Everyday news of chcp

  • Home
  • Everyday news of chcp

Everyday news of chcp news.video.fun.uptodate news

13/11/2023

আগামী ডিসেম্বর মধ্যে ফাইলের কার্যক্রম শেষ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী
আদেশ দিয়েছেন

06/11/2023

বেতন আপডেট
আগামী বৃহস্পতিবার না হলে সামনে সপ্তাহে বরাদ্দ ছাড় হতে পারে

01/11/2023

পরিকল্পনা মন্ত্রণালয়ের বেতন বরাদ্দের কপিতে ভুল ছিলো যা সংশোধন করা হয়েছে। আজ এবং আগামীকাল স্বাস্থ্যসেবা বিভাগের অর্থ শাখায় আইবাশ সমস্যা সমাধানের কাজ করবে। আগামী সপ্তাহে বেতন বরাদ্দ ছাড় হবে, ইনশাআল্লাহ

31/10/2023
30/10/2023

আগামী সপ্তাহে সিবিএইসসি বেতনের বরাদ্দ হাতে পাবে হয়তো দুই সপ্তাহ পরে বেতন ছাড় হবে

03/08/2023

চলতি মাসের ২০ তারিখের পর স্বতন্ত্র ওপি থেকে বরাদ্দ ছাড় হবে।।👌👌
এবার সরকারি এক হাজার টাকা প্রণোদনা যোগ হচ্ছে।।👇👇

01/04/2023

চলতি সপ্তাহে অথ বিভাগে তথ্য যাবেনা আগামী সপ্তাহে যাবে।।

01/04/2023

ট্রাস্টের চেয়ারম্যানের আজকের বক্তব্য কমিউনিটি ক্লিনিক এর কর্মীদের নিয়ে

01/04/2023

০১ .জনপ্রশাসন মন্ত্রণালয় প্রাথমিক ভাবে সম্মতি ঙ্গাপন করেছে ।

০২. অর্থ মন্ত্রণালয় প্রাথমিক খসড়া তথ্য চেয়েছে।

০৩. ট্রাষ্ট খসড়া তথ্য প্রস্তুত করার কাজ করছে। কাজ শেষ হলে অর্থ মন্ত্রণালয়ে পাঠাবে।

০৪ . অর্থ মন্ত্রণালয় যাচাই বাছাই করে সম্মতি পোষন করলে.... ।

০৫ . জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে, চূড়ান্ত অনুমোদন নিতে হবে।

০৬. জনপ্রশাসন মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের জন্য যাবতীয় চাহিদা ট্রাষ্ট কে পূরণ করতে হবে।

০৭ . জনপ্রশাসন মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের কপি, অর্থ মন্ত্রণালয়ে দাখিল করতে হবে।

০৮ . এবার অর্থ মন্ত্রণালয় , পরিকল্পনা মন্ত্রণালয়ের চূড়ান্ত তথ্য, এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের চূড়ান্ত সকল তথ্য চাইবে।

০৯ . উপরোক্ত সকল কর্ম সম্পূর্ণ হওয়ার পর অর্থ মন্ত্রণালয়ের কার্যক্রম আরম্ভ হইবে ।

১০ . অর্থ মন্ত্রণালয়ের কাজ সময় সাপেক্ষ, সকল কাজ যাচাই বাছাই, পূর্বক,
অর্থ মন্ত্রণালয় নিজস্ব যাচাই বাছাই করবে। দীর্ঘ কার্যক্রম সম্পূর্ণ হলে অর্থ মন্ত্রণালয় চূড়ান্ত অনুমোদন দেবে।

১১. অর্থ মন্ত্রণালয় চূড়ান্ত অনুমোদনের পর, স্বাস্থ্য মন্ত্রণালয় ও ট্রাষ্ট একযোগে কাজ সম্পূর্ণ করবে।

১২. স্বাস্থ্য ও ট্রাষ্টের কার্যক্রম শেষ হলে, আইন বাস্তবায়ন গেজেট প্রকাশ করে, আইন জারি করবে। আইন জারি, প্রকৃয়াটি চলমান হলে, chcp রা একটি নির্দিষ্ট সময় অতিক্রম করার পর, সুযোগ সুবিধাদ্বি আর্পিত হইবে।

সরকারের স্বদিচ্ছা না থাকলে এই ফলাফল পেতে দীর্ঘ সময়ের ব্যাপার।

01/04/2023

আমাদের সুযোগ সুবিধার ব্যপারে স্বাস্থ্য বিভাগের সহকারী সচিব জাহাঙ্গীর আলম,এমডি তুলশি রঞ্জন সাহা কথা বলেছেন।তাদের কথার সারমর্ম হলো আমাদের সুযোগসুবিধার অনুমোদন জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পাওয়া গেছে।পরে ফাইল স্বাস্থ্য সেবা বিভাগের মাধ্যমে অর্থমন্ত্রণালয়ে পাঠানো হলে তারা কিছু সংশোধনী দিয়ে ফাইল ফেরত দিয়েছে।এখন এইগুলো সংশোধন করা শেষ করে স্বাস্থ্য সেবে বিভাগের মাধ্যমে দ্রুতই আবার অর্থমন্ত্রণালয়ে পাঠানো হবে।অর্থমন্ত্রণালয়ের সম্মতি পেলেই বাকি কাজ গুলো দ্রুত সম্পাদন হবে।
তাই এখনো নিশ্চিত না আমরা কবে থেকে সুযোগসুবিধা পাচ্ছি।

01/04/2023

Chcp আপডেট

01/04/2023

সুযোগ-সুবিধা বিষয়ে আপডেট

30/03/2023

যারা এখন ট্রেনিং নিয়ে লাফালাফি করেন তাদের জ্ঞার্থে একটা তথ্য দিই??ট্রেনিং ভাতা ৭দিনে মাত্র ৬০০ করে ৪২০০ টাকা আর যাতায়াত ভাড়া সর্বোচ্চ মাত্র ৩০০০ টাকা মোট ৭২০০ টাকা এই টাকা দিয়ে আপনারা যারা ভুল বাল তথ্য দিছেন নীতি নির্ধারনী কথায় সিসি ফান্ডে টাকা দেখাবে তারা নিজেদের পায়ে কুড়াল মারছি সাথে সহকর্মি দের। এখন যদি ট্রেনিং না যান তাহলে উপর মহল লড়ে চড়ে বসবে না জুজু কথায় আর চিড়ে ভিজে না যদি পারেন সবাই এক যোগে ট্রেনিং টা বর্জন করনে দেখবে খুব তাড়াতাড়ি কাজ হবে। আরও অনেক তথ্যা আছে। গ্রামের একটা প্রবাদ হাডা হুতার ঘষাঘষি মরিচের সর্ব নাশ আমরা হচ্চি সেই মরিচ।বুঝতে বুঝ পাতা না বুঝলে তেজ পাতা।
কপিকৃত-Titu

23/01/2023

সংসদে আজ প্রধানমন্ত্রীর সামনে chcp দের হালনাগাদ

14/01/2023

স্যালুট আপনাকে 🙏অধিকাংশ মন্ত্রী আপনার মতো হলে বেগমপাড়া গড়ে উঠতো না! বাংলাদেশ কবেই সিংগাপুর /মালয়েশিয়াকে ছাড়িয়ে যেতো!! আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন 🤲

অক্টোবর ২০২২ থেকে ডিসেম্বর ২০২২ ছাড়
06/11/2022

অক্টোবর ২০২২ থেকে ডিসেম্বর ২০২২ ছাড়

26/09/2022

আলহামদুলিল্লাহ আবার নতুন খবর যোগদান থেকে ইনক্রিমেন্ট এবার শুধু আমাদের নেওয়ার পালা

06/09/2022

মুর্শিদি গান

06/09/2022

একটু মজা

02/09/2022

২০০ জন যাত্রী নিয়ে ট্রলার ডুবে যাচ্ছে সরাসরি দেখুন

02/09/2022

ইনশাল্লাহ চলতি সপ্তাহে প্রশাসনিক ভাবে চিঠি ইস্যু হওয়ার কথা সবাই দোয়া করেন। চিঠি ইস্যু হয়ে গেলে জনপ্রশাসনের কাজ শেষ।
এছাড়া বাকি কাজগুলো সম্পন্ন হয়ে গেছে

01/09/2022

রাশিয়ান ছেলে মেয়ে এখন বাংলাদেশে

30/08/2022

আলহামদুলিল্লাহ
সবাই বলুন

27/08/2022

কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় চলছে অবরোধ

24/08/2022

হিন্দু ম্যাডামের দ্বারা ইসলামের কুটুক্তি।

ভেড়ামারার গোলাপনগরে অবস্থিত দামুকদিয়া মাধ্যমিক বিদ্যালয়ে জয়ত্রী ম্যাডাম ক্লাসে ঢুকলে ছাত্র/ছাত্রীরা তাকে সালাম দেয়।
সালামে ক্ষিপ্ত হয়ে জয়ত্রী ম্যাডাম রেগে গিয়ে বলে তোরা আমাকে সালাম না দিয়ে কুকুরকে সালাম দে।

২৪/০৮/২০২২ ইং।

22/08/2022

জনবল জনপ্রশাসন কর্তৃক স্থায়ীকরণের স্বারক নাম্বার পেয়েছে আজকে।।
পরবর্তীতে সূত্র আসতেছে আশা করি বাজে কমেন্ট করবেন না

প্রতিদিন নতুন নতুন টিপস জানতে এই পেজটা ফলো লাইক দিয়ে রাখুন এবং সবাই শেয়ার করুন
17/08/2022

প্রতিদিন নতুন নতুন টিপস জানতে এই পেজটা ফলো লাইক দিয়ে রাখুন এবং সবাই শেয়ার করুন

05/08/2022

তেল গেল ফুরাইয়া বাতি গেল নিভাইয়া কি হবে আর কান্দিয়া

25/07/2022

(আগামী ১৭ আগষ্ট -২০২২ তারিখের জনপ্রশাসন মন্ত্রণালয়ের মিটিংএ সিবিএইচসির আওতাধীন পদ সৃজন চূড়ান্ত হওয়ার পর) যেমন-

জনপ্রশাশন মন্ত্রণালয়ে প্রস্তুাবিত পদ সমুহঃ
হেড অফিস জনবল- ৩৭ জন
সিএইচসিপি - ১৮০০০ জন
জেলা পর্যায়ে(৬৪×৩)- ১৯২ জন
উপজেলা পর্যায়ে (৪৯৫×৩)- ১৪৮৫ জন

উল্লেখ্য পদ সৃজন চূড়ান্ত হওয়ার পর প্রবিধানমালা খসড়া হতে চূড়ান্ত করনের কাজ শুরু হবে এবং যথারিতি জনপ্রশাসন, পরিকল্পনা এবং অর্থ মন্ত্রনালয় কাজ শেষে চূড়ান্ত রুপে বাস্তবায়ন শুরু হবে।

আপনি প্রশ্ন করতে পারেন উল্লেখিত কাজ সম্পন্ন বা আমরা চাকুরির সুযোগ সুবিধা কবে পাবো,,,,,?

উত্তরঃ- আমাদের কর্তৃপক্ষ ও উল্লেখিত মন্ত্রণালয় আন্তরিক হলে (সম্ভাব্য) ০৩ মাস। অন্যথায় যেকোনো জটিলতার কারন ০৩ বছরও সময় লাগতে পারে।
এমতাবস্থায় সার্ভিস বেনিফিট এখন অনেক অংশই নির্ভর করে আমাদের সকলের ধৈর্যধারণ ও সম্মিলিত প্রচেষ্টা বা ঐক্যবদ্ধ থাকা এবং সরকারের আন্তরিকতার উপর।

বি.দ্র.
পদ সৃজন শুধুমাত্র প্রস্তাবিত এবং সময় বা তরিখ (সম্ভাব্য) কোন কিছুই চূড়ান্ত নয়।

17/07/2022

প্রিয় দেশবাসী

গত কয়েকদিন যাবত প্রচন্ড গরম পরেছে। এ কারণে প্রায় সকলে সর্দি, জ্বর, কাশি, গলা ব্যথা, মাথা ব্যথা, ডায়রিয়াসহ নানা রোগে ভুগছে।

আপনাদের জন্য কিছু পরামর্শ:

১. কারণ ছাড়া রোদে যাবেন না। গেলেও যত দ্রুত সম্ভব কাজ শেষ করে ছায়ায় চলে যান।

২. প্রচুর প্রচুর পরিমাণ পানি, শরবত ইত্যাদি পান করুন।

৩. যতটা পারা যায় নিজেকে শীতল রাখুন।

৪. বেশি পরিশ্রমের কাজ আপাত কয়েকদিন কম করুন।

৫. শিশু ও বয়স্কদের দিকে বিশেষ নজর রাখুন। তাদেরকে প্রচুর পানি পান করান।

৬. মৌসুমী ফলমূল খান। পানি জাতীয় ফলমূল বেশি করে খান।

৭. আপাত কিছুদিন মাংস জাতীয় ভারী খাবার কম খান। ভারী খাবারগুলো দেহে অধিক পরিমাণ তাপ উৎপন্ন করে।

৮. অসুস্থ হয়ে পরলে নিকটস্থ কমিউনিটি ক্লিনিক, সাব সেন্টার অথবা উপজেলা হাস্পাতালে চলে আসুন।

৯. ডায়রিয়া হলে বারবার স্যালাইন, ডাবের পানি, নরমাল পানি খান।

১০. এদিকে করোনাও বাড়ছে। তাই স্বাস্থ্যবিধি মেনে চলুন।

আল্লাহ সকলকে সুস্থ রাখুন। এই তাপদাহ থেকে রক্ষা করুন
(_সোহাগ
Chcp
Bheramara -)

12/07/2022

#পদ্মা সেতু ও হার্ডিং ব্রিজ

09/07/2022

সকল ধর্মপ্রাণ মুসলিম ভাইদেরকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা
ঈদ মোবারক

02/07/2022

talent

01/07/2022

সবর্শেষ কথা হলো সাংগঠনিক কাঠামোর ফাইল নিচ টেবিল থেকে উপর টেবিলে গেছে। সবাই দোয়া করেন যেন আল্লাহ cbhc থেকে মুক্তি দেয়।

Address


Telephone

+8801767985541

Website

Alerts

Be the first to know and let us send you an email when Everyday news of chcp posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Everyday news of chcp:

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share