সাহিত্য পাতা

  • Home
  • সাহিত্য পাতা

সাহিত্য পাতা মৌলিক ও সৃজনশীল সাহিত্যকর্ম

13/09/2023

অবুঝ
আলিসা জাহান মিম

তোমায় ঘিরে আক্ষেপ নেই
আমার কোনো ভাবনা নেই,
অবিশ্বাস নিয়ে থাকা যায় না,
অসম্মান নিয়েও নয়,
তাহলে কেনই বা ভাবব?
তবে এত বেহায়া কেন?
যদি শাস্তি দিতে পারতাম
বেশ হত তাহলে!
যা ধরা ছোয়ার বাইরে
তাকে কিভাবেই বা বোঝাই?
কেন ঘুরে ফিরে একই কথা বলে
কেন এত যুদ্ধ করতে হবে?
এত বেহায়া অবুঝ কি করে হতে পারে!
বিরক্ত আমি, ক্লান্ত আমি
বোঝালেও বোঝে না
ঘুরে ফিরে একই কথা বলে
যদি পারতাম নিজের থেকে
দূরে রাখতাম এই মনটা কে
বনবাসে যদি পাঠিয়ে দিতে পারতাম!

14/07/2022

ডেফুলিয়ার হাট
মোখলেছুর রহমান মন্ডল

কংস নদের তটে ডেফুলিয়ার হাট
এ হাটের কুল ঘেষে আছে ফেরি ঘাট।
খড়িয়া নদীর উৎস মুখ হাটের পূর্ব পাশে
রং বেরঙ্গের কত নৌকা ভাটি থেকে আসে।
মুখরুচক মাছ পাওয়া যায় দিবস সন্ধ্যা রাতে
পছন্দসই শাক সবজীও সহজে মিলে হাতে ।
গ্রাম থেকে উঠে আসে তরতাজা সব পণ্য
ফরমালিন মুক্ত সেসব ক্রেতারা কিনে ধন্য।
স্কুল মাদরাসা মসজিদ এবং আছে হাসপাতাল
দৃষ্টি নন্দন বাগান আছে হৃদয় উন্মাতাল।
বিশালায়তন ঈদগাহ ও আছে খেলার মাঠ
সব মিলিয়ে এ হাট থাকে সদাই জমজমাট।
নদীর তটে পার্কে গেলে শীতল হাওয়া মিলে
দেহ মন হয় প্রফুল্ল বেশ চা ও কফি খেলে।

জীবনটাকে সহজ ভেবেকরেছি কঠিন।আপনার সব বিলিয়ে দিয়েআজ হয়েছি ঋণ।©জুয়েল মাহমুদ
14/12/2021

জীবনটাকে সহজ ভেবে
করেছি কঠিন।
আপনার সব বিলিয়ে দিয়ে
আজ হয়েছি ঋণ।

©জুয়েল মাহমুদ

মানুষ কবে মানুষ হবে?বিবেক আর জ্ঞানে-গুনে!হাতটা কবে রাঙবে না আরআপন ভাইয়ের রক্তে-খুনে।©জুয়েল মাহমুদ
14/12/2021

মানুষ কবে মানুষ হবে?
বিবেক আর জ্ঞানে-গুনে!
হাতটা কবে রাঙবে না আর
আপন ভাইয়ের রক্তে-খুনে।

©জুয়েল মাহমুদ

স্বপ্ন বেচে দুঃখ কিনেছিবিষাদের মেলা হতে।ভালোবাসা বেচে ঘৃনা নিয়েচলেছি দুঃখের রথে।©জুয়েল মাহমুদ
13/12/2021

স্বপ্ন বেচে দুঃখ কিনেছি
বিষাদের মেলা হতে।
ভালোবাসা বেচে ঘৃনা নিয়ে
চলেছি দুঃখের রথে।

©জুয়েল মাহমুদ

যতটুকু রেখে গেছ স্মৃতিতাহা কি ভুলিতে পারে মন!সম্মুখ হতে গেছ দূরেহৃদয়ে রয়েছ সারাক্ষণ।©জুয়েল মাহমুদ
13/12/2021

যতটুকু রেখে গেছ স্মৃতি
তাহা কি ভুলিতে পারে মন!
সম্মুখ হতে গেছ দূরে
হৃদয়ে রয়েছ সারাক্ষণ।

©জুয়েল মাহমুদ

আজকে তোমার মনের ঘরেঅন্য কারো বাস।আমার হৃদয় হলুদ পাতারকরুণ দীর্ঘশ্বাস।©জুয়েল মাহমুদ
13/12/2021

আজকে তোমার মনের ঘরে
অন্য কারো বাস।
আমার হৃদয় হলুদ পাতার
করুণ দীর্ঘশ্বাস।

©জুয়েল মাহমুদ

31/10/2021
31/10/2021

হাতির পিঠে
হামিদুন নেছা খানম

হাতির পিঠে চড়বে খোকন
ধরেছে যে বায়না,
ছেলের ইচ্ছে পূর্ণ করতে
বাবার দেরি সয় না।

হাতির খবর জানতে বাবা
হন্যে হয়ে ছুটে,
হাতির খবর পায় না বাবা
শুধু ক্লান্তি জুটে।

এমন সময় খবর এলো
হাতি এলো মাঠে,
কেয়া নৌকা পাড়ি দিতে
ছুটল বাবা ঘাটে।

হাতির খবর জেনে নিয়ে
বাবা আসে ঘরে,
হাতি দেখতে গেলো খোকা
বাবার সাথে করে।

হাতি দেখে পিঠে চড়ার
ইচ্ছে হলো মাটি,
ছেলের প্রতি ভালোবাসা
বাবার থাকে খাঁটি।

07/01/2021

বুকে মাঝে শূন্যতা এক
শুকিয়ে যাওয়া মরা নদী।
খাঁ-খাঁ করে সেই নদীটা
স্রোত ছিলো যার নিরবধি।

-জুয়েল মাহমুদ

05/01/2021

পৃথিবীতে ধন
মায়ের মতন
নাই কিছু আর নাই।
দুঃখ যখন
আসে তখন
তাকেই কাছে পাই।

-জুয়েল মাহমুদ

12/12/2020

স্বপ্ন বেচে দুঃখ কিনেছি
বিষাদের মেলা হতে।
ভালোবাসা বেচে ঘৃনা পেয়েছি
চলেছি দুঃখের রথে।

-জুয়েল মাহমুদ

21/09/2020

বিষন্নতার মুখোশ ঢেকে
তোমার হাতে হাতটি রেখে
জনম জনম কাটিয়ে দিব
স্বপ্ন ছবি যাব এঁকে।

-জুয়েল মাহমুদ

20/09/2020

আসবে কাছে?বাসবে ভালো?
থাকবে পাশে জনম ভর?
নয়নেতে রাখবে নয়ন?
আসুক ধরায় যত ঝড়!

আঙ্গুলেতে রাখবে আঙ্গুল?
হাত দুটি এই হাতে!
রাত জাগা পাখি হবে?
জোসনা ঝরা রাতে!

বৃষ্টি এলে ভিজবে তুমি?
আমি যদি বলি।
স্বপ্ন হয়ে থাকবে পাশে?
সব যদি যায় চলি।

সবাই যদি যায়ও ফেলে-
রাখবে তোমার বুকে?
আমি সেথায় মুখ লুকিয়ে-
দিন কাটাব সুখে।

-জুয়েল মাহমুদ

18/09/2020

ভাবব না আর তোমায় নিয়ে
বন্ধ হলে দ্বার।
খোলা দরজায় তাকিয়ে রব
দ্বার খোলো যতবার।

-জুয়েল মাহমুদ

17/09/2020

বুকের ভিতর কান্না চেপে
এখন আমার হাসার সময়।
তীর ধনুকে বিদ্ধ হলেও
নতুন করে বাঁচার সময়।

আঁধারেতে আলো জ্বেলে
রাতের আঁধার ঢাকার সময়।
দুঃখগুলো উড়িয়ে দিয়ে
স্বপ্ন নিয়ে বাঁচার সময়।

-জুয়েল মাহমুদ

12/09/2020

দেখ যাহা তোমার কছে-
ভাব তাহা-ই তোমার আছে !
আপন করে রাখলে না তাই-
তোমার পরম ধন।
ধরে রাখতে চাইবে এলে-
হারিয়ে যাবার ক্ষণ।

-জুয়েল মাহমুদ

11/09/2020

শত জনম পরে যদি
দেখা হয় কভু।
রাখিবে ঢেকে মুখ
চিনে নেব তবু।

-জুয়েল মাহমুদ

23/01/2020

আপনাকে যাই ভুলে
জুয়েল মাহমুদ

যখন দমকা হাওয়া দোল খেয়ে যায়
তোমার এলো চুলে ।
তখন তোমার মাঝে হারিয়ে যাই
আপনাকে যাই ভুলে।

তোমার চুলের গন্ধ এসে
জড়ায় আমায় কোন আবেশে।
স্বর্গ সুখে যাই যে ভেসে
তোমায় ভালবেসে।

আমি অবাক চোখে চেয়ে থাকি
ঐ আখিতে নয়ন রাখি।
আমি আমায় ভুলে থাকি
সব কিছু যাই ভুলে।
যখন দমকা হাওয়া দোল খেয়ে যায়
তোমার এলো চুলে।

22/01/2020

দুঃখের দামে কেনা
জুয়েল মাহমুদ

আমার একটা আকাশ ছিল
সেই আকাশটা বেচে দিলাম
দুঃখের দামে।
আমার কিছু স্বপ্ন ছিল

স্বপ্নগুলো ছড়িয়ে ছিলাম
তোমার নামে ।

আকাশটা আজ অন্য কারও
সুখে নদীর অন্য পাড়ও
আমার পাড়ে আজকে শুধু
ভাঙ্গার খেলা।
স্বপ্নগুলো হারিয়ে গেছে
সুখের উঠান মাড়িয়ে গেছে
বুকের ভিতর এখন ধূধূ
মরুর মেলা।

যে বুকেতে লুকিয়ে মুখ
পেয়েছিল কত যে সুখ
আজ সে বুকে ব্যথার পাহাড়
অশ্রু ঝরে ।
যার জন্য স্বপ্ন দেখা
যাকে নিয়ে গল্প লেখা
সুখের হাসি আজকে তাহার
হৃদয় ঘরে।

যেথায় ছিল সবুজ পাহাড়
কেউ বোঝে না আজকে তাহার
মনের ব্যথা ।
কেমন করে শূন্য হল
সবুজটা সব কোথায় গেল
এসব কথা ।

থাক যেখানে যে জন আছে
সুখেই থাক ।
স্বপ্ন ভাঙ্গছে হৃদয়টা ও
যাক ভেঙ্গে যাক।

12/01/2020

ব্যবধান
জুয়েল মাহমুদ

তুমি ব্যস্ত আজ আমার অবসর
আমি আপন তোমার তুমি হলে পর।
তুমি থাক যে দূরে
আমি আসি যে ফিরে
আসব আমি তব সারা জীবন ভর।
আমি আপন তোমার তুমি হলে পর।
তোমাকে ভেবে মোর
রাত যায় হয় ভোর-
ভেবে চলব আমি সারা জীবন ভর।
আমি আপন তোমার তুমি হলে পর।
সারা দিন সারাক্ষণ
তোমাকে চায় মন
চইবে তোমায় সে সারা জীবন ভর।
আমি আপন তোমার তুমি হলে পর।

10/01/2020

জনম জনম
জুয়েল মাহমুদ

শত-সহস্র জনম পেলে
তোমাকেই ভালোবাসব।
শতবার এ ধরাতে এলে
তোমাতেই ছুটে আসব।

ঐ দুটি চোখ ও মুখের হাসি
কি করে বোঝাই কত ভালবাসি!
ঐ মুখে যদি হাসি দেখি তবে
প্রান খুলে আমি হাসব।
শতবার এ ধরাতে এলে
তোমাকেই ভালবাসব।

07/01/2020

আমি হেরে যাই বারবার
তবু জয়ের জন্য লড়ি ।
স্বপ্ন ভেঙ্গে যায় বারবার
তবু নতুন স্বপ্ন গড়ি ।
-জুয়েল মাহমুদ

07/01/2020

আমি তোমার পাগল হব
অন্ধ হব তমার প্রেমে।
বন্ধ দুয়ার খুলে দিয়ে
তোমার ধরায় আসব নেমে।
-জুয়েল মাহমুদ

06/01/2020

নারী হল এক মহাসমুদ্র। যে সমুদ্রের তলদেশে লুকানো অমূল্য মুক্তা-মানিক্য।কিন্তু সে উত্তাল সমুদ্রের কাছে ঘেঁষা খুব সহজ নয়। গভীর ভালবাসার সুশীতল স্পর্শ দিয়ে যে জন সে উত্তাল সমুদ্রকে শান্ত করতে পারে-সমুদ্রের সকল অমূল্য সম্পদ অধিকার করা তার পক্ষেই শুধু সম্ভব।
-জুয়েল মাহমুদ

28/10/2019

মিথ্যা ইগো খুব খারাপ জিনিস। বলা যায় এক প্রকার ক্রাইম। আর এই ক্রাইমের বলি থেকে নিজের আপন জনেরা ও রেহাই পায় না।
-আঁধারে দীপ্তি

27/10/2019

স্বপ্ন ছিল আকাশ ছোঁয়ার
হাতটা রেখে তোমার হাতে।
স্বপ্ন ছিল প্রেমিক হওয়ার
বেঁধে জীবন তোমার সাথে।
-জুয়েল মাহমুদ

10/10/2019

মানুষ কবে মানুষ হবে

মানুষ কবে মানুষ হবে-
বিবেক আর জ্ঞানে-গুণে?
হাতটা কবে রাঙবে না আর-
আপন ভাইয়ের রক্তে-খুনে!

মানুষ পোড়া গঁন্ধে কবে-
বাতাস নাহি ভারি হবে।
সবাই মিলে-মিশে কবে-
এক আকাশের নিচে রবে ?

ককটেল আর গ্রেনেড ফেটে-
ঝলসাবে না একটা দেহ।
সেই দিনটি আসবে কবে?
বলতে পার তোমরা কেহ?

তোমার রক্ত আমার রক্ত-
সব রক্তেরই এক রঙ দেখি।
তোমার হতেই রক্ত নিলাম
মানুষ তবে হলাম সেকি?

সন্তান হারার চোখের জলে-
মনুষ্যত্ব নয় বিফলে।
মানব জনম স্বার্থক হবে-
মনুষ্যত্বে মানুষ হলে।

আবরার ফাহাদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা

29/05/2019

"সাফল্যের চাবি"
সাফল্যের মূল চাবিকাঠি আসলে কি? যেহেতু শিক্ষকতা করি আর কিছু কিছু মানুষ খুব ই মহাজ্ঞানী বিজ্ঞজন মনেকরার কারনে (যদিও তাদের ধারনা পুরটাই ভুল) তাদের মান রাখতে আর ছাত্রদের উপদেশ দিতে কিছু কিছু উপদেশ মুখস্থকরে রাখতে হয় বা নিজের অভিজ্ঞা থেকে তৈরী করতে হয়। ইদানীং সাফল্য না পেয়ে মানুষের হতাশা চরমভাবে বেড়ে যাওয়ার কারনে প্রায়শই একটা প্রশ্নের মুখোমুখি হতে হয়। সেটা হল সাফল্যের মূল চাবিকাঠি কি?? কিভাবে সহজেই সটকাটে সাফল্য পাওয়া যায়। তাদের প্রতি আমার প্রথম উপদেশ থাকে সফলতা পেতে গেলে প্রথমে সটকাটে সফলতা পাওয়ার মানসিকতা ঝেড়ে ফেলতে হবে। তারপর যদি তিনটি জিনিশের সমন্বয় হয় তবে হয়তো সাফল্য ধরা দিবে। তিনটি জিনিশের মধ্যে প্রথম হল আল্লাহর রহমত, দ্বিতীয়ত মা বাবা সহ মানুষের দোয়া আর তৃতীয়ত কঠোর পরিশ্রম। আর আজ আমার উপলব্ধি হল সাফল্য পেতে হলে এই তিনটা জিনিশ ই যথেষ্ট নয়। আরো একটা বড় জিনিশ আছে। সেটা হল ধৈর্য্য। সত্যি ই সাফল্য পেতে হলে আমার মনেহয় চতুর্থ জিনিশ টা ও চরমভাবে জরুরী। আসুন আমরা যারা সাফল্য পেতে চাই এই জিনিশ গুলা সুন্দর ভাবে পালন করি। সাফল্য আসবেই ইনশাল্লাহ।
-আঁধারে দীপ্তি

30/08/2018

মনের পরশ

কোন আবেশে কোন পরশে
ছুঁয়ে দিলে মন।
আজ দেখি এই হৃদয় মাঝে তুমি সর্বক্ষণ
তুমি কোন আবেশে ছুঁয়ে দিলে মন।।

তুমি সারাবেলা কর খেলা
আমার হৃদয় মাঝে
তুমি আমার সকল কাজে
কর খেলা নিত্য সকাল-সাঁঝে
চোখ মুদিলে দেখি তোমায়
আঁখি মেলে খুঁজি
স্বপ্ন তুমি সুখ যে তুমি
তুমিই স্বর্গ বুঝি।

তুমি আমার অন্তরেতে সুখের আলোড়ন
তুমি কোন আবেশে কোন পরশে ছুঁয়ে দিলে মন।

তুমি আঁধারেতে আলো আমার
রৌদ্রে শীতল হাওয়া
অপূর্ণতায় পূর্ণ তুমি
আমার সকল চাওয়া

তুমি আমার অন্তরেতে হৃদয়ের স্বজন
তুমি কোন আবেশে কোন পরশে ছুঁয়ে দিলে মন।।

11/11/2017

সময়ের কাজ
জে এম

করিও না হেলা ওহে করিও না হেলা
আজ যাহা হারাবে হে বুঝিবে কাল বেলা।

করিবার যা কর ওহে
সময়টা যাবে বহে
ফুরাবে যে বেলা।
আলোক ফুরালে হবে আঁধারের খেলা।
করিও না হেলা ওহে করিও না হেলা-
আজ যাহা হারাবে হে বুঝিবে কাল বেলা।
বুঝিবে আঁধার এলে দিনের হেলা।

করিবার যা কর আজি
সময়টা নহে রাজি,
বসিবার তরে-
ফসল যা পাকিয়াছে কেটে তোল ঘরে।
সময় ফুরালে পরে
ফসলটা যাবে ঝরে;
আপনি-ই পরে রবে আপনার তরে।
আপনার যাহা ছিল নেবে পরে।

রহিও না বসে ওহে রহিও না বসে
আপনার কাজ কর হিসেবটা কষে।
সময় ফুরালে পরে
কি হবে হিসেব করে
আপনার যা নেবে পরে যতনও করে;
আপনি-ই পড়ে রবে আপন ঘরে।

04/11/2017

কৃতজ্ঞতা ও নিরন্তর ভালবাসা সকল বন্ধুদের প্রতি যারা লাইক দিয়ে পেজটির সঙ্গে আছেন।মৌলিক ও সৃজনশীল সাহিত্যকর্মের জন্য পেজটির সাথে থাকুন।

30/10/2017

জনম জনমের
জে এম

শত-সহস্র জনম পেলেও
তোমাকেই ভালোবাসব।
শতবার এ পৃথিবীতে এলে
তোমাতেই ছুটে আসব।

ঐ দুটি চোখ ও মুখের হাসি
কি করে বোঝাই কত ভালবাসি!
ঐ মুখে যদি হাসি দেখি তবে
প্রান খুলে আমি হাসব।
শতবার এ ধরাতে এলে
তোমাকেই ভালবাসব।

29/10/2017

তোমাতে
জে এম

ঐ আকাশের তারা হলে তুমি
এতটুকুই ছড়াতে নয় আলো
তোমার হতে কি পেতাম খুব বেশি
তাহার চেয়ে এই আছ বেশ ভালো ।।

তোমায় দেখে পথ চিনিয়া নিতাম
পথ হারালাম আজ তোমাকে দেখে
তবু যে তাই আজ কত কি পেলাম
কত পেলাম আজ তোমার থেকে ।।

তোমার গায়ের গন্ধ তোমার রূপ
তোমার মুখের হাসি তোমার কেশ
দেখে আমি হলাম যে নিশ্চুপ
তোমায় পেয়ে ভাল আছি বেশ ।।

তোমায় আমি যতবারই দেখি
ততবারই হারাই তোমার মাঝে
তুমি আমার স্বপ্ন আমার সুখ
তুমি আমার প্রদীপ সন্ধ্যা-সাঁঝে ।।

29/10/2017

মরিচীকা
জে এম

যারে আমি রেখেছি হৃদয়ে-
বাঁধিতে পারি নি কো বাঁধনে।
যারে আমি রোজ ভেবে চলি
যারে রাখি যতনে- সাধনে।

যে বদনখানি রোজ ঝড় তোলে,
যারে দেখে মন আপনারে ভোলে।

যে মুখের হাসি,
দেখে রোজ হাসি;
যারে দেখে রোজ হই উদাসী।

কল্পনাতে যার ছবি আঁকি রোজ,
প্রতিদিন আমি লই যার খোঁজ -
সে-ই শুধু মরিচীকা হয়ে;
পশ্চাতে গেল যে রয়ে।

16/10/2017

প্রেম

আমি তার পাই না দেখা
সদা খুঁজে ফিরি সেই মুখ।
থাক সে দূরে সরে থাক
পায় যদি এতটুকু সুখ।

হৃদয়ে যে বেঁধেছে বাসা
তাহারে তো রোজ আমি দেখি।
বাহিরে না দেখিলাম তাহারে
তাহাতে কমিবে প্রেম সেকি?

Address


Telephone

+8801836882132

Website

Alerts

Be the first to know and let us send you an email when সাহিত্য পাতা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সাহিত্য পাতা:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share