Amir Khan's upcoming film Laal Singh Chaddha is a desi version of Forest Gump!
⚡️ The trailer of Laal Singh Chaddha was released on Sunday at the Indian Premier League (IPL) finale. The first look revealed Laal (Aamir Khan's) journey as a child to an adult living through pivotal moments of Indian history,
The film features Khan and Kareena Kapoor in lead roles. Helmed by Advait Chandan, the film is an official adaptation of Tom Hank's 1994 classic Forrest Gump.
#forestgump #amirkhan #LaalSinghChaddha #bollywood #BollywoodNews #bollywoodstars #movie #MovieNews #cinema #kareenakapoor #movieupdates #protidinerbani
‼️ ল্যাবেইড- এর অ্যাম্বুলেন্সের ধাক্কায় এক পথচারীর মৃত্যু
গতকাল দুপুর ২টায় দ্রুতগতির একটি অ্যাম্বুলেন্স সহোরাওয়ার্দীর রাস্তায় থাকা এক মা ও তার মেয়েকে ধাক্কা দিয়ে ফেলে চলে যায়।
পরে আশেপাশে থাকা লোকজন অ্যাম্বুলেন্সটিকে টেকনিকাল থেকে আটক করে পুলিশের কাছে দেয়া হয়।
অ্যাম্বুলেন্সটি হাসপাতালের মালামাল বহন করছিল।
নম্বর প্লেট : ঢাকা মেট্রো ছ ( ৭১-৩২৯১)
ঘটনার সময় : দুপুর ২টার কিছু সময় পরে।
তারিখ : ৩১-০৫-২০২২
আজমিরিগঞ্জ কালনী কুশিয়ারা নদীতে ব্যাপক ভাঙন
আজমিরিগঞ্জ কালনী কুশিয়ারা নদীতে ব্যাপক ভাঙন
মতিউর রহমান:
আজমিরিগঞ্জে প্রতি বছর কালনী কুশিয়ারা ভাঙনের কবলে পড়ে নিঃস্ব হয় এ অঞ্চলের অন্তত ৫ সহস্রাধিক মানুষ।আজমিরিগঞ্জ কালনী কুশিয়ারা নদী বর্ষা শুরুতেই নদীর ভাঙন রুদ্রমূর্তি ধারণ করেছে। নদীর ভাঙানে প্রতিবছরই বিলীন হচ্ছে ঘরবাড়ি, মসজিদ, সহ নানা ধরনের স্থাপনা।সরেজমিনে দেখা যায়, কুশিয়ারা নদীর ভাঙন প্রতিদিন দুই থেকে তিন ফুট করে বাড়ছে। ইতোমধ্যে ৩০/৪০ টি বাড়ি ভেঙে নদী গর্ভে বিলীন হয়ে গেছে।
স্থানীয়দের আশঙ্কা চলতি বছর পুরোদমে বর্ষা শুরু হলে এই ভাঙন তীব্র থেকে তীব্রতর হবে। বাড়িঘরসহ ভূ-সম্পত্তি হারাবে নদীর তীরবর্তী বাসিন্দারা। নদীর স্রোত চলতে গিয়ে নদী তীরের বাসিন্দারা প্রতি বছর যাযাবর হচ্ছে। স্থানীয়দের মতে, বিগত দুই / তিন বছরের মধ্যে আজমিরিগঞ্জ উপজেলার কাকাইলছেওয়ের বদলপুর, মনিপুর,বাহাদুর পুর গ্রাম গু
👎 ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের সামনে টিকটক করা নিয়ে হাতাহাতি
ব্রাহ্মণবাড়িয়ায় নবীনগরে টিকটক করাকে কেন্দ্র করে দু'পক্ষের হাতাহাতির ঘটনা ঘটেছে। দুপুরে উপজেলার সরকারবাড়ি এলাকায় এ ঘটনা।
পুলিশ জানিয়েছে, জুম্মার নামাজের পরে মডেল মসজিদের সামনে টিকটক ভিডিও বানাচ্ছিলো সরকারবাড়ির একদল কিশোর এবং এতে বাধা দেয় সরকারবাড়ির আরেকটি পক্ষ।
এ নিয়ে কথা কাটাকাটি, পরে এক পর্যায়ে হাতাহাতি। আর হাতাহাতির সেই দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়েছে।
পুলিশ পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কমেডিয়ান ডেভ চ্যাপেলের উপর আক্রমণ
👉 কমেডিয়ান ডেভ চ্যাপেলের উপর আক্রমণ
আমেরিকান স্ট্যান্ড-আপ কমেডিয়ান ডেভ চ্যাপেল লস অ্যাঞ্জেলেসে নেটফ্লিক্স ইজ আ জোক: দ্য ফেস্টিভালে মঞ্চে পারফর্ম করার সময় আক্রমণের শিকার হন।
মঙ্গলবার (৩মে) চ্যাপেল হলিউড বউলের মঞ্চে ছিলেন যখন একজন দর্শক মঞ্চে দৌড়ে এসে তাকে মাটিতে চাপা দেয়।
অনুষ্ঠানের একজন প্রতিবেদক ব্রায়ানা স্যাক্স বর্ণনা করেছেন যে চ্যাপেলের শো শেষ হওয়ার আগ মুহূর্তে কীভাবে লোকটি তাকে আক্রমণ করেছিল, তার পরে নিরাপত্তাকর্মীরা ছুটে এসে চ্যাপেলের আক্রমণকারীকে ঘুষি ও লাথি মারতে শুরু করে।
#davechappelle #standupcomedy #comedian #NewsUpdate
রিকশাচালককে গলাধাক্কা দিয়েছে সংসদ সদস্য - ভিডিও ভাইরাল
রিকশাচালককে গলাধাক্কা দিয়েছে সংসদ সদস্য - ভিডিও ভাইরাল
নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুর কাছে অর্থ সহায়তা চাওয়া এক রিকশাচালককে তিনি গলাধাক্কা দিচ্ছেন, এমন একটি ৪ সেকেন্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সোমবার ভোর থেকে বিভিন্ন মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে গেলে নারায়ণগঞ্জ শহরজুড়ে এ নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
ভিডিওতে দেখা যায়, সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু হেঁটে যাচ্ছেন। তখন এক ব্যক্তি কাছে এলে তিনি তাকে গলাধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেন।
ভুক্তভোগী রিকশাচালকের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয় ও রাজনৈতিক সূত্রে জানা যায়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গত কয়েক বছরের মতো গত ১ মে সকালে সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু আড়াইহাজার উপজেলার রামচন্দ্রদী, কড়ইতলা, গোপালদীবাজার, শান্তিরবাজার, মানিকপুর, বিশনন্দি, জাঙ্গালিয়াসহ বিভি