HashtaG

HashtaG বইয়ের পাতা মানুষকে যা শিক্ষা দেয়,
জীবনের পাতা তার থেকে অনেক বেশি
কিছু শিখিয়ে দিয়ে যায়।
(16)

As much as you think you understand the 13.8 billion year life span of the universe. You really can't put that into an imaginable scale on the scale of a human life the universe is unbelievably

13/12/2023

Ꮤ𐋅ꝋ 𐌀𐌌 𐌉 !! 😐

10/12/2023
10/12/2023

Don’t think about making art, just get it done. Let everyone else decide if it’s good or bad, whether they love it or hate it. While they are deciding, make even more art

23/08/2023

তারাই আপনার
অতীত নিয়ে কথা
বলবে, যাদের
আপনার বর্তমান
নিয়ে কথা বলার
যোগ্যতা নাই।

21/08/2023

নিজেকে উন্নত করার জন্য এত ব্যস্ত থাকো যে,
অন্যের সমালোচনা করার সময় না পাও।

20/08/2023

জীবনে শেষ বলে কিছু হয় না,
সবসময়ই কিছু নতুন
তোমার জন্য অপেক্ষা করে থাকে।

আইনস্টাইনের যিনি ড্রাইভার ছিলেন, তিনি একদিন আইনস্টাইনকে বললেন - আপনি প্রতিটি সভায় যে ভাষণ দেন সেইগুলো শুনে শুনে আমার মু...
20/08/2023

আইনস্টাইনের যিনি ড্রাইভার ছিলেন,
তিনি একদিন আইনস্টাইনকে বললেন - আপনি প্রতিটি সভায় যে ভাষণ দেন সেইগুলো শুনে শুনে আমার মুখস্থ হয়ে গেছে ।" -আইনস্টাইন তো অবাক!!!
উনি তখন বললেন "বেশ তাহলে এর পরের মিটিংয়ে যেখানে যাবো তারা আমাকে চেনেন না, তুমি আমার হয়ে ভাষণ দিও আর আমি ড্রাইভার হয়ে বসে থাকবো।"
-এরপরে সেই সভায় তো ড্রাইভার হুবহু আইনস্টাইন-এর ভাষণ গড় গড় করে বলে গেলেন । উপস্থিত বিদ্বজ্জনেরা তুমুল করতালি দিলেন । এরপর তাঁরা ড্রাইভারকে আইনস্টাইন ভেবে গাড়িতে পৌঁছে দিতে এলেন ।
-সেই সময়ে একজন অধ্যাপক ড্রাইভারকে জিজ্ঞেস করলেন "স্যার, ঐ আপেক্ষিক এর যে সঙ্গাটা বললেন, আর একবার সংক্ষেপে বুঝিয়ে দেবেন ?"
-আসল আইনস্টাইন দেখলেন বিপদ, এবার তো ড্রাইভার ধরা পড়ে যাবে । কিন্তু তিনি ড্রাইভার-এর উত্তর শুনে তাজ্জব হয়ে গেলেন । ড্রাইভার উত্তর দিল।।
-"এই সহজ জিনিসটা আপনার মাথায় ঢোকেনি ? আমার ড্রাইভারকে জিজ্ঞেস করুন সে বুঝিয়ে দেবে ।"
বিঃদ্রঃ- জ্ঞানী ব্যক্তিদের সাথে চলাফেরা করলে আপনিও জ্ঞানী হবেন। আপনি যেমন মানুষের সাথে ঘুরবেন তেমনই হবেন।
এই জন্যে কথায় আছে,
"সৎ সঙ্গে স্বর্গ বাস,
অসৎ সঙ্গে সর্বনাশ"।

Stop thinking too much, it's alright not to know all the answers
02/08/2023

Stop thinking too much, it's alright not to know all the answers

Love is like finding shoes..- people search for smart ,trendy,good looking but ends finally with one they r comfortable ...
02/08/2023

Love is like finding shoes..- people search for smart ,trendy,
good looking but ends finally with one they r comfortable with............

প্রানের শহর ভালোবাসার শহর আমার একাকীত্বের শহর রাজশাহী। হাজারো মানুষের স্বপ্ন আর ভালোবাসা জড়িয়ে আছে এই শহরের বুকে।
13/01/2023

প্রানের শহর ভালোবাসার শহর আমার একাকীত্বের শহর রাজশাহী। হাজারো মানুষের স্বপ্ন আর ভালোবাসা জড়িয়ে আছে এই শহরের বুকে।

১। Internet আবিষ্কৃত হয় 1969 সালে।২। Email আবিষ্কৃত হয় 1971 সালে।৩। Hotmail আবিষ্কৃত হয় 1996 সালে।৪। Google আবিষ্কৃত ...
27/10/2022

১। Internet আবিষ্কৃত হয় 1969 সালে।
২। Email আবিষ্কৃত হয় 1971 সালে।
৩। Hotmail আবিষ্কৃত হয় 1996 সালে।
৪। Google আবিষ্কৃত হয় 1998 সালে।
৫। Facebook আবিষ্কৃত হয় 2004 সালে।
৬। Youtube আবিষ্কৃত হয় 2005 সালে।
৭। Twitter আবিষ্কৃত হয় 2006 সালে।
৮। বিশ্বে ইন্টারনেট চালু হয় ১৯৬৯সালে
৯। বাংলাদেশে ইন্টারনেট ব্যবহার চালু হয়
১৯৯৩ সালে।
১০। বাংলাদেশে ইন্টারনেট ব্যবহার সবার
জন্য উন্মুক্ত হয় ১৯৯৬ সালে।
১১। বাংলাদেশে 3g চালু হয় 14
OCTOBER,2012।
১২। বাংলাদেশে স্থাপিত প্রথম
কম্পিউটার "IBM-1620 ‘ যা স্থাপিত হয়
বাংলাদেশ পরমানু শক্তি কমিশনে ১৯৬৪
সালে।
১৩। ২১মে ২০০৬ সালে কক্সবাজারের
ঝিলংজা-তে ল্যান্ডিং স্টেশন স্থাপনের
মাধ্যমে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলে
যুক্ত হয়।
১৪। বাংলাদেশর বিজ্ঞানীরা
প্রথমাবারের মতো ‘জীবনরহস্য‘ উন্মোচন
করেছেন মহিষের।
১৫। ২০১৩সালে দেশি পাটের জীবন রহস্য
উন্মোচনে নেতৃত্ব দেন ড মাকসুদুল আলম।
১৬। ১৯৮১ এপসন কোম্পানি সর্বপ্রথম
ল্যাপটপ কম্পিউটার প্রচলন করেন তার
নামঅসবর্ন-১।
১৭। বিশ্বের একমাত্র কম্পিউটার জাদুঘরটি
অবস্থিতযুক্তরাষ্ট্রের আটলান্টায়।
১৮। বাংলা সামাজিক মাধ্যম ‘‘বেশত‘‘ চালু
হয় ২৮ ফ্রেব্রু ২০১৩।
১৯। বাংলাদেশের ‘টেলিফোন শিল্প
সংস্থা লিমিটেড(টেশিস) কর্তৃক তৈরী
প্রথম ল্যাপটপ --এর নামদোয়েল।
২০। জাতিসংঘ রেডিও বাংলা যাত্রা শুরু
করে ২১ ফ্রেব্রু:২০১৩।
২১। বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্চিন
‘‘পিপীলিকা‘‘ উদ্ধোধন করা হয় ১৩এপ্রিল,
২০১৩।
২২। বাংলাদেশে দ্রুত গতির ইন্টারনেট
‘‘ওয়াইম্যাক্স‘ চালু হয় >>June,2009, Banglalion।
২৩। বাংলাদেশে কবে , কোথায় সাইবার
ক্যাফে চালু হয় ১৯৯৯ সালে,বনানীতে।
২৪। বাংলাদেশের প্রথম মোবাইল ফোন
কোম্পানীর সিটিসেল ডিজিটাল, ১৯৯৩
সাল।
২৫। বাংলাদেশে প্রথম ডিজিটাল
টেলিফোন ব্যবস্থা চালূ হয় ৪ জানুয়ারী,
১৯৯০।
২৬। বাংলাদেশে কখন থেকে কার্ড ফোন
চালূ হয় ১৯৯২ সালে।
২৭। প্রথম ডিজিটার জেলা যশোর।
২৮। প্রথম ওয়াই ফাই নগর সিলেট।
২৯। সাইবার সিটি সিলেট।
৩০। প্রথম ডিজিটাল টেলিফোন এক্সচেঞ্জ
মিঠাপুকুর ,রংপুর।
=> GIF এর পূর্ণরূপ — Graphic Interchangeable
Format
=> BMP এর পূর্ণরূপ — Bitmap
=> JPEG এর পূর্ণরূপ — Joint Photographic Expert
Group
=> PNG এর পূর্ণরূপ — Portable Network
=> Wi-Fi র পূর্ণরূপ — Wireless Fidelity
=> HTTP এর পূর্ণরূপ — Hyper Text Transfer
Protocol
=> HTTPS এর পূর্ণরূপ — Hyper Text Transfer
Protocol Secure
=> URL এর পূর্ণরূপ — Uniform Resource Locator
=> IP এর পূর্ণরূপ— Internet Protocol
=> VIRUS এর পূর্ণরূপ — Vital Information
Resource Under Seized
=> UMTS এর পূর্ণরূপ — Universal Mobile
Telecommunication System
=> RTS এর পূর্ণরূপ — Real Time Streaming
=> AVI এর পূর্ণরূপ — Audio Video Interleave
=> SIS এর পূর্ণরূপ — Symbian OS Installer File
=> AMR এর পূর্ণরূপ — Adaptive Multi-Rate Codec
=> JAD এর পূর্ণরূপ — Java Application Descriptor
=> JAR এর পূর্ণরূপ — Java Archive
=> MP3 এর পূর্ণরূপ — MPEG player lll
=> 3GPP এর পূর্ণরূপ — 3rd Generation
Partnership Project
=> 3GP এর পূর্ণরূপ — 3rd Generation Project
=> MP4 এর পূর্ণরূপ — MPEG-4 video file
=> SIM এর পূর্ণরূপ — Subscriber Identity Module
=> 3G এর পূর্ণরূপ — 3rd Generation
=> GSM এর পূর্ণরূপ — Global System for Mobile
Communication
=> CDMA এর পূর্ণরূপ — Code Divison Multiple
Access
=> AAC এর পূর্ণরূপ — Advanced Audio Coding
=> SWF এর পূর্ণরূপ — Shock Wave Flash
=> WMV এর পূর্ণরূপ — Windows Media Video
=> WMA এর পূর্ণরূপ — Windows Media Audio
=> WAV এর পূর্ণরূপ — Waveform Audio
1) GOOGLE : Global Organization Of Oriented
Group Language Of Earth
2) YAHOO : Yet Another Hierarchical Officious
Oracle
3) WINDOW : Wide Interactive Network
Development for Office work Solution
4) COMPUTER : Common Oriented Machine
Particularly United and used under Technical and
Educational Research
5) VIRUS : Vital Information Resources Under
Siege
6) UMTS : Universal Mobile Telecommunications
System
7) AMOLED: Active-matrix organic light-emitting
diode

★OLED : Organic light-emitting diode
9) IMEI: International Mobile Equipment Identity
10) ESN: Electronic Serial Number
11) UPS: uninterrupted power supply
12) HDMI: High-Definition Multimedia Interface
13) VPN: virtual private network
14) APN: Access Point Name
15) SIM: Subscriber Identity Module
16) LED: Light emitting diode
17) DLNA: Digital Living Network Alliance
18) RAM: Random access memory
19) ROM: Read only memory
20) VGA: Video Graphics Array
21) QVGA: Quarter Video Graphics Array
22) WVGA: Wide video graphics array
23) WXGA: Wide screen Extended Graphics Array
24) USB: Universal serial Bus
25) WLAN: Wireless Local Area Network
26) PPI: Pixels Per Inch
27) LCD: Liquid Crystal Display
28) HSDPA: High speed down-link packet access
29) HSUPA: High-Speed Uplink Packet Access
30) HSPA: High Speed Packet Access.

14/08/2022

Love From 💞

10/07/2022

"তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম"
-" আল্লাহ আমাদের এবং আপনার (ইবাদত) কবুল করুন"
#সবাইকে
পবিত্র ইদ-উল-আযহার শুভেচ্ছা এবং সালাম


োবারক🖤♥♥

05/07/2022
04/07/2022

doesn't start in morning & doesn't end in evening.
It starts wen U dn't need it & it ends wen U need it most.

আজ একটা কথা না বললেই নয়কথায় আছে না, তেল মাথায় সবাই তেল দেয়.সিলেটে বন্যা হচ্ছে এই নিয়ে সারাদেশের মানুষের মনে যতটা সহানুভূ...
20/06/2022

আজ একটা কথা না বললেই নয়
কথায় আছে না, তেল মাথায় সবাই তেল দেয়.

সিলেটে বন্যা হচ্ছে এই নিয়ে সারাদেশের মানুষের মনে যতটা সহানুভূতি ও যেভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেয়া হচ্ছে তা সত্যি প্রশংসনীয়।

কিন্তু কুড়িগ্রাম জেলার মানুষ প্রতি বছর বন্যার কারনে যে পরিমান ক্ষতিগ্রস্ত হচ্ছি এই নিয়ে সারাদেশের মানুষের নেই কোন মাথাব্যাথা নেই সরকারের কোন দীর্ঘস্থায়ী পদক্ষেপ
।সিলেটের ১০ ভাগের একভাগ সুনজর যদি কুড়িগ্রাম জেলার উপরে থাকতো তাহলে আমাদের এই হতদরিদ্র জেলার মানুষ একটু হলেও দু'বেলা দুমুঠো খেয়ে জীবন কাটাতে পারতো।
কুড়িগ্রাম জেলায় প্রতি বছর বাজেটে যে পরিমান বরাদ্দ থাকে বাংলাদেশের কিছু কিছু উপজেলায় তারচেয়ে অনেক বেশি বাজেট থাকে।
বাংলাদেশের সবচেয়ে দরিদ্র ১০ উপজেলার মধ্যে কুড়িগ্রামেই ৪ টি।

একটা কথা হল আল্লাহ সব দেখছেন....
আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না।

আজ একবার বন্যায় আপনাদের যে অবস্থা তাহলে প্রতি বছরেই আমরা এভাবে প্রকৃতির যাতাকলে পিষ্ঠ হয়ে কিভাবে বেঁচে আছি।
আমাদের বেলায় কেন এত অবিচার?

অনেকেই ভাবতে পারেন সিলেটের দিকে সারাদেশের মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে তাই আমি হিংসা করে এসব লিখছি।
কিন্তু বাস্তবতা এই যে আমি যা বলেছি সব সত্যি কথাই বলেছি পারলে খোজ নিয়ে দেখতে পারেন।
এখনো কোন বেসরকারি সংগঠন, সরকারী তহবিল থেকে ত্রান কিংবা জরুরি সেবা পৌছায়নি। যতটুকু পৌছেছে সব ব্যক্তিগত উদ্যোগে।
আল্লাহ সকল বানভাসি মানুষের প্রতি সহায় হোন।
ভুল হলে মাফ করবেন🙏

সীতাকুণ্ড অগ্নিকান্ডে চট্টগ্রামবাসিকে দেখেছিলাম আগুন লাগারদিন হাসপাতালে পোস্টার নিয়ে দাড়িয়ে থাকতে, ফ্রি ওষুধ লাগলেজান...
19/06/2022

সীতাকুণ্ড অগ্নিকান্ডে চট্টগ্রামবাসিকে দেখেছিলাম আগুন লাগার
দিন হাসপাতালে পোস্টার নিয়ে দাড়িয়ে থাকতে, ফ্রি ওষুধ লাগলে
জানাবেন, সাথে মোবাইল নাম্বার।
হাসপাতালের পথে সিএনজি, রিক্সা, বাস কেউ নাকি ভাড়া নেয়
নাই, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা গভীর রাতে বাসে করে
রক্ত দিতে সারারাত হাসপাতালের গেটে দাড়িয়ে ছিল, স্থানীয়রা
নিজেরাই চাঁদা তুলে আহতদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা
করেছিল।
ভয়াবহ বিপর্যয়ে পতিত সিলেটে শোনা যাচ্ছে উল্টো ঘটনা, ৮০০
টাকার নৌকার ভাড়া চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা, তারপরও
পাওয়া যাচ্ছে না।
নৌকার অভাবে ত্রান কিংবা উদ্ধার অভিযান দেরী হচ্ছে, সামান্য
দূরত্বের সিএনজি ভাড়া নুনতম ৫০০ থেকে হাজার টাকা, পাঁচ
টাকার মোমবাতি একশো/দুইশো যেভাবে পারছে বিক্রি হচ্ছে!
হোটেল ভাড়া বাড়িয়ে দেয়া হয়েছে দশগুণ, ৩০ টাকার ভাত ডিম
৩০০ টাকাও মিলছে না।
সিলেট যখন ডুবে গেছে সিলেটের এলিট একটি সংগঠন ঢাকার
অফিসার্স ক্লাবে ভোট উৎসব চালিয়ে যাচ্ছে, দুপুরের খাওয়ার
মেন্যু কাচ্চি, রোস্ট, বোরহানি!
মানবিক বিপর্যয়ে মানুষ চেনা যায়। আমরা মানুষ চিনছি 😥

আল্লাহ আপনি সিলেটবাসী দেরকে হেফাজত করুন।

19/06/2022

সাঁতরে পাড়ে উঠতে পারলেও পানি থেকে ডাঙায় উঠার সৌভাগ্য হয়নি অনেক বাচ্চার!
এটা মর্মান্তিক :( :(


বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। বানভাসিদের কাছে সেনাবাহিনী এখন বড় ভরসাস্থল..
19/06/2022

বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। বানভাসিদের কাছে সেনাবাহিনী এখন বড় ভরসাস্থল..

আল্লাহ আমি যেমন আপনাকে আমার বিপদে সব সময় পাই।  আপনি অসহায় মানুষদের সাহায্য করুন।  আপনি ছাড়া আমাদের এবং অসহায় মানুষদের আ...
19/06/2022

আল্লাহ আমি যেমন আপনাকে আমার বিপদে সব সময় পাই। আপনি অসহায় মানুষদের সাহায্য করুন। আপনি ছাড়া আমাদের এবং অসহায় মানুষদের আর কেউ নেয়।

 #টানা ভারী বর্ষণ, উজানের পাহাড়ি ঢলে প্লাবিত হতে পারে আরো ১৭ জেলা I
18/06/2022

#টানা ভারী বর্ষণ, উজানের পাহাড়ি ঢলে প্লাবিত হতে পারে আরো ১৭ জেলা I

মানুষের পাশাপাশি এদের দিকেও আমাদের একটু লক্ষ্য রাখতে হবে। আসুন আমরা আমাদের মতো করে তাদের পাশে দাড়ায়।  নিজে তাদের মাঝে পৌ...
18/06/2022

মানুষের পাশাপাশি এদের দিকেও আমাদের একটু লক্ষ্য রাখতে হবে। আসুন আমরা আমাদের মতো করে তাদের পাশে দাড়ায়। নিজে তাদের মাঝে পৌঁছাতে না পারলেও যে সকল টিম কাজ করতেছে তাদের মাধ্যমে আমরা আমাদের সাহায্য পৌঁছে দেয়ার চেষ্টা করি I






াকায়_আহার

বিকাশ মার্চেন্ট একাউন্ট: 01878116230, (payment option, counter: 1, ref: your name)
বিকাশ ব্যক্তিগত একাউন্ট: 01708521955 , 01708521956,
রকেট ব্যক্তিগত একাউন্ট: 017141180737
নগদ মার্চেন্ট একাউন্টঃ 01631554646 (payment option, counter no: 1)
উপায় মার্চেন্ট একাউন্টঃ 01878116232
The City Bank Limited
Acc. :1103004604001
Name: BIDYANONDO FOUNDATION
Agrabad, Chittagong Routing No : 225150135
Social Islami Bank Ltd
Acc: 0221360001049
Name: Bidyanondo Foundation,
Nawabpur, Swift: SOIVBDDH, Routing No: 195274754
Brac Bank
Acc: 1545203874746001
Name: Bidyanondo Foundation
Shantinagar Branch, Routing No: 060274289.
DUTCH-BANGLA BANK LTD
Acc: 1061200012479
Name: Bidyanondo Foundation
Narayangonj, Routing No : 090671186
যেকোন তথ্যের জন্য হটলাইন নাম্বার 01878116234

বন্যা পরিস্থিতি মোকাবিলায় যুক্ত হতে যাচ্ছে বিমানবাহিনীর হেলিকপ্টার ও কোস্ট গার্ডের ক্রুজ.. সিলেটে বন্যার পানি বেড়ে চলেছে...
18/06/2022

বন্যা পরিস্থিতি মোকাবিলায় যুক্ত হতে যাচ্ছে বিমানবাহিনীর হেলিকপ্টার ও কোস্ট গার্ডের ক্রুজ..

সিলেটে বন্যার পানি বেড়ে চলেছে। এখনো অনেক মানুষ পানিতে আটকা পড়ে আছে। তাদের উদ্ধারে এরই মধ্যে উপজেলায় সেনাবাহিনী ও নৌবাহিনীর সদস্যরা উদ্ধার তৎপরতা শুরু করেছেন।

বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে আজ যুক্ত হতে যাচ্ছে বাংলাদেশ কোস্ট গার্ডের ২টি ক্রুজ। একটি মোতায়েন করা হবে সিলেটে অপর একটি মোতায়েন করা হবে সুনামগঞ্জে। কোস্ট গার্ডের এই দুটি ক্রুজ যুক্ত হলে উদ্ধার কাজ আরও গতি পাবে।

এছাড়াও বিমানবাহিনীর পক্ষ থেকে বন্যার্তদের সহযোগিতায় যুক্ত হতে যাচ্ছে দুইটি হেলিকপ্টার। কোন মডেলের হেলিকপ্টার ও কোথায় মোতায়েন করা হবে তা স্পষ্ট জানা যায়নি তবে ধারনা করা হচ্ছে হেলিকপ্টার দুইটি সিলেট ও সুনামগঞ্জে মোতায়েন করা হতে পারে।

সেনাবাহিনীর সদস্যরা ‘রেসকিউ বোট’ দিয়ে গ্রামে গ্রামে পানিবন্দী মানুষকে উদ্ধার করে নিয়ে আসার কাজ করে যাচ্ছে।

বন্যায় সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী বন্যাদুর্গত এলাকার জনগোষ্ঠীর পাশে দাঁড়িয়েছে  #বিজিবি
18/06/2022

বন্যায় সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী বন্যাদুর্গত এলাকার জনগোষ্ঠীর পাশে দাঁড়িয়েছে
#বিজিবি

সিলেটে গত বৃহস্পতিবার থেকে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। সেসব এলাকায় এখন মোমবাতির আলোতেই ভরসা। কিন্তু এর ...
18/06/2022

সিলেটে গত বৃহস্পতিবার থেকে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। সেসব এলাকায় এখন মোমবাতির আলোতেই ভরসা। কিন্তু এর মধ্যে বিভিন্ন এলাকায়ও মোমবাতির সংকট সৃষ্টি হয়েছে।

এ ছাড়া বন্যার পানিতে কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠান তলিয়ে যাওয়ায় সেগুলো বন্ধ রয়েছে। এতে সংকট আরও বেড়েছে। এদিকে সিলেটের কিছু এলাকায় গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ সচল থাকলেও পরবর্তী সময় বিদ্যুৎ–সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এর পর থেকে আরও সংকেট পড়েছে বিভিন্ন এলাকার মানুষ। বিভিন্ন এলাকায় ঘুরে মোমবাতি ও দেশলাই সংগ্রহ করেছে অনেকে।
গতকাল রাতে সিলেট নগরের রিকাবীবাজার এলাকায় মোমবাতি কিনতে এসেছিলেন নগরের ঘাসিটুলা এলাকার বাসিন্দা রাবেয়া খাতুন। তিনি এবং তাঁর স্বামী বেশ কয়েকটি মুদিদোকানে মোমবাতির খোঁজ করলেও না পেয়ে অবশেষে রিকাবীবাজারে এসেছেন বলে জানান।

রিকাবীবাজার এলাকার আল মক্কা স্টোর নামের মুদিদোকানের ব্যবসায়ী মো. জসিম আহমদ বলেন, এখন মোমবাতি ও দেশলাইয়ের চাহিদা বেড়ে গেছে। অনেকে দুই থেকে তিন প্যাকেট করে মোমবাতি কিনে নিয়ে যাচ্ছেন। তবে দাম বাড়েনি বলে জানান তিনি।
শাহজালাল উপশহর এলাকার বাসিন্দা সাব্বির আলমের সঙ্গে দেখা হয় নগরের দারগাহ গেট এলাকায়। সেখানে তিনি দুটি মোমবাতির প্যাকেট কিনছিলেন (প্রতিটিতে ছয়টি করে মোমবাতি)। সাব্বির আলম বলেন, ‘শাহজালাল উপশহরের প্রায় সব কটি ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ। সোবহানীঘাটসহ বিভিন্ন এলাকায় ঘুরেও মোমবাতি পাইনি। অবশেষে হজরত শাহজালাল (রহ.) মাজারের পাশে এসে মোমবাতি পেয়েছি।’
তিনি বলেন, ‘উপশহর এলাকায় যেদিন থেকে পানি প্রবেশ শুরু করে, সেদিন এক প্যাকেট মোমবাতি কিনেছিলাম। সেটি দিয়ে দুই দিন চলেছে। তবে বৃহস্পতিবার রাতে গিয়ে মোমবাতি পাইনি। পরে কোনোরকমে রাত কাটিয়ে গতকাল পার্শ্ববর্তী বাসা থেকে দুটি মোমবাতি সংগ্রহ করেছি। পরে শনিবারে মোমবাতি খুঁজতে বের হয়েছি।’

তিনি আরও বলেন, ‘বাসার সবাইকে নিরাপদ আশ্রয়ের জন্য স্বজনের বাসায় পাঠিয়েছি। বাসায় মালামাল পাহারা দেওয়ার জন্য আমি অবস্থান করি। বিদ্যুৎ না থাকায় রাতে মোমবাতি জ্বালিয়ে থাকতে হয়।’


📌 # #লুমাযাহ..... 👉আমাদের আশেপাশে এমন অনেক মানুষ আছেন, যারা বুক ফুলিয়ে বলেন, "আমি উচিৎ  কথা বলতে কাউকে ছাড়ি না!আমি উচি...
18/06/2022

📌 # #লুমাযাহ.....

👉আমাদের আশেপাশে এমন অনেক মানুষ আছেন, যারা বুক ফুলিয়ে বলেন, "আমি উচিৎ কথা বলতে কাউকে ছাড়ি না!
আমি উচিৎ কথা মুখের উপর বলে দেই"!
আপনি অনেক স্ট্রেইট ফরোয়ার্ড❗
যা মনে আসে তাই বলেন❗

সবাইকে একদম সামনেই ধুয়ে দেন এবং এটা নিয়ে আপনি বেশ গর্বও করেন❗

🌿 ইসলাম ধর্মে এটাকেই "লুমাযাহ" বলা হয় ।
◾যে ব্যক্তি:-
★ সরাসরি কাউকে লাঞ্চিত ও তুচ্ছ-তাচ্ছিল্য করে।
★ কাউকে তাচ্ছিল্য ভরে কোনকিছু নির্দেশ করে (আঙুল,চোখ, মাথা বা ভ্রু দ্বারা) ।
★ কারও অবস্থান বা পদবি নিয়ে তাকে ব্যাঙ্গ করে।
★ কারো বংশের নিন্দা করে বা বংশ নিয়ে কথা বলে।
★ কাউকে হেয় প্রতিপন্ন করে কথা বলে, অপমান করে।
★ কারও মুখের উপর তার সম্পর্কে বিরুপ মন্তব্য করে।
★ সরাসরি বাজে কথা দিয়ে কাউকে আঘাত করে।
★ কাউকে এমন কোনো কথা বললো যাতে আরেকজন কষ্ট পাবে।
★ অসন্মান করে কথা বললো।

👉উপরোক্ত ব্যাক্তিরাই মূলতঃ "লুমাযাহ" এর অন্তর্ভুক্ত।

আল্লাহ্‌ তায়ালা এই মানুষদেরকে পরিবর্তন হতে বলেছেন। নয়তো তাদের জন্য অনিবার্য ধ্বংসের সতর্ক বাণী দিয়েছেন।
আল্লাহ তাদের প্রতি কঠোর লানত করেছেন।

🍀নবী (সাঃ) বলেছেন, "যার ভিতরে নম্রতা নেই, সে সকল কল্যাণ থেকে বঞ্চিত"।

👍আসুন, আমরা একটু নরম হই, একটু সহনশীল হই, অন্তরকে পরিশুদ্ধ করি।
মনে রাখবেন- আল্লাহ যাকে নম্রতা দিয়েছেন, তিনি দুনিয়ার সেরা নেয়ামত পেয়ে গেছেন।

আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন।
আমীন।

সিলেটে বিদ্যুৎ বিভাগের প্রধান প্রকৌশলীর স্ট্যাটাস, ‘শেষ রক্ষা হলো না’সিলেটে বন্যা পরিস্থিতি ভয়াবহতে রূপ নিচ্ছে। ইতিমধ্য...
18/06/2022

সিলেটে বিদ্যুৎ বিভাগের প্রধান প্রকৌশলীর স্ট্যাটাস, ‘শেষ রক্ষা হলো না’

সিলেটে বন্যা পরিস্থিতি ভয়াবহতে রূপ নিচ্ছে। ইতিমধ্যেই তলিয়ে গেছে সিলেটের বরইকান্দি ৩৩ কেভি সাবস্টেশন ও কন্ট্রোল রুম। বিষয়টি গ্রাহকদের জানিয়ে দুঃখ প্রকাশ করে এক ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন বিদ্যুৎ বিতরণ বিভাগ সিলেটের প্রধান প্রকৌশলী মোহাম্মদ আব্দুল কাদের। সেখানে তিনি কয়েকটা ছবি সংযুক্ত করে লিখেছেন, শেষ রক্ষা হলোনা। আবারও তলিয়ে গেল BOROIKANDI 33KV SUBSTATION & Control room. সম্মানিত গ্রাহকগনের জন্য দুঃখ প্রকাশ করছি।

মাস খানেক আগের বন্যায়ও বিদ্যুতের এই সাবস্টেশনটি পানিতে তলিয়ে সরবরাহে বিঘ্ন ঘটে সপ্তাহ দু’য়েক। এছাড়া নগরের উপশহরেও বিদ্যুতের সাব স্টেশন পানিতে তলিতে যাওয়ায় বন্ধ করা হয়েছিল ডিভিশন-২ এর বিদ্যুৎ সরবরাহ।

জনসচেতনতামূলক পোস্ট !বন্যা ও বর্ষাতে চারিদিক পানির কারণে সাপ ঘরে আশ্রয় নিতে পারে...বন্যা কবলিত এলাকায় বিষাক্ত সাপের উপদ...
18/06/2022

জনসচেতনতামূলক পোস্ট !
বন্যা ও বর্ষাতে চারিদিক পানির কারণে সাপ ঘরে আশ্রয় নিতে পারে...

বন্যা কবলিত এলাকায় বিষাক্ত সাপের উপদ্রব থেকে রক্ষা পেতে শয়ন কক্ষে অথবা ঘরের নির্দিষ্ট স্থানে লাল রঙের লাইফবয় সাবান টুকরা টুকরা করে ছিটিয়ে রাখুন চারপাশে। কারন, লাইফবয় সাবানে কার্বক্সালিক এসিড/কার্বনিল এসিড থাকায় সাপ কাছে আসতে পারেনা। অথবা কার্বলিক এসিডের ছিপি খুলে ঘরের কোনে রাখতে হবে। কার্বলিক সাবান অথবা কার্বলিক এসিড পাওয়া না গেলে সজিনার ডাল অথবা রসুন কেটে টুকরো টুকরো করে ঘরের চারদিকে ছড়িয়ে দিতে হবে। এতে ঘরে সাপ ঢুকবে না। অথবা লাল মরিচ পুড়িয়া দিন ঘরে সাপ থাকলে বেরিয়ে যাবে।

© প্রচারে: জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর।

বন্যা কবলিত সুনামগঞ্জের সদর হাসপাতালে একজন জরুরি বিভাগের ডাক্তারের নাইট ডিউটিতে আসার সংগ্রাম। ১.রাত৯ঃ৪০মিনিটে২. ৫ফুট ১০ই...
18/06/2022

বন্যা কবলিত সুনামগঞ্জের সদর হাসপাতালে একজন জরুরি বিভাগের ডাক্তারের নাইট ডিউটিতে আসার সংগ্রাম।

১.রাত৯ঃ৪০মিনিটে
২. ৫ফুট ১০ইন্সি মানুষের কাঁধ সমান পানি
৩. রাস্তায় ভাসমান ময়লা
৪ কুচুরীপনা সরিয়ে
৫. স্রোতের প্রতিকুলে
৬. কুচুরীপনায় সাপের ভয়
৭.মুষলধারে বৃষ্টি
৮. প্রচন্ড বজ্রপাত
এতসব প্রতিকুলতার মধ্যে আজ নাইট ডিউটিতে আসছি।
আমার জীবনে এর চেয়ে ভয়ংকর চলাচলের ইতিহাস নাই।
জরুরি অবস্থায় জরুরি বিভাগের দায়িত্ব এতসব প্রতিকূলতাকে জয়ের সাহস জুগিয়েছে।
মহান সৃষ্টিকর্তা আমাদের রক্ষা করুক।
জরুরি অবস্থায় আপনাদের সহযোগিতায় আমি আছি সুনামগঞ্জ সদর হাসপাতালের দায়িত্বে,আমার কর্তব্য পালনে।

ডা.শফিকুল ইসলাম।
৩৯তম বিসিএস

সিলেটের পাওয়ার গ্রীড স্টেশনে আর ৪ ইঞ্চির মত পানির লেভেল বৃদ্ধি পেলে পুরো সিলেটে বিদ্যুৎ বিচ্ছিন্ন হবে। গ্রীড স্টেশন বন্ধ...
18/06/2022

সিলেটের পাওয়ার গ্রীড স্টেশনে আর ৪ ইঞ্চির মত পানির লেভেল বৃদ্ধি পেলে পুরো সিলেটে বিদ্যুৎ বিচ্ছিন্ন হবে। গ্রীড স্টেশন বন্ধ হওয়া মানে বুঝতে পারছেন?? প্রত্যেকটা পেট্রোল পাম্প বন্ধ হয়ে যাবে। চাইলেও দূর্গত এলাকায় মানুষ ত্রাণ নিয়ে এগিয়ে যেতে পারবে না পরিবহণ ব্যবস্থার কারণে। নেটওয়ার্ক ব্যবস্থা পুরো কলাপ্স করবে। সিলেটের সাথে অন্যান্য জেলার কোনো মানুষ যোগাযোগ করতে পারবে না। অলরেডি সুনামগঞ্জের অনেকের মোবাইলে চার্জ আছে। কিন্তু নেটওয়ার্ক না থাকার কারণে যোগাযোগ বিচ্ছিন্ন।
পাওয়ার গ্রীড স্টেশনের কর্মকর্তাদের ভাষ্যমতে, উনাদের কর্মজীবনের ইতিহাসে কখনো গ্রীড স্টেশন বন্যার জন্য বন্ধ করতে হয়নি। কিন্তু এবার এটা করতে হবে তাদের কাছে মনে হচ্ছে। একবার গ্রীড স্টেশনে পানি ঢুকে গেলে সেটা পুনরায় চালু করতে অনেক বেশি বেগ পেতে হবে।
সুনামগঞ্জের মানুষদের অবস্থা বর্ণণাতীত। তারা এখন বুভুক্ষের মত ত্রাণের জন্য অপেক্ষা করছে। অতীতের কোনো বন্যাতে যাদের বাড়িতে পানি ঢুকার রেকর্ড নাই তারাও পানির নিচে। আশ্রয়কেন্দ্রগুলোতে মানুষ কাকভেজা হয়ে, অনাহারে, অনিদ্রায় দাঁড়িয়ে আছে। এলাকার যুবসমাজ যারা মোটামুটি শ্রম দিয়ে সাহায্য করছিল তারাও হাঁপিয়ে গেছে। ইমার্জেন্সি ক্রাইসিস রেসপন্স এগিয়ে না গেলে মানুষগুলো এমনিতেই মারা যাবে। ফসলের মায়ায় যারা গতকাল রাত পর্যন্ত পানি কমার অপেক্ষায় ছিল তারাও আজকে জীবনের মায়ায় সব ছেড়েছুড়ে নিরাপদ আশ্রয় খোঁজে বেড়াচ্ছে।
গোয়াইনঘাট এলাকায় গেলে এখন বিশ্বাস করতে কষ্ট হবে যে এখানে মানুষের বসতি ছিল। চারদিকে পানি। ফেইসবুকে দেখলাম স্থানীয় রেসপন্স টিম কাজ করছে। কিন্তু কয়জনকে উদ্ধার করবে?
এতবড় এক বিপদের সম্মুখীন এই সিলেটকে নিয়ে মেইনস্ট্রীম মিডিয়ায় কোনো কাভারেজ নেই। ভয়াবহ এই বিপর্যয় ঘীরে যেখানে প্রত্যেকটা চ্যানেলের কাভারেজ থাকার কথা সেখানে তেমন কোনো সাড়া নেই। আমরা যারা মোটামুটি নেটওয়ার্কের আওতায় আছি তারা নাহয় ফেইসবুকে টুকটাক লিখে জানাতে পারছি। এটাও কতক্ষণ পারব জানিনা। পাওয়ার স্টেশন ডুবে গেলে সেটাও অসম্ভব হয়ে যাবে।
দেশের অন্যান্য প্রান্তে যারা ভাল আছেন তারা আমাদের ভাল থাকার জন্য দোয়া করুন, সামর্থ্য থাকলে সাহায্যের হাত বাড়িয়ে দিন। ফেইসবুকে সার্চ করলেই অনেক নাম্বার পাবেন যারা আপনার সাহায্যের আশায় বসে আছে। আশ্রয়কেন্দ্রের মানুষগুলো কোনো খাবার পাচ্ছেনা। সব পানির নিচে। সব..!!
😢
😢

17/06/2022

is like finding shoes..- people search for smart ,trendy,
good looking but ends finally with one they r comfortable with.....

17/06/2022
17/06/2022
16/06/2022




10/06/2022


06/06/2022


Kaptai Lake is the largest lake in Bangladesh. It is located in the Kaptai Upazila under Rangamati District of Chittagong Division. The lake was created as a result of building the Kaptai Dam on the Karnaphuli River, as part of the Karnaphuli Hydro-electric project

রাতে আমি প্রায়ই স্বপ্ন দেখি,তবে আজকের স্বপ্ন টি ছিল একটু ভিন্নমাত্রার।স্বপ্নটি আনুমানিক দেখি অনেক গভীররাতে হয়তবা প্রায় ভ...
06/11/2019

রাতে আমি প্রায়ই স্বপ্ন দেখি,
তবে আজকের স্বপ্ন টি ছিল একটু ভিন্ন
মাত্রার।
স্বপ্নটি আনুমানিক দেখি অনেক গভীর
রাতে হয়তবা প্রায় ভোর হবে এমন সময়ে।
আমি সাধারণত এমন স্বপ্ন
দেখি না তবে আজ কেন দেখলাম
বুঝতে পারছি না।
স্বপ্নে আমি দেখলাম আমি দাঁড়িয়ে আছি এক
পাহাড়ের চূড়ায় যার রং নীল আবার আকাশের
রং তীক্ষ্ণ লাল, সেখানে তিনটা চাঁদ। হঠাৎ
সেখানে ঝড় শুরু হয়। আমি প্রাণপণ
চেষ্টা করেও নিজেকে পাহাড়ের চূড়ায় স্থির
রাখতে পারিনি আমি পরে যাই নিচের গভীর
সমূদ্রে। আর পরার সময় আমার জীবনের সব
স্মৃতিগুলো এক মুহূর্তের জন্য করে আমার
সামনে ভেসে ওঠে। নিজেকে অনেক
হালকা অনুভব করি। মনে হয় জীবনে এত
শান্তি কক্ষনোই পাইনি। এক সময়
আমি সমূদ্রে পরে যাই ভিষণ গতিতে। এর পর
দেখতে পাই আমাকে কে যেন ডাকছে, অনেক
চেষ্টা করি তাকে চেনার জন্য কিন্তু তা আর
সম্ভব হয় না।
আমি কিছুক্ষণ পড়ে নিজের
দেহটাকে দেখি সাদা সমূদ্রের পানিতে ভাসছে।
। তার মানে আমি মারা গেছি!!
কারণ মানুষ মারা গেলেই
হয়তবা নিজেকে নিজেই দেখে।
খানিক্ষণ পর দেখি একটা বিশাল বড় জাহাজ
যাচ্ছে। আমি দেখি যে আমার আত্মা সেই
জাহাজের ক্যাপ্টেন কে বারবার বলছে যে, "ঐ
যে ওখানে আমার শরীর
টা আছে ওটা তুলে নিয়ে এসে আমার
ফ্যামিলিকে দিয়েন, ওটা নড়ছে না কেন??
একটু দেখেন তো??? " কিন্তু দেখি ক্যাপ্টেন
আমার আত্মার কোন কথাই শুনতে পেল না।
সে তার মত চলতে থাকলো।
এরপর দেখি একটা রবোট সমূদ্রে কি যেন
স্ক্যান করছে। হঠাৎ সে আমার শরীর
টা দেখে ওটা তার কার্গো তে তুলে নেয়।
এরপর সে সেটা তার মাস্টার কে দেয়। তার
মাস্টার কে দেখি আমি, দেখে আমার খুব
আপন কেউ মনে হয় কিন্তু
আমি তাকে চিনতে পারি না, খুব কষ্ট
করি চেনার জন্য কিন্তু না কিছুতেই
তাকে চিনতে পারি না।
সে আমার শরীর টা একটা যন্ত্রে ঢুকিয়ে দেয়
তারপর তার মনিটরে বসে রিপোর্ট
দেখতে থাকে আমিও দেখি।
রিপোর্ট গুলো ভিষণ আজব লাগে আমার
কাছে, সেই রিপোর্ট এ দেখায় আমার বয়স
(-৬৯৯১)বছর, আমার হার্ট বিট রেট nil
আমার এপ্রক্সিমেট দেথ টাইম --এবাউট
২৮আওয়ার এগো।
এরপর সে আমার বডি টা সেই যন্ত্র
থেকে বের করে আরেক যন্ত্রে ঢুকায়।
আমি দেখতে পাই সে বেশ আত্মবিশ্বাস এর
সাথে কাজ গুলো করে। আর তারপর আবার
তার মনিটরে চোখ রাখে, এবার সে কিছু
কমান্ড দেয়
এবং সাথে সাথে মনিটরে দেখা যায় আমার
বডিতে কিছু যন্ত্র অপারেশন শুরু করে দেয়
বিশেষ করে মাথায় তারপর দেখা যায় সেই
যন্ত্রের অপারেশন শেষ হতেই আমার
বডিতে কতগুলো লিকুইড ভরে দেয়া হয় হার্ট
টা বের করে কি যেন একটি যন্ত্র
বসিয়ে দেয়। কিছুক্ষণ পর দেখি আমার
বডিটা সেই যন্ত্র থেকে বের করে।
এরপর সম্পুর্ণ ভিন্ন রকম এক
নিজেকে দেখি। যে কিনা দেখতে আমি কিন্তু
তার মাঝে আমি নেই, আমি আত্মাই
হয়ে রইলাম আর আমার বডি একটি জৈবিক
রবোট হয়ে গেল। নিজের এই
অবস্থা দেখে আমি ছুটে গিয়ে নিজের
বডিকে বলি আমি তোমার
আত্মা আমাকে তোমার ভিতরে প্রবেশ
করতে দাও কিন্তু আমার সেই শরীর বলে--
এই শরীর এ নেই কোন হার্ট, নেই কোন
রক্ত, নেই মানুষের মস্তিষ্ক তাই
এটা তোমার আশ্রয়
হতে পারে না তুমি চলে যাও তোমার আশ্রয়ে।
একথা শুনতে শুনতে আমি আস্তে আস্তে
দেখতে পাই আমার আশেপাশের সব
আস্তে আস্তে মিশে গেল আর আমি ঘুম
থেকে জেগে উঠলাম। এইরকম স্বপ্ন
জীবনে এই প্রথম দেখলাম আর এই
স্মৃতি আমি ভুলতে চাই না আমার মস্তিষ্ক
আমার সাথে প্রতারণা করলেও না, তাই
৫জায়গায় এটা আমি সংরক্ষন করেছি।।

Address


Alerts

Be the first to know and let us send you an email when HashtaG posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to HashtaG:

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share

My Painful Life

In my life was filled with emptiness My heart leaked from pain & washed away with sorrows When I was young, I did not get what I want in my life At times I was alone & &&

felt with madness and my tears dropped and were wet into my pillow. My life had no stairs or ladder to climb up nor sailed smoothly to the destinations My life was hopeless and helpless like a man without liver Life, without life is nothing but shattered dreams At night, moonlight brightens me across the window but no one close enough to hug or care for my feelings Nothing can be done and I have to live with my destiny of life I watched others who had everything in their life but it did not bring me jealousy other's than lost in my life Even a smile on my face was far away from me Happiness kept me away and darkness hugged me closely So many broken promises have played deep in my life and the outcome results was made me to! feel so terrible They say " u can live the life were born to live" But what can I do when I was born there is no life in store for me Today, what I have learnt is accept r life and live with it without counting

bY Neil