11/11/2023
সৌদিআরব হতে পারে আপনার উচ্চশিক্ষার নতুন গন্তব্য
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
বাংলাদেশ থেকে মাত্র ৪-৫ ঘণ্টা ফ্লাইট-টাইমের দুরুত্বে অবস্থিত এই মুসলিম প্রধান দেশে রয়েছে মাস্টার্স-পিএইছডিতে ফুল-ফ্রি স্কলারশিপে ছেলে-মেয়ে উভয়ের জন্য পড়াশুনার সুযোগ। এসব ইউনিভার্সিটিতে আবেদনে করতে সুপারভাইসরকে ইমেইল করা লাগে না কেননা এটা সৌদি গভঃ স্কলারশিপ প্রোগ্রাম। আর আবেদনে কোন এপ্লিকেশন ফি লাগে না।
আজকে আমরা সৌদি আরবের ৩টা শীর্ষ বিশ্ববিদ্যালয় নিয়ে কথা বলবোঃ-
#বিশ্ববিদ্যালয়-১
কিং ফাহাদ ইউনিভার্সিটি অব মিনারেলস এন্ড পেট্রোলিয়াম(KFUPM)
KFUPM Global Raking:
QS Ranking: 180th
THE Ranking: 201-250th
Shanghai Ranking: 401-500th
Offered subjects:
General Masters: (2yr-Full-Funded)
Petroleum Engineering, Aerospace Engineering , Architectural Engineering , Chemical Engineering , Computer Engineering , Construction Engineering and Management , Electrical Engineering, Industrial and Systems Engineering ,Materials Science and Engineering , Mechanical Engineering , Systems and Control Engineering, Telecommunication Engineering
Focused Masters: (1.5- 2yr-Parital/Full-Funded)
Artificial Intelligence , Bioengineering , Business Analytics ,Computational Material and Modelling ,Computer Networks , Cybersecurity ,Data Science & Analytics ,Environmental Science and Engineering,Facilities Management ,Flow Assurance ,High Performance and Cloud Computing, Human Resource Management ,Industrial Catalysis ,Intelligent Hydrocarbon Field, Intelligent Process Control ,Intelligent Transportation Engineering, Maintenance and Reliability ,Material Science and Engineering , Modeling and Simulation , Non-Profit Management ,Nuclear Engineering Petrochemical Engineering, Polymer Science and Engineering ,Project Management ,Quantitative Finance, Quantum Computing ,Reservoir Characterization, Robotics and Autonomous Intelligent Systems , Smart and Sustainable Cities, Supply Chain Management Sustainability , Environmental Management, Sustainable and Renewable Energy, Internet of Things and Embedded Systems, Unconventional Hydrocarbon Resources, Unmanned Aircraft Systems, Visual Computing, Water Treatment and Desalination, Wireless Communication Networks.
PhD: (4yr-Full Funded)
Chemical Engineering ,Civil Engineering , Computer Engineering , Electrical Engineering Industrial and Systems Engineering ,Mechanical Engineering ,Petroleum Engineering, Systems and Control Engineering
#বিশ্ববিদ্যালয়-২
কিং আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয়(KAU)
KAU Global Raking:
QS Ranking: 143rd
THE Ranking: 251-300th
Shanghai Ranking: 151-200th
Offered subjects:
General Masters: (2-2.5yr-Full-Funded)
Architectural Engineering, Chemical Engineering, Civil Engineering, Computer Science, Electrical Engineering,Industrial Engineering, Mechanical Engineering, Information Technology, Information Systems,Electrical and Computer Engineering, Business Administration, Management Information Systems, Biochemistry, Biology, Chemistry, Computer Science, Mathematics, Physics, Statistics, Pharmacy, Meteorology, Marine Biology, Marine Chemistry, Oceanography, Environmental Engineering, Environmental Management ,Arid line Agriculture, Arabic Language , Islamic law and justice , Islamic Studies, Tourism, Communication and Media, and Human Sciences and Design.
PhD: (3/4 yr-Full Funded)
Computer Science, Mathematics, Physics, Statistics, Pharmacy, Marine Biology, Environmental Science, Arabic Language, Electrical Engineering, Industrial Engineering, Mechanical Engineering, Arid line Agriculture.
#বিশ্ববিদ্যালয়-৩
কিং সাউদ বিশ্ববিদ্যালয়(KSU)
KSU Global Raking:
QS Ranking: 203rd
THE Ranking: 401-500th
Shanghai Ranking: 101-150th
Offered subjects:
General Masters and PhD:
Civil Engineering ,Electrical Engineering ,Chemical Engineering ,Mechanical Engineering, Industrial Engineering ,Petroleum and Natural Gas Engineering, Statistics & Operations Research, Physics & Astronomy, Geology & Geophysics, Mathematics, Chemistry , Biochemistry, Botany & Microbiology, Zoology, Computer Science, Information Technology, Computer Engineering, Software Engineering, Information System, Architecture and Urban Planning, Arabic Language , Islamic law and justice , Islamic Studies, Management, Health Administration, Public Administration, Economics, Marketing, Finance, Accounting, Management Information Systems, Agricultural Economics, Agricultural Engineering, Animal Production, Soil Science, Food Science and Nutrition, Agricultural Extension and Rural Community
সাধারণ সুযোগ-সুবিধাঃ
——————————-
১) কোন টিউশন ফি নেই
২) প্রতি মাসে ৮৯০ রিয়াল (২৬০০০ টাকা) সৌদি গভঃ স্টাইপেন্ড
৩) বিনামূল্যে হোস্টেলে থাকার সুবিধা
৪) বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে স্বল্প মূল্যে খাবারের ব্যবস্থা
৫) ফ্রি সৌদি গভঃ হেলথ ইনস্যুরেন্স (বিশ্ববিদ্যালয়ের মূল হাসপাতাল আর সৌদির সকল সরকারী হাসপাতালে ফ্রি ট্রিটম্যান্ট ও মেডিসিন)
৬) রিসার্চ পাবলিকেশন আর কনফারেন্সে অংশগ্রহণে আর্থিক সাহায্য
৭) প্রতি বছর সামার ভেকেশনে দেশে আসা-যাওয়ার ফ্রি প্লেন টিকেট
৮) ফ্যামিলি ভিসাতে পরিবার সৌদিতে আনার সুযোগ
৯) উমরাহ ও হজ্জ করার সুযোগ
১০) বুক এলাউন্স ৯০০ রিয়াল (প্রতি বছরে একবার)
১১) সৌদিতে প্রথমবার আসার পর ১০০০ রিয়াল প্রিপারেশন এলাউন্স (এককালীন)
১২) পাব্লিকেশেন গ্রেন্টঃ ৩০০০ রিয়াল (মাস্টার্স) , ৫০০০ রিয়াল (পিএইচডি)
TA/RA সুবিধাঃ
——————-
১) শিক্ষার্থীর যোগ্যতা আর পারফর্মেন্সের ভিত্তিতে TA/RA-এর সুবিধা আছে যেখানে বেতন বছরে প্রায় ২৫০০০ রিয়াল (KFUPM), প্রায় ১২০০০ রিয়াল (KAU), KSU তে TA/RA-এর সুবিধা নেই
২) সৌদি গভঃ ফান্ডেড বিভিন্ন প্রজেক্টে কাজের সুযোগ
আবেদনের শর্তাবলীঃ
—————————
১) সিজিপিএ ৩.০০
২) আইএলটিএস ৬.০/৯.০ অথবা টোফেল ৭০/১২০
৩) রিসার্চ পালিকেশন (আবশ্যক না)
৪) জিআরই (আবশ্যক না)
৫) বয়সঃ মাস্টার্সে ৩০ আর পিএইচডিতে ৩৫ (সর্বোচ্চ)
আবেদন করতে যা যা লাগেঃ
————————————-
১) পাসপোর্ট (কমপক্ষে ১ বছর মেয়াদী)
২) ব্যাচেলর/মাস্টার্সের অরিজিনাল/ প্রোভিশনাল সার্টিফিকেট
৩) ব্যাচেলর/মাস্টার্সের মার্কসীট/ ট্রান্সক্রিপ্ট
৪) ৩ জন বিশ্ববিদ্যালয় প্রফেসরের রিকম্যান্ডেশন
৫) স্টেটম্যান্ট অব পারপাস
৬) একাডেমিক সিভি
আবেদনের ডেইডলাইন
——————————
KFUPM:
Online application has opened on Oct. 25, 2023, and close on Dec. 17, 2023 (For joining Fall Semester 2024)
KAU:
Online application has opened on Nov. 5, 2023, and closes in 28 December(For joining Spring/Fall Semester 2025)
KSU:
Online application will open in Dec 3 and closes in Dec 28 (For joining Spring/Fall Semester 2025-26)
আবেদনের লিঙ্কঃ ( ১ম কমেন্টে)
———————
#কিছু_কথাঃ
১) সৌদি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করে একই বা সৌদির অন্য কোন বিশ্ববিদ্যালয়ে ফ্যাকাল্টি হওয়া যায় না।
২) সৌদি আরবে আমেরিকা/কানাডার মত পার্মান্যান্ট রেসিডেন্সি দেয় না। ডিগ্রি শেষে ৩ মাসের মধ্যে দেশে চলে যাওয়া লাগে সাধারণত।
৩) মাস্টার্স শেষে সরাসরি পিএইচডি শুরু করার সুযোগ আছে। সে হিসেবে পড়াশুনার সুবাদে ৬/৭ বছর সৌদিতে থাকা যায়।
৪) কোন প্রাইভেট জব পেলে দেশে গিয়ে নতুন করে জব ভিসাতে আসা লাগে।
৫) পড়াশুনার পাশাপাশি ক্যাম্পাসের বাহিরে কোন পার্টটাইম জব করা নিষেধ। আর পার্টটাইম জবও নেই বললেই চলে।
৬) শুধুমাত্র KAU তে ফ্যামিলি বাসার সুযোগ আছে যেটা পেতে ১-১.৫ বছর লাগে। কিন্তু ১ সেমিস্টার পর নিজ খরচে চাইলে বাহিরে বাসা নিয়ে থাকা যাবে। কিন্তু স্ত্রী আর সন্তানরা ফ্রি সৌদি গভঃ হেলথ ইনস্যুরেন্সের সুবিধা পাবে।
৭) সৌদি বিশ্ববিদ্যালয়ের পড়াশুনার মান ভালো আর উচ্চ রেঙ্কিং হওয়াতে এখানে মাস্টার্স/পিএইচডি করে সহজেই আমেরিকা/কানাডা/ইউরোপ/অস্ট্রেলিয়াতে মাইগ্রটে করা যায়।
৮) আপনারা যারা রুয়েটসহ বাংলাদেশের অন্যান্য প্রাইভেট/ পাবলিক বিশ্ববিদ্যালয়ে ফ্যাকাল্টি আছেন তাদের জন্য সৌদির এই স্কলারশিপটা একটা ভালো অপশন।
৯) যারা ইসলামী পরিবেশকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে মাস্টার্স/পিএইচডি করতে চান তাদের জন্য সৌদির এই স্কলারশিপ অনেক ভালো অপশন।
সরকার সাকিউর রহমান শুভ ✍️
পিএইচডি ক্যান্ডিডেট ও রিসার্চ এসিস্ট্যান্ট
ফ্যাকাল্টি অফ কম্পিউটার সায়েন্স
কিং আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয়
জেদ্দা, সৌদি আরব