Azizul

Azizul আমরা ব্যক্তিগত ভাবে কেউই সুখি না। জীবনের গল্প।
জীবনের গল্প পাঠাতে হোয়াটসঅ্যাপ করুন । 01601105247

মানুষ তখনই প্রকৃত মানুষ, যখন সে অন্যের বিপদে এগিয়ে আসে সহানুভূতির হাত বাড়িয়ে। সমাজকে বদলে দিতে প্রয়োজন একটু প্রচেষ্টা, আর প্রচেষ্টা যখন হয় ঐক্যবদ্ধভাবে তখন পরিবর্তন নিশ্চিত। আসুন সমাজকে বদলে দেই মানবতার সুউচ্চ আসনে।. যোগাযোগ:- 01601105247

B+ O+ AB+ A+   ডোনার রেডি আছে দুমকী পটুয়াখালী এরিয়া ভিতরে বিস্তারিত দিয়ে ইনবক্সে  যোগাযোগ করুন
09/10/2022

B+ O+ AB+ A+ ডোনার রেডি আছে দুমকী পটুয়াখালী এরিয়া ভিতরে বিস্তারিত দিয়ে ইনবক্সে যোগাযোগ করুন

09/10/2022

জনশুমারির সংখ্যা ১৬ কোটি অথচ জন্মনিবন্ধন ২০ কোটি৷
অথচ আমার আশপাশের অনেক বাচ্চাদের এখনও জন্ম নিবন্ধন হয়নি। সব মিলিয়ে আসল ব্যাপারটা কি দাঁড়ালো?😯

05/10/2022

মিনিকেট নামে কোনো চাল বিক্রি করা যাবে না। করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

~ মন্ত্রিপরিষদ সচিব

26/09/2022

***ব্রেকিং নিউজ***
পরীক্ষা চলাকালীন সময়ে লাইভ করায় এসএসসি পরীক্ষার্থী বহিষ্কার!

24/09/2022

মায়ের সাথে উচ্চস্বরে-
কথা বলোনা
-কারন ‘ মা ‘
তোমাকে কথা বলা শিখিয়েছেন !

23/09/2022

নামাজ সব সমস্যার সমধান।
নামাজ সব রোগের প্রধান ওষুধ।
নামাজ নিজে পড়ুন।।
অন্যকে পড়ার জন্য তাগিদ দিন।
নামাজই আপনার আসল ইনকাম।
নামাজ বেহেস্তের চাবি।

23/09/2022

কুরআন পড়লে
চোখের জ্যোতি বাড়ে
এবং জ্ঞান বাড়ে।-
[সুবাহানাল্লাহ]
জুম্মা মোবারক

22/09/2022

রাসুলে পাক (সা:) বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের উপর সর্বপ্রথম নামাজ ফরজ করেছেন এবং কেয়ামতের দিন সবার আগে নামাজের হিসাব নেয়া হবে।

21/09/2022

নিজেকে দুশ্চিন্তা মুক্ত রাখতে প্রতিটা বিষয়ে মহান আল্লাহ পাক রাব্বুল আলামীন এর উপর ভরসা করুন কেননা আপনার জন্য কোনটা ভাল হবে আর কোনটা মন্দ হবে তা তিনিই একমাত্র ভালো জানেন—

21/09/2022

কুয়াকাটা সমুদ্র সৈকতে হানিমুনে এসে
প্রেমিক দিয়ে স্বামীকে মেরে প্রেমিকের সঙ্গে পালালেন নববধূ

❣️❣️❣️❣️ আলহামদুলিল্লাহ❣️❣️❣️❣️ 🌹রক্তদান করুন, অসহায়দের পাশে দাঁড়ান🌹❤️রক্তদানে নিজেকে সাহায্যকারী হিসেবে গড়ে তুলুন ❤️অন্...
21/09/2022

❣️❣️❣️❣️ আলহামদুলিল্লাহ❣️❣️❣️❣️

🌹রক্তদান করুন, অসহায়দের পাশে দাঁড়ান🌹

❤️রক্তদানে নিজেকে সাহায্যকারী হিসেবে গড়ে তুলুন ❤️অন্যকে জীবন দান করুন,মানব সেবায় রক্ত দিয়ে সহায়তা করুন হোক আজ একটি প্রাণ রক্ত দিয়ে বাঁচাতে সহায়তা করবো বাঁচাতে রোগীর জীবন।


আলহামদুলিল্লাহ। মানবতার ডাকে সাড়া দিয়ে
একজন ক্যান্সার রোগীকে
ষষ্ঠ বারের মতো ও পজিটিভ লাল ভালোবাসা দান সম্পন্ন করলেন মাহবুব এম এস ভাই

প্রিয় ভাইয়ের জন্য রক্তদানের অপেক্ষায় পটুয়াখালী (ROP) পরিবারের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা এবং ভালোবাসা রইলো। রোগী এবং রক্তদাতা ভাইয়ের সুস্থতা কামনা করছি। ❤️❤️
#রক্তদানের_অপেক্ষায়_পটুয়াখালী_ROP
#রক্তদান_করুন_অসহায়দের_পাশে_দাঁড়ান

21/09/2022

তোমরা নামায প্রতিষ্ঠা কর এবং যাতাক দাও । তোমরা নিজের জন্যে পূর্বে যে সৎ কর্ম প্রেরন করবে, তা আল্লাহ্‌র কাছে পাবে । তোমরা যা কিছু কর, নিশ্চয় আল্লাহ্‌ তা প্রত্যক্ষ করেন ।
(সূরা আল বাকারা, আয়াতঃ ১১০)

20/09/2022

আর নামায কায়েম কর, যাকাত দান কর এবং নামাযে অবনত হও তাদের সাথে, যারা অবনত হয় ।
( সূরা আল বাকারা, আয়াতঃ ৪৩)

20/09/2022

> হে মুমিন গন ! তোমরা ধৈর্য ও নামাযের মাধ্যমে সাহায্য প্রার্থনা কর । নিশ্চিতই আল্লাহ্‌ ধৈর্যশীলদের সাথেই রয়েছেন ।
(সূরা আল বাকারা, আয়াতঃ ১৫৩)

30/08/2022

উচ্চাকাঙ্কা এমন এক বাহন যাতে আরোহণ করার পরিণাম সীমাহীন ক্লান্তি ছাড়া আর কিছুই নয় । লোভ লালসা, অহংকার এবং পরশ্রীকাতরতা মানুষকে অসীম পাপের পথে ঠেলে দেয় । যারা জীবনে সাফল্য কামনা করে, তাদেরকে উপরোক্ত বিষয় গুলির প্রতি তীক্ষ্ণ দৃষ্টি
রাখতে হবে ।

27/08/2022
ক্লাস ফাঁকি দিয়ে টিকটক করায় বরিশালের হালিমা খাতুন স্কুলের  ৩ ছাত্রীকে টিসি।বিস্তারিত কমেন্টে.......
22/08/2022

ক্লাস ফাঁকি দিয়ে টিকটক করায় বরিশালের হালিমা খাতুন স্কুলের ৩ ছাত্রীকে টিসি।
বিস্তারিত কমেন্টে.......

বরিশাল-পটুয়াখালী মহাসড়কে বোয়ালিয়ায় কাঠের পোল নামক স্থানে কুয়াকাটা থেকে ছেড়ে আসা হুমায়রা এন্টারপ্রাইজ নামক পরিবহন বাস ও ...
22/08/2022

বরিশাল-পটুয়াখালী মহাসড়কে বোয়ালিয়ায় কাঠের পোল নামক স্থানে কুয়াকাটা থেকে ছেড়ে আসা হুমায়রা এন্টারপ্রাইজ নামক পরিবহন বাস ও বিপরীত থেকে আসা ট্রলি গাড়ীর মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়।নিহতদের মধ্যে একজন ট্রলির চালক, একজন চালকের সহকারী ও অপরজন তাদের সঙ্গে ছিলেন। দুর্ঘটনায় ট্রলিচালক ঘটনাস্থলেই নিহত হন। আহত সহকারী ও অপর ব্যক্তিকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে তাদের মৃত্যু হয়। যারা নিহত হয়েছেন,রঙ্গশ্রী ইউনিয়নের বাখরকাঠি গ্রামের আফতার হাওলাদারের পুত্র রাকিব হাওলাদার (২৮)। দবিরকাঠি গ্রামের নুরু তালুকদারের পুত্র জহিরুল তালুকদার (২৬)। ও একই গ্রামের শাহজাহান গাজীর পুত্র বায়জিদ গাজী (২২)।

আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আকর্ষণীয় পুরস্কার জিতুন।চ্যানেলের নাম সার্চ দিলে প্রথম আসবে ঃ Amiw Manush By Md Azizulপু...
19/08/2022

আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আকর্ষণীয় পুরস্কার জিতুন।
চ্যানেলের নাম সার্চ দিলে প্রথম আসবে ঃ

Amiw Manush By Md Azizul

পুরস্কার পেতে হলে এখনি উপরের নাম সার্চ করে, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে, স্ক্রিনশট ইনবক্সে পাঠান, বিজয়ীদের নাম পরবর্তী পোষ্টের মাধ্যমে আপনাদের জানিয়ে দেয়া হবে।

27/07/2022

***বাংলাদেশে আদমশুমারির ইতিহাসে প্রথমবারের মতো সংখ্যায় পুরুষদের ছাড়িয়ে গেছে নারীরা।

** আদমশুমারি অনুযায়ী, দেশের মোট জনসংখ্যা ১৬ কোটি ৫১ লাখ। ১১ বছরে বেড়েছে প্রায় ২ কোটি

24/07/2022

সবার জীবনেই একটা একটা গল্প আছে..
হয়তো কেউ জানে কেউ জানে না।

23/07/2022

কিছু মানুষ আপনাকে তখনই মিস করবে...
যখন আপনার মতো আর কাউকে খুঁজে পাবে না

23/07/2022

ব্রেকআপের প্রাথমিক ধাক্কাটা সহ্য করা সহজ নয়।

বন্ধুর বা প্রিয় মানুষটার সাথে বিচ্ছেদের সিদ্ধান্ত নেওয়া খুবই কঠিন একটা কাজ। মানুষ এই সিদ্ধান্ত নেবার আগেও কাঁদে, পরেও কাঁদে। এটা স্বাভাবিক।

যে নিজেই চলে গেছে কিংবা যাকে আমিই চলে যেতে দিয়েছি, তার কথা আমার মাথায় আসবে, এটাই স্বাভাবিক। প্রায়ই মনে হতে থাকবে, আমরা দু-জন একসাথে থেকে গেলেও তো পারতাম।

রিলেশন এমনি এমনি ভেঙে যায় না। এর পেছনে অনেক কারণ থাকে। সেই কারণগুলিই রিলেশনকে আবারও জোড়া না লাগানোর জন্য যথেষ্ট। যা ভেঙে গেছে, তা নিয়ে ভেবে ভেবে নিজেকে শেষ করে দেবার চেয়ে বড়ো বোকামি আর নেই। যা ভেঙে গেছে, তা ভেঙে যাবারই ছিল, নইলে তা ভাঙত না। থেকে যাবার জিনিস কখনও চলে যায় না।

নিজেকে ভালো রাখতে চাইলে ভাঙা সম্পর্ককে জোড়া লাগাতে না চাওয়াই ভালো। এমনকী, যাকে একসময় ভালোবাসতাম, তার সাথে বিচ্ছেদপরবর্তী বন্ধুত্বের সম্পর্কও খুব একটা টেকে না। বন্ধুকে প্রেমিক কিংবা প্রেমিকা বানানো গেলেও এর উলটোটা করা খুব কঠিন।

প্রাক্তনকে দূর থেকে শুভকামনায় ও ভালোবাসায় রাখা গেলেও তার কাছে থেকে কোনও কিছুতেই তাকে আর রাখা যায় না, উলটো সম্পর্ক আগের চেয়েও খারাপ হয়ে যায়। কী দরকার প্রিয় মানুষটির সাথে সম্পর্ক খারাপ করার!

তাই সম্পর্ক শেষ হয়ে যাবার পর মানুষটাকে মিস করবেন, এটাই স্বাভাবিক। শত মিস করার পরও সেই সম্পর্কটাকে জোড়া লাগানোর সমস্ত ইচ্ছেকে বুকের মধ্যে পাথরচাপা দিয়ে রাখবেন, এটাও স্বাভাবিক। এই দুটো স্বাভাবিক সত্যকে মাথায় রেখে সম্পর্কের সুন্দর স্মৃতিগুলির নীরব রোমন্থন করাটা মানসিক সুস্থতার জন্য জরুরি।

21/07/2022

- কারো কাছে মন খারাপের কথা বলার চেয়ে!🙂

- হাসি মুখে আলহামদুলিল্লাহ বলাই উত্তম.!🖤🌸

মোটরসাইকেল কিনে না দেয়ায় আত্মহত্যা শিক্ষার্থীর
21/07/2022

মোটরসাইকেল কিনে না দেয়ায় আত্মহত্যা শিক্ষার্থীর

20/07/2022

- মা শিক্ষিত না হলেও.!🙂

- মায়ের শিক্ষা কখনো ছোট হয় না!'🖤🥀

Exclusive : কমিউনিটি সেন্টার ভাড়া করে পা*বজি গেমের আয়োজন, আ*টক ১০৮চুয়াডাঙ্গায় কমিউনিটি সেন্টার ভাড়া করে আন্তঃবাংলাদেশ পা...
20/07/2022

Exclusive : কমিউনিটি সেন্টার ভাড়া করে পা*বজি গেমের আয়োজন, আ*টক ১০৮

চুয়াডাঙ্গায় কমিউনিটি সেন্টার ভাড়া করে আন্তঃবাংলাদেশ পাবজি গেমের আয়োজনে অভিযান চালিয়েছে পুলিশ। অভিযানে স্থানীয় আয়োজকসহ দেশের বিভিন্ন জেলা থেকে আসা ১০৮ জন পাবজি গেমারকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১৮ বছরের ঊর্ধ্বে ১৪ জনকে দুদিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

20/07/2022

প্রতিষ্ঠিত একটা ছেলে দেখে বিয়ে করে তার গলায় ঝুলে পড়া অসাধারণ কিছু নয়!🖤
অপ্রতিষ্ঠিত একটা ছেলেকে ভালোবেসে তাকে প্রতিষ্ঠিত অবদি নিয়ে গিয়ে অতঃপর ফ্যামিলিকে মানিয়ে বিয়ে করে সারাজীবন পাশে থাকার মাঝেই প্রকৃত অসাধারণত্ব লুকায়িত থাকে!❤

20/07/2022

নতুন নতুন জোক্স লিখে পাঠিয়ে দিন আমাদের ইনবক্সে আপনার জোক্স নিয়ে কাটুন ভিডিও তৈরি করবো আমরা অবশ্যই আপনাদের নাম উল্লেখ করবো ভিডিওতে...!!!

20/07/2022

মানবিক প্রেমিকা তো তারাই, যারা অন্য আরেকজনে সাথে বিয়ে হলেও নিজের প্রেমিককে সেই বিয়েতে দাওয়াত দেয়

20/07/2022

সারাজীবন আল্লাহর হুকুম মানতে গিয়ে আমরা চিন্তা করি,
লোকে কি বলবে!
ফাইনালি লোকে বলে,
"ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিঊন"💔

সংসারে প্রকৃত সুখ ঠিক তখনই উপভোগ করা যায়;যখন জীবন সঙ্গীর আচরণ হয় বন্ধুসূলভ এবং সাপোর্টেড মাইন্ডের!দাম্পত্য জীবন সুখী হওয়...
20/07/2022

সংসারে প্রকৃত সুখ ঠিক তখনই উপভোগ করা যায়;যখন জীবন সঙ্গীর আচরণ হয় বন্ধুসূলভ এবং সাপোর্টেড মাইন্ডের!

দাম্পত্য জীবন সুখী হওয়ার ক্ষেত্রে পুরোটাই নির্ভর করে জীবন সঙ্গীর আচরণ এবং ব্যবহার!সঙ্গীর প্রতি যে মানুষটার আচরণ হয় বন্ধুসূলভ,সেই মানুষটার কাছেই শান্তি মিলে!

সাধারণত এ ক্ষেত্রে নারীদের প্রতি পুরুষদের একটু সদয় হওয়া উচিত।কেননা নারীরা বিয়ের পর শ্বশুর বাড়িতেই সারাজীবন থাকে!এখন শ্বশুর বাড়ির অন্য সবার ভালোবাসা যেমন একজন নারীর জন্য প্রয়োজন,ঠিক তার থেকে বেশি প্রয়োজন তার হাজব্যন্ডের সাপোর্ট এবং আন্তরিকতা।

কেননা একজন নারী স্বামীর পরিচয়েই শ্বশুর বাড়িতে আশ্রয় পায়,স্বামীর পরিচয়েই সে আমৃত্যু শ্বশুর বাড়িতে অবস্থান করেন!স্বামী যদি সাপোর্টেড মাইন্ডের হয়,স্বামীর যদি বন্ধুসুলভ আচরণ থাকে;তবে সেই নারীর শ্বশুর বাড়ির আর কোনো সুখ লাগে বলে আমার মনে হয় না।

আর যে স্বামী আচরণ তার স্ত্রী'র প্রতি বন্ধুসুলভ এবং আন্তরিক;সেই স্বামীর প্রতি স্ত্রীর ও সদয় হতে হয়।স্বামীর চাওয়া পাওয়া,পছন্দ,ভালো লাগাকে গুরুত্ব দিতে হয়।পরস্পরের মন খারাপে কিংবা বিষন্নতা কিংবা হতাশায় পরস্পরকেই মানসিক সাপোর্ট দিতে হয়,সাহস দিতে হয়!

পরস্পর পরস্পরের প্রতি এমন যত্নশীল না হলে,একতরফা কোনো স্যাক্রিফাইজ কিংবা অন্য কোনো কিছুতেই দাম্পত্য জীবন সুখী করা যায় না!

তবে দুঃখজনক হলেও এটাই সত্যি;
একজন যত্নশীল আচরণের জীবন সঙ্গী পাওয়া নিতান্তই ভাগ্যের ব্যপার!আর একজন যত্নশীল আচরণের মানুষই পারে সম্পর্ক এবং সম্পর্কের মানুষটার প্রতি যথেষ্ট যত্নবান হতে! তবে এমন যত্নশীল আচরণের সঙ্গী পেলে অবশ্যই তার প্রতিও যত্নশীল হতে হয়,তবেই দাম্পত্য জীবন সুখের হয়!

তবে হিতের বিপরীত ঘটলে সংসারে কেবল অশান্তিই বাড়ে,একতরফা স্যাক্রিফাইজ আর মানিয়ে নিতে নিতে দাম্পত্য জীবন হয়ে ওঠে নরকের ন্যায়!

19/07/2022

★ অভিমান জিনিষটা ভয়াবহ ! প্রচন্ড অভিমান আর জমানো ক্ষোভ ধীরে ধীরে যে কাউকে বানিয়ে ফেলতে পারে মানসিক রোগী।

★ এই যে আমরা যখন তখন প্রিয়জনদের উপর রাগ দেখাই, কারনে অকারনে দায়িত্ব চাপিয়ে দেই, কখনো সরি বলি না, হাসি মুখে সব মেনে নেয়া প্রিয়জনরা কি সত্যিই কিছু মনে করেন না? দিনের পর দিন এই ধরনের ব্যবহার কি উনাদের অভিমানী হৃদয়কে ক্ষতবিক্ষত করে না? সত্যি বলতে কি, এমন কাউকে খুঁজে পাওয়া মুশকিল যে সবসময় মুখ বুঁজে সয়েই যাবে, একটুও রাগ দেখাবে না বা কষ্ট পাবে না ! দিনের পর দিন হাসি মুখে আপনার অত্যাচার কেউই মেনে নেবে না, সেটা মা, বাবা, ভাই, বোন, স্বামী, স্ত্রী যেই হোন না কেন!

★ অভিমান লুকিয়ে অনেকেই হাসতে পারেন, শুধুই সংসারের মঙ্গলের কথা ভেবে অনেকেই মানিয়ে নেন, রাগের জবাবে পাল্টা রাগ দেখান না। কেউ কেউ নিজের অভিমান লুকিয়ে শুকনো হাসি হাসেন কারন রাগ করলেই বিপদ, হিতে বিপরীত হবে! কেউ কেউ এতই দুর্ভাগা যে তাদের রাগ দেখানোর কোন সুযোগই সংসারে থাকে না। ফলফল, রাগ পুষতে পুষতে, অভিমান জমিয়ে রাখতে রাখতে, একদিন প্রচণ্ড ক্ষোভে ফেটে পড়া আর আরো ডিপ্রেসিভ হয়ে ওঠা!!

★ যাকে মেশিন এর মতো আপনার রাগ ঝাড়ার যন্ত্র মনে করছেন, মাঝে মাঝে একটু তার সার্ভিসিংটা করুন। ঠিক যতটুকু রাগ আপনি তাকে দেখালে সে হাসি মুখে আপনাকে পাগল বলে সান্ত্বনা দেয়, তাকেও মাঝে মাঝে আপনাকে শাসন করার, আপনার উপর রাগ ঝাড়ার সুযোগ দিন। এক দুইদিন তাকেও সরি বলুন। দেখুন আপনার প্রতি তার শ্রদ্ধাবোধ কত বেড়ে যায়। মানিয়ে নেয়া দু পক্ষকের থেকেই হতে হয়। একতরফা কিছু হলে পরে একজন একসময় ক্লান্ত হয়ে যায়। যার উপর রাগ করা যায় না তার সাথে আসলে গভীর ভালোবাসাও হয় না।

★ সম্পর্ক জিনিসটা ভয়াবহ, এই সামাজিক সম্পর্কের বাঁধন না থাকলে দুইজন মানুষ কখনো একসাথে দীর্ঘদিন চলতে পারতো না। বহু আগেই সম্পর্কের যবনিকা পাত হতো।

★ প্লিজ একটু কি ভাববেন? রেগে মেগে অস্থির তো হলেন, এবার কি একটু সরি বলার অভ্যেস করবেন? কাছের মানুষদেরকে কি সেই সুযোগটা দেবেন যেন তারাও আপনার উপর রাগ দেখাতে পারে? শুধু স্বামী স্ত্রী না, রক্তের সম্পর্কের মা, বাবা, ভাই, বোনও কিন্তু অভিমান করতে পারে। তাই সময় থাকতেই, প্রিয়জনকে মানসিক রোগের হাত থেকে বাঁচান!

19/07/2022

সেই মায়ের সাথে উচ্চস্বরে কথা বলিও না
যে মা তোমাকে/ আমাকে কথা শিখিয়েছে। Love You মা 💚

একই ফ্রেমে দুটি প্রিয় জিনিস- কদম 💙 আকাশ
19/07/2022

একই ফ্রেমে দুটি প্রিয় জিনিস-
কদম 💙 আকাশ

18/07/2022
ঢাকা কুয়াকাটা মহাসড়কের শাখারিয়ায় রাজীব পরিবহন ও ট্রাক মুখোমুখি সংঘর্ষে এপর্যন্ত নিহত ৩; আহতদের অবস্থা ভয়াবহ।
17/07/2022

ঢাকা কুয়াকাটা মহাসড়কের শাখারিয়ায় রাজীব পরিবহন ও ট্রাক মুখোমুখি সংঘর্ষে এপর্যন্ত নিহত ৩; আহতদের অবস্থা ভয়াবহ।

Address

দুমকী

Alerts

Be the first to know and let us send you an email when Azizul posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Azizul:

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share