Sky24tv

Sky24tv SKY24TV

21/09/2023

মর্মান্তিক মৃত্যুর ঘটনা!এই মাত্র খবর! রাস্তার পানিতে বিদ্যুৎ!নবজাতক শিশুটি বেচে গেছে। ৪জন পথচারীর মৃত্যু!
কয়েকদিন ধরে বৃষ্টির পানি রাস্তায় জমে থাকা স্থানে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে ঢাকা কমার্স কলেজের সামনের
এই ঘটনা ঘটে আজ ২১/০৯/২০২৩ বৃস্পতিবার

06/09/2023

সেই সময়কার মাঠ পর্যায়ের ত্যাগী হাজারো নারী কর্মী এখনো অবহেলিত!জীবনে সব হাড়িয়ে খুব অসহায় ভাবে দিন কাটাচ্ছে যে আওয়ামীলীগ নারী কর্মীরা।তাদের বাস্তবতা প্রকাশ করুন।

20/08/2023

এই প্রথম আমেরিকায় ইসলামিক "মুনা" কনফারেন্সে কোরআনের অলৌকিক ক্ষমতা তার মূল্যায়ন বিশ্বের মানুষের কাছে সুন্দর ভাবে উপস্থাপন করলেন ড.আজহারি"

18/08/2023

লক্ষ করুন। জুদিয়া হেবরনের পাহাড়ি অঞ্চলে।
ইসরাইলের সৈন্যরা ফিলিস্তিনের বাচ্চাদের সাথে নাচছে কতইনা সুন্দর দৃশ্য সেটা যদি সারা জীবনের জন্য বাস্তবায়ন হতো, কতইনা সুন্দর হতো!

14/08/2023

আজ ১৪আগস্ট ২০২৩.সোমবার ছিলেন রোজা সাঈদি। আজ মারা যাওয়ার আগে কারাগার থেকে বঙ্গবন্ধু মেডিক্যাল হাসপাতালে নেয়া হচ্ছে। প্রচন্ড ভাপ্সা গরমে অসুস্থতা অনুভব করছিলেন।
আল্লাহ তাকে ক্ষমা করুন।

13/08/2023
13/08/2023

what a definition?

03/08/2023

সেরা উপদেশ

31/07/2023

দেশ থেকে শকুন বিলুপ্ত! তাই বিভিন্ন রোগ বালাই ছেয়ে গেছে সমগ্র দেশ।শকুন পচা জিনিস খেয়ে পরিবেশের ভারসাম্য রক্ষাকারী এক বিরাট উপকারী প্রানী। মাত্র ৬০ সেকেন্ডে একটা হরিন খেয়ে ফেল্ল শকুনের দল! মনে রাখবেন পচা প্রানী,পানি মাটিতে মিশে রোগ বালাই ছড়ায়,পানি,বাতাস, মাছি বাহক হয়ে। যদি শকুন থাকে, তাহলে তাদের দল এসে এটা খেয়ে ফেলে তখন বিভিন্ন রোগ থেকে মানুষ রক্ষা পায়।

20/07/2023

নৃশংসতার বর্ণনা দিতে গিয়ে এই প্রথম কেঁদে ফেললেন র‍্যাবের মুখপাত্র। গর্ভের শিশুকে পেট থেকে বের করে নৃশংসভাবে হত্যা

14/07/2023

সেদিন নিউইয়র্কে শামিম ওসমানের সাথে প্রবাসী BNPরা যা ঘটিয়েছিল,তার সম্পুর্ন ভিডিও।গ্রেট হিরোর সাথে সেল্ফি তোলার হিরিক।বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার সম্মান রক্ষার্থে যেকোন স্থানে আপোষহীন নাঃগঞ্জের এক শামিম ওসমান।

10/07/2023

1978,1986 এবং ২০২২ সালের আর্জেন্টিনার ৩ টি বিশ্বকাপ ফাইনাল ম্যাচ জয়ের হটলাইন দেখুন।

02/04/2023

আমরা তিন ভাই মিলে একটি রুটি খাই,
আর তুরা দুই ভাই মিলে সারা দেশটাকে খাচ্ছিশ,
এটাকি তুদের বাপের দেশ?
তিন সাহসী সন্তান, ইমরান খানের সামনে দাঁড়িয়ে এভাবেই কবিতার ভঙ্গিতে ইমরান খানকে সাহস যোগাচ্ছেন।

২৬ টি মুসলিম দেশের সার্ভে ৬১.৫৮% জনপ্রিয়তা ১ম স্হান ইমরান খান এবং ৫১.৫৬ % জনপ্রিয়তায় ২য় স্হান তাইয়্যেব এরদোগান।৩ বছর ৮ মাস ক্ষমতায় ছিল ২৫ পয়সার দুর্নীতি মামলায় জড়াতে পারেনি বর্তমান ক্ষমতাসীন সরকার তারপরও মামলা হয়েছে ১২৭ টি।সেনা বাহিনী,পুলিশ,আদালত সব মিলে তাকে গ্রেপ্তার করতে পারেনি কারন নীরিহ জনগন তাকে বর্তমান মাসিহ হিসেবে কবুল করে নিয়েছে।জনগন মরতে রাজি কিন্তু ইমরান খানকে গ্রেপ্তার হতে রাজি নয়॥একজন প্লে বয় থেকে পুরো মুসলিম বিশ্বের হিরো বনে গেছে আসলে আল্লাহ যাকে হেদায়েত দান করেন তাকে সব দিক দিয়েই হেফাজত করেন।৭% জনপ্রিয়তা থেকে আজ পাকিস্তানে ৭১% জনপ্রিয়তা এই নেতা।বাচ্ছা থেকে বুরো,হাজারো মানুষ কাবা শরীফে গিয়ে তার দির্ঘায়ু ও হেফাজতের দোয়া করছে যা আর কোন নেতার জন্য দেখার ভাগ্য হয়নি॥বর্তমান পরিস্হীতি থেকে আল্লাহ তাকে হেফাজত করেন,আমিন।

30/03/2023

2023সাল থেকে ফুটবলে আজীবন বিশ্ব সেরা ঘোষনা করলেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী ফুটবলার লিওনেল মেসিকে।
Leo Messi Statue❤️

CONMABLE, the South American football governing body, unveiled the sculpture of Lionel Messi, the best football player of all time. 💚🤗 AFA - Selección Argentina Md. Nafis Ikbal Angel Di María Antonela Roccuzzo

21/02/2023

অসম্ভবকে সম্ভব করলেন মেসি।গত পরশুর রুদ্ধশ্বাস ম্যাচে আবারও প্রমান করলেন মেসিই সেরা। PSG 3বনাম LoSe3..এক্সট্রা টাইমে ফ্রিকিক নিলেন মেসি। হয়ে গেলো গোল! একেই বলে জাদু আর psgর মেসির শত্রুরা হয়ে গেলো মেসি ভক্ত।
ম্যাচে ৩-৩ গোলে সমতা
শেষ মিনিট চলছে খেলার ..
নিশ্চিত ড্র এর দিকে যাচ্ছে ম্যাচ , এমন সময় ডিবক্সের বাইর থেকে ফ্রি কিক নিবেন মেসি ..
মেসি প্রস্তুত কিক নেওয়ার জন্য , পুরো স্টেডিয়ামে মেসি - মেসি জয়ধ্বনী

মেসি নিলেন শট 👌
বার এবং কিপারকে পরাস্ত করে বল জালে ✌️
পিএসজিকে বাঁচালেন মেসি , যেমনটা বাচায় আর্জেন্টিনাকে

মহুর্থেই মাস দুয়েক আগে বিশ্বকাপ ফাইনালের প্রতিদ্বন্ধী এমবাপ্পে এসে জড়িয়ে ধরলেন এবং বিশ্বের সকল সেরা প্লেয়ারগন নতশির করে সেলুট জানালেন মেসিকে।

যে ক্লাবের কতিপয় উগ্র সমর্থকদের কারণে মেসি ক্লাব মাঠে বিশ্বকাপ নিয়ে শোডাউন করতে পারেনি সেই মেসি তাদের সবাইকে বাধ্য করলেন মেসি, মেসি বলে জয় উল্লাস করতে

লিওনেল মেসি এভাবেই সবাইকে বাধ্য করেন তাকে ভালবাসতে

এজন্যই বুঝি মেসি সর্বকালের সেরা ১৭/২/২০২৩

17/02/2023

বস্তির বাচ্চার এতো সুন্দর গোছানো বক্তব্য! অবাক! শুনে।
রোহীঙ্গারা এ দেশে থাকতে পারলে আমরা কেন থাকতে পারমুনা। (একজন ভুমিহীনের আকুতি)
বস্তি উচ্ছেদে প্রতিবাদী শিশুর বক্তব্য ভাইরাল।

15/02/2023

জীবিত উদ্ধার হওয়া শিশুর কানে আজান দিয়ে নাম রাখলেন এরদোয়ান

“বিস্তারিত কমেন্টে”

15/02/2023

চিৎকার দিয়ে কান্না করবেন যদি এই দৃশ্য দেখেন😥সিরিয়ান ভূমিকম্পে এক আরব শিশু প্রায় ৭দিন পর জীবিত!এভাবেই আল্লাহ রক্ষা করেন আল্লাহ যাকে চান।
যার হায়াত অফুরন্ত, তাকে পৃথিবীর কোন শক্তিই আলাদা করতে পারবেনা। আল্লাহু আকবর।

14/02/2023

অতিলোভে তাতী নষ্ট!
স্বর্নের মূর্তির লোভ দেখিয়ে বিকাশের মাধ্যমে এই ব্যাক্তির কাছ থেকে হাতিয়ে নিলেন লাখ লাখ টাকা। শুনুন কিভাবে প্রতারিত হন মানুষ। চাঞ্চল্যকর সেই ঘটনার বিস্তারিত।

09/02/2023

এ যেনো এক কিয়ামতের দৃশ্য!গত পরশু সকালে তুরস্ক ও সিরিয়া সীমান্তে ভুমিকম্পে প্রায় চার হাজারের বেশি ছোটবড় বাড়িঘর এভাবেই ধংস হয়ে যায়। মারা গেছে প্রায় ১০ হাজেরের বেশি, ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ২কোটি মানুষ 😥
পৃথিবীতে মানুষের সৃস্টি শুরু থেকেই বিভিন্ন ভাবে ভিন্ন ভিন্ন উপায়ে,হয় যুদ্ধ, নয় মহামারী, নয় ভুমিকম্প বা প্রাকৃতিক বিভিন্ন দুর্যোগের মাধ্যমে মানুষের নিয়ন্ত্রণ রক্ষা করেন মহান শ্রস্টা। আর এটা ক্ষনস্থায়ী দুনিয়া।চিরস্থায়ী মৃত্যুর পর জীবনে যারা সফল, তারাই প্রকৃত সফল মানুষ।
আল্লাহ এই অভিনয়ের মায়াভরা পৃথিবীতে আমাদের সফল করুন।যারা ভুমিকম্পে চলে যাচ্ছে তাদের কবুল করুন। আমিন

30/01/2023

মহানবী (স) এর অবমাননার অভিযোগ জাতিসঙ্ঘে

গত বছর ১০ জুন জাতিসঙ্ঘের মহাসচিবের মুখপাত্র স্টেফানি ডুজারেখ এবং উপ মহাসচিব আমিনা মোহাম্মেদকে এই চিঠি লিখেছিলাম মহানবী (স) এর প্রতি বিজেপি’র নূপুর শর্মা ও নাভিন জিন্দাল এর কুরুচীপূর্ণ মতবাদের প্রতিবাদ জানিয়ে। ছয় মাস পার হয়ে গেলেও যখন কোন রেসপন্স পাচ্ছিলাম না, তখন ভাবলাম ব্যাপারটা বোধ হয় তাদের কাছে পাত্তাই পায়নি।

অবশেষে এল সেই মাহেন্দ্রক্ষণ। জাতিসঙ্ঘে হাঙ্গেরির স্থায়ী মিশনের সাবেক হিউম্যান রাইটস অফিসার ইভা শেফার এর প্রত্যক্ষ সহায়তায় এবার অংশ নিব ৭৭তম সাধারণ অধিবেশনের বিদায়ী সভাপতি কাসাভা করসির সাথে আসন্ন ওয়ার্ল্ড ইন্টারফেইথ হারমনি সিরিমনির অ্যানুয়াল ডিনারে।

যেহেতু অনুষ্ঠানটা হবে ইন্টারফেইথ কমিউনিটির বিশ্বনেতাদের, তাই এবার তুলে ধরব ২০০৫ সালে ডেনমার্কের কার্টুনিস্ট কুর্ত ভেস্তের্গার্দ, ২০০৬ সালে ফ্রান্সের পত্রিকা শার্লি হেবদো, ২০০৭ সালে ব্রিটেনের স্কুল টিচার গিলিয়ান গিবন্স, এমনকি ২০১৫ সালে নরেন্দ্র মোদি’র আরএসএস’র অনুসারী কমলেশ তিওয়ারী – সবার মহানবী (স) এর প্রতি অবমাননার ঘটনা।

মুসলিম দেশের মধ্যে দক্ষিণ ও পূর্ব এশিয়ার মালদ্বীপ ও মালয়েশিয়াকে নিয়ে সেখানে উপস্থিত থাকবে মধ্য প্রাচ্যের কাতার, কুয়েত, জর্ডান ও ইরান। সংগঠন হিসেবে তাদের সাথে যুক্ত হবে “গালফ কোঅপারেশন কাউন্সিল” ও “অরগানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন”।

আসলে কেয়ামত পর্যন্ত চেষ্টা করলেও তারা যে মহানবী (স) এর সম্মান ও মর্যাদা এক তিল পরিমাণ’ও কমাতে পারবেনা সেই চ্যালেঞ্জ’তো মহান আল্লাহ নিজেই সূরা ইনশিরা’র ৪ নং আয়াতে দিয়ে রেখেছেন -
وَرَفَعۡنَا لَـكَ ذِكۡرَكَؕ‏
এবং আমি আপনার খ্যাতিকে উচ্চ মর্যাদা দান করেছি।

বিশ্ব রাজনীতির জটিল গ্যাঁড়াকলে ইন্টারফেইথ নেতাদের হয়তো আদৌ কিছু করার থাকবে না। তারপরেও আমার জায়গা থেকে আমি আমার মত করে প্রতিবাদ জানিয়ে রাখব মুসলিম উম্মাহ’র পক্ষ থেকে।

আপনারা আমার সাথে আছেন তো?

Faatiha Aayat
Faatiha Aayat Official Group

15/12/2022

La ilaha illallah muhammadur rasulullah এক সাথে স্লোগান দিয়ে
কাতার২০২২ বিশ্বকাপ ফুটবলে ফ্রান্স-মরোক্কর সেমিফাইনালে ইতিহাস গড়লেন মরোক্কর মুসলিমরা।

10/12/2022

আপনার সন্তানদের সহানুভূতিশীল মানবতা শেখান। তাদের মানুষ হতে শেখান। গতকাল ব্রাজিল হারার পর ক্রোয়েশিয়ার তারকা উইঙ্গার ইভান পেরিসিকের ছেলে লিও কীভাবে মানসিকভাবে বিধ্বস্ত নেইমারকে সান্ত্বনা দিতে গিয়েছিলেন তা দেখুন।
এই একটি দৃশ্য থেকে অনেক কিছু শেখার আছে।
এই একটি দৃশ্য থেকে অনেক কিছু শেখার আছে।
Teach your children empathy humanity. Teach them to be human. Watch how Leo, the son of Croatia star winger Ivan Perisic, went to comfort the mentally devastated Neymar after Brazil lost yesterday.
There is much to learn from this one scene.

23/11/2022
23/11/2022

সেরা ভক্ত!আর্জেন্টিনা হেরেগেছে বলেই এতটা কস্ট! ২২/১১/২০২২!
এই খেলার সব চেয়ে বড় গবেষক তিনি!হেরে যাওয়াতে সব দোষ দিলেন রেফারি আর মেসিকে!

Address


Alerts

Be the first to know and let us send you an email when Sky24tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sky24tv:

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share