02/10/2021
জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু আর নেই
শনিবার, ২ অক্টোবর,২০২১ ইং---
জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু আর নেই। শনিবার (২ অক্টোবর) সকাল ৯ টা ১২ মিনিটে রাজধানী শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। করোনায় আক্রান্ত হয়ে ৬৭ বছর বয়সে মারা গেলেন তিনি।
জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী এ তথ্য নিশ্চিত করেছেন।
দলীয় সূত্রে জানা গেছে, বাবলুর নামাজে জানাজা আজ বাদ এশা গুলশান আজাদ মসজিদে অনুষ্ঠিত হবে। পরে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে। এর আগে দুপুর ১টা থেকে বেলা ৩টা পর্যন্ত জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয় কাকরাইল চত্বরে রাখা হবে তার মরদেহ। সেখানে তাকে শেষ শ্রদ্ধা জানাবেন দলের নেতা-কর্মীরা।
এদিকে, বাবলুর মৃত্যুতে জাতীয় পার্টিতে শোকের ছায়া নেমে এসেছে। কয়েকদিন ধরে জাপা মহাসচিব মৃত্যুর সঙ্গে লড়াই করছিলেন। তার শারীরিকঅবস্থা ছিলো সঙ্কটাপন্ন।
সিলেট উপনির্বাচন শেষে ঢাকায় ফিরে সাবেক মন্ত্রী, ডাকসু’র সাবেক জিএস করোনায় আক্রান্ত হন। তাকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এর আগে বাবলুর ছোট ভাই করোনায় আক্রান্ত হয়ে মারা যান।
জিয়াউদ্দিন বাবলু ১৯৫৪ সালের ১৪ মার্চ চট্টগ্রাম শহরে জন্মগ্রহণ করেন। ১৯৮১ তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিএস নির্বাচিত হন। ১৯৮৩ সালে তৎকালীন রাষ্ট্রপতি এইচ এম এরশাদের উপদেষ্টা নিযুক্ত হন। ১৯৮৪ তিনি এরশাদ সরকারের বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী হন।
বাবলু ১৯৮৬, ১৯৮৮ এবং ২০১৪ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। ব্যক্তিগত জীবনে তিনি এক সন্তানের জনক। এরশাদের ভাতিজি ড. মেহেজেবুন্নেছা রহমান টুম্পা তাঁহার স্ত্রী।