Ayman Ara Ela

  • Home
  • Ayman Ara Ela

Ayman Ara Ela This is Ayman Ara. I am a Professional Digital Marketer expert. I have accepted online work as a hobby and profession.
(6)

20/11/2024

#শুধু_Digital_Marketing_শিখবেন_না_সাথে_ক্যারিয়ার_অপরচুনিটিও_পাবেন

হাতে কলমে লাইভ প্রোজেক্টের মাধ্যমে প্রজেক্ট মেম্বার হয়ে Digital Marketing সাথে শিখতে পারবেন কিভাবে লোকাল মার্কেটপ্লেস বা মার্কেটপ্লেসের বাইরে ক্লায়েন্ট খুজে বের করবেন।

🔥 আমাদের ৬ মাসের এই কোর্সটাকে আমি নাম দিয়েছি " "
আমি নিজেই একটা মার্কেটিং এবং ব্র‍্যান্ড ম্যানেজমেন্ট এজেন্সির সাথে দীর্ঘ দিন কাজ চালাই।পাশাপাশি এফিলিয়েটস মার্কেটিং এর সাথে জড়িত।
আমি নিজে শিখতে এবং শিখাতে ভালোবাসি। জয়েন করতে পারেন আমাদের লাইভ সেমিনারে। এই ১ ঘন্টা লাইভ সেমিনার হতে পারে আপনার বাড়তি আয়ের সোর্স,যা আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে টার্নিং পয়েন্ট।
আমাদের লাইভ সেমিনার রেজিষ্ট্রেশন সম্পূর্ন ফ্রি।

রেজিষ্ট্রেশন ফর্ম লিংকঃ

https://forms.gle/vmZdSw9M7dW6wPX8A

এ ক্লিক করে আমার সাথে কথা বলে আরো বিস্তারিত জেনে লাইভ সেমিনারের জন্য রেজিষ্ট্রেশন করতে পারেন।

🔥 এই কোর্স শেষ করলে আপনার একটা নতুন পরিচয় ক্রিয়েট হবে আর তা হলো, Professional Digital Marketer

আমি আমার ২০০% দিবো, কারণ আমি চাই সোসাইটিতে আপনি একজন উদ্যোক্তা হয়ে গড়ে উঠুন, এবং আপনার বর্তমান পেশার পাশাপাশি নতুন ইনকাম সোর্স দাঁড় করান।
ফ্রিল্যান্সিং ক্যারিয়ার গড়তে চাইবেন তাহলে নিচের এই কষ্ট গুলো না করলে কেমনে হয়।
🤗🤗🤗🤗
👉নূন্যতম ১ ঘন্টা লাইভ সেমিনার থাকার মন মানসিকতা রাখতে হবে।
👉ডায়েরী আর কলম রাখতে হবে।
👉জুম এ্যাপ ইন্সটল করতে হবে।
👉কোন প্রশ্ন করলে তা সেমিনারে শেষে করতে পারবেন।
👉ডাটা বা ওয়াই-ফাই পর্যাপ্ত পরিমান রাখতে হবে।

সেমিনারের দিন জুম লিংক এস.এম.এস এর মাধ্যমে দেওয়া হবে।

আর কোর্স শেষে #সার্টিফিকেট তো থাকছেই!

অনেকে তো কোর্সের সাথে বিভিন্ন অফার দিয়ে থাকে। আমি না হয় এখানে বললাম না। সেমিনারে জেনে নিবেন কোর্স চলাকালীন ক্যারিয়ার অপরচুনিটির পাশাপাশি আর কি অফার আছে। তবে এতুটুকু গ্যারান্টি নিয়ে বলতে পারি আপনি যা আশা করছেন বা করবেন তার অতিরিক্ত কিছু পাবেন।

সম্ভবত এই বছর এটাই আপনার বেস্ট শপিং হতে যাচ্ছে। 🤘
দ্রুত রেজিষ্ট্রেশন করে আপনার আসনটি নিশ্চিত করুনঃ

রেজিষ্ট্রেশন ফর্ম👇

https://forms.gle/vmZdSw9M7dW6wPX8A


 #অবশেষে_শেষ_হলো_ইন্টারভিউ_সেশন🙂🙂
16/11/2024

#অবশেষে_শেষ_হলো_ইন্টারভিউ_সেশন🙂🙂

05/11/2024

🔰আয় করুন ভিডিও এডিটিং শিখে

🔰আগামী দিনগুলোতে জব কিংবা ব্যবসার পাশাপাশি ভিডিও এডিটিং স্কিল হতে পারে আপনার আয়ের অন্যতম উৎস।

🔰টিভি মিডিয়া এবং ফিল্ম ইন্ডাস্ট্রিতে ভিডিও এডিটিং এর চাহিদা ব্যাপক রয়েছে, কিন্তু দক্ষ ভিডিও এডিটর সেই তুলনায় খুবই কম। এই চাহিদা পূরণের লক্ষ্যে আমরা সাজিয়েছি আমাদের Professional Video Editing কোর্স আউটলাইন।

🔰আমাদের কোর্সে রয়েছে ৩০+ ক্লাস, ৯+ প্রজেক্ট, ২ টি এক্সাম। কোর্স শেষে ভালো স্টুডেন্টদের জন্য রয়েছে ইন্টার্নশিপ এবং চাকরীর সুযোগ। যেখানে ৯+ প্রজেক্ট এর মাধ্যমে শেখানো হবে বিভিন্ন টুলস, এক্সটেনশন এবং প্লাগইনস কোথায় ও কিভাবে ব্যবহার করতে হয়। প্রজেক্টের মাধ্যমে রিয়েল লাইফ মার্কেটে কাজ করার এক্সপেরিয়েন্স সহ প্রজেক্ট গুলোতে কাজ করার মাধ্যমে আপনার পোর্টফোলিও ভারি হবে যেটা পরবর্তীতে আপনার কাজ পাওয়ার মাধ্যমকে সহজ করে দিবে।

🔰আমাদের কোর্সে রয়েছে শর্ট ফিল্মের

🔰ভিডিও এডিটিং থেকে শুরু করে সাউন্ড

🔰এডিটিং, মাল্টিপল ক্যারেক্টার, টেক্সট এডিটিং, 2D

🔰ইন্ট্রো এনিমেশন, প্রমোশনাল ভিডিও এডিটিং সহ যাবতীয় সকল কিছু।

🔰আমাদের কোর্সে যা পাবেন :

🔰Fundamental concepts of video editing

▶️ Use of all necessary tools

▶️Short Film Edit

▶️Edit the interview

▶️ Report Video

▶️Documentary

▶️Vlog Video

▶️Chroma Video

▶️Promotional Video

▶️Multiple characters

▶️Wedding video

▶️Facebook Reels

▶️Info Video

▶️Slow motion & Speed motion

▶️Reverse video

▶️Basic sound editing

▶️ Audio synchronize

▶️ Color Correction & Color Grading

▶️Text editing

▶️2D intro

▶️2D Animation

▶️Grammar of Videography

▶️YouTube A-Z

▶️Video editing industry

▶️ Freelancing marketplace and local market

🔰যেসব সফটওয়্যার থাকবেঃ

▶️ Adobe Premiere Pro CC

▶️ Adobe After Effects CC

▶️Adobe Audition CC

▶️ Adobe Media Encoder

​🔰 আমাদের কোর্সের সুবিধা সমূহঃ

▶️লাইফ টাইম সাপোর্ট,

▶️ সার্টিফিকেট,

▶️ জব অফার,

▶️ প্রতিটি ক্লাসের রেকর্ড ভিডিও,

▶️সকল প্রিমিয়াম সফটওয়্যার একদম ফ্রি এছাড়াও আরো অনেক কিছু।

কোর্সের বিষয়ে আরো জানতে যোগাযোগ করুন

এই নম্বরগুলোতেঃ
01636-310831
(WhatsApp)

অথবা মেসেজ করুনঃ

http://m.me/successbiz55

আমাদের ঠিকানা:

চট্টগ্রাম অফিস
Vip Tower(2nd floor),Kazir Dewri,Ctg

ঢাকা অফিস:
Mirpur-7, House-490 Road-03 Milk Vita Road PO:1216,Dhaka,Bangladesh, Dhaka, Bangladesh

অথবা শুধুমাত্র এই ফর্মটি ফিলাপ করে রাখুন,

https://shorturl.at/FrYpu

আমরাই যোগাযোগ করবো আপনার সাথেঃ


✍️কিভাবে প্রফেশনাল ভিডিও এডিটর হবেন?প্রফেশনাল ভিডিও এডিটর একটি অনেক দামি পেশা। এখানে আপনি নিত্য নতুন মানুষদের সাথে যেমন ...
05/11/2024

✍️কিভাবে প্রফেশনাল ভিডিও এডিটর হবেন?

প্রফেশনাল ভিডিও এডিটর একটি অনেক দামি পেশা। এখানে আপনি নিত্য নতুন মানুষদের সাথে যেমন কাজ করতে পারবেন, তেমনি অনেক বেশি পরিমাণে আয় করতে পারবেন।

তবে যে কোনো সেক্টরে প্রফেশনাল হতে গেলে পরিশ্রম করতে হয়। ভিডিও এডিটিং যেহেতু একটি ক্রিয়েটিভ পেশা, সেহেতু চেষ্টা ও পরিশ্রমের মাধ্যমে এই পেশা আয়ত্ত করতে হবে।
নিচে একজন প্রফেশনাল ভিডিও এডিটর হওয়ার জন্য কি কি করতে হবে তা দেওয়া হলো:::::👇👇👇

▪️ক্রিয়েটিভ হতে হবে
▪️ধৈর্যশীল হতে হবে
▪️এডিটিং সফটওয়্যার সম্পর্কে জানা
▪️এডিটিং সিক্রেটস জানতে হবে
▪️স্ক্রিপ্ট সম্পর্কে ধারণা থাকতে হবে
▪️স্পেশাল ইফেক্ট জানতে হবে
▪️প্রোজেক্ট করতে হবে
▪️আপ টু ডেট থাকতে হবে।।।

03/11/2024

বর্তমান যুগে আপনার যদি একাডেমিক পড়া লেখার পাশাপাশি কোনো দক্ষতা না থাকে, আপনি জীবনে ততটা উন্নতি করে উঠতে পারবেন না । কারন, যতই আমরা ডিজিটাল বিশ্বে এগিয়ে চলেছি , আমাদের সার্টিফিকেট এর থেকে বেশি ভ্যালু করা হচ্ছে আমাদের #দক্ষতাকে ।
✍️মূলত এই কারনেই প্রথমে আমার মাথায় চিন্তা আসে, যেসব #দক্ষতাগুলোকে কাজে লাগিয়ে আমি নিজের ক্যারিয়ার গড়েছি, সেগুলো যদি আমি অন্যদের জানিয়ে যেতে পারি , তাহলে তারাও নিজের থেকে কিছু করতে পারবে এবং তাদের বেকারত্বের অভিশাপ দূর করতে পারবে।
✍️বর্তমান সময়ের সবচেয়ে ডিমান্ডিং স্কিল গুলোর মধ্যে #ডিজিটাল_মার্কেটিং একটি অন্যতম স্কিল।তাই আজই ডিজিটাল মার্কেটিং বা ফ্রিল্যান্সিং শিখা শুরু করতে পারেন।
✍️ডিজিটাল মার্কেটিং শিখার পর ইন্টারন্যাশনাল মার্কেট প্লেইস এবং লোকাল মার্কেট প্লেইস উভয় মার্কেট প্লেইসে কাজ করে ইনকাম করতে পারবেন।
পাশাপাশি প্রজেক্টের সুবর্ণ সুযোগ তো রয়েছেই।
🕳️তাই আপনাদের কথা চিন্তা করেই,,,, নিয়ে এসেছে ফ্রিল্যান্সিং বিষয়ক ফ্রি ওয়েবিনার। আপনিও জয়েন হতে পারেন এই ফ্রি ওয়েবিনারে।
🚦উক্ত ক্লাস টি জুম এ্যাপের মাধ্যমে অনুষ্ঠিত হবে।
https://www.facebook.com/profile.php?id=100081726942609...
✍️👆👆 আরো বিস্তারিত জানতে উপরের দেওয়া লিংকে ক্লিক করে এখনই যোগাযোগ করুন এবং আপনার আসন নিশ্চিত করুন।

26/10/2024

ডিজিটাল মার্কেটিং মূলত একটি বিশাল সেক্টর। আপনি যদি মনে করেন, এখানে এসে রাতারাতি সফলতা অর্জন করে ফেলবেন, সেটা ভুল। এই সেক্টরে সবচেয়ে বেশি প্রয়োজন দক্ষতা। আপনি যত দক্ষতা অর্জন করতে পারবেন, তত দ্রুত এখানে ক্যারিয়ার গড়তে পারবেন। আপনাকে হতে হবে পরিশ্রমী। ডিজিটাল মার্কেটিংয়ের অনেকগুলো ক্ষেত্রের মধ্যে যেকোনও একটি বেছে নিয়ে সেটার ওপর আপনাকে বিশেষজ্ঞ হতে হবে। তবে ভালো মানের ডিজিটাল মার্কেটার হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে এর সব মার্কেটিং সেকশন সম্পর্কেই পরিষ্কার ধারণা থাকা আবশ্যক।
সৃজনশীলতা এবং বিশ্লেষণী দক্ষতাই এখানে আপনাকে সফলতা এনে দিবে। তথ্য-প্রযুক্তির কল্যাণে শুধু দেশেই বাজারেই নয়, ডিজিটাল মার্কেটিং দক্ষতা দিয়ে আপনি দেশে বসেই বিদেশের প্রতিষ্ঠানে কাজ করতে পারবেন। বর্তমানে বাংলাদেশিদের জন্য ফ্রিল্যান্সিং একটি বড় কর্মসংস্থানের জায়গা তৈরি করেছে। আর ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মগুলোতে ডিজিটাল মার্কেটিংয়ের রয়েছে বিপুল চাহিদা। এর বাইরে আপনার নিজের ব্যবসাতেও কাজে লাগাতে পারেন এই দক্ষতা।

✍️Time Management ⏱️আপনি কি জানেন প্রতিটি মানুষের সময়ের ঘড়ি ভিন্ন? এটা আপনাকে মানতে হবে।টাইম ম্যানেজমেন্ট সব সময় নিয়...
20/10/2024

✍️Time Management

⏱️আপনি কি জানেন প্রতিটি মানুষের সময়ের ঘড়ি ভিন্ন? এটা আপনাকে মানতে হবে।

টাইম ম্যানেজমেন্ট সব সময় নিয়মিত চর্চা করতে হয়। একদিন হয়তো আপনি খুব সুন্দর করে টাইম ম্যানেজ করে দিনটি শেষ করলেন, কিন্তু এরপর দিন দেখা যাবে টাইম গুলো সঠিক ভাবে ম্যানেজ করতে পারছেন না।

প্রতিটি মানুষের সময়ের ঘড়ি ভিন্ন এটা আপনাকে মানতে হবে। আপনাকে সেট করতে হবে আপনার প্রতিদিনের সময় গুলোকে।

প্রতিদিন মানুষের জন্য দুই ধরনের কাজ থাকে। যথা:

👉একটি হচ্ছে ইমার্জেন্সি কাজ: যে কাজগুলো এখনই এই মুহূর্তে শেষ করতে হবে। এগুলোর জন্য সময় নেওয়া যাবে না। এরমধ্যে কিছু কাজ আপনার নিজেকে করতে হবে। আর কিছু কিছু কাজ আছে যেগুলো আপনি চাইলে অন্যকে দিয়ে করিয়ে নিতে পারেন। যে কাজগুলো ইমারজেন্সি কিন্তু আবার চাইলে কাজগুলোকে অন্যের মাধ্যমে করিয়ে নেওয়া যায়,সেই গুলোকে অন্যের দ্বারা সম্পন্ন করিয়ে নিলে আপনার জন্য ভালো হবে। আপনার সময়টা অন্তত বেঁচে যাবে।

👉ইম্পরট্যান্ট কিন্তু ইমারজেন্সি নয়: স্কিল ডেভেলপমেন্ট, এটা আপনার জন্য ইমারজেন্সি নয়। চাইলে আপনি অন্য সময় করতে পারবেন #কিন্তু নিজেকে যোগ্য করে তোলার জন্য একাজগুলো খুবই #গুরুত্বপূর্ণ। আপনি যদি সবসময় ইমারজেন্সি কাজে নিজেকে ব্যস্ত রাখেন, তাহলে আপনি সামনে এগিয়ে যেতে পারবেন না।

✍️শুরুটা কিভাবে করবেন?
মানুষের মস্তিষ্ক সবসময় পরিচিত এবং সহজ কাজের প্রতি মানুষের আগ্রহ তৈরি করে। সবসময় চায় নিজেকে চাপমুক্ত রাখতে। তাই এটা আপনার সাথে একটু গেইম খেলবে। আপনি যখন নতুন দিনটি শুরু করবেন, প্রথমে আপনার ভাবতে হবে আজকের জন্য সবচেয়ে কঠিন কাজ কোনটি! দিনের শুরুটা যেন হয় সবচেয়ে কঠিন কাজ দিয়ে। যখন আপনি কঠিন কাজ গুলো শেষ করে ফেলবেন তখন সহজ কাজ গুলো করতে আপনার মস্তিষ্ক আপনাকে সে কাজগুলো করতে জন্য আগ্রহ সৃষ্টি করবে।

টাইম ম্যানেজমেন্ট হচ্ছে একটি লং টাইম প্রসেস। সব সময় আপনাকে চর্চা করতে হবে। এভাবে একটা সময় আপনার দৈনিক কাজের সাথে যখন মিশে যাবে, তখন আপনাকে আর কষ্ট করতে হবে না। অটোমেটিক সবকিছু সিস্টেমে মত চলতে থাকবে।
নিজের শরীরের সাথে নিজের ঘড়িটি ফিট করে নিতে হলে আপনাকে প্রথমে খুব সতর্কতার সাথে টাইম ম্যানেজমেন্ট চর্চা করতে হবে।

আপনি চাইলে আপনার প্রতিদিনের কাজগুলোকে টু ডু লিস্টে যুক্ত করে সিরিয়াল অনুযায়ী কাজগুলো শেষ করতে পারেন। কখনো সহজ কাজগুলোকে প্রথমে রাখা যাবে না। আমরা যে ভুল টা করি তা হলো প্রথমে সহজ কাজগুলো শেষ করে ফেলি এরপর একটা সময়ে মনে হয় আজ তো অনেক কাজ করেছি। বাকিগুলো আগামীকাল করবো! এভাবেই কাজগুলো প্রতিদিন পড়ে থাকে শেষ করার হয়ে ওঠে না।

✍️ ইংরেজি আমাদের বাংলাদেশে দ্বিতীয় ভাষা এবং আমাদের দৈনন্দিন জীবনের অত্যাবশ্যকীয় অংশ। আমরা ছোটবেলার স্কুল জীবনের শুরু থ...
19/10/2024

✍️ ইংরেজি আমাদের বাংলাদেশে দ্বিতীয় ভাষা এবং আমাদের দৈনন্দিন জীবনের অত্যাবশ্যকীয় অংশ। আমরা ছোটবেলার স্কুল জীবনের শুরু থেকেই আমাদের মাতৃভাষা বাংলা শেখার পাশাপাশি ইংরেজি ভাষাও শিখছি। কিন্তু তবুও ইংরেজি বলা ও লিখার ক্ষেত্রে আমাদের দুর্বলতা ভয়াবহভাবে চোখে পড়ার মতো। হয়তো এই ক্ষেত্রে আমাদের স্কুল কলেজের ইংরেজি কারিকুলামের কিছুটা ঘাটতি থাকতে পারে।

✍️ইংরেজি বলার ক্ষেত্রে আমাদের এই দুর্বলতা ক্যারিয়ারের বিভিন্ন ক্ষেত্রে আমাদের ভোগান্তিতে ফেলছে। বর্তমান পৃথিবীতে বিদেশে উচ্চশিক্ষা তো বটেই, চাকরি জীবনে, ব্যবসায়িক কাজে, কর্পোরেট সেক্টরে এমন কোনো ক্ষেত্র পাওয়া যাবে না যেখানে ইংরেজিতে কমিউনিকেশনের প্রয়োজন পড়ে না। এজন্য ইংরেজিতে কথা বলায় আমরা পিছিয়ে থাকার জন্য প্রফেশনাল ক্যারিয়ারের বিভিন্ন স্তরে আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারছি না। যার দরুন আমাদের মাঝে অনেকেরই এক ধরনের হতাশা কাজ করে। তবে স্পোকেন ইংলিশে যারা দক্ষ, তাদেরকে জীবনের কোন ক্ষেত্রে আটকানো সম্ভব নয়। English যে জানে, জীবনে তার কোথাও ঠেকতে হয় না। জীবনে ঠেকতে এবং ঠকতে না চাইলে ইংলিশ শিখার বিকল্প নেই।

স্পোকেন ইংলিশের এই গুরুত্ব অনুধাবন করেই Coach Academy অফার করছে স্পোকেন ইংলিশ কোর্স,,, যা একজন শিক্ষার্থীকে সাহায্য করবে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে। আমাদের স্পোকেন ইংলিশ কোর্স একজন শিক্ষার্থীকে তার নির্দিষ্ট লক্ষ্যসমূহ অর্জন করতে সর্বাত্মকভাবে সহায়তা করবে। প্রফেশনালি ইংলিশ বলতে, অনলাইন বা অফলাইন মিটিং এ, কর্পোরেট সেক্টরে, চাকরির ইন্টারভিউতে, এম্বাসির ইন্টারভিউতে এবং বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে সর্বত্র এই কোর্সটি আপনার সাবলীলভাবে ইংলিশ বলার জন্য প্রয়োজনীয় স্কিলগুলো অর্জন করতে ব্যাপক ভূমিকা রাখবে।
কোর্সটি সম্পন্ন করার পরে আপনি শুদ্ধ ইংরেজিতে নিজের পরিচয় প্রদান করা থেকে শুরু করে অন্যান্য সকল ইংলিশ কমিউনিকেশনে নিজের ব্যক্তিত্ব ফুটিয়ে তুলে সাবলীল ভঙ্গিতে ইংরেজিতে কথা বলতে সমর্থ হবেন।

আমাদের স্পোকেন ইংলিশ কোর্সটি অনলাইনেও প্রদান করা হবে। আমাদের কোর্সটি বেসিক থেকে এডভান্স লেভেল পর্যন্ত একজন শিক্ষার্থীর ইংলিশে কমিউনিকেশন স্কিল বৃদ্ধি করবে। ইংলিশে কমিউনিকেশনের বেসিক থেকে কোর্সটি শুরু হবে। তারপর পর্যায়ক্রমে ইংলিশে কমিউনিকেশনের অন্যান্য গুরুত্বপূর্ণ টপিকগুলো কাভার করা হবে। ভিন্ন ভিন্ন পেশা ও পরিস্থিতিতে কিভাবে সঠিক শব্দ প্রয়োগ করে যোগাযোগ করতে হবে তা বিস্তারিত পর্যালোচনা করা হবে ক্লাসগুলোতে। ইংরেজিতে মৌখিক যোগাযোগের নিয়মাবলীর অপরিহার্য উপাদানগুলো প্রয়োজনীয় উদাহরণ দিয়ে দিয়ে পর্যায়ক্রমে বোঝানো হবে। ইংরেজিতে শব্দভাণ্ডার বৃদ্ধি করা, শব্দের সঠিক উচ্চারণ, কাছাকাছি উচ্চারণে একই অথবা ভিন্ন ভিন্ন শব্দের প্রয়োগ এই বিষয়সমূহ গভীরভাবে পড়ানো হয়। কোর্সটির টপিকগুলো পর্যায়ক্রমে শেষ হলে একজন শিক্ষার্থী প্রফেশনাল ইংলিশ কমিউনিকেশনের প্রয়োজনীয় স্কিলগুলো অর্জনে সক্ষম হবে যা তার ব্যক্তিগত ও পেশাগত জীবনে সফলতা অর্জনের জন্য সহায়ক ভূমিকা রাখবে।

09/10/2024

ইংরেজিতে কথা বলতে ভয় পাচ্ছেন?
ভাবছেন, এই ভয়ের কারণে আপনার ক্যারিয়ারের পথে বাঁধা আসছে?*🤷‍♂

আর চিন্তা নয়! *Coach Academy* আপনাকে সাহায্য করতে প্রস্তুত। ✅
বাংলাদেশের যেকোনো স্থান থেকে আমাদের *অনলাইন কোর্স-এর মাধ্যমে ইংরেজিতে দক্ষ হয়ে উঠুন, আর চট্টগ্রামের শিক্ষার্থীদের জন্য আছে আমাদের **ক্যাম্পাসে সরাসরি ক্লাস* করার সুবর্ণ সুযোগ।🥳🥳🥳🥳

✍️সম্পূর্ণ হলো ভিডিও এডিটিং এর  #মাস্টারক্লাস।।আলহামদুলিল্লাহ।।উক্ত  #মাস্টারক্লাসের মাধ্যমে অনেকগুলো ভাই-বোনদের ক্যারিয...
07/10/2024

✍️সম্পূর্ণ হলো ভিডিও এডিটিং এর #মাস্টারক্লাস
।।আলহামদুলিল্লাহ।।

উক্ত #মাস্টারক্লাসের মাধ্যমে অনেকগুলো ভাই-বোনদের ক্যারিয়ার নিশ্চিত হবে,
ইন শা আল্লাহ 🤲🤲

সবার জন্য শুভকামনা ও দোয়া রইল

🔰🔰আপনি যে প্রফেশনেরই হন না কেন, ভিডিও এডিটিং স্কিল আপনাকে বাকিদের চেয়ে কিছুটা হলেও এগিয়ে রাখবে। সেটা ফ্রিল্যান্সিং হোক, ...
03/10/2024

🔰🔰আপনি যে প্রফেশনেরই হন না কেন, ভিডিও এডিটিং স্কিল আপনাকে বাকিদের চেয়ে কিছুটা হলেও এগিয়ে রাখবে। সেটা ফ্রিল্যান্সিং হোক, কিংবা অন্য কোনো প্রফেশনাল জব বা নিজের জন্যেও হলেও আপনাকে এই ভিডিও এডিটিং স্কিলস ক্যারিয়ার বিল্ড আপে হেল্প করবে।
🔰🔰ভিডিও এডিটিংয়ের একদম বেসিক থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত সবকিছু বিস্তারিত আলোচনার জন্যে Success Biz Family নিয়ে এসেছে ৩ মাসের একটি ইফেক্টিভ ভিডিও এডিটিং ক্যারিয়ার অপরচুনিটি প্রোগ্রাম। আমাদের সব কাজ হবে Adobe Premiere Pro-এবং
Adobe After effect
🔰🔰এই ক্যারিয়ার অপরচুনিটি ব্রিফ ডিস্কাশনের জন্যে থাকছে একটি ফ্রি মাস্টারক্লাস। এই ফ্রি মাস্টারক্লাসে অন ডিমান্ড কোনো একটা টপিকের উপর আলোচনা তো হবেই, সেই সাথে ক্যারিয়ার অপরচুনিটির বিভিন্ন ডিটেইলস নিয়েও কথা হবে। আপনাদের কোনো কনফিউশন থাকলে, সেগুলোও দুর করা যাবে এই মাস্টারক্লাসে।
🔰🔰মাস্টারক্লাসে ইন্সট্রাকটর হিসেবে থাকছেন-
Rubayet Ul Karim
Founder & CEO at Success Biz Family
🔰🔰মাস্টারক্লাসটি অনুষ্ঠিত হবে ০৭ অক্টোবর , ২০২৪। বিকেল: ৩ টা। প্ল্যাটফর্ম: জুম।
রেজিস্ট্রেশন ডেডলাইন: ০৬ অক্টোবর , ২০২৪।
🔰🔰তাই আপনি যদি একজন ভিডিও এডিটর হতে চান, তাহলে আপনার শুরুটা না হয় হোক আমাদের সাথেই।
🔰🔰এই ফ্রি মাস্টারক্লাসটি হতে পারে আপনার জন্য ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট

মাস্টারক্লাসের রেজিস্ট্রেশন লিংক:
👇👇👇👇
১ম কমেন্টে দেওয়া আছে

✍️বর্তমান এই মহামারীর সময় সবকিছু অনলাইন ভিত্তিক হয়ে যাচ্ছে। অনলাইন বিজনেস এর প্রতি মানুষ আরও বেশি নির্ভরশীল হয়ে পড়েছ...
02/10/2024

✍️বর্তমান এই মহামারীর সময় সবকিছু অনলাইন ভিত্তিক হয়ে যাচ্ছে। অনলাইন বিজনেস এর প্রতি মানুষ আরও বেশি নির্ভরশীল হয়ে পড়েছে।অনলাইনে বিজনেস করতে গেলে ডিজিটাল মার্কেটিং কাজ শিখা অনেক জরুরী।তবে শুধুমাত্র ফ্রিল্যান্সার হওয়ার জন্য না। আমাদের জীবনের প্রত্যেকটা কাজেই কিন্তু এখন ডিজিটাল মার্কেটিং অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
আপনি যত ভালো ডিজিটাল মার্কেটিং করতে পারবেন, তত আপনার বিজনেস ভালো হবে। তাই বর্তমান সময়ে ডিজিটাল মার্কেটিং শেখা খুব জরুরী।
✍️ডিজিটাল মার্কেটিং শেখার দুইটি উপায় রয়েছে। একটি হচ্ছে নিজে থেকে বিভিন্ন ওয়েবসাইট, ইউটিউব চ্যানেলে থাকা টিউটোরিয়াল দেখে এবং অপরটি হচ্ছে যেকোনো একটি ডিজিটাল মার্কেটিং কোর্স এ এনরোল করে শেখা। আপনার ইচ্ছের উপর নির্ভর করবে আপনি কোন পদ্ধতিতে ডিজিটাল মার্কেটিং শিখতে চাচ্ছেন।
তবে সম্পূর্ণ গাইডলাইনের জন্য একজন মেন্টর কিংবা কোনো প্রতিষ্ঠান থেকে কোর্স করা জরুরী। কারণ, ফ্রি সোর্সগুলো থেকে অবশ্যই আপনি ধারণা নিতে পারবেন। কিন্তু যখন কোন সমস্যার সম্মুখীন হবেন, তখন সঠিক কোন গাইডলাইন আপনি পাবেন না।

তাই এই সমস্যা সমাধানের জন্য নিয়ে এসেছে লাইভ মাস্টার ক্লাস।।এই মাস্টার ক্লাসে যুক্ত হতে হলে দ্রুত আমার সাথে যোগাযোগ করুন এবং আপনার আসন নিশ্চিত করুন।

30/09/2024

💞💞

👉শেষ হলো আমাদের ম্যানেজমেন্ট প্যানেলের  #মান্থলি_মিটিং মান্থলি মিটিং এর মাধ্যমে অনেক ইনফরমেশন পাওয়া যায়...লেকিংস গুলোর স...
29/09/2024

👉শেষ হলো আমাদের ম্যানেজমেন্ট প্যানেলের
#মান্থলি_মিটিং
মান্থলি মিটিং এর মাধ্যমে অনেক ইনফরমেশন পাওয়া যায়...লেকিংস গুলোর সুন্দর সলিউশন পাওয়ার পাশাপাশি কিছু বেটার গাইডলাইন পাওয়া যায়, যা কাজের ক্ষেত্রে অনেক ভালো একটা ইমপেক্ট ফেলে।
বরাবরই মান্থলি মিটিং এ ভালো কিছু দেওয়ার চেষ্টা করে থাকেন Rubayet Ul Karim স্যার...

💞কিন্তু ভালো কাজের ফলাফল তখনই পাওয়া যায়, যখন এই সুন্দর সলিউশন এবং এই সুন্দর আইডিয়াগুলো আমরা মেনে চলি এবং সে অনুযায়ী কাজ করি। এর পাশাপাশি কাজের মধ্যে ধারাবাহিকতা মেইনটেইন করি। 🥰



✍️ প্রযুক্তির উন্নয়নের সাথে সাথে বাড়ছে দক্ষ মানুষের চাহিদা। আবার ক্রমবর্ধমান জনসংখ্যার সাথে অপ্রতুল চাকরির সুযোগ প্রতি...
12/09/2024

✍️ প্রযুক্তির উন্নয়নের সাথে সাথে বাড়ছে দক্ষ মানুষের চাহিদা। আবার ক্রমবর্ধমান জনসংখ্যার সাথে অপ্রতুল চাকরির সুযোগ প্রতিযোগিতা বাড়িয়ে তুলেছে। এক্ষেত্রে তারাই এগিয়ে থাকবে, যাদের প্রযুক্তিগত দক্ষতা বেশি।
প্রতিযোগিতার এদৌড়ে টিকতে হলে আপনাকে প্রযুক্তিগত ভাবে দক্ষ হতে হবে।

🤔এখন প্রশ্ন হল কিভাবে অর্জন করব এই দক্ষতা? কোথায় গিয়ে শিখতে পারবো?
বর্তমানে অসংখ্য ফ্রী সোর্স রয়েছে, যেখান থেকে আপনি প্রাথমিক ধারণা নিয়ে নিতে পারবেন। তবে সম্পূর্ণ গাইডলাইনের জন্য একজন মেন্টর কিংবা কোনো প্রতিষ্ঠান থেকে কোর্স করা জরুরী। জরুরী বলছি এজন্যই যে, ফ্রি সোর্সগুলো থেকে অবশ্যই আপনি ধারণা নিতে পারবেন। কিন্তু যখন কোন সমস্যার সম্মুখীন হবেন, তখন সঠিক কোন গাইডলাইন আপনি পাবেন না। এবার না হয় আপনি সিদ্ধান্ত নিয়েই ফেললেন যে, আপনি দক্ষতা বৃদ্ধির জন্য যে কোন একটি কোর্স করবেন।

কিন্তু কোন কোর্স টি করবেন? কোথায় কোর্স করবেন? বর্তমানে আশেপাশে অলিতে গলিতে অসংখ্য আইটি প্রতিষ্ঠান গড়ে উঠেছে। আপনি কোর্স ফি কম দেখে হয়তো ভাবছেন কম খরচে কোর্স করে ফেলবেন এবং দক্ষ হয়ে কাজও শুরু করে ফেলবেন। কিন্তু পরে দেখা যায় এমনটা হয়ে উঠেনা। তাই এই সমস্যা সমাধানের জন্য
নিয়ে এসেছে একটি অনলাইন লাইভ মাস্টার ক্লাস। এবং সাকসেস বীজ ফ্যামিলির পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এই অনলাইন লাইভ মাস্টার ক্লাসে। লাইভ মাস্টার ক্লাসের সময়সূচী :
👉 ১৬ সেপ্টেম্বর ২০২৪, রোজ সোমবার.....
👉 বিকেল ৩টায়......

বিস্তারিত জানতে আমার সাথে যোগাযোগ করুন এবং দ্রুত রেজিস্ট্রেশন করে আপনার আসনটি নিশ্চিত করুন।
ধন্যবাদ 💞

04/09/2024

একাডেমিক লাইফ কিংবা কর্পোরেট লাইফ! ভালো একটা চাকরি পেতে কিংবা স্টুডেন্ট লাইফে ব্রিলিয়ান্ট স্কোর গড়তে, সব জায়গায় ইংরেজির দক্ষতা লাগবেই!
যারা উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে যেতে চান কিংবা যারা দেশেই ভালো একটা চাকরি করতে চান। সবার জন্যই প্রয়োজন ইংরেজি। স্টুডেন্ট লাইফে যারা ইংরেজিতে নিজেকে দক্ষ করতে পারে, পরবর্তী লাইফে তারাই সবার চেয়ে এগিয়ে থাকে।
Language Club, English Movie club, 1:1 Mentoring সহ এক বছর পর্যন্ত আইডি কার্ড ভেলিডিটি নিয়ে কোচ একাডেমিতে Online Spoken English এর নতুন ব্যাচে ভর্তি চলছে। দেশের যেকোনো প্রান্ত থেকে ভর্তি হয়ে দেশের সকল প্রান্তের ব্রিলিয়ান্টদের সাথে অনলাইন ক্লাসে আপনি অংশ নিতে পারেন।
কোর্স ফি: ৩২০০ টাকা
সাথে থাকছে সকল কোর্স ম্যাটারিয়ালস এবং উপরে বর্ণিত সকল সুবিধা।

 #অবশেষে_ইন্টারভিউ_সেশন_শেষ_হলো✍️✍️✍️অবশেষে সেই সময়টি চলেই আসলো। আজকে সারাদিনব্যাপী হলো "ইন্টারভিউ সেশন"। এই ইন্টারভিউ ...
03/09/2024

#অবশেষে_ইন্টারভিউ_সেশন_শেষ_হলো

✍️✍️✍️অবশেষে সেই সময়টি চলেই আসলো। আজকে সারাদিনব্যাপী হলো "ইন্টারভিউ সেশন"। এই ইন্টারভিউ সেশনটি নিয়েছেন আমাদের কোম্পানির ডিরেক্টর এবং GM.... Taskia Ara ম্যাম। ইন্টারভিউ সেশনে এলাও হওয়া প্রত্যেক স্টুডেন্ট পাওয়ার মাধ্যমে কোম্পানির সাথে ইন্টার্নশিপ করার এবং কাজ করার সুযোগ পাচ্ছেন।

👉 ম্যামকে অনেক ধন্যবাদ জানাই, সারাদিনব্যাপী এত কষ্ট করে এত সুন্দর ভাবে ইন্টারভিউ সেশনটি শেষ করার জন্য।
👉এরপর ইন্টারভিউ সেশনের মাধ্যমে এলাও হওয়া প্রত্যেক #স্টুডেন্টকে জানাই অনেক অনেক অনেক শুভকামনা🥰। আশা করি প্রত্যেকে এই সুযোগকে কাজে লাগিয়ে, নিজেকে সফলতার চূড়ায় নিয়ে যাবেন।🌹💞

 #অবশেষে_শেষ_হলো_সেই_মিটিং_যেটার_জন্য_প্রতি_মাসে_আমরা_অপেক্ষা_করে_থাকি।  ্যার_আসবেন_এবং_স্যারের_কাছ_থেকে_নতুন_কিছু_পাব। ...
02/09/2024

#অবশেষে_শেষ_হলো_সেই_মিটিং_যেটার_জন্য_প্রতি_মাসে_আমরা_অপেক্ষা_করে_থাকি। ্যার_আসবেন_এবং_স্যারের_কাছ_থেকে_নতুন_কিছু_পাব। অর্থাৎ

✍️সফলতা অর্জন খুব একটা সহজ কাজ নয়। দিনশেষে প্রতিটি মানুষের লক্ষ্য নিজ নিজ জায়গা থেকে সফল হওয়া। তবে সফলতার গোড়ায় পৌঁছানোর রাস্তাটা একদমই সোজা নয়। সাফল্য পেতে হলে প্রত্যেককে পেরোতে হয় অনেক বাধাবিপত্তি। আর তার মধ্যে সবথেকে বেশি জায়গা জুড়ে যে বিষয়টি আমাদের সফলতার পথে বাধা হয়ে দাড়িয়ে আছে, তা হলো ভয়। ভয় প্রতিনিয়ত হত্যা করে নতুন নতুন স্বপ্ন, সম্ভাবনা। তাই সফলতার উচ্চশিখরে যেতে হলে সবার আগে জয় করতে হবে #ভয়কে।
এবং আমাদের এই কাজের ক্ষেত্রে যেই ভীতিগুলো আমাদের মধ্যে কাজ করে, সেই ভীতিগুলো দূর করে দিয়ে, সহজে কিভাবে আমরা কাজগুলো রুলস রেগুলেশন মেইনটেইন করে করতে পারব, সেটার জন্য Rubayet Ul Karim স্যার আমাদের মাঝে সব সময় সহজ টেকনিক এবং নতুন নতুন আইডিয়া নিয়ে আমাদের সাথে শেয়ার করতে চলে আসেন।।।। যাতে আমরা প্রত্যেকটা কাজ ভীতিমুক্ত হয়ে, ধারাবাহিকতা মেইনটেইন করে কাজগুলো সুন্দরভাবে করতে পারি।
👉আজকের মান্থলি মিটিং ও তার ব্যতিক্রম নয়।আজকের মিটিংয়ে সবার জন্য খুব সুন্দর সুন্দর আইডিয়া এবং সুন্দর আপডেট নিয়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন স্যার। যত দিন যাচ্ছে তত আমরা আপডেট নিয়ে কাজ করছি।
আশা করছি আপনারা কেউই স্যারকে নিরাশ করবেন না।স্যার যেভাবে বলেছেন সেভাবেই এই সম্পূর্ণ একমাস আপনারা কাজ করবেন এবং বেস্ট একটা রেজাল্ট আনার চেষ্টা করবেন।
💞সবাইকে অনেক অনেক শুভকামনা।💞

Address


Telephone

+8801627377551

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ayman Ara Ela posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ayman Ara Ela:

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share