✍️'পারব না' বলে সবাই যখন ছেড়ে দেয়, হারবো না' বলে আপনি তখন লেগে থাকুন।
✍️ কিছুই হবে না ভেবে সবাই যখন হাল ছেড়ে দেয়, কিছু না কিছু একটা হবেই এই বিশ্বাসে আপনি তখনো লেগে থাকুন।
✍️সবাই যখন অন্যকে অজুহাত দেখায়, আপনি তখন নিজেকে স্বপ্ন দেখান।
✍️সবাই যখন অলস থাকে, আপনি তখন কাজে থাকেন।
🔥🔥ঠিক কয়েকটা বছর পর দেখবেন ওরা সবাই যখন লাইফ নিয়ে হতাশ থাকবে, আপনি তখন সুখে থাকবেন।
এটাই বাস্তব ।
#happyfreelancing_career
#happyfreelancing
#happyfreelancer
#happyfreelancinglife
#workactivities
#LearnAndGrow
#build_your_career_as_a_freelancer
#শুধু_Digital_Marketing_শিখবেন_না_সাথে_ক্যারিয়ার_অপরচুনিটিও_পাবেন
হাতে কলমে লাইভ প্রোজেক্টের মাধ্যমে প্রজেক্ট মেম্বার হয়ে Digital Marketing সাথে শিখতে পারবেন কিভাবে লোকাল মার্কেটপ্লেস বা মার্কেটপ্লেসের বাইরে ক্লায়েন্ট খুজে বের করবেন।
🔥 আমাদের ৬ মাসের এই কোর্সটাকে আমি নাম দিয়েছি " #Build_Your_Career_as_a_Freelancer"
আমি নিজেই একটা মার্কেটিং এবং ব্র্যান্ড ম্যানেজমেন্ট এজেন্সির সাথে দীর্ঘ দিন কাজ চালাই।পাশাপাশি এফিলিয়েটস মার্কেটিং এর সাথে জড়িত।
আমি নিজে শিখতে এবং শিখাতে ভালোবাসি। জয়েন করতে পারেন আমাদের লাইভ সেমিনারে। এই ১ ঘন্টা লাইভ সেমিনার হতে পারে আপনার বাড়তি আয়ের সোর্স,যা আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে টার্নিং পয়েন্ট।
আমাদের লাইভ সেমিনার রেজিষ্ট্রেশন সম্পূর্ন ফ্রি।
রেজিষ্ট্রেশন ফর্ম লিংকঃ
https://forms.gle/vmZdSw9M7dW6wPX8A
#Send_Mesaage এ ক্লিক করে আমার সাথে কথা বলে আরো বিস্তারিত জেনে লাইভ সেমিনারের জন
🔰আয় করুন ভিডিও এডিটিং শিখে
🔰আগামী দিনগুলোতে জব কিংবা ব্যবসার পাশাপাশি ভিডিও এডিটিং স্কিল হতে পারে আপনার আয়ের অন্যতম উৎস।
🔰টিভি মিডিয়া এবং ফিল্ম ইন্ডাস্ট্রিতে ভিডিও এডিটিং এর চাহিদা ব্যাপক রয়েছে, কিন্তু দক্ষ ভিডিও এডিটর সেই তুলনায় খুবই কম। এই চাহিদা পূরণের লক্ষ্যে আমরা সাজিয়েছি আমাদের Professional Video Editing কোর্স আউটলাইন।
🔰আমাদের কোর্সে রয়েছে ৩০+ ক্লাস, ৯+ প্রজেক্ট, ২ টি এক্সাম। কোর্স শেষে ভালো স্টুডেন্টদের জন্য রয়েছে ইন্টার্নশিপ এবং চাকরীর সুযোগ। যেখানে ৯+ প্রজেক্ট এর মাধ্যমে শেখানো হবে বিভিন্ন টুলস, এক্সটেনশন এবং প্লাগইনস কোথায় ও কিভাবে ব্যবহার করতে হয়। প্রজেক্টের মাধ্যমে রিয়েল লাইফ মার্কেটে কাজ করার এক্সপেরিয়েন্স সহ প্রজেক্ট গুলোতে কাজ করার মাধ্যমে আপনার পোর্টফোলিও ভারি হবে যেটা পরবর্তীতে আপনার কাজ পাওয়ার মাধ্যমকে সহজ করে দিবে।
🔰আমাদের কোর্সে রয়েছ
বর্তমান যুগে আপনার যদি একাডেমিক পড়া লেখার পাশাপাশি কোনো দক্ষতা না থাকে, আপনি জীবনে ততটা উন্নতি করে উঠতে পারবেন না । কারন, যতই আমরা ডিজিটাল বিশ্বে এগিয়ে চলেছি , আমাদের সার্টিফিকেট এর থেকে বেশি ভ্যালু করা হচ্ছে আমাদের #দক্ষতাকে ।
✍️মূলত এই কারনেই প্রথমে আমার মাথায় চিন্তা আসে, যেসব #দক্ষতাগুলোকে কাজে লাগিয়ে আমি নিজের ক্যারিয়ার গড়েছি, সেগুলো যদি আমি অন্যদের জানিয়ে যেতে পারি , তাহলে তারাও নিজের থেকে কিছু করতে পারবে এবং তাদের বেকারত্বের অভিশাপ দূর করতে পারবে।
✍️বর্তমান সময়ের সবচেয়ে ডিমান্ডিং স্কিল গুলোর মধ্যে #ডিজিটাল_মার্কেটিং একটি অন্যতম স্কিল।তাই আজই ডিজিটাল মার্কেটিং বা ফ্রিল্যান্সিং শিখা শুরু করতে পারেন।
✍️ডিজিটাল মার্কেটিং শিখার পর ইন্টারন্যাশনাল মার্কেট প্লেইস এবং লোকাল মার্কেট প্লেইস উভয় মার্কেট প্লেইসে কাজ করে ইনকাম করতে পারবেন।
পাশাপাশ
ডিজিটাল মার্কেটিং মূলত একটি বিশাল সেক্টর। আপনি যদি মনে করেন, এখানে এসে রাতারাতি সফলতা অর্জন করে ফেলবেন, সেটা ভুল। এই সেক্টরে সবচেয়ে বেশি প্রয়োজন দক্ষতা। আপনি যত দক্ষতা অর্জন করতে পারবেন, তত দ্রুত এখানে ক্যারিয়ার গড়তে পারবেন। আপনাকে হতে হবে পরিশ্রমী। ডিজিটাল মার্কেটিংয়ের অনেকগুলো ক্ষেত্রের মধ্যে যেকোনও একটি বেছে নিয়ে সেটার ওপর আপনাকে বিশেষজ্ঞ হতে হবে। তবে ভালো মানের ডিজিটাল মার্কেটার হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে এর সব মার্কেটিং সেকশন সম্পর্কেই পরিষ্কার ধারণা থাকা আবশ্যক।
সৃজনশীলতা এবং বিশ্লেষণী দক্ষতাই এখানে আপনাকে সফলতা এনে দিবে। তথ্য-প্রযুক্তির কল্যাণে শুধু দেশেই বাজারেই নয়, ডিজিটাল মার্কেটিং দক্ষতা দিয়ে আপনি দেশে বসেই বিদেশের প্রতিষ্ঠানে কাজ করতে পারবেন। বর্তমানে বাংলাদেশিদের জন্য ফ্রিল্যান্সিং একটি বড় কর্মসংস্থানের জায়গা তৈরি করেছ
#learnearngrow #weekly_meeting #digitalmarketing
💞💞#instagram #Instagram_Marketing
#digitalmarketing #learnearngrow
কথায় আছে 👉 ইচ্ছা থাকলে উপায় হয়👈
✍️ সঠিক সিদ্ধান্ত, ইচ্ছা শক্তি,নিজের প্রতি আত্মবিশ্বাস,শেখার মন-মানসিকতা, কাজ করার আকাঙ্ক্ষা, ওই কাজের প্রতি ধারাবাহিকতা বজায় রাখা.........
এগুলো আমাদের সফল হতে সাহায্য করে। মনে রাখবেন শুধু সাহায্য করে। কারণ... শুরুটা কিন্তু আমাদের নিজেকেই করতে হবে। এবং সেই শুরুটা হবে একটা সঠিক সিদ্ধান্তের মাধ্যমে। আমরা যদি সঠিকভাবে সিদ্ধান্তই নিতে না পারি, তাহলে উপরের কোন কিছুই কাজে আসবে না। এবং একটা সঠিক সিদ্ধান্ত আমাদের জীবনকে অনেক সুন্দর করে গোছাতে সাহায্য করে, একটা ভালো জায়গায় নিয়ে যেতে সাহায্য করে।
এর প্রমাণ হচ্ছে #জোনাকি_খানম👇👇👇
✅আমাদের #খুলনার অফিসের #ফুল_ভিডিও
#SuccessBizFamily #sbfagency #trainingcenter #Khulna #onlinecareer
#meeting #Management_Panel #Advanced_Activities #Work
Video টি দেখে মনে পড়ে গেল ফ্রিল্যান্সিং এ আসার সেই সময়টার কথা
ঠিক আমিও এমন একটি ফ্রি ক্লাস করে সিদ্ধান্ত নিয়ে আজকে এ পর্যন্ত আসা।জীবনটা আমরা কিভাবে এবং কোথায় নিব সেটা আমাদের সিদ্ধান্তের উপরেই নির্ভর।
সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পেরেছি বলেই আলহামদুলিল্লাহ আজকে জীবনে সুন্দর সময় পার করছি।
আমরা অনেক সময় সিদ্ধান্ত নেওয়ার জায়গাটাতেই ভুল করি। এজন্যই আমরা আমাদের সমস্যা থেকে বের হতে পারি না।
একটি সঠিক সিদ্ধান্তই পারে জীবনকে পরিবর্তন করতে। মানুষের জীবনে যদি কোন গুরুত্বপূর্ণ কিছু থাকে আমার কাছে তা হচ্ছে সঠিক সময় সঠিক সিদ্ধান্ত সঠিক কাজ।।
আল্লাহর প্রতি অনেক অনেক শুকরিয়া আদায় করছি যিনি আমাকে সঠিক সিদ্ধান্ত নেওয়াতে সাহায্য করেছেন।
যার ফলে আমি ও নিজে এবং অন্যদেরকেও একটি ভালো ক্যারিয়ার দিতে পারছি। সবাই আমার জন্য দোয়া করবেন।
আমি যেন আমার জ