Rahim Saikat Live

  • Home
  • Rahim Saikat Live

Rahim Saikat Live Your Online learning Partner

26/08/2022

জ্বলে উঠার আগেই একটি সম্ভাবনার সামনে অমানিশার অন্ধকার!

19/08/2022
জন্মাষ্টমীর শুভেচ্ছা
18/08/2022

জন্মাষ্টমীর শুভেচ্ছা

শুভ জন্মদিন জনাব সাইদুজ্জামান চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা, বাঁশখালী, চট্টগ্রাম।
18/08/2022

শুভ জন্মদিন
জনাব সাইদুজ্জামান চৌধুরী,
উপজেলা নির্বাহী কর্মকর্তা, বাঁশখালী, চট্টগ্রাম।

14/08/2022

জীবনযুদ্ধে হার না মানা যুবকের গল্প
মাত্র পঁচিশেই দেখে নিয়েছেন পৃথিবীর যাবতীয় নিষ্ঠুরতা আর এই নিষ্ঠুরতায় তার জীবনকে দিয়েছে নতুন সম্ভাবনার সন্ধান, হার না মানার দুর্দমনীয় শক্তি। অনুপ্রেরণার পুরো প্যাকেজ এই রায়হান। বিস্তারিত কমেন্ট বক্সে...

10/08/2022

আনোয়ারার ইউএনও'র পুরনো দপ্তর ব্যবহার হবে কর্মজীবী নারীদের সন্তানের ডে কেয়ার সেন্টার হিসেবে

07/08/2022

বাঁশখালী ওরোডেন্ট | ad6

৩০০% সত্য
03/08/2022

৩০০% সত্য

বর্ষায় শরৎ পরিগ্রহ
03/08/2022

বর্ষায় শরৎ পরিগ্রহ

কথা গুলো ভাল লাগছে তুমি আইফোন নিয়ে দাঁড়ালে সবাই আইফোনটাকে দেখবে। ইলন মাস্ক টেসেলা নিয়ে দাঁড়ালে সবাই ইলন মাস্ককে দেখবে।তু...
25/07/2022

কথা গুলো ভাল লাগছে

তুমি আইফোন নিয়ে দাঁড়ালে সবাই আইফোনটাকে দেখবে।
ইলন মাস্ক টেসেলা নিয়ে দাঁড়ালে সবাই ইলন মাস্ককে দেখবে।
তুমি কুড়ি হাজার টাকার ব্র্যান্ডের শার্ট পরলে সবাই শার্টটাকে দেখবে।
শাহরুখ খান ফুটপাথের দু'শ টাকার গেঞ্জি পরলেও সবাই শাহরুখ কেই দেখবে।
ব্র্যান্ডের পেছনে না ছুটে নিজেকে ব্র্যান্ড বানানোর চেষ্টা করো।
গাদাগুচ্ছের টাকা খরচা করে 'শো অফ' করে কিচ্ছু পাওয়া যায় না।
বাবা মায়ের থেকে দামী জিনিস কেনার জেদ না করে নিজেকে এমন জায়গায় নিয়ে যাও, যাতে তোমার ব্যবহার করা ছেঁড়া রুমালও নিলামে একদিন লাখ টাকায় বিক্রি হয়। নিজেকে ব্র‍্যান্ডিং করো, তাহলে একটা সময় তোমার ব্যবহৃত জিনিস পত্রও ব্র‍্যান্ড হয়ে যাবে।
'শো অফ' তারা করে যাদের ভেতরটা ফাঁপা হয়, সেজন্যই তারা বাহিরটাকে ঝকঝকে চকচকে বানিয়ে মানুষের মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করে।
তাই সময় থাকতে নিজেকে প্রতিষ্ঠিত করে তোলো,
সময় একবার ফুরিয়ে গেলে সেটা কিন্তু আর ফিরে পাওয়া যাবে না।

[কথা গুলো সংগৃহীত, প্রকৃত লেখকের নাম জানতে পারলে জুড়ে দিব ]

17/07/2022

আপনার বিশ্বাস কে নিয়ে কেউ ঠাট্টা করলে, বিদ্রুপ করলে, গালি দিলে তাদের উপর চড়াও হওয়ার, জান মালের ক্ষতি করার অধিকার আপনাকে দেয়া হয়নি। রাসুল (সাঃ) এর উপর যখন তারা এমন অমানবিক আচরণ করত তখন তাকে আল্লাহ কি বলেছেন একটু জেনে নিতে পারেন 'অতএব, আপনি ওদেরকে উপেক্ষা করুন এবং ওদেরকে সদুপদেশ দিয়ে এমন কোন কথা বলুন যা তাদের জন্য কল্যাণকর।' [৪.৬৩]

আপনার ধর্মীয় বিশ্বাস যদি আপনাকে অসহিষ্ণু হতে উদ্ধুদ্ধ করে, ধ্বংস করতে অনুপ্রাণিত করে তবে সেই বিশ্বাস আপনার নিজের গড়া, স্রষ্টার দেয়া বিধান নয় । স্রষ্টা তার সৃষ্টির জন্য অকল্যাণকর কোন কিছুতে সন্তুষ্ট হবেন এমন বিশ্বাস ভ্রান্ত মতাদর্শ। হিংসা, ঈর্ষা, বিদ্বেষ, ঘৃণা এসব মানুষকে জন্তু জানোয়ারের অধম করে দেয়। কেউ আপনাকে খারাপ বললে, গালি দিলে তা তার অযোগ্যতা, অদূরদর্শীতা হিসেবে ধরে নিয়ে তাকে উপক্ষা করুন। যদি এসবের জবাব দিতে যান আপনাকেও একইভাবে জবাব দিতে হবে। তাহলে তফাৎ থাকল কই?

'কুকুরের কাজ কুকুরে করেছে কামড় দিয়েছে পায়
তা বলে কুকুরে কামড়ানো মানুষের শোভা পায়?'

আমার জীবনবোধ
15/07/2022

আমার জীবনবোধ

আংকেল আমি একটা কেরাত পড়ব! বয়স ৫/৭ হবে! কী সারল্য আর মায়া এই চেহারায়। সরল মালকা বানু মসজিদে গিয়েছিলাম। 'আচ্ছা আস' মসজিদের...
14/07/2022

আংকেল আমি একটা কেরাত পড়ব!
বয়স ৫/৭ হবে! কী সারল্য আর মায়া এই চেহারায়। সরল মালকা বানু মসজিদে গিয়েছিলাম। 'আচ্ছা আস' মসজিদের আজানখানায় তার কেরাত রেকর্ড করলাম। নিখুঁত তিলওয়াত! আসার সময় আর আসতে দিতে চায়না। হাতের আঙুল ধরে নিয়েছে, এ যেন যুগ জনমের পরিচয়, এ যেন আমার আরেকটি সন্তান। 'আমাদের বাড়িতে যেতে হবে আংকেল'। নাছোড়বান্দা, এত মায়া লেগে যায়। আমি নরম দিলের মানুষ। তার এই আচরণে বার বার ভেতরটা আকুলিবিকুলি করছে। কোলে তুলে নিলাম, কপালে একটা চুমু দিলাম। ইচ্ছে করছিল তারে কলিজার ভেতর আরো কিছুক্ষন ধরে রাখি, সাথে করে নিয়ে আসি। তার নাম হুজাইফ, হুজাইফ তোমার আম্মু, আব্বু অনেক অনেক পূন্য করেছে বলে তোমার মত একটা মিষ্টি ছেলে আল্লাহ উপহার দিয়েছে। তোমার আব্বু আম্মুকে আমার সালাম, শ্রদ্ধা, জানাইও। তোমার জন্য অনেক অনেক আদর।

সারাদিন বসে থাকলেও ক্লান্তি স্পর্শ করবে না
13/07/2022

সারাদিন বসে থাকলেও ক্লান্তি স্পর্শ করবে না

06/07/2022

গাছ কেন লাগাবেন?
বলেছেন আরিফ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক, ছনুয়া ১নং পাড়া সমাজ উন্নয়ন সংস্থা।

06/07/2022

বাঁশখালী সবুজ আন্দোলন | সিজন ২ | EP
সামাজিক সংগঠন 'বাঁশখালা একতা সংঘের অভিমত'

বিস্তারিত ▪️
'বাঁশখালীতে বিভিন্ন সামাজিক সংগঠনের মাধ্যমে ১২ সহস্রাধিক চারা বিতরণ

‘বৃক্ষপ্রাণে প্রকৃতি প্রতিবেশ, আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ'

জাতীয় বৃক্ষররোপণ কর্মসূচি-২০২২ এর এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাঁশখালীতে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি সম্পন্ন হয়। অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন পিপিএম এর উদ্যোগে, বাঁশখালী সবুজ আন্দোলনের ব্যানারে, বাঁশখালী এক্সপ্রেসের বাস্তবায়নে ২০২১ সালে বাঁশখালীর বিভিন্ন এলাকার সামাজিক সংগঠন এর মাধ্যমে ১০ হাজার ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। তারই ধারাবাহিকতায় আজ ১ জুলাই, ২০২২ তারিখে বিতরণ করা হয় ১২ চারাগাছ। চলতি বছরের কর্মসূচী বাস্তবায়ন করে নান্দনিক পাঠাগার বিদ্যাবাড়ি ও বাঁশখালী এক্সপ্রেস। এতে সার্বিক সহযোগিতা ও সমন্বয় সাধন করেন আবহাওয়াবিদ আবুল মনছুর , মাইনুল আলম মুবিন, আবদুল্লাহ, এনাম, আনছার, রোকন এবং ফাহামিদ সাহরিয়ার সহ অগণিত সবুজপ্রেমী। এতে অংশগ্রহণকারী সংগঠনগুলো হল বরুমছড়া জাগরণী, হাজীগাঁও অগ্রণী ক্লাব, স্বপ্নতরী সংঘ, আলোকিত রত্নপুর, সরল সামাজিক ঐক্য পরিষদ, রত্নপুর তরুণ শেকড়, বাঁশখালা একতা সংঘ, উই ফর য়্যু, মধ্যম ডোংরা হযরত আবু বকর সিদ্দিক (রাঃ) স্মৃতি সংঘ, ছাপাছড়ি জাগ্রত সংঘ, কদমরসুল হযরত হাদু হাজী শাহ (রহঃ) স্মৃতি সংসদ, শেখেরখীল একতা সংঘ, খানখানাবাদ যুব উন্নয়ন পরিষদ, আইডিয়াল ট্রাস্ট, পূর্ববাগমারা, হুজিত্যা পাড়া আইডিয়াল সোসাইটি, হানিয়াপাড়া যুব উন্নয়ন সংস্থা, ১নং পাড়া সমাজ উন্নয়ন সংস্থা, মাইদার পাড়া একতা সমাজ কল্যান সংঘ, পূর্ব কাথরিয়া স্বপ্নসিঁড়ি ক্লাব, দ্বীপশিখা পাঠাগার, পশ্চিম বাঁশখালা, বোঁচা ফকির স্মৃতি সংঘ, দক্ষিণ ইলশা আলোকবর্তিকা, অল ফর ওয়ান সোসাইটি, পশ্চিম বাগমারা আদর্শ ছাত্র ও যুব একতা সংঘ, কোটপাড়া শাহ্ আব্দুল জব্বার (রহঃ) স্মৃতি সংসদ, কাথরিয়া বাগমারা হিলফুল ফুযুল শান্তি সংঘ, পূর্ব বাগমারা তরুণ প্রদীপ সংঘ, পৃর্ব কাথরিয়া শাহ জিন্নাত আলী ক্রীড়া উন্নয়ন সংগঠন, কাথরয়িা শীল পাড়া একতা সংঘ, এছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও ব্যক্তিবর্গকে চারাগাছ বিতরণ করা হয়।

উক্ত কর্মসূচির উদ্যোক্তা জনাব মো. জসিম উদ্দীন পিপিএম বলেন, অমিত সম্ভাবনা, স্বতঃস্ফূর্ত প্রেরণা আর দুর্বার পথচলার সঞ্জীবনী শক্তির নামই তারুণ্য। স্বপ্নিল শৈশব, সোঁদা মাটির গন্ধে মাতোয়ারা কৈশোর পেরিয়ে তিমির বিদারী তারুণ্যই সামাজিক শক্তির মূল উৎস। মানবিক চেতনায় উজ্জীবিত তারুণ্যের শক্তিকে স্পন্দিত করার উদ্দেশ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস "বৃক্ষরোপণ কর্মসূচি-২০২২"
আমাদের এই কর্মসূচিতে সম্পৃক্ত প্রিয় জনপদ বাঁশখালীর সকল সামাজিক সংগঠন ও ব্যক্তিবর্গকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা। ১২ সহস্রাধিক চারাগাছ সংগ্রহে অক্লান্ত শ্রম দিয়েছেন প্রিয় এনাম, বন্ধু আবুল মনসুর, সুহৃদ আবদুল্লাহ। সারাদিনব্যাপী বিতরণ কর্মসূচীতে যারা নিরলস শ্রম দিয়েছেন সকলের প্রতি রইল আন্তরিক ভালোবাসা। এই কর্মসূচিকে নিজের প্রজ্ঞা ও অক্লান্ত শ্রম দিয়ে সাফল্যমণ্ডিত করার কারিগর হিসেবে ভূমিকা রেখেছেন প্রিয় রহিম সৈকত। কৃতজ্ঞতা বাঁশখালী এক্সপ্রেস পরিবারকেও।

আমাদের সম্মিলিত ভালোবাসার স্লোগানে গড়ে উঠবে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ। একদিন গ্রাম থেকে নগর পর্যন্ত ছড়িয়ে পড়বে এই সবুজ মায়ার কোরাস।'।

05/07/2022

আক্তারুজ্জামান চৌধুরী বাবু স্মৃতি পার্ক ; উদ্বোধনের ক্ষণ গণনা শুরু

মহান মুক্তিযুদ্ধের সংগঠক, আনোয়ারা থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য প্রয়াত আক্তারুজ্জামান চৌধুরী বাবুর স্মৃতিতে, আনোয়ারা উপজেলা প্রশাসনের উদ্যোগে সকল শ্রেণীর মানুষের অবসর, চিত্তবিনোদনের জন্য নির্মিত এই পার্ক শীঘ্রই উদ্বোধন করে উন্মুক্ত করে দেওয়া হবে।

প্রত্যেক বিবাহিত যুবক এই কুপ্রথাকে 'না' বলুন
03/07/2022

প্রত্যেক বিবাহিত যুবক এই কুপ্রথাকে 'না' বলুন

ধন্যবাদ তাফহীম
03/07/2022

ধন্যবাদ তাফহীম

বাঁশখালী (চট্টগ্রাম) সংবাদদাতা : অতিরিক্ত পুলিশ সুপার মো: জসীম উদ্দীনের উদ্যোগে বাঁশখালীতে ১২ হাজার ফলজ ও বনজ গাছে...

03/07/2022

বাঁশখালী সবুজ আন্দোলন | সিজন ২ | EP3
অংশগ্রহণকারী সংগঠন : রত্নপুর তরুণ শেকড়

শুভ জন্মদিন ক্যাপ্টেন 💚
02/07/2022

শুভ জন্মদিন ক্যাপ্টেন 💚

02/07/2022

'আপনাদের ট্রল, হিরো আলমের ইনকাম '

02/07/2022

বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি ২০২২
সংগঠন : হাজীগাঁও অগ্রণী ক্লাব

ছিলাম বাঁশখালী, কিন্তু মনটা পড়েছিল এমএ আজিজ স্টেডিয়ামে। আমাদের মেয়েরাও যে বল নিয়ে দুর্দান্ত গতিতে দৌঁড়াতে পারে, ড্রিবলিং...
01/07/2022

ছিলাম বাঁশখালী, কিন্তু মনটা পড়েছিল এমএ আজিজ স্টেডিয়ামে। আমাদের মেয়েরাও যে বল নিয়ে দুর্দান্ত গতিতে দৌঁড়াতে পারে, ড্রিবলিং এ প্রতিপক্ষকে ছিটকে ফেলে দিতে পারে তা দেখেছে চট্টগ্রাম সহ সারাবিশ্ব । কে কী বলছে তা শুনে কবে কে কী করেছে তার নজির ইতিহাসে বেশি নেই।
তোমাদের এই দৃপ্ত পদচারণা যেন কারো কথায় থেমে না যায়। আকাশসমান শুভকামনা তোমাদের জন্য।

26/06/2022

এই রূপালী গিটার ফেলে ; Tribute to ayub bachchu

বাবা যেখানে 'মা'
26/06/2022

বাবা যেখানে 'মা'

25/06/2022

একটি সেতু, একটি দুর্দমনীয় বাস্তবায়নের গল্প

চরম সত্য কথা 😢
22/06/2022

চরম সত্য কথা 😢

২০০ গ্রাম মুড়ি, ৪টি খেজুর এবং একটি নির্মম তামাশার স্থিরচিত্র
21/06/2022

২০০ গ্রাম মুড়ি, ৪টি খেজুর এবং একটি নির্মম তামাশার স্থিরচিত্র

11/06/2022

"স্রষ্টা বলেছেন, 'তুমি যাকে'ই আমার চেয়ে বেশি ভালোবাসবে', আমি তাকে'ই তোমার কাছ থেকে দূরে নিয়ে যাবো। এবং তোমাকে একা করে রাখব।"

তিনি আরও বলেছেন, 'কখনো বলবেনা আমি তাকে ছাড়া বাঁচবোনা।' তবে আমি তাকে ছাড়াই তোমাকে বাঁচাবো। এবং পেছনের অনুগত সব আবেগ কেড়ে নিয়ে, তোমাকে দিব্যি সামনে নিয়ে যাব!

তুমি কী দ্যাখো না? ঋতুরাও বদলাতে থাকে।
ছায়া দেয়া গাছের পাতাও যায় শুকিয়ে।
ধৈর্য্যে হারিয়ে যায়।
কিন্তু তোমার স্রষ্টা ধৈর্যশীল ও পরম দয়ালু, সেই ঝরে যাওয়া পাতার ডাল থেকেই আবার সবুজ পাতা গজায়, তুমি কী দ্যাখো না তোমার স্রষ্টার এই নিদর্শন?
যে মানুষটাকে তুমি নিজের অংশ ভাবতে, সেই মানুষটাই একদিন অচেনা হয়ে যায়।
তোমার মন ভেঙে যায়"!

এমনকি তোমার বন্ধুও শত্রুতে পরিণত হয়
আর শত্রুও খানিক সময় পরে পরিণত হয় বন্ধুতে।
যে মানুষটাকে নিজের জীবনের চেয়েও বেশি
ভালোবাসতে সেও প্রতারণা করে। তবে তুমি কেন স্রষ্টা বিমুখ হয়ে মানুষকে ভরসা করো?
অদ্ভুত এই পৃথিবী!

যখন তুমি ভাবো এটা হবেনা কখনো, কিন্তু পরোক্ষণে সেটাই হয়। সেটাই হবার নয় কী?
তুমি বলো, 'আমি পড়বোনা' অথচ তুমি পড়ো।
তুমি বলো, 'আমি বিস্মিত হবোনা!'
অথচ তুমি রোজ বিস্মিত হও।

এবং সবচেয়ে বিচিত্র বিষয় হচ্ছে-
তুমি বলতে থাকো 'আমি মরে গেছি' অথচ তুমি বাঁচো। অথচ তুমি বেঁচে থাকো। তোমার স্রষ্টা তোমাকে বাঁচায়, তোমার স্রষ্টা তোমাকে বাঁচিয়ে রাখে,।

- মাওলানা জালালউদ্দিন মোহাম্মদ রুমি

The Bangladesh we dream of
07/06/2022

The Bangladesh we dream of

শুভ বেইন্না...
07/06/2022

শুভ বেইন্না...

Love, Respect 🙏
04/06/2022

Love, Respect 🙏

Address

Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when Rahim Saikat Live posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rahim Saikat Live:

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share