Md. Sakhawat Hossain Mozumder

  • Home
  • Md. Sakhawat Hossain Mozumder

Md. Sakhawat Hossain Mozumder Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Md. Sakhawat Hossain Mozumder, Digital creator, .

বিশ্ব রক্তদাতা দিবসআজ ১৪ জুন বিশ্ব রক্তদাতা দিবস।  ২০০৪ সাল থেকে নিরাপদ রক্ত নিশ্চিত করতে দিবসটি পালিত হয়ে আসছে। বিশ্ব স...
14/06/2022

বিশ্ব রক্তদাতা দিবস

আজ ১৪ জুন বিশ্ব রক্তদাতা দিবস। ২০০৪ সাল থেকে নিরাপদ রক্ত নিশ্চিত করতে দিবসটি পালিত হয়ে আসছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবারের রক্তদাতা দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করেছে, ‘রক্তদান সংঘবদ্ধতারই প্রকাশ, এ কাজে যুক্ত হোন, জীবন বাঁচান’ (ডোনেটিং ব্লাড ইজ এন অ্যাক্ট অব সলিডারিটি, জয়েন এফোর্ট এন্ড সেভ লাইভস)।
এ বছর বিশ্ব রক্তদাতা দিবসের বিশ্বব্যাপী অনুষ্ঠানের আয়োজক দেশ মেক্সিকো। এ দিনটিকে কেন্দ্র করে বৈশ্বিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে দেশটির রাজধানী শহর মেক্সিকো সিটিতে।

07/06/2022
গুগল শিটগুগল শিট হলো একটি ওয়েব অ্যাপ্লিকেশন।  গুগল শীট ডেস্কটপ এবং ল্যাপটপের সাথে ( উইন্ডোজ, ম্যাক, লিনাক্স) ওয়েব ব্রা...
07/06/2022

গুগল শিট
গুগল শিট হলো একটি ওয়েব অ্যাপ্লিকেশন। গুগল শীট ডেস্কটপ এবং ল্যাপটপের সাথে ( উইন্ডোজ, ম্যাক, লিনাক্স) ওয়েব ব্রাউজারগুলোর যে কোনটি দিয়ে চালানো যায়।
মাইক্রোসফট কোম্পানির অফিস অ্যাপ্লিকেশন প্যাকেজ সফটওয়্যার এক্সেল সফটওয়্যারের সাথে আমরা সবাই পরিচিত। এক্সেল সফটওয়্যার এর মাধ্যমে দাপ্তরিক হিসেব-নিকেশ সহজেই করা সম্ভব। মূলত এক্সেল দিয়ে যা যা করা হয় তার সব কাজই গুগল শীটের মাধ্যমে করা যায়। তবে গুগল শিটের মাধ্যমে অনলাইন এবং অফলাইন দুইভাবেই সহজে কাজ করা যায়।
গুগল শিটে ট্রান্সলেশন ফর্মুলা, ফাইল শেয়ারিং ইত্যাদি সহজে করা যায়, যেগুলো মাইক্রোসফট এক্সেলে নেই। জি-মেইল একাউন্টে লগইন করে যেকোনো কম্পিউটার থেকেই গুগল শিট ফাইলে কাজ করা যায়। সাধারণত অনলাইনে কাজ করার ক্ষেত্রে বায়ারের সাথে একাধিক ফাইল নিয়ে কাজ করতে হয়। যখন বায়ার আমাকে ফাইলটি দিবে তখন সে আমাকে সহজেই শেয়ার করে দিতে পারবে এবং একই ফাইল উভয়ই এডিট করতে পারবো। কাজ করার সাথে সাথে বায়ার সেটির আপডেট পেয়ে যায় যা খুবই উপকারী।
গুগোল শীট ব্যবহারের জন্য অবশ্যই আমাদের গুগোল একাউন্ট থাকতে হবে। কাজের শুরুতে প্রথমে https://docs.google.com/spreadsheets/u/0/?tgif=d এ যেতে হবে । এরপরে আমরা Blank এ ক্লিক করে একটি নতুন স্প্রেডশিট নিব । এক্সেল এর যাবতীয় কাজের অনেক কাজই এখানে করতে পারবো এবং সহজেই ফাইলটি শেয়ার করতে পারবো। অনলাইন থাকার কারণে এটি অটো সেভ হতে থাকবে। আমরা যতটুকু কাজ করবো তা অটোমেটিক সেইভ হয়ে যাবে।
শেয়ার করার জন্য উপরের সবুজ আইকনে শেয়ার বাটন এ ক্লিক করতে হবে। শেয়ার করার জন্য প্রথমে স্প্রেডশিটের নাম দিতে হবে। এরপরে সেভ করে পরবর্তী অপশনে যেতে হবে। যাকে আমরা ফাইলটি শেয়ার করব তার মেইল আইডি দিতে হবে এবং ডান পাশে তার পাওয়ার অর্থাৎ সে ভিউয়ার /এডিটর/কমেন্টার অপশন থেকে চেক করে দিতে পারব। যদি ভিউয়ার হয় তাহলে শুধু ফাইলটি দেখতে পারবে ।যদি কমেন্টার হয় সে কমেন্ট করতে পারবে এবং এডিটর হলে সে সকল কিছু এডিট করতে পারবে।
গুগল শিট আমাদের কাজ স্বয়ংক্রিয়ভাবে সংরক্ষণ করে। কাজ করার সময় দুর্ঘটনাক্রমে উইন্ডোটি বন্ধ করার বিষয়ে চিন্তা করতে হবে না। গুগল শিট স্প্রেডশিটগুলি গুগল ড্রাইভ অ্যাকাউন্টে সংরক্ষণ করে যাতে যে কোনও জায়গা থেকে অ্যাক্সেস করা যায়।

Content writing বাংলাতে যদি কন্টেন্ট এর মানে বলা হয় তাহলে সেটা হলো “বিষয়বস্তু“.কনটেন্ট বলতে কেবল লেখন (writing) এর মাধ্...
07/06/2022

Content writing

বাংলাতে যদি কন্টেন্ট এর মানে বলা হয় তাহলে সেটা হলো “বিষয়বস্তু“.
কনটেন্ট বলতে কেবল লেখন (writing) এর মাধ্যমে তৈরি করা বিষয়বস্তু কে বলা হয়না।
লেখনের উদ্দেশ্যে যদি কনটেন্ট এর কথা বলা হয় তাহলে কনটেন্ট বলতে, “আপনি যেটাই লিখছেন বা নিজের কৌশলের মাধ্যমে যেই বিষয়বস্তু তৈরি করছেন সেটাকেই একসাথে কনটেন্ট বলা যেতে পারে”.

উদাহরণ স্বরূপে, যদি আপনি নিজের অভিজ্ঞতা এবং জ্ঞান এর ব্যবহার করে একটি আর্টিকেল লিখেছেন, তাহলে সেটাকে কনটেন্ট বলা যেতে পারে।

বা, আপনি নিজের ক্যামেরার মাধ্যমে একটি ভিডিও রেকর্ড করলেন এবং সেখানে কিছু তথ্য ইত্যাদি যোগ করে ভালো করে এডিট করলেন,তাহলে সম্পূর্ণ ভিডিওটিকে একটি ভিডিও কনটেন্ট বলা যেতে পারে।

কনটেন্ট বলতে আমরা ৪ রকমের বিষয় বুঝতে পারি,

Audio content: ভয়েস বা শব্দের উচ্চারণ এর মাধ্যমে তৈরি বা রেকর্ড করা কনটেন্ট। যেমন, podcast, FM ইত্যাদি।
Video content: ভিডিওর মাধ্যমে তৈরি করা কনটেন্ট গুলোকে ভিডিও কন্টেন করা হয়। যেমন, YouTube video, web series, movies ইত্যাদি।
Text content: যেই কনটেন্ট গুলোকে লেখনের মাধ্যমে তৈরি করা হয় সেগুলোকে টেক্সট কনটেন্ট বলে। যেমন, article, books ইত্যাদি।
Image content: ছবি এডিটিং করে তৈরি করা বিষয়বস্তু গুলোকে ইমেজ কনটেন্ট বলে। যেমন, logo, templates, graphics ইত্যাদি।
কন্টেন্ট রাইটিং এর ক্ষেত্রে যিহেতু আমরা লেখনের ব্যবহার করে বিষয়বস্তু গুলোকে লিখে থাকি তাই এক্ষেত্রে আমাদের সরাসরি টেক্সট কনটেন্ট (text content) এর ব্যবহার করতে হয়।

আমার অনুবাদ করা বই...
06/06/2022

আমার অনুবাদ করা বই...

06/06/2022

Address


Telephone

+8801712670035

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md. Sakhawat Hossain Mozumder posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md. Sakhawat Hossain Mozumder:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share