Cholti Somoy

Cholti Somoy Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Cholti Somoy, News & Media Website, .

 #জালাল_মেলা_২০২৪২৫, ২৬, ২৭ এপ্রিলকেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠআয়োজনে : উপজেলা প্রশাসন, কেন্দুয়া...
22/04/2024

#জালাল_মেলা_২০২৪
২৫, ২৬, ২৭ এপ্রিল
কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠ
আয়োজনে : উপজেলা প্রশাসন, কেন্দুয়া।

 ংবর্ধনাআজ (৫ এপ্রিল) বিকেলে কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে কেন্দুয়া উপজেলার নবাগত নির্বাহী অফিসার (ইউএনও) ইমদাদুল...
05/04/2024

ংবর্ধনা
আজ (৫ এপ্রিল) বিকেলে কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে কেন্দুয়া উপজেলার নবাগত নির্বাহী অফিসার (ইউএনও) ইমদাদুল হক তালুকদারকে বরণ ও সদ্য পিপিএম (সেবা) পদক পাওয়ায় কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এনামুল হক কে সংবর্ধনা প্রদান করা হয়। রিপোর্টার্স ক্লাবের সভাপতি আসাদুল করিম মামুনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লাইমুন হোসেন ভূইয়ার সঞ্চালনায় এ বরণ ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এ সময় রিপোর্টার্স ক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

 #আমন্ত্রণচলে আসুন, আগামীকাল শুক্রবার (২৯ মার্চ) বিকেল ঠিক ৩টায় কেন্দুয়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে। এতে কেন্দুয়া উপজেলা...
28/03/2024

#আমন্ত্রণ
চলে আসুন, আগামীকাল শুক্রবার (২৯ মার্চ) বিকেল ঠিক ৩টায় কেন্দুয়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে। এতে কেন্দুয়া উপজেলার শতজন লেখক উপস্থিত থাকবেন।

কেন্দুয়ায় এলজিইডির ভারপ্রাপ্ত প্রকৌশলী মোজাম্মেল হোসেন, উপসহকারী প্রকৌশলী সজল রেজা ও মাহফুজুর রহমানের অসদাচরণের প্রতিবাদ...
05/03/2024

কেন্দুয়ায় এলজিইডির ভারপ্রাপ্ত প্রকৌশলী মোজাম্মেল হোসেন, উপসহকারী প্রকৌশলী সজল রেজা ও মাহফুজুর রহমানের অসদাচরণের প্রতিবাদে নির্মাণ শ্রমিকদের বিক্ষোভ মিছিল-সমাবেশ।

চর্চা সাহিত্য আড্ডার সাপ্তাহিক সাহিত্য আসর===============================কেন্দুয়া উপজেলার সাহিত্য সংস্কৃতি বিষয়ক সংগঠন চ...
08/09/2023

চর্চা সাহিত্য আড্ডার সাপ্তাহিক সাহিত্য আসর
===============================
কেন্দুয়া উপজেলার সাহিত্য সংস্কৃতি বিষয়ক সংগঠন চর্চা সাহিত্য আড্ডার আয়োজনে সাপ্তাহিক সাহিত্য আসর অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৪টা থেকে সন্ধ্যা পর্যন্ত কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবে এ আসর অনুষ্ঠিত হয়। চর্চা সাহিত্য আড্ডার সমন্বয়কারী রহমান জীবনের পরিচালনায় আসরে বাউল বিষয়ক আলোচনায় অংশ নেন, গীতিকবি মির্জা রফিকুল হাসান, বাউল কবি আব্দুল আহাদ খন্দকার, আলহাজ্ব আতিকুর রহমান ভূইয়া একাডেমির শিক্ষক অনুকুল চন্দ্র সরকার, আবৃত্তি শিল্পী সৈয়দা আফজালুন্নেছা রুমী, কবি কাউসার হোসেন জানু ও শিল্পী মাহমুদুর রহমান রোকন।

15/07/2023

নেত্রকোণার আটপাড়া উপজেলার আটপাড়া-তেলিগাতী সড়ক এটি। চমৎকার এ সড়কটি দিয়ে যাতায়াত করলে দু'পাশের প্রাকৃতিক সৌন্দর্য যে কাউকে মুগ্ধ করবে।

11/07/2023

নেত্রকোণা-৪ আসনের সদ্য প্রয়াত এমপি রেবেকা মমিনের জানাজার পূর্বে.......…..........

06/07/2023

আজ বিকেলে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার আশুজিয়া ইউনিয়ন আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের উদ্যোগে স্থানীয় বীরগঞ্জ বাজারে অনুষ্ঠিত জন সমাবেশের একাংশ। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সাবেক সহসম্পাদক ও বাংলাদেশ সুপ্রীমকোর্টের বিশিষ্ট আইনজীবী মো. আব্দুল মতিন।

 #প্রধানমন্ত্রী_শেখ_হাসিনার_জন্য_দোয়া_চাইলেন_এডভোকেট_আব্দুল_মতিনবর্তমান সরকারের প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতি শে...
22/04/2022

#প্রধানমন্ত্রী_শেখ_হাসিনার_জন্য_দোয়া_চাইলেন_এডভোকেট_আব্দুল_মতিন

বর্তমান সরকারের প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার জন্য দোয়া চাইলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সাবেক সহসম্পাদক, সাবেক ছাত্রনেতা ও বাংলাদেশ সুপ্রিমকোর্টের এডভোকেট আব্দুল মতিন।

শুক্রবার (২২ এপ্রিল) নেত্রকোনার কেন্দুয়া পৌরশহরের সায়মা শাহজাহান একাডেমি প্রাঙ্গণে নিজ উদ্যোগে আয়োজিত ইফতার পূর্ব আলোচনা সভায় সভাপতির বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রীর জন্য তিনি এ দোয়া প্রার্থনা করেন।

এ সময় এডভোকেট আব্দুল মতিন উপস্থিত দলীয় নেতাকর্মীসহ সকলের উদ্দেশ্যে বলেন, ‘আমি আপনাদের সাথে কাজ করি। আপনাদের সাথে রাজনীতি করি। এসব কারণেই ধর্মীয় অনুভূতি থেকে আপনাদের নিয়ে প্রধানমন্ত্রীর জন্য এ দোয়া এবং ইফতারের আয়োজন করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমরা মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করি, উনি যেন দীর্ঘায়ু লাভ করেন। তিনি যেন বার বার বাংলাদেশের প্রধানমন্ত্রী হন। কারণ আমরা বিশ্বাস করি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষেই এ দেশের অগ্রগতি সম্ভব।’

কেন্দুয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও সাবেক ছাত্রলীগ নেতা মোফাজ্জল হোসেন ভূইয়ার পরিচালনায় ইফতার পূর্ব এ আলোচনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সহসভাপতি হাবিবুর রহমান খান রতন, যুগ্ম সম্পাদক প্রশান্ত কুমার রায়, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মুজিবুল আলম হীরা, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক শাহজাহান কবীর সাজু, জেলা আওয়ামী লীগ নেতা আবুল মনসুর আহমেদ, নেত্রকোনা সরকারি কলেজের সাবেক ভিপি শাহীন উদ্দিন আহমেদ (ভিপি শাহীন) প্রমুখ।

এ সময় একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি নেত্রকোনা জেলা শাখার যুগ্ম আহবায়ক মানিক মিয়া, নেত্রকোনা জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জুয়েল আহমদ খান, আটপাড়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ছানোয়ার উদ্দিন, আটপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু রেজা মো. মাহবুব, কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর চৌধুরী, জেলা পরিষদ সদস্য সালমা আক্তার, কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক হুমায়ূন কবীর চৌধুরী, কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক রফিকুল ইসলাম, কেন্দুয়া উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান জামান, কেন্দুয়া উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি আফজাল হোসেন মুকুল, কান্দিউড়া ইউনয়ন পরিষদের চেয়ারম্যান মাহাবুব আলম বাবুলসহ নেত্রকোনা জেলা আওয়ামী লীগ, আটপাড়া উপজেলা আওয়ামী লীগ ও কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগ এবং কেন্দুয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 #অসহায়_মানুষের_ভরসাস্থল_আলোকিত_নায়েকপুরআলোকিত নায়েকপুর। একটি স্বেচ্ছাসেবী সংগঠনের নাম এটি। নেত্রকোনার মদন উপজেলার নায়েক...
21/02/2022

#অসহায়_মানুষের_ভরসাস্থল_আলোকিত_নায়েকপুর

আলোকিত নায়েকপুর। একটি স্বেচ্ছাসেবী সংগঠনের নাম এটি। নেত্রকোনার মদন উপজেলার নায়েকপুর ইউনিয়নের নায়েকপুর গ্রামের একদল আলোকিত মানুষ মিলে গড়ে তুলেছেন এ সংগঠনটি। স্বেচ্ছাসেবী এ সংগঠনটির সদস্যরা প্রতিনিয়ত এলাকার অসহায় মানুষের সেবায় কাজ করে যাচ্ছেন। তারা খুঁজে খুঁজে বের করেন এলাকার অসহায় প্রতিবন্ধী, চিকিৎসা বঞ্চিত অসুস্থ্য মানুষ, শীতার্ত মানুষ, হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত লোকজনকে। তারপর তারা সংগঠনের পক্ষ থেকে সহায়তা নিয়ে ওইসব অসহায় মানুষজনের পাশে দাঁড়ান। আর এসব কর্মকাণ্ড পরিচালনা করে সংগঠনটি স্থানীয় সচেতন মহলের প্রশংসা অর্জন করেছে এবং এলাকার অসহায় মানুষের ভরসাস্থল হয়ে উঠছে সংগঠনটি।

এদিকে সংগঠনটির কার্যক্রমকে আরও গতিশীল করতে এবং সংগঠনের সদস্যদের মধ্যে ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি করতে স্থানীয় নায়েকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে গত শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) দিনব্যাপী এক মিলন মেলার আয়োজন করা হয়।

এতে মদন হাজী আব্দুল আজিজ সরকারি কলেজের প্রভাষক খান হামজার সভাপতিত্বে বক্তব্য রাখেন, নায়েকপুর গ্রামের তারুণ্যের প্রতীক এবং আলোকিত নায়েকপুর সংগঠনের মিলনমেলা অনুষ্ঠানের প্রধান সমন্বয়ক খান দেলোয়ার জাহান ঝন্টু। তার বক্তব্যের পর উদ্বোধন করা হয় আলোকিত নায়েকপুর সংগঠনের লগো উন্মোচন এবং ভলিবল খেলা।

এ সময় শিক্ষক আমিরুল ইসলাম তালুকদারের পরিচালনায় সংগঠনের লগো উন্মোচন ও মিলনমেলা অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন, সহকারি প্রধান শিক্ষক সারোয়ার জ্জামান খান (মাহাবুব), মদন উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুস ছালাম খান (সেলিম), সংগঠনের উদ্যোগক্তা ও এডমিন জুবায়ের হোসেন খান।

এ মিলনমেলায় নোয়াগাঁও আফতাব হোসেন একাডেমীর অভিভাবক সদস্য লয়েট খান, মনসুর আহমেদ পাঠান (সুজন), দলিল লিখক সারোয়ার জাহান খান রহমত, আবু সাদাত খান, আসাদুজ্জামান খান সজরুল, বিজিবি সদস্য জাকির হোসেন, স্বাস্থ্য কর্মী দীলিপ চন্দ্র শর্মা, হাফেজ তৌফিকুল ইসলাম, পুলিশ সদস্য আবুল বাসার খান, হাবিবুর রহমান খান মোনায়েম, হাকীমুল ইসলাম তালুকদার, জামাল হোসেন লিপু, হাফেজ রিয়াদুল ইসলাম বিন ফারুকী, নূপুর খান, সানী খানসহ সংগঠনের সক্রিয় সদস্যবৃন্দ ও গ্রামের তরুণরা উপস্থিত ছিলেন।

16/01/2022
01/11/2021

#চেয়ারম্যান_প্রার্থীর_মোটরসাইকেল_শোডাউন

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার ১২নং রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের মনোনয়ন (নৌকা) প্রত্যাশী শেখ নাজমুল হকের নের্তৃত্বে কর্মী-সমর্থকদের মোটরসাইকেল শোডাউন। সোমবার (১ নভেম্বর) কুতুব গ্রামের হুমায়ূন আহমেদ প্রতিষ্ঠিত শহীদ স্মৃতি বিদ্যাপীঠ প্রাঙ্গণ থেকে বিকাল ৫টায় এ শোডাউনটি শুরু করা হয়।

04/08/2021

নেত্রকোনা প্রতিনিধি :বাবার বাড়ি থেকে যৌতুকের টাকা এনে না দেয়ায় নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় ইতি আক্তার (১৯) নামে ৬ ...

04/08/2021

চাঁপাইনবাবগঞ্জে বউভাতের অনুষ্ঠানে যাওয়ার পথে বজ্রপাতে ২০ জনের প্রাণহানি ঘটেছে। বুধবার (০৪ আগস্ট) বেলা ১১টা ৫৯ মি...

কেন্দুয়ায় অসহায় লোকজনের ঘরে খাদ্য সামগ্রী পৌছে দিচ্ছেন ছাত্রলীগ নেতা আপেল মাহমুদ…..........................................
07/07/2021

কেন্দুয়ায় অসহায় লোকজনের ঘরে খাদ্য সামগ্রী পৌছে দিচ্ছেন ছাত্রলীগ নেতা আপেল মাহমুদ
…......................................................................

কেন্দুয়া প্রতিনিধিঃ

চলমান করোনা পরিস্থিতিতে সারাদেশের মতো নেত্রকোনাতেও চলছে কঠোর লকডাউন।

এ লকডাউনে সবচেয়ে বেশি বেকায়দায় পড়েছেন দিনমজুর, দুস্থ ও খেটে খাওয়া হতদরিদ্র লোকজন। লকডাউনে কর্মহীন ও গৃহবন্দি হয়ে চরম কষ্টে দিন কাটাচ্ছেন তারা।

এ অবস্থায় জেলার কেন্দুয়া উপজেলায় ব্যক্তিগতভাবে এক ব্যতিক্রম উদ্যোগ গ্রহণ করেছেন উপজেলা ছাত্রলীগ নেতা আপেল মাহমুদ।

তিনি স্থানীয় ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে নিয়ে এসব অসহায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে পৌছে দিচ্ছেন খাদ্য সামগ্রীসহ করোনার সুরক্ষা সামগ্রী মাস্কও।

বুধবার (৭ জুলাই) দিনব্যাপী ছাত্রলীগ নেতা আপেল মাহমুদের নেতৃত্বে উপজেলার পাইকুড়া ইউনিয়নের বিভিন্ন বাজার ও গ্রামের অসহায় লোকজনের বাড়ি বাড়ি গিয়ে চাল, ডাল ও তেলসহ নানা রকম খাদ্য সামগ্রী পৌছে দেওয়া হয়।

এর আগে গত রোববার (৪ জুলাই) কেন্দুয়া উপজেলা সদর, সোমবার (৫ জুলাই) উপজেলার সান্দিকোনা ইউনিয়ন এবং মঙ্গলবার (৬ জুলাই) উপজেলার গন্ডা ইউনিয়নের বিভিন্ন হাটবাজার ও গ্রামের অসহায় লোকজনের মধ্যে খাদ্য সামগ্রী পৌছে দেওয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

খাদ্য সামগ্রী পাওয়া উপজেলার গন্ডা গ্রামের বাসিন্দা বিধবা খুশেদা আক্তার, বৌয়ালী গ্রামের শিল্পা আক্তার ও মনকান্দা গ্রামের বাসিন্দা ওয়ার ইসলামের সাথে কথা হলে তারা জানান, কঠোর লকডাউন চলার কারণে তারা ঘর থেকে বের হতে না পারছেন। এ অবস্থায় খুব কষ্টে দিন কাটাছে তাদের। এছাড়া রোজগার বন্ধ থাকায় তাদের ঘরে খাদ্য সংকটও দেখা দিয়েছে। লোক লজ্জায় তারা বিষয়টি কাউকে বলতেও পারছেন না। এমন অবস্থায় ছাত্রলীগ নেতা আপেল মাহমুদ তাদের হাতে খাদ্য সামগ্রী পৌছে দিয়েছেন। এতে তারা খুবই আনন্দিত।

এ বিষয়ে ছাত্রলীগ নেতা আপেল মাহমুদের সাথে কথা হলে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ মোতাবেক এবং নেত্রকোনা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোবায়েল আহমেদ খানের পক্ষে আমরা ছাত্রলীগ এলাকার অসহায় মানুষের পাশে আছি এবং থাকব। এরইপ্রেক্ষিতে চলমান করোনা পরিস্থিতি এবং কঠোর লকডাউনে অসহায় নৈশপ্রহরীদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়ার মাধ্যমে রোববার (৪ জুলাই) রাত থেকে আমরা এ কাজ শুরু করেছি। আজ (বুধবার) আমরা উপজেলার পাইকুড়া ইউনিয়নের বিভিন্ন বাজার ও গ্রামের অসহায় লোকজনের ঘরে খাদ্য সামগ্রী পৌছে দিয়েছি।

এছাড়া উপজেলার ১৩টি ইউনিয়নেই অসহায় লোকদের খুঁজে বের করে তাদের ঘরে খাদ্য সামগ্রী পৌছে দেওয়ার এ কাজ অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সাবেক সংসদ সদস্য আলী ওসমান খান আর নেইনেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের দুইবারের সাবেক সংসদ সদস্য আলী ওসমান খান আর নেই ...
02/07/2021

সাবেক সংসদ সদস্য আলী ওসমান খান আর নেই

নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের দুইবারের সাবেক সংসদ সদস্য আলী ওসমান খান আর নেই (ইন্না লিল্লাহি... রাজিউন)।

শুক্রবার (২ জুলাই) বিকাল ৩টায় তিনি ৭৪ বছর বয়সে বাংলাদেশ মেডিক্যাল কলেজ হাসপাতাল ধানমন্ডিতে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় মারা যান।

এসব তথ্য নিশ্চিত করেছেন প্রয়াত আলী ওসমান খানের ভাগ্নে সাংবাদিক মশিউর রহমান খান।

তিনি জানান, তাঁর মামা আলী ওসমান খান দ্বিতীয়বারের মতো সম্প্রতি হার্টফেইল করলে তাঁকে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতাল ধানমণ্ডিতে ভর্তি করা হয়। পরে সেখানে চিকিৎসকরা তাঁকে লাইফ সাপোর্টে রাখেন। লাইফ সাপোর্টে থাকা অবস্থাতেই শুক্রবার তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ৩ মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তবে কোথায় আলী ওসমান খানের মৃতদেহের জানাজা এবং দাফন করা হবে তা এখনো পারিবারিকভাবে সিদ্ধান্ত হয়নি বলেও জানান ভাগ্নে মশিউর।

উল্লেখ্য, জিয়াউর রহমানের সময়ে ১৯৭৯ সালে বিএনপি থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন আলী ওসমান খান। পরে ১৯৮৮ সালে হোসাইন মোহাম্মদ এরশাদের সময়ও তিনি একই আসনে জাতীয় পার্টি থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এছাড়া তিনি নেত্রকোনার কেন্দুয়া উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা আহ্বায়ক এবং উপজেলা জাতীয় পার্টির সভাপতি ছিলেন।

 #লকডাউনের_প্রথম_দিন= নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় সরকার ঘোষিত ৭ দিনের সর্বাত্মক লকডাউন কার্যকর করতে বৃহস্পতিবার (১ জুলাই...
01/07/2021

#লকডাউনের_প্রথম_দিন

= নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় সরকার ঘোষিত ৭ দিনের সর্বাত্মক লকডাউন কার্যকর করতে বৃহস্পতিবার (১ জুলাই) প্রথম দিন সকাল থেকেই মাঠে নেমেছে প্রশাসনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। কিন্তু সাধারণ মানুষকে কিছুতেই ঘরমুখী করতে পারছেন না তারা। প্রথম দিনে সর্বাত্নক লকডাউন কার্যকরে হিমশিম খেতে হচ্ছে প্রশাসনকে। কেন্দুয়া পৌরশহরের মধ্যবাজার এলাকা থেকে তোলা ছবি।

কেন্দুয়ায় রাতব্যাপী ভক্তিমূলক গানের আসরনেত্রকোনার কেন্দুয়া উপজেলার চিরাং ইউনিয়নের সাজিউড়া গ্রামে সোমবার (১৪ জুন) দিনগত র...
15/06/2021

কেন্দুয়ায় রাতব্যাপী ভক্তিমূলক গানের আসর

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার চিরাং ইউনিয়নের সাজিউড়া গ্রামে সোমবার (১৪ জুন) দিনগত রাত ১০টা থেকে শুরু হয়ে ফজরের আজানের আগ মুহুর্ত পর্যন্ত রাতব্যাপী এক ভক্তিমূলক গানের আসর অনুষ্ঠিত হয়েছে।

হযরত শাহ সূফি আবু ইউসুফ মাস্তান চিশতী (রহ.) ওরফে কুমিল্লার মামার দ্বিতীয় প্রয়াণ দিবস (ওরশ মোবারক) উদযাপন উপলক্ষে এ ভক্তিমূলক গানের আসরের আয়োজন করে মাজার কমিটি।

রাতব্যাপী এ গানের আসরে সংগীত পরিবেশন করেন, শিল্পী আজিজুল হক মুন্সী, বাউল মুকুল সরকার, আনিসুর রহমান সাগর, আব্দুল আউয়াল, তরিকুল ইসলাম ও শিশু শিল্পী আমির খসরু।

গানের আসরে লালন শাহ, উকিল মুন্সী ও জালাল খাঁসহ বিভিন্ন বাউল সাধকদের ভক্তিমূলক গান শুনে মুগ্ধ হন উপস্থিত শ্রোতারা। এর আগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় চিরাং ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শামছু মহাজন, উপজেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক রোবেল খান পাবেল, কবি ও গীতিকার আব্দুল হাই সেলিম, লালন ভক্ত আব্দুল হালিম চিশতীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 # অতিরিক্ত ভাড়া আদায়ঃ সড়কে পুলিশের অভিযাননেত্রকোনার কেন্দুয়া উপজেলা থেকে জেলা সদরসহ ময়মনসিংহ ও কিশোরগঞ্জ সড়কে যাতায়াতকা...
23/05/2021

# অতিরিক্ত ভাড়া আদায়ঃ সড়কে পুলিশের অভিযান

নেত্রকোনার কেন্দুয়া উপজেলা থেকে জেলা সদরসহ ময়মনসিংহ ও কিশোরগঞ্জ সড়কে যাতায়াতকারী সিএনজির যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় প্রতিরোধে সড়কে অভিযানে নেমেছে স্থানীয় থানা পুলিশ।

রোববার (২৩ মে) দুপুরে কেন্দুয়া পৌর শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় অস্থায়ী সিএনজি স্ট্যান্ডে কেন্দুয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহ নেওয়াজের নির্দেশে এমন অভিযান পরিচালনা করেন, থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) হাবিবুল্লাহ খান।

অভিযান চলাকালে অতিরিক্ত ভাড়া আদায়ের সত্যতা পাওয়ায় দুই সিএনজি চালকের বিরুদ্ধে সড়ক পরিবহন আইনে মামলা দেয়া হয়েছে এবং এ সময় কেন্দুয়া-নেত্রকোনা সড়ক ও কেন্দুয়া-আঠারবাড়ি সড়ক, কেন্দুয়া-ময়মনসিংহ সড়ক ও কেন্দুয়া-কিশোরগঞ্জ সড়কসহ বিভিন্ন সড়কে চলাচলকারী সিএনজিচালকদের বিশেষভাবে সর্তক করে দেয় পুলিশ।

এ নিয়ে কয়েকজন ভুক্তভোগী সিএনজি যাত্রীর সাথে কথা হলে তারা জানান, ঈদ এবং সড়ক ভাঙা থাকার অজুহাত দেখিয়ে এসব সড়কে যাতায়াতকারী যাত্রীদের কাছ থেকে সিএনজি চালকরা দিগুণ ভাড়া আদায় করে আসছিলেন। বিষয়টি নিয়ে ভুক্তভোগী অনেক যাত্রী তাদের ফেসবুক আইডিতে স্ট্যাটাসও দিয়েছেন। এছাড়া কেউ কেউ মৌখিকভাবে থানা পুলিশের কাছেও অভিযোগ করেন।

মনিরুজ্জামান নামে ভুক্তভোগী এক সিএনজি যাত্রীর সাথে কথা হলে তিনি অভিযোগ করে বলেন, কেন্দুয়া থেকে ময়মনসিংহ পর্যন্ত নির্ধারিত সিএনজি ভাড়া হল ১৩০ টাকা। কিন্তু সিএনজি চালকরা ১৩০ টাকার বদলে ভাড়া আদায় করছেন ২৫০ টাকা করে। এছাড়া কেন্দুয়া থেকে নেত্রকোনা পর্যন্ত নির্ধারিত সিএনজি ভাড়া ৮০ টাকার পরিবর্তে চালকরা ১৫০ টাকা করে আদায় করছেন বলে জানান ওই সড়কে নিয়মিত যাতায়াতকারী যাত্রী সোহেল রানা। একইভাবে উল্লেখিত প্রতিটি সড়কেই সিএনজি চালকরা অতিরিক্ত ভাড়া আদায় করে আসছেন বলে যাত্রীদের অভিযোগ রয়েছে।

এ বিষয়ে অভিযান পরিচালনাকারী পুলিশের পরিদর্শক (তদন্ত) হাবিবুল্লাহ খানের সাথে কথা হলে তিনি বলেন,অভিযানের প্রথমদিন অতিরিক্ত ভাড়া আদায় করার কিছু সত্যতা পেয়েছি। এ জন্য সড়ক পরিবহন আইনে দুটি মামলাও দেয়া হয়েছে। পাশাপাশি সকল সিএনজি চালককে সর্তক করে দেয়া হয়েছে। পরবর্তীতে এই ধরনের অভিযোগ পেলে আরো কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং একই সাথে কোনো যাত্রীর কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হলে বা দাবী করলে কেন্দুয়া থানা পুলিশকে ইনফর্ম করার জন্যও অনুরোধ জানান তিনি।

 #আলমগীর_আকন্দের_ঈদ_শুভেচ্ছা= দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর সারাদেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। ঈদুল ফিতর উপলক্ষে সব...
14/05/2021

#আলমগীর_আকন্দের_ঈদ_শুভেচ্ছা

= দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর সারাদেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। ঈদুল ফিতর উপলক্ষে সবাইকে জানাই ঈদ মোবারক। ঈদ সকলের জীবনে বয়ে আনুক অনাবিল সুখ ও সমৃদ্ধি।

< আলমগীর আকন্দ, যুগ্ম আহবায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দুয়া উপজেলা শাখা।

 #অতিরিক্ত_পুলিশ_সুপার_মোরশেদা_খাতুনের_ঈদ__শুভেচ্ছা★ স্বাস্থ্যবিধি মেনে ঈদ উদযাপন করি     দেশকে সবাই নিরাপদ রাখি= পবিত্র...
13/05/2021

#অতিরিক্ত_পুলিশ_সুপার_মোরশেদা_খাতুনের_ঈদ__শুভেচ্ছা

★ স্বাস্থ্যবিধি মেনে ঈদ উদযাপন করি
দেশকে সবাই নিরাপদ রাখি

= পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা =
ঈদ মোবারক

< মোরশেদা খাতুন
অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, নেত্রকোণা।

 #সমাজকল্যাণ_প্রতিমন্ত্রীর_ঈদ_শুভেচ্ছা> ঈদ মোবারক <সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন। সবাই স্বাস্থ্যবিধি মেন...
13/05/2021

#সমাজকল্যাণ_প্রতিমন্ত্রীর_ঈদ_শুভেচ্ছা

> ঈদ মোবারক <
সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন। সবাই স্বাস্থ্যবিধি মেনে নিজ নিজ কর্মস্থলে ঈদ উদযাপন করুন। মহান আল্লাহ তায়ালা আমাদের করোনা ভাইরাস থেকে মুক্ত করুন।

= বীরমুক্তিযোদ্ধা মোঃ আশরাফ আলী খান খসরু
মাননীয় সমাজকল্যাণ প্রতিমন্ত্রী
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।

 #মোঃ_সাইফুল_ইসলামের_ঈদ_শুভেচ্ছা> পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সকলকে জানাই শুভেচ্ছা। ঈদ মোবারক।= মোঃ সাইফুল ইসলাম   উপজেলা ...
13/05/2021

#মোঃ_সাইফুল_ইসলামের_ঈদ_শুভেচ্ছা

> পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সকলকে জানাই শুভেচ্ছা। ঈদ মোবারক।

= মোঃ সাইফুল ইসলাম
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও)
পূর্বধলা, নেত্রকোণা।

 #তোফায়েল_আহমেদের_ঈদ_শুভেচ্ছা= ঈদের অনাবিল আনন্দে মুখরিত হোক প্রতিজন, প্রতিঘর।পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা।> তোফায়েল আহম...
13/05/2021

#তোফায়েল_আহমেদের_ঈদ_শুভেচ্ছা

= ঈদের অনাবিল আনন্দে মুখরিত হোক প্রতিজন, প্রতিঘর।

পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা।

> তোফায়েল আহমেদ
সাংগঠনিক সম্পাদক
বাংলাদেশ ছাত্রলীগ, নেত্রকোনা জেলা শাখা।

 #মোহাম্মদ_রোকনুজ্জামানের_ঈদ_শুভেচ্ছাআসসালামু আলাইকুম। ঈদ মোবারক, ঈদ মোবারক।                             ঈদ আপনার জীবনে ...
13/05/2021

#মোহাম্মদ_রোকনুজ্জামানের_ঈদ_শুভেচ্ছা

আসসালামু আলাইকুম।
ঈদ মোবারক, ঈদ মোবারক।
ঈদ আপনার জীবনে বয়ে আনুক শান্তি, সমৃদ্ধি ও নিরাপদ সামাজিক জীবন এই প্রত্যাশায় সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা।

 #মামুনুল_কবীর_খান_হলির_ঈদ_শুভেচ্ছাকোভিড ১৯,ভয়াবহ পরিস্থিতিতে এলো  #খুশির_ঈদ!🥀💜তাই,শুধু লক্ষ্য রাখুন,আপনার আশেপাশে কেউ য...
13/05/2021

#মামুনুল_কবীর_খান_হলির_ঈদ_শুভেচ্ছা

কোভিড ১৯,ভয়াবহ পরিস্থিতিতে এলো
#খুশির_ঈদ!🥀💜
তাই,শুধু লক্ষ্য রাখুন,
আপনার আশেপাশে কেউ যেন অনাহারে না থাকে, ঈদ আনন্দ থেকে কেউ যেন বঞ্চিত না হয়।
ভ্রাতৃত্ববোধের মহিমায় মহিমান্বিত হোক আমাদের সবার 'ঈদ আনন্দ'🥀🤎
কেন্দুয়া উপজেলাবাসী দেশ ও বিদেশে অবস্থানরত,সকল কে আমার পক্ষ থেকে
#ঈদুল_ফিতরের_শুভেচ্ছা।
ঈদ সকলের জীবনে বয়ে আনুক অনাবিল সুখ,শান্তি ও সমৃদ্ধি।
অফুরান শুভ কামনায় সবাইকে জানাই-
" োবারক"🥀🤎🥀💜🥀💚🥀💛

 #প্রতিবন্ধী_শিশুদের_মাঝে_ঈদের_জামা_বিতরণপবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার তিনটি প্রতিবন্ধী বিদ্...
08/05/2021

#প্রতিবন্ধী_শিশুদের_মাঝে_ঈদের_জামা_বিতরণ

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার তিনটি প্রতিবন্ধী বিদ্যালয়ের ৬০ জন শিক্ষার্থীর মাঝে নতুন জামা ও খাবার প্যাকেট বিতরণ করা হয়েছে।

শনিবার (৮ মে) দিনব্যাপী ওই তিনটি বিদ্যালয়ে পৃথক পৃথকভাবে প্রতি বিদ্যালয়ের ২০ করে হতদরিদ্র পরিবারের প্রতিবন্ধী শিক্ষার্থীর মধ্যে এসব জামা ও খাবার প্যাকেট বিতরণ করে নবছায়া নামে স্বেচ্ছাসেবী একটি সংগঠন।

নবছায়া সংগঠনের সভাপতি আয়েশ উদ্দিন ভূইয়া ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন রনির সাথে কথা হলে তারা জানান, সকাল ১১টায় কেন্দুয়া পৌরশহরের সালমা ইসলাম একাডেমি, দুপুর ১টায় বলাইশিমুল ইউনিয়নের নোয়াদিয়া গ্রামের স্বাধীনবাংলা অটিজম ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ে এবং বিকাল ৩টায় সান্দিকোনা ইউনিয়নের ডাউকী গ্রামের বীর মুক্তিযোদ্ধা ওয়াহিদুজ্জামান অটিজম ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এসব নতুন জামা ও খাবার প্যাকেট বিতরণ করা হয়।

29/04/2021

ধান চুরির অভিযোগে নেত্রকোনার মদন উপজেলার গোবিন্দশ্রী গ্রামে এভাবেই বাঁশের খুঁটিতে বেঁধে নির্মম প্রহার করা হয় এক ভিক্ষুককে।

গত ২৮ এপ্রিল ঘটে এমন হৃদয়বিদারক ঘটনাটি। নির্যাতনের শিকার ভিক্ষুকের নাম আব্দুল বারেক (৫৫)। তিনি ময়মনসিংহের নান্দাইল উপজেলার বাসিন্দা।

এ ঘটনায় নির্যাতনকারী গোবিন্দশ্রী গ্রামের মোক্তার হোসেনের ছেলে মাসুদকে আটক করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট থানা পুলিশ।

 ুর্ঘটনাময়মনসিংহের তারাকান্দায় ট্রাকচাপায় সিএনজি অটোরিকশার ৩ যাত্রী নিহত হয়েছেন। বুধবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে...
28/04/2021

ুর্ঘটনা

ময়মনসিংহের তারাকান্দায় ট্রাকচাপায় সিএনজি অটোরিকশার ৩ যাত্রী নিহত হয়েছেন।

বুধবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ময়মনসিংহ নেত্রকোনা সড়কের খিচা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ জেলা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার হাফিজুর রহমান।

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ : এক নারী আহতনেত্রকোনার মদন উপজেলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় শিরিন আক্তার (৪০) নামে এক ...
22/04/2021

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ : এক নারী আহত

নেত্রকোনার মদন উপজেলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় শিরিন আক্তার (৪০) নামে এক নারী অগ্নিদগ্ধ হয়ে আহত হয়েছে।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার তিয়শ্রী ইউনিয়নের বাস্তা গ্রামে এই ঘটনাটি ঘটেছে।

গুরুতর আহত শিরিন আক্তারকে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

তিনি বাস্তা গ্রামের ছলিম উদ্দিনের স্ত্রী।

এ সময় ৪টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ৮ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে স্থানীয়রা।

খবর পেয়ে মদন উপজেলার ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বাস্তা গ্রামের কৃষক ছহিম উদ্দীনের রান্না ঘরের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হলে এই দুর্ঘটনাটি ঘটেছে।

তারা জানায়, কৃষক নূরুল ইসলাম, রহিম উদ্দীন, রোকন উদ্দীন ও এহসান মিয়ার বসত ঘর ক্ষয়ক্ষতি হয়।

স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে মদন উপজেলা ফায়ার সার্ভিসকে খবর দেয়।

পরে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু কিছুক্ষণের আগুনে ৫ কৃষক পরিবারের প্রায় ৮ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হয়।

Address


Alerts

Be the first to know and let us send you an email when Cholti Somoy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Cholti Somoy:

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share