25/07/2023
আমাদের দেহের ভেতরে যে দুনিয়া, সে ছোট নয়। প্রতিদিন আমাদের দেহে হার্টের সাহায্যে ১২০০ মাইল পথ ভ্রমণ করে রক্ত!
আমাদের দেহে পড়ে আছে কর্মমুখর এক পৃথিবী। চলছে কাজ, চলছে উৎপাদন।
হার্ট প্রতি মিনিটে গড়ে রক্ত পাম্প করে ১০০ বার, ঘণ্টায় ৬০০০ বার, দিনে ১৪৪,০০০ বার। বছরে পাঁচ কোটি পচিশ লক্ষ ষাট হাজার বার! হার্ট থেকে সারা দেহে ছড়িয়ে পড়ে ধমনী। যেগুলোকে একের পর এক লম্বভাবে সাজালে দৈর্ঘ্য হবে প্রায় ষাট হাজার মাইল
এর মধ্য দিয়ে হার্ট প্রায় ১৫ লাখ ব্যারেল রক্ত সঞ্চালন করে থাকে।
প্রতিদিন কাজের মাধ্যমে সে উৎপাদন করে এনার্জি। একদিনের এনার্জি দিয়ে একটি ভারি ট্টাক অতিক্রম করতে পারবে ২০ মাইল পথ। একজীবনের এনার্জি দিয়ে গাড়ি চালিয়ে চাঁদে গিয়ে আবার ফিরে আসা যাবে।
তোমার সমীপে সেজদা না দিয়ে কী উপায় আমার!
আমার শরীরে আছে প্রায় ১০০ ট্রিলিয়ন (১০০০০০০০০০০০০০০ কোটি) কোষ । সকল কোষেই প্রয়োজন রক্ত সরবরাহ। হার্টের মাধ্যমে প্রতিদিন এক হাজার বার করে প্রতিটি কোষে রক্ত সরবরাহ করাচ্ছো তুমি।
এভাবেই চলছে মাসের পর মাস! বছরের পর বছর!
আমি কী পৃথিবী সমান সম্পদ দিয়ে জীবনভর এই রক্ত সরবরাহ জারি রাখতে পারতাম? কেউ পারতো এর ব্যবস্থা করে দিতে?
তুমি সেটা করছো, করেই চলছো। প্রতিটি কোষে প্রতি বারের রক্ত সরবরাহের কৃতজ্ঞতা আমার আদায় করা উচিত। কিন্তু দশ লক্ষ কোটি কোষে মাত্র একদিনে এক হাজার বার করে রক্ত সরবরাহের কৃতজ্ঞতা আদায়ের জন্যে আমার গোটা জীবন যথেষ্ট নয়।
আমার তাহলে সেজদা ছাড়া কী করার আছে?
(সংগৃহীত)