06/07/2022
বাঁশখালী সবুজ আন্দোলন | সিজন ২ | EP
সামাজিক সংগঠন 'বাঁশখালা একতা সংঘের অভিমত'
বিস্তারিত ▪️
'বাঁশখালীতে বিভিন্ন সামাজিক সংগঠনের মাধ্যমে ১২ সহস্রাধিক চারা বিতরণ
‘বৃক্ষপ্রাণে প্রকৃতি প্রতিবেশ, আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ'
জাতীয় বৃক্ষররোপণ কর্মসূচি-২০২২ এর এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাঁশখালীতে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি সম্পন্ন হয়। অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন পিপিএম এর উদ্যোগে, বাঁশখালী সবুজ আন্দোলনের ব্যানারে, বাঁশখালী এক্সপ্রেসের বাস্তবায়নে ২০২১ সালে বাঁশখালীর বিভিন্ন এলাকার সামাজিক সংগঠন এর মাধ্যমে ১০ হাজার ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। তারই ধারাবাহিকতায় আজ ১ জুলাই, ২০২২ তারিখে বিতরণ করা হয় ১২ চারাগাছ। চলতি বছরের কর্মসূচী বাস্তবায়ন করে নান্দনিক পাঠাগার বিদ্যাবাড়ি ও বাঁশখালী এক্সপ্রেস। এতে সার্বিক সহযোগিতা ও সমন্বয় সাধন করেন আবহাওয়াবিদ আবুল মনছুর , মাইনুল আলম মুবিন, আবদুল্লাহ, এনাম, আনছার, রোকন এবং ফাহামিদ সাহরিয়ার সহ অগণিত সবুজপ্রেমী। এতে অংশগ্রহণকারী সংগঠনগুলো হল বরুমছড়া জাগরণী, হাজীগাঁও অগ্রণী ক্লাব, স্বপ্নতরী সংঘ, আলোকিত রত্নপুর, সরল সামাজিক ঐক্য পরিষদ, রত্নপুর তরুণ শেকড়, বাঁশখালা একতা সংঘ, উই ফর য়্যু, মধ্যম ডোংরা হযরত আবু বকর সিদ্দিক (রাঃ) স্মৃতি সংঘ, ছাপাছড়ি জাগ্রত সংঘ, কদমরসুল হযরত হাদু হাজী শাহ (রহঃ) স্মৃতি সংসদ, শেখেরখীল একতা সংঘ, খানখানাবাদ যুব উন্নয়ন পরিষদ, আইডিয়াল ট্রাস্ট, পূর্ববাগমারা, হুজিত্যা পাড়া আইডিয়াল সোসাইটি, হানিয়াপাড়া যুব উন্নয়ন সংস্থা, ১নং পাড়া সমাজ উন্নয়ন সংস্থা, মাইদার পাড়া একতা সমাজ কল্যান সংঘ, পূর্ব কাথরিয়া স্বপ্নসিঁড়ি ক্লাব, দ্বীপশিখা পাঠাগার, পশ্চিম বাঁশখালা, বোঁচা ফকির স্মৃতি সংঘ, দক্ষিণ ইলশা আলোকবর্তিকা, অল ফর ওয়ান সোসাইটি, পশ্চিম বাগমারা আদর্শ ছাত্র ও যুব একতা সংঘ, কোটপাড়া শাহ্ আব্দুল জব্বার (রহঃ) স্মৃতি সংসদ, কাথরিয়া বাগমারা হিলফুল ফুযুল শান্তি সংঘ, পূর্ব বাগমারা তরুণ প্রদীপ সংঘ, পৃর্ব কাথরিয়া শাহ জিন্নাত আলী ক্রীড়া উন্নয়ন সংগঠন, কাথরয়িা শীল পাড়া একতা সংঘ, এছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও ব্যক্তিবর্গকে চারাগাছ বিতরণ করা হয়।
উক্ত কর্মসূচির উদ্যোক্তা জনাব মো. জসিম উদ্দীন পিপিএম বলেন, অমিত সম্ভাবনা, স্বতঃস্ফূর্ত প্রেরণা আর দুর্বার পথচলার সঞ্জীবনী শক্তির নামই তারুণ্য। স্বপ্নিল শৈশব, সোঁদা মাটির গন্ধে মাতোয়ারা কৈশোর পেরিয়ে তিমির বিদারী তারুণ্যই সামাজিক শক্তির মূল উৎস। মানবিক চেতনায় উজ্জীবিত তারুণ্যের শক্তিকে স্পন্দিত করার উদ্দেশ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস "বৃক্ষরোপণ কর্মসূচি-২০২২"
আমাদের এই কর্মসূচিতে সম্পৃক্ত প্রিয় জনপদ বাঁশখালীর সকল সামাজিক সংগঠন ও ব্যক্তিবর্গকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা। ১২ সহস্রাধিক চারাগাছ সংগ্রহে অক্লান্ত শ্রম দিয়েছেন প্রিয় এনাম, বন্ধু আবুল মনসুর, সুহৃদ আবদুল্লাহ। সারাদিনব্যাপী বিতরণ কর্মসূচীতে যারা নিরলস শ্রম দিয়েছেন সকলের প্রতি রইল আন্তরিক ভালোবাসা। এই কর্মসূচিকে নিজের প্রজ্ঞা ও অক্লান্ত শ্রম দিয়ে সাফল্যমণ্ডিত করার কারিগর হিসেবে ভূমিকা রেখেছেন প্রিয় রহিম সৈকত। কৃতজ্ঞতা বাঁশখালী এক্সপ্রেস পরিবারকেও।
আমাদের সম্মিলিত ভালোবাসার স্লোগানে গড়ে উঠবে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ। একদিন গ্রাম থেকে নগর পর্যন্ত ছড়িয়ে পড়বে এই সবুজ মায়ার কোরাস।'।