Mahatab Azmaine Refat

  • Home
  • Mahatab Azmaine Refat

Mahatab Azmaine Refat I'm Mahatab Azmaine Refat From Bangladesh.Student at Al Farabi Kazakh National University of Almaty, Kazkahastan.Government of Kazkahastan Scholar.

I talk about higher education & culture.

ছোট বয়স থেকেই হাতে-কলমে বিজ্ঞান চর্চা শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেই সাথে কৌতূহল, ক্রিটিক্যাল চিন্তাভাব...
01/12/2023

ছোট বয়স থেকেই হাতে-কলমে বিজ্ঞান চর্চা শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেই সাথে কৌতূহল, ক্রিটিক্যাল চিন্তাভাবনা, পর্যবেক্ষণ এবং প্রয়োজনীয় দক্ষতা বৃদ্ধি করে। তারা শুধুমাত্র মজা করার জন্যই শিখে না বরং আত্মবিশ্বাস, শিক্ষার প্রতি একটি ইতিবাচক মনোভাব তৈরী করে যা পরবর্তিতে তাদের একাডেমিক সাফল্যের জন্য একটি শক্তিশালী ভিত্তি তৈরি করে।

বাংলাদেশ ইনোভেশন ফোরাম এবং স্পেস ইনোভেশন ক্যাম্প আগামী ০৭ ডিসেম্বর ২০২৩ সন্ধ্যা ০৭ টায় ৪ - ১৪ বছর বয়সি শিক্ষার্থীদের নিয়ে আয়োজন করতে যাচ্ছে “হাতে-কলমে বিজ্ঞান শিক্ষা কেন গুরুত্বপুর্ন” শীর্ষক ইন্টারএকটিভ সেশন।

সেশনটি পরিচালনা করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের অধ্যাপক ড. লাফিফা জামাল।
রেজিস্ট্রেশন সম্পুর্ন ফ্রি, কিন্তু আসন সংখ্যা সীমিত। অংশগ্রহনকারী প্রত্যেকে পাবে অনলাইন সার্টিফিকেট।

রেজিস্ট্রেশন লিঙ্কঃ https://spaceolympiadbd.com/scienceactivity

রেজিস্ট্রেশন এর সময় শেষ ০৫ ডিসেম্বর ২০২৩


এভাবে একদিন সারা বাংলাদেশে ছাপিয়ে যাবে।
27/11/2023

এভাবে একদিন সারা বাংলাদেশে ছাপিয়ে যাবে।


SPSS Course Free for the Last Time.   কোর্সে যা থাকছে:  ২৭ টি সেশন  একটি PDF Guide Book Practicing Dataset Files (যেটি ব...
27/11/2023

SPSS Course Free for the Last Time.
কোর্সে যা থাকছে:
২৭ টি সেশন
একটি PDF Guide Book
Practicing Dataset Files (যেটি বেশিরভাগ ইউটিউব ভিডিও তে পাবেন না)
Hands on practice
Udemy verified Certificate (যেটি আপনার CV কে শক্তিশালী করতে সাহায্য করবে)
এটিই শেষ অফার স্লট তাই দ্রুত জয়েন করে ফেলুন। আসন সংখ্যা সীমিত
Link: https://www.udemy.com/course/spss-essentials-beginner-to-advanced-analytics/?couponCode=MARUFSSBD2

আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন।আজকে আপনাদের শেয়ার করব নতুন একটা টিপস ও বলতে পারেন আবার HSC পাশ করা ভাই বোন দের...
27/11/2023

আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন।আজকে আপনাদের শেয়ার করব নতুন একটা টিপস ও বলতে পারেন আবার HSC পাশ করা ভাই বোন দের উদ্দেশ্যে।সবাই মনোযোগ দিয়ে পরবেন কারন এই জিপিএ 5 ই সব নষ্টের গোড়া।

প্রথমেই অভিনন্দন জানাই জে সকল ভাই বোনরা HSC পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ ।এইখানে জিপিএ ৫ টা মেনসন করলাম না তার কারন টা একটু পরেই বলছি।আর বাকি যারা খারাপ করেছ ভাবছ ?? একদম মন খারাপ করবা না।মনে করবে আল্লাহ রিজিকে রাখে নি।সামনে হয়ত আরো ভালো কিছু রাখবে।আমার অনেক ফ্রেন্ড ভাইয়া আপু দের দেখেছি রেজাল্ট ভালো না ভালো ভালো জায়গায় আছে পড়তেছে।এটা নরমাল।আবার এমনও দেখেছি ক্লাসের লাস্ট ডেস্কে বসা ছাত্র টাও অমুক ভার্সিটিতে চান্স পেয়েছে।এমন কিন্তু হর হামেশাই দেখা যাচ্ছে।

আর রেজাল্ট এর পর পরিবার বন্ধু বান্ধব পাশের বাসার ভাবী খালা ইত্যাদি থেকে কিন্তু পিচ করা কথা শুনতেই হয়।যেটা আমিও শুনেছি।আসলে দুনিয়ার সব বাবা মা চায় তার ছেলে মেয়ে ভালো কিছু করুক।নিজের পায়ে দাড়াক এটাই বাস্তবতা।এসময় মানসিক চাপ ডিপ্রেসন যাওয়া এটাই নরমাল।

আবার আমরা যারা ভালো রেজাল্ট না করেও কোথাও চান্স পাই না আমাদের ঠাই হয় জাতীয় বিশ্ববিদ্যালয় কিংবা প্রাইভেট বিশ্ববিদ্যালয়।জাতীয় বিশ্ববিদ্যালয়ে যখন পড়াশুনা করি তখন শুনতে হয় নতুন এক গল্প।এই গল্প টা কেমন একটু বলি - যেমন ধরুন কোথায় পড়িস ?? জাতীয় বিশ্ববিদ্যালয়! ওহ ...! কোন সাবজেক্ট ...?? বোটানি (যেহেতু আমি বোটানির ছাত্র তাই এটাই বললাম ) ওহ....এই সাবজেক্ট পড়াশুনা করে কি করবি ?? এর ফিউচার কি ??
এখন অনেকে আছে যারা গনিত,রসায়ন আরও যা আছে টা নিয়ে পড়াশুনা করে। এখন আমার প্রশ্ন একটাই সবার কাছে এই জে আমরা ৪ বছর জে যে সাবজেক্ট নিয়ে পড়াশুনা করি সেই রিলেটেড জব ফিল্ড কি আছে আমাদের দেশে ?? দিন শেষে সবাই বিসিএস নির্ভর হতে হয়।হোক সে পাবলিক হোক সে প্রাইভেট।তাহলে এই ৪/৫ বছর পড়াশুনা করে কি লাভ হলো ?? দেখা যায় ইঞ্জিনিয়ারিং পাশ করে বিসিএস দিয়ে হলো পুলিশ সুপার,আবার দেখা যায় প্রশাসন।তাহলে লাভ কি।।।এই শিক্ষার ।।একটা নিউজ পেপারে পড়েছিলাম ৫ বছর পড়াশুনা করেছে ঢাকা মেডিকেল কলেজে হলো প্রশাসন ক্যাডার। তাহলে তোমার ডাক্তারি পড়ে কি লাভ ?? আমি তাকে ছোট করছি না অব্যশই তিনি নিঃসন্দেহে মেধাবী কারণ ঢাকা মেডিকেল কলেজে যেই সেই ছাত্র চান্স পায়না।

এখন আসি প্রাইভেট বিশ্ববিদ্যালয় যারা ভর্তি হই তারা কোন সাবজেক্ট এ ভর্তি হই জানেন ??? সিইসি ইঞ্জিনিয়ার !! কেন এই সাবজেক্ট ছাড়া কি আর সাবজেক্ট নাই ?? জীবন কি ধ্বংস হয়ে যাবে নাকি এই সাবজেক্ট পড়লে একটা শরীরে ভাব আসে 🤣 ।।একটা বিষয় দেখেছি যেসব ছাত্র ছাত্রীরা পাবলিকে চান্স পায় নি প্রাইভেট হয় ঠিক আছে তাই বলে সিইসি How funny..,! মানুষ কে দেখানো ছাড়া কিছুই না।অনেকের প্যাশন বলতে পারেন অনেকের ফ্যাশন ছাড়াই কিছুই না।।আমি বলব কি যেই সাবজেক্ট পড়লে নিজের কর্মজীবন কাজে লাগাতে পারব নিজের পায়ে দাড়াতে পারব ,নিজেকে যোগ্য হিসাবে তুলে ধরতে পারব এমন সাবজেক্ট নিয়ে পড়াশুনা করা উচিত।যেমন Textile Engineering, Industry,Fashion,Civil, Mechanical, Aerospace, Areonutical, Agriculture, Fisheries,Food & Neutration ইত্যাদি আরো অনেক সাবজেক্ট আছে আপাতত এই গুলো মনে পড়ছে।এই সাবজেক্ট গুলোর চাহিদা আছে,ছিল এবং ভবিষ্যতেও থাকবে। কিন্তু এইগুলো মানুষ পড়তেই চায় না।কি অদ্ভুত পাবলিক।।এই জে আমাকে আমার বাসা থেকে বলেছে তুই পাবলিক চান্স পাস নি প্রাইভেটে ভর্তি করিয়ে দেই।।টাও কি সাবজেক্ট জানেন Textile Engineering ,কারন আমার অনেক কাজিন র এই সাবজেক্ট পড়াশুনা শেষ করে তারা তাদের কর্মজীবনে প্রবেশ করে ভালো সেলারি সহ জীবন যাপন করছে।আমকেই চেয়েছিল কারন এই সাবজেক্ট পড়ে নিজের পায়ে দাড়াতে পারলেই জীবন সার্থক।কিন্তু আমি একদম নাছোড় বান্ধা ছিলাম আমি হবো না বলছি।।অনেক বুঝিয়েছে কিন্তু আমি রাজি হই নি।কেন হয় নি সেটা একটু পরেই বলছি .........

এখন আসি যারা জাতীয় বিশ্ববিদ্যালয় পড়েন তারা ভর্তি হই নতুন নতুন বন্ধু বান্ধব বানাই,ঠিক মত ক্লাস হলেও যায় না।আবার যায় ও না। বই টা ঠিক মত কিনি না।কারন জাতীয় তে একটু সুবিধা পরীক্ষার আগের রাতে ৯৯% গুলো পড়লেই সব কমন পড়ে এত পড়ে কি হবে।জাস্ট অনার্স শেষ করে বিসিএস দিব নাহলে সরকারি জব করব ঘুষ দিয়ে🤣।।সত্যি বলতে জাতীয় তে যারা পড়াশুনা করি বেশির ভাগ মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়ে ।।কিন্তু একটা জিনিস ভেবে দেখি নি কখনো জে পড়াশুনা করলেই সব হয় এমন কিন্তু না।পড়াশোনার বাইরে অনেক কিছুই আসে যেটা নিজেকে শিখতে হবে ,রিসার্চ করতে হবে।যেটা পাবলিক,প্রাইভেট এর ছেলে মেয়েরা বুজে জানে।এই কারনে তারা সরকারি জব ন পেলেও বিভিন্ন কোম্পানি ,বায়িং হাউস, কর্পোরেট জব প্রবেশ করতে পারে।অনেকেই বলে জাতীয় থেকে পড়ে কিছুই হয় না এইটা একদম ভুল কথা।দেখেন আপনি যে সাবজেক্ট এ পড়েন না কেন সেটা আগে থেকে শুরু থেকে মনোযোগ দিয়ে পরবেন। চাকরি তে কিন্তু আপনাকে ওই সাবজেক্ট থেকে কিছুই প্রশ্ন করবে।যেমন ধরুন আমি বোটানি র ছাত্র আমার সাবজেক্ট মানুষ মনে করে কি হবে পড়ে।কিন্তু এই সাবজেক্ট অধিকাংশ বিষয় খুবই ডিমান্ড এবল।যেমন কিছু টপিক সম্পর্কে বলছি Microbiology,Bio-Informatrix, Genetics,Horticulture,Plant Biochemistry,Soil Chemistry and Soil Fertility, Environment সহ আরো বেশ কিছু টপিক আছে ।যেগুলো দেশে এবং দেশের বাইরে অনেক ডিমান্ড।এর চাহিদা অনেক।জাতীয় তে যারা পড়াশুনা করি অনেকই বুঝি না আমি মনে করি অনার্স শেষ করে যেকোনো একটা বিষয়ের উপর স্পেশালাইজড করে তোলা যেমন মাস্টার্স করা।।আর রিসার্চ পেপার নিয়ে কাজ করা।যেটা জাতীয় তে হয় না।তাই নিজেকেই খুজে বের করে শিখতে হবে।

আর জাতীয় তে যারা পড়াশুনা করি তারা অনেকেই জানিনা প্রফেশনাল অনার্স কোর্স কি ??
আসলে এই প্রফেশনাল অনার্স যারা করে তারা কিন্তু ইংরেজি মিডিয়ামে করে ,এই কোর্সে কিন্তু CSE,Textile, Fashion সহ আরো অনেক কোর্স আছে যা শেষ করে এট লিস্ট বসে থাকতে হবে না।((যারা প্রাইভেটে পড়াশোনা করতে পারেন না টা তারা এই কোর্স এ অ্যাডমিট হোন,কারন প্রফেশনাল কোর্স কিন্তু সব জায়গায় করায় না,ভালো ভালো কলেজে করায়।খরচ ও কম লাগে ))

এখন শেয়ার করব আমার নিজের গল্প এতক্ষণ ত বাস্তব চিত্র তুলে ধরেছি।

জীবন টা আসলে অনেক সুন্দর ঠিক তেমনি জীবনে রাস্তা টা অনেক কঠিন।এই রাস্তায় প্রতি মুহুর্ত বাধা বিপত্তি আসবেই।আমরা ছোট বেলায় যখন হাঁটতে শিখি একটু একটু হাটি হাঁটি পা করে শিখি তখন কিন্তু পরে যায়, হোচট খায় আবার হাটতে শুরু করি।ঠিক তেমনি আপনাকে শুরু করতে হবে।এই জীবনের রাস্তায় আপনাকে হতে হবে Be Confident ।সেই সাথে একটা গোল ইচ্ছাশক্তি।যেমন আমি করেছি আমার ইচ্ছা ছিল বাইরে পড়াশুনা করব প্রাইভেটে পড়ব না।সেই থেকে লেগে যাই আমি মাঠে নেমে পড়ি কিন্তু তখন ছিল ২০২০ সাল।আমার গল্প টা আমি শেয়ার করেছি আপনারা চাইলে ভিডিও টা দেখে নিতে পারেন আসলে এট ডিটেলস লিখব না - প্রথম পর্ব

https://youtu.be/onXjwg_OTBM?si=9mCsndL72n41_Lv1

দ্বিতীয় পর্ব - https://youtu.be/0ml_c58iI0M?si=qMMeg49njzbIg_fz

দেখুন আমরা পড়াশুনা করি ঠিক আছে কিন্তু সঠিক প্ল্যান পরিকল্পনা করি না।তাই বেগ পেতে হয়।।আমরা মনে করি স্টাডি গ্যাপ দিয়ে আবার সেকেন্ড টাইমার হিসাবে প্রিপারেশন নিই।কিন্তু এই গ্যাপ দিয়ে যদি ভালো কিছু করি তখন সেই কস্ট টা মনেই হয় না।যখন কোনো কিছুই আসে না তখন কস্ট টা দ্বিগুণ হয়ে যায়।আর একটা কথা বলব HSC পর অ্যাডমিশন দিয়ে বাইরে যাবার প্রস্তুতি নেয়া শুরু করে দিন।কারন উচ্চ তর শিক্ষা অর্জন করলে আপনি দেশ নয় দেশের বাইরে অনেক ভালো ভালো জব করতে পারেন। আর গ্যাপ ম্যাটার করে না ।সুতরাং সরকারি স্কলারশিপ গুলো তে ট্রাই করেন।ইনশাল্লাহ আপনারাও সফল হবেন।
ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। 🙏

মাহতাব আজমাঈন রিফাত
স্পেস ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজিস
আল-ফারাবী কাজাখ ন্যাশনাল ইউনিভার্সিটি।

Like, Follow & Subscribe !!!If you want to talk with me personally visit my social media platforms :✅page : https://www.facebook.com/mahatabazmaine0...

রকেট "একুশে" আকাশে উড়ার জন্য প্রস্তুত 🇧🇩❤️পোস্ট টা আরিফুল ভাইয়ার আইডি থেকে সংগ্রহ করা হয়েছে।
26/11/2023

রকেট "একুশে" আকাশে উড়ার জন্য প্রস্তুত 🇧🇩❤️

পোস্ট টা আরিফুল ভাইয়ার আইডি থেকে সংগ্রহ করা হয়েছে।





ওশান কান্ট্রি পার্টনারশিপ স্কলারশিপ, বাংলাদেশসহ চার দেশ পাবে ৫৬ বৃত্তিঅ্যাসোসিয়েশন অব কমনওয়েলথ ইউনিভার্সিটিজ (এসিইউ) এ...
25/11/2023

ওশান কান্ট্রি পার্টনারশিপ স্কলারশিপ, বাংলাদেশসহ চার দেশ পাবে ৫৬ বৃত্তি

অ্যাসোসিয়েশন অব কমনওয়েলথ ইউনিভার্সিটিজ (এসিইউ) এবং সেন্টার ফর এনভায়রনমেন্ট, ফিশারিজ অ্যান্ড অ্যাকুয়াকালচার সায়েন্স (সেফাস) বাংলাদেশ, ভারত, ঘানা ও বেলিজের শিক্ষার্থীদের জন্য ওশান কান্ট্রি পার্টনারশিপ প্রোগ্রাম (ওসিপিপি) বৃত্তি প্রদানের ঘোষণা দিয়েছে। সমুদ্রবিজ্ঞানে ক্যারিয়ার গড়ে তুলতে ইচ্ছুক শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।

ইউএনবির খবরে বলা হয়েছে, যুক্তরাজ্য সরকারের ৫০০ মিলিয়ন ব্লু প্ল্যানেট তহবিল থেকে বৃত্তিগুলোর অর্থায়ন করা হবে। চার দেশের শিক্ষার্থীরা ৫৬টি বৃত্তি পাবেন।

২০২৩-২৪ শিক্ষাবর্ষে সামুদ্রিক বিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রির জন্য অর্থায়ন করবে ওসিপিপি।

অ্যাসোসিয়েশন অব কমনওয়েলথ ইউনিভার্সিটিজের প্রধান নির্বাহী ও মহাসচিব অধ্যাপক কলিন রিওর্ডান বলেছেন, আগামী শিক্ষাবর্ষে ঘানা, ভারত, বাংলাদেশ ও বেলিজের বিশ্ববিদ্যালয়গুলোতে চালু হওয়া এ বৃত্তি সমুদ্রবিজ্ঞানকে সামনে এগিয়ে নিতে সহায়তা করবে। এ ছাড়া পরবর্তী প্রজন্মের সামুদ্রিক বিজ্ঞানীদের মাস্টার্স অধ্যয়নের মাধ্যমে তাঁদের কর্মজীবন, দক্ষতা ও জ্ঞান বিকাশে সহায়তা করবে।

সেফাসের প্রধান নির্বাহী নিল হর্নবি বলেন, ‘ওশান কান্ট্রি পার্টনারশিপ প্রোগ্রাম স্কলারশিপের জন্য এসিইউর সঙ্গে কাজ করতে পেরে সেফাস আনন্দিত। এই বৃত্তিগুলো জীববৈচিত্র্যের ক্ষতি, সামুদ্রিক দূষণ ও টেকসই সামুদ্রিক খাবারের মূল চ্যালেঞ্জগুলো মোকাবিলা করবে।

আবেদন শেষ কবে
ওশান কান্ট্রি পার্টনারশিপ প্রোগ্রামে বৃত্তির আবেদন শেষ হবে আগামী সোমবার (২০ নভেম্বর)।

এ বৃত্তির বিস্তারিত কমেন্টে:

✨দেশে চালু হচ্ছে যুক্তরাজ্যের সুপরিচিত হেইলিবারি স্কুল✨দেশে প্রথম আন্তর্জাতিক বোর্ডিং স্কুল হিসেবে যাত্রা শুরু করতে যাচ্...
23/11/2023

✨দেশে চালু হচ্ছে যুক্তরাজ্যের সুপরিচিত হেইলিবারি স্কুল✨

দেশে প্রথম আন্তর্জাতিক বোর্ডিং স্কুল হিসেবে যাত্রা শুরু করতে যাচ্ছে হেইলিবারি। ৭০০ কোটি টাকা বিনিয়োগে গড়ে ওঠা প্রতিষ্ঠানটিতে শিক্ষার্থীদের বছরে খরচ হবে প্রায় ৩৪ হাজার ডলার বা ৩৭ লাখ টাকা। রাজধানী থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে ময়মনসিংহের ভালুকায় গড়ে উঠছে শাখাটি। এই বোর্ডিং স্কুলে ১ হাজার শিক্ষার্থীর জন্য রয়েছে শীতাতপ নিয়ন্ত্রিত আবাসিক সুবিধা।

যুক্তরাজ্যের ১৬০ বছরের পুরনো স্কুল হেইলিবারি। বাংলাদেশে তাদের শাখা পরিচালিত হবে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে অনুমোদনপ্রাপ্ত শিক্ষকদের মাধ্যমে।

হংকং ব্যাপটিস্ট বিশ্ববিদ্যালয়ে ১০০% স্কলারশিপ বিজ্ঞপ্তি – ২০২৪:  প্রোগ্রামঃ মাস্টার্স (১ বছর মেয়াদী) হংকংয়ের এই স্কলারশি...
20/11/2023

হংকং ব্যাপটিস্ট বিশ্ববিদ্যালয়ে ১০০% স্কলারশিপ বিজ্ঞপ্তি – ২০২৪:

প্রোগ্রামঃ মাস্টার্স (১ বছর মেয়াদী)

হংকংয়ের এই স্কলারশিপটি ব্যাপটিস্ট বিশ্ববিদ্যালয় এর অধীন এবং আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত। আবেদন করবার ক্ষেত্রে বয়সের কোন বাঁধা নেই। পড়াশুনার মাধ্যম ইংরেজি ভাষায় এবং ইংরেজি ভাষার দক্ষতা প্রমাণে আবেদনকারীর আইএলটিএস একাডেমিক ওভারঅল ব্যান্ডস্কোর ৬.০ অথবা, মিডিয়াম অব ইন্সট্রাকশনের সনদ থাকতে হবে। পাসপোর্ট ছাড়া এই স্কলারশিপে আবেদন করবার কোন সুযোগ নেই এবং যাদের ওয়ার্ক এক্সপেরিএন্স নেই, তাদেরও আবেদন করবার প্রয়োজন নেই।

স্কলারশিপের আওতায় সুবিধাসমূহ-
১. সম্পূর্ণ বিনাবেতনে পড়াশুনা করবার সুযোগ প্রদান।
২. প্রোগ্রাম চলাকালীন প্রতি মাসে ৮৩২৫ হংকং ডলার মাসিক ভাতা প্রদান করা হবে, যা বাংলাদেশী মুদ্রায় প্রায় এক লাখ বাংলাদেশী টাকা।
৩. হেলথ ইনস্যুরেন্স এর সুবিধাসহ অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

যেসকল প্রোগ্রামে আবেদন করা যাবে-
1. Ethics and Public Administration
2. Global Society
3. Literary & comparative studies
4. Translation & bilingual communication
5. Analytical Chemistry
6. Accounting & Finance
7. Applied economics
8. Business management
9. Business economics
10. Artificial Intelligence
11. Environmental and public health management
12. Green technology
13. Information technology management
14. Mathematical Finance
15. Accountancy
16. Human resources management
17. Public Administration

আবেদন করতে যা যা লাগবে-
১. আবেদনকারীর পাসপোর্ট।
২. একাডেমিক পেপারস।
৩. রেফারেন্স লেটার দুইটি।
৪. স্টেটমেন্ট অব পারপাস।
৫. আবেদনকারীর সিভি।
৬. আইএলটিএস একাডেমিক অথবা, মিডিয়াম অব ইন্সট্রাকশনের সনদ।
৭. ওয়ার্ক এক্সপেরিএন্স সার্টিফিকেট।
৮. ইউনিভার্সিটি আবেদন ফি ৪৭০ হংকং ডলার, যা বাংলাদেশী মুদ্রায় প্রায় ৬৫০০ টাকা (অফেরতযোগ্য)।
৯. অন্যান্য পেপারস (যদি থাকে)।

আবেদন পদ্ধতি-
আবেদনকারীকে ইউনিভার্সিটির পোর্টালে গিয়ে প্রয়োজনীয় নির্দেশনা মেনে সরাসরি আবেদন করতে হবে।

অ্যাপ্লিকেশন ডেডলাইন: ২৮শে ফেব্রুয়ারি, ২০২৪।
সেশন: সেপ্টেম্বর, ২০২৪।
ইউনিভার্সিটি লিঙ্ক: https://tinyurl.com/muw85r9j

ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ছাত্রছাত্রীদের জন্য পিএচডি স্কলারশিপ অপরচুনিটি....
18/11/2023

ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ছাত্রছাত্রীদের জন্য পিএচডি স্কলারশিপ অপরচুনিটি....

17/11/2023
17/11/2023

একটা কস্টের বিষয় আমি আমার পেইজের সকল মেম্বারদের বিনামূল্য এত ইনফরমেশন শেয়ার করি কিন্তু কোনো লাইক কমেন্টস নাই🥺🥺।এটা খুবই কস্টের বিষয়। আপনারা যদি উৎসাহ না দেন কিভাবে আগাব ।।??কস্ট হয় এসব ইনফরমেশন খুজে বের করা সেটা মডিফাই করে যাচাই করে আপনাদের মাঝে শেয়ার করা।আশা করি সবাই আমার পাশে থাকবেন।

  ছাড়াই যে যে জার্মান বিশ্ববিদ্যালয়ে পড়া যাবে   বিকল্প পরীক্ষা কী?জার্মান বিশ্ববিদ্যালয়গুলোয়   ছাড়া ভর্তির সুযোগ আছে।...
17/11/2023

ছাড়াই যে যে জার্মান বিশ্ববিদ্যালয়ে পড়া যাবে
বিকল্প পরীক্ষা কী?
জার্মান বিশ্ববিদ্যালয়গুলোয় ছাড়া ভর্তির সুযোগ আছে। তবে বিশ্ববিদ্যালয়গুলো এর বিকল্প একটি পরীক্ষা নিবে । ভাষা–দক্ষতার প্রমাণ হিসেবেই তারা এই পরীক্ষা নিবে।
১) ইংরেজি ভাষায় দক্ষতা প্রমাণের জন্য পূর্বের শিক্ষাপ্রতিষ্ঠানের কোর্সে সম্পূর্ণরূপে ইংরেজি ভাষায় পড়ানো হয়েছিল এমন একটি সনদ বা MOI জার্মানির বিশ্ববিদ্যালয়ে জমা দিতে হবে।
২) শিক্ষার্থীরা স্নাতকে সব কোর্স সম্পূর্ণভাবে ইংরেজি মাধ্যমে পড়লে আইইএলটিএস লাগবে না।
৩) শিক্ষার্থীর যদি PTE , TOEFL, Duolinguo বা CAE পরীক্ষার সনদ থাকে, তবে আইইএলটিএস পরীক্ষা দিতে হবে না।
৪) কিছু জার্মান বিশ্ববিদ্যালয় আছে, যারা আবেদনকারীর সাক্ষাৎকার নিয়ে শিক্ষার্থীদের ইংরেজি ভাষায় দক্ষতা যাচাই করে।
জার্মানিতে এমন অনেক বিশ্ববিদ্যালয় আছে, যারা বা অন্য কোনো ভাষা–দক্ষতা পরীক্ষা না দিয়েই শিক্ষার্থীদের ভর্তির সুযোগ করে দেয়। এমন জার্মান বিশ্ববিদ্যালয়গুলো হলো:
💠University of kaiserslautern
https://rptu.de/
💠University of siegen
https://www.uni-siegen.de/start/
💠Free university of berlin
https://www.fu-berlin.de/en/index.html
💠University of Giessen
https://www.uni-giessen.de/jlyou/
💠University of Koblenz and Landau
https://www.uni-koblenz-landau.de/de
💠Technical University of Braunschweig
https://www.tu-braunschweig.de/
💠Esslingen University of Applied Sciences
https://www.hs-esslingen.de/

© Abir Ahmed Drovo

📢সুইডেনের বৃত্তি এসআই, আইইএলটিস ছাড়াই ৭০০টির বেশি মাস্টার্স প্রোগ্রামের জন্য আবেদন🔰সুইডিশ ইনস্টিটিউট স্কলারশিপ ফর গ্লোবা...
17/11/2023

📢সুইডেনের বৃত্তি এসআই, আইইএলটিস ছাড়াই ৭০০টির বেশি মাস্টার্স প্রোগ্রামের জন্য আবেদন

🔰সুইডিশ ইনস্টিটিউট স্কলারশিপ ফর গ্লোবাল প্রফেশনাল নামের এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা

বিদেশি শিক্ষার্থীদের ফুল-ফ্রি স্কলারশিপে পড়াশোনা করার ঘোষণা দিয়েছে সুইডেন সরকার। বাংলাদেশসহ বিশ্বের কয়েকটি দেশের নাগরিক সুইডিশ ইনস্টিটিউট (এসআই স্কলারশিপ) স্কলারশিপ ফর গ্লোবাল প্রফেশনাল নামের এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।

সুইডেন সরকারের এই এসআই বৃত্তি ২০২৪-২৫ শিক্ষাবর্ষের জন্য আবেদন শুরু হয়েছে। এসআই গ্লোবাল প্রফেশনাল স্কলারশিপ সম্পূর্ণ অর্থায়িত বৃত্তি, যা টিউশন ফি, জীবনযাত্রা, ভ্রমণের খরচ ও স্বাস্থ্যবিমা সুবিধা দেয়।

বিদেশি শিক্ষার্থীদের জন্য সুইডিশ ইনস্টিটিউট (এসআই) ৭০০টির বেশি মাস্টার্স প্রোগ্রামের জন্য বৃত্তি দেবে। সম্পূর্ণ অর্থায়িত এ বৃত্তিতে মাস্টার্স প্রোগ্রামের সময় এক বা দুই বছর হতে পারে। এ স্কলারশিপে আবেদনের জন্য আইইএলটিএসের প্রয়োজন নেই। কেউ বৃত্তি পেলে ২০২৪ সালের অটাম সেমিস্টারে পড়াশোনা শুরু হবে।

🔖এসআই বৃত্তির বিশদ বিবরণ

• আয়োজক দেশ: সুইডেন
• বৃত্তির নাম: সুইডিশ ইনস্টিটিউট (এসআই) গ্লোবাল প্রফেশনাল স্কলারশিপ
• আর্থিক সুবিধা: সম্পূর্ণ অর্থায়ন
• এসআই স্কলারশিপে আবেদনের শেষ দিন: ২৮ ফেব্রুয়ারি ২০২৪
• স্কলারশিপের ফলাফল প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৪।

✅সুইডিশ ইনস্টিটিউট গ্লোবাল স্কলারশিপ সুইডেনে পড়াশোনার জন্য সম্পূর্ণ অর্থায়িত বৃত্তি। এ বৃত্তিতে যেসব সুবিধা পাবেন শিক্ষার্থীরা।

সম্পূর্ণ টিউশন ফি ফ্রি।

জীবনযাত্রার খরচের জন্য মাসে ১২ হাজার সুইডিস ক্রোনার পাবেন শিক্ষার্থীরা (১১ নভেম্বরের হিসাবে ১ ক্রোনা সমান ১০.০৮ টাকা ধরলে বাংলাদেশি মুদ্রা টাকায় দাঁড়ায় ১ লাখ ২০ হাজার ৯৫০ টাকা)।

অসুস্থতা ও দুর্ঘটনার বিমা।

ভ্রমণের জন্য ১৫ হাজার সুইডিশ ক্রোনা অনুদান।

ফিউচার গ্লোবাল প্রফেশনালদের এসআই নেটওয়ার্কের সদস্যপদ।

📄কোন কোন বিষয়ে মিলবে বৃত্তি

সুইডেনের এসআই বৃত্তিতে ১০০০টির মধ্যে ৭০০টির বেশি ইংরেজি ভাষার মাস্টার্স প্রোগ্রামের জন্য। মানবিক; কৃষিবিজ্ঞান; মেডিসিন ও জনস্বাস্থ্য; প্রাকৃতিক বিজ্ঞান; সামাজিক বিজ্ঞান ও প্রযুক্তিসহ বিভিন্ন বিষয়ে এসআই গ্লোবাল স্কলারশিপ প্রদান করে সুইডেন সরকার।

🎓বৃত্তির যোগ্যতার মানদণ্ড

এ বৃত্তির আবেদনের জন্য বিদেশি শিক্ষার্থীদের অবশ্যই কিছু কিছু শর্ত বা নিয়ম মানতে হবে।

• আপনাকে অবশ্যই একটি সুইডিশ বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিশ্চিত করতে হবে এবং জানুয়ারি ২০২৪–এর মধ্যে একটি অফার লেটার পেতে হবে।
• আপনাকে অবশ্যই একটি যোগ্য মাস্টার্স ডিগ্রি প্রোগ্রামের জন্য আবেদন করতে হবে।
• আপনাকে অবশ্যই একটি যোগ্য দেশের নাগরিক হতে হবে।
• আবেদনকারীকে অবশ্যই তিন হাজার ঘণ্টার কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

📤প্রয়োজনীয় নথি

জীবনবৃত্তান্ত দিতে হবে, তবে এ ক্ষেত্রে জীবনবৃন্তাত্ত তিন পৃষ্ঠার বেশি হওয়া উচিত নয়।

দুটি রেফারেন্স লেটার থাকতে হবে।

কাজের অভিজ্ঞতার প্রমাণপত্র।

বৈধ পাসপোর্ট।

মোটিভেশন লেটার দিতে হবে।

📎আবেদনের লিংক:
https://si.se/en/apply/scholarships/swedish-institute-scholarships-for-global-professionals/

🔔হংকং পিএইচডি ফেলোশিপ স্কিম, পাবেন ৩০০ জনহংকং পিএইচডি ফেলোশিপ স্কিম হংকং সরকারের সম্পূর্ণ অর্থায়িত একটি বৃত্তি। ২০২৪-২৫...
17/11/2023

🔔হংকং পিএইচডি ফেলোশিপ স্কিম, পাবেন ৩০০ জন

হংকং পিএইচডি ফেলোশিপ স্কিম হংকং সরকারের সম্পূর্ণ অর্থায়িত একটি বৃত্তি। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে এ বৃত্তিতে আন্তর্জাতিক শিক্ষার্থীরা হংকং বিশ্ববিদ্যালয় থেকে তাঁদের পিএইচডি ডিগ্রি সম্পন্ন করতে পারবেন। প্রোগ্রামটিতে অর্থায়ন করে হংকংয়ের রিসার্চ গ্রান্টস কাউন্সিল (আরজিসি)। বিশ্বের প্রতিভাধর ব্যক্তিদের আকৃষ্ট করাই এ ফেলোশিপ স্কিমের অন্যতম উদ্দেশ্য। প্রতিবছর তারা ৩০০ ফেলোশিপ প্রদান করবে।

🔖পিএইচডি ফেলোশিপ স্কিমের বিশদ বিবরণ
• আয়োজক দেশ: হংকং
• বৃত্তির নাম: হংকং পিএইচডি ফেলোশিপ স্কিম
• যাঁরা আবেদন করতে পারবেন: যাঁরা নতুন পিএইচডি আবেদনকারী
• আবেদনের শেষ সময়: ১ ডিসেম্বর ২০২৩

🏦হংকং পিএইচডি ফেলোশিপ স্কিমের আওতায় আছে দেশটির ৮টি বিশ্ববিদ্যালয়।

• সিটি ইউনিভার্সিটি অব হংকং
• হংকং ব্যাপটিস্ট ইউনিভার্সিটি
• লিংনান ইউনিভার্সিটি
• দ্য চায়নিজ ইউনিভার্সিটি অব হংকং
• দ্য এডুকেশন ইউনিভার্সিটি অব হংকং
• দ্য হংকং পলিটেকনিক ইউনিভার্সিটি
• দ্য হংকং ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি
• দ্য ইউনিভার্সিটি অব হংকং

📚ফেলোশিপ দেওয়ার ক্ষেত্রগুলো হলো—
• সায়েন্স
• মেডিসিন
• ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি
• হিউম্যানিটিস
• সোশ্যাল সায়েন্স
• বিজনেস স্টাডিজ

⏳প্রোগ্রামের সময়কাল
হংকং ফেলোশিপের সময়কাল তিন বছর। হংকংয়ের বিশ্ববিদ্যালয়গুলো সাধারণত সেপ্টেম্বর মাসে তাদের শিক্ষাবর্ষ শুরু করে।

✅ফেলোশিপের সুবিধা
• ৪২ হাজার ৪৬০ ডলারের বার্ষিক বৃত্তি।
• সম্মেলন এবং গবেষণাসংক্রান্ত ভ্রমণ ভাতা বাবদ ১ হাজার ৭৬৯ ডলার।
• কোনো পূর্ব কাজের অভিজ্ঞতার প্রয়োজন নেই।
• যদি ফেলোশিপ সম্পূর্ণ করতে তিন বছরের বেশি সময় লাগে, সে ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় অতিরিক্ত সহায়তা প্রদান করতে পারে, এ সুযোগও আছে।

🎓ফেলোশিপের জন্য যোগ্যতা—
• প্রার্থীকে পূর্ণ সময়ের নতুন পিএইচডি শিক্ষার্থী হতে হবে।
• প্রার্থীরা সারা বিশ্বের যেকোনো দেশের নাগরিক হতে পারেন।
• যদি আইইএলটিএসের সার্টিফিকেট জমা দিতে না চান, তাহলে আপনাকে অবশ্যই প্রমাণ করতে হবে যে আপনি ইংলিশ মিডিয়াম ইনস্টিটিউট থেকে আপনার শিক্ষা কার্যক্রম শেষ করেছেন।
• প্রার্থীকে অবশ্যই ওপরে উল্লিখিত ৮টি বিশ্ববিদ্যালয়ের প্রদত্ত তালিকা থেকে বেছে নিতে হবে।

📅আবেদন শেষ কবে
আগামী ১ ডিসেম্বর পর্যন্ত আগ্রহী শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম স্কলারশীপ-২০২৪-২৫হাঙ্গেরি ইউরোপের একটি অন্যতম রাষ্ট্র হিসেবে পরিচিত। এটি মধ্যে ইউরোপের একটি ছ...
14/11/2023

স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম স্কলারশীপ-২০২৪-২৫

হাঙ্গেরি ইউরোপের একটি অন্যতম রাষ্ট্র হিসেবে পরিচিত। এটি মধ্যে ইউরোপের একটি ছোট দেশ। এর প্রতিবেশী দেশগুলোর মধ্যে রয়েছে স্লোভাকিয়া, ইউক্রেন, রোমানিয়া, অস্ট্রিয়া। দেশটির আয়তন ৯৩,০৩০ স্কয়ার কিলোমিটার।স্কলারশিপ ও লেখাপড়ার পাশাপাশি কাজের সুবিধা থাকায়, বাংলাদেশ থেকে হাঙ্গেরিতে পড়তে যাওয়া শিক্ষার্থীদের সংখ্যা বেড়েই চলেছে। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে বাংলাদেশ শিক্ষামন্ত্রলায় হতে অলরেডি সার্কুলার প্রকাশিত হয়েছে।

এই স্কলারশীপের আওয়াতায় একজন শিক্ষার্থী ব্যাচেলর, মাস্টার’স এবং পিএইচডি প্রোগ্রামে আবেদন করার সুযোগ পাবে। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে বাংলাদেশ শিক্ষামন্ত্রলায় হতে ১৪০টি স্কলারশীপ প্রদান করবে,যার মধ্যে ৩০টি স্কলারশীপ শুধুমাএ, নিউক্লিয়ার এনার্জেটিক সাবজেক্ট এর জন্য বরাদ্ধ থাকবে।

আবেদনের সময়সীমাঃ
১৫ জানুযারি ২০২৪

পড়তে পারবেন সকল বিষয় যেমনঃ মেডিসিন, ফার্মেসী, ডেন্টিস্ট্রি, আর্কিটেকচার, আইন, ভেটেরিনারি সার্জারি, ফরেস্ট্রি ইঞ্জিন্যারিং, নিউক্লিয়ার এনার্জেটিক,ইত্যাদি । সকল বিষয় এর লিষ্ট জানতে ভিজিট করুন অফিসিয়াল ওয়েবসাইট – https://stipendiumhungaricum.hu/

স্কলারশীপের সুযোগ সুবিধাসমূহঃ
১। টিউশন ফি সম্পূর্ণ ফ্রি।
২।ব্যাচেলর ও মাস্টার্স প্রোগ্রামে ১২০ ইউরো ।আর, পিএইচডি প্রোগ্রামে প্রথম ৪ সেমিস্টার ৩৯০ ইউরো ও পরবর্তী চার সেমিস্টার ৫০০ ইউরো ।
৩। ক্যাম্পাসের ডরমিটিরিতে বিনা ভাতায় থাকার ব্যবস্থা। উল্লেখ্য, ডরমিটরিতে না থাকতে চাইলে মাসে বাংলাদেশী টাকায় প্রায় ১২ হাজার টাকা করে দেয়া হবে বাড়ি ভাড়া ভাতা বাবদ।
৪। মেডিকেল ইনস্যুরেন্স (স্বাস্থ্যবিমা) – প্রতি বছর সর্বোচ্চ ২৭৫ ইউরো।

হাঙ্গেরিতে আপনি সপ্তাহে ২০ ঘন্টা কাজ করতে পারবেন। যা দিয়ে খুব সহজেই নিজের বারতি খরচ কভার করতে পারবেন। গড়ে একজন বিদেশি শিক্ষার্থী ঘন্টায় ৮০০ HUF এবং সর্বোচ্চ ২০০০ HUF (rare) আয় করতে পারে। বড় শহর গুলোতে জব পাওয়া একটু সহজ।

আবেদনের যোগ্যতাঃ
১। বাংলাদেশী নাগরিক হতে হবে।
২। অবশ্যই ১৮ বছর বয়স হতে হবে। বয়স ১৮ বছরের নিচে হলে আবেদন করতে পারবেন না।
৩। ন্যূনতম উচ্চমাধ্যমিক পাস।
৪। আইইএলটিএস স্কোর ন্যূনতম ব্যান্ড স্কোর ৫ থাকতে হবে। কিছু ক্ষেত্রে আইইএলটিএসের প্রয়োজন হয় না।
৫। আবেদনকৃত প্রোগ্রামের Entry Qualification পূরণ করতে হবে।

আন্ডারগ্র্যাজুয়েট, গ্র্যাজুয়েট ও ডক্টরাল—তিনটির যেকোনো একটিতে আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা। একাধিক আবেদন করলে আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।

আবেদন প্রক্রিয়া
প্রথমে, Stipendium Hungaricum Website এ সর্বোচ্চ ২ টি প্রোগ্রামে আবেদন করতে হবে। শুধু মাস্টার্স অথবা শুধু পিএইচডি প্রোগ্রামে আবেদন করা যাবে।

আবেদনের লিংক – https://apply.stipendiumhungaricum.hu/

তারপর, বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের কাছে বিশেষ লিংকে অনরাইনে আবেদন করতে হবে
আবেদন লিংকঃ https://103.4.145.251:3030/

অনলাইন আবেদনের পাশাপাশি যাবতীয় শিক্ষাগত যোগ্যতার সনদ, মার্কশিট, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটসহ অন্যান্য কাগজপত্রের হার্ডকপিও শিক্ষা মন্ত্রণালয়ে জমা দিতে হবে।

প্রাপকের ঠিকানা-
যুগ্নসচিব (বৃত্তি)
মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ
শিক্ষা মন্ত্রণালয়,
বাংলাদেশ সচিবালয় , ঢাকা।

আবেদনপত্র সচিবালয়ের ২ নং গেট সংলগ্ন অভ্যর্থনা কক্ষের ৯নং কাউন্টারে সকাল ১০.টা থেকে ৪.৩০টার মধ্যে জমা দিতে হবে।

বি. দ্রঃ শুধু পিএইচডি প্রোগ্রামে আবেদনকারীদের আগে সুপারভাইজারের কাছ থেকে Statement of the Supervisor নিতে হবে। তারপর, আবেদন শুরু করতে হবে।

প্রয়োজনীয় কাগজপএঃ
১। পাসপোর্ট
২। একাডেমিক সার্টিফিকেট এবং নম্বর পএ(সত্যায়িত)
৩। জন্ম নিবন্ধন অথবা এনআইডি
৪। রিকমেন্ডেশন লেটার (২ টি)
৫। মোটিভেশান লেটার/স্টাডিপ্ল্যান
৬। সিভি
৭। মেডিকেল সার্টিফিকেট
৮। এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস সার্টিফিকেট (যদি থাকে)
৯। আইইএলটিএস স্কোর (ভার্সিটির রিকোয়ার্মেন্ট অনুযায়ী)

©আহম্মেদ শাকিল।

🇯🇵 জাপানের স্কুলগুলোতে কি কি শেখানো হয়?  #জাপানেরশিক্ষাব্যাবস্থা Courtesy: Japanese
14/11/2023

🇯🇵 জাপানের স্কুলগুলোতে কি কি শেখানো হয়?

#জাপানেরশিক্ষাব্যাবস্থা


Courtesy: Japanese

🥳 রোবটিক্স ক্যাম্প-২০২৩ 🥳অনলাইন সেশনক্লাস সিক্স থেকে সকল শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত। স্কুল, কলেজ ও ইউনিভার্সিটি শিক্ষার...
12/11/2023

🥳 রোবটিক্স ক্যাম্প-২০২৩ 🥳
অনলাইন সেশন
ক্লাস সিক্স থেকে সকল শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত।
স্কুল, কলেজ ও ইউনিভার্সিটি শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ বিনামুল্যে এই কোর্স। ♥

রেজিস্ট্রেশন_লিংকঃ https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfIhrxwv-z19tbmdQvvXwIMKQoyHt2PKrGnDvDS6VhkIGWv3w/viewform?usp=sf_link
রেজিস্ট্রেশন ডেডলাইনঃ নভেম্বর ১৬, ২০২৩
সেশন শুরুঃ নভেম্বর ১৭, ২০২৩

৭ দিন ব্যাপী ১৪ঘন্টার কোর্সে রয়েছে ১৮ টি রোবটিক্স ও অটোমেটিক সিস্টেমের প্রজেক্ট।
১০০ জন শিক্ষার্থীর জন্য থাকছে ফেরত শর্ত সাপেক্ষে ল্যাব ইকুইপমেন্ট ও কোর্স মেটেরিয়ালস।

কোর্স আউটলাইন ও অন্যান্য নির্দেশনা রেজিস্ট্রেশন লিংকে রয়েছে।
রেজিস্ট্রেশনের জন্য যে মোবাইল নাম্বার ব্যবহার করবেন, সেটিতে অবশ্যই হোয়াটস এপ থাকতে হবে।

কোর্সের টপিক গুলোঃ
১. সেন্সর ও লোড পরিচিতি।
২. প্রজেক্ট আইডিয়া ডেভেলপমেন্ট।
৩. হার্ডওয়্যার প্রোগ্রাম লিখন পদ্ধতি।
৪. সেন্সর ও লোড সম্পর্কে বিস্তারিত ও প্র্যাক্টিক্যাল জ্ঞান।
৫. রোবটিক্স ও অটোমেশনের প্রজেক্ট ডেভেলপমেন্ট।

কোর্সে যেসকল প্রজেক্ট শিক্ষার্থীরা নিজ হাতে ডেভেলপ করবেঃ
১. অটো নাইট লাইট।
২. অটো মর্নিং এলার্ম।
৩. লেজার সিকিউরিটি সিস্টেম ।
৪. অটো ফায়ার ইন্ডিকেটর।
৫. অটো ফায়ার সাইরেন।
৬. অটো ফায়ার পাম্প।
৭. অটো সু্নামি এলার্ম।
৮. অটো ওয়াটার লেভেল ইন্ডিকেটর।
৯. অটোমেটিক ফ্লাট এলার্ম।
১০. অটো ইরিগেশন সিস্টেম।
১১. সেইফ কার পার্কিং সিস্টেম।
১২. অবস্টাকল ডিটেক্টর।
১৩. অটো হ্যান্ড সেনিটাইজার।
১৪. অটো ইনডোর ল্যাম্প।
১৫. অটো থিফ ডিটেক্টর।
১৬. ক্ষতিকর প্রাণী থেকে খামার রক্ষাকরণ ডিভাইস।
১৭. মেশিন ওভারহিট ডিটেক্টর।
১৮. টেম্পারেচার কন্ট্রোল্ড ফ্যান।


সরাসরি_যোগাযোগঃ
রোবমেন্ট রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট ল্যাব,
শিমুলতলী রোড, বিআইডিসি বাজার, ডুয়েট, গাজীপুর।
০১৮৬৬২৪০৭৮৭

সৌদিআরব হতে পারে আপনার উচ্চশিক্ষার নতুন গন্তব্যআসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।বাংলাদেশ থেকে মাত্র ৪-৫ ঘণ্টা ফ্লাইট-টা...
11/11/2023

সৌদিআরব হতে পারে আপনার উচ্চশিক্ষার নতুন গন্তব্য

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।

বাংলাদেশ থেকে মাত্র ৪-৫ ঘণ্টা ফ্লাইট-টাইমের দুরুত্বে অবস্থিত এই মুসলিম প্রধান দেশে রয়েছে মাস্টার্স-পিএইছডিতে ফুল-ফ্রি স্কলারশিপে ছেলে-মেয়ে উভয়ের জন্য পড়াশুনার সুযোগ। এসব ইউনিভার্সিটিতে আবেদনে করতে সুপারভাইসরকে ইমেইল করা লাগে না কেননা এটা সৌদি গভঃ স্কলারশিপ প্রোগ্রাম। আর আবেদনে কোন এপ্লিকেশন ফি লাগে না।

আজকে আমরা সৌদি আরবের ৩টা শীর্ষ বিশ্ববিদ্যালয় নিয়ে কথা বলবোঃ-

#বিশ্ববিদ্যালয়-১

কিং ফাহাদ ইউনিভার্সিটি অব মিনারেলস এন্ড পেট্রোলিয়াম(KFUPM)

KFUPM Global Raking:

QS Ranking: 180th

THE Ranking: 201-250th

Shanghai Ranking: 401-500th

Offered subjects:

General Masters: (2yr-Full-Funded)

Petroleum Engineering, Aerospace Engineering , Architectural Engineering , Chemical Engineering , Computer Engineering , Construction Engineering and Management , Electrical Engineering, Industrial and Systems Engineering ,Materials Science and Engineering , Mechanical Engineering , Systems and Control Engineering, Telecommunication Engineering

Focused Masters: (1.5- 2yr-Parital/Full-Funded)

Artificial Intelligence , Bioengineering , Business Analytics ,Computational Material and Modelling ,Computer Networks , Cybersecurity ,Data Science & Analytics ,Environmental Science and Engineering,Facilities Management ,Flow Assurance ,High Performance and Cloud Computing, Human Resource Management ,Industrial Catalysis ,Intelligent Hydrocarbon Field, Intelligent Process Control ,Intelligent Transportation Engineering, Maintenance and Reliability ,Material Science and Engineering , Modeling and Simulation , Non-Profit Management ,Nuclear Engineering Petrochemical Engineering, Polymer Science and Engineering ,Project Management ,Quantitative Finance, Quantum Computing ,Reservoir Characterization, Robotics and Autonomous Intelligent Systems , Smart and Sustainable Cities, Supply Chain Management Sustainability , Environmental Management, Sustainable and Renewable Energy, Internet of Things and Embedded Systems, Unconventional Hydrocarbon Resources, Unmanned Aircraft Systems, Visual Computing, Water Treatment and Desalination, Wireless Communication Networks.

PhD: (4yr-Full Funded)

Chemical Engineering ,Civil Engineering , Computer Engineering , Electrical Engineering Industrial and Systems Engineering ,Mechanical Engineering ,Petroleum Engineering, Systems and Control Engineering

#বিশ্ববিদ্যালয়-২

কিং আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয়(KAU)

KAU Global Raking:

QS Ranking: 143rd

THE Ranking: 251-300th

Shanghai Ranking: 151-200th

Offered subjects:

General Masters: (2-2.5yr-Full-Funded)

Architectural Engineering, Chemical Engineering, Civil Engineering, Computer Science, Electrical Engineering,Industrial Engineering, Mechanical Engineering, Information Technology, Information Systems,Electrical and Computer Engineering, Business Administration, Management Information Systems, Biochemistry, Biology, Chemistry, Computer Science, Mathematics, Physics, Statistics, Pharmacy, Meteorology, Marine Biology, Marine Chemistry, Oceanography, Environmental Engineering, Environmental Management ,Arid line Agriculture, Arabic Language , Islamic law and justice , Islamic Studies, Tourism, Communication and Media, and Human Sciences and Design.

PhD: (3/4 yr-Full Funded)

Computer Science, Mathematics, Physics, Statistics, Pharmacy, Marine Biology, Environmental Science, Arabic Language, Electrical Engineering, Industrial Engineering, Mechanical Engineering, Arid line Agriculture.

#বিশ্ববিদ্যালয়-৩

কিং সাউদ বিশ্ববিদ্যালয়(KSU)

KSU Global Raking:

QS Ranking: 203rd

THE Ranking: 401-500th

Shanghai Ranking: 101-150th

Offered subjects:

General Masters and PhD:

Civil Engineering ,Electrical Engineering ,Chemical Engineering ,Mechanical Engineering, Industrial Engineering ,Petroleum and Natural Gas Engineering, Statistics & Operations Research, Physics & Astronomy, Geology & Geophysics, Mathematics, Chemistry , Biochemistry, Botany & Microbiology, Zoology, Computer Science, Information Technology, Computer Engineering, Software Engineering, Information System, Architecture and Urban Planning, Arabic Language , Islamic law and justice , Islamic Studies, Management, Health Administration, Public Administration, Economics, Marketing, Finance, Accounting, Management Information Systems, Agricultural Economics, Agricultural Engineering, Animal Production, Soil Science, Food Science and Nutrition, Agricultural Extension and Rural Community

সাধারণ সুযোগ-সুবিধাঃ
——————————-

১) কোন টিউশন ফি নেই

২) প্রতি মাসে ৮৯০ রিয়াল (২৬০০০ টাকা) সৌদি গভঃ স্টাইপেন্ড

৩) বিনামূল্যে হোস্টেলে থাকার সুবিধা

৪) বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে স্বল্প মূল্যে খাবারের ব্যবস্থা

৫) ফ্রি সৌদি গভঃ হেলথ ইনস্যুরেন্স (বিশ্ববিদ্যালয়ের মূল হাসপাতাল আর সৌদির সকল সরকারী হাসপাতালে ফ্রি ট্রিটম্যান্ট ও মেডিসিন)

৬) রিসার্চ পাবলিকেশন আর কনফারেন্সে অংশগ্রহণে আর্থিক সাহায্য

৭) প্রতি বছর সামার ভেকেশনে দেশে আসা-যাওয়ার ফ্রি প্লেন টিকেট

৮) ফ্যামিলি ভিসাতে পরিবার সৌদিতে আনার সুযোগ

৯) উমরাহ ও হজ্জ করার সুযোগ

১০) বুক এলাউন্স ৯০০ রিয়াল (প্রতি বছরে একবার)

১১) সৌদিতে প্রথমবার আসার পর ১০০০ রিয়াল প্রিপারেশন এলাউন্স (এককালীন)

১২) পাব্লিকেশেন গ্রেন্টঃ ৩০০০ রিয়াল (মাস্টার্স) , ৫০০০ রিয়াল (পিএইচডি)

TA/RA সুবিধাঃ
——————-

১) শিক্ষার্থীর যোগ্যতা আর পারফর্মেন্সের ভিত্তিতে TA/RA-এর সুবিধা আছে যেখানে বেতন বছরে প্রায় ২৫০০০ রিয়াল (KFUPM), প্রায় ১২০০০ রিয়াল (KAU), KSU তে TA/RA-এর সুবিধা নেই

২) সৌদি গভঃ ফান্ডেড বিভিন্ন প্রজেক্টে কাজের সুযোগ

আবেদনের শর্তাবলীঃ
—————————

১) সিজিপিএ ৩.০০

২) আইএলটিএস ৬.০/৯.০ অথবা টোফেল ৭০/১২০

৩) রিসার্চ পালিকেশন (আবশ্যক না)

৪) জিআরই (আবশ্যক না)

৫) বয়সঃ মাস্টার্সে ৩০ আর পিএইচডিতে ৩৫ (সর্বোচ্চ)

আবেদন করতে যা যা লাগেঃ
————————————-

১) পাসপোর্ট (কমপক্ষে ১ বছর মেয়াদী)

২) ব্যাচেলর/মাস্টার্সের অরিজিনাল/ প্রোভিশনাল সার্টিফিকেট

৩) ব্যাচেলর/মাস্টার্সের মার্কসীট/ ট্রান্সক্রিপ্ট

৪) ৩ জন বিশ্ববিদ্যালয় প্রফেসরের রিকম্যান্ডেশন

৫) স্টেটম্যান্ট অব পারপাস

৬) একাডেমিক সিভি

আবেদনের ডেইডলাইন
——————————

KFUPM:

Online application has opened on Oct. 25, 2023, and close on Dec. 17, 2023 (For joining Fall Semester 2024)

KAU:

Online application has opened on Nov. 5, 2023, and closes in 28 December(For joining Spring/Fall Semester 2025)

KSU:

Online application will open in Dec 3 and closes in Dec 28 (For joining Spring/Fall Semester 2025-26)

আবেদনের লিঙ্কঃ ( ১ম কমেন্টে)
———————

#কিছু_কথাঃ

১) সৌদি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করে একই বা সৌদির অন্য কোন বিশ্ববিদ্যালয়ে ফ্যাকাল্টি হওয়া যায় না।

২) সৌদি আরবে আমেরিকা/কানাডার মত পার্মান্যান্ট রেসিডেন্সি দেয় না। ডিগ্রি শেষে ৩ মাসের মধ্যে দেশে চলে যাওয়া লাগে সাধারণত।

৩) মাস্টার্স শেষে সরাসরি পিএইচডি শুরু করার সুযোগ আছে। সে হিসেবে পড়াশুনার সুবাদে ৬/৭ বছর সৌদিতে থাকা যায়।

৪) কোন প্রাইভেট জব পেলে দেশে গিয়ে নতুন করে জব ভিসাতে আসা লাগে।

৫) পড়াশুনার পাশাপাশি ক্যাম্পাসের বাহিরে কোন পার্টটাইম জব করা নিষেধ। আর পার্টটাইম জবও নেই বললেই চলে।

৬) শুধুমাত্র KAU তে ফ্যামিলি বাসার সুযোগ আছে যেটা পেতে ১-১.৫ বছর লাগে। কিন্তু ১ সেমিস্টার পর নিজ খরচে চাইলে বাহিরে বাসা নিয়ে থাকা যাবে। কিন্তু স্ত্রী আর সন্তানরা ফ্রি সৌদি গভঃ হেলথ ইনস্যুরেন্সের সুবিধা পাবে।

৭) সৌদি বিশ্ববিদ্যালয়ের পড়াশুনার মান ভালো আর উচ্চ রেঙ্কিং হওয়াতে এখানে মাস্টার্স/পিএইচডি করে সহজেই আমেরিকা/কানাডা/ইউরোপ/অস্ট্রেলিয়াতে মাইগ্রটে করা যায়।

৮) আপনারা যারা রুয়েটসহ বাংলাদেশের অন্যান্য প্রাইভেট/ পাবলিক বিশ্ববিদ্যালয়ে ফ্যাকাল্টি আছেন তাদের জন্য সৌদির এই স্কলারশিপটা একটা ভালো অপশন।

৯) যারা ইসলামী পরিবেশকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে মাস্টার্স/পিএইচডি করতে চান তাদের জন্য সৌদির এই স্কলারশিপ অনেক ভালো অপশন।

সরকার সাকিউর রহমান শুভ ✍️
পিএইচডি ক্যান্ডিডেট ও রিসার্চ এসিস্ট্যান্ট
ফ্যাকাল্টি অফ কম্পিউটার সায়েন্স
কিং আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয়
জেদ্দা, সৌদি আরব

Address


Alerts

Be the first to know and let us send you an email when Mahatab Azmaine Refat posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mahatab Azmaine Refat:

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share