Voice of Times

  • Home
  • Voice of Times

Voice of Times মানুষ মানুষের জন্য। বিপন্ন মানবতার জন্য কাজ করার লক্ষ্যেই আমাদের এই ক্ষুদ্র উদ্যোগ। সবাইকে স্বাগতম।

29/08/2023

বঙ্গবন্ধুর জন্মস্থান ও সমাধিস্থল টুঙ্গিপাড়া দেখতে কেমন💥 Voice of Times #বঙ্গবন্ধু

আর আমরা ভাড়াটিয়া😀
26/08/2023

আর আমরা ভাড়াটিয়া😀

13/08/2023

আগারগাঁও থেকে উত্তরা, দিয়াবাড়ি ভ্রমণ💥✌️

Tamim Khan is Back💝💥💪🥰
07/07/2023

Tamim Khan is Back💝💥💪🥰

28/05/2023

I've received 400 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉

19/05/2023

কাট মার্ক ঠেলাঠেলি👌🤔

অতি আবেগের নাম বিসিএস পরীক্ষা। সবার মধ্যেই এটা কাজ করে। যারা একবার দিয়েছেন তাদেরকে আরো একটু বেশি টানে।
আজ সারা দেশে যথাযথ ভাবগাম্ভীর্যের সহিত ৪৫তম বিসিএসের প্রাথমিক বাছাই পরীক্ষাটি সম্পন্ন হলো।

একজীবনে বহুত বিসিএস পরীক্ষা দেওয়ার সুযোগ আল্লাহ পাক আমাকে দিয়েছিলেন। ৩৫ থেকে শুরু করে ৪৫ এ শেষ।
ঠিক মাঝেরটাতে মানে ৪০তমতে শখ মিটে যায়। আলহামদুলিল্লাহ🤲

৩৫শে অতি আবেগের ঠেলায় গোল্লার গোলকধাঁধার ফাঁদে পরে ফান্দে আটকে গিয়েছিলাম।😃 বাসায় এসে দেখি (খ) য়ের স্থানে (গ) মেরে দিয়েছি😀! এ ভুল আর পরের বার হয়নি।

আর ৪৫শে আবেগের ঠেলায় ৭০০ টাকা দিয়ে আবারও আবেদন করি। এটাই আমার শেষ চাকরির আবেদন ছিল। কিন্তু পরীক্ষায় এটেন্ড করলাম না। তাতে কোনো দুঃখ নাই; বরং একটা সুখানুভূতি কাজ করছে।
কোনো উত্তেজনা নাই, নাই কোনো কাট মার্কের হিসেব-নিকেষ।

আগামী একমাস চলবে কাট মার্কের চুলচেরা বিশ্লেষণ।
টিকেন আর না টিকেন, এই সময়ের মধ্যে কিছু বই পড়ে ফেলবেন। তাতে আপনি এগিয়ে থাকবেন।
যেমন- ট্রান্সলেশন চর্চা, গ্রন্থ সমালোচনা বা গণিত চর্চা করতে পারেন।

স্বপ্ন সারথিদের স্নপ্ন পূরণ হোক এ দোয়া করি।

বিসিএসের অতি ডলাডলির কারণে বহুজনের জীবন এখন সংকটে। তাই অনুরোধ থাকবে শুধু এটা নিয়েই ভাববেন না; বিকল্প রাখবেন এবং সেভাবেই প্রস্তুতি নিবেন।

সবার জয় হোক।👌✌️

BCS Winner Academy Voice of Zia

18/05/2023

💥💥💥💥💥💥গারো পাহাড়💥💥💥💥💥💥

মন ভোলানো গানে গানে, প্রাকৃতিক সৌন্দর্যের #গারো_পাহাড়ে
Voice of Zia BCS Winner Academy

16/04/2023

বাংলাদেশ পুলিশ 🥰💝

29/01/2023

অপরূপা সোনাদিয়া দ্বীপ❤️ মেরা দিল ঠাণ্ডা হ গিয়া✌️

আলহামদুলিল্লাহ🤲ফটকা ফুটকি না ফুটিয়ে ০৭/০৯ ব্যাচের বন্ধুদের সাথে নিয়ে শীতবস্ত্র বিতরণের মধ্য দিয়ে কিছু অসহায় মানুষের মুখে...
01/01/2023

আলহামদুলিল্লাহ🤲

ফটকা ফুটকি না ফুটিয়ে ০৭/০৯ ব্যাচের বন্ধুদের সাথে নিয়ে শীতবস্ত্র বিতরণের মধ্য দিয়ে কিছু অসহায় মানুষের মুখে হাসি ফুটিয়ে নতুন বছরকে স্বাগত জানালাম।
আমাদের এ মানবিক কার্যক্রম শুরু হলো এবং চলবে ইনশাআল্লাহ। আসুন মায়া ছড়ায় 🌻🥰❤️

30/12/2022

হাদিস টা পড়ুন খুশিতে কাঁন্না চলে আসবে আল্লাহ যে' কত মহান।
"হযরত মুসা (আঃ) একদিন আল্লাহর কাছে জিজ্ঞাসা করলেনঃ
"হে প্রভু! আমার অনুসারীদের মধ্যে কে সবচেয়ে বড় পাপি?"
:
আল্লাহর উত্তরঃ "যে ব্যক্তি সর্বপ্রথম এই পথ অতিক্রম করবে, সে ব্যক্তি-ই হলো তোমার অনুসারীদের মধ্যে বড় পাপি"
:
আল্লাহর কথানুযায়ী হযরত মুসা (আঃ) বসে দেখছেন, কিছুক্ষণ পর দেখলেন এক ব্যাক্তি ছোট একটি ছেলেকে কোলে করে পথ অতিক্রম করছে।
হযরত মুসা (আঃ) বুঝে ফেললেন এই সেই বড় পাপি
:
হযরত মুসা (আঃ) আল্লাহ কে বললেনঃ হে"প্রভু, এখন আমাকে সবচেয়ে নেকী মানুষটিকে দেখান।"
:
আল্লাহর উত্তরঃ "সূর্য ডুবার সাথে সাথে যে লোকটি তোমার পূর্বস্থান দিয়ে চলে যাবে সেই হইলো সবচেয়ে নেকী"
:
হযরত মুসা (আঃ) সূর্য ডুবার বেশ আগের থেকে বসে রইলেন যেই সূর্য ডুবছিলো দেখলেন সে সকালের ঐ ব্যাক্তি-ই ছোট ছেলেকে কোলে করে ফিরে যাচ্ছে।

মুসা (আঃ) হতভম্ব হয়ে আল্লাহকে জিজ্ঞাসা করলেনঃ "প্রভু একই ব্যক্তি মহা পাপি আবার মহা নেকী" .
:
আল্লাহ বললেনঃ "হে- মুসা! সকালে যখন এই ব্যাক্তি ছেলেকে সাথে নিয়ে তোমাকে অতিক্রম করে জঙ্গলে প্রবেশ করলো, তখন কোলের ছেলেটি বাবাকে প্রশ্ন করে ছিলো, বাবা!
এই জঙ্গল কতবড়?
বাবা উত্তরে বলেছিলো,অনেক বড়।

ছেলে আবার প্রশ্ন করলো, বাবা! জঙ্গল থেকে কি বড় কোনো কিছু আছে?
তখন বাবা বলেছিলো, হ্যাঁ বাবা! ঐ পাহাড়গুলো জঙ্গল থেকে বড়। ছেলে পুনরায় প্রশ্ন করলো,পাহাড় থেকে কি বড় কিছু আছে?
বাবা বললো, আছে, এই আকাশ।
ছেলে আবার প্রশ্ন করলো, আকাশ থেকে কি বড় কিছু আছে?
সেই ব্যক্তি বললো, হ্যাঁ, আমার পাপ এই আকাশ থেকেও বড়। ছেলে বাবার এ উত্তর শোনে বললো, বাবা!

তোমার পাপ থেকে বড় কি কোনো কিছু নেই?
তখন বাবাটি চিৎকার দিয়ে ছেলেটিকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললো আমার পাপ থেকেও অনেক অনেক বড় আমাদের আল্লাহর রহমত।
:
হে-মুসা! এই ব্যক্তির পাপের অনুভূতি ও অনুশোচনা আমার এতোই পছন্দ হয়েছে যে সবচেয়ে পাপি ব্যক্তিকে সবচেয়ে' নেকী ব্যক্তি বানিয়ে দিয়েছি।
মনে রেখো আমার শাস্তির হাত থেকে ক্ষমার হাত বহুগুন বড়।
:
হে আল্লাহ আপনি আমাদের সকলকে পিছনের গুনাহসমূহ ক্ষমা করে সামনের দিনগুলোকে সত্যপথে চলার তাওফিক দান করুন"
আমিন।

রাসূল (সাঃ) বলেন,
আল্লাহ ওই ব্যক্তির চেহারা উজ্জ্বল করে দেন,যে আমার কোনো হাদিস শুনেছে।
অতঃপর অন্যের কাছে পৌঁছে দিয়েছে।
[আবু দাউদঃ ৫১৫]
Copied 💗

28/12/2022

মানুষের 'মানুষ' প্রয়োজন। শুধু কথা বলার জন্য হলেও। একা একা লিখলেও, আঁকলেও, গান গাইলেও, সেসব দেখানোর মতো একজন মানুষ দরকার।

অনেকে বলছেন, মহাকাশের তুলনায় মানুষ তুচ্ছ। না, কোনোকিছুর তুলনাতেই মানুষ তুচ্ছ না। 'মানুষ' অসম্ভব শক্তিশালী ব্যাপার। হাজার ঔষুধের চেয়েও কাঁধে একটা প্রিয় মানুষের স্পর্শ বেশি কার্যকরী। একা, নির্জনে বসে থাকলেও মাথার ভেতরে একজন মানুষই বসবাস করে।

একবার চেষ্টা করেছিলাম, এমন একটা গল্প লেখার যেখানে কোনো প্রাণের অস্তিত্ব থাকবে না। পারিনি। মানুষের চেয়ে বড় কোনো অস্তিত্ব নেই।

কাছের মানুষের যত্ন নিতে হয়। অনেকে পারেনি, অনেকে পারে না যত্ন নিতে। এদের চেয়ে হতভাগ্য কেউ নেই। আমি হতভাগ্য, আমরা হতভাগ্য।

আমরা এক সময়ে বুঝতে পারি, আসলে মানুষ ছাড়া মানুষের আর কোনো সম্পদ নেই।

Nivrrite Islam Nishi

21/12/2022

Grand Reception in History🌻

07/12/2022

যদি নিজের ব্যথা টের পাও তুমি জীবিত;
যদি অন্যের ব্যথা টের পাও তুমি মানুষ।

- লিও তলস্তয়

04/12/2022

৪০তম বিসিএস সংবর্ধনা🌻 সিলেট কলেজ।

শুভ কামনা স্যার🤲 চলার পথ মসৃণ হোক🌻
01/12/2022

শুভ কামনা স্যার🤲 চলার পথ মসৃণ হোক🌻

28/11/2022

মাননীয় মেয়র🌻 কি করলেন এটা!!💪🌻🇧🇩✌️

আহ! মায়া ভরা তারা🌻❤️💯
25/11/2022

আহ! মায়া ভরা তারা🌻❤️💯

23/11/2022

কি করল এটা🇯🇵???? Unbelievable🤔

Hm, Hurrah! We have Messi💪💪
22/11/2022

Hm, Hurrah! We have Messi💪💪

20/11/2022

Love from Love Bangladesh❤️
আগামীর বিশ্ব হবে কাতার-তুরস্ক-ইরানের💪 এতে কোনো সন্দেহ নাই 🤲💯

পিচ্চি কাতার ৯২ বছরের ইতিহাস ভঙ্গ করে নতুন ইতিহাস রচনা করে ইউরোপীয়দের গালে একটা থাপ্পড় দিয়ে বলল, দেখ তোরা- We can do everything💪💪💯

ঢাকা শহরের প্রথম ফুট ওভার ব্রিজ দেখতে মানুষের উৎসব🌻❤️Love Bangladesh
20/11/2022

ঢাকা শহরের প্রথম ফুট ওভার ব্রিজ দেখতে মানুষের উৎসব🌻❤️Love Bangladesh

Good Morning! Love Bangladesh
17/11/2022

Good Morning! Love Bangladesh

16/11/2022

আলহামদুলিল্লাহ! আমরা ফাইনাল লটারি বিজয়ীকে উপহার পৌছে দিয়েছি।
জনাব, Rajib Bsd কে অভিনন্দন।
Love Bangladesh এর সাথেই তিনি থাকবেন।
সবাই একটু বন্ধুদের ইনভাইট করুন।

Hello! Argentina Supporters😁
16/11/2022

Hello! Argentina Supporters😁

Congratulate Bangladesh! 🌻💯💪Love Bangladesh
14/11/2022

Congratulate Bangladesh! 🌻💯💪
Love Bangladesh

09/11/2022

অর্থনৈতিক ভাবনাঃ

১ কেজি আপেলের দাম ২০০ টাকা আর ১ কেজি পেয়ারার দাম ৫০ টাকা। পুষ্টিমান আর স্বাদে আপেলের চেয়ে পেয়ারা এগিয়ে, তাও আমরা পেয়ারার চেয়ে ফরমালিনযুক্ত আপেলই বেশি কিনি।

এর কারণ হচ্ছে আপেলের সোশ্যাল স্ট্যাটাস। আপেল বিদেশি ফল, দাম বেশি। কোথাও বেড়াতে গেলে বা বাসায় গেস্ট আসলে আমরা পেয়ারার তুলনায় আপেলে স্বাচ্ছন্দবোধ করি। এই কথা গুলো একইভাবে মাল্টা, আঙুরসহ আমদানিকৃত সকল ফলের ক্ষেত্রে প্রযোজ্য।

অন্যদিকে পেয়ারা, পেঁপে, কলা, জাম্বুরা,আমড়াসহ দেশি ফল দিয়ে রোগী বা বিশেষ কোন মেহমানকে আপ্যায়ন করতে গেলে আমাদের জাত যায় যায় অবস্থা।

এই আমাদানিকৃত পণ্যের ব্যয় মেটাতে গিয়ে আমাদের রিজার্ভে টান পড়ে। এর ফলে ডলারের দাম বাড়ে, সাথে সাথে আমদানি খরচও বাড়ে।

আমদানিকৃত পণ্যের উপর মানুষের অতি আকাঙ্খার প্রভাব পড়ে সরকারের সফলতা- ব্যর্থতার উপর। এতটা আমদানি নির্ভর একটা দেশ যে ঠিকে আছে এটাও তো বেশি!!

রেমিট্যান্স ছাড়া আমাদের কার্যত কোন রপ্তানী আয় নাই। আরএমজিসহ যে কয়েকটা পণ্য রপ্তানি হয় সেগুলোর র ম্যাটেরিয়ালসও আমদানি করতে হয়। তাহলে দেশের ব্যালেন্স অব পেমেন্ট(BOP) কোথায় গিয়ে দাঁড়াবে!!!

এখনই সময় সচেতন হবার!!

যতটুকু সম্ভব আমাদানি ব্যয় কমিয়ে আনতে হবে। উপরের উদাহরণ থেকে যদি বলি, দেশি ফল কিনলে দেশের টাকা দেশে থাকবে। চাহিদা বৃদ্ধির ফলে পরের বছর দেশীয় ফলের উৎপাদন বাড়বে। এভাবে দেশে অলস/ অব্যবহৃত জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত হবে।
রপ্তানি যদি নাও বাড়ে অন্তত আমদানি ব্যয় কমবে।

একটা পর্যায়ে অতিরিক্ত উৎপাদন হলে দেশের চাহিদা ছাড়িয়ে বিদেশে রপ্তানি হবে, রপ্তানি আয়ও বাড়বে। এভাবে আমাদানি - রপ্তানি ভারসাম্য অবস্থায় আসলে দেশের অর্থনীতির ভিত্তি মজবুত হবে।

কথাগুলো শুধু ফল নয়, সকল পণ্য ও সেবার ক্ষেত্রে প্রযোজ্য।
পাশাপাশি দুর্নীতি ও সম্পদ পাচার বন্ধ করতে হবে। তাহলেই সামনে সুদিন আসবে ইনশাআল্লাহ।
পথ হারাবে না বাংলাদেশ।

Love Bangladesh ✌️

07/11/2022

অপরূপা সুন্দরী ❤️কাঞ্চনজঙ্ঘা❤️

Address


Telephone

+8801922411045

Website

Alerts

Be the first to know and let us send you an email when Voice of Times posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Voice of Times:

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share