29/05/2014
Aj 3.00 pm a "OPROKASH*TO ONUVUTI" song a VOICE neya hobe. Song lyrics n tune by . Compose by . Singer
Antara recording studio. 17, New Eskaton Road (2nd Floor), Moghbazar, Dhaka.
Song ar lyrics ta niche deya holo........
হৃদয়ের গহীনে সুখের অমৃতধারা
তোমার ঐ দুটি চোখ ছিল কত মনকড়া
যার জন্য আজ আমি, দিশেহারা.....
যেই তুমি আছ আমার এ হৃদয়জুরে
মনের আঙ্গিনা, বাজে শুধু তোমার সুরে...*
যেই তুমি আছ আমার এ হৃদয়জুরে
মনের আঙ্গিনা, বাজে শুধু তোমার সুরে
সেই সুরেরও টানে
হারিয়ে যাই আমি
হারিয়ে খুজি তোমায় আমি, সারাক্ষণি.....
নানানা.....
মনে কি রয়েছে তোমার সেদিনেরও কথা
জীবনের সেই সময়গুলো রয়েছে যে গাঁথা
স্মৃতিগুলো শুধু দেয় শূন্যতা.....
দাড়িয়ে ছিলে শুধু তুমি সামনে আমার
এতটাই কাছে, যতটা ছিলাম আমি তোমার...*
দাড়িয়ে ছিলে শুধু তুমি সামনে আমার
এতটাই কাছে, যতটা ছিলাম আমি তোমার
নিস্তব্ধ চারিধার
তুমি ছাড়া আজ আমার
নিবৃত চারিদিকে দেখি, শুধুই আধার....
নানানা.....
কেন এমন হলো যা চাইনি কখনো
ভাবিনিতো হয়ে যাবে সব এলোমেলো
মনে পরে শুধু সেই, স্মৃতিগুলো.....
কিভাবে যাব আমি তোমার অনুভূতি ভুলে
অপ্রকাশিত রেখে কেন দূরে চলে গেলে...*
কিভাবে যাব আমি তোমার অনুভূতি ভুলে
অপ্রকাশিত, রেখে কেন দূরে চলে গেলে
তুমি আমারি ছিলে
তুমি আমারি রবে
আমায় ছেড়ে যাবে তুমি কোন, সুদূরে.....
নানানা.....