Cricketkhor Battalion

  • Home
  • Cricketkhor Battalion

Cricketkhor Battalion Official Team of Cricketkhor. Group link - www.facebook.com/groups/cricketkhorofficial

Friendly Match Between Cricketkhor Battalion (Qatar) VS Birkat Al Super Star.Live score: Cricheroes
15/02/2024

Friendly Match Between Cricketkhor Battalion (Qatar) VS Birkat Al Super Star.

Live score: Cricheroes

Friendly match between Cumilla United Cricket-CUC vs Cricketkhor Battalion (Qatar)
02/02/2024

Friendly match between Cumilla United Cricket-CUC vs Cricketkhor Battalion (Qatar)

তিন ম্যাচ প্রীতি t20 সিরিজের প্রথম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ফ্রেন্ডস ক্লাবের বিপক্ষে মাত্র ২২ বলে ৬ ছক্কা এবং ৭ চা...
13/08/2023

তিন ম্যাচ প্রীতি t20 সিরিজের প্রথম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ফ্রেন্ডস ক্লাবের বিপক্ষে মাত্র ২২ বলে ৬ ছক্কা এবং ৭ চারে ৭১ রান করেন ক্রিকেটখোর ব্যাটেলিয়ান মালয়েশিয়ার ব্যাটসম্যান বিলাল হোসেন ভাই।
অভিনন্দন Mdbelal Hossain ভাই।
যারা আপনাকে বারবার অবহেলা করেছে তাদেরকে আপনি খেলার মাঠে পারফরম্যান্স দিয়ে অবহেলার জবাব দিবেন এই প্রত্যাশা করি।
শুভ কামনা রইলো আপনার জন্য।

দীর্ঘ দুই বছর পর কুয়ালালামপুর থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে মালয়েশিয়ার প্রাচীনতম শহর মালাক্কা শহরে গিয়েছিল ক্রিকেটখ...
12/06/2023

দীর্ঘ দুই বছর পর কুয়ালালামপুর থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে মালয়েশিয়ার প্রাচীনতম শহর মালাক্কা শহরে গিয়েছিল ক্রিকেটখোর (CRICKETKHOR) মালয়েশিয়া কমিউনিটি। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যাবধানে সিরিজে জয়লাভ করে Cricketkhor Battalion মালয়েশিয়া । প্রথম ম্যাচে ৩ উইকেট এবং দ্বিতীয় ম্যাচে ৮ উইকেটে জয় পাওয়ার পর শেষ ম্যাচে ৫ উইকেটের ব্যবধানে পরাজিত হয় ক্রিকেটখোর ব্যাটালিয়ন মালয়েশিয়া। অভিনন্দন ক্রিকেটখোর ব্যাটেলিয়ান মালয়েশিয়ার প্রতিটা সদস্যেকে।
জয় পরাজয় ছাপিয়ে দিন শেষে ক্রিকেটের জয় হয়েছে। আমাদের প্রতিপক্ষ স্টার ইউনিটস ক্রিকেট টিম অনেক ভালো ক্রিকেট খেলছে। অভিনন্দন তাদেরকে শেষ ম্যাচে জয়লাভ করার জন্য।

Mizanur Rahman Mahbub alam sagor আপনাদের অতিথিয়াতায় আমরা সবাই মুগ্ধ। আপনারা আমাদেরকে যে সুন্দর মুহূর্ত গুলো উপহার দিয়েছেন সারা জীবন আমরা মনে রাখব। এতদুর থেকে যাওয়ার পরও আমরা কোন ধরনের সমস্যার সম্মুখীন হয়নি। সকালের নাস্তা দুপুরের খাবার এবং পর্যাপ্ত খাবার পানি সবকিছুর ব্যবস্থা ছিল আপনাদের পক্ষ থেকে। ইনশাআল্লাহ আমরা আবারো সফর করবো আপনাদের শহরে। খেলার মাঠে অনেক সময় অনেক ধরনের ভুল ভ্রান্তি হয় আমাদের কোন সদস্যের আচরণে যদি আপনারা মনে কষ্ট পেয়ে থাকেন তাহলে আমাদের ভুলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আশা করি আপনাদের সাথে তৈরি হওয়া বন্ধন আরও দীর্ঘায়িত হবে।

মাঠের খেলা শেষে ক্লান্তি দূর করার জন্য সবাই গিয়েছিল মালাক্কা সাগর পাড়ে। অসাধারণ কিছু সময় উপভোগ করেছে তারা। এই সময় গুলো হয়তো এক সময় স্মৃতির পাতা হয়ে থাকবে। সারা জীবন অটুট থাকুক আমাদের এই ভালোবাসার বন্ধন।

এক সপ্তাহের বিরতির পর তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামীকাল আবারো মাঠে নামছে ক্রিকেটখোর ব্যাটেলিয়ন মালয়েশিয়া। আ...
11/12/2021

এক সপ্তাহের বিরতির পর তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামীকাল আবারো মাঠে নামছে ক্রিকেটখোর ব্যাটেলিয়ন মালয়েশিয়া। আমাদের প্রতিপক্ষ বিডি টাইগার্স ফ্রেন্ডস ক্লাব। নিয়মিত অনেকগুলো খেলোয়ার দেশে চলে যাওয়ায় নতুনভাবে সবকিছু শুরু করতে হচ্ছে। নতুন যারা সুযোগ পাচ্ছে তাদের নিয়ে আমরা টিম ম্যানেজমেন্ট আশাবাদী কিছুদিন সময় দিলে হয়তোবা পুরনোদের অভাব কিছুটা হলেও তারা পূরণ করতে পারবে। সবাই নিজেদের সেরাটা উপহার দিতে পারলে ইনশাল্লাহ সিরিজ জয় সম্ভব।

প্রতিটি সদস্যের জন্য দোয়া এবং শুভ কামনা রইলো।

লকডাউনের জন্য ১৬৬ দিনের বিরতি শেষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়ে আগামীকাল আবারো মাঠে ফিরছে ক্রিকেটখোর ব্যাটেলিয়ন...
23/10/2021

লকডাউনের জন্য ১৬৬ দিনের বিরতি শেষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়ে আগামীকাল আবারো মাঠে ফিরছে ক্রিকেটখোর ব্যাটেলিয়ন মালয়েশিয়া। আমাদের প্রতিপক্ষ শক্তিশালী বিডি টাইগার্স ফ্রেন্ডস ক্লাব মালয়েশিয়া। সিরিজটা আমাদের জন্য অনেক চ্যালেঞ্জিং তাদের সাথে শেষ দেখায় আমরা ২-১ ব্যবধানে পরাজিত হয়েছিলাম। এই দীর্ঘ বিরতিতে আমাদের দলের অনেক নিয়মিত সদস্য দেশে চলে যাওয়ায় নতুনভাবে শুরু করতে হচ্ছে আমাদের। তারপরও আমরা আশাবাদী জয় দিয়ে শুরু করতে পারব। শুভ কামনা রইল প্রতিটি সদস্যের জন্য।

সবচেয়ে ভালো লাগার বিষয় হলো অনেকদিন পর ভালোবাসার ভাই গুলোর সাথে দেখা হবে।

Address


Telephone

+8801719952348

Website

Alerts

Be the first to know and let us send you an email when Cricketkhor Battalion posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share