Younus Sohel

15/12/2023
জান্নাত পাওয়ার সহজ ৬টি আমল:🎌🎌🎌🎌🎌🎌🎌🎌🎌🎌🎌১.বাড়িতে সালাম দিয়ে প্রবেশ করবেন।আল্লাহ নিজ জিম্মায় আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন।...
27/06/2023

জান্নাত পাওয়ার সহজ ৬টি আমল:
🎌🎌🎌🎌🎌🎌🎌🎌🎌🎌🎌

১.বাড়িতে সালাম দিয়ে প্রবেশ করবেন।আল্লাহ নিজ জিম্মায় আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন।
-সহি ফাযায়েলে আমল ১৪১,সহি তারগিব ৩১৬

২.মনোযোগী হয়ে আযানের উওর দিবেন।যে ব্যক্তি মনোযোগী হয়ে আযানের উওর দিবে জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যাবে।
-আবু দাউদ ৫২৭

৩.নিজে সঠিক হওয়া সত্বেও ঝগড়া পরিহার করবেন।রাসুল (সাঃ) আপনার জন্য জান্নাতে একটি ঘরের জিম্মাদার হবেন।
-আবু দাউদ ৪৮০০

৪.আল্লাহর সন্তুষ্টির জন্য 'লা ইলাহা ইল্লাল্লাহ'পড়লে তার জন্য জাহান্নাম হারাম।
-সহি বুখারী ৬৪২৩

৫.অযুর পর কালিমা শাহাদাত পাঠ করবেন।তাহলে আপনি যে দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে প্রবেশ করতে পারবেন।
-সুনানে ইবনে মাজাহ ৪৭০

৬.প্রতিদিন অন্তত কয়েকবার হলেও 'সূরা ইখলাস'পাঠ করবেন।যে ব্যক্তি সূরা ইখলাস পাঠ করবে তার জন্য জান্নাত সুনিশ্চিত।
-মিশকাতুল মাসাবিহ ২১৬০

 # অসাধারণ_শিক্ষণীয়_ঘটনা🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋এক সাহাবী নিজের একটি উট বিক্রি করার জন্যছেলেকে বাজারে পাঠালেন। কিন্তু যাবার সময়ছেলেকে ...
25/06/2023

# অসাধারণ_শিক্ষণীয়_ঘটনা
🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋
এক সাহাবী নিজের একটি উট বিক্রি করার জন্য
ছেলেকে বাজারে পাঠালেন। কিন্তু যাবার সময়
ছেলেকে নসিহত করলেন, যে উটটি_বিক্রি_করার
সময় উটের মধ্যে যে খুত/খারাবী আছে তাঅবশ্যই
ক্রেতাকে জানিয়ে দিবে।
তাতে কোন ক্রেতা উট কিনলে কিনবে না হয় উটটি কে
বাড়িতে ফেরত নিয়ে আসবে ছেলেটিও বাজারে
উটটি বিক্রি করে বাবাকে টাকা দেওয়ার পর ছেলেকে
প্রশ্ন করলেন,
তুমি কি বিক্রির সময় ক্রেতাকে উটের ত্রুটিরকথা গুলো
বলেছিলে?
কিন্তু ছেলে উট বিক্রির সময় সে কথা ভুলে যাবার কথা
বললো- আর তাতে বাবা বললো,
তাহলে তো তুমিবড় অন্যায় করে ফেলেছো।
অতপর উক্ত সাহাবী তার ছেলেকে সাথে নিয়ে
ক্রেতাকে খুঁজতে বের হলেনএবং খুঁজতে খুঁজতে ক্রেতার
বাড়িতে পৌঁছে গেলেন।
ক্রেতাও একজন সাহাবী ছিলেন তাই তিনি মেহমাননের
সম্মানার্থে গোস্ত দিয়ে মেহমানদারীর ব্যবস্থা করলেন।
খাবার পর বিক্রেতা সাহাবী বললেন,
ভাই!
আমার ছেলে ত ভূল করে আপনার কাছে উটের ত্রুটিসমূহ
প্রকাশ না করেই উটটি বিক্রি করে অনেক বেশি অন্যায়
করে ফেলেছে। তাই এখন আমি আপনার কাছে উক্ত
উটটির ত্রুটি সমূহ প্রকাশ করছি, তাতে যদি আপনি এখন
উক্ত উটটি নিজের কাছে রাখতে চান তা পারেন অথবা
যদি আপনি আপনার টাকা ফেরত নিতে চান তাও আমি
খুশি খুশি ফেরত দিবো বলেই উক্ত টাকা গুলো বের করে
তার হাতে দিতে চাইলেন।
কিন্তু ক্রেতা সাহাবী বললেন, তা আর দরকার নাই। কারন
আমি উটের সব ত্রুটি জানার পরও তা উক্ত দামে কিনতে
রাজি আছি। আর তাছাড়া উক্ত উটটি এখন আর আপনাকে
ফেরত দেওয়া সম্ভবনয়!
কারণ আপনারা যখন মেহমান হয়ে আমার ঘরে আসেন তখন
আপনাদের মেহমানদারি করার মতো আমার ঘরে কোনো
ব্যবস্থা না থাকায় আমি আপনার কাছ হতে ক্রয়কৃত
উটটিই জবাহ করি এবং আপনাদের আপ্যায়ন করি।
সত্যি, এটাই হলো সত্যিকারের ইসলামী জীবন-ব্যবস্থা।
অথচ অত্যান্ত দুঃখের বিষয় যে
আজ মুসলমান দোকানদারও নিজেরদের দোকানে নোটিশ
টাঙ্গিয়ে রাখেঃ বিক্রিত মাল ফেরত যোগ্য নয়।
পশ্চিমা বিজাতীয় সংস্কৃতির আবহে গড়ে উঠা মুসলিম
সমাজ রাসুলের সুন্নত থেকে ছিটকে পড়ছে দূর থেকে
বহুদূরে
বিক্রিত মাল ফেরত নেওয়া নিজের ব্যবসার জন্য
লোকসানের কারণ মনে করে, অথচ বিক্রিত মাল ফেরত
একটা গুরুত্বপূর্ণ সুন্নত, বিক্রিত মাল ফেরত নেওয়ার মধ্যে
জান্নাতের ওয়াদা করা হয়েছে। ইসলামের এত সুন্দর অতি উত্তম উপদেশ ও আমলগুলো যেন আমরা ভুলেই গেছি।
আল্লাহ আমাদের এই সমস্ত সোনালী মানুষদের অনুসরণ করার তোফিক দান করুন।

21/05/2023

হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি
একদিন নদীর তীরে বসা । এমনি চোখ পড়লো
একটি পিপিলিকার উপর ।
একটি পিপিলকা মূখে করে একটি গমের দানা
নিয়ে নদীর তীরে আসলো। নদীর তীরে
পৌছতেই একটি পানি ব্যাঙ হা করে অমনি
গিলে ফেললো !!
দীর্ঘক্ষন পানিতে ডুবে থাকার পর ব্যাঙটি
পুনরায় নদীর তীরে ভেসে উটে হা করে
পিপিলকাকে ছেড়ে
দেয় !!
হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি তীক্ষ্ণ
দৃষ্টিতে
তাকিয়ে রইলেন তাদের প্রতি! হযরত
সুলাইমান আলাইহিস সালাম উনার মুযিজার মধ্য
থেকে একটি
ছিল সব মাখলুক্বের কথা তিনি বুঝতেন!!
পিপিলিকাকে ডেকে জিজ্ঞেস করলেন কি
ব্যাপার ? কোথায় গিয়ে ছিলে? কেন গিয়ে
ছিলে ? উত্তরে পিপিলিকা বললো নদীর
নীচে একটি বিশাল পাথরে ভিন্ন রকম কিড়া-
মাকড়ের জন্ম, তাদের অনেক অন্ধ, তারা
রিযিকের তালাশে
বাহিরে যেতে পারেনা!!
এদের রিযিকের জিম্মাদারী মহান আল্লাহ
পাক তিনি আমায়
দিয়েছেন । ওদের পর্যন্ত রিযিক পৌছাতে
আমি অক্ষম, তাই পানির নীচের বাহন
হিসেবে মহান আল্লাহ পাক তিনি এই ব্যাঙকে
আমার অনুগামী
করে দিয়েছেন!!
আমি ওর মূখের ভিতরে নিরাপদ সফর করে
তাদের পর্যন্ত রিযিক পৌছে দিয়ে পুনরায়
তারই মূখের ভিতরে করে ফিরে আসি!!
হযরত সুলাইমন আলাইহিস সালাম তিনি
জিজ্ঞেস করলেন
সেখানকার অন্ধ কিড়া-মাকড়দের কোন
তাসবীহ পাঠ করতে কি শুনেছো ?
পিপিলিকা বললো হ্যাঁ !!
তারা রিযিক্ব পেয়ে বলতে থাকে সুবহান আল্লাহি বিহাম দিহি সুব হান আল্লাহিল আযিম।-পবিত্র
সত্তা মহান আল্লাহ পাক তিনি ! যিনি
আমাদের এই
গভীর পানির নীচে ও ভুলেননি!
মহান আল্লাহ পাক তিনি
আমাদের সবাইকে
হালাল রিযিক দান করুন!!
আমিন।।

রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যক্তিগত একজন কাজের লোক ছিলো,তাঁর নাম বনমালী।সেই বনমালী ‘বাবামশাই’ বলে ডাকতেন কবি রবীন্দ্রনাথ ঠাকুর...
15/05/2023

রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যক্তিগত একজন কাজের লোক ছিলো,
তাঁর নাম বনমালী।
সেই বনমালী ‘বাবামশাই’ বলে ডাকতেন কবি রবীন্দ্রনাথ ঠাকুরকে।
একদিন রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে দ্যাখা করতে এক ভদ্রমহিলা
আসলেন। বনমালী তাকে বসতে বললেন।
ভদ্রমহিলা বনমালীকে জিজ্ঞেস করলেন-
” কবিগুরু কি বাড়িতে নাই?”
বনমালী বললেন-
” বাবামশাই বাড়িতেই আছেন, কিন্তু ব্যস্ত এখন। আপনাকে কিছুক্ষণ
অপেক্ষা করতে হবে।”
কবিগুরুর ব্যস্ত থাকাটা একটা স্বাভাবিক ঘটনা – এটা বুঝে ভদ্রমহিলা
বললেন-
” কবিগুরু কি লেখালেখি করছেন?”
বনমালী বললেন-
” না, স্নান করছেন।”
রবীন্দ্রনাথ ঠাকুরের স্নান চলাকালীন সময়ে বনমালীর সাথে
আরও কিছুক্ষণ কথা হলো ভদ্রমহিলার।
ভদ্রমহিলা খুব আগ্রহ নিয়ে বনমালীকে জিজ্ঞেস করলেন-
” কবিগুরুর সাথে আপনার সম্পর্ক কি রকম? কথাবার্তা বলেন আপনার
সাথে?”
বনমালী কিছুটা আক্ষেপের সাথে বললেন-
” না, বাবামশাই আমার সাথে কথা বলেন না খুব একটা। কোন কাজ
করতেও বলেন না। আমি নিজে থেকেই বুঝি কখন কি লাগবে
উনার।”
ভদ্রমহিলা বেশ অবাক হয়ে বললেন-
” উনি আপনাকে নিজের প্রয়োজনে ডাকেন না?”
বনমালী বললেন-
” লেখালেখি করার সময় মাঝেমধ্যে ডাকেন।”
ভদ্রমহিলার আগ্রহের শেষ নাই, প্রশ্ন করলেন-
” কি বলে ডাকেন?”
বনমালী বললেন-
” বনমালী চাকর।”
ভদ্রমহিলা ভুল শুনলেন কিনা তা নিশ্চিত হওয়ার জন্য প্রশ্ন করলেন-
” বনমালী চাকর? উনি আপনাকে বনমালী চাকর বলেন?”
বনমালী হ্যাঁ সূচক সম্মতি প্রকাশ করে মাথা নাড়লেন।
ভদ্রমহিলা খুব হতাশ হলেন। এতো বড়ো একজন কবি কিভাবে
একজন গৃহকর্মীকে চাকর বলতে পারেন? রবীন্দ্রনাথের
মানসিকতা এতো নিচু?
ভদ্রমহিলা এরকম ভাবতে ভাবতে রবীন্দ্রনাথ ঠাকুর চলে
আসলেন।
ভদ্রমহিলার ইচ্ছে ছিলো কবিগুরুর পায়ে হাত রেখে প্রণাম
করবেন, কিন্তু সেই ইচ্ছেটা আর জীবিত নাই।
রবীন্দ্রনাথ ঠাকুর ভদ্রমহিলাকে বললেন-
” দুঃখিত, আপনাকে অনেকক্ষণ বসিয়ে রেখেছি। ভালো
আছেন? আসতে কোন অসুবিধা হয় নি তো?
ভদ্রমহিলা বললেন-
” আসতে কোন অসুবিধা হয় নি, আশা করি যেতেও কোন অসুবিধা
হবে না। আমি আপনাকে বিরক্ত করবো না। শুধু একটা প্রশ্ন
করবো আপনাকে।”
রবীন্দ্রনাথ বললেন-
” হ্যাঁ, করুন। উত্তর জানা থাকলে আমি উত্তর দিবো।”
ভদ্রমহিলা রবীন্দ্রনাথকে প্রশ্ন করলেন-
” আপনি বনমালীকে চাকর বলেন কেনো?”
রবীন্দ্রনাথ প্রশ্ন শুনে হেসে দিলেন।
ভদ্রমহিলা বিরক্ত হয়ে বললেন-
” না হেসে আমার প্রশ্নের উত্তর দেন। আপনি বনমালীকে
চাকর বলেন কেনো?”
রবীন্দ্রনাথ হাসি থামিয়ে বললেন-
” চা খেতে ইচ্ছে করলে কি আমি তাকে ‘চা কর’ বলবো না?
সে খুব ভালো চা বানায়। খাবেন আপনি?
ভদ্রমহিলা কিছুটা বিব্রত হয়ে গেলেন, খানিকটা লজ্জাও পেলেন।
রবীন্দ্রনাথ ঠাকুর গলার স্বর মৃদু উঁচু করে বললেন,
” বনমালী, চা কর।”

13/05/2023

যে বিষয় গুলো আমাদের জানা প্রয়োজন
🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋
👉১। যে খুব বেশি হাসাহাসি করে, তার মর্যাদা কমে যায়।
*
👉২। যে অধিক ঠাট্টা-মশকরা করে, তার ব্যক্তিত্ব ও গাম্ভীর্য লোপ পায়।
*
👉৩। যার মধ্যে কোন একটি বিষয় বেশি দেখা যায়, সেটাকে ঘিরেই সমাজে তার পরিচিতি ছড়ায়।
*
👉৪। যে বেশি কথা বলে, সে বেশি ভুল করে।
*
👉৫। যে বেশি বেশি ভুল করে, তার লজ্জাশীলতা হ্রাস পায়।
*
👉৬। যার লজ্জাশীলতা হ্রাস পায়, তার ভিতর আল্লাহর ভয় কমে যায়।
*
👉৭। যার আল্লাহভীতি কমে যায়, তার ক্বালব মরে যায়।
*
👉৮। যার ক্বালব মরে যায়, তার জন্য জাহান্নামের অগ্নিই উপযোগী।

07/05/2023

𝗙𝗼𝗹𝗹𝗼𝘄 দিয়ে 𝗗𝗼𝗻𝗲 লিখো 🥰
30 সেকেন্ডে ১০০% 𝗕𝗮𝗰𝗸 দিবো✅
ইনশাআল্লাহ 💝
🔙♥𝗙𝗼𝗹𝗹𝗼𝘄 𝗕𝗮𝗰𝗸 𝘁𝗼 𝗕𝗮𝗰𝗸 ♥🔙

🟤 তুর্কীরা তাদের সন্তানদের ''সিংহ-বাঘ'' পরিবর্তে নেকড়ে বাছুর সাথে তুলনা করে থাকে..... 🗼🗼🗼🗼🗼🗼🗼🗼🗼🗼🗼🗼🗼🗼🗼কিন্তু কেন, আসুন ত...
07/05/2023

🟤 তুর্কীরা তাদের সন্তানদের ''সিংহ-বাঘ'' পরিবর্তে নেকড়ে বাছুর সাথে তুলনা করে থাকে.....
🗼🗼🗼🗼🗼🗼🗼🗼🗼🗼🗼🗼🗼🗼🗼
কিন্তু কেন, আসুন তার উত্তর খুঁজি !!
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
নেকড়ে- শব্দটা শুনলেই মনে হয় হিংস্র বোনের কোনো পশু। হ্যা, এটা সত্য যে এটা একটা হিংস্র পশু।
কিন্তু আমরা দুজন জানি যে এই "নেকড়ে"-ই একমাত্র সেই প্রাণী যে তার পিতামাতার প্রতি খুব অনুগত এবং তারা বৃদ্ধ বয়সে তার পিতামাতার সেবা করে।

নেকড়েকে আরবিতে "ইবনে আল-বার" বলা হয় যার অর্থ "ভাল ছেলে" কারণ যখন তার বাবা-মা বৃদ্ধ হয়, তখন তারা তাদের জন্য শিকার করে এবং তাদের যত্ন নেয়। "নেকড়ে" কখন ও তার স্বাধীনতার সাথে আপোষ করে না এবং কারও দাস হয় না, যখন সিংহ সহ প্রতিটি প্রাণীকে প্রশিক্ষণের মাধ্যমে করে বস করা যায়, কিন্তু নেকডেকে করা যায়না।

নেকড়ে কখনও মৃত খাবার খায় না এবং পুরুষ নেকড়ে মহিলা নেকডের দিকে তাকায় না। তারা এত বিশ্বস্ত যে পুরুষ নেকড়ে তার একমাত্র স্ত্রী নেকড়ে ব্যথিত অন্য কারো সাথে সম্পর্ক করেনা।একইভাবে, একজন মহিলা (অর্থাৎ তার অংশীদার) নেকড়ের প্রতি অনুগত।নেকড়ে দম্পতির একজন মারা গেলে অপরজন কমপক্ষে তিন মাস মৃত্যুর জায়গায় দাঁড়িয়ে শোক করে।
(বৈজ্ঞানিক ভাবে প্রমাণিত)

একটি পুরুষ নেকড়ে ও একটি স্ত্রী নেকড়ে নেতৃত্ব দিয়ে থাকে একটি পাল। এদেরকে ‘আলফা’ বলা হয়।সাধারণত এই ‘আলফা’ স্ত্রী-পুরুষ ও তাদের সন্তানদের নিয়েই নেকড়ের একেকটি পাল গঠিত হয়। তাই একপাল নেকড়ের পারস্পরিক বন্ধন হয় অত্যন্ত মজবুত।নেকড়েরা নিজের এলাকা রক্ষায় কোনো প্রকার ছাড় দিতে প্রস্তুত না। এরা প্রয়োজনে জীবন দিয়ে দেবে, তবুও নিজের এলাকায় শত্রুর অবস্থান মেনে নেবে না।

গড়পড়তা একটি পালে কয়েকটি থেকে শুরু করে ৩০ বা ৪০টি পর্যন্ত নেকড়ে থাকতে পারে।একতাই বল”, কিংবা “দশে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ” নেকড়ের সাথে বেশি যায়। সিংহের মতো শক্তিশালী না হলেও এরা ভয়ানক রকমের ক্ষিপ্র।

এ কারণেই তুর্কিরা তাদের বংশকে সিংহের পরিবর্তে নেকড়ের সাথে তুলনা করে। তাছাড়া তুর্কী সেনাবাহিনী আর্ম বেইজের পতাকা সম্বলিত লগোতে নেকড়ের চিহ্ন সোভা পাচ্ছে। তাদের সন্তানদের সিংহের পরিবর্তে নেকড়ে বাছুর সাথে তুলনা করে তাদের বিশ্বাস করে "সিংহের মত রক্তাক্ত বিচ্ছিন্ন না হয়ে নেকড়ের মত একতাবদ্ধ জাতিগত ভাল।"

মুসলিম হয়েও জাহান্নামে যাবে যারা,🧨🚩🧨🚩🧨🚩🧨🚩🧨🚩🧨🚩১) যে হারাম খাবার খায়:যে দেহ হারাম খাদ্য দ্বারা লালিত-পালিত হয়েছে, তা জান্ন...
06/05/2023

মুসলিম হয়েও জাহান্নামে যাবে যারা,
🧨🚩🧨🚩🧨🚩🧨🚩🧨🚩🧨🚩
১) যে হারাম খাবার খায়:
যে দেহ হারাম খাদ্য দ্বারা লালিত-পালিত হয়েছে, তা জান্নাতে
প্রবেশ করবে না। (বায়হাকি/৫৫২০)
২) আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী:
আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ
করবেন না। (বুখারি/৫৫২৫)
৩) প্রতিবেশীকে কষ্টদাতা:
যার অত্যাচার (আচরণ) থেকে প্রতিবেশীরা নিরাপদ নয়, তিনি
জান্নাতে প্রবেশ করবেন না।’ (মুসলিম/৬৬)
৪) অবাধ্য সন্তান ও দাইয়ুস:
তিন শ্রেণির লোক জান্নাতে যাবেন না—মাতা-পিতার অবাধ্য সন্তান,
দাইয়ুস (অর্থাৎ যে ব্যক্তি তার স্ত্রী-বোন প্রমুখ অধীনস্থ
নারীকে বেপর্দা চলাফেরায় বাধা দেন না) এবং পুরুষের বেশ
ধারণকারী নারী। (মুসতাদরাকে হাকেম/২২৬)
৫) অশ্লীলভাষী ও উগ্র মেজাজি:
অশ্লীলভাষী ও উগ্র মেজাজি লোক জান্নাতে যাবেন না। (আবু
দাউদ/৪১৬৮)
৬) প্রতারণাকারী শাসক:
মুসলমানদের ওপর প্রতিনিধিত্বকারী শাসক যদি এ অবস্থায় মারা যায়
যে, সে তার অধীনস্তদের ধোকা দিয়েছে। তাহলে আল্লাহ
তাআলা তার জন্য জান্নাত হারাম করে দেবেন। (বুখারি/৬৬১৮)
৭) অন্যের সম্পদ আত্মসাৎকারী:
যে ব্যক্তি কসম করে কোনো মুসলমানের সম্পদ আত্মসাৎ
করে, আল্লাহ তাআলা তার জন্য জাহান্নাম ওয়াজিব করে দেন এবং
জান্নাত হারাম করেন। এক ব্যক্তি বললেন, হে আল্লাহর রাসুল! যদি
সামান্য কোনো জিনিস হয়? তিনি বললেন, পিপুল গাছের একটি
ছোট ডাল হলেও। (মুসলিম/১৯৬)
৮) খোঁটাদাতা, অবাধ্য সন্তান ও মদ্যপী:
উপকার করে খোঁটা দানকারী, মাতা-পিতার অবাধ্য সন্তান, সর্বদা
মদপানকারী—এই তিন শ্রেণির মানুষ জান্নাতে প্রবেশ করবেন না।
(নাসায়ি/ ৫৫৭৭)
৯) চোগলখোর:
যারা মানুষের মধ্যে বিভেদ সৃষ্টির উদ্দেশে কুৎসা রটায়
(চোগলখোর) তারা জান্নাতে প্রবেশ করবেন না। (মুসলিম/১৫১)
১০) অন্যকে নিজের পিতা পরিচয়দাতা:
যে ব্যক্তি জেনে শুনে নিজেকে অন্য পিতার সঙ্গে
সম্পর্কিত করে—অর্থাৎ নিজেকে অন্য পিতার সন্তান বলে
পরিচয় দেয়, তার জন্য জান্নাত হারাম।’ (বুখারি/ ৬২৬৯)
১১) দাম্ভিক ও অহংকারকারী:
যার অন্তরে অণু পরিমাণ অহংকার রয়েছে সে জান্নাতে প্রবেশ
করবেন না।’ (মুসলিম/ ১৩১)
১২) আল্লাহর রাসুল (স)-এর অবাধ্য:
আমার সব উম্মত জান্নাতে যাবেন, কিন্তু যিনি (জান্নাতে যেতে)
অস্বীকার করেছেন, তিনি নন। সাহাবিরা বললেন, আল্লাহর রাসুল!
কে অস্বীকার করেছেন? তিনি বললেন, যিনি আমার আনুগত্য
করেন, তিনি জান্নাতে যাবেন। আর যিনি আমার নাফরমানি করেন, তিনি
(জান্নাতে যেতে) অস্বীকার করেছেন।’ (বুখারি/৬৭৩৭)
১৩) দুনিয়াবি উদ্দেশে ইলম শিক্ষাকারী:
যে ইলম দ্বারা আল্লাহর সন্তুষ্টি অন্বেষণ করা হয়, সেই ইলম যদি
কোনো ব্যক্তি দুনিয়াবি স্বার্থ-সম্পদ হাসিলের উদ্দেশে শিক্ষা
করেন, তিনি জান্নাতের ঘ্রাণও পাবেন না।’ (আবু দাউদ/৩১৭৯)
১৪) যে নারী অকারণে তালাক চান:
যে নারী তার স্বামীর কাছে অকারণে তালাক কামনা করেন, তিনি
জান্নাতের ঘ্রাণও পাবেন না।’ (তিরমিজি/ ১১০৮)
১ ৫) লৌকিকতা প্রদর্শনকারী:
কিয়ামতের দিন সর্বপ্রথম একজন শহীদকে ডাকা হবে। অতঃপর
একজন কারিকে। তারপর একজন দানশীল ব্যক্তিকে হাজির করা
হবে। প্রত্যেককে তার কৃতকর্ম সম্পর্কে জিজ্ঞাসা করা হবে।
অতঃপর শহীদকে বীর-বাহাদুর উপাধি লাভের উদ্দেশে জিহাদ করার
অপরাধে, কারি সাহেবকে বড় কারির উপাধি ও সুখ্যাতি লাভের জন্য
কেরাত শেখার অপরাধে এবং দানশীলকে বড় দাতা উপাধি লাভের
উদ্দেশে দান-সদকা করার অপরাধে উপুড় করে জাহান্নামে
নিক্ষেপ করা হবে।’ (মুসলিম/৩৫২৭)
১৬) ওয়ারিসকে বঞ্চিতকারী:
যে ব্যক্তি কোনো ওয়ারিসকে তার অংশ (প্রাপ্য) থেকে
বঞ্চিত করল, আল্লাহ তাআলা তাকে জান্নাতের অংশ থেকে
বঞ্চিত করবেন। (ইবনে মাজাহ /২৬৯৪)
[সংগ্রহ, সম্পাদিত]
বেলা ফুরাবার আগে।
আল্লাহ আমাদের এসকল কাজ থেকে হেফাজত করুক।

বিখ্যাত পাকিস্তানি লেখক মারহুম আশফাক আহমেদ লিখেছেন, রোমে (ইতালি) ব্যস্ত থাকার কারণে আমি সময় মতো ফি জমা দিতে পারিনি, যার...
02/05/2023

বিখ্যাত পাকিস্তানি লেখক মারহুম আশফাক আহমেদ লিখেছেন, রোমে (ইতালি) ব্যস্ত থাকার কারণে আমি সময় মতো ফি জমা দিতে পারিনি, যার কারণে আমাকে আদালতে যেতে হয়েছিল।

বিচারকের সামনে হাজির হলে, তিনি কারণ জিজ্ঞাসা করলেন।
আমি বলেছিলাম যে আমি একজন অধ্যাপক, আমি ভীষণ ব‍্যস্ত ছিলাম তাই সময় পেলাম না।

আমি শেষ করার আগে বিচারক বলেছিলেন -
"A TEACHER IN THE COURT ....!!"
এবং প্রত্যেকে উঠে দাঁড়াল এবং আমার কাছে ক্ষমা চেয়ে চালান বাতিল করে দিল, সেদিন আমি জানতে পারলাম সে দেশের সাফল্যের রহস্য!

*শ্রদ্ধার সাথে সমস্ত শিক্ষকের জন্য নিবেদিত রয়েছে বিশ্বের বহুদেশ। সেখানে সর্বাধিক বিশিষ্ট ব্যক্তি / ভিআইপি কে আপনি কি জানেন?

১) মার্কিন যুক্তরাষ্ট্রে, ভিআইপি বিবেচনা করে এমন দুই ধরনের লোক রয়েছে: বিজ্ঞানী ও শিক্ষক।

২) ফরাসী আদালতে কেবল শিক্ষকদেরই চেয়ারে বসার অধিকার রয়েছে।

৩) জাপানের পুলিশ সরকারের কাছ থেকে অনুমতি নেওয়ার পরেই একজন শিক্ষককে গ্রেপ্তার করতে পারে।

৪) দক্ষিণ কোরিয়ার প্রতিটি শিক্ষক কেবল তার আইডি কার্ড প্রদর্শন করে মন্ত্রীদের জন্য নির্ধারিত সমস্ত অধিকার পান।

৫) আমেরিকান এবং ইউরোপীয় দেশগুলিতে প্রাথমিক শিক্ষকরা সর্বাধিক বেতন পান, কারণ তারা কেবল কাঁচা মাটি পাকা করেন।

৬) ফিনল্যান্ডে টপারদের প্রাথমিক শিক্ষক হিসাবে নিয়োগ করা হয়ে থাকে।

যে সমাজে শিক্ষকদের অপমান করা হবে, সেই সমাজের সর্বনাশ অবশ্যম্ভাবী।

(সংগৃহীত)

কাঠুরে ও জলপরী♥️♥️♥️♥️♥️❤️কুড়াল হারানো সেই সৎ কাঠুরে অনেকদিন পর তার স্ত্রীকে নিয়ে বনে বেড়াতে গেছে।কাঠুরের স্ত্রী সেই ...
01/05/2023

কাঠুরে ও জলপরী
♥️♥️♥️♥️♥️❤️
কুড়াল হারানো সেই সৎ কাঠুরে অনেকদিন পর তার স্ত্রীকে নিয়ে বনে বেড়াতে গেছে।

কাঠুরের স্ত্রী সেই নদীটি দেখতে ইচ্ছা প্রকাশ করলো।নদীর ধারে গিয়ে হঠাৎ তার স্ত্রী পানিতে পড়ে ডুবে গেল। কাঠুরে কান্না শুরু করেছে।

তার কান্না শুনে আবারও জলপরী এলো তারপর জলপরী অতি রূপবতী রাজকন্যার মতো এক
মেয়েকে পানি থেকে তুলে বলল, "এই কি তোমার স্ত্রী?"

কাঠুরে বলল, "জ্বি এই আমার স্ত্রী।" জলপরী বলল, "ভালো করে দেখে তারপর বলো।"

কাঠুরে বলল, "আর দেখতে হবে না। এই আমার স্ত্রী।"

জলপরী বলল, " আগের বার তোমার সততা দেখে মুগ্ধ
হয়েছিলাম। এখন তুমি এটা কী করলে? রূপবতী মেয়ে দেখে নিজের স্ত্রীকে ভুলে গেলে?"

তখন কাঠুরে বলল, "আমি বাধ্য হয়ে বলেছি এইটাই আমার স্ত্রী। যদি না বলতাম, আপনি এরচেয়ে একটু কম সুন্দর আরেকটা মেয়ে তুলতেন।

আমি যদি বলতাম এই মেয়ে না। আপনি সবশেষে আমার স্ত্রীকে তুলতেন এবং আগের বারের মতো তিনজনকেই আমাকে দিয়ে দিতেন।এই কারণে প্রথমবারই বলেছি এটা স্ত্রী।

আমি নিতান্তই গরিব মানুষ। তিন বউকে পালবো
কীভাবে?আর একটা বউকেই সামলাতে পারিনা, সেখানে তিনটা বউ হলে তো আমাকেই নদীতে ঝাপ দিয়ে আত্মহত্যা করতে হবে।

এবারও কাঠুরের সততা দেখে জলপরী মুগ্ধ হলো এবং পানি থেকে তুলে তিনটাকে তো দিলোই সাথে নিজেও তাকে বিবাহের প্রস্তাব দিলো! সৎ কাঠুরিয়া ৪ স্ত্রী নিয়ে ঘরে ফিরলো 🙂

30/04/2023

Active now follow me
✈️✈️
Abdullah Masud

Address


Telephone

+8801711963509

Website

Alerts

Be the first to know and let us send you an email when Younus Sohel posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Younus Sohel:

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share