পাশে

পাশে অন্যায়ের বিপক্ষে ন্যায়ের পাশে আমরা

"আমি এমনই...স্রোতের বিপরীতে দাড়িয়ে মাথা উঁচু করে বলতে পারি- হ্যা তোমরাই ভুল।"
20/04/2024

"আমি এমনই...স্রোতের বিপরীতে দাড়িয়ে মাথা উঁচু করে বলতে পারি-
হ্যা তোমরাই ভুল।"

আজ সেই কাল রাত’’১৯৭১...২৫ মার্চ অন্ধকার ...ভয়াল কালরাত ...হঠাৎ দেশ জুড়ে নারকীয় পৈচাশিক হত্যাযজ্ঞ ...লাখো বুলেট আর মর্টার...
25/03/2024

আজ সেই কাল রাত
’’১৯৭১...
২৫ মার্চ অন্ধকার ...ভয়াল কালরাত ...
হঠাৎ দেশ জুড়ে নারকীয় পৈচাশিক হত্যাযজ্ঞ ...
লাখো বুলেট আর মর্টার সেলের চূড়ান্ত আঘাত...
একটি জাতিকে হত্যা করার নীল ষড়যন্ত্র ...
লাখো শহীদের রক্তে রঞ্জিত রাজপথ...
অলগলি ...
নদী নালা ...
মায়ের-ভাইয়ের-বোনের আর পিতার করুণ আর্তনাদ ..
এই তো স্বাধীনতার সূচনা ...
স্বাধীনতার লাল সূর্য ..
আমাদের সেই শহীদদের রক্তে রঞ্জিত প্রথম স্বাধীন লাল টকটকে সূর্য ...
আজকের এই কালরাতে সেই নাম জানা অজানা শহীদের জন্য রইলো বিনম্র শ্রদ্ধাঞ্জলি ...
স্বাধীনতা মানেই আপনাদের আত্মত্যাগ ...’’

ছবি পোষ্ট প্রাপ্তি আরিফ রহমান

লক্ষ্য সুস্হির,নিশানা সুনিশ্চিত।মানসিক দৃঢ়তা,অধ্যাবসায় আর কঠোর পরিশ্রম মানুষকে সাফল্যের চরম শিখরে পৌছে দেয়।প্রিয় ভাই এডভ...
07/01/2024

লক্ষ্য সুস্হির,নিশানা সুনিশ্চিত।
মানসিক দৃঢ়তা,অধ্যাবসায় আর কঠোর পরিশ্রম মানুষকে সাফল্যের চরম শিখরে পৌছে দেয়।
প্রিয় ভাই এডভোকেট ওমর ফারুক সুমন এম,পি তুমি শুধু আত্রাই রানী নগরেরই না,, তুমি নওগাঁ জেলা তথা সমগ্র উত্তর বঙ্গে দৃষ্টান্ত সৃষ্টিকারী হবে একদিন এই আমাদের প্রত্যাশা...

#জয়-বাংলা
#জয়-বঙ্গবন্ধু

বন্ধু হও শত্রু হওযেখানে যে কেহ রওক্ষমা কর আজিকার মতপুরাতন বরষের সাথেপুরাতুন অপরাধ যত,,,,,
31/12/2023

বন্ধু হও শত্রু হও
যেখানে যে কেহ রও
ক্ষমা কর আজিকার মত
পুরাতন বরষের সাথে
পুরাতুন অপরাধ যত,,,,,

01/04/2023

Send a message to learn more

15/03/2023

Wedding ceremony program of
& Trina@

presented by- SABIT MULTIMEDIA & PHOTOGRAPHY
videographer- Tutul
Call- 01712397350

Send a message to learn more

04/07/2022
23/06/2022

হাতী মেরে সাথী..

অর্থের প্রতি নারীর লোভ ও সুন্দরের প্রতি পুরুষের অর্থ অপচয়ের নেশা; দুটোই ভয়ংকর!!সৌন্দর্যের বিনিময়ে অর্থ এবং অর্থের বিনিময়...
20/06/2022

অর্থের প্রতি নারীর লোভ ও সুন্দরের প্রতি পুরুষের অর্থ অপচয়ের নেশা; দুটোই ভয়ংকর!!

সৌন্দর্যের বিনিময়ে অর্থ এবং অর্থের বিনিময়ে সৌন্দর্য ভোগের যে চর্চা; দুটোই মূলত বেশ্যাবৃত্তি।

জমজ আম্রপালি
18/06/2022

জমজ আম্রপালি

কারো বেড়ে ওঠায় বাঁধা দিওনা.. ! বরং তাকে সু্যোগ দাও, দেখবে সেও তোমাদের সুন্দর কিছু উপহার দিবে।💝💝
17/06/2022

কারো বেড়ে ওঠায় বাঁধা দিওনা.. ! বরং তাকে সু্যোগ দাও, দেখবে সেও তোমাদের সুন্দর কিছু উপহার দিবে।💝💝

17/06/2022

একজন চাষী বা নদীর মাঝি সাংস্কৃতিকভাবে যতোটা মূল্যবান, সারা সচিবালয় ও মন্ত্রীপরিষদও ততোটা মূল্যবান নয়।

-- হুমায়ুন আজাদ

স্বপ্নের পদ্মা সেতুঅনেককে বলতে শোনা যায় যে পদ্মা সেতু নিয়ে এতো মাতামাতির কি আছে, এমন সেতু কি দুনিয়ায় এর আগে হয় নাই নাকি...
15/06/2022

স্বপ্নের পদ্মা সেতু
অনেককে বলতে শোনা যায় যে পদ্মা সেতু নিয়ে এতো মাতামাতির কি আছে, এমন সেতু কি দুনিয়ায় এর আগে হয় নাই নাকি? তাদের কৌতূহলের জবাব হচ্ছে, হ্যা, পদ্মা সেতুর মত কিছু আসলেই দুনিয়ায় এর আগে তৈরি হয় নাই। তিনটা প্রধান বিশ্বরেকর্ড হয়েছে এই সেতু করতে গিয়ে, যেগুলো হচ্ছেঃ

রেকর্ড নম্বর ১ঃ

৪০ তলা দালানের সমান পাইলিং করতে হয়েছে সেতুর জন্য, যা করতে বানিয়ে আনতে হয়েছে একেবারেই নতুন যন্ত্র। পদ্মার গড় গভীরতা ৪০ মিটার, অর্থাৎ পানির ৪০ মিটার নিচে নদীর তলদেশ। মিটার কিন্তু। ফিট না। চল্লিশ মিটার মানে ১৩১ ফিট প্রায়। সাধারণত প্রতি তলার উচ্চতা হয় দশ ফিট করে। সেই হিসাবে, পদ্মা নদীর তলদেশ থেকে পানির পৃষ্ঠের হাইট হল ১৩ তলা বিল্ডিং এর সমান। তাহলে ব্রিজের কলামগুলো (যেগুলোকে আসলে সিভিল ইঞ্জিনিয়ারিং-এর ভাষায় পিয়ার বলে ) ১৩ তলা বিল্ডিং এর সমান হতে হবে। কিন্তু কলাম যদি মাটিতে গাঁথা না থাকে, পদ্মার যে স্রোত, কলাম তো ভেসে চলে যাবে। কি মনে হয়, ১৩ তলার সমান লম্বা কলাম ভেসে যাবে না? যাবে ভাই। এটা পদ্মা।

তো কলাম মাটিতে গেঁথে দিতে হবে। কতটুকু গাঁথবেন? পদ্মার তলদেশের মাটি হল বালি টাইপের, নরম কাদা টাইপ। পাথরের মত শক্ত না। বেডরক প্রায় ৮ কিমি নিচে বলে ধারনা করা হয়। ৮ কিমি হল মাউন্ট এভারেস্টের উচ্চতা! তো বেডরক পর্যন্ত যাওয়ার স্বপ্ন না দেখাই ভাল। অনেক দেশেই বেডরক অনেক অল্প নিচেই পাওয়া যায়। তাদের দেশে যে কোন সেতু বা স্ট্রাকচার বানানো অনেক কম খরচের ব্যাপার কারণ তাদের ফাউন্ডেশন বানানো অনেক সহজ, বেশি গভীরে যেতে হয় না বলে খরচও কম। কিন্তু আমাদের এদিক দিয়ে কপাল খারাপ।
.
যাইহোক, তাহলে পদ্মা নদীর ব্রিজের পাইল কতটুকু দিতে হবে?

বর্ষাকালে যখন অতিরিক্ত স্রোত থাকে, এই পদ্মার তলদেশের বালির মতন মাটি, ধুয়ে চলে যায়। এটাকে scour হওয়া বলে। পদ্মা নদীর scour হওয়ার সর্বোচ্চ রেকর্ড হল ৬৫ মিটার (প্রায়)(বা ৬১ মিটার)। মানে কোন কোন মৌসুমে স্রোতের তীব্রতায় নদীর নিচ থেকে ৬৫ মিটার উঁচু মাটি ধুয়ে চলে যায়। মানে ২১৩ ফিট। মানে ২১ তলা বিল্ডিং এর সমান হাইটের মাটি ধুয়ে চলে যায়। পদ্মার এই প্রায় ২১ তলার সমান মাটি ধুয়ে চলে যাবার রেকর্ড বা এত বেশি পরিমাণ সেডিমেন্ট (মাটির কণা) ট্রান্সপোর্ট করার রেকর্ড অন্য কোন নদীর নেই। এ অবস্থায় পানির নিচে মাটি পেতে হলে আপনাকে নিচে নামতে হবে কমপক্ষে ১৩+২১=৩৪ তলা!

তাহলে আপনাকে ব্রিজের যে কলামগুলো দিতে হবে, সেগুলোকে ৪০+৬৫=১০৫ মিটারের বেশি লম্বা হতে হবে! মানে ৩৪ তলা বিল্ডিং এর চেয়ে লম্বা কলাম!
এখন, নদীর কোন জায়গায় scour বেশি হয়, কোথাও কম হয়। আপনি ঠিক সিওর না, কোথায় কতটুকু scour হয়ে আপনার সাধের পদ্মা ব্রিজের কলাম বের হয়ে যাবে (exposed হবে), মাটিতে গেঁথে থাকবে না, ফলাফল হিসেবে আপনার এত সাধের লম্বা কলামটা ভেসে যাবে! এতো কষ্ট করে বানানো পদ্মা সেতু কলাপস করবে।
এজন্য মোটামুটি এভারেজ ১২০ থেকে ১২৮ মিটার পাইল দেয়া হয়েছে। ১২০ মিটার মানে প্রায় একটা ৪০ তলা বিল্ডিং! এই ৪০-৪২ তলা বিল্ডিং এর সমান লম্বা পাইল, বসানো হয়েছে। যেটা সেতু নির্মাণের ক্ষেত্রে রীতিমত অবিশ্বাস্য।

রেকর্ড নম্বর ২ঃ

পিলার এবং স্প্যানের মাঝে যে বেয়ারিং থাকে, যেটা মূলত ভারসাম্য রক্ষায় খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, পদ্মায় সেই বেয়ারিং-এর সহনক্ষমতা সর্বোচ্চ। ১০ হাজার ৫০০ টন সহনশীল বেয়ারিং বসানো হয়েছে, যা এই প্রথম। সানফ্রানসিস্কোর গোল্ডেন গেট ব্রিজের জন্য ৬ হাজার থেকে ৭ হাজার টন সহনশীল বেয়ারিং ব্যবহার করা হয়েছিল। পদ্মায় ১০ হাজার ৫০০ মেট্রিক টন ওজনের একেকটি বেয়ারিং ব্যবহৃত হয়েছে। পৃথিবীতে এর আগে এমন বড় বেয়ারিং ব্যবহার করা হয়নি কোনো সেতুতে।

পদ্মা সেতুর নদীর অংশ ৬ দশমিক ১৫ কিলোমিটার। এই অংশগুলোকে ৪০টি ভাগে ভাগ করা হয়েছে। প্রতি ভাগের দৈর্ঘ্য ১৫০ মিটার। মানে, বলা যায় বাটা সিগনাল থেকে কাঁটাবন মোড় পর্যন্ত, দুইটা স্প্যানের দৈর্ঘ্য। ৪১টি পিলারকে ৪০টি স্প্যান দিয়ে জোড়া দিয়েই পদ্মা সেতু। স্প্যানগুলো হচ্ছে ভারী স্টিলের কাঠামো, যা দ্বিতলবিশিষ্ট। এর ভেতর দিয়ে যাবে ট্রেন। আর ওপরে কংক্রিটের স্ল্যাব জোড়া দিয়ে করা হয়েছে যানবাহন চলাচলের পথ। দুটি পিলারের মধ্যে একটি স্প্যান বসানো হয়েছে। এই নদীর অংশের বাইরে দুই পাড়ে ডাঙাতেও সেতুর অংশ থাকবে। এটাকে বলা হয় ভায়াডাক্ট। এর দৈর্ঘ্যও প্রায় ৪ কিলোমিটার। এটাতে আর স্টিলের স্প্যান বসবে না। এই অংশে যানবাহন চলার পথ হবে সাধারণ উড়ালসড়কের মতো। আর রেলের অংশ হবে সাধারণ রেলসেতুর মতো। নদী ও ডাঙার অংশ মিলিয়ে প্রায় ৯ কিলোমিটার অংশকে বলা হচ্ছে মূল সেতু। মূল সেতুতে পিলার হবে ১১৮টি। এর মধ্যে নদীতে হবে ৪২টি, ডাঙায় ৭৬টি।

রেকর্ড নম্বর ৩ঃ

প্রমত্তা পদ্মার ভাঙ্গন থেকে সেতুকে রক্ষা করতে এবং নদী শাসনে এখানে দুই দিকে ১২ কিলোমিটার নদী শাসনের যে কাজটি আছে, সেটি সিঙ্গেল কন্ট্রাক্টে বিশ্বে সর্বোচ্চ। একচুয়ালি সব মিলিয়ে ১৪ কিলোমিটার (১.৬ মাওয়া+১২.৪ জাজিরা) এলাকা নদী শাসনের আওতায় আনা হয়েছে। এই নদী শাসনে খরচ হয়েছে ৯ হাজার ৪০০ কোটি টাকারও বেশি। এই নদী শাসন কার্যক্রমে নদীর তলদেশ খনন, ব্লক ও জিও ব্যাগ ফেলা ও পাড় বাঁধাইয়ের কাজ রয়েছে। এই কাজে ১ কোটি ৩৩ লাখ কংক্রিটের ব্লক ও ২ কোটির বেশি বালুভর্তি জিও ব্যাগ ব্যবহার হয়েছে। নদীশাসন ব্যাপারটি খুবই দুরূহ। কারণ নদীতে স্কাওয়ার (মাটি ধুয়ে যাওয়া) এত গভীরে যেতে পারে যে হয়তো ওপরের দিকে কিছু প্রটেকশন দেয়া হল। দেখা গেল নিচ থেকে মাটি ধুয়ে চলে গেছে। তখন উপর থেকে পাড় ভেঙে পড়ে যাবে। কারণ নিচে কোন সাপোর্ট নেই, সাপোর্টের মাটি ধুয়ে চলে গেছে পুরোটাই। এজন্য অনেক নিচে থেকে পাথর, কংক্রিট ব্লক আর কিছুটা নতুন প্রযুক্তির জিও টেক্সটাইল ব্যাগ ব্যবহার করা হয়েছে। তবে পদ্মার মত একটা রাক্ষুসী নদী যে কিনা ৬৫ মিটার scour করে ফেলে, তাকে কতটা শাসন করা যায় এ ব্যাপারে আশংকা রয়েই যায়, সুতরাং এই নদী শাসনের কাজটা চালিয়ে যেতে হবে বছরের পর বছর।

রেকর্ড নম্বর ৪ঃ

প্রতি সেকেন্ডে দেড় লাখ কিউবিক মিটার পানি প্রবাহিত হবে। এ ধরনের পানিপ্রবাহ একমাত্র আমাজান নদীতে দেখা যায়। ওই নদীর ওপরে কোনো সেতু নেই। এ ধরনের শক্তিশালী নদীর ওপরে পদ্মা–ই হচ্ছে পৃথিবীর প্রথম সেতু।

রেকর্ড নম্বর ৫ঃ

পদ্মা সেতু প্রকল্পের ২৯৮টি পাইল ড্রাইভ করার জন্য মোট ৩টি উচ্চ ক্ষমতাসম্পন্ন হাইড্রোলিক হ্যামার (আইএইচসি ৩০০) হ্যামার আনা হয় জার্মানি থেকে। যাদের ক্ষমতা ছিল ১৯০০ কিলোজুল, ২৪০০ কিলোজুল, ৩৫০০ কিলোজুল। এরমধ্যে ৩৫০০ কিলোজুল হ্যামারটি ছিল বিশ্বের অন্যতম শক্তিশালী হ্যামার।

সুতরাং পৃথিবীর সেতু এবং স্ট্রাকচারাল ডিজাইনের ফিল্ডে পদ্মা সড়ক ও রেল সেতু প্রথমবারের মত তৈরি হওয়া এক ইতিহাস, গর্ব আর আভিজাত্যে আন্তর্জাতিক পরিমণ্ডলে একটা জাতির পরিচয় নতুন করে চেনানো মহীরূহ!

তথ্য সূত্রঃ রাতিন রহমান

13/06/2022
দিয়েছিলে সম্ভাবনা, দিয়েছিলে প্রথম প্রকাশ,উড়বার স্বপ্ন শুধু দিয়েছিলে, দাও নাই ডানা।সমস্ত জীবনটারে তুলে এনে দিয়েছিলে হাতে,...
11/06/2022

দিয়েছিলে সম্ভাবনা, দিয়েছিলে প্রথম প্রকাশ,
উড়বার স্বপ্ন শুধু দিয়েছিলে, দাও নাই ডানা।
সমস্ত জীবনটারে তুলে এনে দিয়েছিলে হাতে,
দাও নাই অতি তুচ্ছ নিভৃতের একান্ত ঠিকানা।

-রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ্

11/06/2022
সাপাহারের আম্রপালী..
11/06/2022

সাপাহারের আম্রপালী..

11/06/2022

মানুষ ঘুমালে
তার আত্মা
কী করে?

আব্দুল্লাহ ইবনে আমর (রাঃ) থেকে বর্ণিত,
তিনি বলেন, মানুষ ঘুমালে
তার আত্মা আকাশে চলে যায়
এবং তাকে আল্লাহর আরশের কাছে
সিজদা করার নির্দেশ দেয়া হয়।
যে ব্যক্তি পবিত্র অবস্থায় ঘুমায়
তার আত্মা আল্লাহর আরশের
কাছেই সিজদা দেয় এবং
যে ব্যক্তি অপবিত্র ছিল
তার আত্মা আরশ থেকে দূরে সিজদা দেয়।
(বায়হাকী, ইমাম বুখারী
এ হাদীসটি তাঁর আত্-তারীখুল কাবীর’
গ্রন্থে বর্ণনা করেছেন)।

মহানবী (সাঃ) বলেছেন,
যে ব্যক্তি পবিত্র অবস্থায় ঘুমায়
তার মাথার কাছে একজন
ফেরেশতা রাত্রিযাপন করে
এবং ঐ ব্যক্তি জাগ্রত হওয়ার
পূর্ব পর্যন্ত দোয়া করতে থাকে,
“হে আল্লাহ! তুমি তোমার এই বান্দাকে
ক্ষমা করে দাও কেননা সে পবিত্র
অবস্থায় রাতযাপন করছে।
(তাবরানী ও বায়হাকী)

অতএব আসুন আমরা পবিত্র অবস্থায়
ঘুমাই যাতে আমাদের আত্মা
আল্লাহর আরশের কাছেই
সিজদা দিতে পারে এবং ফেরেশতা
আমাদের ক্ষমা চেয়ে
আল্লাহর কাছে প্রার্থনা করে।

10/06/2022

টাকাই ধর্ম, টাকাই কর্ম, টাকাই সর্ব দেবতা।
জগতে ইহা এখন একটি বড় সত্য।
"ধূমপানে বিষপান"
"ধূমপান মত্যুর কারন"
"ধূমপানের কারনে ক্যানসার হয়"

পৃথিবীতে সিগারেটই একমাত্র অনুমোদনকৃত বিষ, যা প্রকাশ্যে পান করাতে কোন বাধা নেই।
কারন একটাই, রাজস্ব।
""""""""""""""""

"আমি" শব্দটা ছোট্ট হলেও শত কোটি মানুষের নিজস্ব শব্দ ওটা।
প্রতিটা মানুষই নিজেকে আলাদা ভাবে।
আমি শব্দটার কোন বিকল্প নাই।
পৃথিবী থেকে আমি হারিয়ে গেলে তোমার জন্য হয়তো আমার বিকল্প আছে, তবে আমার জন্য আমার কোন বিকল্প কখনই হবে না।
"""""""""""""""""""

পৃথিবীতে একটাই মাত্র উপন্যাস আছে যার শুরু আছে কিন্তু শেষ নেই।
নাম তার "ভালোবাসা"।
""""""""""""""""

"প্রেম" ঠিক একটা গাড়ির মত। না জেনে চালানোর চেষ্টা মানে দূর্ঘটনা শতভাগ।
আবার নির্ভুল ভাবে চালানোর জন্য অভিজ্ঞতার প্রয়োজন বিস্তর।
কিন্তু কোন অভিজ্ঞতাই কাজে আসেনা যদি গাড়িতে তেল ভরার সামর্থ না থাকে।
"""""""""""""""""

আমি মরে গেলে অনেক বছর পর আমার সাথে কাটানো কিছু সময়ের কথা বা আমার বলা কিছু কথা হয়তো মনে পড়বে তোমার,
কিন্তু আমার চেহারাটা নিঁখুত ভাবে মনে করতে পারবে না কখনই।
এটা কিন্তু বিধাতার আর্শিবাদ।
"""""""""""""""""

আমার পৃথিবীতে বেঁচে থাকাটা নির্ভর করে আমাকে মনে রাখা শেষ মানুষটার বেঁচে থাকার সময়টার উপর।
""""""""""""""

মানুষ যদি নিজের বিচার নিজেই করতে পারতো তাহলে আদালতের জন্ম হত না।
তবে আদালতেও অধিকাংশ বিচার অবিচার হয় শুধু মাত্র মিথ্যে স্বাক্ষীর জন্য।
অথচ দায়ভার বইতে হয় বিচারককে।
""""""""""""""

একজন মানুষের জন্য শত ভাগ সুখ চরম অভিশাপ ছাড়া আর কিছুই না।
এমন মানুষেরা বেঁচে থাকার জন্য কোন কারন খুঁজে পায় না।
"""""""""""""""""

"তোমার জন্য" কথাটা দিয়ে হয়তো অনেক কিছুই জয় করা যায়।
আসলে মিথ্যে এই কথাটার জন্ম জয় করার জন্যই।
এটার প্রমান মেলে জয় করতে না পারলে।
জয় করতে না পারলে তুমি একটা ফালতু।
"""""""""""""""

প্রেম ভালোবাসা বলে আসলে কিছু নাই।
সবই নিজেকে ভালো রাখার প্রচেষ্টা মাত্র।
তোমাকে ভালোবাসার একমাত্র কারন, তোমাকে ছাড়া আমি ভালো থাকতে পারিনা।
"""""'""'""

প্রিয় মানুষটি যদি তোমাকে ছেড়ে চলে যায় তবে তার কোন দোষ ছিল না।
তাকে ভালো রাখতে পারনি এটা তোমার ব্যর্থতা।
""""""""""""""""

সব কিছুর মূল্য উর্দ্ধ গতি হলেও মানুষের মূল্য নিন্ম গতি। অথচ মূল্য নিয়ন্ত্রন কিন্তু মানুষের হাতে।
""""""""""""""""""""
কোন একজনকে ভুলতে চাই, ভুলে থাকতে আমার কি করা উচিৎ?
আসলে প্রশ্নটি "তাকে" ভুলে থাকার পরামর্শের জন্য করা হয় না কখনো।
প্রশ্ন করার অর্থ হল, " ভালোবাসি তাকে এখনও"।
"""""""""""""""""""""
তোমাকে ব্লক করলে তুমি কি বেশী কষ্ট পাবে?
প্রশ্নটির মাঝে ছিল অবহেলার অভিমান।
""""""""""""""""""""""""
স্বার্থপর মানে হল নিজের সুখ বড় করে দেখা।
নিঃস্বার্থ মানে হল অন্যের সুখের মাঝে নিজের সুখটা খুঁজে নেয়া।
দুটোর মাঝেই নিজের জন্য সুখ খোঁজা হলেও পার্থক্য কিন্তু আকাশ আর মাটি।
""""""""""""""""""""""
যদি নিয়তি মেনে নেই তাহলে তুমি আমার নও,
যদি আপ্রান চেষ্টা করি তবে তুমি আমার,
আসলে আপ্রান চেষ্টার পরই নিয়তি দেখা যায়।
"""""""""""""""""""""
আজ থাক, আগামীকাল চেষ্টা করবো,,
আগামীকালটা আসবে না কখনই,
আগামীকালটাও আজ হয়ে যাবে।
""""""""""""""""""""""
মানুষ মাত্রই ভুল হতেই পারে, তবে ভুলটা একবারের জন্য।
একই ভুল দুবার মানে,
গাধা অথবা অমানুষ।
""""""""""""""""""""""""
প্রথম ভুল ক্ষমা করা মহৎ কাজ।
একই ভুল দ্বিতীয়বার ক্ষমা করা মহামানবের কাজ,
তৃতীয়বার ক্ষমা করা চরম বোকামী এবং অন্যায়কে প্রশ্রয় দেয়া।
""""""""""""""""""""""""
খুন, ধর্ষনের ছবি সচিত্র পত্রিকায় প্রকাশের কারনেই খুন,ধর্ষন বেড়েই চলছে।
কারন,
পত্রিকায় খুন,ধর্ষনের ঘটনা রসালো ভাবে প্রকাশ করা হলেও খুন,ধর্ষন করার শাস্তি হিসেবে মৃত্যুদন্ডটা সচিত্র প্রকাশিত হয় না কখনই।
""""""""""""""""""""""""
আমরা ধর্ম মানি মনে প্রানে, কিন্তু মনে প্রানে বিশ্বাস করি না।
প্রমান?
মুখে বলি রিজিকের মালিক সৃষ্টিকর্তা অথচ খাবার যদি নিম্ন মানের হয় গুষ্ঠি উদ্ধার করি পাঁচকের অথবা সরবরাহকারীর।
ভুলে যাই নিম্ন মানের খাবারটা রিজিকে বরাদ্ধ ছিল।
""""""""""""""""""""""""""
জন্মের পর থেকে জ্ঞান হবার পূর্ব পর্যন্ত সকল মানুষই নিস্পাপ।
পাপ করার জন্য জ্ঞানী হওয়া আবশ্যক।
"""""""""""""
একই কাজ না জেনে করলে ভুল,
আর জেনে করলে পাপ।
পাগলদের জন্য ভুল হলেও সুস্থ মানুষের জন্য অবশ্যই পাপ।

05/06/2022

Address


Telephone

+8801712397350

Website

Alerts

Be the first to know and let us send you an email when পাশে posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share