মান্নার অসাধারণ ডাইলক।
#Sreemangal #Moulvibazar #Sylhet #anandagallery #mdshaonchy #2023春婚
মহান বিজয় দিবসের শুভেচ্ছা ❤️
শীতের মৌসুমে শ্রীমঙ্গল বাজারে শাকসবজির দেখা মিলেছে।
শীতের মৌসুমে শ্রীমঙ্গল বাজারে শাকসবজির দেখা মিলেছে। তা ছাড়াও প্রতিনিয়ত এই বাজারে দেখা যায় আনারস,লেবু,কলা,পেঁপে, আরও অনেক ধরণের খাবার।
#Sreemangal #Moulvibazar #Sylhet #anandagallery #mdshaonchy #2023春婚 @followers @highlight Video: MD Shaon Chy
শ্রীমঙ্গলের সৌন্দর্যকে নিয়ে তৈরি করা হয়েছে (মেঘের কপাট) সিনেমা।
শ্রীমঙ্গলের সৌন্দর্যকে নিয়ে তৈরি করা হয়েছে
(মেঘের কপাট) সিনেমা।
#Sreemangal #Moulvibazar #Sylhet #2023春婚 #anandagallery #mdshaonchy
নতুন রুপে সাজিয়েছে শ্রীমঙ্গলের কাচ্চি ঘর।
নতুন রুপে সাজিয়েছে শ্রীমঙ্গলের কাচ্চি ঘর।
কাচ্চি প্রেমিক দের জন্য সু-খবর।
#Sreemangal #Moulvibazar #Sylhet #food #anandagallery #mdshaonchy @followers @highlight MD Shaon Chy
শ্রীমঙ্গলের নতুন আকর্ষণ এমআর খান চা-বাগান।
#Sreemangal #Moulvibazar #Sylhet #anandagallery
শ্রীমঙ্গল উপজেলায় অবস্থিত (দার্জিলিং টিলা)
বাংলাদেশের ৬৪ জেলা থেকে মৌলভীবাজার জেলা হলো এক অন্যতম জেলা। আর এই জেলার শ্রীমঙ্গল উপজেলায় অবস্থিত (দার্জিলিং টিলা)
#Sreemangal #Moulvibazar #Sylhet #teagarden #thebest #anandagallery MD Shaon Chy
চা-শ্রমিকের সন্তানের অসাধারণ গান🎬
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা এবং পাথফাইন্ডারের সহযোগিতায় পার্টনার্স ইন হেলথ এন্ড ডেভেলপমেন্ট এর আয়োজনে স্থানীয় পর্যায়ের বিভিন্ন যুব ও কিশোর-কিশোরী প্লাটফর্মের সাথে নেটওয়ার্ক।
স্থান:নাচ ঘর খাইছড়া চা বাগান,শ্রীমঙ্গল।
#Ananda #gallery #Sreemangal #Moulvibazar #Sylhet Video: MD Shaon Chy
শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলায় বিভিন্ন মন্দিরে ৫০কেজি করে (ডাল)বিতরণ করেন শ্রীমঙ্গল উপজেলার,সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রেম সাগর হাজরা।
#Moulvibazar #Sreemangal #Sylhet
Video: MD Shaon Chy
মৌলভীবাজারে (জুলি বার্ডস)ফ্যাক্টোরী তে, আগর গাছ দিয়ে তৈরী হচ্ছে আতর।
#Moulvibazar #Sylhet #আগর #আতর #Ananda #gallery video MD Shaon Chy
শ্রীমঙ্গলের শংকর টিলা,,
লোকেশন ভাড়উড়া চা-বাগান।
শ্রীমঙ্গলের কাচ্চি ঘর,
মৌলভীবাজারের সেরা।
#Sreemangal #Moulvibazar #Sylhet #kacchi #food
সারাদিন চা বাগানে কাজ করে ১৭০টাকা পেয়ে থাকেন চা শ্রমিকরা।
শ্রীমঙ্গলে শুরু হয়েছে মাসব্যাপী বাণিজ্য মেলা।
হস্ত কুটির শিল্প মেলা ২০২৩....
স্থান রেলওয়ে মাঠ।
শ্রীমঙ্গল শহরের ভানুগাছ রোড মেঘনা ডিপোর বিপরীতে (হোসেন ফার্নিচারে) নিয়ে এসেছে নতুন ডিজাইন করা ফার্নিচার। আর এই ভিডিও দেখে গেলে মিলবে ডিসকাউন্ট।
শ্রীমঙ্গলের টি-হাউজে এক কাপ চায়ের সাথে তোমাকে চাই।
শ্রীমঙ্গল শহরের ভানুগাছ রোড মেঘনা ডিপোর বিপরীতে (হোসেন ফার্নিচারে) নিয়ে এসেছে নতুন ডিজাইন করা ফার্নিচার।
শ্রীমঙ্গল শহরের (Chillout Restaurant) এ গেলে এই ভিডিও দেখালে ডিসকাউন্ট পাবেন।
শ্রীমঙ্গলের মাঝে নতুন এক পর্যটকের স্থান দার্জিলিং টিলা।
এই টিলাতে কী ভাবে যাবেন> ব্লগ নং-৫)
কালো চেহারা কিবাভে সুন্দর করে দেখে নেন এক নজরে।
এই প্রথম শ্রীমঙ্গলে নোলক বিউটি পার্লারে নিয়ে আসলো এক আকর্ষণীয় ডিজিটাল হাইড্রা ফেসিয়াল।
নোলক বিউটি পার্লার শ্রীমঙ্গল মিশন রোড। যোগাযোগ:-০১৮৫৩৩৮৯১৬৪
রাজনৈতি করলে যেমন লাভ, তেমন কষ্টও রয়েছে।
#video #রাজনৈতিক #anandagallery
ভাইরে ভাই কি গরম গরু রে💁♂️
শ্রীমঙ্গল রেল-গেইটে বড় একটি গাছ পরে ২ঘন্টার জন্য ট্রেন চলাচল বন্ধ ছিলো।
হঠাৎ করে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রাত সাড়ে ৯টার দিকে প্রচুর বাতাস ও বিষ্টি শুরু হয়,পরে শহরের ভানুগাছ রোড রেলগেইটে রেল-লাইনের মাঝখানে বিশাল বড় একটি গাছ পরে যায়, ওই সময় আমি ও আমার সাথে থাকা একজন বড় ভাই বিষ্টিতে বিজে বিজে তাড়াতাড়ি রেলস্টেশনে গেয়ে বিষয়টা জানাই, পরে রেল কর্তৃপক্ষরা রেল চলাচল বন্ধ রাখেন, পরে গাছ কেটে দ্রুত ভাবে রেল চলাচল স্বাভাবিক করেন
রেল কর্তৃপক্ষরা ও এলাকার লোকজন।
শ্রীমঙ্গলের মাঝে নতুন এক পর্যটকের স্থান দার্জিলিং টিলা। এই টিলাতে গেয়ে কী ঘটলো।
শ্রীমঙ্গলের মাঝে নতুন এক পর্যটকের স্থান দার্জিলিং টিলা।
এই টিলাতে গেয়ে কী ঘটলো। ব্লক নং-৪)