Nafiz Iqbal

Nafiz Iqbal অমানুষ
(1)

“তুমি পানির মত হতে চেষ্টা কর, যে কিনা নিজের চলার পথ নিজেই তৈরী করে নেয় ।পাথরের মত হয়োনা, যে নিজে অন্যের পথরোধ করে |”__...
17/05/2023

“তুমি পানির মত হতে চেষ্টা কর, যে কিনা নিজের চলার পথ নিজেই তৈরী করে নেয় ।পাথরের মত হয়োনা, যে নিজে অন্যের পথরোধ করে |”
_____ হযরত আলী রাঃ

17/05/2023

Ex
🫴
🫳
Ex
🗑
🫗
👏

17/05/2023

যারা রিয়েক্ট হাইড করে রাখো তোমাদের কি মনে হয় আমরা ভিতরে ঢুকে সেই ৬ টা রিয়েক্ট গুনি না?

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যাবেন মামা??-ছিডাং বাসসিডি?-হ,ছিডাং বাসসিডি..  🙂
17/05/2023

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যাবেন মামা??
-ছিডাং বাসসিডি?
-হ,ছিডাং বাসসিডি.. 🙂

My Heart ❤️
17/05/2023

My Heart ❤️

17/05/2023

মন খা'রাপ থাকলে পাহাড়ে যাবেন, তারপর লা-ফ দিবেন:3

16/05/2023

রিয়েক্ট দিও, লিষ্টে মরার মতো পইড়া থাইকো না, এটা আইডি, আজিমপুর কবরস্থান না.!

Happy Monday
16/05/2023

Happy Monday

বাংলা চলচ্চিত্রের বিখ্যাত অভিনেতা, বীর মুক্তিযোদ্ধা ও ঢাকা ১৭ আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান (ফারুক) আর নেই। সোমবার স...
15/05/2023

বাংলা চলচ্চিত্রের বিখ্যাত অভিনেতা, বীর মুক্তিযোদ্ধা ও ঢাকা ১৭ আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান (ফারুক) আর নেই।

সোমবার স্থানীয় সময় সকাল ১০টায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ফারুকের ভাতিজি আসমা পাঠান রূম্পা।

২০২১ সালের ৪ মার্চ সিঙ্গাপুরে যান ফারুক। চেকআপের পর তখন তার ইনফেকশন ধরা পড়লে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি হন এই অভিনেতা। এরপর থেকে সেখানেই চিকিৎসা নিচ্ছিলেন ফারুক।

১৯৪৮ সালের ১৮ আগস্ট সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন চিত্রনায়ক ফারুক। ১৯৭১ সালে এইচ আকবর পরিচালিত ‘জলছবি’তে অভিনয়ের মধ্য দিয়ে বাংলা চলচ্চিত্রে ফারুকের আত্মপ্রকাশ ঘটে।

এরপর ১৯৭৩ সালে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র খান আতাউর রহমানের পরিচালনায় ‘আবার তোরা মানুষ হ’ ও ১৯৭৪ সালে নারায়ণ ঘোষ মিতার আলোর মিছিল এ দুটি সিনেমায় পার্শ্ব চরিত্রে অভিনয় করেন তিনি।

১৯৭৫ সালে তার অভিনীত ‘সুজন সখী’ ও ‘লাঠিয়াল’ সিনেমা দুটি ব্যাপক ব্যবসা সফল হয়। ওই বছর ‘লাঠিয়াল’র জন্য তিনি সেরা-পার্শ্ব অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান।

১৯৭৬ সালে ‘সূর্যগ্রহণ’ ও ‘নয়নমণি’, ১৯৭৮ সালে শহীদুল্লাহ কায়সারের উপন্যাস অবলম্বনে নির্মিত আব্দুল্লাহ আল মামুনের ‘সারেং বৌ’, আমজাদ হোসেনের ‘গোলাপী এখন ট্রেনে’সহ বেশকিছু সিনেমায় ‘মিয়া ভাই’খ্যাত চিত্রনায়ক ফারুকের অভিনয় প্রশংসিত হয়।

একে ওপরের পরিপূরক 💙
14/05/2023

একে ওপরের পরিপূরক 💙

13/05/2023

আহ আযান❤️

13/05/2023

যে কোনো ৩ টে বেছে নিন।
কবিতা, সমুদ্র, অন্ধকার, শীতসকাল, চা, ফুল, কফি, বর্ষা, পাহাড়, একাকীত্ব,সিগারেট, প্রেম!❤️

13/05/2023

মাঝ রাতে হঠাৎ আম্মু ডাকলো''আর বলল আয় বাবা একটু বাইরে আয়, আমি উঠে বাইরে যাচ্ছি ,এমন সময় পাশের রুম থেকে আম্মু বলছে" যাস না ডাকটা আমিও শুনেছি...

12/05/2023

A+ ব্লাড দরকার ইমারজেন্সি ঢাকা মেডিকেলে। আমার এক বোনের জন্য প্লিজ সাহায্য চাই😓
যোগাযোগ: ০১৭১৯৮৩০৫১৪

মায়ার ভাই💙
12/05/2023

মায়ার ভাই💙

12/05/2023

এই শহরে কেও কারো জন্য নয়।

11/05/2023

City💙

11/05/2023

জীবনে কেউ একজন আসুক,আমাকে অনেক ভালোবাসুক। দুইতিন কোটি টাকা হাতে দিয়ে আবার চলে যাক 💙

08/05/2023

আমি এমন এক হতভাগা যে কিনা প্রায় ৪ বছর যাবত জবের জন্য চেষ্টা করতেছি। পায়ের সেন্ডেল ক্ষয় করে ফেলছি একটা জবের জন্য। কত মানুসিক চাপ যে যাচ্ছে এই ৪ বছরে তা আমি আমার পরিবার জানে। আমার কোনো সমস্যা নেই, কোনো অভাব নেই আলহামদুলিল্লাহ কিন্তু কোথাও যেনো একটা কমতি যে আমার কিছু করা দরকার, আব্বাকে একটু রিলেক্স দেওয়া, পরিবারের সবার পাশে থাকা এবং নিজেও শান্তি পাওয়া। আমার একটাই চাওয়া আমার একটা জব লাগবেই। আব্বা যথেষ্ট চেষ্টা করতেছে সাথে আমি পরিশ্রম করে যাচ্ছি শুধু একটা নিজের ঠিকানার জন্য।
অনেকবার আমার জব হয়েও হয় নাই শেষ মুহুর্তে হেরে যাই ভাগ্যের কাছে। কত ডিপ্রেশন যে গেলো বা যাচ্ছে শুধু একটা জব লাগবে। হাল ছাড়েনি অবশ্যই আল্লাহ শেষ টা সুন্দর করবেন অনেক পরীক্ষা তো দিচ্ছি উনার কাছে। ধৈর্য মাজে মাজে হারিয়ে যায় কিন্তু তবু আব্বা আম্মার সাপোর্ট য়ে আবার উঠে দাঁড়িয়ে একটা দীর্ঘ শ্বাস ফেলি। ইনশাআল্লাহ আল্লাহ ভালো কিছু করবেন।
একমাত্র উনিই জানেন কিভাবে হেসে হেসে ভিতরের দুঃখ আর চাপ গুলা উড়াই। ইনশাআল্লাহ ভালো কিছু হবে ব্যর্থ থেকে আমি সাফল্য পাবই।
সকলের কাছে দোয়া চাই।

ক্ষণিক আলোকে আঁখির পলকেতোমায় যবে পাই দেখিতে 🖤🌻
07/05/2023

ক্ষণিক আলোকে আঁখির পলকে
তোমায় যবে পাই দেখিতে 🖤🌻

06/05/2023

এ্যা ভাই আমায় একটু ট্রেনিং দিয়া যা 😑

06/05/2023

কেন😑?

বয়স যত বাড়ে জীবনের অপশন তত কমে আসে।
06/05/2023

বয়স যত বাড়ে জীবনের অপশন তত কমে আসে।

03/05/2023

না হেসে পারবেন না😁
শেয়ার চাই প্লিজ।

তোমার আমার গল্প হোক ❤️
01/05/2023

তোমার আমার গল্প হোক ❤️

01/05/2023

শ্রমিক দিবসের স্টেটাস আর পোস্ট দেখার জন্য শ্রমিক অপেক্ষা করে না।

বাস ভাড়া ৫টাকা কমানোর জন্য গায়ে হাত তুলা, বাবার বয়সী রিকশাওয়ালা দের তুই তুকারি করা, পরিচ্ছন্নকর্মী দের দেখে নাক সিটকানো এই সব কাজ থেকে আসুন নিজেকে বিরত রাখি।

সমাজের প্রতিটা পেশাই সমান ভাবে গুরুত্বপূর্ণ ।
ভালো থাকুক সকল খেটে খাওয়া মানুষ।❤️

30/04/2023

প্রথম পরীক্ষা খারাপ হলে চিন্তার কিছু নাই ছোট ভাইয়েরা, আর্জেন্টিনাও প্রথম ম্যাচ হেরেছিলো...

30/04/2023

শুধু ভাবুন,
আপনার খুব জোরে হাগু পেয়েছে... বাথরুমে দৌড়ে গিয়ে দেখলেন- আগে থেকেই কেউ বাথরুমে বসে আছে;

29/04/2023

দুই পিচ্চি ঝগড়া করতেছিলো,আমি বুঝাইলাম😌
এখন তারা মারামারি করতেছে🙂

কলিজাডা ❤️‍🩹দোয়া চাই মামাটার জন্য ❤️‍🩹
28/04/2023

কলিজাডা ❤️‍🩹
দোয়া চাই মামাটার জন্য ❤️‍🩹

মিস উ মান্না ভাই❤️‍🩹
24/04/2023

মিস উ মান্না ভাই❤️‍🩹

ষষ্টপান্ডব❤️
23/04/2023

ষষ্টপান্ডব❤️

মামার সাথে আমাদের প্রথম ঈদ💙❤️‍🩹😘
22/04/2023

মামার সাথে আমাদের প্রথম ঈদ💙❤️‍🩹😘

ঈদ মোবারক ❤️
22/04/2023

ঈদ মোবারক ❤️

ঈদ মোবারক সকল মুসলিম ভাইদের❤️‍🩹
22/04/2023

ঈদ মোবারক সকল মুসলিম ভাইদের❤️‍🩹

গরু, ছাগল, পোশাক ঈদ নিয়ে গেছে। প্রথম ঈদ বিক্রি হয়েছিল বয়সের কাছে।একটা সময় দুঃখের কাছে ।তারপর ঈদ বিক্রি হলো সময়ের কা...
21/04/2023

গরু, ছাগল, পোশাক ঈদ নিয়ে গেছে। প্রথম ঈদ বিক্রি হয়েছিল বয়সের কাছে।একটা সময় দুঃখের কাছে ।তারপর ঈদ বিক্রি হলো সময়ের কাছে। এখন তো আমার মনেই নাই,শেষ ঈদ বিক্রি হয়েছিল কবে।🤍

20/04/2023

আলহামদুলিল্লাহ 🥰🥰🥰
২০১৬ ব্যাচ ইফতার পার্টি 💙

18/04/2023

একবার ভেবে দেখেন, একজন মানুষ গড়ে কত বছর বাঁচে ? ৭৫ বছর ? ৮০ বছর ?

আজকে যদি পবিত্র শবে কদরের রাত হয়ে থাকে, তাহলে আজকের এক রাতের ইবাদতই ৮৩ বছরের সমান। (সূরা আল কদর ৯৭:৩)

আপনার সারা জীবনের চেয়ে বেশি।

Address


Telephone

+8801719830514

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nafiz Iqbal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share