Desh Today24 news

  • Home
  • Desh Today24 news

Desh Today24 news deshtoday24.com Official page of deshtoday24, a leading national daily from Bangladesh, est

11/12/2022
23/10/2022
23/10/2022
23/10/2022
শিক্ষক ও অভিভাবক হিসাবে আজ আমি লজ্জিত ! প্রতিবাদ করার কোন ভাষা নেই...ক্লাস নেয়ার সময় প্রধান শিক্ষক বোর্ডে লেখালেখি করছ...
29/08/2022

শিক্ষক ও অভিভাবক হিসাবে আজ আমি লজ্জিত ! প্রতিবাদ করার কোন ভাষা নেই...

ক্লাস নেয়ার সময় প্রধান শিক্ষক বোর্ডে লেখালেখি করছিলেন।
সে সময় শিক্ষার্থীরা তার বসার চেয়ারে সুপার গ্লু লাগিয়ে দেয় এবং বসতে বলে।
কিছুক্ষণ পরে আবার উঠতে বলে,
উঠে দাঁড়ানোর সময় চেয়ারে প্রধান শিক্ষকের প্যান্ট আটকে যায়
এই ঘটনায় শিক্ষার্থীরা হাততালি দিতে থাকে।
এরই এক পর্যায়ে শিক্ষার্থীদের মৃদুভাবে কয়েকটি চড় মারেন ওই প্রধান শিক্ষক।

শাসন করার অপরাধে ঐ শিক্ষার্থীর বাবা আলমগীর হোসেন, সাইফুল ইসলাম, মজিবর রহমান, সেকেন্দার আলীসহ আরও ৪-৫ জন স্যারকে বেধড়ক মারপিট শুরু করে।
স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে শ্যামনগর হাসপাতালে ভর্তি করে।
ঘটনাটি সাতক্ষীরার।

জাতি হিসাবে আমরা আজ কোথায়?
অভিভাবকদের এমন উগ্রতা আমাদের শিক্ষাখাতে কি বার্তা দিচ্ছে?
কোথায় শিক্ষাগুরুর মর্যাদা?
আর কতটা অপমানিত হবে শিক্ষকেরা?

শিক্ষক হিসাবে আজ আমি সত্যি ভীষণ লজ্জিত!!!

[কপি পোস্ট ]

 #বাঞ্ছারামপুর_পৌরসভা দ্রব্য মূল্য বাড়ার সাথে সাথে জন্ম নিবন্ধনের দাম বাড়িয়ে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে  বাঞ্ছারামপুর ...
29/08/2022

#বাঞ্ছারামপুর_পৌরসভা

দ্রব্য মূল্য বাড়ার সাথে সাথে জন্ম নিবন্ধনের দাম বাড়িয়ে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে বাঞ্ছারামপুর পৌরসভা কর্তৃপক্ষের বিরুদ্ধে !

যোগের সাথে তাল মিলিয়ে ১০০ টাকার জন্ম নিবন্ধন ৩০০-৩৫০ টাকা নিচ্ছেন বাঞ্ছারামপুর পৌরসভা কর্তৃপক্ষ। এমনটাই অভিযোগ পাওয়া গিয়েছে।
সাধারণ মানুষ বেশি টাকা নেওয়ার কারণ জানতে চাইলে তাঁরা বলেন,নিবন্ধন করলে আমরা যেটা বলবো তাই করতে হবে। আর না করলে বাড়িতে চলে যান। নিরুপায় হয়ে মানুষ বেশি টাকা দিচ্ছেন বলে অভিযোগ সাধারণ মানুষের।

বেশি টাকা নেওয়ার কথা জানেন না উপজেলা নির্বাহী কর্মকর্তা একি মিত্র চাকমা। তিনি বিষয়টা দেখবেন বলে জানান।

জৈন্তাপুরে পুলিশের বিশেষ  অভিযানে ৮ লাখ ৫২ হাজার ভারতীয় মুদ্রা সহ স্বামী-স্ত্রী ২জন গ্রেফতার   শাহজাহান কবির খান জৈন্তা ...
29/08/2022

জৈন্তাপুরে পুলিশের বিশেষ অভিযানে ৮ লাখ ৫২ হাজার ভারতীয় মুদ্রা সহ স্বামী-স্ত্রী ২জন গ্রেফতার

শাহজাহান কবির খান জৈন্তা এক্সপ্রেসঃঃ জৈন্তাপুর মডেল থানা পুলিশের এক বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় ৮ লাখ ৫২ হাজার, ৯০ রুপি সহ উপজেলা সদর থেকে স্বামী-স্ত্রী ২জন কে গ্রেফতার করা হয়েছে।
গতকাল ২৯ আগস্ট সোমবার রাত সাড়ে ৯ টার দিকে কমলাবাড়ি গ্রামের কালা মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে তাদের কে গ্রেফতার করা হয় ।
তাদের সাথে বাংলাদেশী মুদ্রা আর ১ লাখ ৬১ হাজার ৭শত ৭০ টাকা উদ্বার করা হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) গোলাম দস্তগীর আহমেদ সহ বিপুল সংখ্যক পুলিশ ফোর্স।
গ্রেফতারকৃত হলেন নরসিংদী জেলার রায়পুর থানার দক্ষিন মির্জাপুর গ্রামের বাসিন্দা মো:চান মিয়ার পুত্র আলী আহমদ (৩৫) ও তার স্ত্রী সাবিরুন নাহার (৩০)।
গ্রেফকারকৃত আলী আহমদ জৈন্তাপুর উত্তরা ব্যাংকের অফিস সহকারী হিসাবে কয়েক বছর পূর্বে কর্মরত ছিল। ব্যাংকের চাকুরী থেকে বিভিন্ন কারনে তাকে বরখাস্ত করা হয়েছে।
৩/৪ বছর থেকে সে জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের কমলা বাড়ি গ্রামের কালা মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসাবে বসবাস করে আসছিল। অভিযান কালে তার নিকট থেকে উত্তরা ব্যাংকের অন্তত ৩০টা চেক বই উদ্বার করা হয়।
পুলিশ জানিয়েছে, গোপন সংবাদ পেয়ে এই অভিযান পরিচালানা করা হয়েছে।
এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) গোলাম দস্তগীর আহমেদ জানান, গোপন সংবাদ পেয়ে আমরা অভিযান পরিচালনা করেছি। তিনি জানিয়েছেন আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের প্রস্তুতি চলছে। অবৈধ ভাবে এই মুদ্রা প্রাচার ব্যবসার সাথে আরও কে কে জড়িত রয়েছে পুলিশ আটককৃতদের এই ব্যাপক ভাবে জিজ্ঞাসাবাদ করছে। তিনি বলেন, গ্রেফতারকৃতদের নিকট থেকে ভারতীয় ৮লাখ ৫২ হাজার ৯০ রুপি এবং বাংলাদেশী মুদ্রা ১লাখ ৬১ হাজার ৭শত ৭০ টাকা উদ্বার করা হয়েছে।

#দেশটুডে২৪টিভি #

16/07/2022

Disclaimer: update24.com.ng is a travel blog which aggregates related travel news, photos, updates, scholarship programs, VISA application and important info for our visitors. We do not offer direct employment, VISA procurement or offer physical travel assistance. We also do not charge you or reques...

11/07/2022

নতুন করে ২ হাজার ৭১৬ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত হলো।

11/07/2022

সর্বশেষ
*এবার সারাদেশে ৯৯ লাখ ৫০ হাজার ৭৯৩টি পশু কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ অধিদপ্তর

ইনশাআল্লাহ
09/07/2022

ইনশাআল্লাহ

07/07/2022

হজ্জ করে এসে যদি নামের শুরুতে হাজী লেখাটা খুব প্রয়োজন হয়,

তবে হা'রাম খাওয়ার পর নামের শুরুতে হা'রামী লেখাটা আরো বেশী প্রয়োজন!

পদ্মা সেতুতে মানুষের ছবি দেখে যারা অবাক হচ্ছেন, তাদের জন্য ১৯৭৭ সালের ফার্মগেট ফুটওভার ব্রিজ উদ্ভোধনের দিনের ছবি।🥱🥱সংগ্র...
02/07/2022

পদ্মা সেতুতে মানুষের ছবি দেখে যারা অবাক হচ্ছেন, তাদের জন্য ১৯৭৭ সালের ফার্মগেট ফুটওভার ব্রিজ উদ্ভোধনের দিনের ছবি।🥱🥱

সংগ্রহ

আজকে অনুষ্ঠিত  িসিএস প্রিলিমিনারি পরীক্ষায় আসা  #সম্পূর্ণ প্রশ্নের সমাধান।
31/05/2022

আজকে অনুষ্ঠিত িসিএস প্রিলিমিনারি পরীক্ষায় আসা #সম্পূর্ণ প্রশ্নের সমাধান।

****শিক্ষামূলক একটি পোস্ট****কোন প্রাইভেট কার নেই। নেই বিশাল কোন আয়োজন। এমনকি লঞ্চের একটা স্পেশাল কেবিন ও নেই৷ আহ কি সুন...
07/05/2022

****শিক্ষামূলক একটি পোস্ট****
কোন প্রাইভেট কার নেই। নেই বিশাল কোন আয়োজন। এমনকি লঞ্চের একটা স্পেশাল কেবিন ও নেই৷ আহ কি সুন্দর অহংকার হীন জীবন। সুখী হতে কি আসলেই বেশি কিছু প্রয়োজন? কি সুন্দর মন মানসিকতার পরিচয় দিয়েছে নব -বধু৷ বর্তমান সমাজে পান থেকে চুন খসলে ই যেখানে সংসার একদিন ও টিকে না সেখানে লঞ্চের ডেকে বসে হাজার যাত্রীর সাথে নববধু প্রথম শশুর বাড়ি যাচ্ছে৷কোন অভিযোগ নেই অভিমান নেই। স্বামীর কথা মেনে নিয়েই স্ত্রীর প্রথম পথচলা৷ এসব স্ত্রী দের জীবন হে ঈশ্বর তুমি সুন্দর করে নিজ হাতে সাজিয়ে দাও।

ছবি সংগ্রহিত

#স্বামী #স্ত্রী #অসাধারণ_ভালোবাসা #লঞ্জ

 #বাহ  #বাহ  #অসাধারণ
07/05/2022

#বাহ #বাহ #অসাধারণ

30/04/2022

শিক্ষিত পাগলী তার শিক্ষক নাকি আল্লাহ্।
হৃদয় ছুয়েঁ যায় তার কথা শুনে। সে অনর্গল ইংরেজি আরবী বাংলায় কথা বলে আল্লাহ্ এর কথা।
অনেক পড়াশুনা লোকও এভাবে গুছিয়ে বলতে পারেনা।
#আল্লাহ্
#অসাধারণ
#ব্রিলিয়ান্ট
#পাগল

30/04/2022

হাসতে হাসতে পেট ব্যথার হয়ে গেল।

#কৌতুক #অভিনয়

29/04/2022

মা ছাড়া দুনিয়া অন্ধকার😭

ঈদ যাত্রা সচেতনতা, পর্ব ০৩যাত্রাপথে অন্যমনস্ক হওয়া থেকে বিরত থাকুন...আপনার ব্যাগ,ব্রিফকেজ ইত্যাদি মূল্যবান জিনিসপত্রের দ...
28/04/2022

ঈদ যাত্রা সচেতনতা, পর্ব ০৩
যাত্রাপথে অন্যমনস্ক হওয়া থেকে বিরত থাকুন...
আপনার ব্যাগ,ব্রিফকেজ ইত্যাদি মূল্যবান জিনিসপত্রের দিকে খেয়াল রাখুন...

যারা পরিবারের সাথে ইদ উদযাপন করার জন্য বাড়িতে যাচ্ছেন -১) লং রোডে যাত্রায় মোটরসাইকেল ব্যবহার করবেন না।২) অপরিচিত লোকজনের...
28/04/2022

যারা পরিবারের সাথে ইদ উদযাপন করার জন্য বাড়িতে যাচ্ছেন -

১) লং রোডে যাত্রায় মোটরসাইকেল ব্যবহার করবেন না।
২) অপরিচিত লোকজনের সাথে সিএনজি বা মাইক্রোবাসে উঠবেন না।
৩)রাত্রে যাত্রা বিরতি/এক যান থেকে অন্য যানে উঠার বিরতির ক্ষেত্রে টার্মিনালে/স্টেন্ডেই অবস্থান করুন।
৪)যাত্রাপথে বাইরের খাবার পরিহার করুন।
৫)অযথা ঝুকি নিবেন না।
৬)অধিক যাত্রী হয়ে যানবাহনে উঠবেন না।

"সতর্কতা অবলম্বন করুন" আপনার যাত্রা শুভ হক।

28/04/2022

#বাবার_টাকা_না_থাকলে_সন্তান_সবার_কাছেই_অবহেলিত⚠️🚯❌

অর এই চাহনি আমার ভিতরটাকে টুকরা টুকরা করে ফেলেছে 😭⚠️❌


#দেশটুডে২৪
#বাচ্চা
#অবহেলিত
#বাবা
#টাকা

28/04/2022

ছোট বাচ্চা দাদার সাথে অসাধারণ অভিনয় করল! ✅👌👈


#দেশটুডে২৪
#দাদা
#বাচ্চা
#অভিনয়

27/04/2022

পানি থেকে উঠে এসে মানুষকে আক্রমণ করল গরু।


#দেশটুডে২৪
#মানুষ
#গরু

27/04/2022

এবার ভিক্ষুকের সেরা বাটপারি ভিডিও দেখুন।


#দেশটুডে২৪
#ভিক্ষুক
#বাটপার

26/04/2022

কৃষ্ণনগরের আর্টিস্টদের দ্বারা তৈরী মাটির পুতুল দিয়ে তৈরী একটি গ্রাম

প্রধানমন্ত্রীর ঈদ উপহার ভূমিহীন ও গৃহহীনদের ঘর হস্তান্তর আজপ্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীন ও গৃহহীনদের জন্য আবাসন নিশ্চ...
26/04/2022

প্রধানমন্ত্রীর ঈদ উপহার ভূমিহীন ও গৃহহীনদের ঘর হস্তান্তর আজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীন ও গৃহহীনদের জন্য আবাসন নিশ্চিত করার সরকারের লক্ষ্যমাত্রার অংশ হিসেবে ঈদ-উল-ফিতরের আগে আজ মঙ্গলবার (২৬ এপ্রিল) ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ৩২ হাজার ৯০৪টি ঘর হস্তান্তর করবেন। প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে একটি ভার্চ্যুয়াল অনুষ্ঠানের মাধ্যমে সারাদেশে একযোগে তৃতীয় পর্যায়ের জমির দলিল ও নির্মাণকৃত গৃহসমূহের চাবি প্রদান কর্মসূচির উদ্বোধন করবেন।

দেশের বিভিন্ন স্থানে ভূমিহীন ও গৃহহীন পরিবারদের কাছে ঘর হস্তান্তরের চিত্র তুলে ধরে জেলা সংবাদদাতারা জানান- প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে চট্টগ্রামে তৃতীয় পর্যায়ে ১ হাজার ২১৬টি ভূমিহীন-গৃহহীন পরিবার জমিসহ ঘর পেতে যাচ্ছে। মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনোয়ারা উপজেলার ৬ নম্বর বারখাইন ইউনিয়নের হাজীগাঁও আশ্রয়ণ প্রকল্প ভার্চুয়ালি উদ্বোধন করবেন। চট্টগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মমিনুর রহমান এ কথা জানান। এ পর্যায়ে চট্টগ্রাম জেলায় ৬৪৯টি পরিবারকে ২ শতাংশ জমিসহ সম্পূর্ণ সরকারি অর্থায়নে ঘর প্রদান করা হয়েছে। তিনি বলেন, সারাদেশের মতো চট্টগ্রাম জেলায় প্রথম পর্যায়ে ১ হাজার ৪৪৪টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ২ শতাংশ জমিসহ সম্পূর্ণ সরকারি অর্থায়নে ঘর দেয়া হয়েছে। দ্বিতীয় পর্যায়ে ২০২১ সালের ২০ জুন সারাদেশে ৫৩ হাজার ৩৪০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ২ শতাংশ জমিসহ সরকারি অর্থায়নে ঘর দেয়া হয়েছে। চট্টগ্রাম জেলায় তৃতীয় পর্যায়ে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে ১ হাজার ২১৬টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ২ শতাংশ জমিসহ সম্পূর্ণ সরকারি অর্থায়নে ঘর প্রদান করা হবে।

প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে আজ খুলনা জেলায় ১৪টি রূপসায়, ৬২টি তেরখাদায়, ৩৫টি দিঘলিয়ায়, চারটি ফুলতলায়, ৬৫টি ডুমুরিয়ায়, ৩৬টি পাইকগাছায় এবং দাকোপে ২০টি পরিবারের কাছে জমিসহ ঘর হস্তান্তর করা হবে।খুলনার জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার তাঁর সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিং এ তথ্য জানান। তিনি জানান, ৩য় পর্যায়ে খুলনার জন্য ৫টি ধাপে সর্বমোট ৯০৬টি গৃহের বরাদ্দ পাওয়া গেছে এবং গৃহ নির্মাণ কার্যক্রম চলমান আছে।

গোপালগঞ্জের ৬১২টি পরিবারকে একটি করে গৃহ ও ২শতক জমি প্রদান করা হবে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. উসমান গনির সভাপতিত্বে অনুষ্ঠিত প্রধান অতিথি হিসেবে সাংবাদিকদের ব্রিফ করেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা।

ঈদের আগে বগুড়ায় ৯৩০ গৃহহীন পাচ্ছেন প্রধানমন্ত্রীর ঘর উপহার। জেলা প্রশাসকের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন জেলা প্রশাসক মো. জিয়াউল হক। তিনি বলেন, তৃতীয় ধাপে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে জেলায় ৯৩০টি ঘর হস্তান্তর করা হবে।

মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর বিশেষ উপহার হিসাবে জয়পুরহাটের ২০৬ টি ভুমিহীন ও গৃহহীন পরিবার পাচ্ছে তাদের স্বপ্নের নিবাস। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক প্রেসব্রিফিংয়ে এ তথ্য জানান জেলা প্রশাসক মো. শরীফুল ইসলাম।

পিরোজপুুরে মুজিবর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩য় পর্যায়ের উপহারের ঘর পাচ্ছে ১ হাজার ১১১টি ভূমিহীন ও গৃহহীন পরিবার। এর মধ্যে প্রায় ৫ একর জমির উপর এই ২২৮টি গৃহ নির্মাণের কাজ ইতোমধ্যেই শেষ হয়েছে এবং আজ এসব ঘর প্রধানমন্ত্রী শেখ হাসিনা হস্তান্তর করবেন। জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-সাঈফ মিজান স্মৃতি মিলনায়তনে এক প্রেস বিফ্রিংয়ে এ তথ্য জানান- অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক চৌধুরী রওশন ইসলাম।

মুজিববর্ষ উপলক্ষে ঈদ উপহার হিসেবে পাবনা জেলার ৩৭৩ ভূমিহীন ও গৃহহীন পরিবার পাচ্ছে জমিসহ স্বপ্নের ঘর। জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন প্রেস বিফিংয়ে এ তথ্য জানান। জেলা প্রশাসক জানান, ৩য় পর্যায়ে ঈদ উপহার হিসেবে আগামীআজ সারাদেশে ৩২ হাজার ৯০৪ টি গৃহ হস্তাস্তর কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে পাবনার ৯ উপজেলা ৩৭৩ টি ঘর হস্তান্তর করা হবে। পাবনায় মোট ৬৫৪টি ঘরের বরাদ্দ পাওয়া গেছে। অবশিষ্ঠ ঘর জুনের মধ্যেই সম্পন্ন হবে। এর আগে পাবনায় দুই পর্বে ১ হাজার ৪২৩ টি ঘর হস্তান্তর করা হয়েছে। উদ্বোধনের ২দিন আগে দখল দেয়া হবে। বিদুৎ, রাস্তা, স্যানেটারি, পানিসহ সকল সুবিধার ব্যবস্থা করা হয়েছে।

প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে নওগাঁ জেলায় ৫৪০টি ভূমিহীন ও গৃহহীন পরিবার পাচ্ছে জমিসহ তৈরী বাড়ি। জমি ও গৃহ প্রদান কার্যক্রমের অংশ হিসেবে কর্মসূচির তৃতীয পর্যায়ে জেলায় ৬১০টি পরিবারের অনুকুলে গৃহনির্মাণের বরাদ্দ দেয়া হয়েছে। বরাদ্দকৃত গৃহ নির্মাণের আওতায় ইতিমধ্যে ৫৪০টি গৃহ নির্মাণ সম্পন্ন হয়েছে। বাকি ৭০টি’র নির্মাণ কাজ চলছে। জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান তার সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য প্রদান করেছেন।

লালমনিরহাট জেলা প্রশাসক মো. আবু জাফর জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার হিসেবে আগামীআজ জেলার ৫টি উপজেলায় তৃতীয় পর্যায়ে ১ হাজার ১৮৪ টি গৃহহীন পরিবার জমিসহ পাকা বাড়ি পাচ্ছে। ৬৯৬টি পরিবারকে জমির দলিলসহ পাকা বাড়ি উপহারের দলিল হস্তান্তর করা হবে। এবারে প্রতিটি বাড়ি নির্মাণে সামান্য ডিজাইন পরিবর্তন করা হয়েছে। তাই নির্মাণ ব্যয় বাড়ি প্রতি ২ লাখ ৫৯ হাজার ৫০০ টাকা হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরগুনার খাজুরতলা আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগীদের মাঝে আগামীআজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে জমিসহ ঘর হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করবেন। প্রাথমিকভাবে ২১৯ জনকে তালিকাভূক্ত করে তাদের পরিবারের পুনর্বাসনের অংশ হিসেবে দুই শতাংশ জমিতে দুই রুমের পাকা ঘরের সঙ্গে রান্নাঘর, বাথরুম ও একটি বারান্দা সম্বলিত আশ্রয়ন প্রকল্পের প্রত্যেক ঘরেই জ্বলবে বিদ্যুতের আলোও।

স্বামী-স্ত্রী আর তাদের তিন মাস বয়সের একটিবাচ্চা রাতে বিছানায় ঘুমাচ্ছে।😌😌হটাৎ😐তিন মাসের বাচ্চা রাত তিনটার সময় জোরে জোরে ...
25/04/2022

স্বামী-স্ত্রী আর তাদের তিন মাস বয়সের একটি
বাচ্চা রাতে বিছানায় ঘুমাচ্ছে।😌😌
হটাৎ😐
তিন মাসের বাচ্চা রাত তিনটার সময় জোরে জোরে কান্না করতে লাগলো। 😰বাচ্চার কান্না শুনে মা বাবা দুজনেরই ঘুম ভেঙ্গে গেলো।😧😧

স্বামী বললেন..😨

ওকে একটু থামাও.....!😩 আর মা বাচ্চাটিকে বুকে জরিয়ে নিয়ে এদিক-ওদিক হাঁটতে লাগলেন।😌
কিছুক্ষন পর ,বাচ্চাটির বাবা বিছানা থেকে উঠে ঘর থেকে বের হয়ে গেলেন। 😟

কিছুক্ষন পর বাচ্চাটির বাবা ঘরে ফিরে এলেন আর বাচ্চাটির মা তাকে জিজ্ঞাস করলেন..😐

কোথায় গেছিলে ?😐😐

তিনি বললেন ,😇😇

মায়ের কবরটা দেখতে গিয়েছিলাম।😌

বাচ্চাটির মা জিজ্ঞেস করলেন,😧

এত রাতে কেন ?😧😧

সে উত্তর দিল ,😇

আমাদের বাচ্চাটি যখন কাঁদতেছিলো তখন আমার খুব বিরক্ত লাগছিল।😥😥

কিন্তূ😇😇

তুমি ওকে কাঁধে নিয়ে আদর করতে করতে হাটতেছ।😌

কারন...

তুমি তার মা।😌

তখনি মনে পরে গেলো। হয়তো , আমি যখন ছোট ছিলাম তখন আমার মা ও আমাকে এভাবেই যত্ন করেছিলেন।

তাই মাকে দেখতে গেছিলাম।😌

আজ আমি মায়ের যত্নে এত বড় হয়েছি। কিন্তু
জানি না মা আমার সেখানে কতটুকু যত্নে আছেন।😰😥😔😔

পৃথিবীতে মা একমাত্র আপন।❤💖💖

হে আল্লাহ্ আপনি আমাদের মা
বাবার সেবা করার তৌফিক দিন। 💖যাদের মা বাবা পৃথিবী তে নেই

তাঁদের কে জান্নাত বাসি করুন।

(আমিন)🤲🤲🤲🤲

°যে মানুষটা সারারাত জেগে আপনার আইডি তল্লাশি করে।°যে কিনা খুটিয়ে খুটিয়ে আপনার ফ্রেন্ডলিষ্ট দেখে, আপনার প্রোফাইল পিকে কে ল...
25/04/2022

°যে মানুষটা সারারাত জেগে আপনার আইডি তল্লাশি করে।

°যে কিনা খুটিয়ে খুটিয়ে আপনার ফ্রেন্ডলিষ্ট দেখে, আপনার প্রোফাইল পিকে কে লাভ রিয়্যাক্ট দিল তা দেখে।

°আপনার দু-একটা কমেন্ট দেখে যার ভেতরটা জ্বলে যায়, অস্থির হয়ে নির্ঘুম রাত পার করে - সে মানসিক রোগে আক্রান্ত।

°কারো সাথে আপনার কথা বলাটাই যে সহ্য করতে পারেনা, সে হিংসুটে।
°তার মনে সব সময় আপনাকে হারানোর একটা ভয় থাকে, তার বিশ্বাস নড়বড়ে।

°আপনার ফোনটা ব্যাস্ত পেলেই যার অস্থিরতা শুরু হয়ে যায়, বারবার ফোন দিতে থাকে।

°এই ইমোশনাল মানুষগুলার ভেতরটা একটু দেখুন। আপনার একটা ছবি দেখে দেখে যার চোখ থেকে পানি পড়েছে শেষরাত পর্যন্ত। তার চোখজোড়ায় ডুবে গিয়ে দেখুন।

বিশুদ্ধ ভালোবাসা দেখতে পাবেন। যেখানে আপনি ছাড়া আর কেউ নেই, বিশ্বাস করুন কেউ নেই আর আপনি ছাড়া। আপনাকে নিয়েই তার আলাদা একটা দুনিয়া।

কারো কাছে হয়তো পুরো দুনিয়াটাই আপনিই।🙂🥀

দেরিতে আসুক কিন্তু প্রিয় মানুষটি যেনো সঠিক হয়,🙂

22/04/2022

শাওয়াল মাসে বিবাহ করা সুন্নাহ। (তিরমিযিঃ১০৯৩

হালাল ইফতার পার্টি :
20/04/2022

হালাল ইফতার পার্টি :

টাকার অভাবে অ্যাম্বুলেন্সে তোলা যায়নি প্রিয় বাবার লাশটি। টাকাবিহীন জীবনের আসলেই কোনো রঙ নেই 💔🙂
20/04/2022

টাকার অভাবে অ্যাম্বুলেন্সে তোলা যায়নি প্রিয় বাবার লাশটি।
টাকাবিহীন জীবনের আসলেই কোনো রঙ নেই 💔🙂

19/04/2022

প্রবাসীদের এয়ারপোর্টে সুন্দর ব্যবস্থা গ্রহণ করা হবে।

15/04/2022

আজকের ভারতীয় ভিসার আবেদন কেন্দ্রের অবস্থা।
ভ্রমণ প্রেমী।
#ভারত
#ভ্রমণ
#প্রেমী

15/04/2022

আইপিএলের সবচেয়ে ক্রিপটে বোলার মোস্তাফিজুর রহমান তার দাম ২ কোটি রুপি কেন,
বাংলাদেশের বলে।
#বাংলাদেশ
#ক্রিকেট
#মোস্তাফিজ

Address


Alerts

Be the first to know and let us send you an email when Desh Today24 news posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Desh Today24 news:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share

Desh Today24

Desh today24 is now online. It’s an immense pleasure to let our Readers, Viewers, Advertisers, Well-Wishers know that you can browse 24/7 and get the latest updates on National & International Breaking news, Top stories, Business analysis, Weather, Entertainment, Political & more.