Astha's Dairy

  • Home
  • Astha's Dairy

Astha's Dairy Hey its me astha
Wellcome to my page

যারা আমার সন্তান কে ভালোবাসে, আমিও তাদের ভালোবাসি🙂আমার সন্তান যার চোখের মনি, সে ও আমার চোখের মনি🙂
19/04/2024

যারা আমার সন্তান কে ভালোবাসে,
আমিও তাদের ভালোবাসি🙂
আমার সন্তান যার চোখের মনি,
সে ও আমার চোখের মনি🙂

একটা মেয়ের বোধহয় মা হওয়ার পর কোন অপূর্নতা থাকে না💕💕 মেয়েদের মাতৃত্ব'ই শ্রেষ্ঠ পূর্নতা💕💕
17/04/2024

একটা মেয়ের বোধহয় মা হওয়ার পর কোন অপূর্নতা থাকে না💕💕 মেয়েদের মাতৃত্ব'ই শ্রেষ্ঠ পূর্নতা💕💕

10/04/2024

আম্মুর প্রথম ঈদ

10/04/2024

আলহামদুলিল্লাহ স্বপ্ন বাড়ি চলে আসছে❤️😍

29/03/2024

মা কবে আবার তোর হাসি মুখটা দেখবো😭

আল্লাহ যেনো শত্রুর বাচ্চাকে ও এইভাবে না দেখায়😪 আমার আস্থা অসুস্থ 😞 দোয়া করবেন সবাই যেনো তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়🥺
29/03/2024

আল্লাহ যেনো শত্রুর বাচ্চাকে ও এইভাবে না দেখায়😪 আমার আস্থা অসুস্থ 😞
দোয়া করবেন সবাই যেনো তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়🥺

মা হিসেবে একটা ছোট্ট রিকোয়েস্ট করি? কোথাও কোনো ছোটো বাচ্চাকাচ্চা দেখলে বা বাচ্চাকাচ্চার ব্যাপারে কমপ্লিমেন্ট দিতে চাইলে ...
27/03/2024

মা হিসেবে একটা ছোট্ট রিকোয়েস্ট করি?

কোথাও কোনো ছোটো বাচ্চাকাচ্চা দেখলে বা বাচ্চাকাচ্চার ব্যাপারে কমপ্লিমেন্ট দিতে চাইলে প্লিজ সাথে "মাশাল্লাহ" অথবা "আল্লাহুম্মা বারিক লাহা/লাহু" বলবেন।

বিশ্বাস করেন,

ঠিক যেদিন যেদিন বাবুকে নিয়ে কেউ বলছে - "মেয়েতো একদম ঠান্ডা, সবার কোলে যায়, কাউকে জ্বা!লায় না, কান্নাকাটি করে না।"....

সেই রাতগুলোতে আমাদের ঘরের কারও আর ঘুম হয় নাই! শত দোয়াতেও কাজ হতে চায় না।

একটা মাসুম বাচ্চাকে কষ্ট পেতে দেখা যে কি পরিমাণ কষ্টের, এটা শুধু বাবা-মা হলেই বুঝা যায়।

Caption collected.

অসহায়ত্ব কাকে বলে এইবার মেয়েকে নিয়ে বুঝলাম🥺 আসলে টাকার কাছে সবাই অসহায় 😪 অসুস্থতা /অভাবের সময়ে বুঝা যায় কে কতটা আপন 😊
26/03/2024

অসহায়ত্ব কাকে বলে এইবার মেয়েকে নিয়ে বুঝলাম🥺 আসলে টাকার কাছে সবাই অসহায় 😪 অসুস্থতা /অভাবের সময়ে বুঝা যায় কে কতটা আপন 😊

জীবনের খুব খারাপ অনুভূতি 😪কলিজা ছিড়ে যায় নিজের বাচ্চাকে এইভাবে দেখতে 🥺এখন বুঝি একটু অসুস্থ হলে মা কেনো এতো অস্থির হয়ে যা...
24/03/2024

জীবনের খুব খারাপ অনুভূতি 😪
কলিজা ছিড়ে যায় নিজের বাচ্চাকে এইভাবে দেখতে 🥺
এখন বুঝি একটু অসুস্থ হলে মা কেনো এতো অস্থির হয়ে যায়😞

সময়ের সাথে সাথে সবকিছুই পরিবর্তন হয়❤️হোক না ফিগার খারাপহোক না চেহারা নষ্ট হোক না..তাতে কি? সবসময়ই মনে রেখো তুমি একটা ম...
19/03/2024

সময়ের সাথে সাথে সবকিছুই পরিবর্তন হয়❤️
হোক না ফিগার খারাপ
হোক না চেহারা নষ্ট
হোক না..তাতে কি?
সবসময়ই মনে রেখো তুমি একটা মানুষ কে জগতের আলো দেখানোর ক্ষমতা রেখেছো❤️যে মানুষ টার তুমি জীবন..সারাক্ষন মা মা করে ঘুরেবেরোয় আশেপাশে..তোমার মধ্যে নিজেকে নিরাপদ মনে করে❤️ এর চেয়ে বেশি আর কি চাই?
কেউ দেখুক আর না দেখুক..বিশেষত আমি কখনোই attention seeker ছিলাম না হতেও চাই না😊 আমি এতেই অনেক খুশি❤️ ❤️❤️
কারণ আমি মা❤️❤️ আমি ভাল থাকবো তবেই তো সন্তান কে ভাল রাখতে পারবো❤

মাশাল্লাহ ❤️একটা হুমানের বাচ্চা 😍আরেকটা বিলাই বাচ্চা😍
18/03/2024

মাশাল্লাহ ❤️
একটা হুমানের বাচ্চা 😍
আরেকটা বিলাই বাচ্চা😍

নিজেকে তখনই সুখী মনেহয়...যখন দেখি আমার বাচ্চা সুস্থ সুন্দর,  হাসি-খুশি আছে❤️
17/03/2024

নিজেকে তখনই সুখী মনেহয়...
যখন দেখি আমার বাচ্চা সুস্থ সুন্দর, হাসি-খুশি আছে❤️

মেয়েরা বাবার পাগল হওয়ার মূল কারন হলো বাবারা সবসময় মেয়েকে "মা" বলে ডাকে❤️মাশাল্লাহ আমার মেয়েটাও বাবা ছাড়া কিচ্ছু বুঝে না🥰
15/03/2024

মেয়েরা বাবার পাগল হওয়ার মূল কারন হলো বাবারা সবসময় মেয়েকে "মা" বলে ডাকে❤️
মাশাল্লাহ আমার মেয়েটাও বাবা ছাড়া কিচ্ছু বুঝে না🥰

বুকের দুধ খাওয়ানোর সময় সন্তানের এই চাহনি টা কে কীভাবে ব্যাখ্যা করবেন? এই দৃষ্টির সামনে আমি তো কপোকাত। পৃথিবীর সবকিছু, এই...
13/03/2024

বুকের দুধ খাওয়ানোর সময় সন্তানের এই চাহনি টা কে কীভাবে ব্যাখ্যা করবেন?
এই দৃষ্টির সামনে আমি তো কপোকাত। পৃথিবীর সবকিছু, এই বিশ্বব্রহ্মাণ্ড সব যেন এই চাহনির কাছে কিছুই না।
তখন কেবলই মনে হয়, আমি পরিশুদ্ধ, আমি পরিপূর্ণ, আমি মা ❤️❤️❤️

11/03/2024

আর কারো কাছে না হোক,
আমার কাছে পৃথিবীর সবচেয়ে সুন্দর তুমি❤️🥰

মাশাল্লাহ ❤️তুই হাসলে আমার দুনিয়া হাসে🥰❤️
10/03/2024

মাশাল্লাহ ❤️
তুই হাসলে আমার দুনিয়া হাসে🥰❤️

আমার স্বপ্ন আমার পরিবার 🥰কোনোদিন ছিন্ন না হোক আমার সোনার সংসার❤️
07/03/2024

আমার স্বপ্ন আমার পরিবার 🥰
কোনোদিন ছিন্ন না হোক
আমার সোনার সংসার❤️

05/03/2024

মাশাল্লাহ 🥰
সারাদিন কি কি করছে তার বাবার কাছে বলতাছে🥰

মাশাল্লাহ❤️আব্বুর সাথে আস্থার সেল্ফি স্টাইল 🥰
04/03/2024

মাশাল্লাহ❤️
আব্বুর সাথে আস্থার সেল্ফি স্টাইল 🥰

মাতৃত্ত ভয়ংকর সুন্দর।।বাচ্চাকে ৪০ সপ্তাহ গর্ভে ধারণ করতে হয়।২ বছর ব্রেস্টফিডিং করতে হয়।মায়ের জীবনের সবটুকু দিয়ে একটা বাচ...
04/03/2024

মাতৃত্ত ভয়ংকর সুন্দর।।
বাচ্চাকে ৪০ সপ্তাহ গর্ভে ধারণ করতে হয়।২ বছর ব্রেস্টফিডিং করতে হয়।
মায়ের জীবনের সবটুকু দিয়ে একটা বাচ্চা বেড়ে উঠে
অথচ মায়েদের অবস্থা হয় ফ্যাকাসে চোখ,খসখসে চামড়া, মুঠো মুঠো চুল পড়ে যাওয়া,রক্তস্বল্পতা,এলোমেলো মাথা আর খিটখিটে মেজাজ নিয়ে।
তবুও মাতৃত্ত অনেক সুন্দর।আর এই সুন্দরের জন্যই মায়েরা তাদের স্বাস্থ্য, সৌন্দর্য, ক্যারিয়ার,চাওয়া পাওয়া,ভালো লাগা-মন্দ লাগা,সবকিছু নিমিষেই বিসর্জন দিয়ে দেয়।

তাই কেউ অতি দরদী হয়ে জানতে চাইবেন না তোমার মেজাজ এত খিটখিটে কেনো?
চেহারার এই দশা কেনো?
বুড়ি বুড়ি লাগছে কেনো?
এই কথাগুলো আসলেই একটা মা কে অনেক কস্ট দেয়।
যদি পারেন তাকে একটু আনন্দ দিন
ভালো রাখার চেস্টা করুন।

মাশাল্লাহ ❤️আস্থা এখন ৪ মাসের বুড়ী 🥰❤️
03/03/2024

মাশাল্লাহ ❤️
আস্থা এখন ৪ মাসের বুড়ী 🥰❤️

গর্ভবতী নারী কখনোই রোগী নয়। দুনিয়াতে কোনো রোগীই তার রোগকে শরীরের ভেতর আদর যত্নে বড় করে তোলে না। গর্ভবতী নারী একজন যোদ্ধা...
02/03/2024

গর্ভবতী নারী কখনোই রোগী নয়। দুনিয়াতে কোনো রোগীই তার রোগকে শরীরের ভেতর আদর যত্নে বড় করে তোলে না। গর্ভবতী নারী একজন যোদ্ধা, একজন মহীয়সী। সে তার ভেতরে বড় করে তোলে আস্ত একটা পৃথিবী।

[বই: হায়াতের দিন ফুরালে, পৃষ্ঠা-১৪]

একটা পাখি❤️❤️❤️চার টা পাখির সাথে🥰
01/03/2024

একটা পাখি❤️❤️❤️
চার টা পাখির সাথে🥰

বেইলি রোডে আগুন লাগার কিছু মুহূর্ত আগেও কেউ জানতো না কি হবে কিছুক্ষণ পর। ব্যাস্ততম জায়গা। কেউ হয়তো খাচ্ছিলো পছন্দের খাবা...
01/03/2024

বেইলি রোডে আগুন লাগার কিছু মুহূর্ত আগেও কেউ জানতো না কি হবে কিছুক্ষণ পর। ব্যাস্ততম জায়গা। কেউ হয়তো খাচ্ছিলো পছন্দের খাবার, কেউ হয়তো কিনতেছিল শখের জামা, কেউ হয়তো বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলো, কেউ হয়তো বাসায় ফোন করে বাচ্চাকে বলেছে, বাবা আসতেছি বাসায় তুমি চিন্তা করো না মা। মুহূর্তে তছনছ হয়ে গেলো সব।

আমরা আজ সারাদিন হিসাব কষলাম চার বছর পর আমরা কে কোথায় থাকবো? কী করবো ইত্যাদি৷ অথচ একবারও কী আমরা ভেবেছি যে জীবনের চার সেকেন্ডের ভরসা নাই, সেই জীবন নিয়ে চার বছরের ভবিষ্যত কল্পনা করা নিচক হাস্যকর।

বেইলি রোডে আগুন লাগলো, দাউদাউ করে জ্বললো প্রায় দুই ঘন্টা। জাস্ট কয়েকটা সেকেন্ডের মধ্যে কতো মানুষের জীবন বদলায়ে গেলো, জীবন শেষ হয়ে গেলো। এই পর্যন্ত ৪৪ জনের মৃত্যুর খবর পেলাম। জানিনা সংখ্যাটা আরো বাড়বে কিনা।

সকাল বিকাল আমাদের দিকে ধেঁয়ে আসে যমদূত। আচমকা আমাদের মাথায় বর্ডার ভেঙে পড়ে, ট্রাক উঠে যায় বুকের উপর, আগুন লেগে পুড়ে যায় স্বপ্ন, পুড়ে যাই আমরাও মুহূর্তেই। জীবনের কোনো নিশ্চয়ইতা নাই।

হাসি মুখে বাড়ি থেকে বের হয়ে কে কখন কোথায় লাশ হয়ে বাড়ি ফিরবো কেউ জানিনা আমরা; কেউ না...
🥺

জুম্মা মোবারক 🥰
01/03/2024

জুম্মা মোবারক 🥰

এটা নাকি উনার পুতুল 🥰
28/02/2024

এটা নাকি উনার পুতুল 🥰

28/02/2024

মাত্র ২৫ দিন বয়সেই মায়ের সব কথা বুঝে মাশাল্লাহ ❤️

-Astha's Dairy

পরিবার অনেক গুরুত্বপূর্ণ। দায়িত্ব ও ভালোবাসা দিয়ে আগলে রাখতে হয়।যত্নের অভাবে যেমন চারা গাছ মারা যায়,ঠিক তেমনি পরিবার টাও...
27/02/2024

পরিবার অনেক গুরুত্বপূর্ণ।
দায়িত্ব ও ভালোবাসা দিয়ে আগলে রাখতে হয়।
যত্নের অভাবে যেমন চারা গাছ মারা যায়,
ঠিক তেমনি পরিবার টাও।

Address


Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801851765508

Website

Alerts

Be the first to know and let us send you an email when Astha's Dairy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Opening Hours
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share