া

গ্রাম বাংলার মিডিয়া education

21/12/2024

আতিকুর রহমান আতিক, নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পানিহাতা পাহাড়ে বেড়াতে এসে ভোগাই নদীতে গোসল করতে নেমে ডুবে গিয়ে মামাতো ফুফাতো দুই ভাইয়ের সলিল সমাধি ঘটেছে। এরা হলো- এ বছর এইএচসি পরীক্ষার্থী মিহান (১৯) ও সপ্তম শ্রেণি পড়–ুয়া সাজিত (১৩)। শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে পাহাড়ঘেঁষা ভোগাই নদীর লক্ষীডোবায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের সাথে বেড়াতে আসা স্বজনরা জানায়, সাজিত ময়মনসিংহের হালুয়াঘাট পৌর শহরের স্কুল শিক্ষক আহাম্মদ আলীর ছেলে মিহান ও ময়মনসিংহ সদরের উপসহকারী ইউনিয়ন ভূমি কর্মকর্তা হুমায়ন কবীরের ছেলে সাজিতসহ ১৮ জন মিলে পারিবারিকভাবে পানিহাতা পাহাড়ে বেড়াতে আসে। দুপুরে পাহাড়ের গা ঘেঁষা নদী ভোগাইয়ের লক্ষীডোবার কাছাকাছি মামাতো ফুফাতো ওই দুই ভাই গোসল করতে নামে। এসময় তারা নদীর বালুচরে হাটতে গিয়ে অসাবধানতা বশত পা পিছলে প্রথমে সাজিত গভীরে তলিয়ে যেতে থাকে। এসময় তাকে বাঁচাতে মিহান এগিয়ে গেলে জড়াজড়ি করে দুই ভাই গভীরে তলিয়ে যায়। সাথে আসা তাদের চাচা সোহরাব ভাগ্নে ও ভাতিজাকে বাঁচাতে নদীতে ঝাপ দিলেও তিনি নদীতে থাকা পাথরে আঘাত পেয়ে পড়ে যান। ততক্ষণে দুই ভাই নিখোঁজ হয়ে যায়। পরে জামালপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর পাঠানো হলে বিকেল পৌণে চারটার দিকে নদীল তলদেশ থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করা হয়।

স্বজনেরা জানায়, একটি বিয়ে উপলক্ষে আত্মীয়-স্বজন সবাই হালুয়াঘাটে সমবেত হয়। শুক্রবার বিয়ে শেষে শনিবার নারী ও শিশুসহ মোট ১৮ জন মিলে পানিহাতা বেড়াতে আসে।

এদিকে বেড়াতে এসে দুই ভাইয়ের সলিল সমাধির ঘটনায় স্বজন ছাড়াও ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

জামালপুর ফায়ার সার্ভিসের টিম লিডার সিদ্দিকুর রহমান জানান, খবর পেয়ে দ্রুত জামালপুর থেকে নালিতাবাড়ী সীমান্তের পাহাড়ি নদী ভোগাইয়ে আসি। ডুবুরি নামানোর পর দ্রুত সময়ের মধ্যেই দুই শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে।

Breaking News:নালিতাবাড়ী পানিহাটায় ভোগাই নদীতে নেমে দুই পর্যটকের মৃ*ত্যু...
21/12/2024

Breaking News:

নালিতাবাড়ী পানিহাটায় ভোগাই নদীতে নেমে দুই পর্যটকের মৃ*ত্যু...

12/12/2024

জমজমাট আয়োজন, আসছেন চিত্রনায়ক ইমন।

সামিউল হক স্পোর্টস একাডেমি কর্তৃক আয়োজিত
প্রিমিয়ার ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এ-র
শুভ উদ্বোধন করতে নালিতাবাড়ী আসছেন বাংলাদেশের জনপ্রিয় চিএনায়ক ইমন।

হাতি হত্যার অভিযোগে মামলায় গ্রেপ্তার আতংকে গ্রামবাসীশেরপুরের নালিতাবাড়ী উপজেলায় সম্প্রতি একটি বন্যহাতি হত্যা মামলায় হয়রা...
05/11/2024

হাতি হত্যার অভিযোগে মামলায় গ্রেপ্তার আতংকে গ্রামবাসী

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় সম্প্রতি একটি বন্যহাতি হত্যা মামলায় হয়রানির শিকার হয়ে পোড়াগাঁও ইউনিয়নের বাতকুচি টিলাপাড়া গ্রামের শহিদুল ইসলাম (৪০) নামের নিরীহ এক ভ্যানচালককে বন বিভাগের লোকজন জেলহাজতে প্রেরন করেছেন বলে অভিযোগ করেছেন তার পরিবারের লোকজন।
পরিবারের সদস্যরা জানান ভুক্তভোগী শহিদুলের বাবা ছোরহাব আলীকেও বিগত ২০০৮ সালে একদল বন্যহাতি শুঁড় দিয়ে পেঁচিয়ে আছার মেরে ও পা দিয়ে মাড়িয়ে নৃশংসভাবে হত্যা করে। শুধু শহিদুল ইসলাম নন এলাকার আরো ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো অনেক দরিদ্র অসহায় নিরীহ মানুষকে এই মামলায় আসামি করা হয়েছে।

মামলার ভয়ে গ্রামের কৃষকরা বাড়ি ঘরে থাকছেন না। আর এই সুযোগে বিনা বাঁধায় কৃষকের সোনার ফসল খেয়ে শেষ করছে বন্যহাতির পাল।

সুত্রে জানা গেছে, নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের মধুটিলা ফরেস্ট রেঞ্জের আওতাধীন বাতকুচি টিলাপাড়া গ্রামের কৃষকরা গত বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাতে বন্যহাতির কবল থেকে তাদের চলমান আমন ফসল রক্ষা করতে জেনারেটরের সাহায্যে আলো জ্বালিয়ে রাখেন। এসময় বন্যহাতির দল তাদের ক্ষুধা নিবারনের জন্য কৃষকের ধান ক্ষেতে আসতে চাইলে স্থাপিত ওই জেনারেটরের তারে জড়িয়ে একটি মাদি বন্যহাতির মৃত্যু হয়।

এই ঘটনায় বনবিভাগের কর্মকর্তারা ওইদিন রাতেই বাতকুচি গ্রামের শহিদুল ইসলাম নামে এক ভ্যানচালককে আটক করে ও তারসহ জেনারেটরটি জব্দ করে। পরদিন মৃত বন্যহাতিটির ময়নাতদন্তের পর মাটিতে পুতে ফেলা হয়। এই ঘটনায় বনবিভাগের কর্মকর্তারা শহিদুল ইসলামসহ ১১ জনের নামে বন্যপ্রাণি সংরক্ষণ আইনে একটি মামলা দায়ের করেন। এই মামলায় গত রবিবার (২ নভেম্বর) রাতে একই গ্রামের আরেক আসামি মোহাম্মদ আলীর পুত্র ইব্রাহিম মিয়াকে পুলিশ গ্রেপ্তার করে জেল হাজতে পাঠায়। এই ঘটনায় বাতকুচি টিলাপাড়া গ্রামে গ্রেপ্তার আতংক বিরাজ করছে।

কারাবন্দী শহিদুলের স্ত্রী জামেলা খাতুন বলেন, আমার স্বামী নির্দোষ। ঘটনার দিন তিনি বাড়ির পাশে হাতি তাড়ানো দেখতে গিয়েছেন। এসময় গ্রামের মানুষ ও রেঞ্জকর্মকর্তার অনুরোধে ভাড়ার বিনিময়ে তার ভ্যানগাড়ী দিয়ে জব্দকৃত জেনারেটর ও জিআই তার মধুটিলা রেঞ্জ অফিসে পৌঁছে দিতে গেলে আটক করা হয়। আমার স্বামীকে কারাগারে পাঠানোতে আমাদের পরিবারের কোন রোজগারের লোক নেই।

এখন আমারা পরিবারের ৪ জন সদস্য খেয়ে না খেয়ে দিন পাড় করছি। আমরা সমিতি থেকে ঋন করে ভ্যানগাড়িটি কিনেছিলাম। এই ঋনের কিস্তির টাকা দিতে পারছি না। তাই আমার স্বামীর নিঃশর্ত মুক্তি দাবি করছি।

ভুক্তভোগী এলাকাবাসী জানান, একদিকে প্রতিদিন কৃষকের আধাপাকা সোনার ফসল খেয়ে সাবার করছে বন্যহাতির পাল। অপরদিকে, পুলিশি অভিযানে গ্রেপ্তারের ভয়ে বাড়ি ঘর ছেড়ে দিয়েছেন এলাকার মানুষ। যদি গ্রামের লোকজন বাড়িতে থাকতেন তাহলে খড়কুটার আগুন, মশাল জ্বালিয়ে ও ডাকচিৎকার করে তাদের সোনার ফসল বাঁচাতে প্রাণপন চেষ্টা করতেন। কিন্তু মামলার ভয়ে কৃষক বাড়িতে না থাকায় বিনা প্রতিরোধে বন্যহাতির দল এখন দিনেরাতে আধাপাকা ধান খেয়ে সাবার করে দিচ্ছে।

এসব বন্যহাতিকে কোনক্রমেই ঠেকানো যাচ্ছে না। এ যেন এলাকার আরেক প্রাকৃতিক দুর্যোগ শুরু হয়েছে। এমতাবস্থায় কোন কোন গ্রামে আধাপাকা ধানই কাটা শুরু করেছেন কৃষকরা। এসব নানা বিষয় নিয়ে এলাকার ক্ষতিগ্রস্থ মানুষ মনোক্ষুণ্ণ হয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তারা বলেছেন মানুষ আগে, নাকি হাতি আগে। বন্যহাতির দাম বেশি নাকি মানুষের দাম বেশি ?। একইসাথে তারা সরকারের কাছে ওই বন্যহাতি হত্যা মামলা প্রত্যাহার ও বন্যহাতির অত্যাচার বন্ধের স্থায়ী সমাধানও চেয়েছেন।

ক্ষুব্ধ এলাকাবাসী আরো জানান, পাহাড়ি এলাকায় দীর্ঘ দুই যুগেরও অধিক সময় ধরে একদল বন্যহাতি তান্ডব চালিয়ে এলাকার বসবাসরত মানুষের জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি করে আসছে। বিগত ২০০৮ সালে উপজেলার সীমান্তবর্তী পোড়াগাঁও ইউনিয়নের বাতকুচি টিলাপাড়া গ্রামের কৃষক ছোরহাব আলী ও চলতি বছর একই গ্রামের কৃষক উমর আলীকে বন্যহাতির দল শুঁড় দিয়ে পেঁচিয়ে ও পা দিয়ে পিষে নিহত করে। নিহত ওই দুই পরিবার এখনো কোন প্রকার ক্ষতিপুরনের টাকা পাননি।

উপজেলার পোড়াগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফারুক হোসেন ও বাতকুচি গ্রামের কৃষক আবদুল কাদির বলেন, এ বছর পাহাড়ি ঢলে আমন ফসলের ব্যাপক ক্ষতি করেছে। আরেকদিকে বন্যহাতিও আধাপাকা ধান খেয়ে শেষ করে চলেছে। আবার সরকারিভাবে হাতিকে উত্যক্ত করতেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এখন আমরা কোন দিকে যাবো। যদি ফসল ঘরে তুলতে না পারি তাহলে আমাদেরকে না খেয়ে থাকতে হবে। আমরা এর সুষ্ঠু সমাধান চাই।

বাতকুচি গ্রামের ক্ষতিগ্রস্থ কৃষক উমর আলী ও কৃষাণী নুরেদা বেগম বলেন, এ বছর আবাদ অনেক সুন্দর হয়েছিল। কিন্তু বন্যহাতি আমাদের প্রায় পাকা ধান খেয়ে শেষ করে দিচ্ছে। বন্যহাতি দ্বারা ক্ষতিগ্রস্থদের সরকারিভাবে ক্ষতিপুরন দেওয়া হয় বিষয়টি আপনি জানেন কি ? এম প্রশ্নে তারা বলেন, কিছু সংখ্যক কৃষক ক্ষতিপুরন পেয়েছেন। তবে তারা জানান, ক্ষতিগ্রস্থ কৃষকের ক্ষতিপুরন পেতে নানা ধরনের হয়রানির শিকার হতে হয়। এমনকি দীর্ঘদিন সময় লেগে যায়।

তাছাড়া পাহাড়ি এলাকার মানুষের খ’ তফসিলভুক্ত জমি বেশি। রেকর্ডীয় জমির ক্ষতিপুরন যৌক্তিক সময় পাওয়া গেলেও খ’ তফসিলভুক্ত বেশির ভাগ জমির মালিকরা ক্ষতিপুরন পাচ্ছে না। ভুক্তভোগীরা ক্ষতিপুরন প্রাপ্তীর ব্যাপারে আরো শর্ত শিথিল করার দাবি জানাই।

ময়মনসিংহ বনবিভাগের মধুটিলা ফরেস্ট রেঞ্জ কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, বন্যহাতির অত্যাচারের শুরুর দিকে কৃষকরা কোন প্রকার ক্ষতিপুরন পেতেন না। বর্তমানে বন্যহাতি দ্বারা নিহতের পরিবার সরকারিভাবে ৩ লাখ, আহত ব্যাক্তি ১ লাখ ও ফসলের ক্ষতিগ্রস্থ কৃষকরা ক্ষতিপুরন হিসেবে পাচ্ছেন সর্ব্বোচ্চ ৫০ হাজার টাকা।

ইতোমধ্যে মধুটিলা ফরেস্ট রেঞ্জের আওতাধীনে ক্ষতিগ্রস্থ কৃষককে ক্ষতিপুরন হিসেবে ১৪ লাখ ৫০ হাজার টাকা বিতরণ করা হয়েছে। একইসাথে বন্যহাতি ও মানুষের মাঝে দ্বন্দ্ব নিরসনে সতর্ক থাকতে এলাকায় মাইকিং করাসহ নানা ধরনের প্রচার প্রচারনা চালানো হচ্ছে।

এ বিষয়ে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানা বলেন, বন্যহাতি দ্বারা প্রকৃত ক্ষতিগ্রস্থ কৃষকদের তালিকা প্রস্তুত করে দ্রুত ক্ষতিপুরন দেওয়ার ব্যবস্থা করা হবে। তিনি আরো জানান, যেহেতু কৃষকদেরকে সরকার ক্ষতিপুরন দিচ্ছে তাই আইন হাতে তুলে নিয়ে কোনক্রমেই বন্যহাতিকে উত্যক্ত বা হত্যা করা যাবে না। তাছাড়া বন্যহাতি ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে দ্বন্দ্বের বিষয়ে চিরস্থায়ী সমাধানের জন্য আমরা উর্ধতন কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে অবগত করবো।

01/11/2024

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বাতকুচি টিলাপাড়া এলাকায় ফসল রক্ষায় কৃষকের দেওয়া জেনারেটরের তারে জড়িয়ে একটি বন্যহাতির মৃ*ত্যু।

ব্রেকিং নিউজ - ময়মনসিংহের, শেরপুর, নালিতাবাড়ী উপজেলা পোড়াগাঁও ইউনিয়নের মধুটিলা পার্ক এলাকায় মৌচাক রাবার বাগানের কাছে একট...
31/10/2024

ব্রেকিং নিউজ -

ময়মনসিংহের, শেরপুর, নালিতাবাড়ী উপজেলা পোড়াগাঁও ইউনিয়নের মধুটিলা পার্ক এলাকায় মৌচাক রাবার বাগানের কাছে একটি বন্য হাতি মারা গেছে। ধারণা করা হচ্ছে ধান খেত বাচানোর জন্য দেওয়া জেনারেটরের তারে জড়িয়ে বন্যহাতিটি মারা গেছে।

31/10/2024

বাংলাদেশের সবচেয়ে সর্ববৃহৎ খ্রিষ্ট ধর্মালম্বীদের তীর্থ উৎসব
স্থান : ময়মনসিংহের, শেরপুর, নালিতাবাড়ী, বারোমারি মিশন থেকে
সরাসরি..

পরিবারের কাছে পৌঁছে দিতে  সহযোগিতা করুন- একজন মানসিক ভারসাম্যহীন ঠিক মতো কথা বলতে পারে না, নাম, ঠিকানা বলতে পারে না।  বৈ...
28/10/2024

পরিবারের কাছে পৌঁছে দিতে সহযোগিতা করুন-

একজন মানসিক ভারসাম্যহীন ঠিক মতো কথা বলতে পারে না, নাম, ঠিকানা বলতে পারে না। বৈশাখী বাজার, ২ দিন যাবত দেখা যাচ্ছে,

যদি কোন হৃদয়বান ব্যক্তি চিনে থাকেন তাহলে যোগাযোগ করুন।

যোগাযোগ হাসেম 01303-439140 বৈশাখী বাজার, নালিতাবাড়ী, শেরপুর

29/09/2024

মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে ভারতীয় পুরোহিতের কটূক্তি এবং ধর্মীয় অনুভূতিতে আঘাতের প্রতিবাদে শেরপুরের নালিতাবাড়ী উপ...
28/09/2024

মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে ভারতীয় পুরোহিতের কটূক্তি এবং ধর্মীয় অনুভূতিতে আঘাতের প্রতিবাদে শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় বিক্ষোভ মিছিল করেছেন মুসল্লীরা।

শুক্রবার বাদ জুম্মা হিলফুল ফুজুল সংগঠনের উদ্যোগে উপজেলা এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলে পর সংক্ষিপ্ত প্রতিবাদ সভায় বক্তারা বলেন, গত আগস্ট মাসে রাসুল (সা.)–কে নিয়ে কটূক্তি করেন ভারতের মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ। তাঁকে সমর্থন করেছেন বিজেপির বিধায়ক নীতেশ রানে। এ দুজনের বিরুদ্ধে থানায় মামলা হলেও এখনো রাজ্য সরকার তাঁদের গ্রেপ্তার করেনি। এর প্রতিবাদে ক্ষুব্ধ হয়ে উঠেছে মহারাষ্ট্রের মুসলিম জনতা। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। মহানবীকে অবমাননাকারীদের গ্রেপ্তার করে সঠিক বিচারের দাবি জানাই।’

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় দীর্ঘ প্রায় ১৫ বছর পর সরকারি স্থাপনা উপজেলা অডিটরিয়ামে ছাত্রশিবির অনুষ্ঠান করলো।বাংলাদেশ ইসল...
27/09/2024

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় দীর্ঘ প্রায় ১৫ বছর পর সরকারি স্থাপনা উপজেলা অডিটরিয়ামে ছাত্রশিবির অনুষ্ঠান করলো।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নালিতাবাড়ী উপজেলা শাখার আয়োজনে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নালিতাবাড়ী উপজেলা শাখার সভাপতি উমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর জেলা জামায়াতের আমীর মাওলানা হাফিজুর রহমান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক ও শেরপুর শহর জামায়াতের নায়েবে আমীর গোলাম কিবরিয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় কমিটির সাবেক কার্যনির্বাহী সদস্য ড. শহিদল্লাহ শরীফ, সাবেক কার্যনির্বাহী সদস্য ডা. গোলাম মোরশেদ, জেলা ছাত্র শিবিরের সভাপতি আশরাফুজ্জামান মাসুম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আফসার উদ্দিন, সেক্রেটারি শাহাদাত হোসেন বিএসসি প্রমুখ।

পৌর জামায়াতের অর্থ বিষয়ক সম্পাদক ও সাবেক ছাত্র শিবির নেতা আব্দুল মোমেন নালিতাবাড়ী কাগজকে বলেন, আমরা দীর্ঘ প্রায় ১৫ বছর নালিতাবাড়ীতে উন্মুক্তভাবে কোন প্রোগ্রাম করতে পারিনি। বিভিন্ন সময় আমাদের অন্যায়ভাবে মামলা, হয়রানি করা হয়েছিল।

শেরপুর জেলার ৫টি উপজেলার মধ্যে নালিতাবাড়ী উপজেলায় গত এক বছরে সবচেয়ে কম ডিভোর্স বা বিবাহ বিচ্ছেদ হয়েছে। জেলায় সবচেয়ে বেশি...
25/09/2024

শেরপুর জেলার ৫টি উপজেলার মধ্যে নালিতাবাড়ী উপজেলায় গত এক বছরে সবচেয়ে কম ডিভোর্স বা বিবাহ বিচ্ছেদ হয়েছে। জেলায় সবচেয়ে বেশি ডিভোর্স হয়েছে শ্রীবরদী উপজেলায়।

গত এক বছরে নালিতাবাড়ী উপজেলায় বিবাহ নিবন্ধন হয়েছে ২ হাজার ৩৮৬টি। এর মধ্যে ডিভোর্স হয়েছে ৯২১টি।

শেরপুর জেলা রেজিস্ট্রার অফিসের তথ্যমতে, ২০২৩ সালের ১ জুলাই থেকে ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত ১ বছরে জেলায় মোট বিবাহ নিবন্ধন হয়েছে ৮ হাজার ৭২০টি।

এর মধ্যে শেরপুর সদর উপজেলার ২ হাজার ৫৮৯টি, নকলা উপজেলায় ৯৮৯টি, নালিতাবাড়ী উপজেলায় ২ হাজার ৩৮৬টি, শ্রীবরদী উপজেলায় ১ হাজার ৭১৩টি ও ঝিনাইগাতী উপজেলা ১ হাজার ৪৩টি।

ঠিক এই একই সময়ে তালাক নিবন্ধন‌‌‌ হয়েছে ৩ হাজার ৮৪৪টি। যা মোট বিবাহ নিবন্ধনের ৪৪ শতাংশ।

এর মধ্যে শেরপুর সদর উপজেলায় ১ হাজার ৯১টি, নকলা উপজেলায় ৫১১টি, নালিতাবাড়ি উপজেলায় ৯২১টি, শ্রীবরদী উপজেলায় ৮৯৫টি ও ঝিনাইগাতী উপজেলায় ৪২৬টি।

হিসেবে আনুপাতিক হারে জেলার শ্রীবরদী উপজেলায় সবচেয়ে বেশি বিবাহ বিচ্ছেদ হয়েছে যা ৫২.২৫ শতাংশ এবং সবচেয়ে কম বিবাহ বিচ্ছেদ হয়েছে নালিতাবাড়ী উপজেলায় যা ৩৮.৬০ শতাংশ।

শেরপুর জেলা রেজিস্টার কৃষিবিদ মো. নূর নেওয়াজ সাংবাদিকদের বলেন, আমরা শুধু বিবাহ রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় অংশগ্রহণ করি। হোক সেটা বিবাহ অথবা তালাক। আমাদের এর বাইরে আর কোনো কাজ নেই। তবে প্রত্যেক কাজীই বিবাহ নিবন্ধনের সময় স্বামী এবং স্ত্রীর হক ও দ্বায়িত্ব কর্তব্যসমূহ উভয়কেই জানিয়ে দেয়। যেন তারা তাদের দাম্পত্য জীবনে নিজেদের দায়িত্ব পালন করতে পারে। এ ছাড়াও বিয়ে সম্পন্ন করে ধর্মীয় অনুশাসন মেনে চলারও পরামর্শ ও পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধিতে সভা সেমিনার, কাউন্সিলিংয়ের পরামর্শও দেন তিনি।

২৪/০৯/২০২৪ তারিখে সকাল ১০টার সময়  নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের কালাকুমা মোড়ে এই ছেলেটি কে পাওয়া গেছে,ছেলেট...
24/09/2024

২৪/০৯/২০২৪ তারিখে সকাল ১০টার সময় নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের কালাকুমা মোড়ে এই ছেলেটি কে পাওয়া গেছে,ছেলেটি কথা বলতে পারে না বাক প্রতিবন্ধী (বোবা) যদি তাকে কেউ চিনে থাকেন তাহলে নালিতাবাড়ী থানায় যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হল, ওসি নালিতাবাড়ী মোবাইল নাম্বার,01320106221

Address


Telephone

+8801303078273

Website

Alerts

Be the first to know and let us send you an email when গ্রাম বাংলার মিডিয়া posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to গ্রাম বাংলার মিডিয়া:

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share