13/05/2025
জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি
"এরিন" ই-কমার্স প্রতিষ্ঠান । আমাদের টিমে নতুন সদস্য সংযুক্ত করার লক্ষ্যে নিম্নোক্ত পদে নিয়োগ প্রদান করা হবে:
🔹 পদের নাম: ভিডিও / লাইভ প্রেজেন্টার ( মেয়ে )
🔹 অফিস : বনশ্রী এম ব্লক ।
( বনশ্রী বা আশে পাশে থাকে এমন কাউকে চাচ্ছি )
🔹বেতন আলোচনা সাপেক্ষে ।
যোগ্যতা ও শর্তাবলী:
✔️ মিনিমাম ১ বছর প্রাসঙ্গিক কাজের অভিজ্ঞতা থাকতে হবে
✔️ স্মার্ট, আত্মবিশ্বাসী এবং উপস্থাপনায় দক্ষ হতে হবে
✔️ স্পষ্ট ও সুন্দর উচ্চারণ এবং ক্যামেরার সামনে সাবলীলভাবে কথা বলার দক্ষতা থাকতে হবে
✔️ সামাজিক যোগাযোগমাধ্যম (Facebook Live, YouTube ইত্যাদি) সম্পর্কে ধারণা থাকা প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে
আপনি যদি নিজেকে এই পদের জন্য যোগ্য মনে করেন, তাহলে এখনই আবেদন করুন!
📧 আবেদন পাঠানঃ [email protected] / inbox
🕒 আবেদন গ্রহণের শেষ তারিখ: 20-5-25