Swadesh Bangla

  • Home
  • Swadesh Bangla

Swadesh Bangla দেশ, বিদেশের সকল আপডেট নিউজ পেতে আমাদে
(14)

ভোলার লালমোহন উপজেলায় ককটেল বিস্ফোরণে মনির বয়াতি নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় বিস্ফোরণে তার ঘরের চালা উড়ে যায়। এছা...
21/11/2023

ভোলার লালমোহন উপজেলায় ককটেল বিস্ফোরণে মনির বয়াতি নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় বিস্ফোরণে তার ঘরের চালা উড়ে যায়। এছাড়াও দগ্ধ একজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

সোমবার (২০ নভেম্বর) দিবারাত ২টার দিকে উপজেলার ধলীগৌরনগরে বাংলাবাজার এলাকায় আজাহার মাঝির বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত মনির বয়াতি (৫০) একই এলাকার আজাহার মাঝির ছেলে। দগ্ধ ফিরোজ মাঝিও (৩৫) একই এলাকার বাসিন্দা।

এ তথ্য নিশ্চিত করেছেন লালমোহন থানার ওসি মাহাবুবুল আলম।

ওসি মাহাবুব জানান, রাতে উপজেলার ধলীগৌরনগরে বাংলাবাজার এলাকায় ককটেল বিস্ফোরণে একজন নিহত হয়েছেন। রাত ২টার দিকে হঠাৎ করে ককটেল বিস্ফোরিত হয়ে ঘরের চালা উড়ে যায়। এ সময় মনির ও ফিরোজ নামের দুজন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে প্রথমে ভোলা হাসপাতাল এবং পরে ঢাকায় নেয়ার পথে মনির মারা যান। ফিরোজকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি জানান, ঘটনাস্থল থেকে ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। স্থানীয় অনেকেই ধারনা করছেন, ঘরে মনির ও ফিরোজ হয়তো ককটেল তৈরি করছিলেন। এ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে থাকতে পারে। তবে পরিবারের দাবি, বাহির থেকে ককটেল নিক্ষেপ করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। তদন্তের আগে কিছু বলা যাচ্ছে না।

এ ঘটনায় হতাহতরা কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি বলেও জানান ওসি।

ভোলা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সাথে জেলা অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ভোলা প্রতিনিধি:  ভোলা জেলা প্রশ...
27/09/2023

ভোলা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সাথে জেলা অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

ভোলা প্রতিনিধি: ভোলা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন জেলা অনলাইন প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দ।

আজ বুধবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১ টায় জেলা প্রশাসক মোঃ আরিফুজ্জামান এবং ১২:৩০ মিনিটে জেলা পুলিশ সুপার মো: মাহিদুজ্জামানের সাথে জেলা প্রশাসকের কার্যালয় এবং পুলিশ সুপারের কার্যালয়ে পৃথক পৃথক ভাবে ভোলা জেলা অনলাইন প্রেসক্লাব কমিটির নবনির্বাচিত নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানান।

সে সময় জেলা প্রশাসক আরিফুজ্জামান বলেন সাংবাদিক হচ্ছে সমাজের আয়না। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে দেশ ও জাতি উপকৃত হচ্ছে। বিশ্বায়নের যুগে অনলাইন সাংবাদিকতার গুরুত্ব অপরিসীম। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে আমরা স্মার্ট বাংলাদেশ পদার্পণ করেছি। স্মার্ট মোবাইলে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সকল সংবাদ পাওয়া যায়। মিথ্যা গুজব বর্জন করে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে দেশ ও জাতির জন্য কল্যাণ বয়ে আনতে সক্ষম।

অপরদিকে জেলা পুলিশ সুপার মো: মাহিদুজ্জামান বলেন আজকের বিশ্বায়নে অনলাইনের গুরুত্ব অপরিসীম।তিনি আরো বলেন
ভোলা জেলা বাংলাদেশের অন্য জেলার চেয়ে এখন আর পিছিয়ে নেই। স্মার্ট বাংলাদেশ গড়তে আশা করি ভোলা জেলা অনলাইন প্রেসক্লাব দেশের ভাবমূর্তি অক্ষুন্ন রেখে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে বিশ্ব দরবারে বাংলাদেশের নাম উজ্জ্বল করবে।

সে সময়ে ভোলা জেলার প্রশাসনের ডি,আইওয়ান মীর খাইরুল কবির,গোয়েন্দা বিভাগের ওসি ডিবি মো: এ্যানায়েত হোসেন, সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার রিপন সরকার। ভোলা জেলা অনলাইন প্রেসক্লাব সভাপতি তুহিন খন্দকার, সাধারণ সম্পাদক এ কে এম গিয়াস উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি লিটন শেখ, সহ-সভাপতি এইচ এম ফাহাদ , সহ-সভাপতি বিজয় বাইন, যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল আলম সজিব, সাংগঠনিক সম্পাদক মো: মিজানুর রহমান সোহেল,ধর্ম বিষয়ক সম্পাদক এইচ এম নোমান,নির্বাহী সদস্য সোহেল রানা, সদস্য শাহাবুদ্দিন হাওলাদার, মো: কামাল হোসেন,বাছেদ মৃধা,মিহির মারুফ, জুলফিকার জুয়েল প্রমুখ

ভোলায় ইউপি চেয়ার‌ম্যানের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধনভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদি ইউনিয়নের চেয়ারম্যান, সাবেক শিল্প ও ...
24/09/2023

ভোলায় ইউপি চেয়ার‌ম্যানের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধনভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদি ইউনিয়নের চেয়ারম্যান,

সাবেক শিল্প ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের ভাতিজা ইফতারুল হাসান স্বপনের বিরুদ্ধে এলাকায় চাঁদাবাজি, নারী কেলেংকারি, সরকারি কর্মকর্তাদের সাথে অশোভন আচরণ, অদৃশ্য ক্ষমতা দিয়ে সরকারি কর্মকর্তাদের বদলি, তেঁতুলিয়া থেকে অবৈধ বালু উত্তোলন, পল্লী বিদ্যুতের প্রতি খুঁটি থেকে জোরপূর্বক টাকা আদায়, বিভিন্ন খামারের গরু চুরি ও জেলেদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায়ের অভিযোগ এনে এর প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে স্থানীয়রা।

বিশ্বায়নের যুগে অনলাইন সাংবাদিকতার গুরুত্ব অপরিসীম : এমপি শাওনSeptember 23, 2023ভোলা প্রতিনিধি: জেলা অনলাইন প্রেসক্লাবে...
23/09/2023

বিশ্বায়নের যুগে অনলাইন সাংবাদিকতার গুরুত্ব অপরিসীম : এমপি শাওন
September 23, 2023
ভোলা প্রতিনিধি: জেলা অনলাইন প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ ভোলা-৩ আসনের সাংসদ নুরুন্নবী চৌধুরী শাওন এমপি’র সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন।

শনিবার (২৩ সেপ্টেম্বর) সকালে এমপি শাওনের লালমোহন কলেজপাড়াস্থ বাসায় ভোলা জেলা অনলাইন প্রেসক্লাব কমিটির নবনির্বাচিত নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় এমপি শাওন বলেন, সাংবাদিক হচ্ছে সমাজের আয়না। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে দেশ ও জাতি উপকৃত হচ্ছে। বিশ্বায়নের যুগে অনলাইন সাংবাদিকতার গুরুত্ব অপরিসীম। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে আমরা স্মার্ট বাংলাদেশ পদার্পণ করেছি। স্মার্ট মোবাইলে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সকল সংবাদ পাওয়া যায়। মিথ্যা গুজব বর্জন করে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে দেশ ও জাতির জন্য কল্যাণ বয়ে আনতে সক্ষম।

ভোলা জেলা বাংলাদেশের অন্য জেলার চেয়ে এখন আর পিছিয়ে নেই। স্মার্ট বাংলাদেশ গড়তে লালমোহনে নুরুন্নবী চৌধুরী ফ্রি আইসিটি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রশিক্ষণ গ্রহণের পর ঘরে বসে লার্নিং আর্নিং এর মাধ্যমে ডলার ইনকাম করে বৈদেশিক মুদ্রা অর্জন করে বাংলাদেশকে সমৃদ্ধ করছে। আমি আশা করছি ভোলা জেলা অনলাইন প্রেসক্লাব দেশের ভাবমূর্তি অক্ষুন্ন রেখে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে বিশ্ব দরবারে বাংলাদেশের নাম উজ্জ্বল করবে।

এ সময় উপস্থিত ছিলেন, ভোলা জেলা অনলাইন প্রেসক্লাব সভাপতি তুহিন খন্দকার, সাধারণ সম্পাদক এ কে এম গিয়াস উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি লিটন শেখ, সহ-সভাপতি শহিদুল ইসলাম সোহেল, সহ-সভাপতি বিজয় বাইন, যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল আলম সজিব, সংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম আকাশ, সদস্য মিহির মারুফ প্রমুখ।

ভোলা জেলা অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দ সাংসদ মুকুলের সাথে শুভেচ্ছা বিনিময়। ভোলা প্রতিনিধি:ভোলা জেলা অনলাইন প্রেসক্লাবের ...
21/09/2023

ভোলা জেলা অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দ সাংসদ মুকুলের সাথে শুভেচ্ছা বিনিময়।

ভোলা প্রতিনিধি:
ভোলা জেলা অনলাইন প্রেসক্লাবের নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুল এর সাথে আনুষ্ঠানিক ভাবে সৌজন্য সাক্ষাত করে ফুলেল শুভেচ্ছা বিনিময় করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকাল ১১ ঘটিকায় বোরহানউদ্দিন পৌরসভা উপজেলা সড়কে এমপি মুকুল এর বাস ভবনে ভোলা জেলা অনলাইন প্রেসক্লাবের নেতৃবৃন্দ উপস্থিতি হয়ে ভোলা-২ আসনের এমপি আলী আজম মুকুলের হাতে নব গঠিত কমিটির নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানিয়ে মতবিনিময় করেন।

“বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে আমরা সবার আগে” এই স্লোগান কে সামনে রেখে একঝাক তরুণ সংবাদককর্মীর নিয়ে ভোলা জেলা অনলাইন প্রেসক্লাব কমিটি গঠন করা হয়।

সাংবাদিক বান্ধব সংসদ সদস্য আলী আজম মুকুল এ সময় সংগঠনের সকলকে মিষ্টিমুখ করান। তিনি ধৈর্য সহকারে সকল নেতৃবৃন্দের কথা শোনেন।

এ সময় আলী আজম মুকুল বলেন, “সাংবাদিকগন হলেন সমাজ ও রাষ্ট্রের দর্পণ। আপনাদের লেখালেখির মাধ্যমে আমরা নানা বিষয় জানতে পারি। কোথাও কোন ভুল হলে কিংবা কোন অনিয়মের ঘটনা ঘটলে সংবাদপত্রের মাধ্যমে আপনারা তুলে ধরলে তখন আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারি। আপনারা হাতখুলে লিখবেন। সাংবাদিকদের জন্য আমার দরজা সব সময় খোলা থাকবে। অতীতের ন্যায় সব সময় আমি সাংবাদিকদের পাশে থাকবো।

২০১৭ সালে সংগঠন প্রতিষ্ঠালগ্ন থেকে বস্তুনিষ্ঠ প্রতিটি সংবাদ সবার আগে তুলে ধরা,ঘটনার পিছনের ঘটনা, উন্নয়ন, সমস্যা ও সম্ভাবনা, কিংবা চারপাশে ঘটে যাওয়া নানা অনিয়ম তুলে ধরার চেষ্টা করছে ভোলা জেলা অনলাইন প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন ভোলা জেলা অনলাইন প্রেস ক্লাবের সভাপতি তুহিন খন্দকার, সাধারণ সম্পাদক এ কে এম গিয়াস উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি লিটন শেখ, সহ সভাপতি শহিদুল ইসলাম সোহেল, সহ-সভাপতি বিজয় বাইন, সহ-সভাপতি জাকির হোসেন পারভেজ, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান সুমন, সাংস্কৃতিক বিষয় সম্পাদক সাইফুল ইসলাম আকাশ, সদস্য এইচ এম এরশাদ প্রমুখ।

ঢাকা মে‌ট্রোপ‌লিটন পু‌লি‌শ ক‌মিশনার প‌দে পদা‌য়িত হওয়ায় জনাব হাবিবুর রহমান বি‌পিএম (বার),‌পি‌পিএম (বার) স্যার‌কে আন্ত‌রি...
20/09/2023

ঢাকা মে‌ট্রোপ‌লিটন পু‌লি‌শ ক‌মিশনার প‌দে পদা‌য়িত হওয়ায় জনাব হাবিবুর রহমান বি‌পিএম (বার),‌পি‌পিএম (বার) স্যার‌কে আন্ত‌রিক অ‌ভিনন্দন।দোয়া করি আল্লাহ যেন আপনাকে সব সময় সুস্থ রাখে এবং আপনার সকল নেক আশা গুলো পুরন করে (আমিন)

 #বুয়েট পাস এমন একজনকে চিনি, যার বিবাহিত জীবনের ১৩টা বছর শুধু একটা বাচ্চা নেয়ার চেষ্টায় কাটিয়ে দিচ্ছে। তার জীবনে সফল...
18/09/2023

#বুয়েট পাস এমন একজনকে চিনি, যার বিবাহিত জীবনের ১৩টা বছর শুধু একটা বাচ্চা নেয়ার চেষ্টায় কাটিয়ে দিচ্ছে। তার জীবনে সফলতা আছে কিন্তু পূর্ণতা নাই।

#ব্যাংকের এ,জি,এম এমন একজনকে চিনি, যার বউ দুইটা বাচ্চা রেখে আরেকজনের সাথে পালিয়ে গেছে। তার জীবনে সফলতা-পূর্ণতা সবই ছিলো, কিন্তু ভালোবাসাটা কপালে জুটেনি।

#এম,বি,এ পাশ করা একজনকে চিনি, পড়ালেখা শেষ করে ভালো কিছু করার জন্যে চলে যান দেশের বাহিরে , তারপর বিবাহের প্রস্তাব দেন ১৪ বছরের ভালোবাসার মানুষটির পরিবারে। শুধুমাত্র ছেলে প্রবাসী বলে বিবাহ দেননি। ভালো চাকুরী মানেই কি সব কিছু??

#প্রেম করে পালিয়ে বিয়ে করা এক মেয়ের গল্পটা জানি, কি নিদারুণ অত্যাচার সহ্য করে একদিন গলায় বিষ ঢেলে দিলো। ভালোবাসার জন্যে ঘর ছেড়েছিলো, সফলতা আসেনি কখনও।

#দেশ সেরা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া মেয়েটার গল্পটা জানি। শুধু গায়ের রঙটা কালো বলে প্রেমিকের বাবা মায়ের হাজারো অবহেলার কথা মাথায় তুলে নিয়ে রিলেশনটা ব্রেকাপ করতে হয়েছিলো। সেরা বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড গলায় ঝুলিয়েও সে সুখী হতে পারছে না।

#ক্যারিয়ার গঠনের জন্য যে মেয়ে, তার বাবা মাকে বিয়ের কথা উচ্চারণ করতে দেয়নি, সে মেয়েটির শেষ পর্যন্ত বিয়েই হয়নি। টাকা পয়সা সব আছে কিন্তু স্বামী সংসার নেই।

#চাকুরী না পাওয়া তরুণের গল্পটাও করুণ। বেকার থাকার সময়ে প্রেমিকার বিয়ের আয়োজনটা থামাতে পারে নাই। চাকুরীটা হাতে পাওয়ার আগেই বাবা মারা গেলো। "সফলতা মানেই সুখ" বাক্যটা তার কাছে সম্পূর্ণ মিথ্যা।

#পুলিশের একজন এসপি-কে জানি, যিনি ভাগ্যের গেড়াকলে পড়ে; সন্তান হারিয়েছেন, স্ত্রীকে হারিয়েছেন, সংসার ও চাকুরি সব হারিয়ে, এখন ক্ষমতাহীন নিঃস্ব জীবন-যাপন করছেন। সফলতা তার জীবনে সুখ আনতে আনতে পারেনি।

#একজন প্রফেসরের সাথে আমার কথা হয়েছিলো। তিনি বলেছিলেন, "বিবাহের চার বছর পর থেকে স্বামী অসুস্থ। আজ বারো বছর হলো দুই সন্তান ও অসুস্থ স্বামী নিয়ে সংসার করছি। জীবনে কি পেলাম?" সবই ছিলো, ভালো চাকুরী, দুই সন্তান। শুধু অর্থই জীবনের সব কিছু, একথা তার কাছে হাস্যকর।

#এক পরিচিত বড় ভাই ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হয়েও এখন হোমিওপ্যাথিক চিকিৎসক এবং হোমিওপ্যাথিক কলেজের প্রভাষক।

#একজন এম এ(ফার্স্ট ক্লাস ১৬তম)এলএল বি পাশ করে ওকালতি প্রাকটিস ও কলেজের প্রভাষক পদ ছেড়ে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক!

আসলে জগতে কে সুখে আছে? টাকায় সুখ দিয়েছে কয়জনকে? জীবনে সফলতা মানেই কি সুখ? একটা জীবনে সুখী হয়ে মারা গেছে ক'জন!!

সুখী দেখেছিলাম আমার এলাকার নসু পাগলাকে, সে এক বেলা পেট ভরে খেয়ে কি আয়েশী হাসিটাই না হেসেছিলো!! শুধু ভরা পেটেই যে সুখে থাকতে পারে তার চেয়ে সুখী আর কেও নাই!! আমরা যারা মানুষ, তাদের মন ভরে সুখ কখনো আসে না। আমরা কখনো পরিপূর্ণভাবে সুখী হতে পারি না। বাস্তবতা বড় ফ্যাকাশে, স্বপ্নের মতো রঙিন হয় না।

একটু সুখের জন্যে অনেক কিছুর দরকার নেই। চলুন, আমরা মনটাকে একটু ভালো করি, ক্ষমতা ও অর্থের দম্ভ থেকে সরে আসি, হিংসা, লোভ, স্বার্থপরতা ত্যাগ করি, সৃষ্টিকর্তার তরে নিজেকে সপে দিই; আর কাউকে না ঠকাই।আমাদের জীবন সুখের হবে।

ভোলা জেলা অনলাইন প্রেসক্লাবের ৩১ সদস্য বিশিষ্ট কার্যনিবার্হী পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।“বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে আমর...
16/09/2023

ভোলা জেলা অনলাইন প্রেসক্লাবের ৩১ সদস্য বিশিষ্ট কার্যনিবার্হী পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
“বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে আমরা সবার আগে” এই স্লোগানকে সামনে রেখে শনিবার (১৬ সেপ্টেম্বর ২০২৩ ইং) দুপুরে ভোলা সদরের একটি চাইনিজ রেস্তোরায় ভোলা জেলা অনলাইন প্রেসক্লাবের ৩১ সদস্য বিশিষ্ট কার্যনিবার্হী পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।উক্ত অনুষ্ঠানে ভোলা জেলা অনলাইন প্রেসক্লাব সকল সদস্যের সম্মতিক্রমে আগামী ২ বছরের জন্য খবর প্রতিদিন পত্রিকার প্রকাশক ও সম্পাদক তুহিন খন্দকারকে সভাপতি ও দৈনিক সময় সংবাদ পত্রিকার জেলা প্রতিনিধি এ কে এম গিয়াস উদ্দিনকে সাধারণ সম্পাদক পদে নির্বাচন করা হয়।সংগঠনের অন্যান্য সদস্যরা হলেন – সিনিয়র সহ-সভাপতি লিটন শেখ (নিউজ বিডি),সহ -সভাপতি শহীদুল ইসলাম সোহেল (দৈনিক দক্ষিণের ক্রাইম),সহ- সভাপতি জাকির পারভেজ (দৈনিক মতবাদ),সহ-সভাপতি বিজয় বাইন (ভোলা প্রকাশ),সহ- সভাপতি এইচ এম ফাহাদ (দৈনিক আমাদের সংবাদ),যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল আলম সজীব (দৈনিক আজকের দর্পন),যুগ্ম সাধারন সম্পাদক মোঃ কামাল উদ্দিন (দৈনিক প্রথম সকাল),সাংগঠনিক সম্পাদক মোঃ মিজানুর রহমান সোহেল (দৈনিক আমাদের বরিশাল),সহ-সাংগঠনিক সম্পাদক মো: মেহেদী হাসান সুমন (দৈনিক সত্য সংবাদ),দপ্তর সম্পাদক মোঃ হাবিবুল্লাহ সুমন (দৈনিক আমাদের বরিশাল),প্রচার সম্পাদক নিয়াজ মাহমুদ জয় (দৈনিক সকালের সময়),ধর্ম বিষয়ক সম্পাদক এইচ এম নোমান (দৈনিক ভোলা টাইমস),শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক মো: হাসান লিটন (দৈনিক সংবাদ সারাবেলা),তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক কবি আমজাদ (সম্পাদক সকালের ডাক),প্রবাসী কল্যান বিষয়ক সম্পাদক এম শামসুর রহমান সোহেল (মাই টিভি, দুবাই প্রতিনিধি),সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম আকাশ (দৈনিক আজকের পত্রিকা)।

নির্বাহী সদস্যঃ
মোঃ সাগর চৌধুরী (সম্পাদক wnews.com)
সম্পাদক, আঃ ছাত্তার (সম্পাদক- উপকুল বার্তা),
এম আর মামুন (সম্পাদক- দৈনিক সময়ের চিত্র),
মোঃ সেলিম রানা (দৈনিক আমার সংবাদ)

সাধারন সদস্যঃ
এইচ এম এরশাদ (দৈনিক আমার সংবাদ),
গোলাম মাহমুদ শাওন(দৈনিক বরিশাল সমাচার),
এম আনোয়ার হোসেন (ক্রাইম আওয়ার ডট কম),
বাসেত মৃধা (টুডে ক্রাইম),
হাওলাদার সাহাবুদ্দিন (দৈনিক মানব কন্ঠ),
মোঃসৌরভ আলী (দৈনিক শিক্ষা ডট কম),
মোঃ ইসরাফিল (দৈনিক নবচেতনা),
মো: শামসুদ্দিন খোকন (দৈনিক আমার বার্তা), জুলফিকার তালুকদার (দৈনিক শিরোমনি)।
সংগঠনের সকল সদস্যকে ঐক্যবদ্ধ থেকে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বান জানান সংগঠনের সভাপতি তুহিন খন্দকার।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পরবর্তী কমিশনার হচ্ছেন অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান,অনেক অনেক শুভকামনা রইলো আপনার জন্য,আপন...
15/09/2023

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পরবর্তী কমিশনার হচ্ছেন অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান,অনেক অনেক শুভকামনা রইলো আপনার জন্য,আপনি আমাদের গর্ব।প্রিয় মুখ,প্রিয় মানুষ অপেক্ষায় রইলাম আপনার জন্য।

কন্যা সন্তান আল্লাহর দেয়া শ্রেষ্ঠ নেয়ামত💞 #সময়টা১৯৮৩সাল। আম্মা তখন সবেমাত্র মাধ্যমিক পাশ করেছেন। সেই বছরই পারিবারিক অসচ্...
09/08/2023

কন্যা সন্তান আল্লাহর দেয়া শ্রেষ্ঠ নেয়ামত💞
#সময়টা১৯৮৩সাল।
আম্মা তখন সবেমাত্র মাধ্যমিক পাশ করেছেন।
সেই বছরই পারিবারিক অসচ্ছলতায় বিয়ে হয়ে যায় তার।
দাদার বাড়িতে এসে যৌথ পরিবারে কাজের চাপে আম্মার পড়াশোনা একবারে বন্ধ হয়ে যায়।
এরমধ্যে পরিবারের হাল ধরতে বাবা পাড়ি জমান মধ্যপ্রাচ্যের দেশ ওমানে। এক বছর বাদে জন্ম হয় আমার বড় আপার।
বছর দুয়েক পর আমার ছোট আপার (দ্বিতীয় মেয়ে) জন্ম হলে দাদাবাড়ি আম্মার জন্য হয়ে ওঠে বিভীষিকাময়।
প্রতিনিয়ত আম্মাকে শুনতে হতো নানান বঞ্চনা।

পরিবারের ঘানি মুছতে মায়ের বিদেশ পাড়ি: পরিবারের খরচ সামাল দিতে না পারায় আমার বড় দুই বোনকে নিয়ে আম্মাও পাড়ি জমান বাবার কাছে ওমানে। বাবার চাকরির পাশাপাশি আম্মা হোমস্কুলিং শুরু করেন।
দুই জনের আয়ে ভালোই চলত আমাদের সংসার। এর মধ্যে আমি এবং তার দুই বছর বাদে আমার ছোট বোনের জন্ম হলে যেন আমার মায়ের জীবনে নরক নেমে এলো! প্রতিনিয়ত শুনতে হতো, ‘সব মাইয়্যা হলো, শেষ বয়সে দেখবে কে!’ বাড়ি থেকে আব্বার কাছে কল এলেই শুনতে হতো, ‘সবগুলো মেয়ে হলো, মরলে খাটিয়া ধরবে কে!’— এভাবে নানা টিপ্পনী আর কষ্টের মধ্যে আমাদের বড় করতে লাগলেন আম্মা।
ওমানে সে সময় আমাদের খরচ, আবার গ্রামে দাদা-দাদির জন্য খরচ পাঠানোর পর ভালো মানের স্কুলে আমাদের পড়ানোর অবস্থা দিনদিন কঠিন হয়ে ওঠে। বাধ্য হয়ে আম্মা তখন সিদ্ধান্ত নেয় আমাদের নিয়ে আবার দেশে ফিরে আসবেন।

চার কন্যাকে নিয়ে দেশে ফেরা: ১৯৯৫ সালে আম্মা তখন আমাদের চার বোনকে নিয়ে দেশে ফেরেন। দেশে ফিরে গন্তব্য অনিশ্চিত, কোথায় থাকব, কোথায় খাব! কোথাও আমাদের ঠাঁই হলো না।

শেষ পর্যন্ত আম্মা চট্টগ্রাম হলি শহরে ছোট্টা একটা বাসা নেন। সেখানে আবার শুরু হয় আমাদের জীবনযুদ্ধ। বাজার-সদাই থেকে শুরু করে আমাদের পড়াশোনার দেখভাল, সব কিছুই আম্মাকে একই করতে হতো। আমার নানা মাঝেমধ্যে এসে দেখে যেতেন। বড় আপুর বয়স তখন আট আর ছোট বোনের বয়স দুই, আমরা তখন কী যে বিভীষিকাময় পরিস্থিতির মধ্যে জীবন পার করেছি, তা কেবল আমরা জানি আর সৃষ্টিকর্তা জানেন।
দাদাবাড়ির লোকজন কখনো আমাদের খোঁজখবর নিতে আসতেন না। বরং তখন আমার আম্মাকে নানা রকম ভর্ত্সনা শুনতে হতো আত্মীয়স্বজনের। আম্মা মুখবুজে সব সহ্য করে যেতেন আমাদের ডাক্তার বানানোর স্বপ্নে।
তার স্বপ্ন আরো প্রবল হয়, যখন দেখতেন তার মেয়েরা পড়াশোনায় খুব ভালো করছে। স্কুলে সবার রোল ক্লাসের প্রথম দিকে। ‘মেয়েদের এত পড়িয়ে কী লাভ, এরা তোমার কিছুই করতে পারবে না’ এমন কথা প্রতিনিয়ত শুনতে শুনতে আব্বাও একসময় হাল ছেড়ে দেন।
আমাদের পড়ালেখা বাদ দিতে বলেন।
কিন্তু আম্মা হাল ছাড়েননি।
এদিকে আব্বার শোচনীয় অবস্থা। আমাদের খরচের পাশাপাশি বাড়িতে দাদা-দাদি, ফুপুদের খরচও চালাতে হিমশিম খেতে হতো।
নভেম্বর-ডিসেম্বর বার্ষিক পরীক্ষার পর সবাই যখন গ্রামে বেড়াতে যেত আমরা তখন খুঁজে খুঁজে বৃত্তির পরীক্ষাগুলো দিতাম।
আল্লাহর রহমতে যত জায়গায় পরীক্ষা দিতাম সব জায়গায় বৃত্তি পেতাম। এদিকে ২০০১ সালে পরিবারে পুরোপুরিভাবে বিপর্যয় নেমে আসে।
আব্বা তখন চাকরি হারিয়ে ঘরবন্দি হয়ে যান। একদিকে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ঘরবন্দি, অন্যদিকে দাদুর পাকস্থলীতে জটিল ক্যান্সার ধরা পড়ে।
পরিস্থিতি কাটিয়ে উঠতে আম্মার স্বর্ণ-গয়নাসহ জমানো সব টাকা খরচ করতে থাকেন দাদুর চিকিৎসায়।
আমাদের পড়াশোনা বন্ধ হয়ে যাওয়া উপক্রম।
আম্মা তখন বাবার ২০ বছরে জমানো টাকায় কেনা চট্টগ্রাম হলি শহরে আমাদের থাকার বাড়িটাও বিক্রি করে দেন। মানবেতর জীবনযাপনের মধ্যে আল্লাহর রহমতে চার বছরের মাথায় আব্বা আবার চাকরিটা ফিরে পান।
এভাবে টানাপড়েন আর কষ্টের মধ্যে কেটে গেল আমাদের উচ্চমাধ্যমিক জীবন।

অবশেষে স্বপ্নপূরণের পথে : ২০০৫ সালে বড় আপা দিনাজপুর সরকারি মেডিক্যালে ভর্তির সুযোগ পান, তখন আত্মীয়-স্বজন নানা কটূক্তি করত, ‘দিনাজপুর মেডিক্যালে পড়ে কী হবে, কত ডাক্তার রাস্তাঘাটে ঘোরে।’ বড় আপা কারও কথা শোনেননি, নিজেই ভর্তি আবেদন থেকে শুরু করে ভর্তি—সব একাই করেছেন।
এরপর ২০০৮-২০০৯ সেশনে মেজো আপা কুমিল্লা মেডিক্যালে, পরের বছর কক্সবাজার মেডিক্যালে ভর্তির সুযোগ পেলাম আমি। সবশেষে আমার ছোট বোনও ২০১০-২০১১ সেশনে ভর্তির সুযোগ পেল ঢাকা মেডিক্যালে। বড় আপা, মেজো আপা বোর্ডে মেডিক্যাল প্রফেশনাল পরীক্ষায় স্ট্যান্ড করতেন অনার্স মার্কসহ। এখন এলাকায় আমাদের নাম-ডাক শুরু হয়ে গেল। একসময় যারা ভর্ত্সনা করত, এখন তারাই গর্ব করে বলে, মোমেনা-কামালের মেয়েরা ডাক্তার।

চার বোনের ঠিকানা এখন যেসব হাসপাতালে: বড় আপা ডা. কামরুন নাহার ২০১৩ সালে গাইনি অ্যান্ড অবস্ বিষয়ে এফসিপিএস পার্ট-১ পাশ করেন। একই বিষয়ে ২০১৫ সালে এমএসে চান্স পান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে।

এরপর এপসিপিএস পার্ট-২-তে উচ্চতর ডিগ্রি নেন ফেটোমেটারন্যাল মেডিসিনের ওপর। মেজো আপা ডা. হুমায়রা তাবাসসুম ২০১৭ সালে বারডেম হাসপাতালে সুযোগ পান এন্ডোক্রাইনোলজি অ্যান্ড মেটাবলিজমে।

সেখান থেকে ২০২১ এ আমার ছোট বোন ডা. নিগার সুলতানাও মেডিসিন বিষয়ে এফসিপিএস পার্ট-১ পাশ করেন। ২০২২ সালে আমি আর ছোট বোন ইন্টারন্যাল মেডিসিনে একসঙ্গে এমডি কোর্সে ভর্তির সুযোগ পাই ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে।

২০১৯ সালের ডিসেম্বরে মেজো আপা, আমি এবং আমার ছোট বোন আমরা তিন জন একসঙ্গে ৩৯তম বিসিএসে নিয়োগপ্রাপ্ত হই।
আমাদের প্রথম পোস্টিং হয় আমাদের দাদা-নানার বাড়ি সন্দ্বীপে।

আমার মা সেখানে আমাদের ফেরত পাঠালেন যেখানে তাকে শুনতে হতো, ‘মেয়েরা পড়াশোনা করে কী হতে পারবে?
বর্তমানে বড় আপা বঙ্গবন্ধু শেখ মুজিবুর মেডিক্যাল হাসপাতালে, মেজো আপা বারডেমে দায়িত্বরত আছেন।
আর আমি এবং ছোটবোন ঢাকা মেডিক্যালে মেডিসিন বিশেষজ্ঞ হওয়ার জন্য প্রশিক্ষণরত চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করছি।
#দৈনিক_ইত্তেফাক. সংগৃহীত।

চরফ্যাশন দুলার হাটে ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ভাষা দিবস উদযাপনভোলা সংবাদাতা ঃভোলা চরফ্যাশন উপজেলার দুলার হাট থানায় জাঁকজম...
22/02/2023

চরফ্যাশন দুলার হাটে ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ভাষা দিবস উদযাপন

ভোলা সংবাদাতা ঃভোলা চরফ্যাশন উপজেলার দুলার হাট থানায় জাঁকজমকপূর্ণ ভাবে মহান ২১শে ফেব্রুয়ারী ( ভাষা দিবস) পালিত হয়েছে।মহান ২১ শে ফেব্রুয়ারী রোজ মোঙ্গলবার রাত ১২ টায় শহীদ মিনারে দুলার হাট থানা প্রশাসন,রাজনৈতিক নেত্রীবৃন্দ ও বিভিন্ন প্রতিষ্ঠান শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেন।

আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি গানের আওয়াজে মুখরিত করে প্রশাসন রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক,শিক্ষার্থী ও সাধারন মানুষের উপস্থিতিতে দুলার হাট থানার সড়কগুলো পরিপুর্ণতায় ২১ শে ফেব্রুয়ারীর সকালটা ঐতিহাসিক পুর্ণতা লাভ করছে।

চরফ্যাশন পশ্চিমাঞ্চল দুলার হাটের রাজনৈতিক দল, শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যনার সামনে প্রভাত ফেরীতে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে অফিস ও প্রতিষ্ঠান হল রুমে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও আলোচবা সভা অনুষ্ঠিত হয়।

নুরাবাদ ইউনিয়ন পরিষদ,নীলিমা জ্যাকব মহাবিদ্যালয়,দুলার হাট মাধ্যমিক বিদ্যালয়,দুলার হাট বালিকা মাধ্যমিক বিদ্যালয়, দুলার হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়,,ইনোভেটিভ স্কুল,দুলার হাট মহিলা দাখিল মাদ্রাসা, দুলার হাট আদর্শ ডিগ্রী কলেজ, গোল্ডেন চাইল্ড ফ্রি ক্যাডেট স্কুল, মাকসুদুর রহমান এ্যাকাডেমি পৃথক পৃথক ভাবে স্বত্বঃস্ফুত ভাবে দিনটি পালন করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন ২১ মানে বাংলাদেশের এক রক্তাক্ত ইতিহাস। প্রায় ৪৭ বছর পর শহীদের ত্যগের স্মৃতিকে ধরে রাখতে আন্তর্জাতিক ভাবে ১৯৯৯ সালে স্বীকৃতি পেয়েছে মহান ভাষা দিবস।

১৯৫৩ সাল থেকে ১৯৯৯ সাল পর্যন্ত জাতীয় শহীদ দিবস হিসাবে পালন করছি। ২০০০ সালের ২১শে ফেব্রুয়ারী সারাবিশ্বে ১৮৮ দেশে একযোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন হচ্ছে।

এ গৌরবের অংশীদার আমরা প্রতিটি বাঙ্গালী তাই একুশের চেতনা এক জাতীয় চেতানার উন্মেষ।

উল্লেখ্য দুলার হাট মধ্যমিক বিদ্যালয়ের হল রুমে মোঃ হোসেন বিপ্লবের সভাপতিত্বে, প্রধান অতিথি নুরাবাদ ইউনিয়ন আ’লীগের সভাপতি সাহাবুদ্দিন মাষ্টার, নীলিমা জ্যাকব কলেজের অধ্যক্ষ শুভ্র মনির, নুরাবাদ ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন, নীলকমল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলমগীর হোসেন হাওলাদার প্রমুখ বক্তব্য রাখেন।

এদিকে নুরাবাদ ইউনিয়ন সাবেক চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে পৃথক ভাবে দিনটি ভাবগাম্ভীর্যের সহিত উদযাপন করতে দেখা গেছে।

বাংলাদেশ ব্যাংকে ৯১ জনের চাকরির সুযোগ,ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত বিভিন্ন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে ১০টি পদ...
15/02/2023



বাংলাদেশ ব্যাংকে ৯১ জনের চাকরির সুযোগ,ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত বিভিন্ন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে ১০টি পদে ৯১ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১৩ মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন।

14/09/2022

সাংবাদিক সমাজ এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।অচিরেই অপরাধীকে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে জেলা অনলাইন প্রেসক্লাবের সকল সাংবাদিক উদাত্ত আহবান জানাচ্ছি।

ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য জননেতা আলহাজ্ব  হাফিজ ইব্রাহিম ভাই ভোলা জেলা ছাত্রদলের সভাপতি  শহীদ নুরে আলম এবং সেচ্ছাসেব...
30/08/2022

ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য জননেতা আলহাজ্ব হাফিজ ইব্রাহিম ভাই ভোলা জেলা ছাত্রদলের সভাপতি শহীদ নুরে আলম এবং সেচ্ছাসেবক দলনেতা শহীদ আবদুর রহিমের পরিবারের মাঝে নগদ সহায়তা এক লক্ষ টাকা করে মোট দুই লক্ষ টাকা দুই পরিবারের মাঝে ভোলা জেলা বিএনপি,ছাত্রদল, সেচ্ছাসেবকদলসহ অন্যান্য নেতৃবৃন্দের মাধ্যমে বিতরন।

বিসমিল্লাহির রহমানির রহিম,দ্রবমূল্যের ঊর্ধ্বগতি ও ভোলা জেলা ছাত্রদলের সভাপতি শহীদ নুরে আলাম ও সেচ্ছাসেবক দলের নেতা শহীদ ...
27/08/2022

বিসমিল্লাহির রহমানির রহিম,
দ্রবমূল্যের ঊর্ধ্বগতি ও ভোলা জেলা ছাত্রদলের সভাপতি শহীদ নুরে আলাম ও সেচ্ছাসেবক দলের নেতা শহীদ আব্দুর রহিম হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বিক্ষোভ সমাবেশে আমার নির্বাচনি এলাকা বোরহানউদ্দিনের দৌলতখান
(ভোলা ২) এর উদ্দেশ্যে রওনা হলাম, সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমাকে সুস্থ শরীরে আপনাদের মাঝে পৌছে দেয়।( আমিন)

ভোলা দুলার হাট বঙ্গবন্ধু ফুটবল ফাইনাল টুর্ণামেন্টে অফিসপাড়া একাদশের শিরোপা জয়।ভোলা সংবাদাতাঃ বাংলাদেশ ছোট একটি দরিদ্র দে...
02/01/2022

ভোলা দুলার হাট বঙ্গবন্ধু ফুটবল ফাইনাল টুর্ণামেন্টে অফিসপাড়া একাদশের শিরোপা জয়।

ভোলা সংবাদাতাঃ
বাংলাদেশ ছোট একটি দরিদ্র দেশ। অথচ খেলাধূলার ক্ষেত্রে পিছিয়ে নেই। তবে স্বরন রাখা চাই যে জাতি খেলাধূলায় যত বেশি পারদর্শী পৃথিবীতে সে জাতি তত বেশি পরিচিতি লাভ করছে। কারন শরীর কে সুস্থ্য ও মনকে সতেজ রাখতে ফুটবল খেলার গুরুত্ব অপরিসীম।

তারই ধারাবাহিকতায় ভোলা চরফ্যাশন পশ্চিমাঞ্চল দুলার হাট হাসপাতাল রোডে বন্ধু মহল হাউজিং প্রকল্পে বঙ্গবন্ধু হকিবার ফুটবল টুর্ণামেন্ট (২০২১-২২) ফাইনালে শক্তিশালী "দুলার হাট অফিসপাড়া ফুটবল একাদশ বনাম নীলকমল চরযমুনা আদর্শপাড়া ফুটবল একাদশ এর মধ্যকার খেলায়(২-১) গোলে শিরোপা জয় করলেন দুলার হাট অফিস পাড়া ফুটবল একাদশ।

মাত্র ১২ মিনিটে অফিসপাড়া ফুটবল একাদশের মোঃ রায়হানের পায়ে প্রথম গোলটি আসে।

ম্যাচের বিরতির পর নীলকমল চরযমুনা আদর্শপাড়া ফুটবল একাদশ গোলটি পরিশোধে (১-১)সমতায় ফিরে।পরে আম্পায়ার ও বিচারকের সিদ্ধান্তে ৯০ মিনিটের পর ট্রাইবেকারে (২-১) গোলে দুলার হাট অফিসপাড়া ফুটবল একাদশ শিরোপা ট্রপি অর্জন করেন।

উল্লেখ্য টুর্ণামেন্টে ১.দুলার হাট অফিসপাড়া ফুটবল একাদশ ২.নীলকমল চরযমুনা আদর্শপাড়া ফুটবল একাদশ ৩.আহাম্মদপুর ফুটবল একাদশ ৪.আলীবাজার ফুটবল একাদশ ৫. দুলার হাট কলেজ পাড়া ফুটবল একাদশ ৬.মাতব্বর বাড়ি ফুটবল একসময় ৭.দুলার হাট দুরন্ত ফুটবল একাদশ ৮.নজিরমাজির হাট ফুটবল একাদশ অংশগ্রহণ করেন।

ম্যাচেটি ১৬ ডিসেম্বর শুরু হয়ে আজ(২ জানুয়ারি) ২০২২ ফাইনালে ট্রপি গ্রহন দুলার হাট অফিসপাড়া ফুটবল একাদশের অধিনায়ক মোঃ দেলোয়ার।

হাজার দর্শকের উপস্থিতিতে বঙ্গবন্ধু হকিবার ফুটবল টুর্ণামেন্টে প্রধান অতিথি দুলার হাট থানার সেকেন্ড অফিসার মোঃশহিদুল ইসলাম, বিশেষ অতিথি দুলার হাট বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি মোঃ রুহুল আমিন মিয়া,ভোলা জেলা অনলাইন প্রেসক্লাবের সহ- সভাপতি ও চরফ্যাশন উপজেলা পুস্তক প্রকাশন ও বিক্রেতা সমিতির সভাপতি এবং শিক্ষক এ,কে এম গিয়াসউদ্দিন (বাচ্চু), প্রভাষক মোঃ কবির, নুরাবাদ ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন, মোঃ শফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য প্রদান করেন।

"ভিক্ষুকের মতো ভিক্ষা চাচ্ছি এই অসহায় মাকে তার সন্তানকে বাঁচাতে ভিক্ষা দিন😭🙏"মানবিক আবেদন। দয়া করে কেউ এরিয়ে যাবেন না। ...
25/12/2021

"ভিক্ষুকের মতো ভিক্ষা চাচ্ছি এই অসহায় মাকে তার সন্তানকে বাঁচাতে ভিক্ষা দিন😭🙏

"মানবিক আবেদন। দয়া করে কেউ এরিয়ে যাবেন না। আপনার জন্যই হয়ত বেচে যেতে পারে আমার ছেলের জীবনটা।" আপনাদের একটা শেয়ার পারে আমার ছেলেকে সুস্থ স্বাভাবিক জীবন ফিরিয়ে দিতে।🙏🙏

যার যেমন সামর্থ্য ২০০/৩০০/৫০০/১০০০/২০০০/৫০০০/১০০০০ যেভাবে যত পারেন সাহায্য করুন আমার ছেলের প্রান বাঁচাতে ভাই আপু তোমরা আমার ধর্মের ভাই বোন দয়া করো🙏😭😭

আমাদের একমাত্র ছেলে তাহমিদ হাসান। জন্মের পর থেকে ওর পায়খানা সাদা আর পেটে ফুলা ছিলো, কখনো ভাবিনি অনেক বড় রোগ নিয়ে ও বসে আছে।আমরা পিজি হাসপাতালে ভর্তি হবার পরই এতকিছু জানতে পারি। তখন ওর সাড়ে ১০ মাস বয়স। জুনের ৩০ তারিখে ওকে ঢাকা মেডিকেল ভর্তি করাই আর সেপ্টেম্বর বাসায় নিয়ে আসি।
টানা ৩ মাসের ফলাফল হলো আমার তাহমিদের এই মেডিকেল রিপোর্টগুলো
(যা নিচে দিয়ে দেয়া হয়েছে)আর এই কয়দিনে ক্যানোলা দিয়ে চালনির মতো ঝাজড়া করে ফেলা হয়েছে তার ছোট্ট কোমল হাত, পা আর মাথাটা। এই ৩ টা মাসে আমার ছেলে যে কতটা কষ্ট পেয়েছে তা উপরওয়ালা, আমি আর ওর বাবা ছাড়া কেউ জানে না। একটা সময় ঢাকা মেডিকেলের নার্স গুলো বলত ওকে আর ক্যানলা করতে ভাল লাগে না।যদি সম্ভব হত তাহলে ওর জন্য ক্যানোলা আমরা আমাদের হাতেই করে নিতাম। এই ৩ টা মাস আমার ছেলেকে এমন কোন বড় রোগ নাই যে সে ভুগে নাই। নিমোনিয়া, হার্টের ছিদ্র, বুকে ইনফেকশন, রক্ত শুন্যতা, আর জন্ডিস তো আছেই। যার দরুন তার লিভার এখন ডেমেজের পথে। কখনো নাম ও শুনি নাই যে, বিলিয়ারি এট্রেশিয়া নামক ভয়াল কোন রোগ আছে।আর শেষে তা বাসা বাধল গিয়ে আমার ছোট্ট সন্তানের শরীরে।“Biliary Atresia” শুধু মাত্র ছোট বাচ্চাদের আক্রান্ত করে। পৃথিবীতে এই রোগের আক্রান্ত সংখ্যা খুব কম। ১০-১৫ লাখে ১% বাচ্চার এ রোগে আক্রান্ত হয়ে থাকে। আমার বাচ্চাটা তাদের মধ্যে একজন। এ রোগে আক্রান্ত শিশুর পেট আস্তে আস্তে ফুলে বড় হবে আর শক্ত হয়ে আসবে,কোনো খাবার ই হজম হবে না, শরীরে বিলুরবিনের পরিমাণ বাড়তে থাকবে যার ফলে শরীর হয়ে উঠবে হলুদাভ, পায়খানার রং থাকবে সাদা অথবা হালকা হলুদ, শরীর দিন দিন শুকিয়ে আসবে।একটা সময় শরীরের সব অর্গান থেকে প্রচুর ব্লিডিং হতে থাকবে আর এভাবেই নিস্তেজ হয়ে আসবে আমার ছেলের জীবন ।তার এতটুকু বয়সে যেখানে তার হাসার কথা, সুন্দর ভাবে বাঁচার কথা। সেখানে সে প্রতিনিয়ত যুদ্ধ করে যাচ্ছে তার শরীরের সাথে একটু ভালো থাকতে, একটু সুন্দর ভাবে বাঁচতে। হাসপাতালে আমার ছেলের টানা ৩ মাস শুধু কান্না করে আর না ঘুমিয়ে কাটিয়েছে। যখন কান্না করতে করতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ত, তখনই নার্সরা আসত আর ১টা, ২টা,এমনকি ৩টা করেও ইঞ্জেকশন পুশ করত।অসহ্য যন্ত্রণায় সে জেগে যেত। তারপর ডাক্তার আমাদের রিলিজ দিয়ে পিজি (BSMMU)- তে পাঠাল বাবুর লিভারের জন্য কারণ ঢাকা মেডিকেলে লিভারের জন্য আলাদা কোন ডিপার্টমেন্ট নেই। সেখানে শুরু হল আমার ছেলের আরেক যুদ্ধ। তখন আমার ছেলের অবস্থা অনেকটা অবনতির দিকে পেট ফুলে তার শরীরের ৪ গুন হয়ে গেছে। যা খাবার খাচ্ছে তার একটা দানাও সে পেটে রাখতে পারছে না, জ্বরের তীব্রতা ১০২ কখনো ১০৩। দিন দিন নিস্তেজ হয়ে পড়ছে তার ছোট্ট দেহ। জামাটা খুললে তার শরীরের হাড়গুলো গননা করা যাচ্ছিল। পেটের রগ গুলো ভেসে উঠেছে। ফুলে উঠছে তার নাভি। দিন দিন শরীরের রং হলুদাভ হয়ে যাচ্ছে। চোখ গুলো এত হলুদ ছিল যে মনে হচ্ছে কেউ হলুদ ঢেলে দিয়েছে।
ঢাকা মেডিক্যাল এর পর পিজি (BSMMU)- তে তাহমিদের চিকিৎসা চালানোর মত টাকা তাহমিদের বাবার কাছে আর অবশিষ্ট ছিল না।তাহমিদের বাবা তাহমিদের দুনিয়াতে আসার আগে অথবা পরে কখনোই কোন সেভিংস করে নাই।যে কারনে তার ৪ মাসের বেতন, ফ্যামিলি থেকে সাহায্য আর কিছু ধার-দেনা করে কোনরকমভাবে ২ মাসের চিকিৎসা খরচ চালানো গিয়েছিল ।কিন্তু কপাল অনেক ভাল ছিল যে, আমরা এই খরচের মধ্যে থেকে তাহমিদের কি রোগে আক্রান্ত তা শনাক্ত করতে পারি।টেস্টের পর টেস্ট করানোর পর আমরা জানতে পারি যে, তাহমিদ বিলিয়ারি এট্রেশিয়া (Biliary Atresia) নামক লিভারের এক ভয়াবহ রোগে আক্রান্ত।পিজি হাসপাতালের ডাক্তারগন আমাদের বলে দিয়েছিল যে, তাহমিদ লিভার ট্রান্সপালেন্ট করতে পারলে ওর সুস্থ হবার চান্স ৯৭%। কিন্তু এর জন্য ওকে দেশের বাইরে নিয়ে যেতে হবে। পাশের দেশ ইন্ডিয়াতে সবচেয়ে কম খরচে এর চিকিৎসা আছে। কিন্তু লিভার ট্রান্সপ্লান্ট সবচেয়ে জটিল সার্জারি, তাও আবার শিশুর সার্জারি। এই জন্য ইন্ডিয়ার হসপিটালে বিশাল অংকের টাকা চার্জ করে যেটা প্রায় ৫০-৬০ লক্ষ রুপি যা বাংলাদেশী টাকায় প্রায় ৬৫-৯০ লক্ষ টাকা।যা আমাদের পক্ষে যোগাড় করা অসম্ভব ব্যাপার। ।যদি আপনারা সবাই আমার তাহমিদের চিকিৎসার জন্য একটু এগিয়ে আসেন তাহলেই আমার ছেলের চিকিৎসা করা সম্ভব হবে। আপনাদের ছোট্ট একটি অনুদান হতে পারে আমার তাহমিদের জন্য বিশাল কিছু। দয়া করে যে যার জায়গা থেকে আমার তাহমিদের জন্য একটু এগিয়ে আসুন।
🙏🙏🙏

তাহমিদের জন্য অনুদান পাঠানোর ঠিকানা :

বিকাশ একাউন্ট নাম্বার : - পার্সোনাল
01827680279

নগদ একাউন্ট নাম্বার : পার্সোনাল
01827680279

রকেট একাউন্ট নাম্বার :- পার্সোনাল
018276802798

ঠিকানা
জেলা পঞ্চগড়
উপজেলা পঞ্চগড়

ইউনিয়ন পঞ্চগড় গড়িনাবাড়ি

 #ব্রেকিং_নিউজ : জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে থাপ্পড় দেওয়ার ঘটনায় অভিযুক্ত দেওয়ানগঞ্জের পৌর ...
23/12/2021

#ব্রেকিং_নিউজ : জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে থাপ্পড় দেওয়ার ঘটনায় অভিযুক্ত দেওয়ানগঞ্জের পৌর মেয়র শাহনেওয়াজ শাহানশাহকে উওরা থেকে গ্রেফতার করেছে র‍্যাব।

হযরত শাহ্ জালাল আন্তর্জাতিক বিমান বন্দরে দান বক্স ভেবে দানশীল ব্যক্তিদের আচরণ.. 🐸
20/12/2021

হযরত শাহ্ জালাল আন্তর্জাতিক বিমান বন্দরে দান বক্স ভেবে দানশীল ব্যক্তিদের আচরণ.. 🐸

ভোলা দুলার হাটে পরিবেশ উন্নয়ন ফোরামের সচেতনতা মুলক অনুষ্ঠান। এ,কে এম গিয়াসউদ্দিন [ভোলা]ঃভোলা চরফ্যাশন দুলার হাট থানা পরি...
18/12/2021

ভোলা দুলার হাটে পরিবেশ উন্নয়ন ফোরামের সচেতনতা মুলক অনুষ্ঠান।

এ,কে এম গিয়াসউদ্দিন [ভোলা]ঃভোলা চরফ্যাশন দুলার হাট থানা পরিবেশ উন্নয়ন ফোরাম ক্লাবের উদ্যোগে পরিবেশ দুষন ও তার প্রতিকারে একজন সুনাগরিকের ভুমিকা ও সচেতনতা মুলক আনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ(১৮ ডিসেম্বর) শনিবার বিকাল ৪ টায় দুলার হাট পরিবেশ উন্নয়ন ফোরাম ক্লাবের সভাপতি আলহাজ্ব আঃ হক বেপারীর সভাপতিত্বে পবিত্র কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে পরিবেশের প্রাকৃতিক ও মানবসৃষ্ট যা পরিবেশের রাসায়নিক, ভৌত ও জৈবিক পরিবর্তন কে দুষন করে তার উপর বিষদ আলোচনা করা হয়।

পরিবেশ উন্নয়ন সংস্থার মোঃ হারুনের সঞ্চালনায় দুলার হাট থানা পরিবেশ উন্নয়ন ফোরামের প্রধান উপদেষ্টা নুরাবাদ ইউনিয়ন আ'লীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য মোঃ শাহাবুদ্দীন মাষ্টার, নীলকমল ইউনিয়ন আ'লীগের সাধারন সম্পাদকও পরিবেশ উন্নয়নের সাধারন সম্পাদক প্রভাষক নুরনবী, সেবা সমিতির সভাপতি মোঃ কাজল মেম্বার, পরিবেশ উন্নয়ন সংস্থার কর্মকর্তা কর্মচারি ও নুরাবাদ, নীলকমল ইউনিয়নের সচেতন মহল সে সময় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে নতুন সদস্য সংগ্রহ যেখানে শিক্ষক, ব্যবসায়ী, মসজিদের ঈমামদের অগ্রধীকার দেওয়ার উপর গুরুত্বারোপ করা হয়। পরে পরিবেশ উন্নয়ন ফোরাম ক্লাবের পক্ষ থেকে ৫০০ কম্বল গরীবের মাঝে বিতরনের উদ্যোগ গ্রহন করা হয়েছে।সংগঠনের সকল সদস্য এগিয়ে আসবেন এ প্রত্যাশা ও উপস্থিত সকল কে ধন্যবাদ জানিয়ে সমাপ্তি ঘোষনা করা হয়।

বিমানের সিটের নিচে ৭ কোটি টাকার ১০ কেজি স্বর্ণদুবাই থেকে যাত্রী নিয়ে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটের দুইটি আসন...
18/12/2021

বিমানের সিটের নিচে ৭ কোটি টাকার ১০ কেজি স্বর্ণ

দুবাই থেকে যাত্রী নিয়ে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটের দুইটি আসনের নিচ থেকে প্রায় ১০ কেজি স্বর্ণবার উদ্ধার করেছেন কাস্টমস গোয়েন্দারা।শনিবার (১৮ ডিসেম্বর) সকালে গোপন খবরের ভিত্তিতে তল্লাশি অভিযান চালিয়ে স্বর্ণগুলো উদ্ধার করা হয়।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের একজন কর্মকর্তা জানান, যাত্রীরা নেমে যাওয়ার পর ফ্লাইটটিতে তল্লাশি করা হয়। এ সময় দুইটি সিটের নিচে স্বর্ণের বারগুলো পাওয়া যায়।

উদ্ধার করা স্বর্ণের দাম প্রায় ৭ কোটি টাকা বলে জানান ওই কর্মকর্তা।

ভোলা জেলা পুস্তক প্রকাশন ও বিক্রেতা সমিতির বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত। ভোলা সংবাদাতাঃ ঃবাংলাদেশ পুস্তক প্রকাশন ও বিক্রে...
17/12/2021

ভোলা জেলা পুস্তক প্রকাশন ও বিক্রেতা সমিতির বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত।

ভোলা সংবাদাতাঃ ঃবাংলাদেশ পুস্তক প্রকাশন ও বিক্রেতা সমিতি(বাপুস) ভোলা জেলা শাখার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ(১৭ ডিসেম্বর) শুক্রবার সকাল ১১ টায় মাছুমা খানম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে "প্রত্যারনা এরিয়ে চলি, গায়ের দামে বই কিনি" এ প্রতিপাদ্য কে সামনে রেখে পবিত্র কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে সাধারন সভা আরন্ভ হয়।

সভায় বক্তারা বলেন বিগত দু'বছর বিশ্বে আক্রান্ত covid-19 যখন আতঙ্কিত তারই ধারাবাহিকতায় শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষার্থী ও সরকারের লকডাউন সারাদেশের ন্যায় ভোলা জেলার সকল পুস্তক ব্যাবসায় কঠিন প্রভাব ফেলে। যার পরিনতিতে ব্যাবসা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন ক্ষুদ্র ব্যাবসায়ীরা।

ব্যাংকের লোন ও লকডাউনে দিশেহারা ভোলার ১৭০টি পুস্তক ব্যাবসায়ীর পরিবার।

এদিকে সরকারের প্রনদনা পুস্তক ব্যবসায়ী ছাড়া সব স্তরের ব্যাবসায়ীরা পেয়ে থাকলে ও কমবেশি দোকান চালু ছিলো। অথচ মহা দুর্যোগ করোনায় পুস্তক ব্যাবসায়ীদের জন্য কাল হয়ে আসছে কিন্তু দেখার যেন কেউ নেই ব্যাবসায়ীদের এমনটাই দাবি ব্যবসায়ীদের।

এখন ২০২২ সালে পুর্বের ক্ষতি সামলিয়ে পুস্তক প্রকাশন ও বিক্রেতা সমিতির কেন্দ্রীয় নীতিমালা বাস্তবায়নের, পাশাপাশি পুস্তক ব্যবসায়ী ব্যতীত কোন প্রতিষ্ঠানে বই না দেওয়ার উদাত্ত আহবান জানান বক্তারা।

সভায় আ,ন,ম মাকসুদুর রহমান নোমানের সভাপতিত্বে চরফ্যাশন উপজেলা পুস্তুক প্রকাশন ও বিক্রেতা সমিতির সভাপতি এ,কে এম গিয়াসউদ্দিন, লালমোহন উপজেলার সাধারন সম্পাদক মোঃ ছালাহ্উদ্দিন,তজুমুদ্দিন উপজেলা সভাপতি মোঃ হেলাল উদ্দিন,বোরহানউদ্দিন উপজেলার সাধারন সম্পাদক মোঃ বাবুল, হাসান বুক ডিপোর স্বত্বাধীকারী মোঃ কামাল হোসেন, নিউ বুক সেন্টার- মোঃ আক্তার হোসেন, জাহাঙ্গীর লাইব্রেরি মোঃ জাহাঙ্গীর হোসেন,সাবেক সভাপতি মাহবুব মোর্শেদ বাহলুল প্রমুখ বক্তব্য প্রদান করেন। ভোলার জেলার সকল পুস্তক ব্যবসায়ীদের উপস্থিতিতে মত বিনিময় ও ভোলা জেলা পুস্তক ব্যবসায়ী সমিতির সহ- সভাপতি মোঃ রফিকুল ইসলাম সহ সকল মৃত ব্যাবসায়ীদের আত্বার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে সাধারন সভা শেষ করা হয়।

ভোলায় প্রতিটি ঘরে গ্যাস সংযোগের দাবিতে ব্যাচ-৯৮ সংগঠনের মানববন্ধন।এ,কে এম গিয়াসউদ্দিন [ভোলা]ঃ"ভোলার গ্যাস ভোলা চাই, ঘরে ...
15/12/2021

ভোলায় প্রতিটি ঘরে গ্যাস সংযোগের দাবিতে ব্যাচ-৯৮ সংগঠনের মানববন্ধন।

এ,কে এম গিয়াসউদ্দিন [ভোলা]ঃ"ভোলার গ্যাস ভোলা চাই, ঘরে ঘরে গ্যাস চাই" প্রতিপাদ্য কে সামনে রেখে এসএসসি ৯৮ ও এইচএসসি ২০০০ ব্যাচ সংগঠনের আয়াজনে প্রেস ক্লাবের সামনে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ(১৫ ডিসেম্বর) বুধবার সকাল সারে দশটায় ভোলা জেলার এস,এস,সি-৯৮ ব্যাচ সংগঠন প্রেস ক্লাবের সামনে মানববন্ধন এ কর্মসুচী পালন করেন।

সে সময় বক্তারা বলেন ভোলায় বিপুল পরিমান মজুদকৃত গ্যাস অগ্রাধিকার ভিত্তিতে ঘরে ঘরে সংযোগ দেওয়া গন মানুষের দাবি।ভোলার গ্যাস ফিল্ড থেকে উত্তোলিত গ্যাস নতুন সংযোগের মাধ্যমে প্রদান এবং আটকে থাকা গ্যাস সংযোগ পাইপ লাইনের কাজ তরান্বিত করার দাবি জানান।

অমিতাভ রাজনের সঞ্চালনায় সে সময় বক্তব্য রাখেন মোঃবাহাউদ্দিন সদস্য নাগরিক কমিটি,মোঃ রবিউল আলম সাধারন সম্পাদক ইমারত নির্মান শ্রমীক পরিষদ,মো: আক্তার হোসেন সংগঠক ৯৮, মো: হোসেন মানবাধিকার কর্মী ও সংগঠক ৯৮,মোঃ শিপু, নির্বাহি সম্পাদক জেলা প্রেস ক্লাব,মো: বেলাল হোসেন গ্রাহক, কবি কামরুন্নেসা মানবাধিকার কর্মী,আরিফ হোসেন সংগঠক ৯৮ ও কমিউনিটি এইড পরিচালক প্রমূখ।

উল্লেখ্য ভোলা জেলা এসএসসি ৯৮ ও এইচএসসি ২ ০০০ইং ব্যাচের আয়োজনে ঘন্টা ব্যাপী এই মানববন্ধনে ভোলার বিভিন্ন শ্রেনী পেশার এবং জেলার বিভিন্ন স্কুল কলেজ থেকে পাশ করা এসএসসি,-৯৮, এইচএসসি-২০০০ সকল বন্ধুরা উপস্থিত ছিলেন।

Address


Alerts

Be the first to know and let us send you an email when Swadesh Bangla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share