ভোরের আলো

  • Home
  • ভোরের আলো

ভোরের আলো রাসূল(সাঃ ) বলেন সাত বছর বয়স হলে তোমার সন্তানদের নামাজ আদায় করতে আদেশ করো |
(আল হাদিস )

(1) আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত মুহাম্মদ (সাঃ ) বলেছেন, বান্দা যখন সিজদায় থাকে, তখন তার রবের সবচাইতে নিকটবর্তী থাকে| কাজেই তোমরা সিজদায় গিয়ে বেশি করে দোয়া করো |
[মুসলিম, রিয়াদুস সালেহীন – ১৪৯৮ ]

(2) হযরত (সাঃ ) বলেন, বরকতের দিক থেকে মর্যাদাপূর্ণ বিবাহ হচ্ছে, যে বিবাহে মোহর অল্প হয় | (আল হাদিস )

(3) রাসূল(সাঃ ) বলেন, যে ব্যক্তি আল্লাহর জিকির করে এবং যে ব্যক্তি তার জিকির করে না উভয়ের উপমা

জীবিত এবং মৃত্যের ন্যায় | (আল হাদিস )

(4) ইবনে আব্বাস বর্ণনা করেছেন: আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “আল্লাহ রাব্বুল আলামীন বলেছেন: যে ব্যক্তি জানে যে পাপ ক্ষমা করার ক্ষমতা আমার রয়েছে, আমি তাকে ক্ষমা করে দেব এবং আমি দ্বিধা করব না যতক্ষণ না সে আমার সাথে অন্য কাউকে শরিক করে |” Source: al-Mu’jam al-Kabīr 11615

(5) আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত: আল্লাহর রাসূল বলেছেন, “মুমিনের উদাহরণ হ’ল তাজা কোমল গাছ; বাতাস যেদিকে আসে সেদিকেই তা বাঁকায় | কিন্তু বাতাস যখন শান্ত হয়ে যায়, তখন তা আবার সোজা হয়ে যায়। একইভাবে, একজন মুমিন দুর্যোগে ভুগছেন (তবে তিনি ধৈর্য ধরে রয়েছেন যতক্ষণ না আল্লাহ তাঁর অসুবিধা দূর করেন।) আর একজন অবিশ্বাসী দুষ্ট ব্যক্তি পাইন গাছের মতো, যা আল্লাহ ইচ্ছা অবধি কাটা (ভেঙে) রাখার আগ পর্যন্ত কঠোর ও সরল রাখে। ” Sahih Al-Bukhari – Book 70 Hadith 547

(6) আমিরুল মুমেনীন আবু হাফস্ উমার ইবন আল খাত্তাব (রাঃ) থেকে বিবৃত হয়েছে যে, তিনি বলেছেন আমি হজরত মহঃ( সাঃ ) বলতে শুনেছি, সব কাজের পরিণতি নির্ভর করে নিয়্যতের উপর | আর সব মানুষই যাই নিয়্যত করে সেটাই পাবে | তাই যে ব্যক্তি আল্লাহ ও তাঁর রাসূলের জন্য নিয়্যত করেছে, তার নিয়্যত সেই দিকে হয়েছে | আর যাদের নিয়্যত দুনিয়া সঙ্কলন করার জন্য অথবা মেয়েকে বিবাহ করার জন্য তার নিয়্যত সেজন্য বিবেচিত হবে যে জন্য সে নিয়্যত করেছে |

(7) রাসূল(সাঃ ) বলেন সাত বছর বয়স হলে তোমার সন্তানদের নামাজ আদায় করতে আদেশ করো |
(আল হাদিস )

01/06/2022

মৃত্যু😭 আর বিয়ে🙂

🌿"অতএব, তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে?" আল্লাহর কুদরত__   যেখানে দুটি মহাসাগর মিলিত হয় কিন্তু মিশে...
21/05/2022

🌿"অতএব, তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে?" আল্লাহর কুদরত__ যেখানে দুটি মহাসাগর মিলিত হয় কিন্তু মিশে না! 🌹কেননা হাদীস শরীফে এসেছে,হযরত আয়েশা রাযি থেকে বর্ণিত, وَعَنْ عَائِشَةَ قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ -: " «الْمَاهِرُ بِالْقُرْآنِ مَعَ السَّفَرَةِ الْكِرَامِ الْبَرَرَةِ، وَالَّذِي يَقْرَأُ الْقُرْآنَ وَيَتَتَعْتَعُ فِيهِ وَهُوَ عَلَيْهِ شَاقٌّ لَهُ أَجْرَانِ» " مُتَّفَقٌ عَلَيْهِ রাসূলুল্লাহ সাঃ বলেন, কুরআন সম্পর্কে বিজ্ঞজনদের হাশর হবে, আ'মলনামা লিখক পবিত্রতম ফিরিস্তাদের সাথে। আর যে ব্যক্তি কোরআন পড়তে আটকে যায় এবং এমন অবস্থায় সে কুরআনকে পড় যে, কুরআনের উচ্ছারণ তার জন্য কষ্টকর লাগে।সে ব্যক্তি দু'টি সওয়াব পাবে।(প্রথম সওয়াব পাবে পড়ার জন্য এবং দ্বিতীয় সওয়াব পাবে কষ্ট করে পড়ার জন্য,,,,)(মিশকাতুল মাসাবিহ-২১১২)দেখুন-(মাওসুাতুল ফেকহিয়্যাহ-১০/১৭৮),,,, 🌹🌿

12/05/2022

😪মৃত্যু আসলেই অনেক কষ্টের😪

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when ভোরের আলো posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share