01/09/2023
এশিয়া কাপ ১৭ কোটি বাংলাদেশিদের আরাধ্য শিরোপা। ২০২৩ সালটা বাংলাদেশের ক্রিকেট ভক্তদের জন্য একটি স্বপ্নের বছর। কেননা আমাদের দেশের ক্রিকেটের প্রিয় মুখগুলোর অনেকেই অবসরে চলে যাবেন বছর শেষে। তাই ২০২৩ সালের জানুয়ারি থেকে প্রতিটা মানুষ অপেক্ষা করতেছিলো কবে আসবে এশিয়া কাপ? যেখানে বাংলাদেশ ভালো করবে, প্রতিপক্ষকে চূর্ণবিচূর্ণ করে দিবে ব্যাটে বলে! কিন্তু সেই স্বপ্নযাত্রায়, সেই আরাধ্য ট্রফি ছোঁয়ার লড়াইয়ে বাংলাদেশ শুরুতেই হোঁচট খেলো। শ্রীলংকার কাছে ১ম ম্যাচ হেরে সুপার-৪ এ যাওয়া নিয়েই এখন শঙ্কায় টিম টাইগার্স।
১৭ কোটি মানুষ আজ স্বপ্ন দেখা বন্ধ করে দিচ্ছে, শুরু করেছে ক্রিকেটারদেরকে নিয়ে ট্রল, আলোচনা, সমালোচনা। কেউ ক্যাপ্টেনকে দোষ দিচ্ছেন কেউ আবার কোচকে।
চলুন আমরা ট্রল বন্ধ করে গঠনমূলক সমালোচনা করি। মাঠের ১১ জন বাইরের ৬ জন সবাই নিজ দেশকে প্রতিনিধিত্ব করে বিশ্বমঞ্চে। তাদেরও ভালো করার তাড়ুনা থাকে, তাদেরও মন কাঁদে দলের পরাজয়ে।
এত দ্রুত কেন হতাশ হচ্ছি আমরা? এখনো তো সময় আছে নাকি! গ্রুপ পর্বে আরও একটি ম্যাচ বাকি আমাদেত। বছর শুরুর আগে সাকিব বলেছিলেন না ২০২৩ সালটা আমাদের ক্রিকেটের সেরা বছর হবে? সাকিবকে বিশ্বাস রাখুন, বিশ্বাস রাখুন সাকিবের এই দলটাকে।
🔶 একটি ট্রফি
🔶 একটি আজন্ম লালিত স্বপ
🔶 একটি ভুখন্ড
🔶 একটি স্বপ্নবাজ জাতি
১৭ কোটি মানুষের স্বপ্ন নিয়ে ওরা ১৭ জন। ওরা পারবে ইনশাআল্লাহ!!