22/04/2022
#প্রধানমন্ত্রী_শেখ_হাসিনার_জন্য_দোয়া_চাইলেন_এডভোকেট_আব্দুল_মতিন
বর্তমান সরকারের প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার জন্য দোয়া চাইলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সাবেক সহসম্পাদক, সাবেক ছাত্রনেতা ও বাংলাদেশ সুপ্রিমকোর্টের এডভোকেট আব্দুল মতিন।
শুক্রবার (২২ এপ্রিল) নেত্রকোনার কেন্দুয়া পৌরশহরের সায়মা শাহজাহান একাডেমি প্রাঙ্গণে নিজ উদ্যোগে আয়োজিত ইফতার পূর্ব আলোচনা সভায় সভাপতির বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রীর জন্য তিনি এ দোয়া প্রার্থনা করেন।
এ সময় এডভোকেট আব্দুল মতিন উপস্থিত দলীয় নেতাকর্মীসহ সকলের উদ্দেশ্যে বলেন, ‘আমি আপনাদের সাথে কাজ করি। আপনাদের সাথে রাজনীতি করি। এসব কারণেই ধর্মীয় অনুভূতি থেকে আপনাদের নিয়ে প্রধানমন্ত্রীর জন্য এ দোয়া এবং ইফতারের আয়োজন করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘আমরা মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করি, উনি যেন দীর্ঘায়ু লাভ করেন। তিনি যেন বার বার বাংলাদেশের প্রধানমন্ত্রী হন। কারণ আমরা বিশ্বাস করি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষেই এ দেশের অগ্রগতি সম্ভব।’
কেন্দুয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও সাবেক ছাত্রলীগ নেতা মোফাজ্জল হোসেন ভূইয়ার পরিচালনায় ইফতার পূর্ব এ আলোচনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সহসভাপতি হাবিবুর রহমান খান রতন, যুগ্ম সম্পাদক প্রশান্ত কুমার রায়, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মুজিবুল আলম হীরা, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক শাহজাহান কবীর সাজু, জেলা আওয়ামী লীগ নেতা আবুল মনসুর আহমেদ, নেত্রকোনা সরকারি কলেজের সাবেক ভিপি শাহীন উদ্দিন আহমেদ (ভিপি শাহীন) প্রমুখ।
এ সময় একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি নেত্রকোনা জেলা শাখার যুগ্ম আহবায়ক মানিক মিয়া, নেত্রকোনা জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জুয়েল আহমদ খান, আটপাড়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ছানোয়ার উদ্দিন, আটপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু রেজা মো. মাহবুব, কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর চৌধুরী, জেলা পরিষদ সদস্য সালমা আক্তার, কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক হুমায়ূন কবীর চৌধুরী, কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক রফিকুল ইসলাম, কেন্দুয়া উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান জামান, কেন্দুয়া উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি আফজাল হোসেন মুকুল, কান্দিউড়া ইউনয়ন পরিষদের চেয়ারম্যান মাহাবুব আলম বাবুলসহ নেত্রকোনা জেলা আওয়ামী লীগ, আটপাড়া উপজেলা আওয়ামী লীগ ও কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগ এবং কেন্দুয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।