15/10/2022
গনমাধ্যম কর্মী হিসাবে পরিচিত হওয়ার পূর্ব শর্তঃ-
"সংবাদ লেখার কৌশল"
--------------------------------
সাংবাদিকতা (Journalism) এই সময়ের সবচেয়ে জনপ্রিয় মহান পেশা। অনেকেই এই পেশার প্রতি আগ্রহী হচ্ছে। বাংলাদেশে এখন মিডিয়ার সংখ্যা বেড়ে যাওয়ায় এই পেশার প্রচুর লোকও দরকার। গণমাধ্যমে দেশ বিদেশের ঘটে যাওয়া ঘটনা কিংবা অন্য যে কোন তথ্য মানুষের জন্য বিশেষ পদ্ধতিতে উপস্থাপন করাই সাংবাদিকতা। একজন সাংবাদিক গণমাধ্যমে যা তুলে ধরেন সেটাই সংবাদ (News)। সাংবাদিকতা করার জন্য আপনাকে আগে জানতে হবে সংবাদ লেখার বা উপস্থাপনের কৌশল।
সংবাদ কী (What is News)
-----------------------------------------
প্রতিদিনের ঘটে যাওয়া ঘটনাগুলো মানুষকে জানানোর জন্য গণমাধ্যমে প্রকাশের নামই সংবাদ। যা মানুষকে দেশ-বিদেশের ঘটনাগুলো সম্পর্কে স্পষ্ট ধারণা প্রদান করে।
মূলত সংবাদ বলতে বোঝায়-
যা কিছু নতুন যা মানুষ জানতে চায়
অর্থগত দিক : NEWS শব্দটি North, East, West, South এই শব্দগুলোর সংক্ষিপ্ত রূপ। অর্থাৎ চারদিকের খবর।
নিউজজের নতুন রূপঃ-
NEW’s শব্দটি ইংরেজীতে New something শব্দের বহুবচন অর্থাৎ নতুন কিছু।
সংবাদের বিষয়ঃ
------------------------
তাৎক্ষণিক, ঘটনা-দুর্ঘটনা, দ্বন্দ্ব-সংঘাত, অপরাধ, অর্থ, যৌনতা, খ্যাতি, নৈকট্য (ভৌগলিক ও মনস্তাত্বিক), আকার, তাৎপর্য, উন্নয়ন-অগ্রগতি, রহস্য, মানবিক আবেদন, আবিষ্কার, উদ্বেগ-উৎকণ্ঠা।
একটি সংবাদপত্রে ৫টি জিনিস থাকে : খবর, ছবি, মতামত, বিজ্ঞাপন ও বিনোদন।
সংবাদের প্রকারভেদঃ
* নিউজ (* হার্ড নিউজ *সফট নিউজ, * স্কুপ নিউজ * এক্সক্লুসিভ নিউজ)
* স্থানীয় সংবাদ * জাতীয় সংবাদ * আন্তর্জাতিক সংবাদ
সংবাদের বৈশিষ্ট :
(যথার্থতা) Accuracy
(ভারসাম্য) Balance – সব পক্ষের ভাষ্য থাকবে
(সংক্ষিপ্ত, বাহুল্যবর্জিত) Brevity
(স্বচ্ছতা) Clarity
(বিশ্বাসযোগ্যতা) Credibility
(নির্যাস) Condense
*বহুধাপ তথ্য যাচাই
*পক্ষপাতহীন
*পূর্ণাঙ্গতা
*সামাজিক দায়বদ্ধতা
*সম্পাদকীয় নীতির আলোকে
*তথ্যের যথাযথ বরাত
সংবাদের ABC বলা হয় এগুলোকো।
সংবাদ কাঠামো :
সংবাদের প্রধানত তিনটি অংশ: শিরোনাম, ইন্ট্রো, বর্ণনা।
" 5W"
1H :Who-কে,What-কী,When-কখন,Why-কেন,
Were-কথায় and How-কিভাবে। বাংলায় যাকে বলে
সড় ‘ক’।
5W 1H সংবাদ কাঠামোর একটি মৌলিক উপাদান। অর্থাৎ সংবাদের মধ্যে অবশ্যই কে, কী, কখন, কেন, কোথায় এবং কিভাবে- এই প্রশ্নগুলোর উত্তর থাকতে হবে।
যেসব বিষয় খেয়াল রাখতে হবেঃ
*সহজ-সরল ভাষা ক্স বানান ও ভাষারীতি, বাক্যগঠন, নামের বানান, পদবি সঠিক হওয়া।
*ব্যাকরণগত ক্রুটি না থাকা।
*শব্দ চয়নে সাবধানতা
*নিহতের সংখ্যা, আহতের সংখ্যা, ক্ষয়-ক্ষতির পরিমান নির্ভুল হওয়া। অনুমান করে লেখা যাবে না।
*রিপোর্টারের মতামত, বক্তব্য না থাকে। বিজ্ঞাপন ধর্মী না হওয়া।
*অনুমান করে কিছু লেখা যাবে না। ঘটনা ঘটার আগেই লেখা যাবে না।
*বর্ণবাদী, জাতিগতবিভেদ, ধর্মীয় বিতর্কীত বিষয় এরিয়ে চলা।
*টেলিফোনে তথ্য সংগ্রহের ক্ষেত্রে আগে কুশল জানা, তার কথা বলার সময় আছে কিনা জিজ্ঞাসা করা।
*অপমান সূচক কথা না থাকা।
*উস্কানি দেয়া যাবে না।
*উক্তি ব্যবহারের সাবধানতা।
*সাংবাদিকতার নীতিগুলো মেনে চলা।
Journalist শব্দটি এসেছে Journal শব্দ থেকে। Jour অর্থ দিন। তাই Journal বলতে বোঝায় দৈনন্দিন ঘটনাবলীর সুবিন্যাস্ত মুদ্রিত উপস্থাপনা।
সাংবাদিকের যোগ্যতাঃ-
*শিক্ষা
*সংবাদ অনুধাবনের ক্ষমতা
*আগ্রহ-কৌতুহল-উদ্যম
*উদ্ভাবনী-অনুসন্ধানী-সৃজনশীল মানসিকতা
*প্রচলিত আইন সম্পর্কে ধারণা
*যুগোপযোগী জ্ঞান(তথ্য-প্রযুক্তি ও অন্যান্য)
*রচনারীতি ও ভাষার ওপর দখল
*গণমুখী
*গণমাধ্যমের পলিসি সম্পর্কে ধারণা
*পরিস্থিতিগত পরিমিত বোধ (আবেগ নিয়ন্ত্রণ)
*সময়জ্ঞান
*পেশাদারিত্ব ও পেশার প্রতি নিবেদন।
"সংবাদের উৎস"
-----------------------
*সরাসরি অনুসন্ধান
*সোর্স
*প্রেসবিজ্ঞপ্তি
*সংবাদ সম্মেলন
*ঘটনা-দুর্ঘটনা
সোর্সের সাথে সম্পর্কঃ
*সঠিক সোর্স সম্পর্কে জানা
*নিজেকে তুলে ধরা
*আস্থার সম্পর্ক
*সোর্সকে বিপদে না ফেলা
*উত্তম শ্রোতা হওয়া
*বিকল্প সোর্সের ব্যবস্থা রাখা।
*কোন সংবাদে কার বক্তব্য থাকবে সেটি সম্পর্কে ধারণা রাখা।
রিপোর্ট কেন ছাপা হয় না?
*লেখা ভালো না হলে।
*তথ্যে গড়মিল থাকলে।
*রিপোর্ট অসম্পূর্ণ হলে।
*যথাযথ কর্তৃপক্ষের বক্তব্য না থাকলে।
*নির্দিষ্ট সময়ে পাঠাতে না পারলে
ভালো লেখার শর্ত
------------------------- "পড়া"
পাঠক নয়, সাংবাদিক হিসেবে পড়া। সংবাদপত্র পড়ার সময় লেখার স্টাইল খেয়াল করা।
নিয়মিত লেখার অভ্যাস করা। প্রতিদিন অন্তত কিছু লেখা। (স্যোশাল মিডিয়া, লিটলম্যাগ, ব্লগ)
"ধন্যবাদ"