গল্প-Golpo

  • Home
  • গল্প-Golpo

গল্প-Golpo It is the official page of Al Jazeera Bangla.On this page we will share exclusive news contents

তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি
22/01/2024

তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীকে নেকাব না খোলায় ভাইবা পরীক্ষার অনুমতি না দেওয়া দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের সাথে স্পষ্ট ধৃষ্টতা : ইসলামী ছাত্র মজলিস

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি বিলাল আহমদ চৌধুরী এবং সেক্রেটারি জেনারেল মুহাম্মদ রায়হান আলী এক যৌথ বিবৃতিতে বলেন, এ দেশ হচ্ছে শতকরা ৯২ শতাংশ মুসলমানদের দেশ। এদেশের মুসলমানের জীবনাচরণ শুধুমাত্র ধর্মীয় বিধান নয় বরং সংস্কৃতির-ও অবিচ্ছেদ্য অংশ। সুতরাং ইসলামী কোন নিয়ম কিংবা বিধান -কে অবমাননা করা স্পষ্টত এদেশের সংস্কৃতিতে অবমাননা করার নামান্তর। নেতৃদ্বয় বলেন, এরকমই ইসলাম ও সংস্কৃতিকে আঘাত করার মতো হীন কাজ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের ভাইবা বোর্ড।

উল্লেখ্য, গত মাসের ১৩ তারিখ ইবি'র হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের ১ম বর্ষের শিক্ষার্থীদের সেমিস্টার ফাইনাল ভাইবা পরীক্ষা অনুষ্ঠিত হয়। সেখানে একজন শিক্ষার্থী ধর্মীয় আবশ্যকীয় বিধান পালনের অংশ হিসেবে নেকাব খুলে ভাইবা দিতে অসম্মতি জানানোর কারণে ভাইবা বোর্ড তার পরীক্ষা নেয়নি। ভাইবা না নেওয়ার কারণ হিসেবে বোর্ড সঠিক শিক্ষার্থী চিহ্নিত করা দুরূহ বলে উল্লেখ করে, উপরন্তু শিক্ষার্থী নারী শিক্ষক দ্বারা প্রয়োজনবোধে তাকে চিহ্নিত করার অনুরোধ জানায়; কিন্তু ভাইবা বোর্ড তা অগ্রাহ্য করে।

নেতৃদ্বয় বলেন, প্রযুক্তির এই সময়ে চেহারা দেখে শিক্ষার্থী চিহ্নিত করা যুগের বিবেচনায় পশ্চাৎপদ নীতি। তাছাড়া ভাইবা বোর্ডের সদিচ্ছা থাকলে শিক্ষার্থী-কে নারী শিক্ষকদের দ্বারা চিহ্নিত করে নিশ্চিত হওয়া যেতো। কিন্তু এক্ষেত্রে ভাইবা বোর্ড ভাইবা নেওয়ার চেয়ে ইসলাম ধর্মের নীতিকে পর্যুদস্ত করার প্রতি-ই বেশি মনযোগী ছিল। যার জন্য তারা ইচ্ছে করে-ই নেকাব না খোলায় ভাইবা নেয়নি ঐ শিক্ষার্থীর।

নেতৃদ্বয় আরও বলেন, বাংলাদেশ সংবিধানের ৪১ নং অনুচ্ছেদে ধর্মীয় স্বাধীনতা দেওয়া হয়েছে। এভাবে নেকাবের অজুহাতে ভাইবা না নেওয়া স্পষ্ট-ই সাংবিধানিকভাবে ধর্মচর্চা বিরোধী এবং ব্যক্তি স্বাধীনতা পরিপন্থী। এই অসাংবিধানিক কাজের জন্য অবশ্যই ঐ ভাইবা বোর্ডকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে হবে এবং ভাইবা দিতে না পারা শিক্ষার্থীর ফলাফল পুনর্বিবেচনা করতে হবে।

সংযুক্তি: সেদিন ভাইবা বোর্ডে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. কাজী আখতার হোসেন, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি ড. শিমুল রায়, পরীক্ষা কমিটির সভাপতি উম্মে সালমা এবং বিভাগের শিক্ষক শহিদুল ইসলাম।

বার্তা প্রেরক
জাকারিয়া হোসাইন জাকির
কেন্দ্রীয় প্রচার সম্পাদক

12/01/2024

নির্বাচন ভুয়া,হাসিনা ভুয়া, আওয়ামী লীগ ভুয়া শ্লোগানে ঢাকার রাজপথ কাপালো খেলাফত মজলিসের নেতা কর্মীরা।
ফলো Voice of Democracy

রাষ্ট্র যে জনগণের ট্যাক্সের টাকার ওপর নির্ভরশীল এটা বর্তমান সরকার ভুলে গিয়েছে। তারা দেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়ে...
21/12/2023

রাষ্ট্র যে জনগণের ট্যাক্সের টাকার ওপর নির্ভরশীল এটা বর্তমান সরকার ভুলে গিয়েছে। তারা দেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এখন জনগণ যদি ট্যাক্স বন্ধ করে দেয় সরকার কী করবে?

বিএনপিসহ বিরোধী দলগুলোর লাখ লাখ নেতাকর্মী মিথ্যা ও গায়েবি মামলার শিকার। তারা যদি এখন আদালতে যাওয়া বন্ধ করে দেন তাহলে পুলিশ কতজনকে ধরে আনবে?

পুলিশের সেই ফোর্স কি আছে?
নেই। তাই আমি মনে করি, দেশের পরিস্থিতি খুব অস্বাভাবিক। তাই সরকারের হাতে এখনো সময় আছে দেশের স্বার্থে পদত্যাগ করে সুষ্ঠু নির্বাচনের রাস্তা করে দেয়ার। তা না হলে রাষ্ট্রে যেই পরিস্থিতির সৃষ্টি হবে তার দায় রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকেই বহন করতে হবে।"

- প্রফেসর দিলারা চৌধুরী

সরকারী কর্মীদের জন্য মুখ্যমন্ত্রীর সুখবর।আরো ৪ শতাংশ DA দেওয়া হবে সরকারী কর্মীদের। জানুয়ারি থেকে কার্যকর হবে- জানালেন ...
21/12/2023

সরকারী কর্মীদের জন্য মুখ্যমন্ত্রীর সুখবর।
আরো ৪ শতাংশ DA দেওয়া হবে সরকারী কর্মীদের। জানুয়ারি থেকে কার্যকর হবে- জানালেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।

সরকার প্রবৃদ্ধির যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করে, তা ভুল বলে মনে করেন সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, কীভাবে প্রবৃদ্ধি হঠাৎ ৭...
21/12/2023

সরকার প্রবৃদ্ধির যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করে, তা ভুল বলে মনে করেন সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, কীভাবে প্রবৃদ্ধি হঠাৎ ৭ শতাংশ হয়ে যায়? প্রবৃদ্ধিই সব নয়। আয় ও সম্পদের বৈষম্য তো বাড়ছে। সরকারি তথ্য-উপাত্ত খুবই বিভ্রান্তিকর। রপ্তানি নিয়ে সরকারের একেক সংস্থা একেক তথ্য দিচ্ছে।

08/12/2023

দলনিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন সহ বিভিন্ন দাবিতে আজ শুক্রবার বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে খেলাফত মজলিস, ঢাকা মহানগরী।

27/11/2023

খেলাফত মজলিস কাতার শাখার ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত •••••••••••••••••••••

26/11/2023

ইন্দোনেশিয়ায় গাজ্জার সমর্থনে হাজার হাজার মুসলমানদের বি"-ক্ষো"-ভ ও প্রার্থনা।

খেলাফত মজলিস কাতার শাখার উদ্যোগে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। •••••••••••••••••••••••• গত ২৩-১১-২০২৩ ইংরেজী কাতা...
25/11/2023

খেলাফত মজলিস কাতার শাখার উদ্যোগে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। ••••••••••••••••••••••••

গত ২৩-১১-২০২৩ ইংরেজী কাতারের রাজধানী
দোহাস্থ ঘরোয়া রেষ্টুরেন্টের হলরোমে খেলাফত মজলিস কাতার শাখার সভাপতি হাফেজ মাওলানা আব্দুল হাছিব চৌধুরীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা তাজ উদ্দীন আহমাদ ও সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলামের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত হয় এক ইসলামী সংগীতানুষ্ঠান। প্রোগ্রাম নিয়ে সবার মাঝে ছিল ব্যাপক উৎসাহ উদ্দীপনা। কাতারের মাটিতে এটা ছিল এক স্মরণীয় অনুষ্ঠান।
হলরোম ছিল কানায় কানায় ভরপুর তিল ধারনের ঠাই ছিল না হলের ভেতর। অনুষ্ঠান আসরে সুরের মোহনায় ঝংকারীত হল ভর্তি দর্শকবৃন্দ হয়েছিলেন আবেগে উদ্বেলীত। পুরো হল ছিল কানায় কানায় ভরপুর। বাংলাদেশ থেকে আগত জনপ্রিয় তারকা শিল্পী ইসলামী যুব মজলিস নেতা শেখ এনাম,আবু উবায়দা, আহমেদ আবদুল্লাহ, মাহমুদ হুজাইফা সহ সকলের পারফরম্যান্স ছিল উপভোগ করার মত। পুরো সময়টি দর্শকদেরকে মাতিয়ে রেখেছিলেন সুরের মূর্ছনায় শিল্পীদের সুরের সাথে সংগীতের তালে মেতে উঠেছিলেন সকলেই। সেই সাথে প্রবাসের দুঃখ-কষ্ট ভুলে গিয়ে সবাই যেন চলে গিয়েছিলেন কোন এক সংগীতের স্বর্গরাজ্যে। অনুষ্ঠানের আরেকটি আকর্ষণ ছিল শায়েখ নুর মোহাম্মদ বিন আবুল হুসাইন সাহেবের হৃদয়কাড়া তিলাওয়াত। অনুষ্ঠানে কোরআনে পাক থেকে তিলাওয়াত করেন বিশিষ্ট ব্যবসায়ী সংগঠনের অর্থ সম্পাদক হাফেজ মাওলানা কেফায়েত উল্লাহ এতে স্বাগত বক্তব্য রাখেন: বিশিষ্ট ব্যাবসায়ী সংগঠনের পাঠাগার সম্পাদক মাওলানা হাফিজুর রহমান নাহিদ
আরও বক্তব্য রাখেন,বিশিষ্ট দা'য়ী হাফেজ মাওলানা ইউসুফ নূর, বিশিষ্ট ব্যবসায়ী নুজুম গ্ৰুপের চেয়ারম্যান হাফেজ মাওলানা সাহাদাত হোসাইন, বিশিষ্ট ব্যবসায়ী শায়েখ এমাদ উদ্দিন বিশিষ্ট ব্যবসায়ী লোকমান আহমদ বাংলাদেশ থেকে আগত যুব মজলিস নেতা মাওলানা নুহ বিন হোসাইন বিশিষ্ট ব্যবসায়ী খেলাফত মজলিস নেতা হাফেজ শহিদুল ইসলাম।
এতে আর ও উপস্থিত ছিলেন,নুজুম গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর চৌধুরী হাসান মাহমুদ। হাফেজ মাওলানা আব্দুল মাজেদ ,বাংলাদেশ থেকে আগত বিশিষ্ট ব্যাবসায়ী শাই টি এর চেয়ারম্যান-‌ মাওলানা সাজ্জাদ হোসেন।
মাওলানা নুরুল হক
মাওলানা আব্দুর রহমান
মাওলানা খালেদ মাসুদ শরীফ
জাহিদ ইসলাম
মাওলানা ইয়াছিন আহমদ
মাওলানা জাহিদ আল হাসান
মাওলানা শাহ আলম
মাওলানা আব্দুর রহমান
হাফেজ মাওলানা হাবিবুর রহমান
আলহাজ্ব আব্দুল হক
ইন্জিনিয়ার মাহবুব হোসাইন প্রমুখ সহ আওকাফের বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান রাজনৈতিক এবং ব্যবসায়িক নেতৃবৃন্দ ও খেলাফত মজলিস কাতারের বিভিন্ন শাখার দায়িত্বশীলবৃন্দ।
পরিশেষে, হাফেজ ক্বারী ইউসুফ সাহেবের দো'য়ার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

14/11/2023
12/11/2023

>>>ব্রেকিং

11/11/2023

আল্লাহু আকবার দেখুন ইত্তেফাকের রিপোর্ট

11/11/2023

রাজনৈতিক অস্থিরতায় জ্বলছে বাংলাদেশ

Address


Telephone

+8801734434086

Website

Alerts

Be the first to know and let us send you an email when গল্প-Golpo posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share