Nazim Sir

Nazim Sir Assistant Teacher at Nabagram High School(mpo).Kabirhat,Noakhali. phone: 01830519402

12/01/2025

বাংলা‌দে‌শে ১ম HMPV রোগী শনাক্ত
- ১১ জানুয়ারি ২০২৫.
🔺আক্রান্ত ব্যক্তি একজন নারী, গ্রামের বাড়ি কিশোরগঞ্জের ভৈরব।

12/01/2025

Choose the correct one:

ক. Lifebuoy
খ. Lifeboy
গ. Liveboy
ঘ. Liveboyce

07/01/2025

নেপাল-চীন সীমান্তবর্তী তিব্বতে ভূমিকম্পে নিহত বেড়ে ৫৩ জনে দাঁড়িয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। আজ মঙ্গলবার সকালে এ ভূমিকম্প আঘাত হানে। চীনা সংবাদমাধ্যম সিনহুয়ার বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ভূমিকম্পে তিব্বতের অনেক বাড়িঘর ভেঙে গেছে। আহত হয়েছেন ৬২ জন।

মার্কিন ভূ-তাত্ত্বিক সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল নেপালের লেবুচি থেকে ৯৩ কিলোমিটার উত্তর পশ্চিমে, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ১। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।

ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় ৯টা ৫ মিনিটে ৭.১ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে এবং এরপর একাধিক আফটারশক (ভূমিকম্প পরবর্তী ছোট কম্পন) হয়।
বার্তা সংস্থা সিনহুয়ার বরাত দিয়ে এএফপি জানায়, চাংসুও টাউনশিপ, কুলুও টাউনশিপ ও ডিংরি কাউন্টির কুওগুও টাউনশিপসহ তিনটি টাউনশিপে মানুষের মৃত্যু হয়েছে। ইউএসজিএস কম্পন মানচিত্র থেকে জানা যায়, ভূমিকম্পের কম্পন প্রতিবেশী নেপাল ও উত্তর ভারতের কিছু অংশে অনুভূত হয়েছে।

তবে সিনহুয়া বলছে, জিজাং এলাকার জিজাগ শহরের ডিংরি কাউন্টিতে ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।

এ ভূমিকম্প বাংলাদেশ, নেপাল, ভারত, ভুটান ও চীনেও অনুভূত হয়েছে। তবে এসব দেশে কেউ মারা যায়নি।
তিব্বতীয় ও ভারতীয় টেকটনিক প্লেটের ভাঁজে নেপালের অবস্থান হওয়ায় দেশটিতে প্রায়ই ভূমিকম্প হয়ে থাকে। ২০১৫ সালের ২৫ এপ্রিল পোখারা ও কাঠমান্ডুর মধ্যে রিখটার স্কেলে ৭.৮ মাত্রার এক ভূমিকম্পে ৮ হাজার ৯৬৪ জনের প্রাণহানি ঘটেছিল। আহত হয়েছিলেন ২২ হাজার মানুষ।

07/01/2025

Lawyer. (লইয়ার) – আইনজীবি।
Journalist. (জার্নালিষ্ট) – সাংবাদিক।
Blacksmith. (ব্ল্যাকস্মিথ) – কামার।
Scientist. (সাইন্টিষ্ট) – বিজ্ঞানী।
Cobbler. (কবলার) – মুচি।
Barber. (বারবার) – নাপিত।
Pilot. (পাইলট) – বিমানচালক।
Shop-keeper. (শপকিপার) – দোকানদার।
Hawker. (হকার) – ফেরিওয়ালা।
Jeweler. (জুয়েলার) – জহুরী।
Politician. (পলিটিশিয়ান) – রাজনীতিবিদ।
Fisherman. (ফিশারম্যান) – জেলে।
Editor. (এডিটর) – সম্পাদক।
Tailor. (টেইলর) – দর্জি।
Boatman. (বোটম্যান) – মাঝি।
Examiner. (এক্সামিনার) – পরীক্ষক।
Butcher. (বুচার) – কসাই।
সংগৃহীত

10/12/2024

আলহামদুলিল্লাহ
Nabagram High School
নভেম্ব‌রের এম‌পিও ক‌পি‌তে নাম যোগ হ‌লো ।

27/11/2024

আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ
মহান আল্লাহর অ‌শেষ রহম‌তে আজ ইন‌ডেক্স নাম্বার পেলাম । আজ থে‌কে Mpo টিচার হি‌সে‌বে একটা প‌রিচয় দি‌তে পারব ।

প্রধান নির্বাচন ক‌মিশন
21/11/2024

প্রধান নির্বাচন ক‌মিশন

18/11/2024

মহান আল্লাহর কা‌ছে হাজা‌রো শুক‌রিয়া আদায় ক‌রি ।
Mpo ফাইল ডান হ‌য়ে‌ছে ।

12/11/2024

আলহামদু‌লিল্লাহ
বিভাগ থে‌কে ফাইল এ‌প্রোভ হ‌য়ে‌ছে ।

12/11/2024

১ম-৯ম শ্রেণি পর্যন্ত ভর্তির আবেদন শুরু
সরকারি-বেসরকারি স্কুলে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তির আবেদন শুরু হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টা থেকে অনলাইনে আবেদন করেছেন ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা। আগামী ৩০ নভেম্বর বিকেল ৫টা পর্যন্ত এ কার্যক্রম চলবে। আবেদন শেষে ডিজিটাল লটারির মাধ্যমে স্কুলগুলোতে শিক্ষার্থীদের বাছাই ও ভর্তি চূড়ান্ত হবে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে জানায়, এবার ভর্তির আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১১০ টাকা। টেলিটকের মাধ্যমে এই ফি পরিশোধ করতে হবে।

জাতীয় শিক্ষানীতি ২০১০ অনুযায়ী, প্রথম শ্রেণিতে ভর্তির জন্য শিক্ষার্থীর বয়স ছয় বছরের বেশি হতে হবে। কাঙ্ক্ষিত শিক্ষাবর্ষের ১ জানুয়ারি শিক্ষার্থীর সর্বনিম্ন বয়স পাঁচ বছর অথবা ৩১ ডিসেম্বর তারিখে সর্বোচ্চ সাত বছর পর্যন্ত হতে হবে। অনলাইন আবেদনের ক্ষেত্রে একজন শিক্ষার্থী সর্বোচ্চ পাঁচটি পছন্দের বিদ্যালয়ের নাম দিতে পারবে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর জানায়, সরকারি-বেসরকারি স্কুলসমূহে একটি শ্রেণির কোনো শাখাতে ৫৫ জনের বেশি শিক্ষার্থী ভর্তি করা যাবে না।
Nazim Sir

নবগ্রাম উচ্চ বিদ‌্যাল‌য়ে ৮ টি পোস্ট খা‌লি আ‌ছে । ১৮তমরা আ‌বেদন কর‌তে প্রস্তুত হও । আ‌মি এই স্কু‌লে ১৭তম চূড়ান্ত সুপা‌রি...
10/11/2024

নবগ্রাম উচ্চ বিদ‌্যাল‌য়ে ৮ টি পোস্ট খা‌লি আ‌ছে । ১৮তমরা আ‌বেদন কর‌তে প্রস্তুত হও ।
আ‌মি এই স্কু‌লে ১৭তম চূড়ান্ত সুপা‌রিশপ্রাপ্ত ।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধিনে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সম্পদের হিসাব বিবরণী দাখিল সংক্রান্ত। (০৪/১১/২০২৪...
05/11/2024

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধিনে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সম্পদের হিসাব বিবরণী দাখিল সংক্রান্ত। (০৪/১১/২০২৪)
সম্পদের হিসাব বিবরণী আগামী ২৫ নভেম্বর ২০২৪ এর মধ্যে দাখিল করতে হবে।

প্রধান শিক্ষকগণ সংশ্লিষ্ট উপজেলা শিক্ষা অফিসারের মাধ্যমে স্ব স্ব বিভাগীয় উপপরিচালক বরাবর সম্পদের হিসাব বিবরণী দাখিল করবেন।

সহকারী শিক্ষকগণ নিজ নিজ উপজেলা শিক্ষা অফিসারের মাধ্যমে সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর সম্পদের হিসাব বিবরণী দাখিল করবেন।

04/11/2024

█▒▒▒ সর্বশেষ/Just In ▒▒▒█
৪২ তম সাব ইন্সপেক্টর (নিরস্ত্র) লিখিত পরীক্ষা আগামী ২২ ও ২৩ নভেম্বর, ২০২৪ তারিখে অনুষ্ঠিত হবে।

সঞ্চয় পত্রের পরিবর্তিত (স্বয়ংক্রিয় পুন:বিনিয়োগ সুবিধাসহ) প্রজ্ঞাপন।
04/11/2024

সঞ্চয় পত্রের পরিবর্তিত (স্বয়ংক্রিয় পুন:বিনিয়োগ সুবিধাসহ) প্রজ্ঞাপন।

03/11/2024

Address


Telephone

+8801830519402

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nazim Sir posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nazim Sir:

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share