National Tribune

  • Home
  • National Tribune

National Tribune The largest & Latest news site in Bangladesh

22/11/2022

দেখুন ওদের খেলা....

11/08/2022
07/08/2022

National zoo, Dhaka, Bangladesh

কথা বলতে না পারা মানে বোবা নয়।ককলিয়ার ইমপ্লান্ট সার্জারি:ককলিয়ার ইমপ্লান্ট হল ছোট একটা ইলেকট্রনিক ডিভাইস, যার অভ্যন্তরী...
06/08/2022

কথা বলতে না পারা মানে বোবা নয়।

ককলিয়ার ইমপ্লান্ট সার্জারি:
ককলিয়ার ইমপ্লান্ট হল ছোট একটা ইলেকট্রনিক ডিভাইস, যার অভ্যন্তরীণ ও বাহ্যিক এই দুই অংশই রয়েছে। এই ডিভাইস ককলিয়ার নার্ভকে (এর জন্যই কানে শুনতে পারা যায়) উদ্দীপ্ত করে তোলে শব্দের অনুভূতি জাগানোর জন্য। ককলিয়ার ইমপ্লান্ট সার্জারি করালে আপনি আরও ভাল করে কানে শুনতে পারবেন। অবশ্য এটা হারিয়ে যাওয়া শ্রবণ ক্ষমতাকে ফিরিয়ে আনে না।
কেন এটা করা হয়?
আপনাকে ককলিয়ার ইমপ্লান্ট সার্জারি করার কথা বলা হয়, যদি:

১. আপনি এখন দু কানেই শুনতে না-পেয়ে থাকেন
২. শ্রবণ যন্ত্র লাগিয়ে কোনও কাজে আসছে না
৩. আপনি শুনতে পাচ্ছেন, কিন্তু তা স্পষ্ট নয়
৪. আপনার চিকিৎসা সংক্রান্ত এমন কোনও সমস্যা নেই, যার ফলে সার্জারি করে ঝুঁকি বেড়ে যেতে পারে।

এই চিকিৎসা পদ্ধতি প্রয়োগের সময় কী হয়?
জেনারেল অ্যানেস্থেসিয়া করে ককলিয়ার ইমপ্লান্ট সার্জারি করা হয়। মাস্টয়েড হাড়কে খোলার জন্য সার্জন আপনার কানের পেছনে একটা ছেদ করে। ককলিয়াকে পাওয়ার জন্য মুখের স্নায়ুকে শনাক্ত করে মাস্টয়েড হাড় ও মুখের স্নায়ুর মাঝখানে ফাঁকা জায়গা একটা তৈরি করা হয়। ককলিয়া খুলে গেলেই এর মধ্যে ইমপ্লান্ট ইলেকট্রোড ইনসার্ট করে দেওয়া হয়। কানের পেছনে ত্বকের নীচে এই রিসিভার (ইলেকট্রিক ডিভাইস) বসিয়ে দিয়ে ছেদ বন্ধ করে দেওয়া হয়।

এটা করতে কতক্ষণ লাগে?
আপনার অবস্থার উপর নির্ভর করে ককলিয়ার ইমপ্লান্ট সার্জারি করতে প্রায় 2 থেকে 4 ঘণ্টা পর্যন্ত সময় লাগে। এই সার্জারির কথা বিস্তারিত ভাবে আপনাকে আপনার সার্জন বলে দেবেন।
এই চিকিৎসা পদ্ধতি প্রয়োগের পর কী হয়?

আপনার ব্যথা নিরাময়ের জন্য আপনাকে ওষুধ দেওয়া হবে। আপনি কতখানি সুস্থ হয়ে ওঠেন, তার উপর নির্ভর করে আপনাকে হাসপাতাল থেকে ছাড়া হবে। আপনার ফলো-আপ ভিজিটের দিনক্ষণ ঠিক করা হবে। 4-6 সপ্তাহ পর এই ডিভাইসের বাহ্যিক অংশটাকে যোগ করা হবে। এই বাহ্যিক ডিভাইসটার যত্ন কী ভাবে নিতে হয় এবং কী ভাবে এটাকে ব্যবহার করতে হয়, সেসব আপনি জেনে যাবেন। আপনাকে হয়তো স্পিচ-ল্যাঙ্গোয়েজ থেরাপিস্ট ও অডিওলজিস্টের কাছে যাওয়ার পরামর্শ দেওয়া হতে পারে।

এটা কি বাচ্চাদের জন্য উপযুক্ত?
হ্যাঁ, ককলিয়ার ইমপ্লান্ট সার্জারি করলে শিশুদেরও উপকার হয়। বাচ্চারা যে-বয়সে কথা বলতে ও ভাষা শিখতে শুরু করে সেই রকম একটা গুরুত্বপূর্ণ সময়ে তারা শব্দের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগও পাবে। আপনি আমাদের বিশেষজ্ঞের কাছে গিয়ে এ সম্পর্কে কথা বলতে পারেন।

ককলিয়ার ইমপ্লান্ট সার্জারি সবার জন্যই কি উপযুক্ত?
ককলিয়ার ইমপ্লান্ট সার্জারি সবার জন্য সঠিক পদ্ধতি না-ও হতে পারে। ককলিয়ার ইমপ্লান্টের বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে আপনাকে দেখা করতে হবে, তিনি কিছু পরীক্ষা করে দেখবেন এবং আপনাকে অন্য কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসক (যেমন অডিওলজিস্ট, স্পিচ-ল্যাঙ্গোয়েজ থেরাপিস্ট প্রমুখ)-এর কাছে পাঠাবেন, তাঁরা কী মতামত দেন তা জানার জন্য। এইসব রিপোর্টের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে যে ককলিয়ার ইমপ্লান্ট সার্জারির জন্য আপনি উপযুক্ত কি না। সূত্র: ইন্টারনেট।

ঢাকা সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সেমিনার "গণতন্ত্র ও গণমাধ্যমের স্বাধীনতা" শীর্ষক আলোচনা সভা চলছে। জাত...
04/08/2022

ঢাকা সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সেমিনার "গণতন্ত্র ও গণমাধ্যমের স্বাধীনতা" শীর্ষক আলোচনা সভা চলছে। জাতীয় প্রেস ক্লাবে এই সভায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন। এছাড়া আছেন
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ও বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, বিএফইউজের সাবেক সভাপতি রুহুল আমিন গাজী, বিএফইউজের সভাপতি এম আবদুল্লাহ, মহাসচিব নূরুল আমিন রোকন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাদের গণি চৌধুরী, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান, ডিইউজের সাবেক সভাপতি কবি আবদুল হাই শিকদার, সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ বাকের হোসাইন প্রমূখ।

23/07/2022

গীবত করা মৃত ভাইয়ের গোশত খাওয়ার সমান।

বর্তমান সময়ে গীবত একটি সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। আমরা কমবেশি প্রায় সকলেই এর সাথে জড়িত। মানুষ একজনের দোষ- ক্রটি অন্য মানুষের কাছে বলে বেড়ানোতে তৃপ্তি ও আনন্দ অনুভব করে থাকে। অথচ গীবত এমন এক বদভ্যাস যা পুরো সমাজকে ধবংস করে দেয়। গীবত এমন এক নেশার বস্তু যা মু’মিনের নেক আমলকে বাতিল করে দেয়। গীবত জঘন্যতম অপরাধ। গীবত করা মৃত ভাইয়ের গোশত খাওয়ার সমান। তাই আমাদেরকে অবশ্যই গীবত বা পরচর্চা থেকে দূরে থাকতে হবে।

গীবত কাকে বলে :
বিনা প্রয়োজনে কোন ব্যক্তির অনুপস্থিতিতে তার এমন দোষ- ক্রটি বর্ণনা করা যা শুনলে সে অসন্তুষ্ট হবে, তাকেই শরীয়তের পরিভাষায় গীবত বা পরনিন্দা বলে। এটা বিভিন্নভাবে হতে পারে। যেমন – মুখের দ্বারা, লেখনির দ্বারা, অঙ্গ- প্রতঙ্গের দ্বারা। আবার এটা মুসলিম – অমুসলিম যে কারো ব্যাপারে হতে পারে। যদি বর্ণিত দোষগুলো ব্যক্তির মধ্যে বিদ্যমান থাকে তবে তা গীবত হবে, আর যদি তা ব্যক্তির মধ্যে বিদ্যমান না থাকে তবে তা হবে অপবাদ। সুতরাং জায়েজ ক্ষেত্র ছাড়া কারো যেকোনো প্রকারের দোষ অপরের কাছে বর্ণনা করা থেকে বিরত থাকা কর্তব্য।

একটি হাদীসে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দরভাবে গীবতের পরিচয় বর্ণনা করেছেন। হযরত আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সাহাবাগণকে লক্ষ্য করে বলেন, তোমরা কি জান গীবত কি? সাহাবাগণ উত্তরে বললেন, আল্লাহ ও তাঁর রাসূল ভাল জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,

“গীবত হলো তোমার ভাই সম্পর্কে এমন কথা বলা যা সে অপছন্দ করে। জিজ্ঞেস করা হলো, আমি যা বলি তা যদি আমার ভাইয়ের মধ্যে বিদ্যমান থাকে, তাহলে এটাও কি গীবত হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যা বল তা যদি তার মধ্যে বিদ্যমান থাকে তাহলে সেটাই গীবত। আর তুমি যা বল তা যদি তার মধ্যে না থাকে, তাহলে সেটা হবে তোহমাত। অর্থাৎ মিথ্যা অপবাদ। “
ইমাম নববী (রহ.) বলেন – ” গীবত হল কোন ব্যক্তিকে এমনভাবে উল্লেখ করা যায় সে অপছন্দ করে, চাই তা প্রকাশ্যে হোক বা ইশারা – ইংঙ্গিতে হোক “।

জরায়ুমুখ ক্যানসারের টিকা আনলো ইনসেপ্টাদেশের প্রথম ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠান ইনসেপ্টা ভ্যাকসিন লি. বাংলাদেশে প্রথমবা...
19/07/2022

জরায়ুমুখ ক্যানসারের টিকা আনলো ইনসেপ্টা

দেশের প্রথম ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠান ইনসেপ্টা ভ্যাকসিন লি. বাংলাদেশে প্রথমবারের মতো জরায়ুমুখ ক্যান্সারের ভ্যাকসিন ‘প্যাপিলোভ্যাক্স’ বাজারজাত শুরু করেছে।

সোমবার (১৮ জুলাই) এক বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি এ তথ্য জানায়।

এতে বলা হয়, প্যাপিলোভ্যাক্স টিকা জরায়ুমুখ ক্যানসার থেকে সুরক্ষা দেয়। প্যাপিলোভ্যাক্স এই ক্যানসারের জন্য দায়ী এইচপিভি ভাইরাসকে প্রতিরোধ করে। বাংলাদেশে ক্যানসারে নারীদের মৃত্যুর দ্বিতীয় প্রধান কারণ মধ্যে জরায়ুমুখ ক্যানসার। এই ক্যানসারে মৃত্যুর প্রধান কারণ অসচেতনতা এবং অনেক বছরের অবহেলা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, প্রতি বছর দেশে ১০ হাজারের বেশি নারী জরায়ুমুখ ক্যানসারে মারা যান এবং পাঁচ কোটিরও বেশি নারী এর ঝুঁকিতে রয়েছেন। ৯ থেকে ৪৫ বছর পর্যন্ত সব সুস্থ নারীকে এই টিকা দেওয়ার মাধ্যমে বাংলাদেশ জরায়ুমুখ ক্যানসার নির্মূলের পথে অনেকটা এগিয়ে যাবে। এই টিকা দেশে বিদ্যমান অনেকদিনের চাহিদা পূরণে সহায়ক হবে।

এছড়াও প্যাপিলোভ্যাক্স আধুনিক প্রি-ফিলড সিরিঞ্জও বাজারজাত হচ্ছে। প্রি-ফিলড সিরিঞ্জে সম্পূর্ণ ডোজ এসেপ্টিক পরিবেশে তৈরি করা হয় এবং সম্পূর্ণ স্টেরাইল প্যাকেজিংয়ে নিয়ন্ত্রিত তাপমাত্রায় বাজারে দেওয়া হয়। প্রি-ফিলড সিরিঞ্জে ভ্যাকসিন সরাসরি প্রয়োগ করা সহজ এবং আলাদা করে মাত্রা পরিমাপের প্রয়োজন নেই। ফলে আরও নিরাপদে ও সহজে সঠিকমাত্রার ডোজে ভ্যাকসিন দেওয়া যাবে। সূত্র : জাগো নিউজ টুয়েন্টিফোর ডটকম।

করোনা আক্রান্ত স্বেচ্ছাসেবক দলের সহকারি সম্পাদক ইফতেখায়রুজ্জামান শিমুল   বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সহ সাধার...
18/07/2022

করোনা আক্রান্ত স্বেচ্ছাসেবক দলের সহকারি সম্পাদক ইফতেখায়রুজ্জামান শিমুল


বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সহ সাধারণ সম্পাদক কাজী ইফতেখায়রুজ্জামান শিমুল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি বর্তমানে নিজ বাসায় আইসোলেশনে আছেন।

সুস্থতার জন্য তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

18/07/2022

হারিকেন কেনার প্রস্তুতি নিতে হবে।
১. আজ থেকে বন্ধ থাকবে ডিজেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্র।
২. আগামীকাল থেকে এলাকাভিত্তিক লোডশেডিং।
৩. সপ্তাহে একদিন বন্ধ থাকবে পেট্রোল পাম্প।
৪. রাত ৮টার পর থেকে শপিং মল বন্ধ থাকবে।
৫. মসজিদে এসি না ব্যবহারের আহ্বান।

শ্রীলঙ্কায় জরুরি অবস্থা জারিশ্রীলঙ্কার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ও বর্তমান প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে দেশজুড়ে জরুরি অব...
18/07/2022

শ্রীলঙ্কায় জরুরি অবস্থা জারি

শ্রীলঙ্কার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ও বর্তমান প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। এটি সোমবার (১৮ জুলাই) থেকে কার্যকর হচ্ছে।

বিক্রমাসিংহে একটি নোটিশ জারি করেছেন, যেখানে তিনি বলেন যে জননিরাপত্তা, শৃঙ্খলা রক্ষা এবং প্রয়োজনীয় সরবরাহ ও পরিসেবার রক্ষণাবেক্ষণের স্বার্থে জনসাধারণের জন্য জরুরি অবস্থা জারি করা প্রয়োজন।

আগামী ২০ জুলাই দেশটির নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হবে। পার্লামেন্টে ভোটাভুটির আগে জরুরি অবস্থা জারি করা হলো।

18/07/2022

হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দুই সেজদার মাঝে এ দোয়া পড়তেন-
اللَّهُمَّ اغْفِرْ لِي وَارْحَمْنِي وَعَافِنِي وَاهْدِنِي وَارْزُقْنِي
উচ্চারণ : আল্লাহুম্মাগফিরলি, ওয়ারহামনি, ওয়া আফিনি, ওয়াহদিনি, ওয়ারযুকনি।
অর্থ : হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন, আমার উপর রহম করুন, আমাকে শান্তি দান করুন, আমাকে হেদায়েত দান করুন এবং আমাকে রিজিক দান করুন।’ (আবু দাউদ)

নতুন শিক্ষাক্রমে থাকছে যেসব বিষয়ঃ👉 ২০২৩ সাল থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠানে সপ্তাহে (শুক্র ও শনিবার) দু’দিন ছুটি থাকবে।👉  পি...
17/07/2022

নতুন শিক্ষাক্রমে থাকছে যেসব বিষয়ঃ
👉 ২০২৩ সাল থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠানে সপ্তাহে (শুক্র ও শনিবার) দু’দিন ছুটি থাকবে।
👉 পিইসি ও জেএসসি পরীক্ষা বাতিল করা হয়েছে। অর্থাৎ, দশম শ্রেণির আগে কোনো কেন্দ্রীয় বা পাবলিক পরীক্ষা নেই।
👉 তৃতীয় পর্যন্তও কোনো পরীক্ষা থাকবে না।
👉 চতুর্থ শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত ৪০ আর একাদশ ও দ্বাদশ শ্রেণিতে ৩০ শতাংশ মূল্যায়ন হবে শিক্ষাপ্রতিষ্ঠানে।
👉 বিজ্ঞান, মানবিক ও বিজনেস স্টাডিজ বলতে মাধ্যমিকে কোনো বিভাগ থাকবে না। এটি চালু হবে এইচএসসিতে।
👉 দশম শ্রেণির পাঠ্যসূচির ওপরই বোর্ড পরীক্ষায় এসএসসির ফল হবে
👉 প্রাক্-প্রাথমিকের শিশুদের জন্য আলাদা বই থাকবে না, শিক্ষকেরাই শেখাবেন।
👉 প্রাথমিকে পড়তে হবে আটটি বই।
👉 নতুন শিক্ষাক্রমে প্রাক্-প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত ১০ ধরনের শেখার ক্ষেত্র ঠিক করা হয়েছে। এগুলো হলোঃ-
১) ভাষা ও যোগাযোগ,
২) গণিত ও যুক্তি,
৩) জীবন ও জীবিকা,
৪) সমাজ ও বিশ্ব নাগরিকত্ব,
৫) পরিবেশ ও জলবায়ু,
৬) বিজ্ঞান ও প্রযুক্তি,
৭) তথ্য ও যোগাযোগপ্রযুক্তি,
৮) শারীরিক ও মানসিক স্বাস্থ্য এবং সুরক্ষা,
৯) মূল্যবোধ ও নৈতিকতা এবং
১০) শিল্প ও সংস্কৃতি।

মানবদেহে পরীক্ষার অনুমতি পেয়েছে বঙ্গভ্যাক্সন্যাশনাল ট্রিবিউন ডেস্ক:অবশেষে মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগের অনুমতি পেয়েছে দে...
17/07/2022

মানবদেহে পরীক্ষার অনুমতি পেয়েছে বঙ্গভ্যাক্স

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক:
অবশেষে মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগের অনুমতি পেয়েছে দেশে তৈরি গ্লোব বায়োটেক লিমিটেডের করোনাভাইরাস প্রতিরোধী টিকা বঙ্গভ্যাক্স। গত বছরের ২৩ নভেম্বর বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদের (বিএমআরসি) মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগের অনুমতি মিললেও ওষুধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদনের অপেক্ষায় প্রহর গুণতে হয় দীর্ঘদিন।

আজ রোববার বিকেলে গ্লোব বায়োটেকের কোয়ালিটি অ্যান্ড রেগুলেটরি বিভাগের জ্যেষ্ঠ ব্যবস্থাপক ড. মোহাম্মদ মহিউদ্দিন সাংবাদিকদের বলেন, আজ দুপুরে ওষুধ প্রশাসন অধিদপ্তর অনুমোদনের বিষয়টি আমাদেরকে জানিয়েছে। আমরা বিষয়টি নিয়ে আলোচনার মাধ্যমে পরবর্তী করণীয় নির্ধারণ করব।

এ বিষয়ে বঙ্গভ্যাক্স ক্লিনিক্যাল ট্রায়াল গবেষক দলের প্রধান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব বলেন, মানবদেহে প্রথম ধাপের পরীক্ষামূলক প্রয়োগের ছাড়পত্র পেয়েছে দেশীয় কোম্পানি গ্লোব বায়োটেকের তৈরি করোনার টিকা বঙ্গভ্যাক্স। ৬০ জনকে নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) এই টিকার ট্রায়াল শুরু হবে।

প্রাথমিক ফলে এই টিকা ডেল্টাসহ বিশ্বে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের ১১টি ভ্যারিয়েন্টের বিরুদ্ধে শতভাগ কার্যকর বলে দাবি করছে উৎপাদনকারী প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক লিমিটেড। এর আগে এই টিকার অ্যানিমেল ট্রায়ালও সফলভাবে সম্পন্ন হয়েছে বলে দাবি করছে প্রতিষ্ঠানটি। গ্লোব কর্তৃপক্ষ জানিয়েছে, বঙ্গভ্যাক্স টিকাটি প্রাকৃতিক বিশুদ্ধ এমআরএনএ (মেসেঞ্জার রাইবোনিউক্লিক এসিড) দিয়ে তৈরি, তাই এটি সবচেয়ে বেশি নিরাপদ ও কার্যকর হওয়ার সুযোগ রয়েছে। বঙ্গভ্যাক্স টিকা এক ডোজের। এটি অনুমোদন পেলে বিদেশেও চাহিদা তৈরি হবে।

গ্লোব বায়োটেক লিমিটেড ২০২০ সালের ২ জুলাই দেশে প্রথমবারের মতো করোনার টিকা আবিষ্কারের ঘোষণা দেয়। এর প্রায় সাড়ে তিন মাসের মাথায় ১৫ অক্টোবর গ্লোব বায়োটেকের তিনটি টিকাকে অনুমোদনপ্রার্থী তালিকায় অন্তর্ভুক্ত করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। গ্লোব বায়োটেকই বিশ্বের একমাত্র প্রতিষ্ঠান যাদের সর্বোচ্চ তিনটি টিকা অনুমোদনপ্রার্থী তালিকায় রয়েছে।

এরপর গত বছরের ১৭ জানুয়ারি বঙ্গভ্যাক্সের প্রথম ও দ্বিতীয় পর্যায়ের নীতিগত পরীক্ষার জন্য বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল বিএমআরসির কাছে প্রটোকল জমা দেওয়া হয়। এরপর বিএমআরসির চাহিদা অনুযায়ী সংশোধিত প্রটোকল জমা দেওয়া হয় ১৭ ফেব্রুয়ারি। পরে ২০২১ সালের ২২ জুন বিএমআরসি মানবদেহে বঙ্গভ্যাক্সের পরীক্ষা চালানোর অনুমতি দেয়, যদিও এর আগে বানর বা শিম্পাঞ্জির দেহে পরীক্ষা করার শর্ত দেওয়া হয়। গত ১ আগস্ট প্রতিষ্ঠানটি বানরের দেহে ট্রায়াল শুরু করে, যা শেষ হয় ২১ অক্টোবর। সূত্র : এনটিভি অনলাইন।

17/07/2022

লিটারে সয়াবিন তেলের দাম ১৪ টাকা কমে ১৮৫

বিশ্ববাজারে ভোজ্য তেলের দাম কমে যাওয়ায় দেশের বাজারেও আজ দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হলো।

নতুন দর অনুযায়ী, প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম প্রায় ৭ শতাংশ কমে ১৮৫ টাকায় বিক্রি হবে। আজ রোববার পর্যন্ত বাজারে এই তেলের দাম ছিল ১৯৯ টাকা। আর ৯৮০ টাকার পাঁচ লিটারের বোতলের নতুন দাম হবে ৯১০ টাকা।

আজ বাণিজ্য মন্ত্রণালয়ে তেলের মিল ও পরিশোধনকারী প্রতিষ্ঠানের মালিকদের সঙ্গে বৈঠক থেকে সরকার নতুন দাম নির্ধারণ করে দেয়।

বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ টেলিফোনে বলেন, ভোজ্য তেলের নতুন দাম সোমবার থেকে কার্যকর হবে।

তিনি আরও জানান, প্রতি লিটার পাম তেলের দাম লিটারে ৬ টাকা কমে হবে ১৫২ টাকা। সূত্র: স্টার অনলাইন।

17/07/2022

ঈদে সড়ক দূর্ঘটনায় ৩২৪ জন নিহত

এবারের ঈদযাত্রায় ৫ থেকে ১৬ জুলাই ১২ দিনে সড়কে এক হাজার ৯৫৬টি দুর্ঘটনায় ৩২৪ জন প্রাণ হারিয়েছেন। এছাড়া আহত হয়েছেন এক হাজার ৬১২ জন। সেই সঙ্গে প্রায় সোয়া কোটি মানুষের ঈদযাত্রায় ভোগান্তি তো ছিলই। রবিবার (১৭ জুলাই) সেভ দ্য রোডের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। সূত্র: ইত্তেফাক।

কমলাপুর রেলস্টেশনে অবস্থান কর্মসূচিতে অনড় ঢাবির সেই শিক্ষার্থীদীর্ঘ ১০ দিন পরও রাজধানীর কমলাপুর রেলস্টেশনে অবস্থান কর্মস...
17/07/2022

কমলাপুর রেলস্টেশনে অবস্থান কর্মসূচিতে অনড় ঢাবির সেই শিক্ষার্থী

দীর্ঘ ১০ দিন পরও রাজধানীর কমলাপুর রেলস্টেশনে অবস্থান কর্মসূচিতে অনড় রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী মহিউদ্দিন রনি।

বাংলাদেশ রেলওয়ের বর্তমান টিকিট ব্যবস্থা, নিরাপত্তা নিশ্চিতকরণ ও যাত্রী হয়রানি বন্ধসহ ছয় দফা দাবি নিয়ে গত ৭ জুলাই থেকে এই অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন তিনি।

বাংলাদেশ প্রতিদিন অনলাইনের এক খবরে জানা যায়, মহিউদ্দিন রনি “গত ৭ জুলাই থেকে অবস্থান কর্মসূচি পালন করছে। ছয় দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন বলে রোববার বাংলাদেশ প্রতিদিনকে জানান তিনি।

যত বাধা-ই আসুক, কর্মসূচি থেকে পিছপা হব না। ”
এ সময় তিনি আরও বলেন, “আমি বিভিন্ন দফতরে দাবি সংক্রান্ত কাগজপত্র দাখিল করব। সেই কাগজগুলো এখন প্রস্তুত করছি। সেজন্য কিছু সময়ের জন্য স্টেশন চত্বর ত্যাগ করে হলে গিয়েছিলাম, যেন সেই কাগজগুলো ঠিকমতো দাখিল করতে পারি।

আর সেই অবস্থান কর্মসূচিও চলছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে। ”
ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মহিউদ্দিন রনি। এর আগে গত এপ্রিলে ঢাকা বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রের আধুনিকায়নের দাবিতে অনশন করেন তিনি।

গত মাসে রেলের টিকিট কিনতে গিয়ে হয়রানির শিকার হওয়ার পর ৭ জুলাই থেকে কমলাপুর রেলস্টেশনের টিকিট কাউন্টারের সামনে অনশন শুরু করেন রনি। ১০ জুলাই ঈদের দিনও তিনি স্টেশনে এই কর্মসূচি পালন করেন।
গত ১৩ জুন বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইট থেকে ঢাকা-রাজশাহী রুটের ট্রেনের আসন বুক করার চেষ্টা করেন মহিউদ্দিন। কিন্ত মুঠোফোনে ভেরিফিকেশন কোড (যাচাইকরণ কোড) দিয়ে তার পিন কোড (গোপন কোড) ছাড়াই অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হয়। মহিউদ্দিন ট্রেনের কোনও আসন পাননি, এমনকি কেন টাকা নেওয়া হল, সে বিষয়ে কোনও ডকুমেন্টও (রসিদ) তাকে দেওয়া হয়নি।

সেদিন কমলাপুর রেলস্টেশনে সার্ভার কক্ষে অভিযোগ জানালে সেখান থেকে তাকে ‘সিস্টেম ফল’ করার কথা বলা হয় এবং ১৫ দিনের মধ্যে টাকা না পেলে আবার যেতে বলা হয়। কিন্তু ওই মুহূর্তে ওই কক্ষে থাকা কম্পিউটার অপারেটর ৬৮০ টাকার আসন ১ হাজার ২০০ টাকায় বিক্রি করেন বলে অভিযোগ মহিউদ্দিনের।

যে ছয় দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন মহিউদ্দিন, সেগুলো হল- টিকিট কেনার ক্ষেত্রে যাত্রী হয়রানি অবিলম্বে বন্ধ করা ও হয়রানির ঘটনায় তদন্ত করে ব্যবস্থা নেওয়া, যথোপযুক্ত পদক্ষেপের মাধ্যমে টিকিট কালোবাজারি প্রতিরোধ, অনলাইনে কোটায় টিকিট ব্লক করা বা বুক করা বন্ধ করা ও অনলাইন-অফলাইনে টিকিট কেনার ক্ষেত্রে সর্বসাধারণের সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করা, যাত্রী চাহিদার সঙ্গে সংগতি রেখে ট্রেনের সংখ্যা বৃদ্ধিসহ রেলের অবকাঠামো উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া, ট্রেনের টিকিট পরীক্ষক-তত্ত্বাবধায়কসহ অন্য দায়িত্বশীলদের কর্মকাণ্ড সার্বক্ষণিক নজরদারি ও শক্তিশালী তথ্য সরবরাহ ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে রেলসেবার মান বাড়ানো এবং ট্রেনে ন্যায্য দামে খাবার বিক্রি, বিনামূল্যে বিশুদ্ধ পানি সরবরাহ ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করা। সূত্র: বাংলাদেশ প্রতিদিন।

17/07/2022

স্পেনে দাবদাহ:
স্পেনে দুই দফায় গরমে ৯১৩ জনের মৃত্যু।
প্রথম দফায় ১১ জুন থেকে ২০ জুন পর্যন্ত ৮২৯ জনের মৃত্যু হয়।
সবশেষে গত চব্বিশ ঘন্টায় আরও ৮৪জনের মৃত্যু হয়।

16/07/2022

♦স্পেনে তাপপ্রবাহে ৮৪জনের মৃত্যু।
♦যুক্তরাজ্যে খরতাপে জরুরি অবস্থা ঘোষণা।
♦বাংলাদেশে ৭জেলায় সড়ক দূর্ঘটনায় ২১জন নিহত।

16/07/2022

বগুড়ায় দুইদিনে সড়কে ঝরল ৮ প্রাণ

বগুড়ায় পৃথক সড়ক দূর্ঘটনায় সড়কে ঝরে পড়ল ৮ জনের শনিবার প্রাণ। শনিবার (১৬ জুলাই) সকাল ও শুক্রবার (১৫ জুলাই) বিকেলে এসব দুর্ঘটনা ঘটে।
জানা যায়, জেলার কাহালুর দরগাহহাট এলাকায় শনিবার সকাল সাড়ে ৮টার দিকে প্রাইভেটকার ও মিনিট্রাকের সংঘর্ষে বাবা-ছেলেসহ ৪ জন নিহত হয়েছেন।

নিহতরা হলেন- নওগাঁর ধামইরহাটের তানছের আলী (৬০), তার ছেলে টগর আলী (৩৫), মফিজ উদ্দিনের ছেলে আব্দুর রহমান (৩৫) এবং প্রাইভেটকারের চালক পত্নীতলা এলাকার মান্নুর ছেলে সুমন(৩০)। এতে শাকিল (২০) নামে আরও এক যুবক গুরুতর আহত হয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমবার হোসেন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে, শুক্রবার (১৫ জুলাই) বিকেল সাড়ে তিনটার দিকে জেলার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের ঘোগা ব্রিজ এলাকায় যাত্রীবাহী দুই বাসের সংঘর্ষে চার যাত্রী নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

16/07/2022

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

রাজধানীর কারওয়ান বাজারে গাড়ির চাকায় পিষ্ট হয়ে ইব্রাহিম বিশ্বাস (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার(১৬জুলাই) ভোরে এই দুর্ঘটনা ঘটে। পরে পুলিশ গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহাবুদ্দিন সাংবাদিকদের জানান, আমরা খবর পেয়ে কারওয়ান বাজার পান্থকুঞ্জ পার্কের কোনায় রক্তাক্ত অবস্থায় তাকে দেখতে পাই। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

16/07/2022

টাঙ্গাইলের মির্জাপুরে বাস-ট্রাক ও মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩

Address


Alerts

Be the first to know and let us send you an email when National Tribune posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to National Tribune:

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share