Arnob Visual Creation

  • Home
  • Arnob Visual Creation

Arnob Visual Creation Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Arnob Visual Creation, Video Creator, .

এই যে ইলিশ মাছের আকাশ ছোয়া জনপ্রিয়তা এর পেছনের কারণ সম্পর্কে কেউ কি ভেবে দেখেছেন? কি কারণে বাংলাদেশ আর ভারতের পশ্চিমবঙ্গ...
23/09/2024

এই যে ইলিশ মাছের আকাশ ছোয়া জনপ্রিয়তা এর পেছনের কারণ সম্পর্কে কেউ কি ভেবে দেখেছেন? কি কারণে বাংলাদেশ আর ভারতের পশ্চিমবঙ্গের মানুষ ইলিশ বলতে পাগল? এর পেছনে কোন ষড়যন্ত্র নেইতো? ঘটনার পেছনে আর কোন ঘটনা আছে কিনা খতিয়ে দেখতেই বেরিয়ে এল আসল তথ্য।

ইলিশ মাছের এই তুমুল জনপ্রিয়তার পেছনে হাত রয়েছে ইলুমিনাতির। লক্ষ্য করলেই দেখবেন ইলিশ মাছের মাথাটা প্রায় ত্রিকোণাকার। মাঝখানে রয়েছে চোখ। মিল পাচ্ছেন? হ্যা। একদম ঠিক যেন ইলুমিনাতির লোগোর মত। এছাড়াও বাংলায় 'ইলিশ' লিখতে তিনটি বর্ণ লাগে। এটাতেই পরিষ্কার বোঝা যায় এই মাছ ইলুমিনাতির সদস্য। এছাড়াও ইংলিশে 'ilish' এর লেটারগুলোর সংখ্যাক্রমগুলো যদি যোগ করি তাহলে দাড়ায়ঃ
i+l+i+s+h= ৯+১২+৯+১৯+৮= ৫৭

৫৭ সংখ্যাটি ৫ ও ৭ দুটি সংখ্যার সমন্বয়ে গঠিত। ৫ ও ৭ যোগ করলে দাড়ায় ১২।
১২ সংখ্যাটি ১ ও ২ দুটি সংখ্যার সমন্বয়ে গঠিত। ১ ও ২ যোগ করলে দাড়ায় ৩।

সেই ৩। যা দিয়ে ইলুমিনাতির তিনটি বাহুকে নির্দেশ করে। ইলুমিনাতিরা সুকৌশলে সবার ঘরে ঘরে ঢুকে পড়ছে। তাই সাবধান হোন। ইলুমিনাতির চক্রান্ত রুখে দিন। ইলিশ খাওয়ার আগে ১০ বার ভাবুন। ইলিশের নাম উচ্চারণের আগে ২০ বার ভাবুন।

#কপিপোস্ট

শোক সংবাদ। -----------------আমি  অত্যন্ত দুঃখের  সহিত  জানাচ্ছি  যে আগ্রাবাদ সরকারি  কলোনি উচ্চবিদ্যালয়ের  প্রাক্তন  প্র...
17/09/2024

শোক সংবাদ।
-----------------
আমি অত্যন্ত দুঃখের সহিত জানাচ্ছি যে আগ্রাবাদ সরকারি কলোনি উচ্চবিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক জনাবা ফেরদৌসী ইসলাম আজ ১৬ সেপ্টেম্বর দিবাগত রাত আনুমানিক ৯ - ৩০ মিনিটের সময় পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন ( ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলায়হি রাজিউন ) ।

আমি আগ্রাবাদ সরকারি কলোনি উচ্চবিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে ওনার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং মহান আল্লাহর নিকট প্রার্থনা করছি তিনি যেন তাকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকামে স্হান নসিব করেন । (আমিন)

প্রয়াত ফেরদৌসী ইসলাম চট্টগ্রামেের কর কমিশনার ( আপিল) শামিনা ইসলাম ও ডাঃ মহিতুল ইসলামের মাতা।

আগামীকাল ১৭ সেপ্টেম্বর সকাল ৯ - ৩০ টায় আগ্রাবাদ সরকারি কলোনি ( সি জি এস, ) কলোনি মসজিদ প্রাঃ মরহুমার জায়নামাজ অনুষ্ঠিত হবে।

21/08/2024

নতুন খবর, ফেনী সদর থেকে আর্মির রেস্কিউ টিম ১২টি স্পীড বোট ও হেলিকপ্টার নিয়ে পরশুরাম-ফুলগাজী যাচ্ছে। যোগাযোগঃ মেজর সানজিদ 01769331213

21/08/2024

আপনাদের কারো যদি জরুরি কোনো সহযোগিতার প্রয়োজন হয়,আপনাদের টিমের সাথে যোগাযোগ করুন।দুইটি টিম ২টি স্পিডবোট নিয়ে পরশুরামের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে। আপনাদের যাদের সহযোগিতা লাগবে দ্রুত যোগাযোগ করুন।
মোঃ আরাফাত-01836-889812
মোঃফোরকান -01818738984
আরাফাত হোসেন-01829260044
নাদের চৌধুরী -01690-028474
মীর হোসাইন হৃদয় -01875-149204
মাহেদী হাসান -01766-046785
জিয়াউর রহমান ফারুকী 01820746314(ফুলগাজী)
আবদুর রহমান -01887954818(ফুলগাজী)
আসাদুল ইসলাম -01402933308(পরশুরাম)
ওমর ফারুক -01822789872(ছাগলনাইয়া)
মেহেদী হাসান -01865445795(ছাগলনাইয়া)

09/08/2024

চেয়ারে বসে যাকে পদ্মাসেতু থেকে টুপ করে ফেলে দিতে বলেছিলেন,
তিনিই সেই চেয়ারে বসেছেন, তাও আবার আগস্টেই!

06/08/2024

দেশের পরিবর্তন চাইলে প্রথম পরিবর্তনটা আপনার থেকেই শুরু হোক।
১. আগামীকাল থেকে কোন ট্রাফিক সিগনাল ভাঙবো না।
২. আগামীকাল থেকে দেশের কোন সরকারি অফিসে কাজের জন্য অনৈতিকভাবে এক টাকাও দিব না।
৩. আগামীকাল থেকে রাস্তায় কোন ময়লা ফেলবো না।
৪. আগামীকাল থেকে চোখের সামনে কোন অন্যায় হলে সাথে সাথে রুখে দাঁড়াবো।
৫. আগামীকাল থেকে প্রত্যেকটা বান্দার হক নিশ্চিত করব।

প্রিয় মাতৃভূমি কে সুন্দর ও সুস্থ রাখার দায়িত্ব আপনার, আমার।

06/08/2024
আমাদের দেশ স্বাধীন হলো।আজ বাংলাদেশের বাতাস স্বৈরাচার মুক্ত।
05/08/2024

আমাদের দেশ স্বাধীন হলো।
আজ বাংলাদেশের বাতাস স্বৈরাচার মুক্ত।

এই বাচ্চা কি জামাত-শিবিরের কর্মী?জাতির বিবেকের কাছে প্রশ্ন রইলো।
02/08/2024

এই বাচ্চা কি জামাত-শিবিরের কর্মী?

জাতির বিবেকের কাছে প্রশ্ন রইলো।











09/07/2024

অবশেষে চুড়ান্ত হলো
নতুন শিক্ষা কারিকুলাম,

১। সাপ্তাহিক ছুটি ২ দিন।
২। দশম শ্রেণির আগে কোনো পাবলিক পরীক্ষা নেই।
৩। তৃতীয় শ্রেণির আগে কোনো পরীক্ষা নেই।
৪। এসএসসি -তে মাত্র ৫ বিষয়ের পরীক্ষা। বাংলা, ইংলিশ, ম্যাথ, সায়েন্স ও সোশ্যাল সায়েন্স।

কোনো পত্র নেই। মাত্র ৫ দিনেই পরীক্ষা শেষ।
৫। সায়েন্স, আর্টস, কমার্স গ্রুপে বিভক্ত হবে ইন্টারমিডিয়েটে।
৬। মাধ্যমিক লেভেলে বিষয় থাকবে ১০ টি-
০১। বাংলা
০২। ইংরেজি
০৩। গণিত
০৪। জীবন ও জীবিকা
০৫। বিজ্ঞান
০৬। সামাজিক বিজ্ঞান
০৭। ডিজিটাল প্রযুক্তি
০৮। ধর্মশিক্ষা
০৯। ভালো থাকা
১০। শিল্প ও সংস্কৃতি

২০২৪ এ নবম শ্রেণি, ২০২৬ এ এইচএসসি

ইন্টারমিডিয়েটে সাবজেক্ট ৬টা।
প্রত্যেকটার পত্র ৩টা করে।

ফার্স্ট ইয়ারে সবগুলোর প্রথম পত্রের
পাবলিক এক্সাম।

সেকেন্ড ইয়ারে সেকেন্ড ও থার্ড পার্টের।
তারপর ২ এক্সাম মিলিয়ে চূড়ান্ত এইচএসসির রেজাল্ট।

হাজার বছরের বোবাকান্নায়
27/06/2024

হাজার বছরের বোবাকান্নায়

17/06/2024

সবাইকে জানাই পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা
'ঈদ মুবারক'

26/05/2024

সময় থাকলে একটু পড়বেন 🖤✨

🕛 সাল ২০৮০ 🕛
বিছানায় শুয়ে শুয়ে বোরিং হয়ে গেছি । বেড বক্সের উপর থেকে চশমাটা হাতরে নিলাম আর খাটের পাশ থেকে লাঠিটা নিয়ে নাতনীর ঘরে গেলাম গল্প করব বলে। গিয়ে দেখি, ল্যাপটপে কিছু একটা করছে। আমি যেতেই বলল, দাদুন তুমি ! বসো বসো। আমি টিউশনে যাবো। বসলাম ওর ঘরে। ল্যাপটপটা খোলাই ছিল। চশমা চোখে দিয়েও ভালো দেখতে পারি না। হঠাৎ মনে পড়ল আজ কত যুগ ধরে ফেসবুকে যাই না। অথচ যে ছেলেটা না এখনকার বুড়োটা একসময় দিন রাত ফেসবুকে চ্যাটিং, ছবি আপলোড দেওয়া নিয়ে ব্যাস্ত থাকতো। অনেক কষ্টে পাসওয়ার্ডটা মনে করলাম। আইডিটা লগ ইন করে দেখি ইনবক্সে ৬৭৮ টা ম্যাসেজ। আইডিটা চেনাই যাচ্ছে না। সব অপরিচিত লাগছে। ফ্রেন্ড সংখ্যা ছিল ৪৭৮৮ জন। কিন্তু এখন চ্যাট লিস্টে আছে ২৮ জন। বৃদ্ধ হয়ে যাওয়ায় হয়ত ওরাও আর ফেসবুক চালায় না। ইনবক্সে ঢুকতেই আমার ক্লোজ কয়েকটা ফ্রেন্ডের ম্যাসেজ। বন্ধু শরীরটা ভালো নেই। বেশিদিন হয়ত বাঁচব না। ম্যাসেজটা ছিল ৫ বছর আগে। খবর পেয়েছি ৪ বছর আগেই সে মারা গেছে। আমার বেস্টিও ৯ বছর আগে মারা গেছে। ওর সাথে চ্যাটিং গুলো পড়ে খুব ভালো লাগছিল। গ্রুপে ফ্রেন্ডদের সাথে কত মজা, আড্ডা এ সবই পড়ে আছে। ওদের অধিকাংশইই মারা গেছে। এরপর চ্যাট লিস্টের একদম শেষে পেলাম তার ম্যাসেজ। হ্যা আমার সেই পুরোনো "একতরফা" ভালোবাসা। ওর কোন খবরই জানি না। কত ভালোবাসতাম দুজন দুজনকে। কিন্তু ভাগ্যের পরিহাসে বিয়েটা হয়নি । আজ অনেক দিন পর তার কথা মনে পড়ছে। তার আইডিটায় ঢুকলাম লাস্ট পোস্ট ছিল ১৬ বছর আগে। তার নাতনীর সাথে ছবি। আরো একটু নিচে যেতে দেখলাম তার ফ্যামিলির ছবি। সে, তার স্বামী, মেয়ে, ছেলে আর নাতী- নাতনী। খুব হ্যাপি ফ্যামিলি। ওকে যেদিন শেষ দেখেছিলাম - চুলগুলো সেই রকম স্টাইল দেওয়া, পড়নে লাল শাড়ী ছিল , ভাগ্যক্রমে এখন তার ছিল অন্য। কিন্তু এখন এই ছবি গুলোতে সাদা শাড়ি পড়া, চুলগুলো সব সাদা। কিছু কিছু আবার মেহেদী দিয়ে লাল করা। হঠাৎ মোবাইলের স্ক্রীনে নিজের ছবিটা দেখলাম। হ্যা আমিও তো বুড়ো হয়ে গেছি। ও দেখলে নিশ্চয়ই বলত, বুড়ো দাদু। আচ্ছা ও কি আজও বেচে আছে ? জানি না ! ওর আইডিটায় শেয়ার করা একটা পোস্ট পেলাম। একজন ওর আইডির স্ক্রীনশট দিয়ে লিখেছে, এই দাদী গতকাল আনুমানিক বিকেল ৫ টায় হৃদক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন , উনি যেনো সর্গ লাভ করেন এই আমার পার্থনা। পোস্ট পড়েই থমকে গেলাম। পাঁচ বছর আগের পোস্ট। ও মারা গেছে তাহলে ? হায়রে !. কোথায় সেই একসাথে বাঁচবো বলে কথা দেওয়া দিনগুলো। অজান্তেই চোখের কোনে পানি এলো। এরপর পরিচিত ফ্রেন্ডদের আইডিটা দেখছিলাম। ওদের আইডিটা এখনো প্রানবন্ত। কিন্তু ওরা প্রানবন্ত না। অনেকেই দুনিয়ার মায়া ত্যাগ করেছে। যে ফ্রেন্ডটা রোজ নতুন নতুন সেলফি আপলোড দিত ও ২০ বছর আগে ক্যান্সারে মারা গেছে। খবর শুনে দেখতে গেছিলাম। মজার মজার জোক্স পোস্ট করা ফ্রেন্ডটার খবর জানি না। লেখক ফ্রেন্ডটা ৮ বছর আগেও একটা পোস্ট দিয়েছে ওর ছেলে ওকে বৃদ্ধা আশ্রমে ফেলে এসেছে এই নিয়ে। ওর সাথে যোগাযোগ নেই। এরপর আমার আইডিটায় গেলাম। এত ট্যাগের ভিড়ে নিজের শেষ পোস্টটা পাচ্ছিলাম না। এইতো অনেক কষ্ট খুঁজে পেয়েছি ৩৩ বছর আগে আমার স্ত্রী আর মেয়েকে নিয়ে ঘুরতে গেছিলাম। সেই খানকার কয়েকটা পিক। আরো প্রিভিয়াস পোস্টগুলো পড়ে কখনো হাসলাম। কখনো কাঁদলাম।
হঠাৎ নাতনী ডাক দিল দাদু আমি রেডি। টিউশনে যাব। ল্যাপটপ দাও।
আমি: ল্যাপটপ নিয়ে টিউশনে যাবি?
নাতনী: আরে তুমি আদি যুগের মানুষ বোঝো না? আমরা তো ভার্চুয়াল ক্লাস করি।
আমি: ওহ! তা বই খাতা লাগে না?
নাতনী: ধূর! কি বল? ক্লাস করতে বই খাতা লাগে?
আমি: ওহ! লাগে না?
নাতনী: তোমাদের সময় লাগতো?
আমি: হ্যা লাগতো তো। তবে তখন আমরা বইয়ে পড়তাম দেশে ভার্চুয়াল ক্লাস হবে।
নাতনী: হা হা হা। টিউশনে খাতা - কলম লাগতো! দারুন ফানি! আচ্ছা আমি যাই টিউশন শেষে তোমাদের কালের গল্প শুনবো।
হ্যা এখনকার আধুনিক আমরা ২০৮০ সালের আদিম আমরা। আমাদেরও ওই যুগের ছেলে মেয়েরা আদি কালের মানুষ বলবে।

"জানিনাা ২০৮০ সাল পর্যন্ত বাঁচবো কি না ! 😅
যদি বেঁচে থাকি তাহলে টাইমলাইন এ এসে লেখাটা আরো একবারের জন্য পড়বো 🙂❤️, আর এই সুন্দর দিনগুলোর কথা মনে করবো"।

Address


Telephone

+8801677755999

Website

Alerts

Be the first to know and let us send you an email when Arnob Visual Creation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Arnob Visual Creation:

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share