Md Abdur Rahim shakh

  • Home
  • Md Abdur Rahim shakh

Md Abdur Rahim shakh মেধাবী হয়ে গর্ব করার কিছু নেই,শয়তানও কিন্তু মেধাবী ছিলো
ব্যক্তিত্ব এবং সততা না থাকলে সেই মেধা ঘৃণিত
(1)

Congratulations Bangladesh U19 cricket Team, Win by 59 Run.2024/🏏🏏🏏🏏
08/12/2024

Congratulations Bangladesh U19 cricket Team, Win by 59 Run.2024/🏏🏏🏏🏏

SAFF WOMEN,S CHAMPIONSHIP 2024,Bangladesh VS NEPAL, (Bangladesh-2/1 NEPAL)  সাথে বাংলাদেশ  জয় লাভ করে,,, অনেক অনেক শুভকা...
30/10/2024

SAFF WOMEN,S CHAMPIONSHIP 2024,Bangladesh VS NEPAL, (Bangladesh-2/1 NEPAL) সাথে বাংলাদেশ জয় লাভ করে,,, অনেক অনেক শুভকামনা রইলো বাংলাদেশ নারী ফুটবল টিমকে,তারা দেশের জন্য সম্মান বয়ে আনলো,,,বাংলাদেশ নারী ফুটবল টিমের প্রতি রইলো অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা,,,,৷

13/10/2024
18/09/2024

২৬ তারিখ, ২৬ তারিখ, আসলে ২৬ তারিখ কি ঘটবে,কিছুই বুঝতে পারতাছি না,,,,,,,,

এই ছবি গুলি দেখেও যদি কোন ফুটবল ভক্তের কষ্ট না হয়, সমবেদনা না জাগ্রত হয়, তাহলে বুঝতে হবে উনি ফুটবলকে ভালবাসে না🫵 সর্বকাল...
15/07/2024

এই ছবি গুলি দেখেও যদি কোন ফুটবল ভক্তের কষ্ট না হয়, সমবেদনা না জাগ্রত হয়, তাহলে বুঝতে হবে উনি ফুটবলকে ভালবাসে না🫵
সর্বকালের সেরা ফুটবলার Leo Messi ৩৭ বছর বয়সে এসেও জাতীয় দলের হয়ে ফাইনাল পুরোপুরি খেলতে না পেরে কান্নায় চোখা ভেজাচ্ছেন 😕😕
আকাশি-নীল জার্সির প্রতি এই প্লেয়ারের দরদ কতটা প্রখর কতটা তীব্র সেটা একজন আর্জেন্টিনা দলের ভক্ত হয়েও আমরা অনুভব করতে পারব না।

গতবার কোপা আমেরিকায় যখন আর্জেন্টিনা ফাইনাল খেলছিল ব্রাজিলের সাথে,তখন মেসির পা থেকে রক্ত বের হচ্ছিল।তবুও মাঠ ছেড়ে উঠে যায়নি মেসি। রক্তে পায়ের মোছা ভেজা,তবুও মাঠ ছাড়েনি
কিন্তু আজকে আর পারল না.......😕সেলুট জানায় বস তোমাকে.....


15/07/2024

বৃষ্টি থেমে গেলে ছাতাটাকেও বোঝা মনে হয় ৷
কালি ফুরিয়ে গেলে কলমটাও আবর্জনার ঝুড়িতে জমা হয়। বাসি হয়ে গেলে প্রিয়জনের দেয়া ফুলটাও পরদিন ডাস্টবিনে পাওয়া যায়।

পৃথিবীর নিষ্ঠুরতম সত্য হলো আপনার উপকারের কথা মানুষ বেশিদিন মনে রাখবে না। জীবনের সবচেয়ে নিদারুণ বাস্তবতা হলো, কার কাছে আপনি কতদিন প্রায়োরিটি পাবেন, সেটা নির্ভর করবে কার জন্য কতদিন কিছু একটা করার সামর্থ্য আছে তার উপর।

এই বাস্তবতা আপনি মানলেও সত্যি, না মানলেও সত্যি। আজ সকালে যে পত্রিকার দাম ১০ টাকা, একদিন পর সে একই পত্রিকার ১ কেজির দাম ১৮টাকা। হাজার টাকা খরচ করে একাডেমিক লাইফে বছরের শুরুতে যে বইগুলো গুরুত্ব দিয়ে কিনেন, বছর শেষে সেই বইগুলোই কেজি মাপে বিক্রি করে দেন।

সময় ফুরিয়ে গেলে এভাবেই মূল্য কমতে থাকে সবার, সবকিছুর। আমরা আপাদমস্তক স্বার্থপর প্রাণী। ভিখারিকে ৫ টাকা দেয়ার আগেও মানুষ চিন্তা করে কতটুকু পূণ্য অর্জন হবে। বিনা স্বার্থে কেউ ভিক্ষুককেও ভিক্ষা দেয় না৷

এতকিছুর পরও চলুন একটু হেসে কথা বলি।
রাগটাকে কমাই। অহংকারকে কবর দেই।
যদি সুখী হতে চান তবে প্রত্যাশা কমান।

আপনি কারো জন্য কিছু করে থাকলে সেটা চিরতরে ভুলে যান। কারণ সেটা যতদিন আপনি মনে রাখবেন ততদিন সেটা আপনাকে অহংকারী করে তুলবে।

আবার কেউ যদি আপনার জন্য খুব ছোট কিছুও করে থাকে, তবে সেটা আজীবন মনে রাখবেন। কারণ এটা আপনাকে বিনয়ী ও কৃতজ্ঞতাসম্পন্ন একজন ভালো মানুষ হিসেবে বাঁচিয়ে রাখবে।

Collected

10/07/2024

অবশেষে কোপা আমেরিকা ফাইনালে আর্জেন্টিনা, স্বাগতম আর্জেন্টিনা,কানাডা বিপক্ষে ২-০ গোলে আর্জেন্টিনা লাভ করে।

10/07/2024

কোপা আমেরিকা সেমিফাইনালে শক্তিশালী আর্জেন্টিনা, কানাডা বিপক্ষে ১-০ গোলে এগিয়ে।

05/07/2024

আর্জেন্টিনা বনাম ইকুয়েডর, কোপা আমেরিকা কোয়ার্টার ফাইনাল, পেনাল্টি ৪-২ গোলে আর্জেন্টিনা জয় লাভ করে।

05/07/2024

কোপা আমেরিকা কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা বনাম ইকুয়েডর, বিপক্ষে ৪-২ গোলে জয়,আর্জেন্টিনা।

05/07/2024

ব্রাজিল বনাম উরুগুয়ের, কোয়ার্টার ফাইনাল।
জুলাই মাস সপ্তম মানে ৭, ৭ তারিখে,সকাল ৭ টায় খেলা।7UP,সবকিছু মিলে গেছে।

01/07/2024

কোন একদিন সিগারেটের রাজ্যে,,,,,আমি এক পরাজিত সৈনিক,,,,,,

30/06/2024

হাই ভোল্টেজ ফুটবল ম্যাচ,পেনাল্টি মাধ্যমে খেলা শেষ হলো।৩-১ গোলে ম্যাচ শেষ হলো।

ছেলেটার জন্য দুঃখই হয়। U19 বিশ্বকাপে সেরা খেলোয়াড়টা,,,সেরা ক্যাপটেনটা,,,গতো বছরে ওডিআইতে বিশ্বের সেরা অলরাউন্ড পারফরম্য...
25/06/2024

ছেলেটার জন্য দুঃখই হয়।
U19 বিশ্বকাপে সেরা খেলোয়াড়টা,,,সেরা ক্যাপটেনটা,,,গতো বছরে ওডিআইতে বিশ্বের সেরা অলরাউন্ড পারফরম্যান্স করা ছেলেটা,,,আইসিসির বর্ষসেরা ওডিআই স্কোয়াড যায়গা পাওয়া একমাএ,,,বাংলাদেশি খেলোয়াড়টার যায়গা হয়নি,,,বিশ্বকাপে,,, অথচ ছেলেটা এক থেকে এগারো নাম্বারে ব্যাট করতে পারে,,,দিনের পর দিন ফ্লপ খেলা খেলোয়াড়টা দলের অটু চয়েস থেকে যায়,,, টনটন হাস,,,থার্ডক্লাস অলরাউন্ডার শেখ মাহাদী,,, ও থার্ড জেন্ডার ব্যাটসম্যান জাকির আলির যায়গা হয়,,,পরিক্ষিত পারফর্মার মেহেদী মিরাজ এর যায়গা হয়না।পুরো বিশ্বকাপে শেখ মাহাদী একটাও উইকেট পাইনি,,,অথচ উইন্ডিজ পিচগুলো স্পিনার এর স্বর্গ,,,।

বাংলাদেশের সেরা ফিল্ডার,,,দলের প্রয়োজনে সব যায়গাই ব্যাট করে থাকে,,,একজন জেনুইন অলরাউন্ডার,মাঠ সবচেয়ে বেশি এক্টিভ থাকে,,,জিতার ক্ষুধা তার মাঝে সব সময় আছে সবাই হাল ছারলেও বুক ফুলিয়ে লড়ে যায়, তার যায়গা হয়নি,,,অন্যায় করা হয়ছে, মিরাজ এর সাথে।

বাংলাদেশের একমাত্র খেলোয়াড়, আইসিসির কোন ইভেন্টে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়ছে,,,আমার মনে হয়না,আর কোন বাংলাদেশি হতে পারবে।

16/06/2024

ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, আর এই ঈদ কে সামনে রেখে, সবাইকে জানায় ঈদ মোবারক,সুখে থাকো,ভালো থাকো,পরিবারের সবাইকে নিয়ে সুখে শান্তিতে থাকো,এই কামনা করি,আবারও ঈদ মোবারক।

14/06/2024

ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, আর এই ঈদকে সামনে রেখে, সবাইকে জানায়, অগ্রীম ঈদ মোবারক,।

14/06/2024

আরো একবার মুস্তাফিজের কাছ থেকে আগুন ঝরানো বোলিং দেখলো ক্রিকেট বিশ্ব!
শক্তিশালী নেদারল্যান্ডসের বিপক্ষে ৪ ওভারে ১৭ ডটের মাধ্যমে মাত্র ১২ রান দিয়ে ১ উইকেট তুলে নেন এই কাটার মাস্টার.অনেক অনেক শুভকামনা বাংলাদেশ কে।

Address

Dropped Pin, Https://maps. App. Goo. Gl/cPkN8XPVm5Hiwrbp 9

Telephone

+8801752320175

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md Abdur Rahim shakh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md Abdur Rahim shakh:

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share