25/04/2025
আপনাদের বোঝনোর উদ্দেশ্য নিচে আমার শিফট সামারির কিছু তথ্য তুলে ধরা হলো -Total Income= 797DeductionTotal Hired KM - 193*0.76 = 146Tollways = 36Airport =(20*9) = 180Outside trips= (3*2)= 6Total Deduction = 368 Total Income-Total Deduction = ( 797-368)Clean Money = 429 ✅আগে Fuel Deduction হতো 0.59 আর এখন থেকে Deduction হবে 0.76 তবে এখন মিটারের ফেয়ার কিছুটা বারানো হয়েছে।আগে Per Km ছিল 2.19 এখন সেইটা বারিয়ে ২.৩০ করা হয়েছে, আর এয়ারপোর্টে থেকে Coustomer Pickup করলে ২.৩৭ Per KM. তবে দেখার বিষয় হলো কতদিন এ রকম Stable থাকে। এর আগেও ২০১৫/২০১৬ তে Target বারানো হয়েছিল কিন্তু বেশিদিন Stable থাকে নাই।