Confusion 2 Clarity

  • Home
  • Confusion 2 Clarity

Confusion 2 Clarity Quranic Motivation

16/12/2023
15/12/2023

মনে প্রাণে চায় কিন্তু পায় না কারন? 🤔

নিজের এই দূর্বলতার কথাটা জানেন কি?😱😢

😲
13/12/2023

😲

12/12/2023

আপনি যাই করেন, জীবনেও ইসলাম কায়েম হবে না যদি না আপনি...........

❤️
12/12/2023

❤️

🔥The best marketing doesn't feel like marketing.🔥
মার্কেটিং এর বিখ্যাত একটি তত্ত্ব এটি।
বর্তমানে বিভিন্ন জায়গাতে সেলস, মার্কেটিং কোর্সে মার্কেটিং এর এই বিখ্যাত আধুনিক তত্ত্বের সাথে পুরোপুরি সাংঘর্ষিক তত্ত্ব শিখাচ্ছে। যার কারনে প্রাকটিক্যাল লাইফে মার্কেটিং এর কনভার্সন খরচ বেড়ে যাচ্ছে।
বিভিন্ন মার্কেটিং কোর্সে শিখানো পুরানো সেই তত্ত্বটি হচ্ছে:
”🚀 পণ্য বা সার্ভিস ফোকাস করে কনটেন্ট বানাবেন, যে দেখার সে দেখবে।”
✍️ অথচ মার্কেটিং এর আধুনিক কনসেপ্ট হচ্ছে:
The best marketing doesn’t feel like marketing,
এই কনসেপ্টটির উদ্দেশ্য হচ্ছে, যে দেখার নয়, তাকেও আমার প্রোডাক্ট, আমার ব্রান্ড নিয়ে তৈরি কনটেন্টটি দেখতে বাধ্য করার জন্য কনটেন্ট তৈরি করতে হবে।
আর এই থিওরি মেনে কনটেন্ট তৈরি করলেই আপনার অ্যাড খরচ কমে আসবে, বাজারটা বড়ো হতে থাকবে, মানুষ আরও বেশি অ্যাংগেজ হবে, তাতে সেলস বৃদ্ধির সম্ভাবনা অনেক বেড়ে যাবে।
👉 এবার এ থিওরি অনুযায়ি নিজেই উত্তর দেনতো,
গুড়ের বিজনেসের জন্য অ্যাড দেখলেন। সেই অ্যাডটার শুরুতেই টেবিলে অনেকগুলো গুড় সাজিয়ে রেখে তারপর ভিডিওটা শুরু হলো। যেটা দেখলেই বুঝতে পারছেন, গুড় বিক্রির বিজ্ঞাপন হতে যাচ্ছে, দেখার শুরুতেই আপনি সহজেই বুঝে গেলেন।
তাহলে থিওরি অনুযায়ি এটা কি বেস্ট মার্কেটিং ক্যাটাগরিতে পড়বে নাকি বাজে মার্কেটিং হবে❓
এটা কেন বাজে মার্কেটিং হবে, জানেন সেটা ❓❓
আমাদের বর্তমান জেনারেশনটা হচ্ছে কন্টেন্ট ফোকাস। এদের সামনে আপনি বিজ্ঞাপন নিয়ে গেলে এরা খাবে না। এরা বুঝবে আপনি বেচতে আসছেন। এদের কাছে আপনি কন্টেন্ট দিয়ে যেই জিনিশ খাওয়াতে পারবেন বিজ্ঞাপন দিয়ে পারবেন না।
তাই অ্যাড খরচ করাতে , অ্যাংগেজমেন্ট বাড়াতে এমন কনটেন্ট বানাতে হবে, যা দেখলে শুরুতে সেটা যাতে বিজ্ঞাপন মনে না হয়, তাহলেই সেটা হবে বেস্ট মার্কেটিং।
সামনের দিন গুলতে যে যত ভাল কন্টেন্ট লিখতে✍️ এবং বানাতে পারবে সেই মার্কেটে তত ভাল করবে 📈। মার্কেটিং এর বিশাল মারপেঁচ শিখার আগে কন্টেন্ট নিয়া এখন দিন রাত বসে থাকতে হবে। নাইলে সামনে টিকে থাকা মুশকিল হয়ে যাবে।
। হতে হলে বিজনেস কিং
। হতে হবে কনটেন্ট কিং 👑

অমিতাভ বচ্চন তাঁর জীবনীতে লিখেছেন....."আমি তখন ক্যারিয়ারের তুঙ্গে। একদিন প্লেনে করে যাচ্ছিলাম । খুব সাধারণ শার্ট আর প্যা...
12/12/2023

অমিতাভ বচ্চন তাঁর জীবনীতে লিখেছেন.....
"আমি তখন ক্যারিয়ারের তুঙ্গে। একদিন প্লেনে করে যাচ্ছিলাম । খুব সাধারণ শার্ট আর প্যান্ট পরিহিত একজন ভদ্রলোক আমার পাশে বসেই যাচ্ছিলেন৷ দেখে উনাকে একজন শিক্ষিত এবং মার্জিত মধ্যবিত্ত মানুষ মনে হয়েছিল । অন্য সহযাত্রীরা আমায় চিনতে পেরে খুব উৎসাহিত হয়ে অটোগ্রাফ নিচ্ছে। কিন্তু পাশে বসা ভদ্রলোককে লক্ষ্য করলাম উনার কোন ভ্রুক্ষেপ নেই ।

উনি একমনে একটা খবরের কাগজ পড়ছিলেন আর মাঝে মাঝে জানালার বাইরে তাকিয়ে কি যেন ভাবছিলেন । চা পরিবেশন করা হলো, ঠোঁটের আগেই থ্যাঙ্কস লেগেই আছে। আমাকে পাত্তাই দিচ্ছে না।

আমার উনার প্রতি কৌতূহল বেড়েই চলছিল । তাই উনার সাথে কথা বলার জন্য উনার দিকে তাকিয়ে হাসলাম । উনিও একটা সৌজন্যমূলক হাসি ফিরিয়ে দিয়ে বললেন,'হ্যালো', কিছু সৌজন্যমূলক কথোপকথন শুরু হলো ।"

"আমি নিজে থেকে সিনেমা প্রসঙ্গ উত্থাপন করলাম ।
জিজ্ঞাসা করলাম :' আপনি সিনেমা দেখেন ?'
উনি বললেন, 'কখনো-সখনো ।
শেষ যে সিনেমাটা দেখেছি...
হ্যাঁ...তাও প্রায় এক বছরের বেশি হয়ে গেছে ।'
বললাম: ' আমি ওই ফিল্ম ইন্ডাস্ট্রিতেই আছি ।'
উনি উৎসাহিত হয়ে বললেন ' দারুণ ব্যাপার!
তা আপনি কী করেন ?'
বললাম, ' আমি একজন অভিনেতা ।'
প্রত্যুত্তরে বললেন 'দারুণ! '
ব্যস! ওই পর্যন্তই...

প্লেন, ল্যান্ড করার পরে আমি ভদ্রলোকের দিকে করমর্দনের জন্য হাতটা বাড়িয়ে দিয়ে বললাম:
'আমার নাম অমিতাভ বচ্চন'

উনি মাথা নত করে আমার হাতটা ঝাঁকিয়ে দিয়ে বললেন:'আপনার সাথে পরিচিত হয়ে দারুণ লাগল !
আমার নাম জে.আর.ডি. টাটা(Jehangir Ratanji Dadabhoy Tata, chairman of TATA Group)'

চমকে উঠলাম আমি !

ওই দিনের ঘটনা থেকে একটা বিষয় শিখলাম:
"যত বড়োই হই না কেন, আমার থেকেও বড়ো কেউ না কেউ আছে, কিন্ত তাঁর দৃষ্টিটা সর্বদাই মাটির দিকে !"

শিক্ষনীয়: গাছ যতই বড়ো হয়,
ততই মাটির দিকে ঝুঁকে যায়
(সংগৃহীত)

First deserve then desire! 🙂
12/12/2023

First deserve then desire! 🙂

True lines ❤️
09/12/2023

True lines ❤️

16/11/2023

যে ৩ টা ভুলের জন্য সেল আসছে না অনেকদিন থেকে কাজ করার পরও- 😯

10/11/2023

যে ব্যাপারগুলা না জানার জন্য আপনার সেল আসছে না - 😮
রিসেল করতে হলে অবশ্যই দেখবেন

👉 ওয়ারেন বাফেটের একটা কথা আছে, তুমি বলো তোমার হিরো কারা, আমি বইলা দিব তুমি কী হইবা।অর্থাৎ আপনি আমাকে বলেন আপনি কাকে ফেসব...
07/11/2023

👉 ওয়ারেন বাফেটের একটা কথা আছে, তুমি বলো তোমার হিরো কারা, আমি বইলা দিব তুমি কী হইবা।
অর্থাৎ আপনি আমাকে বলেন আপনি কাকে ফেসবুকে বেশি ফলো করেন, কাকে বিশাল কিছু ভাবা শুরু করছেন, আমি বইলা দিব, জীবনে আপনার দৌড় কতটুকু হতে যাচ্ছে। 🤩🤩
➤ সেজন্য বলা হয়, আপনি যদি ক্যারিয়ারে বড় কিছু হইতে চান, আপনাকেও সেই রকম কমিউনিটির সাথে মিশতে হবে। আপনি যদি মনে করেন মাসে ৫-১০ হাজার টাকার ইনকাম করাটাই সাকসেস, তখন অন্য যাকে দেখবেন মাসে ১ লাখ টাকা ইনকাম করছে, সেটা আপনার কাছে মনে হবে জীবনের অসম্ভব একটা কাজ।
➤ আমি এটাও দেখেছি, ৮ মিনিটের ভিডিও বানিয়ে বিজ্ঞাপন বানানোর ব্যক্তিদেরকে বেশি ভক্তি করার কারনে মানুষ নিজের প্রোডাক্ট নিয়ে বিজ্ঞাপন বানাতে গিয়ে ৮ মিনিটের ভিডিও, বনে জঙ্গলে বা টেবিলে বসে বানানো ভিডিওকেই ভিডিও ভাবে, অন্য কোন কনসেপ্ট মাথাতেই আছেনা।
➤ আবার দেখেছি, অনেক নারী হঠাৎ পর্দার মধ্যে আসছে, কিন্তু তার ওড়না ছাড়া হাফ নেংটা নারীদের সাথে মিশাটাই তার নেশা রয়ে গেছে, সে কখনও পরিপূর্ণ পর্দার মজাই পাবেনা। পর্দার শুরু করারও আগের স্টেপ হচ্ছে, পর্দানশীল নারী সমাজকে নিজের প্রিয় জায়গা বানানো, আর হাফ নেংটা নারীদেরকে সম্পূর্ণরূপে পরিত্যাগ করা, তাহলে পর্দা করা কঠিন হবেনা।
➤ একই কথা, সিগারেট খাওয়া ছাড়ার ব্যাপারেও বলতে হয়, একই কথা নামাজী হতে হলেই করতে হবে।
➤ আপনি এমন কমিউনিটিকে ভালোবাসার জায়গা হিসেবে মনে আসন দিয়েছেন, যেখানে উপর মহলের মনে জায়গা করে নিতে তৈল মর্দন, চাটুকারিতা করার কালচার, সেই কমিউনিটিতে থাকলে, আপনি কখনও বড় জায়গাতে যেতে দক্ষতা অর্জনের নেশাই থাকবেনা, চাটুকারিতার মাধ্যমেই বড় হওয়ার স্বপ্নটা দেখবেন।
যাক, ওয়ারেন বাফেট ক্যারিয়ার নিয়ে বলেছেন, তাই ওই কথাতেই থাকি। ক্যারিয়ারেতো সফল হতে চাচ্ছেন, কিন্তু যাই করতে চাচ্ছেন, অন্যদের এত ভালো হচ্ছে না, সব কঠিন মনে হচ্ছে, এটার একটাই ঔষধ, তোমাকে কমিউনিটি পরিবর্তন করতে হবে।

21/10/2022

বেশিরভাগ ছাত্রই টাকা আয়ের জন্য টিউশন ছাড়া আর কোনো সম্মানজনক পেশা দেখতে পায় না, অথচ বাসায় বসেই অনেক ছাত্র মাসে ১৫-২০ হাজার বা তারও বেশী আয় করছে। মূলত সঠিক তথ্য ও দিক-নির্দেশনার অভাবে এই অবস্থা। তাই ভিডিওটা ছাত্রদের পাশাপাশি অনেকেরই টাকা আয়ের একটা সহজ পথের দিকে যেতে সাহায্য করবে ইনশাআল্লাহ।

13/04/2022

কেন আপনার একজন মুসলিম হিসেবে ধর্মীয় বিধিবিধানের ব্যাপারগুলা ছোটদের বা শিশু কিশোরদের মধ্যে ব্যাপকভাবে পৌছানোর জন্য সাংস্কৃতিক অঙ্গন / মাস মিডিয়ার প্রয়োজন??।

ছোট বেলায় যখন আইলো আইলো আইলো রে রঙে ভড়া বৈশাখ বা এসো হে বৈশাখ এসো এসো শুনতাম তখন মনে হতো এ তো আমার বাঙালিপনার প্রাণের উৎসব। একটু আধটু রঙ নিয়ে দৌড়াদৌড়ি এরে ওরে রঙ লাগানো এসব না করলে হবেই না। একটু বড় হয়ে দেখলাম সাদা পাঞ্জাবী লাল কাজ করা এ না হলে বৈশাখ অপূর্ণ!! [এই সব ব্যাপার মনে গেথে দিতে কে কাজ করেছে?? সহজ কথায় মিডিয়া, আপনি পারিপার্শিক পরিবেশ বলেন সেটাও মিডিয়া থেকেই ইম্পোর্ট করা৷]
আবার বড়রা এসবে বাধা দেয় কম যে একদুই দিন একটু আনন্দ করুক এ তো খারাপ কিছু না। আসলেই এতে তো খারাপ কিছু আপাত দৃষ্টিতে নেই!

কিন্তু যখন মূল্যবোধের ব্যাপার আসে, যখন জীবন বিধানের ব্যাপার আসে তখন এই সময়ে এসে আফসোস হয় হায় যদি ওই সময় কেউ সতর্ক করে দিতো?? ওই সময়টাতে যদি বুঝতাম!!
এই আফসোসের জায়গাটা এখনো অসংখ্য কিশোর মনে জায়গা নিচ্ছে হয়ত ওরাও একসময় বুঝবে।
কিন্তু আমার প্রশ্ন হলো এই গ্যাপটা আমরা ফিলাপ করব কীভাবে?? এই গ্যাপটা কেন থেকে যাচ্ছে?? কেন ইসলামী চিন্তাবিদদের একটা ইন্টেলেকচুয়াল গ্রুপ তৈরি হচ্ছে না যারা এইসব কোমলমতিদের নিয়ে কাজ করবে?? যারা সহজ উপায়ে সুন্দর ভাবে পৌছে দেবে দ্বীনের প্রকৃত বার্তা। এই জায়গাটায় কী নজর দেয়ার প্রয়োজন নেই? বা কাজ থাকলেও কতটুকু হচ্ছে তা কি সময়ের দাবি মেটানোর সক্ষমতা অর্জন করেছে??

ভাবনাগুলা একান্তই ব্যাক্তিগত। যদি আমার ভুল হয়ে থাকে, আমার কথায় গ্যাপ থাকে আমাকে কারেকশন করে দিবেন।

16/03/2022

করোনা কি ভাইরাস নাকি আল্লাহর গজব?
Is it wrath of Allah for Muslims?

07/03/2022

#বিপদে ইন্না-লিল্লাহ বলার আসল কারন কি জানেন?What changes come through when we say innalillah?

 #কর্ণাটকের এই বোনের সাহসের একটি ফোঁটা যদি পুরো উম্মাহর মাঝে বন্টন করা হয় তা ইতিহাসের পুনরাবৃত্তি ঘটানোর জন্য যথেষ্ট হবে...
09/02/2022

#কর্ণাটকের এই বোনের সাহসের একটি ফোঁটা যদি পুরো উম্মাহর মাঝে বন্টন করা হয় তা ইতিহাসের পুনরাবৃত্তি ঘটানোর জন্য যথেষ্ট হবে।

11/01/2022

নামাজে বাজে চিন্তা ও মন না বসার কারন জানেন?
আশ্চর্য হবেন!!😲

https://youtu.be/me6Hzko465s

تَنۡهٰی عَنِ الۡفَحۡشَآءِ وَ الۡمُنۡکَرِ ؕ وَ لَذِکۡرُ اللّٰهِ اَکۡبَرُ ؕ وَ اللّٰهُ یَعۡلَمُ مَا تَصۡنَعُوۡنَ ‘(হে রাস...
08/01/2022

تَنۡهٰی عَنِ الۡفَحۡشَآءِ وَ الۡمُنۡکَرِ ؕ وَ لَذِکۡرُ اللّٰهِ اَکۡبَرُ ؕ وَ اللّٰهُ یَعۡلَمُ مَا تَصۡنَعُوۡنَ ‘

(হে রাসুল!) আপনার প্রতি যে কিতাব ওহি (নাজিল) করা হয়েছে; তা থেকে তেলাওয়াত করুন আর নামাজ প্রতিষ্ঠা করুন। নিশ্চয়ই নামাজ অশ্লীল ও মন্দকাজ থেকে বিরত রাখে। আর আল্লাহর স্মরণই তো সর্বশ্রেষ্ঠ। আল্লাহ জানেন যা তোমরা কর।’ (সুরা আনকাবুত : আয়াত ৪৫

উপরের আয়াতটি যদি সত্যি হয় ( নিঃসন্দেহে সত্যি) তাহলে নামায কেন আমাদের অশ্লীল ও মন্দকাজ থেকে দূরে রাখতে পারছে না? আমাদের নামাযে কি সেই শক্তি নাই? নাকি আমরা নামায মনে করে যা পড়ছি সেটা আসলে নামায ই না শুধুই শারীরিক কসরত?.... তাহলে নামায কোনটা? কিভাবে সেই নামায আদায় করতে হয় যা আমাদের সকল অশ্লীল আর মন্দকাজ থেকে দূরে রাখবে?

গুরুত্বপূর্ণ এই বিষয়টি নিয়ে আমাদের পেজ ও ইউটিউব এ ভিডিও আপলোড করা হবে আগামী ১০/০১/২০২২ রাত ৯ঃ০০ টাই।

চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ
Tazkiya Academy

https://www.facebook.com/raihanazadrokon/

আর আমাদের You tube চ্যানেল Quranic Motivation এ

https://youtube.com/channel/UCeMepzlTO--eIdWR4Bh3T9Q

07/01/2022

"আত্ন- সংশোধনের ক্ষেত্রে
যে আলেমের বয়ান শুনে
আপনার গা জ্বালা শুরু করে,
তাকেই অনুসরণ করা উচিৎ"

ধর্মের চেয়ে বিজ্ঞান ভালো লাগার আসল কারণ হলো- অধিকাংশ সময় বিজ্ঞান আমাদের নফসে আম্মারার স্বভাবগত আকর্ষণ রয়েছে এমন বিষয় গুল...
07/01/2022

ধর্মের চেয়ে বিজ্ঞান ভালো লাগার আসল কারণ হলো-

অধিকাংশ সময় বিজ্ঞান আমাদের নফসে আম্মারার স্বভাবগত আকর্ষণ রয়েছে এমন বিষয় গুলোর স্বপক্ষে যুক্তি আর প্রমাণ পেশ করে, আর ধর্ম সবসময় ঠিক এর উল্টোটা করে থাকে। এজন্য বিজ্ঞান আমাদের কাছে এতটা প্রিয়।
এখন ধর্মের বিষয়গুলোকে কেউ যখন বিজ্ঞানের যুক্তি দিয়ে প্রমাণ করতে যায় তখন কিন্তু তথাকথিত বিজ্ঞানীরা বিপাকে পড়ে যায়, তারা তখন বলে এই নিয়ে মতভেদ রয়েছে। আসলে আমরা বিজ্ঞানের সেসকল যুক্তি আর প্রমাণে বিশ্বাস করতে পছন্দ করি যা আমাদের নফসের খারাপ কাজগুলোর পক্ষে দলিল দান করে যাতে বিজ্ঞানের দোহায় দিয়ে অকাম কুকাম করতে পারি। আর এর বিপরীতে যদি বিজ্ঞান কোনো প্রমান দেখায় তখন 'সব মানি কিন্তু তালগাছ আমার'।

Address


Alerts

Be the first to know and let us send you an email when Confusion 2 Clarity posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Confusion 2 Clarity:

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share