Mr. Hujur

Mr. Hujur যে তাঁর প্রভুর আনুগত্য করে সে কখনো একাকীত্ব অনুভব করে না
(7)

07/04/2024

গরিবের আবরারুল হক আসিফ🥴

ভাগ্যিস মাদ্রাসায় পড়ে নাই। তাইলে সব কুকুরগুলা ঘেউ ঘেউ করে উঠতো!
06/04/2024

ভাগ্যিস মাদ্রাসায় পড়ে নাই। তাইলে সব কুকুরগুলা ঘেউ ঘেউ করে উঠতো!

৩০ সেকেন্ডের খুতবা:ইহাই ঈমানবিখ্যাত ফিলাস্তিনি স্কলার ও খতীব মাহমুদ আল-হাসানাত ইতিহাসের সবচেয়ে সংক্ষিপ্ত জুমুয়ার খুতবায় ...
05/04/2024

৩০ সেকেন্ডের খুতবা:
ইহাই ঈমান

বিখ্যাত ফিলাস্তিনি স্কলার ও খতীব মাহমুদ আল-হাসানাত ইতিহাসের সবচেয়ে সংক্ষিপ্ত জুমুয়ার খুতবায় বলেন,

"যদি ৩০হাজার শহীদ, ৭০হাজার আহত,
এবং ২০লক্ষ গৃহহীন ফিলাস্তিনী মুসলিম
আপনাদের জাগাতে না পারে,
তবে কিভাবে আশা করবো যে আমার কয়েকটি কথায়
আপনারা জাগ্রত হবেন?

খুতবাহ শেষ।
কাতার সোজা করুন।
স্বলাতে দাঁড়িয়ে যান।"
বলেই তিনি জুময়ার নামাজ শুরু করলেন।

(সংগৃহীত)

প্রচলিত পাঁচ ওয়াক্ত নামাজের সময়সূচী (এরই মধ্যে চলে আসছে সাহরী ও ইফতার) + নামাজের নিষিদ্ধ সময়সূচী + মাকরূহ সময়সূচীর যে ক্...
04/04/2024

প্রচলিত পাঁচ ওয়াক্ত নামাজের সময়সূচী (এরই মধ্যে চলে আসছে সাহরী ও ইফতার) + নামাজের নিষিদ্ধ সময়সূচী + মাকরূহ সময়সূচীর যে ক্যালেন্ডার এটা মুফতী আমীমুল ইহসান মুজাদ্দেদী রহিমাহুল্লাহর হাতে করা। একইসঙ্গে দীনিবিদ্যা ও জ্যোতির্বিদ্যায় পারদর্শী মানুষ।
এটা দেখেই এ অঞ্চলের কতো কোটি কোটি মানুষ সলাত আদায় করছে, নিষিদ্ধ ও মাকরূহ সময় হতে সতর্ক থাকছে, সিয়াম রাখছে, সাহরী খাচ্ছে, ইফতার খাচ্ছে, ইশরাক-চাশত পড়ছে, তাহাজ্জুদ পড়ছে।
ভাবি তাঁর আমলনামায় কী অগুনতি পরিমাণ সাওয়াবই না জমা হচ্ছে। ছোট্ট একটা মৌলিক কাজ। কিন্তু ওজনে খুব ভারী। এটা আল্লাহর বান্দার কবুলিয়তের একটা আলামত বলেও মনে করি।
এমনকি আল্লাহর বান্দার মাতৃভাষাও বাংলা ছিলো না, দেশভাগের পর এপারে চলে আসায় বাংলাদেশের নাগরিক ছিলেন, এতদসত্ত্বেও বাংলাদেশী মুসলিমদের এতো এতো আমলের সাওয়াবের হিস্যা কবরে বসে বসে পাওয়ার উপায় যোগাড় করে রেখেছেন।

01/04/2024

শরীফ হইয়া যাইতেছে শরীফা।
বুয়েট হইয়া যাইতেছে মাদরাসা।
মাদরাসা হইয়া যাইতেছে বিশ্ববিদ্যালয়।
হুজুর হইয়া যাইতেছে লাভগুরু।
ছাত্রনেতা হইতেছে ইমাম-মুয়াজ্জিন।
মুয়াজ্জিন আবার টিকটকার। কিয়েক্টাবস্থা!

সালমান এফ. রহমান এখন "মি. হুজুর"!আসসালামু আলাইকুম,আলহামদুলিল্লাহ আমি পবিত্র রমজানের শেষ দশ দিন কাবার সামনে, ইমাম ঠিক যেখ...
31/03/2024

সালমান এফ. রহমান এখন "মি. হুজুর"!
আসসালামু আলাইকুম,
আলহামদুলিল্লাহ আমি পবিত্র রমজানের শেষ দশ দিন কাবার সামনে, ইমাম ঠিক যেখান থেকে নামাজ পড়ান তার একেবারে পাশে ইবাদত বন্দেগিতে থাকবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহান ও পরম করুণাময়। বরকতময় এই দিনগুলিতে সবাই আমাকে আপনাদের দোয়ায় স্মরণ রাখবেন।

#সালমানএফরহমান

30/03/2024

অন্য ধর্মের উৎসবে (যেমন হোলিখেলায়) অংশ নিয়ে ঈমানটাই না জানি কখন চলে গেছে! ঈমান থাকলে না তাঁর সিয়াম, তারপরে না হালকা হওয়ার প্রশ্ন!
যার ঈমানই নেই তার আবার কীসের সিয়াম??

পবিত্র কা'বার চত্বরে জামাত ও ক‌ওমি ঘরনার আলেমদের মিলনমেলা।আলহামদুলিল্লাহ!
30/03/2024

পবিত্র কা'বার চত্বরে জামাত ও ক‌ওমি ঘরনার আলেমদের মিলনমেলা।

আলহামদুলিল্লাহ!




আলহামদুলিল্লাহ!কার্জন হল, ঢাকা বিশ্ববিদ্যালয়।
28/03/2024

আলহামদুলিল্লাহ!
কার্জন হল, ঢাকা বিশ্ববিদ্যালয়।

তারা সম্ভ্রান্ত পরিবারের ও অন্য ব্যাকগ্রাউন্ডের মানুষ...
28/03/2024

তারা সম্ভ্রান্ত পরিবারের ও অন্য ব্যাকগ্রাউন্ডের মানুষ...

⚠️ পোস্টে কেউ এ্যাংরি রিয়েক্ট দিবেন না।আড়ং এর স্পর্ধা কোথায় গিয়ে পৌঁছেছে দেখুন। পাঞ্জাবির পকেটে অভিশপ্ত কওমের চিহ্ন সেঁট...
28/03/2024

⚠️ পোস্টে কেউ এ্যাংরি রিয়েক্ট দিবেন না।

আড়ং এর স্পর্ধা কোথায় গিয়ে পৌঁছেছে দেখুন। পাঞ্জাবির পকেটে অভিশপ্ত কওমের চিহ্ন সেঁটে দিয়ে এর পক্ষে খোল্লামখোল্লা প্রচারণা চালাচ্ছে।


#বয়কট
েও

আপনার হাতে পায়ে ধরে যদি বলা লাগে বয়কট করেন তবে বুঝে নিবেন আপনার ভেতরকার ঈমান চলে গেছে।




28/03/2024

আজ ১৭ই রমাদান 🌃

ঐতিহাসিক বদর দিবসের শুভেচ্ছ🌸

আড়ং এর স্পর্ধা কোথায় গিয়ে পৌঁছেছে দেখুন। পাঞ্জাবির পকেটে অভিশপ্ত কওমের চিহ্ন সেঁটে দিয়ে এর পক্ষে খোল্লামখোল্লা প্রচারণা ...
28/03/2024

আড়ং এর স্পর্ধা কোথায় গিয়ে পৌঁছেছে দেখুন। পাঞ্জাবির পকেটে অভিশপ্ত কওমের চিহ্ন সেঁটে দিয়ে এর পক্ষে খোল্লামখোল্লা প্রচারণা চালাচ্ছে।


#বয়কট

হালাল‌ এতো সহজ নয়!
24/03/2024

হালাল‌ এতো সহজ নয়!

আমাদের ফিজ❤️
23/03/2024

আমাদের ফিজ❤️

আসসালামুয়ালাইকুম।আল্লাহ হাফেজ!
23/03/2024

আসসালামুয়ালাইকুম।

আল্লাহ হাফেজ!

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন...পিএইচপি কুরআনের আলো ফাউন্ডেশনেরচেয়ারম্যান হাফেজ মাওলানা আবু ইউসুফ  সাহেব (রাহি...
23/03/2024

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন...

পিএইচপি কুরআনের আলো ফাউন্ডেশনের
চেয়ারম্যান হাফেজ মাওলানা আবু ইউসুফ সাহেব (রাহিঃ)‌আর আমাদের মাঝে বেছে নেই। আজ বাংলাদেশ সময় সকাল ৭:৩০টায় তিনি ইন্তেকাল করেছেন।‌
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন।
তাঁর মৃত্যুতে বাংলাদেশ হারালো সত্যিকারের একজন একনিষ্ঠ কুরআনের খাদেমকে আহ্!

কোরআনের পাখিটি আর নেই খবর টি শুনে
~গা টা শিউরে উঠেছে..!😭😭

আল্লাহ শায়েখ Abu Yousuf কে আপনি
~জান্নাত দান করুন...!!🤲😭

কোনদিন আর না ফেরার চেয়ে দেরীতে বাড়ি ফেরা ভালো।
22/03/2024

কোনদিন আর না ফেরার চেয়ে দেরীতে বাড়ি ফেরা ভালো।

21/03/2024

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আরবি বিভাগের সিনিয়র প্রফেসর ও দেশবরেণ্য শায়খুল হাদিস আল্লামা ড. আ ক ম আব্দুল কাদের হাফিজাহুল্লাহুর বর্ণাঢ্য জীবনী।

জোরে বলেন ঠিক কিনা?
21/03/2024

জোরে বলেন ঠিক কিনা?

এক মাসের ব্যবধানে ধার্মিক থেকে মানুষ হয়ে ওঠা।
21/03/2024

এক মাসের ব্যবধানে ধার্মিক থেকে মানুষ হয়ে ওঠা।

"পড়ুয়া মেয়েকে বধুয়া করুন!""যদি একটি পড়ুয়া মেয়ে খুঁজে পান, তাকে আপন করে নিয়েন। রাত দুটোয় ঘুম ভেঙ্গে যদি হঠাৎ দেখেন সে একট...
19/03/2024

"পড়ুয়া মেয়েকে বধুয়া করুন!"

"যদি একটি পড়ুয়া মেয়ে খুঁজে পান, তাকে আপন করে নিয়েন। রাত দুটোয় ঘুম ভেঙ্গে যদি হঠাৎ দেখেন সে একটি বই বুকে জড়িয়ে ধরে অঝরে কাঁদছে, এক কাপ চা দিয়েন তাকে, তারপর শক্ত করে জড়িয়ে ধরে রাখিয়েন। কিছুক্ষণের জন্য সে হয়তো হারিয়ে যাবে,

আপনার হয়তো মনে হবে আপনার বুকে মাথা রেখেও সে আসলে হেঁটে বেড়াচ্ছে অন্য কোনো জগতে।

ভয় পাবেন না, শেষ পর্যন্ত সে আপনার কাছেই ফিরে আসবে। সে এমনভাবে কথা বলবে যেন বইয়ের সব চরিত্রগুলোই বাস্তব, কারণ কিছুক্ষণের জন্য তারা আসলেই তাই।"

11/03/2024

রমাদানের চাঁদ দেখা গেছে। শুরু হলো সিয়াম সাধনা ও তাকওয়ার মাস।

আপনার রমাদান হোক ওদের পণ্যমুক্ত রমাদান। হোক সেটা ফাস্ট ফুড, কোল্ড ড্রিংস কিংবা প্রসাধনী বা অন্য কিছু। দেশি পণ্য দামে বেশি এবং মানে দুর্বল হলেও অসহায় শিশু ও মজলুম ভাইদের প্রতি সহমর্মিতা জানাতে সেগুলোই ব্যবহার করুন।

আমাদের ঘর রাখব ওদের পণ্য থেকে পবিত্র—এটা হোক এই রমাদানের অঙ্গীকার।

অমুক ভার্সিটিতে ভোর পাঁচটায়ও শিক্ষির্থীরা কনসার্টের তালে বুদ হয়ে থাকলে সমস্যা নেই।তমুক ভার্সিটির গালা নাইটে চুম্মাচুম্মি...
11/03/2024

অমুক ভার্সিটিতে ভোর পাঁচটায়ও শিক্ষির্থীরা কনসার্টের তালে বুদ হয়ে থাকলে সমস্যা নেই।

তমুক ভার্সিটির গালা নাইটে চুম্মাচুম্মি করলেও সমস্যা নেই।

র্যাগ ডে নামের নোংরা সংস্কৃতির তালে মাতাল হতে কারো বাঁধা নেই।

সব আপত্তি ইসলামী মূল্যবোধে। তাইতো হিজাব-নিকাবে তাদের এলার্জি, গরুর মাংসে এলার্জি। এখন আবার নতুন করে ইফতার মাহফিলেও এলার্জি দেখা দিচ্ছে।

মাঝেমধ্যে বিভ্রান্তিতে পড়ে যাই আমি কি আদৌ নব্বই শতাংশ মুসলমানের দেশে বাস করি নাকি গার্বেজদের দেশে!!

Today's Best Photo ❤️❤️❤️❤️❤️❤️❤️কুরআন ছাপানোর মেশিন                               •    
10/03/2024

Today's Best Photo
❤️❤️❤️❤️❤️❤️❤️
কুরআন ছাপানোর মেশিন























আলহামদুলিল্লাহ!সৌদি আরবের আকাশে পবিত্র মাহে রমজানের চাঁদ দেখা গেছে। আগামী ১১ই মার্চ সৌদি আরবে প্রথম রোযা পালিত হবে ইনশা ...
10/03/2024

আলহামদুলিল্লাহ!
সৌদি আরবের আকাশে পবিত্র মাহে রমজানের চাঁদ দেখা গেছে। আগামী ১১ই মার্চ সৌদি আরবে প্রথম রোযা পালিত হবে ইনশা আল্লাহ।

বাঙালিকে কীভাবে বোকা** বানানো যায় সেই বিষয়ে শীঘ্রই একটি ব‌ই প্রকাশ করতে যাচ্ছেন বাঙালি যুবকদের আশার বাতিঘর ব্যরিস্টার ...
10/03/2024

বাঙালিকে কীভাবে বোকা** বানানো যায় সেই বিষয়ে শীঘ্রই একটি ব‌ই প্রকাশ করতে যাচ্ছেন বাঙালি যুবকদের আশার বাতিঘর ব্যরিস্টার ছায়েদুল হক সুমন ও বিখ্যাত কলরব শিল্পী বদরুজ্জামান!

আপডেট পেতে চোখ রাখুন, আমাদের পেইজে।






"সুস্থতা আল্লাহ'র বড়ো নিয়ামত"*অনন্ত আম্বানি,* ধনকুবের মুকেশ আম্বানির ছোট ছেলে। বলা হচ্ছে, *অনন্ত'র বিয়ে পৃথিবীর সবচেয়ে ব...
10/03/2024

"সুস্থতা আল্লাহ'র বড়ো নিয়ামত"

*অনন্ত আম্বানি,* ধনকুবের মুকেশ আম্বানির ছোট ছেলে। বলা হচ্ছে, *অনন্ত'র বিয়ে পৃথিবীর সবচেয়ে ব্যায়বহুল বিয়ে।* অনন্ত যে বাড়িতে থাকেন সেটা ২৪ তলা, সেখানে কাজের লোকই হাজারের উপর। যে ঘড়িটা হাতে দেন তার দাম ১৮ কোটি টাকা। খাবার যে পানি আফ্রিকার গহীন জঙ্গল থেকে নিয়ে আসে তার প্রতি গ্লাসের দাম লাখ টাকা। এরকম প্রচুর বলা যায়। তার প্রাক বিবাহের খরচই হাজার কোটি টাকার উপর। *জীবন যাপন রুপকথার মত।*

কিন্তু...

*অনন্ত আম্বানি ছোট বেলা থেকেই একিউট হাপানির রোগী।* শ্বাসকষ্টের জন্য তাকে প্রায় প্রতিদিনই হাই ডোজের স্টেরয়েড নিতে হয়। স্টেরয়েডের সাইড ইফেক্ট হিসাবে নতুন রোগ হিসাবে জন্ম নেয় ওবেসিটি, মুটিয়ে যাওয়া। তার ওজন এখন ২০০ কেজির উপর, দিন দিন সেটা বাড়ছেই। সে স্বাভাবিক কাজকর্ম করতে পারেনা। অল্পতেই হাঁপিয়ে যায়। হরমোনের আধিক্যের কারনে যে মুটিয়ে যাওয়া রোগ হয়, তার চিকিৎসা এখনো আবিস্কৃত হয়নি। অবস্থা এমন, স্টেরয়েড না নিলে হাঁপানি রোগে মৃত্যু, নিলে মৃত্যু অধিক ওজনের কারনে। কঠিন এক অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে তার জীবন। তার সারাদিনের খাদ্যতালিকায় আছে সামান্য কিছু শাক সবজি আর এক ধরনের শ্যাওলা। তারপরও তার ওজন বৃদ্ধি কমানো যাচ্ছে না। প্রাক বিবাহের অনুষ্ঠানে *তার অসুস্থতার কথা যখন সে বলছিল, তখন তার বাবা মা'র চোখ ছিল অশ্রুসজল।* লক্ষ লক্ষ কোটি টাকার মালিক হয়েও কি দুর্বিসহ জীবন।

*আর, আমরা যারা এখনো ইচ্ছেমতো খেতে পারছি, চলতে পারছি, সুস্থ আছি তারা যে কত সৌভাগ্যবান, সেটা কি ভেবে দেখেছেন কখনো। সুস্থতা আল্লাহর অনেক বড় নেয়ামত, সবচেয়ে বড় নেয়ামত।*

—সংগৃহীত

Address


Telephone

+8801767596579

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mr. Hujur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mr. Hujur:

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share