Nayan Reza

Nayan Reza Hi! Im Nayan Reza.

এই ছবিগুলো পুরো বিশ্বকে চমকে দিয়েছে১৯২১ সালে, প্রত্নতাত্ত্বিকরা মিশরে বিশাল মানুষের দেহাবশেষ খুঁজে পেয়েছিলেন, কিন্তু স...
28/03/2024

এই ছবিগুলো পুরো বিশ্বকে চমকে দিয়েছে

১৯২১ সালে, প্রত্নতাত্ত্বিকরা মিশরে বিশাল মানুষের দেহাবশেষ খুঁজে পেয়েছিলেন, কিন্তু সরকারের আদেশে সকলের কাছ থেকে বিষয়টি লুকিয়ে রাখা হয়। এই ছবি এবং গোপন নথিগুলি গোপন সংস্থা BlackRock এর একজন প্রাক্তন কর্মচারী দ্বারা প্রকাশিত হয়েছিল।

ক্যায়সা লাগা মেরা মাজাক?
27/03/2024

ক্যায়সা লাগা মেরা মাজাক?

সালাফগণ রমাদানে এতো আমল করতেন যে, সেই অভ্যাসে সারাবছর চলে যেতো। আর, আমরা সারাবছর এতো গুনাহ করি যে, সেই অভ্যাসে রমাদান চল...
23/03/2024

সালাফগণ রমাদানে এতো আমল করতেন যে, সেই অভ্যাসে সারাবছর চলে যেতো। আর, আমরা সারাবছর এতো গুনাহ করি যে, সেই অভ্যাসে রমাদান চলে যায়।

Vex King এর লেখা "Good Vibes, Good Life" বই থেকে পাওয়া ১০ টি শিক্ষা।     ১. আত্মপ্রেম একটি সুখী এবং পরিপূর্ণ জীবনের ভিত্...
28/11/2023

Vex King এর লেখা "Good Vibes, Good Life" বই থেকে পাওয়া ১০ টি শিক্ষা।

১. আত্মপ্রেম একটি সুখী এবং পরিপূর্ণ জীবনের ভিত্তি। আপনি যদি নিজেকে ভালো না বাসেন, তাহলে অন্যদের ভালোবাসা বা আপনার লক্ষ্য অর্জন করা কঠিন হবে।

২. নিজের প্রতি সদয় হওয়া এবং আপনার ভুলের জন্য নিজেকে ক্ষমা করা গুরুত্বপূর্ণ। প্রত্যেকেই ভুল করে, তাই অন্যদের ভুল থেকে শিখুন এবং এগিয়ে যান।

৩. এমন কিছু করতে সময় কাটান যা আপনি উপভোগ করেন এবং যা আপনাকে ভাল অনুভূতি দেয়। এটি আপনাকে আপনার আত্মসম্মান বৃদ্ধি করতে এবং নিজের সম্পর্কে আরও ইতিবাচক বোধ করতে সহায়তা করবে।

৪. নিজেকে ইতিবাচক লোকেদের সাথে ঘিরে রাখুন যারা আপনাকে সমর্থন করবে এবং আপনাকে উপরে তুলবে। নেতিবাচক লোকেরা আপনাকে শুধু নিচেই নামাবে।

৫. আপনার শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের যত্ন নিন। এর অর্থ স্বাস্থ্যকর খাবার, ব্যায়াম এবং পর্যাপ্ত ঘুম।

৬. সীমানা নির্ধারণ করুন এবং আপনি যা করতে চান না, তাকে না বলুন। আপনার নিজের চাহিদাকে সম্মান করা এবং নিজের মতের বিরুদ্ধে কিছু না করা গুরুত্বপূর্ণ।

৭. কৃতজ্ঞতা অনুশীলন করুন। আপনার জীবনের ভাল জিনিসগুলির প্রশংসা করার জন্য প্রতিদিন কিছু সময় নিন। এটি আপনাকে ইতিবাচক দিকে মনোনিবেশ করতে এবং আরও গভীরভাবে বিষয়বস্তু অনুভব করতে সহায়তা করবে।

৮. বর্তমানে বাস করুন। অতীত বা ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত চিন্তা করবেন না। বর্তমান সময়ে ফোকাস করুন এবং এটি উপভোগ করুন।

৯. নিজের প্রতি সৎ হোন। আপনি যা নন এমন কাওকে অনুসরণ করে তার মত হওয়ার চেষ্টা করবেন না। নিজে নিজের মত হন এবং এটি নিয়ে গর্বিত হন।

১০. অন্যদের সাহায্য করুন। অন্যদের সাহায্য করা নিজের সম্পর্কে ভালো বোধ করার এবং বিশ্বে পরিবর্তন আনার একটি দুর্দান্ত উপায়।

আশা করি বইটির এই শিক্ষাগুলি আপনাকে নিজেকে আরও ভালবাসতে এবং একটি সুখী এবং আরও পরিপূর্ণ জীবন যাপন করতে সাহায্য করবে।

20/11/2023

সাকিব আল হাসান : বাংলাদেশ বিশ্বকাপ জিতলে কী হইত?
সাংবাদিক : দেশের মানুষ আনন্দ করত।

সাকিব আল হাসান : ভারত হারায় তারা কী করতেসে?
সাংবাদিক : আনন্দ করতেসে।

সাকিব আল হাসান : তাইলে ঠিক আছে 😀

19/11/2023

ইদি আমিন, উগান্ডার এক সময়ের শাসক। যিনি দেশের জনগনকে নিজের মহলে তৈরি করা টর্চার সেলে এনে নির্যাতন করতো; হত্যা করত। এই শাসক দেশের ৪ হাজার প্রতিবন্ধিকে কুমিরের খাবার হিসাবে পরিবেশন করেছিলো। নিজের অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যা করে তার হাতের যায়গায় পা এবং পায়ের যায়গায় হাত সেলাই করে দিয়েছিলো। যে কিনা উগান্ডার ৫ লক্ষ জনগনকে হত্যা করেছিলো। তবুও দেশের জনগন তাকে ভালোবাসতো। কিন্তু কেন?

বিস্তারিত আলোচনা করেছি আজকের ভিডিওতে।

13/11/2023

আমাদের মৌলিক চাহিদা বনাম বিনোদন।

Unemployment rate in Bangladesh is highest amongTertiary(graduate) and Higher secondary degree holders!Courtesy :TBS
30/10/2023

Unemployment rate in Bangladesh is highest among
Tertiary(graduate) and Higher secondary degree holders!

Courtesy :TBS

19/10/2023

ইজরাইল এবং ফিলিস্তিন বিশ্বরাজনীতির গুরুত্বপূর্ণ একটি অংশ। কিভাবে বিলুপ্ত হতে যাওয়া একটি জাতি বর্তমানে শক্তিধর ইজরাইল দেশে পরিণত হয়েছে। তার পুরো ইতিহাস থাকছে আজকের ভিডিওতে।

12/10/2023

ফিলিস্তিন, প্রায় ১৫০ জন ইজরায়েলি কে আটক করে রেখেছে। ইজরাইলিদের আটক যদিও এটা প্রথম না, কিন্তু এতো বেশী সংখ্যক একসাথে আটক এটাই প্রথম।

এই ঘটনা ইজরায়েলকে আক্রমনাত্মক করবে নাকি ইজরায়েল এতে দূর্বল হবে। তার ধারণা দেয়ার চেষ্টা করেছি দুই মিনিটের এই ভিডিওতে।

দেশে যখন শিক্ষিত বেকারের সংখ্যা সব রেকর্ড ছাড়িয়ে গেছে, তখন স্টার্টআপ ইন্ডাস্ট্রি আশা জাগিয়েছিল তরুণদের নতুন কর্মসংস্থ...
01/10/2023

দেশে যখন শিক্ষিত বেকারের সংখ্যা সব রেকর্ড ছাড়িয়ে গেছে, তখন স্টার্টআপ ইন্ডাস্ট্রি আশা জাগিয়েছিল তরুণদের নতুন কর্মসংস্থানের।

কিন্তু ইদানিং প্রায়ই খবর আসছে অনেক স্টার্টআপ বন্ধ হয়ে যাচ্ছে; অনেকে লোক ছাঁটাই করছে।

স্টার্টআপ ফান্ডিং কমে যাওয়ায় আগামী মাসগুলোতে এরকম আরো খারাপ খবরের আশঙ্কা বাড়ছে। উদ্যোক্তা এবং কর্মী, সবারই এখনই সতর্ক হবার প্রয়োজন। ধারণা করছি, ২০২৪ সাল বড় শকিং এন্ড চ্যালেঞ্জিং ইয়ার হতে চলেছে আমাদের জন্য।

A fascinating visual journey entitled "Enigmatic Creatures Huntedby Noble Aristocrats During the Reign of King Rama V of...
25/09/2023

A fascinating visual journey entitled "Enigmatic Creatures Huntedby Noble Aristocrats During the Reign of King Rama V of Thailand"

এই ধরনের হিডেন ওয়ার্ড অপটিক্যাল ইল্যুশন যুগে যুগে আর্টিস্টরা তৈরি করে এসেছে। এখন এআই এসে সেই জায়গা দখল করে নিচ্ছে।এই ছবি...
22/09/2023

এই ধরনের হিডেন ওয়ার্ড অপটিক্যাল ইল্যুশন যুগে যুগে আর্টিস্টরা তৈরি করে এসেছে। এখন এআই এসে সেই জায়গা দখল করে নিচ্ছে।

এই ছবিটা এআই দিয়ে তৈরি। আপাতদৃষ্টিতে ছবিটিতে ৭ জন মানুষ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। আরেকটু গভীর বিশ্লেষনে হয়ত জেন্ডার আলাদা করে বলা যায়- ৬ জন নারী এবং একজন পুরুষ রাতে কোনো এক শহরে হাটছে। কি নিরীহ একটা ছবি, তাইনা?

কিন্তু ছবিটা ফোনে ওপেন করে বেশ কয়েক দূরে গিয়ে দেখেন, অথবা চোখ ছোট ছোট করে তাকিয়ে দেখেন।

কিছু কি পড়তে পারছেন?

ব্রাজিলের প্রথম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের নাম ছিল আংগ্রা-১ (Angra-1) কিন্তু সেখানকার লোকজন এর নাম দিয়েছিলো "ফায়ার ফ্লাই" ব...
20/09/2023

ব্রাজিলের প্রথম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের নাম ছিল আংগ্রা-১ (Angra-1) কিন্তু সেখানকার লোকজন এর নাম দিয়েছিলো "ফায়ার ফ্লাই" বা জোনাকি পোকা।

কারিগরি ত্রুটির কারণে পরমাণু বিদ্যুৎকেন্দ্রটি ঘন ঘন বন্ধ আর চালু হওয়ার কারণেই এটাকে জোনাকি পোকা বলে ডাকা হতো। ১৯৮২ সাল থেকে ১৯৮৭ এই পাঁচ বছরে ব্রাজিলের বিদ্যুৎকেন্দ্রটির ২০ বার বন্ধ হওয়ার রেকর্ড রয়েছে।

অবশ্য ঘন ঘন বন্ধ ও চালু হওয়ার দিক থেকে বাংলাদেশের রামপাল বিদ্যুৎকেন্দ্রকে এগিয়ে রাখতে হবে। কারণ বিদ্যুৎকেন্দ্রটি চালু হওয়ার প্রথম ৯ মাসের মধ্যে এখন পর্যন্ত ৮ বার বন্ধ হয়েছে, এর মধ্যে কারিগরি ত্রুটির কারণে বন্ধ হয়েছে ৫ বার। ৫ বছরে কি অবস্থা দাড়ায় সেটা এখন দেখার বিষয়।

মনে আছে, আমরা যখন রামপাল বিদ্যুৎকেন্দ্রের কারণে সুন্দরবনের দীর্ঘমেয়াদি ক্ষতির কথা বলছিলাম, তখন ভারত ও বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হয়েছিলো এটি আল্ট্রা সুপার ক্রিটিকাল প্রযুক্তির অত্যাধুনিক বিদ্যুৎকেন্দ্র, ফলে সুন্দরবনের কোন ক্ষতি হবে না।

এখন দেখা যাচ্ছে, আল্ট্রা সুপার ক্রিটিক্যাল প্রযুক্তির অত্যাধুনিক রামপাল বিদ্যুৎকেন্দ্র কারিগরী ত্রুটির কারণে ঠিকঠাক চলতেই পারছেনা, এরকম একটা বিদ্যুৎকেন্দ্রের দূষণ মোকাবেলার প্রযুক্তি কতটা কার্যকর সেটাও ভাববার বিষয়।

অবশ্য বিদ্যুৎকেন্দ্র বন্ধ থাকার সময়টাতে সুন্দরবনের যে কোন ক্ষতি হচ্ছে না, এর কৃতিত্ব আল্ট্রাসুপার ক্রিটিক্যাল টেকনোলজিকে দেওয়া যেতেই পারে।

আর বার বার বন্ধ ও চালু হওয়ার ব্রাজিলীয় দৃষ্টান্তকে মাথায় রেখে এবং আলট্রা সুপার ক্রিটিক্যাল টেকনোলজির প্রতি সন্মান জানিয়ে রামপাল বিদ্যুৎকেন্দ্রের নাম দেয়া যেতে পারে- "আল্ট্রা সুপার ক্রিটিকাল ফায়ারফ্লাই"!

20/09/2023

“যারা পর্দা করে, তাদের বিশ্ববিদ্যালয়ে না পড়ে বাসায় থাকা উচিত”

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ওয়াহিদুজ্জামান এই নারীবিদ্বেষী ও বর্ণবাদী বক্তব্যের জন্য ক্ষমা চান নি। এমনকি পর্দাশীল নারীদের শিক্ষার বিরোধিতা করার মাধ্যমে নারীর অগ্রগতি রুখে দেয়ার এই প্রচেষ্টার জন্য ওয়াহিদুজ্জামানকে মিডিয়া ট্রায়ালেরও শিকার হতে দেখা যায়নি।

সাকিবের ক্ষমা চাওয়ার পর বিষয়টা আবার মনে পড়লো।

গতকাল থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। এই পরীক্ষায় প্রায় ১৩ লাখ পরিক্ষার্থী অংশগ্রণ করছে। আজকের পরীক্ষার্থীরা ...
18/08/2023

গতকাল থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। এই পরীক্ষায় প্রায় ১৩ লাখ পরিক্ষার্থী অংশগ্রণ করছে। আজকের পরীক্ষার্থীরা ২০১৫ সালে (আট বছর আগে) পঞ্চম শ্রেণী পাশ করেছিল। তখন তাদের সাথে ছিল প্রায় ৩১ লাখ শিক্ষার্থী।

গত ৮ বছরে ধাপে ধাপে ১৮ লাখ শিক্ষার্থী হারিয়ে গেছে।

তারা যখন ২০১৮ সালে অষ্টম শ্রেণী পাশ করেছিল; তখনও ২৬ লাখ শিক্ষার্থী পরীক্ষার জন্য নিবন্ধন করেছিল এবং এরমধ্যে ২২ লাখ ৩০ হাজার শিক্ষার্থী পাস করেছিল। ৪ লাখ শিক্ষার্থী অষ্টম শ্রেণী থেকে পাস করে নবম শ্রেণীতে উঠতে পারেনি। মানে, অষ্টম শ্রেণীতেই ৪ লাখ শিক্ষার্থী হারিয়ে গেছে।আর অষ্টম থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত যেতে (মাত্র ৪ বছরের ব্যবধানে) হারিয়ে গেল আরও প্রায় ১০ লাখ শিক্ষার্থী।

সর্বোপরি দেখা যাচ্ছে, ক্লাস ফাইভ থেকে ইন্টারমেডিয়েটে যেতে যেতে ৫৫ থেকে ৬০ ভাগ শিক্ষার্থী শিক্ষা জীবন থেকে হারিয়ে গেল। কোথায় গেল এরা?

কেউ কেউ হয়তো বিভিন্ন শ্রেণীতে উত্তীর্ণ হতে না পেরে পূর্বের ক্লাসগুলোতে রয়ে গেছে। আমাদের অভিজ্ঞতা থেকে যদি বলি, এখন বিভিন্ন শ্রেণীতে ফেল করার হার খুবই কম। বরং কেউ ফেইল করলে নানা চাপ, সুপারিশে শিক্ষকরা তাদেরকে পাস করিয়ে দিতে বাধ্য হন। এর বাইরে কিছু শিশু হয়তো কারিগরিতে গেছে। কিন্তু সে হার একেবারে আহামরি বেশী না।

সবচেয়ে ভয়াবহ ব্যাপার হল, এই ৫৫ ভাগ শিশু, যারা ৫ম শ্রেণী পাস করলেও, আজ ওদের বন্ধুদের সাথে এইচএসসি দিতে পারছে না, তারা যে কোথায় আছে, কি করছে, কেনো ওরা হারিয়ে গেল, সে সম্পর্কিত তথ্য কারো কাছে নেই।

আমি অনেক খুঁজেও কোনো সলিড গবেষণা পেলাম না এ বিষয়ে।

কষ্ট করে মাথায় বা কোলে করে পানি না এনে চাকার মত ঠেলে ঠেলেই আনা যাবে একসাথে ৫০ লিটার পানি!গরিব অঞ্চলগুলোতে পানির প্রয়োজন ...
11/04/2023

কষ্ট করে মাথায় বা কোলে করে পানি না এনে চাকার মত ঠেলে ঠেলেই আনা যাবে একসাথে ৫০ লিটার পানি!

গরিব অঞ্চলগুলোতে পানির প্রয়োজন মেটাতে দূর-দূরান্ত থেকে নারীদের মাথায় অথবা কোলে করে পানির কলসিতে বা পাত্রে করে পানি নিয়ে আসতে হয়। এই সমস্যা সমাধানে ভারতের রাজস্থান ভ্রমণকালে আমেরিকার সিনথিয়া কোয়েনিগ নামে এক নারীর মাথায় চমৎকার এক আইডিয়া আসে। সেখানকার নারীদের সাথে কথা বলে ১ বছরের মাথায় ডিজাইনারদের সহায়তায় তিনি 'ওয়াটার হুইল' নামে একটি প্লাস্টিকের তৈরি গোল পানির পাত্র তৈরি করেন যা একই সাথে চাকার মত কাজ করে৷ ৫০ লিটার ধারণক্ষমতায় এই প্লাস্টিকের চাকা পানি ভর্তি অবস্থায় খুব সহজে ঘুরিয়ে ঘুরিয়ে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া যায়!

পাশাপাশি এই প্লাস্টিকও খুবই ভালো মানের। যার কারণে রুক্ষ মাটি কিংবা পথে সহজে কোনো ক্ষতি হবে না পাত্রটির৷ আর চাকার মত সুবিধা থাকায় পূর্বের থেকে কম কষ্ট করেই পানি আনা-নেওয়া করা সম্ভব হয়৷ যদিও এটি নারীদের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছিল, কিন্তু পরে দেখা যায় পুরুষরা এটি ব্যবহার শুরু করেছেন এবং নারীদের ক্লান্তি অনেকাংশেই কমে গেছে!

It's getting too dark to see!Thank god it isn’t 10%!
11/04/2023

It's getting too dark to see!
Thank god it isn’t 10%!

টানা কয়েক বছরের চেষ্টায় পৃথিবীর আয়না খ্যাত সালার দে ইউনি'তে মিল্কিওয়ে গ্যালাক্সির এই ছবি তোলা সম্ভব হয়েছে!মানুষের মনে স...
08/04/2023

টানা কয়েক বছরের চেষ্টায় পৃথিবীর আয়না খ্যাত সালার দে ইউনি'তে মিল্কিওয়ে গ্যালাক্সির এই ছবি তোলা সম্ভব হয়েছে!

মানুষের মনে সবসময় কিছু সুপ্ত ইচ্ছা থাকে৷ এমনই এক ইচ্ছে ছিল ফটোগ্রাফার স্টিফেন লিবারম্যানের। টানা কয়েক বছর ধরে বলিভিয়ায় অবস্থিত বিশ্বের সবচেয়ে বড় লবণাক্ত সমতলভূমি সালার দি ইউনিতে মিল্কিওয়ে গ্যালাক্সি এবং এর প্রতিবিম্বের ছবি তোলার চেষ্টা করছিলেন তিনি। কাজটা কঠিন। কারণ বছরে মাত্র ৫ ইঞ্চি বৃষ্টিপাত হয় এখানে। আর যখন বৃষ্টি হয় তখনই এমন আয়নায় পরিণত হয় লেকটি। আর সেটাই ছিল প্রতিবিম্ব সহ মিল্কিওয়ে গ্যালাক্সির ছবি তোলার উপযুক্ত সময়।

ছবিটি পরিষ্কার ভাবে মিল্কিওয়ে গ্যালাক্সির এবং এর প্রতিবিম্ব ফুটে উঠেছে। মাঝে রয়েছেন ফটোগ্রাফার নিজে এবং ক্রিস্টিনা নামে তার এক সঙ্গী। ১৫টি ছবির সম্মেলনে এই প্যানারোমা ছবিটি তোলা সম্ভব হয়েছে।

ল্যাক অব নলেজ আর সেই স্রোতে গা ভাসানো খুব ভয়ানক জিনিস।যেমন অতিসম্প্রতি ঘটে যাওয়া কেয়ামতের আলামত নিয়েই বলা যায়। প্রথম রমজ...
06/04/2023

ল্যাক অব নলেজ আর সেই স্রোতে গা ভাসানো খুব ভয়ানক জিনিস।

যেমন অতিসম্প্রতি ঘটে যাওয়া কেয়ামতের আলামত নিয়েই বলা যায়। প্রথম রমজানে চাঁদের নিচে শুক্র আইমিন এলাইন্ড ফর্মে দেখা গেলো। এরপর পাইকারী দরে রটানো হলো ১৫ রমজানে আকাশে বিষ্ফোরণ হবে। এটা কিয়ামতের আলামত।

ফেসবুকীয় হুজুরেরা সেটা ফেসবুকে ছড়ালো, ইউটিউবার হুজুরেরা কন্টেন্ট ক্রিয়েট করলো, এক বিশেষ শ্রেণীর হুজুরেরা তা ওয়াজ মাহফিলের মাধ্যমে ছড়ালো। এরপর ঘরে ঘরে ঢুকে গেল এই বিষয়। অথচ এদের কেওই কিন্তু বিশুদ্ধ কোনো রেফারেন্স সামনে আনতে পারেনি।

তাদের ভাষ্যমতে- কেয়ামতের আলামত হলো রোজা শুরু হবে শুক্রবারে। আমার কথা হলো সব দেশেই কি শুক্রবারে রোজা শুরু হইছে? না! আমাদের এখানে শুক্রবারে মানে মিডল ইষ্টে বৃহঃবারে শুরু হইছে। তাহলে তোন দেশের রোজার হিসাবে কিয়ামত হবে সেটা আরও পরিষ্কার করা দরকার। নাকি?

ওয়েল, এবারই কি প্রথম আমরা শুক্রবারে রোজা পালন করছি? না! এর আগে ২০০১, ২০০৪, ২০১২ এবং ২০২০ সালে আমরা শুক্রবারে রোজা পালন শুরু করছি।

তাদের ভাষ্যমতে- ১৫ রমজানে আকাশে বিষ্ফোরণ ঘটবে, বিকট এক শব্দ হবে। সাইন্টিফিক্যালি, মহাকাশে থাকা বিলিয়ন-বিলিয়ন গ্রহরাজীর মধ্যে প্রতিনিয়ত বিষ্ফোরণ হয়েই চলেছে। যার মধ্যে অনেক গ্রহ আমাদের পৃথিবীর চেয়েও কয়েকগুণ বড় অথচ এর বিন্দুমাত্র আমরা আঁচ করতে পারিনা, বিষ্ফোরণের শব্দ আমাদের কানে আসেনা। আসবে কিভাবে, মহাশূন্যে তো বায়ুমন্ডল নেই; শব্দ ছড়ায় না।

নবী কারীম (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, 'যে ব্যক্তি আমার প্রতি মিথ্যারোপ করে সে যেন অবশ্যই তার ঠিকানা জাহান্নামে করে নেয়’।

(সহীহ বুখারী, হা/১২৯১; ছহীহ মুসলিম, হা/৯৩৩; মুসনাদে আহমাদ, হা/১৮২৬৫)

নিশ্চয় ক্বিয়ামত ও তার নিদর্শনাবলী সম্পর্কে কোন প্রকারের ভবিষ্যদ্বাণী করার অর্থ আল্লাহ ও তাঁর রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর স্পষ্ট বিরুদ্ধচারণ করা।

(সূরা লুক্বমান : ৩৪; সহীহ বুখারী, হা/১০৩৯, ৪৬২৭, ৪৬৯৭, ৪৭৭৮, ৭৩৭৯)।

গুজব রটাবেন না, গুজবে কান দিবেন না। আর এসব বুদ্ধিজীবী থেকে দূরত্ব রাখবেন। নাহলে নিজেই পথভ্রষ্ট হয়ে যাবেন।

03/04/2023

প্রথম বিশ্বযুদ্ধ ইতিহাসের বড় যুদ্ধগুলোর মধ্য অন্যতম। যে যুদ্ধে প্রায় ২ কোটি মানুষ জীবন দিয়েছে। এই যুদ্ধ বিশ্বের ভূ-রাজনৈতিক পরিস্থিতি পুরোপুরি বদলে দিয়েছে।

কিন্তু কেন এই মহাযুদ্ধ সংগঠিত হয়েছিল? কোন কোন দেশ মূলত এতে জড়িত ছিলো? তাদের মিত্র ও শত্রু কারা ছিল? যুদ্ধের তাৎক্ষণিক কারণ ও পরিনতি কি ছিল? এই ভিডিওতে আমি এসবের বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি।

Alien বা ভিনগ্রহী দের জন্য পৃথিবীর বার্তা।ভয়জার-১ বর্তমানে পৃথিবী থেকে ২৩.৮১৬ Billion km দূরে রয়েছে। এই মহাকাশযানে বহিরা...
02/04/2023

Alien বা ভিনগ্রহী দের জন্য পৃথিবীর বার্তা।

ভয়জার-১ বর্তমানে পৃথিবী থেকে ২৩.৮১৬ Billion km দূরে রয়েছে। এই মহাকাশযানে বহিরাগতদের জন্য পাঠানো হয়েছে বার্তা। যা "গোল্ডেন ডিস্ক" নামেও পরিচিত।

এই ডিস্কে ১১৫টি ছবি এবং বিভিন্ন ধরনের প্রাকৃতিক শব্দ একত্রিত করা হয়েছে। যেমন সার্ফ, বাতাস, বজ্রপাত, পাখি, তিমি এবং অন্যান্য প্রাণীদের দ্বারা তৈরি শব্দ। এতে বিভিন্ন সংস্কৃতি ও যুগের বাদ্যযন্ত্রের নির্বাচন এবং ৫৫টি ভাষায় পৃথিবীর মানুষের কথ্য অভিবাদন এবং রাষ্ট্রপতি কার্টার এবং জাতিসংঘের মহাসচিব ওয়াল্ডহেইমের মুদ্রিত বার্তা যুক্ত করেছে।

গর্বের বিষয় হচ্ছে ৫৫ টি ভাষার মধ্যে আমাদের মাতৃভাষা বাংলা ও রয়েছে। কি মনে হয়, ভীনদেশীরা এটি যদি পায় তাহলে কি আমাদের সন্ধান করবে?




মাটির ৮৫ মিটার গভীর পর্যন্ত বিস্তৃত আস্ত এক শহর!বাস করতে পারতো ২০,০০০ এর অধিক লোক!তুরষ্কের প্রাচীন শহর এলেংগুবু। বর্তমান...
19/03/2023

মাটির ৮৫ মিটার গভীর পর্যন্ত বিস্তৃত আস্ত এক শহর!
বাস করতে পারতো ২০,০০০ এর অধিক লোক!

তুরষ্কের প্রাচীন শহর এলেংগুবু। বর্তমানে পরিচিত ডেরিঙ্কু নামে। মাটির প্রায় ৮৫ মিটার গভীর পর্যন্ত এর বিস্তৃতি। যেখানে টানেলের সংখ্যা ১৮ তলা বিশিষ্ট। এখন পর্যন্ত খনন করা মাটির নিচের সবচেয়ে বড় শহর এটি। প্রায় ১০০০ হাজার বছরের বেশি এটি ব্যবহার করা হয়েছে৷ অবশেষে ১৯২০ সালে এটিকে পরিত্যক্ত হিসেবে ফেলে রাখা হয়৷

মজার বিষয় হচ্ছে ওই অঞ্চলে ২০০ এর মত এমন ছোট বড় আরো শহরের হদিস পাওয়া গেছে। ধারণা করা হয় সবগুলো শহর টানেলের মাধ্যমে এক সাথে যুক্ত ছিল। যেগুলোর দৈর্ঘ্য ১০০ মাইলেরও অধিক হবে৷

এই শহর আবিষ্কারের কাহিনিও অনেক মজার৷ ১৯৬৩ সালের দিকে এই শহরের ওপরে বাস করা এক অজ্ঞাত ব্যক্তি নিজের বাসায় মুরগি পালতেন। কিন্তু বাসা সংস্কার করার সময় তিনি লক্ষ্য করেন নতুন তৈরি হওয়া এক ছিদ্র দিয়ে তার মুরগিগুলো কোথায় যেন হারিয়ে যাচ্ছে। তাই তিনি ভালো ভাবে অনুসন্ধানের জন্য ওখানে হাল্কা খোড়াখুড়ি করেন এবং লম্বা এক প্যাসেজের সন্ধান পান৷

সাথেই সাথেই এই অঞ্চলে সরকারিভাবে খোড়াখুড়ি করা শুরু হয়। যার বদলৌতে শহরের মাঝে শুকনো খাবার সংরক্ষণের স্থান, বিদ্যালয়, ঘুমানোর স্থান, আস্তাবল সহ সম্পূর্ণ এক সভ্যতার আবাসের তথ্য পাওয়া যায়!

গত অর্থবছরে, আইমিন ২০২১–২২ অর্থবছরে রিজার্ভ থেকে সব মিলিয়ে ৭ দশমিক ৬২ বিলিয়ন ডলার বিক্রি করেছিলো বাংলাদেশ ব্যাংক। অন্যদি...
18/11/2022

গত অর্থবছরে, আইমিন ২০২১–২২ অর্থবছরে রিজার্ভ থেকে সব মিলিয়ে ৭ দশমিক ৬২ বিলিয়ন ডলার বিক্রি করেছিলো বাংলাদেশ ব্যাংক। অন্যদিকে চলতি অর্থ বছরের প্রথম সাড়ে চার মাসেই বিক্রি করতে হয়েছে প্রায় ৬ বিলিয়ন ডলার।

11/11/2022

দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকা কেন জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে পারমানবিক বোমা হামলা করেছিল?

প্রথম বিশ্বযুদ্ধের বাজে অভিজ্ঞতার পর আমেরিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নিতে মোটেও আগ্রহী ছিলোনা। কিন্তু এক পর্যায়ে এসে আমেরিকা এবং জাপান যুদ্ধে জড়িয়ে পড়ে। সে যুদ্ধে আমেরিকা জাপানের হিরোশিমা ও নাগাসাকি শহরে পারমানবিক বোমা হামলা করে এবং জাপানের প্রায় ২ লক্ষ ৮০ হাজার মানুষ মারা যায়। কিন্তু কেন এই হামলা করা হল? কেন এতো মানুষকে মেরে ফেলা হল? দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি টানতে এই বোমা হামলা কি জরুরী ছিল?

আজকের ভিডিওতে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান এবং আমেরিকা দ্বন্ধের কারণ বিস্তারিত বর্ণনা করার চেষ্টা করেছি।

আশাকরি ভিডিওটি থেকে অনেক কিছু জানতে ও শিখতে পারবেন।

10/11/2022

Why Europe and Japan don’t Trust USA anymore?
Why USA is loosing all best friends?

প্রথম বিশ্বযুদ্ধের বাজে অভিজ্ঞতার পর আমেরিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নিতে মোটেও আগ্রহী ছিলোনা। কিন্তু এক পর্যায়ে এসে আমে...
05/11/2022

প্রথম বিশ্বযুদ্ধের বাজে অভিজ্ঞতার পর আমেরিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নিতে মোটেও আগ্রহী ছিলোনা। কিন্তু এক পর্যায়ে এসে আমেরিকা এবং জাপান যুদ্ধে জড়িয়ে পড়ে। সে যুদ্ধে আমেরিকা জাপানের হিরোশিমা ও নাগাসাকি শহরে পারমানবিক বোমা হামলা করে। এতে জাপানের প্রায় ২ লক্ষ ৮০ হাজার মানুষ মারা যায়। কিন্তু কেন এই হামলা করা হল? কেন এতো মানুষকে মেরে ফেলা হল? দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি টানতে এই বোমা হামলা কি জরুরী ছিল?

আজকের ভিডিওতে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান এবং আমেরিকা দ্বন্ধের কারণ বিস্তারিত বর্ণনা করার চেষ্টা করেছি।

ঠিক রাত ৯ঃ০০ টায় আমার ইউটিউব চ্যানেলে ভিডিওটি প্রিমিয়ার করা হবে। ভিডিওটি দেখতে নিচের লিংকে গিয়ে Notify Me করে রাখুন।

video link: https://youtu.be/SH7NduUtDxI

আগেকার সময়ে তথ্য ও সনদ যাচাই করা কঠিন ছিলো। তখন তথ্য ও সনদের সত্যতা যাচাই করার জন্য বিভিন্ন ব্যক্তিবর্গের দ্বারা সত্যায়ি...
30/10/2022

আগেকার সময়ে তথ্য ও সনদ যাচাই করা কঠিন ছিলো। তখন তথ্য ও সনদের সত্যতা যাচাই করার জন্য বিভিন্ন ব্যক্তিবর্গের দ্বারা সত্যায়িত করা যৌক্তিক ছিলো। কিন্তু ডিজিটাল এই যুগে সনদ সত্যায়িত করার মত কালচার থাকার প্রয়োজনীয়তাই দেখিনা।

মানুষের মস্তিষ্কের মেমোরি স্পেস ফুরিয়ে যেতে পারে?হ্যাঁ! ফুরিয়ে যেতে পারে। কিন্তু কোনো মানুষই এখনো সেই পর্যায়ে পৌঁছানো ...
12/10/2022

মানুষের মস্তিষ্কের মেমোরি স্পেস ফুরিয়ে যেতে পারে?

হ্যাঁ! ফুরিয়ে যেতে পারে। কিন্তু কোনো মানুষই এখনো সেই পর্যায়ে পৌঁছানো পর্যন্ত বেঁচে থাকেননি।

আপনার মস্তিষ্কের ২.৫ মিলিয়ন গিগাবাইট ডিজিটাল মেমরি সঞ্চয় করার ক্ষমতা আছে। যদি আপনি কল্পনা করেন যে আপনার মস্তিষ্ক CD এর মতো স্টোরেজ ডিভাইস। তাহলে ৩০০ বছরের জন্য যথেষ্ট মেমোরি স্পেস বা স্মৃতি ধরে রাখার যায়গা আছে।

অন্য অর্থে আমরা বলতে পারি না, 'স্মৃতি' বলে কিছু নেই। যখন আমাদের মস্তিষ্ক ওভারলোড হয় তখন আমাদের সাথে ঘটা ঘটনাগুলি বিভ্রান্ত হবার সম্ভাবনা বেশি হতে পারে বা মনে রাখতে অন্যান্য অসুবিধা হতে পারে, কিন্তু আমরা সত্যিই বলতে পারি না যে আমাদের 'স্মৃতি ফুরিয়ে গেছে'।

তাই আমাদের সীমাবদ্ধতা বেঁচে থাকায় , স্মৃতিতে নয়।

Address


Telephone

+8801978214101

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nayan Reza posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nayan Reza:

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share