Shadat Hossain

  • Home
  • Shadat Hossain

Shadat Hossain সুরের সন্ধানে আমরা

আজকের ছবি °°°°°°°°°°°°°°°°কেমন হয়েছে জানাবেন... 💬
25/10/2022

আজকের ছবি
°°°°°°°°°°°°°°°°কেমন হয়েছে জানাবেন... 💬

21/10/2022

আওলাদে রাসূল সৈয়দ মোহাম্মদ সাবির শাহ্ (মুদ্দাজিল্লুহুল আলী) গাগড়ী পড়ালেন হাফেজ মুহাম্মদ মাহবুদুর রহমান তছিকে।

পবিত্র ঈদে মিলাদুন্নবী সাললালল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে রাহমাতুল্লিল আলামিন সুন্নী কনফারেন্সস্থানঃ- আবু সোবহান উচ্...
20/10/2022

পবিত্র ঈদে মিলাদুন্নবী সাললালল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে রাহমাতুল্লিল আলামিন সুন্নী কনফারেন্স
স্থানঃ- আবু সোবহান উচ্চ বিদ্যালয়, নানুপুর, ফটিকছড়ি, চট্টগ্রাম
তারিখঃ- ২০ই অক্টোবর ২০২২
প্রধান অতিথি
আওলাদে রাসুল আল্লামা সৈয়দ মুহাম্মদ তাহের শাহ (মাঃজিঃআঃ),
প্রধান বক্তা
পীরে বাঙ্গাল আল্লামা সৈয়দ মুহাম্মদ সাবির শাহ (মাঃজিঃআঃ) ও
বিশেষ বক্তা
শাহজাদা সৈয়দ মুহাম্মদ কাসেম শাহ (মাঃজিঃআঃ)।
Rahmatullil Alamin Sunni Conference
on the occasion of
Eid-E-Miladunnabi Sallallahualahi Wasallam
Venue:- Abu Sobhan High School, Nanupur, Fatikchari, Chattogram
Date:- 20th October 2022
Chief Guest,
Awlad-e-Rasul Allama Syed Muhammad Taher Shah (MJA),
Chief Speaker,
Peer-e-Bangal Allama Syed Muhammad Sabir Shah (MJA)
Special Speaker,
Shahzada Syed Muhammad Qasem Shah (MJA).

15/10/2022

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আজিমুশশান সুন্নি সম্মেলন
স্থানঃ- হাটহাজারী পার্বতী সরকারী উচ্চ বিদ্যালয় ময়দান
তারিখঃ- ১৫ই অক্টোবর ২০২২
Azimushshan Sunni Conference
on the occasion of
Eid-E-Miladunnabi Sallallahualahi Wasallam
Venue:- Hathajari Parvati Government High School Grounds
Date:- 15th October 2022

02/10/2022

নাতে রাসূল (সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)

23/09/2022

অনেকদিন পর আনন্দ ভাগাভাগি সবাই এক সঙ্গে 🥰

10/09/2022

আবার আসো একটিবার,লক্ষ চক্ষু অপেক্ষায়
তোমার হাসি তোমার চাহনি,আশেকের দু'চোখে অশ্রু ঝড়াই।
লেখা: মুহাম্মদ গোলাম পাঞ্জেতান।

এখন যা প্রশ্ন করে।
10/09/2022

এখন যা প্রশ্ন করে।

09/09/2022

সবাইকে অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি

21/08/2022

🥰🥰🥰🥰

20/08/2022

ফাসলো কোতাকাল্লুফ হে হাম সে আগার।

٢- عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه أن رجلا سأل رسول الله صلى الله عليه وسلم أي الإسلام خير قال تطعم الطعام وتقرأ ...
16/08/2022

٢- عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه أن رجلا سأل رسول الله صلى الله عليه وسلم أي الإسلام خير قال تطعم الطعام وتقرأ السلام على من عرفت ومن لم تعرف . (متفق عليه)
অনুবাদ: হজরত আবদুল্লাহ ইবনে আমর (র) হতে বর্ণিত, জনৈক ব্যক্তি হজরত রসুলুল্লাহ ( কে জিজ্ঞেস করলেন, “হে আল্লাহর রসুল। ইসলামের মধ্যে কোন কাজটি সর্বোত্তম?” তিনি বললেন, “তুমি অপরকে খাদ্য দেবে এবং পরিচিত অপরিচিত সবাইকে সালাম দেবে।” (বুখারি ও মুসলিম।)

একটানা ৭ বছর বিদেশে থেকে,আজকেই দেশে ফিরে আসলাম।বিমান বন্দরে নামানোর পর পর আমাকে অনেক যত্ন করে এসি নিয়ন্তিত এক মাইক্রোবাস...
15/08/2022

একটানা ৭ বছর বিদেশে থেকে,আজকেই দেশে ফিরে আসলাম।বিমান বন্দরে নামানোর পর পর আমাকে অনেক যত্ন করে এসি নিয়ন্তিত এক মাইক্রোবাসে করে
গ্রামে আনা হলো।

সন্ধ্যা হয় হয় অবস্থা।আগে থেকেই ভাই-বোন,বাবা-মা সহ গ্রামের অনেকেই আমাকে দেখার জন্য বাড়িতে বসে আছেন।এলাকার মাওলানা সাহেবও এসে গেছেন।শুধু একজনের আসার বাকি,তার জন্যই সবাই অপেক্ষা করে বসে আছে। বাহ! কয়েক বছর আগে,বেকার বলে আমাকে পরিত্যাগ করা মেয়েটাও আজ দেখি আমাকে দেখতে আসছে।তার সাথে একটা কন্যা সন্তানও আছে দেখছি।মাশাল্লাহ একদম অর মত দেখতে।টানা টানা চোখ,তবে মুখটা কেমন জানি ফ্যাকাশে হয়ে আছে,মনে হয় ভয় পেয়ে এমন হয়েছে। চারদিকে হৈহল্লা অবস্থা।তবে একটা জিনিস খেয়াল করলাম,সবাই আমাকে নয় আমার সাথে আসা বড় বাক্সটাকে নিয়েই বেশি আগ্রহী।
ছোট ভাইটা মনে মনে ভাবছে,যাক এবার ভাইয়ার সাথে আসা বক্সের মধ্যে থাকা টাকাগুলা থেকে কিছু টাকা দিয়ে ভাল ব্যাবসা শুরু করা যাবে।
আমার কষ্টের টাকা দিয়ে বিয়ে দেয়া বিবাহিত বোনটা ভাবছে,কি ভাবে আমার সাথে আসা টাকা গুলা থেকে কিছু টাকা দিয়ে স্বামীকে বিদেশ পাঠাতে পারবে।
আর বাবা ভাবছে,ছেলেটা সারাটা জীবন পরিবারের শান্তির জন্য কষ্ট করে গেলো।কিন্তু ঠিক মত পরিবারটা গুছাতে পারলো না।কিছুই হলো না ছেলেটাকে দিয়ে।কি অভাগা এক ছেলে। আর ঘরের একটা কোনায় বসে মা ভাবছে,কেউ খুলছে না কেনো এখনো কফিন বক্সের ঢাকনাটা।কেউ দেখায় না কেনো তাকে, আমার থেথলে যাওয়া চেহারাটা।
আর আমি নিজেকে নিজেই মরা হাতির মত ভাবছি।মরার পর নাকি হাতির মূল্য লক্ষ টাকা।সবার কাছে এখন আমার ও দেখছি তেমনি অবস্থা,কখনো কোথাও মূল্য পাই নাই।যখন বিদেশে ছিলাম তখন আমার নাম ছিলো কামলা। নিজের দেশের মানুষ ও সম্মান দিতো না। আজ পরিবার ও দিলো না।যাক এখন আমি সব চাহিদা কিংবা দায়িত্বের বোঝা থেকে হাজার যোজন দূরে। এখন শুধু ঘুম হবে খুব শান্তির ঘুম ।
===সংগ্রহীত পোস্ট

09/08/2022

উর্দু-নাশিদঃ- মুঝে কুফা ওয়ালো
সুরঃ- Muhammad Moshen

হে হোসাইন নবীজির আওলাত সালাম জানাই মোরা তুমাই।
08/08/2022

হে হোসাইন নবীজির আওলাত
সালাম জানাই মোরা তুমাই।

07/08/2022

হে হোসাইন নবীজির আওলাত
সালাম জানাই মোরা তুমাই

Edit= Rs Samir Chowdhury

05/08/2022

মধুর কন্ঠে মিলাদ কিয়াম
==================
মোহাম্মদ অলি উদ্দিন আরিফ

02/08/2022

একটা গাড়িতে তিনজন লোক ছিল একজন ইংরেজি শিক্ষক একজন বাংলা শিক্ষক একজন গণিত শিক্ষক হঠাৎ করে গাড়ির ব্রেক নষ্ট হয়ে গেল তখন ইংরেজি শিক্ষক বলে উঠলো হেল্প হেল্প বাংলা শিক্ষক বলল বাঁচাও বাঁচাও এখন প্রশ্ন হল এটা গণিতের মাস্টার কি বলবে। এই ধাঁধাটির উত্তর কি...? 🤔🤔

31/07/2022

৩য় অধিবেশন গাউসে জামান হাফেজ কারী সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহঃ এর সালানা ওরশ মোবারক অনুষ্ঠিত হয় উত্তর খিরাম জামে মসজিদে।

28/07/2022

উত্তম খিরাম নুরুল উলুম আহমদিয়া রেজভীয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা ইলিয়াছ খাঁন আল কাদেরি সাহেবের প্রথম কন্যা খাদিজাতুল কোবরা সাদিয়ার মেহেদী রজনী।

27/07/2022
চিরন্তন সত্য কথা। Love you বাবা ♥️
24/07/2022

চিরন্তন সত্য কথা। Love you বাবা ♥️

নিজের প্রতি বিশ্বাস রাখো! নিজের যোগ্যতার ওপর ভরসা রাখো! নিজের শক্তির ওপর বিনয়ী কিন্তু যথেষ্ঠ আস্থা ছাড়া তুমি সফল বা সুখী...
20/07/2022

নিজের প্রতি বিশ্বাস রাখো! নিজের যোগ্যতার ওপর ভরসা রাখো! নিজের শক্তির ওপর বিনয়ী কিন্তু যথেষ্ঠ আস্থা ছাড়া তুমি সফল বা সুখী হতে পারবে না।

19/07/2022

জীবন হোক কর্মময়, নিরন্তর ছুটে চলা। চিরকাল বিশ্রাম নেয়ার জন্য তো কবর পড়েই আছে
~ হযরত আলী (রা)

07/07/2022

প্রিয় খিরাম বাজারের গরুর হাট।

কিয়ামতের দিন দাঁড়িপাল্লায় সবচেয় ভারী হবে সুন্দর চরিত্র।(সূনান আবু দাউদঃ৪৭৯৯)
03/07/2022

কিয়ামতের দিন দাঁড়িপাল্লায় সবচেয় ভারী হবে সুন্দর চরিত্র।

(সূনান আবু দাউদঃ৪৭৯৯)

01/07/2022

খিরাম নুরুল উলুম আহমদিয়া রেজভীয়া দাখিল মাদ্রাসার ২০২২ সালের পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল

01/07/2022

যিলহজ্জ মাসের প্রথম ১০ দিনের দশটি আমল‼️

১👉 এই দশদিন নখ ও চুল না কাটা
২👉 যিলহজ্জের প্রথম ৯ দিন রোজা রাখা,
বিশেষতঃ(আরফার দিনের রোজা)♥️
৩👉 বেশি বেশি নফল ইবাদত করা
৪👉 আন্তরিকভাবে তাওবাহ্ করা
৫👉 বেশি পরিমানে আল্লাহর যিকর করা
৬👉 সামর্থ্য থাকলে হজ্জ ও ওমরা করা
৭👉 সামর্থবান হলে কুরবানি করা
৮👉 বেশি পরিমাণে তাকবির পাঠ করা
৯👉 যথাসম্ভব সকল গোণাহ থেকে বেঁচে থাকা
১০👉 সাদকাহ্ করা

30/06/2022

উত্তর খিরাম হযরত মুর্তজা আলি শাহ (রহঃ)এর বার্ষিক ওরশ শরীফের ভান্ডারী গান

Address


Telephone

+8801871706671

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shadat Hossain posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share