Protidiner Bani

  • Home
  • Protidiner Bani

Protidiner Bani Protidiner Bani has started the journey as an online news portal with the slogan “মুক্ত

The form of spreading news to the public has always been changing and the popularity of online newspapers is a result of the digitalisation of Bangladesh. The team of Protidiner Bani consists of young, enthusiastic journalists, software developers, graphic designers to provide the best experience for the readers. The motto of our journey to stand for humanity, raise voice against oppressions and i

njustice, inspire to every generation. From the inspiration of our Liberation war and the heritage of Bangladesh, Protidiner Bani has committed to publish the authentic news without being biased by any kind of social, religious, political, ethnical, economical background.

💡বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় ডিজেলে বিদ্যুৎ উৎপাদন না করা, সপ্তাহে একদিন ফিলিং স্টেশন বন্ধ রাখাসহ বিদ্যুৎ সাশ্রয়ে এলাকাভি...
18/07/2022

💡বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় ডিজেলে বিদ্যুৎ উৎপাদন না করা, সপ্তাহে একদিন ফিলিং স্টেশন বন্ধ রাখাসহ বিদ্যুৎ সাশ্রয়ে এলাকাভিত্তিক লোডশেডিং, সরকারি-বেসরকারি অফিসের সময় কমিয়ে আনা, অনলাইনে অফিস করার পরিকল্পনা করছে সরকার।
সোমবার (১৮ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

⚡️সংবাদ সম্মেলনে কথা বলেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী, বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস।

🥵দেশজুড়ে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। এ পরিস্থিতি অব্যাহত থাকার আভাস দিয়েছে আবহাওয়া অফিস।🥵চলমান তাপপ্রবাহে প্রচণ্ড গরমে জনজীবনে...
18/07/2022

🥵দেশজুড়ে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। এ পরিস্থিতি অব্যাহত থাকার আভাস দিয়েছে আবহাওয়া অফিস।

🥵চলমান তাপপ্রবাহে প্রচণ্ড গরমে জনজীবনেও হাঁসফাঁস অবস্থা। এ পরিস্থিতিতে কোথাও অতিরিক্ত জনসমাগম হলে হিট স্ট্রোকের ঝুঁকি রয়েছে।

🥵গরমের দিনে মারাত্মক সমস্যার একটি নাম হিট স্ট্রোক। এর প্রধান কারণ পানিশূন্যতা।

🥵মানব দেহে স্বাভাবিক তাপমাত্রা ৯৮ ডিগ্রি ফারেনহাইট। প্রচণ্ড গররে মানুষের শরীরের তাপ নিয়ন্ত্রণ ক্ষমতা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাও থাকে প্রবল। এ অবস্থায় শরীরের তাপমাত্রা ১০৫ ডিগ্রি ফারেনহাইট ছাড়িয়ে গেলে হিট স্ট্রোক হয়।

🥵গরমে অতিরিক্ত ঘামলে শরীর ডিহাইড্রেটেড হয়ে পড়ে। প্রচণ্ড তাপদাহে অতিরিক্ত জনসমাগমেও হিট স্ট্রোক হতে পারে। তাৎক্ষণিক চিকিৎসা না পেলে রোগীর মৃত্যুও হতে পারে।
হিট স্ট্রোকের লক্ষণগুলো হলো- মাথা ঝিম ঝিম করা, বমি বমি ভাব বা বমি করা, অবসাদ ও দুর্বলতা, মাথাব্যথা, মাংসপেশির খিঁচুনি, চোখে ঝাপসা দেখা, হৃৎস্পন্দন বৃদ্ধি, শ্বাসকষ্ট, দৃষ্টিবিভ্রম, খিঁচুনি ইত্যাদি।
এ সমস্যা থেকে কীভাবে নিজেকে সুরক্ষিত রাখা যায়, যে ব্যাপারে কিছু পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ।
🥵তিনি বলেন, দেশে এখন করোনাভাইরাস ও ডেঙ্গু রোগের প্রকোপ রয়েছে। প্রচণ্ড গরমে মানুষের বিভিন্ন ধরনের অসুখ, সর্দি-কাশি, জ্বরও হচ্ছে। এর সাথে প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকিও যুক্ত হয়েছে।
তাই অপ্রয়োজনে জনগণকে বাইরে রোদে না ঘোরার পরার্মশ দেন এ ইমিরেটাস অধ্যাপক। তিনি বলেন, আমাদের যারা শ্রমিক শ্রেণি রয়েছে তাদের তো বাহিরে কাজ করতেই হয়। তারা যাতে মাঝেমধ্যে ছায়ায় অবস্থান করেন, তা নিশ্চিত করতে হবে। বেশি বেশি পানির পাশাপাশি হালকা লবণযুক্ত পানি, ওরস্যালাইন, ডাবের পানি পান করতে হবে। ডিহাইড্রেশন যাতে না হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে।
🥵শিশুদের ব্যাপারে বিশিষ্ট এ মেডিসিন বিশেষজ্ঞ বলেন, তারা যেন রোদের মধ্যে অনেক বেশি দৌড়ঝাঁপ না করে সেদিকে খেয়াল রাখতে হবে। বয়স্কদের হিট স্ট্রোকের ঝুঁকি বেশি। যারা বিভিন্ন রোগে আক্রান্ত তারা যেন খুব বেশি প্রয়োজন না হলে রোদের মধ্যে বাইরে না বের হয়। গেলেও যেন ছাতা ব্যবহার করেন। সাথে পানির বোতল রাখা ও অল্প অল্প করে বার বার পানি পান করতে হবে। যারা রাস্তায় বসে কাজ করেন, তারা যেন উপরে ছাতা বেধে তার নিচে বসে কাজ করেন। যারা রিকশা শ্রমিক বা অন্যান্য কাজের সঙ্গে জড়িত; তারা যেন মাঝে মাঝে কাজের ফাঁকে ছায়ার কিছুক্ষণ বিশ্রাম নেন।
🥵বিএসএমএমইউ’র এ চিকিৎসক আরও বলেন, যারা বিভিন্ন শিল্পকারখানায় গরমের মধ্যে কাজ করেন, তাদেরও হিট স্ট্রোকের ঝুঁকি রয়েছে। তাদের বাইরে খোলা বাতাসযুক্ত স্থানে বসার পরামর্শ দেন তিনি। আরও বলেন, খুব টাইট পোশাক পড়লে শরীর থেকে ঘাম বের হয় না। তাই বেশি টাইট পোশাক পরা যাবে না। ঢিলেঢালা সুতি কাপড়ের পোশাক পরতে হবে।
হিট স্ট্রোকে আক্রান্ত হলে করনীয় কী, এ ব্যাপারে অধ্যাপক 🥵ডা. এবিএম আব্দুল্লাহ বলেন, কেউ যদি হিট স্ট্রোকে আক্রান্ত হয়েই যায় তাহলে তাকে যত দ্রুত সম্ভব ছায়াযুক্ত স্থানে নিতে হবে। ঘরে থাকলে ফ্যান ও এসি চালু করে তাকে ঠাণ্ডা স্থানে রাখতে হবে। ভেজা কাপড় দিয়ে শরীর মুছে দিতে হবে।
🥵বেশি বেশি পানি, ফলমূলের সরবত পান করাতে হবে। আক্রান্ত ব্যক্তির প্রেশার কমে যাওয়া, প্রস্রাব বন্ধ, পালস কমে যাওয়া বা অজ্ঞান হয়ে গেলে দ্রুত আক্রান্ত ব্যক্তিকে হাসপাতালে নিতেও পরামর্শ দেন তিনি।

🏆গণিতের বিশ্ব আসর ৬৩তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে (আইএমও) বাংলাদেশের তরুণ শিক্ষার্থীরা এবার একটি ব্রোঞ্জপদক ও পাঁচটি স...
16/07/2022

🏆গণিতের বিশ্ব আসর ৬৩তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে (আইএমও) বাংলাদেশের তরুণ শিক্ষার্থীরা এবার একটি ব্রোঞ্জপদক ও পাঁচটি সম্মানজনক স্বীকৃতি পেয়েছেন।

🏆আজ শুক্রবার নরওয়ের স্থানীয় সময় বেলা ৩টায় অসলোর টাউন হলে প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের পদক প্রদান করা হবে।
প্রতিযোগিতায় বাংলাদেশ দল দলীয়ভাবে মোট ১১৫ নম্বর পেয়ে ১০৪টি দেশের মধ্যে ৫৭তম স্থান অধিকার করেছে।
আইএমওতে এটি দলীয়ভাবে বাংলাদেশ দলের দ্বিতীয় সর্বোচ্চ নম্বর। এর আগে ২০২০ সালে দলীয়ভাবে ১১৮ নম্বর পেয়েছিল বাংলাদেশ।
বাংলাদেশ দলের হয়ে ব্রোঞ্জপদক পেয়েছেন সরকারি আনন্দমোহন কলেজের তাহজিব হোসেন খান। তাঁর প্রাপ্ত নম্বর ২৩।

🏆সম্মানজনক স্বীকৃতি পেয়েছেন নটর ডেম কলেজের তাহমিদ হামিম চৌধুরী, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের মো. ফোয়াদ আল আলম, সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের এস এম এ নাহিয়ান, নটর ডেম কলেজের মো. আশরাফুল ইসলাম ফাহিম ও ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের নুজহাত আহমেদ দিশা।
তাহমিদের প্রাপ্ত নম্বর ২১। ফোয়াদের প্রাপ্ত নম্বর ২১। নাহিয়ানের প্রাপ্ত নম্বর ১৯। আশরাফুলের প্রাপ্ত নম্বর ১৭। নুজহাতের প্রাপ্ত নম্বর ১৪।
ব্রোঞ্জপদক পাওয়া তাহজিব হোসেন খান প্রথম আলোকে বলেন, ‘এই অর্জনে আমি দারুণভাবে আনন্দিত।’
এ বছর দলীয়ভাবে ২৫২ নম্বরের মধ্যে ২৫২ নম্বর পেয়ে ৬টি সোনার পদক নিয়ে প্রতিযোগিতায় নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে চীন। দক্ষিণ কোরিয়া ২০৮ নম্বর নিয়ে দ্বিতীয়। যুক্তরাষ্ট্র ২০৭ নম্বর নিয়ে তৃতীয় স্থান অধিকার করেছে।

🏆এবারের প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারত ১৬৫ নম্বর নিয়ে ২৪তম, শ্রীলঙ্কা ৭৭ নম্বর পেয়ে ৭৩তম, পাকিস্তান ৫৪ নম্বর নিয়ে ৮২তম ও নেপাল ২৭ নম্বর নিয়ে ৮৯তম স্থান অধিকার করেছে। আয়োজক দেশ নরওয়ে ৬১তম স্থান অর্জন করেছে।

🎬Kangana Ranaut had a pretty unsuccessful run at the box office this year, with "Dhaakad" failing miserably at the box o...
15/07/2022

🎬Kangana Ranaut had a pretty unsuccessful run at the box office this year, with "Dhaakad" failing miserably at the box office. However, the "Queen" stunned everyone when she released her first look and teaser from "Emergency"

🎬The actress announced the news on her Twitter account with the caption, "Presenting 'Her' who was called 'Sir".
The one-and-a-half-minute long teaser showcased Kangana transforming herself as the former prime minister Indira Gandhi by wearing the iconic starched cotton saree and spectacles.

🎬The teaser showcases that former US Secretary of State, Henry Kissinger calls Indira (Kangana) and asks her whether American President Richard Nixon can call her 'Ma'am' instead of sir. Kangana, gives him permission. However, soon she tells her secretary to contact the US President and inform him that everyone in her office calls her 'sir'.
Kangana's look was created by Oscar winning makeup artist David Malinowski who has worked in popular movies like "Darkest Hour" (2017), "World War Z" (2013), and "The Batman" (2022).

🛑প্রতিবেদনে বলা হয়েছে, স্বল্প আয়ের তিন ভাগের এক ভাগ দেশের ৮৫% তরুণের মাধ্যমিক পর্যায়ের শিক্ষা, প্রযুক্তি ও কর্মসংস্থানের...
15/07/2022

🛑প্রতিবেদনে বলা হয়েছে, স্বল্প আয়ের তিন ভাগের এক ভাগ দেশের ৮৫% তরুণের মাধ্যমিক পর্যায়ের শিক্ষা, প্রযুক্তি ও কর্মসংস্থানের জন্য যে দক্ষতা প্রয়োজন তা নেই

🛑বিশ্বের প্রতি চারজন তরুণের মধ্যে তিনজনের কর্মদক্ষতায় ঘাটতি রয়েছে- এমন তথ্য জানিয়েছে জাতিসংঘ শিশুবিষয়ক তহবিল ইউনিসেফ ও শিক্ষা কমিশন।

🛑বিশ্বের ৯২টি দেশের ১৫ থেকে ২৪ বছর বয়সী তরুণদের তথ্য বিশ্লেষণ করে এক প্রতিবেদনে এ কথা জানায় সংস্থাটি। “বিশ্ব যুব দক্ষতা দিবস” উপলক্ষে বৃহস্পতিবার (১৪ জুলাই) ইউনিসেফ ও শিক্ষা কমিশন এই প্রতিবেদন প্রকাশ করেছে।

🛑বৈশ্বিক শিক্ষা ও দক্ষতা সংকট মোকাবিলায় জরুরি ভিত্তিতে এ খাতে বিনিয়োগ প্রয়োজনের কথা জানিয়ে প্রতিবেদনে বলা হয়, শিশু ও তরুণদের মধ্যে দক্ষতার ঘাটতি রয়েছে। বিশেষ করে নিম্নআয়ের দেশের তরুণেরা দক্ষতায় সবচেয়ে বেশি পিছিয়ে। ভবিষ্যতে কর্মসংস্থান, সুন্দরভাবে কাজ করা ও উদ্যোক্তা তৈরির জন্য তরুণদের দক্ষতা বাড়াতে হবে।
🛑ইউনিসেফের শিক্ষাবিষয়ক পরিচালক রবার্ট জেনকিন্স বলেন, দক্ষ শিশু ও তরুণ প্রজন্ম দেশের সমৃদ্ধি, অগ্রগতি ও আর্থসামাজিক উন্নতির জন্য অনুপ্রেরণা জোগায়। অথচ শিশু ও তরুণদের বড় অংশ অদক্ষ, যা বিশ্বকে অনুৎপাদনশীলতার দিকে নিয়ে যাবে। এই সংকট সমাধানে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষিত ও তাদের দক্ষতা উন্নয়নে জরুরি ভিত্তিতে বিনিয়োগ করতে হবে।
প্রতিবেদনে বলা হয়েছে, স্বল্প আয়ের তিন ভাগের এক ভাগ দেশের ৮৫% তরুণের মাধ্যমিক পর্যায়ের শিক্ষা, প্রযুক্তি ও কর্মসংস্থানের জন্য যে দক্ষতা প্রয়োজন তা নেই। যেসব দেশের তরুণেরা বিদ্যালয়ের বাইরে ও মাধ্যমিক স্তরে কম দক্ষতা অর্জন করে, সেসব দেশ দক্ষ জনশক্তির সংকটে ভুগছে। সেসব দেশের বেশির ভাগ তরুণ কর্মজীবন শুরু করার জন্য প্রস্তুত নয়।

🛑নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোর ১০ বছর বয়সী বেশির ভাগ শিশুরা একটি সাধারণ পাঠ্য পড়তে ও বুঝতে অক্ষম। আর এই মৌলিক দক্ষতা না থাকায় পরবর্তী শিক্ষা ও দক্ষতা অর্জনে বাধা হয়ে দাঁড়ায় বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

🛑দেশের বিক্ষুব্ধ জনতার হাত থেকে প্রাণ বাঁচাতে পালিয়ে মালদ্বীপে আশ্রয় নিয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে। ...
14/07/2022

🛑দেশের বিক্ষুব্ধ জনতার হাত থেকে প্রাণ বাঁচাতে পালিয়ে মালদ্বীপে আশ্রয় নিয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে। এতে তাঁকে সহায়তা করেছেন মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ।

🛑এ খবর প্রকাশের পর মালদ্বীপেও প্রবাসী শ্রীলঙ্কানরা বিক্ষোভ করছে। তারা গোতাবায়াকে শ্রীলঙ্কায় ফেরত দেওয়ার দাবি জানাচ্ছে।

🛑এমন পরিস্থিতিতে সেখান থেকে পালিয়ে এবার সিঙ্গাপুরে যাচ্ছেন গোতাবায়া রাজাপক্ষে। খবর ডেইলি মিরর অনলাইনের।

🛑মালদ্বীপের সূত্র উদ্ধৃত করে খবরে বলা হয়, আজ (১৩ জুলাই, বুধবার) খুব সকালে মালদ্বীপে পৌঁছেছেন গোতাবায়া রাজাপক্ষে। একইদিন বিকেলে তাঁর সিঙ্গাপুরে চলে যাওয়ার কথা রয়েছে।

🎉Congratulations, Bangladesh to seal the series. It proves again that ODI is the best format where Bangladesh does well ...
14/07/2022

🎉Congratulations, Bangladesh to seal the series. It proves again that ODI is the best format where Bangladesh does well and shows it strength.

💥The victory marked the 10 consecutive ODI win against Westindies

🌳স্বাভাবিকভাবেকই এ ঘটনা ভক্তদের কাছে দুঃখজনক। আবার অনেকে এ ঘটনাকে ‘বিপদের পূর্বাভাস’ বলে শঙ্কা প্রকাশ করেছেন🌳গোপালগঞ্জের...
14/07/2022

🌳স্বাভাবিকভাবেকই এ ঘটনা ভক্তদের কাছে দুঃখজনক। আবার অনেকে এ ঘটনাকে ‘বিপদের পূর্বাভাস’ বলে শঙ্কা প্রকাশ করেছেন

🌳গোপালগঞ্জের কোটালীপাড়ার পারকোনা গণেশ পাগল সেবাশ্রমের বহু পুরনো একটি বট গাছ ভেঙে পড়েছে। এই গাছ যুগের পর যুগ ধরে সুশীতল ছায়া দিয়েছে পরম মমতায়। বহু সাধক ও ভক্তের প্রার্থনার স্বাক্ষী এই বৃক্ষের বয়স ৩০০ বছর বলে দাবি সংশ্লিষ্টদের।
সোমবার (১১ জুলাই) সন্ধ্যায় বট গাছটি বিকট শব্দে হঠাৎ ভেঙে পড়ে। তবে এ সময় গাছের তলায় থাকা সেবাশ্রমের একটি আটচালা ঘরটি দুমড়ে-মুচড়ে যায়। তবে ঘটনাস্থলে কোনো মানুষ না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। এই মহীরূহ সেবাশ্রমের প্রায় এক একর জায়গাজুড়ে অবস্থান করছিল।
🌳এ খবর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে দ্রুত গতিতে। মঙ্গলবার থেকে উপজেলার বিভিন্ন এলাকার ভক্তরা গাছটিকে “শেষবারের মতো” দেখতে ভিড় জমাতে শুরু করেন আশ্রমে।
স্বাভাবিকভাবেকই এ ঘটনা ভক্তদের কাছে দুঃখজনক। আবার অনেকে এ ঘটনাকে “বিপদের পূর্বাভাস” বলে শঙ্কা প্রকাশ করেছেন।
🌳মঙ্গলবার সকাল থেকে সেবাশ্রমের লোকজন ভেঙে পড়া গাছটি অপসারণের কাজ শুরু করেছেন। এ কাজের জন্য নিয়োগ করা হয়েছে প্রায় অর্ধশত শ্রমিক। এখনকার গতিতে কাজ এগোলে সম্পূর্ণ গাছটি সরাতে ১০-১৫ দিন সময় লাগবে বলে ধারণা গণেশ পাগল সেবাশ্রম মন্দির কমিটির সভাপতি মাইকেল হিরোহিত বিশ্বাসের।
তিনি বলেন, “মহামানব গণেশ পাগল তার জীবদ্দশায় পারকোনার এই বটগাছের নিচে বসে সাধনা করতেন। দেহত্যাগের পরে এখানে তার নামে আশ্রম গড়ে ওঠে। স্বাধীনতার পর থেকে আমরা এখানে প্রতি বছরের ২১ পৌষ এই বট গাছের নিচে বাৎসরিক মহোৎসবের আয়োজন করে আসছি।”

🌳এ বিষয়ে কোটালীপাড়া উপজেলা বন কর্মকর্তা এফ আলম বলেন, “গাছটি কাটার পরে গোড়ার রিং দেখে এর আনুমানিক একটি বয়স নির্ধারণ করা যায়। প্রাথমিকভাবে গাছটি দেখে ২০০ বছরেরও বেশি বয়স বলে মনে হচ্ছে। গাছের বয়স বেশি হলে প্রতি বছরই গাছের কাণ্ডের অবক্ষয় ঘটে। এতে গাছ ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে। এ কারণে গাছটি ভেঙে পড়তে পারে ধারণা করা হচ্ছে।”

📵ব্ল্যাকআউট চ্যালেঞ্জের প্ররোচনায় টিকটক করতে গিয়ে বাংলাদেশে তরুণ-তরুণীরা মৃত্যুর মুখে পড়ছে কিনা তা তদন্তের দাবি জানিয...
13/07/2022

📵ব্ল্যাকআউট চ্যালেঞ্জের প্ররোচনায় টিকটক করতে গিয়ে বাংলাদেশে তরুণ-তরুণীরা মৃত্যুর মুখে পড়ছে কিনা তা তদন্তের দাবি জানিয়েছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন।
গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের সভাপতি মহিউদ্দিন আহমেদ মঙ্গলবার (১২ জুলাই) এ দাবি জানান।

📵ব্ল্যাকআউট হলো এমন একটি চ্যালেঞ্জ; যেখানে তরুণ-তরুণীকে তার বেল্ট অথবা অন্য কিছু ব্যবহার করে ফাঁসিতে ঝুলতে বা আত্মহত্যা করতে প্ররোচনা দেয়।
মহিউদ্দিন আহমেদ বলেন, আমরা দীর্ঘদিন যাবত দাবি করে আসছিলাম, টিকটককে নিয়ন্ত্রণ ও জবাবদিহিতার মধ্যে আনতে।

📵এ বিষয়ে ইতিমধ্যে হাইকোর্টে রিট করা হয়েছে। কিন্তু কোনো কিছুতেই টিকটককে জবাবদিহিতার আওতায় ও নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না কেন; তা আমাদের বোধগম্য নয়।

📵তিনি আরও বলেন, টিকটকের ভিডিও মেকিং প্লাটফর্মে ব্ল্যাকআউট চ্যালেঞ্জ রয়েছে বলে বিভিন্ন দেশেও প্রচুর অভিযোগ রয়েছে। ইতিমধ্যে ইতালি, যুক্তরাষ্ট্র, অস্ট্রিয়া, ওকলাহোমা ও পেনসসেলভেনিয়ায় ব্ল্যাকআউট চ্যালেঞ্জের কারণে মৃত্যুর ঘটনা ঘটে। ফলে অনেক তরুণ-তরুণী ও অভিভাবক টিকটকের বিরুদ্ধে মামলা করেছেন।
গত কয়েক বছর যাবত চীনা শর্ট ভিডিও মেকিং প্লাটফর্ম টিকটকের অপব্যবহার এতটা বেড়েছে যে; বর্তমান প্রজন্মের তরুণ তরুণীদের কাছে এটি মৃত্যুফাঁদ হিসেবে আবির্ভূত হয়েছে, যোগ করেন বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি।
গত ৮ জুলাই নোয়াখালীর চাটখিলে টিকটক ভিডিও বানানোর সময় অসাবধানতাবশত পা পিছলে সানজিদা আক্তার নামে ১১ বছর বয়সী এক কিশোরীর মৃত্যু হয়। ১১ জুলাই কুমিল্লার চলন্ত ট্রেনের ছাদে টিকটক করতে গিয়ে পা পিছলে মেহেদী হাসান ১৫ বছর বয়সী এক কিশোরের মৃত্যু হয়।

📵২০১৯ সালের মার্চ মাসে টিকটক ভিডিও আপলোডকে কেন্দ্র করে অষ্টম শ্রেণির ছাত্র আরাফাত খুন হয়। একই বছর টিকটক বানানোর প্রলোভনে ভারতে তরুণী পাচারের ঘটনা ঘটে। সে বছর জুনে এক তরুণীকে ধর্ষণও করা হয় সামাজিক এ ভিডিও মাধ্যমের ফাঁদে ফেলে। এ ছাড়া পাড়া মহল্লায় যে কিশোর গ্যাং গড়ে উঠেছে তার পেছনে টিকটকের ভূমিকাকে অগ্রগণ্য হিসেবে দেখা হয়।
মহিউদ্দিন আহমেদ আরও বলেন, আমাদের দেশের মোবাইল অপারেটরদের জনসচেতনতা তৈরিতে নিষ্ক্রিয়তা ও নিয়ন্ত্রক কমিশন কোনো উদ্যোগ গ্রহণ না করায় দিন দিন টিকটকের অপব্যবহার বেড়েই চলেছে। সরকারের সাইবার সিকিউরিটি নিরাপত্তা সেলের টিকটকে ব্ল্যাকআউট চ্যালেঞ্জ অপশন রয়েছে কিনা তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে দাবি জানিয়েছেন তিনি।

🛑The US says the raid outside Jandaris, northwest Syria, killed Maher al-Agal and ‘seriously injured’ one of his associa...
13/07/2022

🛑The US says the raid outside Jandaris, northwest Syria, killed Maher al-Agal and ‘seriously injured’ one of his associates.

🛑🛑
The US military says it has killed the leader of ISIL (ISIS) group in Syria in a drone strike outside Jandaris, northwest Syria, with another senior ISIL official “seriously injured”.
Maher al-Agal, one of the top five ISIL leaders was killed, said US Central Command (CENTCOM) on Tuesday in a statement.

It did not name the second ISIL official.
Al-Agal was responsible for “aggressively” developing the group’s networks outside Iraq and Syria, CENTCOM said.
“The removal of these ISIS leaders will disrupt the terrorist organization’s ability to further plot and carry out global attacks,” said Colonel Joe Buccino, a CENTCOM spokesperson.
“ISIS continues to represent a threat to the U.S. and partners in the region,” the statement read. “CENTCOM maintains a sufficient and sustainable presence in the region and will continue to counter threats against regional security.”

🛑ISIL has not yet confirmed al-Agal’s death.

🛑সম্প্রতি ‘অ্যামাজন ক্রাউন ইম্পেরিয়াল’ নামের একটি অনলাইন মার্কেট প্লেসে টাকা বিনিয়োগ করলে ২১ দিনে দ্বিগুণ টাকা আয় হবে বল...
13/07/2022

🛑সম্প্রতি ‘অ্যামাজন ক্রাউন ইম্পেরিয়াল’ নামের একটি অনলাইন মার্কেট প্লেসে টাকা বিনিয়োগ করলে ২১ দিনে দ্বিগুণ টাকা আয় হবে বলে প্রচারণা চালানো হয়

🛑বলিউড সিনেমা “ফির হেরা ফেরি”-তে দেখানো হয়েছিল “২৫ দিনে টাকা দ্বিগুণ” করার কথা বলে প্রতারণার ঘটনা। তার চেয়েও এক ধাপ এগিয়ে মাত্র ২১ দিনে অর্থ দ্বিগুণ করার প্রলোভন দেখিয়েছিল মাদারীপুরের শিবচরে ‘‘অ্যামাজন ক্রাউন ইম্পেরিয়াল’’ নামের একটি অনলাইন মার্কেট প্লেস। এভাবে তারা হাজারো মানুষের কয়েক কোটি টাকা হাতিয়ে নেয় বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক দম্পতিকে গ্রেপ্তার করেছে শিবচর থানা পুলিশ।
সোমবার (১২ জুলাই) দুপুরে অভিযুক্ত কামাল হোসেন (৪২) ও তার স্ত্রী ফাহিমা আক্তারকে (৪০) গ্রেপ্তার করা হয়। পরে এই দুইজনসহ আরও পাঁচজনের নাম উল্লেখ করে শিবচর থানায় একটি মামলা করা হয়েছে।

🛑মঙ্গলবার ওই দম্পতিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। পুলিশ চক্রের বাকি সদস্যদের ধরতে তৎপরতা বাড়িয়েছে বলে জানান মামলার তদন্ত কর্মকর্তা সিদ্ধার্থ ব্রত কুণ্ডু।
শিবচর থানা ও ভুক্তভোগী সূত্রের বরাতে অনলাইন গণমাধ্যম জানায়, সম্প্রতি ‘‘অ্যামাজন ক্রাউন ইম্পেরিয়াল’’ নামের একটি অনলাইন মার্কেট প্লেসে টাকা বিনিয়োগ করলে ২১ দিনে দ্বিগুণ টাকা আয় হবে বলে প্রচারণা চালানো হয়। এই প্রলোভনের ফাঁদে পড়ে শিবচরের প্রায় ১২ হাজার মানুষ প্রায় ২০ কোটি টাকা বিনিয়োগ করেন। প্রথমে বেশ কয়েকজনকে ২১ দিনে দ্বিগুণ টাকা ফেরতও দেয় চক্রের মূলহোতা কামাল হোসেন।

🛑বিনিয়োগকারীদের সংখ্যা ও বিনিয়োগের অর্থ বেড়ে গেলে ৭ জুলাই থেকে হঠাৎ সাইটটি বন্ধ হয়ে যায়। এতে সন্দেহ হলে কয়েকজন বিনিয়োগকারী সোমবার সকালে কামাল হোসেন ও তার স্ত্রী ফাহিমা আক্তারকে আটক করে পুলিশে খবর দেন।
খবর পেয়ে শিবচর থানার উপ-পরিদর্শক সিদ্ধার্থ ব্রত কুণ্ডুসহ পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে কামাল হোসেন ও তার স্ত্রী ফাহিমা আক্তারকে আটক করেন। সোমবার সন্ধ্যায় জাকির হোসেন নামে এক ভুক্তভোগী বাদী হয়ে মোট সাতজনের নাম উল্লেখ করে শিবচর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন।

🔭বাংলাদেশি বংশোদ্ভূত লামিয়া আশরাফ মওলা পেশায় একজন অ্যাস্ট্রোফিজিসিস্ট। তিনি নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ দলের একজন গর...
13/07/2022

🔭বাংলাদেশি বংশোদ্ভূত লামিয়া আশরাফ মওলা পেশায় একজন অ্যাস্ট্রোফিজিসিস্ট। তিনি নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ দলের একজন গর্বিত সদস্য।

🔭গতকাল এই টেলিস্কোপের মাধ্যমে ধারণকৃত মহাবিশ্বের সবচেয়ে সুস্পষ্ট ও রঙিন ছবি প্রকাশিত হয়েছে।

🔭এক হাজার ৩০০ কোটি বছর আগে বহুদূরের গ্যালাক্সিগুলো দেখতে যেমন ছিল, সেই ছবি আমাদের মহাবিশ্বের সূচনালগ্ন সম্পর্কে আরও ভালো ধারণা দেবে বলে ভাবছেন সংশ্লিষ্টরা।

🔭হোয়াইট হাউসের এক অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই ছবিটি প্রকাশ করেন। তিনি এই ঘটনাকে একটি 'ঐতিহাসিক' মুহূর্ত হিসেবে অভিহিত করে বলেন, 'এটি আমাদের মহাজাগতিক ইতিহাসে একটি নতুন জানালা খুলে দিয়েছে।'

🔭জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ (জেডব্লিউএসটি) প্রকল্পে প্রায় ১ হাজার জ্যোতির্বিদ কাজ করছেন। লামিয়া তাদের একজন।

🔭গতকাল লামিয়া ফোনে বলেন, 'এই আনন্দের সঙ্গে কোনো কিছুর তুলনা হয় না। আমরা এখন ডেটাগুলোর বিশ্লেষণ করবো, যাতে গ্যালাক্সিগুলোর বিষয়ে আরও বিস্তারিত জানা যায়। শিগগির আরও ছবি প্রকাশ করা হবে।'

🔭লামিয়া জেডব্লিউএসটির কানাডিয়ান দলের সঙ্গে ২০২০ সাল থেকে কাজ করছেন।

🔭প্রকল্পে নিজের ভূমিকা সম্পর্কে লামিয়া বলেন, 'আমি গ্যালাক্সিগুলোর গঠন নিরীক্ষা করার জন্য বিশ্লেষণী পাইপলাইন তৈরি করেছি।'

🔭ওয়েলসলি কলেজ থেকে অ্যাস্ট্রোফিজিক্সে স্নাতক ডিগ্রি অর্জন করেন লামিয়া। এরপর তিনি ইয়েল বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেন। পরবর্তীতে ২০২০ সালে একজন ফেলো হিসেবে কানাডার ডানল্যাপ ইনস্টিটিউট ফর অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্সে কাজ করেন তিনি।

🔭এই তরুণ বিজ্ঞানী জানান, শুরুতে তিনি নিজের জন্য ভিন্ন ক্যারিয়ার গড়ার পরিকল্পনা করেছিলেন। তবে একটি টেলিস্কোপ তার জীবনকে বদলে দেয়।

🔭'আমি ওয়েলসলি কলেজে ভর্তি হওয়ার পর প্রথম সেমিস্টারেই ক্যাম্পাসে একটি টেলিস্কোপের দেখা পাই। সেই টেলিস্কোপে চোখ রাখার পর মুহূর্ত থেকে আমি বুঝতে পারি, আমার ভাগ্য চিরতরে বদলে গেছে', যোগ করেন তিনি।

🔭লামিয়া দেশের উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ থেকে ও এবং এ লেভেল পাস করে নিউরোসায়েন্সে মেজর করার জন্য যুক্তরাষ্ট্রে যান।

🔭তিনি বলেন, 'আমি নিউরোসায়েন্স নিয়ে পড়াশোনা করতে চেয়েছিলাম। কারণ মানুষের মস্তিষ্ক কীভাবে কাজ করে, সে বিষয়ে আমি কৌতূহলী ছিলাম।'

🔭'(কিন্তু) আমি সবসময় সব কিছুতে যুক্তি খুঁজতাম, আর পদার্থবিজ্ঞান মানেই যুক্তি।'

🔭অন্য কোনো বাংলাদেশি এ প্রকল্পের সঙ্গে জড়িত আছেন কি না, জানতে চাইলে লামিয়া বলেন, 'কানাডার ১৫ সদস্যের দলে আমিই একমাত্র বাংলাদেশি। তবে (বিভিন্ন দেশের) ১ হাজার জ্যোতির্বিদ এ প্রকল্পে কাজ করছে। তাদের মাঝে আরও বাংলাদেশি খুঁজে না পেলে আমি খুবই অবাক হবো।'

🔭একজন বিজ্ঞানী হিসেবে তিনি জানান, বাংলাদেশি শিক্ষার্থীদের গবেষণা ও ব্যবহারিক জ্ঞানের ওপর আরও জোর দেওয়া উচিত।

🔭'আমরা মুখস্থ বিদ্যার ওপর বেশি জোর দেই, যেটি খুবই বিপদজনক। আমাদেরকে এই চর্চা থেকে বেরিয়ে আসতে হবে। বিশ্ববিদ্যালয়গুলোর উচিত গবেষণার ওপর জোর দেওয়া এবং এ ক্ষেত্রে সরকারের উচিত অগ্রগামী ভূমিকা নেওয়া', যোগ করেন তিনি।

🔭'শিক্ষার্থীদের প্রশ্ন করতে উদ্বুদ্ধ করা উচিত। তারা যত বেশি প্রশ্ন করবেন, তত বেশি শিখতে পারবেন', যোগ করেন লামিয়া।

জ্যোতির্বিদ লামিয়া জানান, তিনি বাংলাদেশের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কিছু ছোট আকারের টেলিস্কোপ নিয়ে আসার চেষ্টা করেছিলেন। কিন্তু 'লাল ফিতার দৌরাত্ম্য'র কারণে পারেননি।

🔭লামিয়া আরও বলেন, 'সরকারের উচিত বাংলাদেশে এমন একটি পরিবেশ তৈরি করা, যাতে এ ধরনের সহায়তা খুব সহজে দেওয়া যায়। যদি সরকার গবেষণা-বান্ধব পরিবেশ তৈরি করতে পারে, তাহলে শিক্ষার্থীরা দেশ ছেড়ে যাবে না।'

বিজ্ঞানখাতে নারীদের অবস্থান নিয়ে লামিয়া জানান, বাংলাদেশি নারী শিক্ষার্থীরা যে কোনো ধরনের চ্যালেঞ্জের মোকাবিলায় প্রস্তুত।

'আমি দেশের নারী শিক্ষার্থীদের নিয়ে খুবই গর্বিত। আমাদের দেশে এখন শুধু তাদেরকে বিকশিত হতে দেওয়ার মতো একটি উপযোগী পরিবেশ তৈরি করা প্রয়োজন', যোগ করেন তিনি।

নিজের এই যাত্রায় প্রেরণা হিসেবে মায়ের কথা উল্লেখ করে উত্তর আমেরিকা প্রবাসী বিজ্ঞানী লামিয়া বলেন, 'আমার মা আমার অনুপ্রেরণা এবং তার সহায়তা ছাড়া আমি কিছুই অর্জন করতে পারতাম না।'

📝আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের (আইএমও) ৬৩তম পরীক্ষার পর্ব শেষ হয়েছে। আজ মঙ্গলবার নরওয়ের স্থানীয় সময় সকাল সাড়ে আটটা থেকে ...
13/07/2022

📝আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের (আইএমও) ৬৩তম পরীক্ষার পর্ব শেষ হয়েছে। আজ মঙ্গলবার নরওয়ের স্থানীয় সময় সকাল সাড়ে আটটা থেকে বেলা একটা পর্যন্ত টানা সাড়ে চার ঘণ্টা পরীক্ষা চলে।

📝অসলো বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাকেন্দ্র সিলোরভিয়েন–২ হলে এ পরীক্ষা হয়। দ্বিতীয় দিনের পরীক্ষায় কম্বিনেটরিকস, সংখ্যাতত্ত্ব ও জ্যামিতির ওপর তিনটি গাণিতিক সমস্যা সমাধান করেন প্রতিযোগীরা। একইভাবে গতকাল প্রথম দিনের পরীক্ষায় তিনটি সমস্যা সমাধান করতে হয়েছিল। সব মিলিয়ে ছয়টি সমস্যা সমাধান করতে দেওয়া হয়েছে দুই দিনে।

📝আগামীকাল থেকে উত্তরপত্রের মূল্যায়ন করা হবে। প্রতিটি উত্তরপত্র আলাদাভাবে প্রতিযোগী দেশের দলনেতা ও আয়োজকদের পক্ষে একদল মূল্যায়নকারী মূল্যায়ন করবেন। এরপর উভয় পক্ষের সম্মতিতে প্রাপ্ত নম্বর চূড়ান্ত করা হবে। ১৫ জুলাই ফলাফল ঘোষণার মাধ্যমে সমাপ্তি ঘটবে এবারের আয়োজনের।

📝গত রোববার নরওয়ের স্থানীয় সময় বেলা তিনটায় অসলো কনসার্ট হলে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এবারের আসরের সূচনা হয়।

🍽West Bengal Chief Minister Mamata Banerjee, noted for her unique ways to connect with people, was seen serving "fuchka"...
13/07/2022

🍽West Bengal Chief Minister Mamata Banerjee, noted for her unique ways to connect with people, was seen serving "fuchka", a popular street snack among Bangalees, to children and a tourist from Bangladesh in Darjeeling today.
A video of the incident, which happened at a popular hill resort in Darjeeling, has already gone viral and created a stir, reports our New Delhi correspondent.

🍽The chief minister was attending a haat where she was serving fuchka to people at a stall, including children, when the presence of a Bangladeshi tourist at the resort enthused her.

🍽She found out during her conversation with the women of the stall that a man had come from Bangladesh to visit Darjeeling.
"O Bangladesh theke eseche, amader atithi, okey (fuchka) dao, ami poisha diye dichchi (He has come all the way from Bangladesh, he is our guest. Give him [fuchka], I will pay)," Mamata was heard saying in the video.

🍽Soon afterward, Mamata was seen smashing potatoes and stuffing inside the fuchka, readying the popular street food before serving them to the tourist, and children who stood holding plates, the more than two-minute-long video showed, shared on social media by ANI.

💸১৯৭৩ সালের অস্কার বিজয়ী মুভি 'দ্য স্টিং'য়ের কথা মনে আছে? ঠিক যেন সেই মুভির চিত্রটা এবার বাস্তব হয়ে ফুটল। ভারতে ইন্ডিয়া...
13/07/2022

💸১৯৭৩ সালের অস্কার বিজয়ী মুভি 'দ্য স্টিং'য়ের কথা মনে আছে? ঠিক যেন সেই মুভির চিত্রটা এবার বাস্তব হয়ে ফুটল। ভারতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আদলে একটি ভুয়া আসরের আয়োজন করে রাশিয়ান জুয়াড়িদের বোকা বানিয়ে হাতিয়ে নেয় বড় অঙ্কের অর্থ।

💸চলতি আসরের আইপিএল শেষ হয়ে গেছে গত ২৯ মে। কিন্তু এরপর ঠিক এ আসরের আদলে শুরু আরেক 'আইপিএল'। সে আসর তিন সপ্তাহ চলার পর কোয়ার্টার ফাইনালে পৌঁছানোর পরই তা ধরা পরে স্থানীয় পুলিশের কাছে।

💸মাত্র ২১ জন যুবককে দিয়ে আয়োজন করা হয় এ আসরের। যারা মূলত খামারে শ্রমিক। দৈনিক ৪০০ রুপির বিনিময়ে খেলোয়াড়দের ভূমিকায় কাজ করেছেন তারা। একই খেলোয়াড়রা পালাক্রমে চেন্নাই সুপার কিংস, মুম্বাই ইন্ডিয়ান্স এবং গুজরাট টাইটানসের জার্সি পরে অংশ নেয়। আসলে কেবল অভিনয়ই করেছেন। আর তাদের এ অভিনয় স্ট্রিমিং করা হয় ইউটিউবে। যা দেখে বাজী ধরেন রাশিয়ানরা।

💸আসরটিকে কিছুটা বাস্তব করে তুলতে উচ্চ রেজোলিউশন ক্যামেরা স্থাপন করে লাইভ স্ট্রিমিং স্ক্রিনে স্কোর প্রদর্শনের জন্য কম্পিউটার জেনারেটেড গ্রাফিক্স ব্যবহার করে তারা। ইন্টারনেট থেকে ক্রাউড নয়েজ সাউন্ড ইফেক্ট ডাউনলোড করে ব্যবহার করা হয়। এমনকি একজনকে ভাড়া করা হয় যিনি কি-না ভারতীয় ধারাভাষ্যকারের নকল করার ক্ষমতা রাখেন।

💸একটি খামারে হ্যালোজেন বাতি দিয়ে আয়োজন করা হয় এ আসর। যে কারণে ক্যামেরাম্যানদের নির্দেশ দেওয়া হয় যেন পুরো মাঠ না দেখানো নয়, তার চেয়ে খেলোয়াড় ও উইকেটে জুম করে রাখা হয় ক্যামেরা।

💸সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামের মাধ্যমে বাজি ধরতে শুরু করেন রাশিয়ানরা। মাঠে ওয়াকি-টকি ব্যবহার করে উইকেটে ভুয়া আম্পায়ারকে বাহির থেকে সতর্ক করে দিতেন মূল হোতা শোয়েব দাবদা এবং তার প্রতিনিধি দল। বোলার এবং ব্যাটসম্যানকে ছক্কা, চার মারতে কিংবা আউট হওয়ার ইঙ্গিত দিতেন তারাই।

💸এ প্রসঙ্গে পুলিশ কর্মকর্তা ভাবেশ রাঠোড় বলেছেন, 'খামারটি ভাড়া করে সেখানে হ্যালোজেন বাতি লাগানোহয়। ২১ জন খামার শ্রমিককে ম্যাচপ্রতি ৪০০ রুপির বিনিময়ে ভাড়া করা হয়। টেলিগ্রামের মাধ্যমে বাজি ধরে আম্পায়ারকে ওয়াকিটকির মাধ্যমে চার-ছয়ের সংকেত দেওয়া হতো। নির্দেশনা অনুযায়ী এরপর বোলার ধীরগতিতে বল করতেন, যাতে চার বা ছয় মারতেন ব্যাটসম্যানরা।'

💸এর ঘটনায় যুক্ত থাকায় এখন পর্যন্ত মোট ৪ জনকে আটক করা হয়েছে। রাশিয়ান জুয়াড়িদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৩ লাখ রুপি। তবে তাৎক্ষণিকভাবে এ নিয়ে মন্তব্য করতে রাজী হয়নি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড

🚙বর্তমান প্রেসিডেন্ট বাইডেন যে গাড়ি ব্যবহার করবেন, সেটিকে বলা হয় ‘দ্য বিস্ট’। বুলেট ও বোমারোধী এই গাড়ি সর্বক্ষণ গোয়েন্দা...
12/07/2022

🚙বর্তমান প্রেসিডেন্ট বাইডেন যে গাড়ি ব্যবহার করবেন, সেটিকে বলা হয় ‘দ্য বিস্ট’। বুলেট ও বোমারোধী এই গাড়ি সর্বক্ষণ গোয়েন্দা সংস্থার নজরে থাকে। গাড়িটির ওজন একটি ট্যাংকের সমান।

🚙যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস স্ট্যান্ডার্ডের উপর ভিত্তি করে বানানো বিস্টে একইসাথে আক্রমণাত্মক, প্রতিরক্ষামূলক এবং জীবন রক্ষামূলক সুযোগসুবিধা রয়েছে। মিডিয়াম ডিউটি ট্রাক প্লাটফর্মের উপর বর্তমানের গাড়িটি বানানো হয়েছে। বর্তমানে এ রকম ১২টি গাড়ি রয়েছে যুক্তরাষ্ট্রে। প্রেসিডেন্ট একেক সময় একেকটি গাড়ি ব্যবহার করে থাকেন পর্যায়ক্রমে। আর অন্য গাড়িগুলো তখন সিক্রেট সার্ভিস হেডকোয়ার্টারের বেজমেন্টে ২৪ ঘন্টা নজরদারিতে রাখা হয়।

🚙যখন দেশটির প্রেসিডেন্ট কোথাও গাড়ির শোভাযাত্রা নিয়ে বের হন, তখন সেখানে কম করে হলেও ৪৫টি সশস্ত্র গাড়ি থাকে! এর মাঝে থাকে দুটি বিস্ট যার একটিতে থাকেন প্রেসিডেন্ট ও অন্যটি ডিকয় (শত্রুকে বিভ্রান্ত করার জন্য), স্থানীয় পুলিশ বাহিনী, মোবাইল কমিউনিকেশন সেন্টার, অ্যাম্বুলেন্স ও আরো কিছু সশস্ত্র গাড়ি।

🏏ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডেতে নেই; এরপর জিম্বাবুয়ে সফরেও থাকবেন না সাকিব আল হাসান। এই সময়ে দেশসেরা অলরাউন্ডার ব্যস্ত...
12/07/2022

🏏ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডেতে নেই; এরপর জিম্বাবুয়ে সফরেও থাকবেন না সাকিব আল হাসান। এই সময়ে দেশসেরা অলরাউন্ডার ব্যস্ত থাকবেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল)।

🏏আগামী ৩১ আগস্ট থেকে শুরু হতে যাওয়া ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টুর্নামেন্টে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে খেলবেন সাকিব। ইতোমধ্যে তাকে অনাপত্তিপত্র দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

🏏এর আগেও দুইটি দলের হয়ে সিপিএলে খেলেছেন সাকিব। ২০১৬ ও ২০১৭ সালে জ্যামাইকা তালওয়াসের হয়ে খেলেন তিনি।
প্রথমবার জেতেন শিরোপাও।

🏏এরপর ২০১৮ সালে বার্বাডোজ ট্রাইডেন্টসের হয়ে খেলেন সাকিব। ২০১৯ সালে দলটির হয়ে সিপিএলের শিরোপা জেতেন তিনি।
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট দাপিয়ে বেড়ানো সাকিব অবশ্য গত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দল পাননি। দুই কোটি রুপি ভিত্তিমূল্যে নিলামে উঠলেও তাকে নিয়ে আগ্রহ দেখায়নি কোনো দল।

🛑দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আরও ৬৫৬ জনের করোনা শনাক্ত হয়েছে এবং শনাক্তের হার ১৩.৭৮ শতাংশ...
12/07/2022

🛑দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আরও ৬৫৬ জনের করোনা শনাক্ত হয়েছে এবং শনাক্তের হার ১৩.৭৮ শতাংশ।

🛑আজ মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

🛑স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মারা যাওয়া ৯ জনের মধ্যে ৪ জন পুরুষ এবং ৫ জন নারী।

🛑২৪ ঘণ্টায় শনাক্তদের মধ্যে ৫৭৮ জন ঢাকা বিভাগের, একজন ময়মনসিংহ বিভাগের, ৫১ জন চট্টগ্রাম বিভাগের, ৪ জন রাজশাহী বিভাগের, ১৫ জন রংপুর বিভাগের, একজন বরিশাল বিভাগের, ৬ জন সিলেট বিভাগের। তবে, গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগের কারো করোনা শনাক্ত হয়নি।

🛑এর আগের ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু হয়েছিল এবং ৫২১ জনের করোনা শনাক্ত হয়েছিল। পরীক্ষার বিপরী শনাক্তের হার ছিল ১৩.১৮ শতাংশ।

🛑এ নিয়ে দেশে এ পর্যন্ত ১৯ লাখ ৯১ হাজার ৩১ জনের করোনা শনাক্ত হলো এবং তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ২১২ জন।

🛑গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৭৬১টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক ৭৮ শতাংশ।

🛑স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১ হাজার ৫৪২ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হলেন ১৯ লাখ ১৫ হাজার ৮৬০ জন।

🛑সুস্থতার হার ৯৬ দশমিক ২২ শতাংশ এবং মৃত্যুহার ১ দশমিক ৪৭ শতাংশ।

🛑বাংলাদেশে করোনা প্রথম রোগী শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে গত বছরের ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জনের করোনা শনাক্ত হয়।

🛑প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ২০২০ সালের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ২০২১ সালের ৫ অগাস্ট ও ১০ অগাস্ট ২৬৪ জন করে মৃত্যু হয়, যা মহামারির মধ্যে এক দিনের সর্বোচ্চ সংখ্যা।

🛑রাজধানীর পোস্তগোলা ব্রিজে যাত্রীবাহী বাসের ধাক্কায় সাইফুল ইসলাম জুয়েল (৪৪) নামে এক ব্যবসায়ী মারা গেছেন। মঙ্গলবার (১২জুল...
12/07/2022

🛑রাজধানীর পোস্তগোলা ব্রিজে যাত্রীবাহী বাসের ধাক্কায় সাইফুল ইসলাম জুয়েল (৪৪) নামে এক ব্যবসায়ী মারা গেছেন। মঙ্গলবার (১২জুলাই) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।

🛑মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক দুপুর পৌনে ২টার দিকে মৃত ঘোষণা করেন।

⭕️নিহত সাইফুল ইসলাম জুয়েল মাগুরা সদর উপজেলার আজমপুর গ্রামের ওয়াজেদ মোল্লার ছেলে।

⭕️বর্তমানে মিরপুর ১ নম্বর সেকশনে থাকতেন।

⭕️নিহতের ছোট ভাই সাজ্জাদ হোসেন মোল্লা জানান, জুয়েল মিরপুর এলাকায় থাকতেন।

⭕️সেখানে ঠিকাদারি করতেন। স্ত্রী কানিজ ফাতেমা ও দুই মেয়ে গ্রামের বাড়িতে থাকেন।

🛑সাজ্জাদ আরও জানান, তিনি নিজেও গ্রামে থাকেন। আজ (১২ জুলাই) সকালে রুপগঞ্জে শ্বশুর বাড়ি আসেন। সেখান থেকে বড় ভাই জুয়েলের জন্য কিছু খাবার নিয়ে আসেন। সেই খাবার নিতেই মিরপুর থেকে পোস্তগোলা ব্রিজের উপর দাঁড়িয়েছিলেন জুয়েল। এ সময় গ্রীন লাইন পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে রাস্তায় পড়ে গিয়ে গুরুতর আহত হন জুয়েল। পরে তাকে দ্রুত ঢাকা মেডিক্যাল নিয়ে আসলে সেখানে মারা যান তিনি।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

Address


Alerts

Be the first to know and let us send you an email when Protidiner Bani posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Protidiner Bani:

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share