Abbas Nisan

Abbas Nisan Hi There! I'm a Professional Web Development and Digital Marketing Expert.

সবাই জীবনে সফল হতে চায়। সবাই চায় সমাজে তার একটা নাম হবে। সবাই তাকে চিনবে। কিন্তু সাফল্য পাওয়া এতটা সহজ নয়।সাফল্য পেতে হল...
08/05/2025

সবাই জীবনে সফল হতে চায়। সবাই চায় সমাজে তার একটা নাম হবে। সবাই তাকে চিনবে। কিন্তু সাফল্য পাওয়া এতটা সহজ নয়।
সাফল্য পেতে হলে কঠোর পরিশ্রম করতে হবে। সফল হতে অনেকে অনেক কিছু করে থাকে।
সাফল্যের ছোঁয়া পেতে এমন কিছু উপায় বা টিপস জেনে নিন।
অজুহাত না দেখানো:
সবসময় অজুহাতকে দূরে রাখতে হবে।
অজুহাত এক ধরনের মনের দুর্বলতা যা আপনার সাফল্যের পথে বাধা দিতে পারে।
অনুপ্রেরণা
এটি হলো একটি অভ্যন্তরীণ শক্তি যা আপনাকে লক্ষ্য অর্জনের জন্য পদক্ষেপ নিতে বাধ্য করবে। সাফল্য পেতে চাইলে নিজেই নিজেকে অনুপ্রাণিত করতে হবে। এতে আপনার লক্ষ্য পূরণে সহায়তা হবে।
প্রত্যেকটা দিন নতুন দিন:
প্রত্যেকটা দিনই নতুন করে শুরু হয়। ঘুম থেকে উঠার পর আপনার আজকের দিনের কী কী কাজ আছে তা সাজিয়ে ফেলতে হবে। আবার ঘুমাতে যাওয়ার আগে সেই কাজগুলো শেষ করে ফেলতে হবে। কোনো কাজ বাকি রেখে ঘুমোতে যাবেন না।
ইতিবাচক চিন্তাভাবনা:
নিজেকে সবসময় ইতিবাচক চিন্তাভাবনায় রাখতে হবে।
নেতিবাচক চিন্তাধারা মনে জায়গা দেওয়া যাবেনা। সামান্য কিছুতেই ভেঙে পড়া যাবেনা। আবার সামান্য কিছু পেয়েও এত খুশি হওয়া যাবেনা।
আত্মবিশ্বাস:
সাফল্য পেতে চাইলে নিজের উপর বিশ্বাস থাকতে হবে। আত্মবিশ্বাস আপনাকে সাফল্যের চরম শিখরে পৌছে দিতে সাহায্য করবে।
ঝুঁকি নেওয়া:
কোনো কাজে সফল হতে চাইলে ঝুঁকি নেওয়াটা জরুরি। কেউ কখনো এটা করেনি বলে আপনিও পারবেন না এমন চিন্তা রাখা যাবেনা। ঝুঁকি নেওয়ার চ্যালেন্জ আপনাকে সফলতার দিকে নিয়ে যাবে।
ভুল সংশোধন:
নিজের ভুলটা স্বীকার করে তা সংশোধন করতে হবে। নিজের সমালোচনা নিজেকেই করতে হবে। তাহলে নিজের ভুলগুলো নিজে সংশোধন করতে পারবেন।
আপনার মধ্যে কোনঠির আভাব বলতে পারবেন? কমেন্টে উল্লেখ করবেন।
শুভ দুপুর।

✅অভিজ্ঞতা জমিয়ে লাভ নেই, যদি সেটা ঠিক সময়ে কাজে না লাগে❌একজন উদ্যোক্তা আমাকে বলছিলেন-“ভাই, আমি ৪ বছর ধরে এই লাইনে। ট্রে...
07/05/2025

✅অভিজ্ঞতা জমিয়ে লাভ নেই, যদি সেটা ঠিক সময়ে কাজে না লাগে❌
একজন উদ্যোক্তা আমাকে বলছিলেন-
“ভাই, আমি ৪ বছর ধরে এই লাইনে। ট্রেনিং করেছি, কোর্স করেছি, মার্কেটও বুঝি।
তবুও এখন মনে হয়—নতুনরা যেন আমার আগেই সামনে চলে যাচ্ছে।”
আমি তাকে শুধু একটাই প্রশ্ন করেছিলাম-
“আপনি শেষ কবে নিজে থেকে কিছু একশন নিয়েছেন?”
একটু চুপ করে রইলেন।
এটাই বাস্তবতা।
অনেকেই শেখেন, বোঝেন, ভাবেন—কিন্তু করেন না।
আর যারা কম জানেন কিন্তু শুরু করেন,
ভুল করেও বারবার চেষ্টা করেন—তারাই সামনে যায়।
শেখা কখনোই শেষ হয় না,
কিন্তু শেখার আসল অর্থ হলো সেটা কাজে লাগানো।
নইলে সেই অভিজ্ঞতা একসময় পুরনো বইয়ের পাতার মতো হয়ে যায়—
যার কথা মনে থাকে, কিন্তু জীবনে আর প্রভাব ফেলে না।
আজকের দিনে দাঁড়িয়ে উদ্যোক্তা হিসেবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো—
শুধু জানা না, জানা জিনিস দিয়ে কিছু করা।
সময়মতো কিছু শুরু করা।
পারফেক্ট সময়ের অপেক্ষা করবেন না।
যেটা জানেন, সেটা দিয়েই শুরু করুন।
একশন নিন, বাস্তবতা থেকে শিখুন—
কারণ সময় কাউকে বারবার সুযোগ দেয় না।
Be Positive 😊
Believe in Yourself 😎
Never Give Up 🔥

🛑মাসে লাখ টাকা আয় করতে চাইলে হাজারটা সেক্রিফাইস করতে হবেটাকা অর্জনই একমাত্র সফলতা নয়, তবুও জীবনের প্রয়োজনে টাকার দরকার আ...
27/04/2025

🛑মাসে লাখ টাকা আয় করতে চাইলে হাজারটা সেক্রিফাইস করতে হবে
টাকা অর্জনই একমাত্র সফলতা নয়, তবুও জীবনের প্রয়োজনে টাকার দরকার আছে। মাসে লাখ লাখ টাকা আয় করতে চাইলে, যে সেক্রিফাইস গুলো আপনাকে করতে হবে ঃ
১। আড্ডার সার্কেল ঠিক করতে হবে, প্রতিদিন আপনি কাদের সাথে সময় কাটাবেন? তারা কি ক্যারিয়ার নিয়ে ভাবে নাকি শুধু আড্ডা দিয়ে সময় নষ্ট করে।
২। আলসেমি এবং অযুহাত শব্দ টা জীবন থেকে ডিলিট করে দিতে হবে অন্তত ৪-৫ টা বছর। যতক্ষণ জেগে থাকবেন ততক্ষন কাজ করতে হবে।
৩। ঘুমের আরাম বাদ দিয়ে ভোরের সূর্য দেখতে হবে, নির্দিষ্ট সময় ঘুমিয়ে কাজের সময় বাড়াতে হবে।
৪। আগামীকাল করবো, এই চিন্তা থেকে বের হয়ে আসতে হবে, আজ এবং এখনই শুরু করতে হবে
৫। কমফোর্ট ত্যাগ করতে হবে জীবনে অন্তত ৫-৭ টা বছর। আরাম খুঁজলে আপনি কখনো কঠিন পরিশ্রম করতে পারবেন না। কঠিন পরিশ্রম ছাড়া সফলতা অসম্ভব।
৬। রাগ ও ইগো এসব ঝেরে ফেলতে হবে বরং জিদ বাড়াতে হবে। রাগ এবং ইগোর ফলে অনেক সুন্দর উদ্যোগ নষ্ট হয়ে যায়।
৭। কথার জবাব দেবার জন্য বছরের পর বছর অপেক্ষা করতে হবে, আপনার কাজ ও সফলতাই সকল কথার জবাব দিয়ে দিবে।
৮। জীবনে যে কোন পরিস্থিতিতে পজেটিভি থাকতে হবে, নেগেটিভ মানুষ থেকে দূরে থাকতে হবে।
৯। নিজের ফিটনেস (সুস্থ থাকা) খুবই গুরুত্বপূর্ণ। অনেক বেশী রোজগার করতে হলে প্রতিদিন ১ ঘণ্টা ঝাম ঝরাতে হবে, হেটে অথবা দৌড়ে।
১০। জিহবা কে নিয়ন্ত্রণ করতে হবে, জাঙ্ক ফুড পরিহার করে পরিমিত খাবার খেতে হবে প্রতিদিন।
১১। দক্ষতা বাড়ানোর জন্য আরেকটু বেশী লেখাপড়া ও ট্রেনিং করতে হবে।
১২। যে কোন কাজে বা উদ্যোগে লেগে থাকতে হবে, হাল ছেড়ে দেয়া যাবে না।
১৩। যে কাজে সফল হতে চান সেই কাজটা প্রতিদিন করতে হবে।
তৈরি তো আপনি?
আপনি যদি সহজ সহজ কাজ করেন জীবন কঠিন হয়ে যাবে, আর যদি কঠিন সব কাজ করেন জীবন সহজ হয়ে যাবে।
#সংগ্রহ

বাংলা শুভ নববর্ষের শুভেচ্ছা।
13/04/2025

বাংলা শুভ নববর্ষের শুভেচ্ছা।

বদলে গেছে হযরত শাহজালাল(আন্তঃ)বিমানবন্দর __________________দেশ স্বাধীন হওয়ার পর সুন্দর এক এয়ারপোর্ট পেলাম ঢাকা এয়ারপোর্ট...
31/08/2024

বদলে গেছে হযরত শাহজালাল(আন্তঃ)বিমানবন্দর
__________________
দেশ স্বাধীন হওয়ার পর সুন্দর এক এয়ারপোর্ট পেলাম ঢাকা এয়ারপোর্ট।
এইতো কিছুদিন আগেও এয়ারপোর্টে ট্রলি গোছানোর কাজ করা ছেলেটাও নিজেকে জমিদার ভাবতো।
বোডিং ইমিগ্রেশন সবাই কেমন খিটখিটে স্বভাবের ছিলো।
মেক্সিমাম ইমিগ্রেশন অফিসাররা নিজেদের কেমন মালিক মালিক ভাবতো,আমাদের চাকরের নজরে দেখতো।
দেখি তাকান,কই যান কি জন্য যান,কি করেন,কত বেহুদা প্রশ্ন কইরা যে হয়রানী করতো,এদের স্যার স্যার না বললে,জাত যায় এদের।
আজকের দৃশ্য সম্পূর্ণ ভিন্ন পেলাম।
প্রতিটা কর্মচারী সহযোগীতা পূর্ণ আচরণ করছেন।
বোডিং ইমিগ্রেশন অফিসাররে পাসপোর্ট দিতেই,সবাই খুব আন্তরিকতার সাথে কাজ করছেন,ভাই বলে সম্মোধন করছেন।
ইমেগ্রেশন অফিসার বললো আলামীন ভাই বাইতুল্লাহ গিয়ে আমাদের দেশের বন্যাকবলিত মানুষের জন্য দোয়া কইরেন।
কথাটা শুনে আবেগপ্রবণ হয়ে গেলাম,কতটা মায়া নিয়ে বললো।
চেক ইন কিংবা বিমাণে উঠার সময় অনেক মুরুব্বি ভালোভাবে না বুঝলেন,আংকেল বলে সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছে।
স্বৈরাচার মুক্ত স্বাধীন দেশের সবকিছুই সুন্দর।
এই পরিবেশ অব্যাহত থাকুক আজীবন।
লিখেছেন (Al Amin Arafat)

এই লোকটাকে কেউ থামান কি শুরু করছে!এয়ারপোর্টে যাত্রীদের জন্য -১.ফ্রি টেলিফোন ২. ফ্রি ওয়াইফাই ৩. হেল্প ডিস্ক, কাষ্টমার সার...
31/08/2024

এই লোকটাকে কেউ থামান কি শুরু করছে!

এয়ারপোর্টে যাত্রীদের জন্য -
১.ফ্রি টেলিফোন
২. ফ্রি ওয়াইফাই
৩. হেল্প ডিস্ক, কাষ্টমার সার্ভিস
৪. দ্রুত ল্যাগেজ প্রধান
৫. ভালো ব্যবহার
৬. ল্যাগেজ ভাঙ্গলে বা কোন কিছু চুরি হলে, কর্মীদের বেতন থেকে টাকা কাটা হবে।
কোন ঘোষণা দিলো না। সেলফি তুললো না। নেতা কর্মীদের নিয়ে ফুলের মালা গলায় পড়লো না। সাংবাদিক সম্মেলন করলো না। বাবা এবং স্বামীর স্বপ্ন দেখলো না। সন্তান আর স্বজন হারানো কোন বেদনা ছাড়াই একটি ফোন কলেই সব ঠিক করে ফেলেছে।
আসলে শিক্ষিত লোকেরা কথা কম বলে, চিল্লায় কম, কাজ বেশি করে। ডক্টর ইউনুস স্যার 🌺🫡 (c)

সফলতার আশ্চর্য প্রদীপ কঠিন পরিশ্রমের দ্বারাই জ্বালাতে হয়।........
23/08/2024

সফলতার আশ্চর্য প্রদীপ কঠিন পরিশ্রমের দ্বারাই জ্বালাতে হয়।........

ইউরোপের সবচেয়ে বড় বাঁধ নির্মাণ কোম্পানি নিয়ে আসবোস্বাধীন বাংলাদেশের বর্ডারের নদীগুলোতে বাঁধ নির্মাণ করতে,দেশের মানুষকে র...
23/08/2024

ইউরোপের সবচেয়ে বড় বাঁধ নির্মাণ কোম্পানি নিয়ে আসবো
স্বাধীন বাংলাদেশের বর্ডারের নদীগুলোতে বাঁধ নির্মাণ করতে,
দেশের মানুষকে রক্ষা করতে,
দেখি কে আসে বাঁধা দিতে!!!
© Natallia & Habib🌸💖
পোস্ট টা দেখে ভালো লাগলো...

What is YouTube Free & Paid Promotion?👇👇👇   🔥YouTube offers both free and paid promotion options for content creators. F...
17/10/2023

What is YouTube Free & Paid Promotion?👇👇👇 🔥
YouTube offers both free and paid promotion options for content creators. Free promotion involves organic methods, such as optimizing videos for search (SEO), creating compelling content that attracts viewers, and sharing videos on social media and other platforms to increase visibility. Paid promotion, on the other hand, includes using YouTube's advertising features like TrueView ads, display ads, and sponsored cards. Creators can pay to have their videos shown to a wider audience, targeting specific demographics and interests. These paid promotions can help boost video views and subscriber counts. The choice between free and paid promotion depends on a creator's budget and goals.actively promoting their content, creators can maximize their video's exposure and increase the likelihood of building a successful and sustainable presence on YouTube.


What is YouTube SEO? 👇👇👇    🔥🔥🔥YouTube SEO, or Search Engine Optimization, refers to the strategies and techniques emplo...
17/10/2023

What is YouTube SEO? 👇👇👇 🔥🔥🔥
YouTube SEO, or Search Engine Optimization, refers to the strategies and techniques employed to enhance the visibility and discoverability of videos on YouTube's platform. It involves optimizing video titles, descriptions, and tags with relevant keywords, thereby increasing the chances of videos appearing in search results and recommendations. Additionally, YouTube SEO emphasizes video quality, engagement metrics (likes, comments, shares), and viewer retention to boost a video's ranking in search results and recommended videos. Successful YouTube SEO can help content creators grow their audience, gain more views, and ultimately, increase their channel's reach and influence within the YouTube community.

🧑‍🎯 মার্কেটপ্লেসের বাইরে কাজ না পাওয়ার জন্য সবচেয়ে বড় ভুল হলোঃমার্কেটপ্লেসের বাইরে Client সর্ম্পকে খুনাটি না জানা অথবা...
02/10/2023

🧑‍🎯 মার্কেটপ্লেসের বাইরে কাজ না পাওয়ার জন্য সবচেয়ে বড় ভুল হলোঃ

মার্কেটপ্লেসের বাইরে Client সর্ম্পকে খুনাটি না জানা অথবা সঠিক Client এর কাছে Outreach না করতে পারা বা পৌছাতে না পারা। সঠিক বায়ার খুঁজে বের করতে সঠিক Niche নির্বাচন সবচেয়ে গুরুত্বপূর্ণ।

আর আপনার সার্ভিস অনুযায়ী এই Niche ভিন্ন হবে। তাই কেউ অমুক Niche নিয়ে কাজ করতেছে এরং কাজ পাচ্ছে আর আপনিও ওটাই শুরু করলেন তাকে দেখে এটা হলো সবচেয়ে বড় ভুল।

নির্বাচিত Niche নির্বাচন করতে অনেক বিষয়ের উপর নির্ভর করে, যেমন- ব্যবসার প্রকার, স্থান, আকার ইত্যাদি।

উদাহরণস্বরূপ বলা যায় রিয়েল এস্টেট কোম্পানি গুলোর জন্য আপনি যে সার্ভিস অফার করবেন, সেই সার্ভিস আপনি ফ্যাশন রিলেটেড কোম্পানিগুলোর জন্য অফার করতে পারবেন না। তবে কিছু কিছু র্সাভিস একই।

আর এজন্য আপনার সার্ভিস কি? লোকেশন কথায়? কোম্পানির সাইজ ইত্যাদি দেখে আপনার জন্য কোন Niche সঠিক তা নির্বাচন করুন।
আপনি মার্কেটপ্লেসের বাইরে কাজ পাবেন কি পাবেন না তার ৬০% নির্ভর করে আপনার নির্বাচিত Niche কি তার উপর।

উদাহরণস্বরূপ বলা যায় SEO এর সাকসেস নির্ভর করে সঠিক Key-Word রিসার্চ করার উপর। আশা করি বিষয়টি আপনি বুঝতে পেরেছে?

আর আপনি এতদিন কোন Niche উপর কাজ করেছেন সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানান। আমি সলভ করে দেওয়ার চেষ্টা করবো। ইনশাআল্লাহ।
Comment Plz. 👇👇👇


📗স্কুল লাইফ ১0 বছর।📗কলেজ লাইফ ২ বছর।📗বিশ্ববিদ্যালয় ৪ বছর।মোট ১৭ বছর লেখাপড়া করে অনেক কষ্টে একটা ১৬ হাজার টাকা বেতনে চাকু...
30/09/2023

📗স্কুল লাইফ ১0 বছর।
📗কলেজ লাইফ ২ বছর।
📗বিশ্ববিদ্যালয় ৪ বছর।

মোট ১৭ বছর লেখাপড়া করে অনেক কষ্টে একটা ১৬ হাজার টাকা বেতনে চাকুরি পেয়েও সেই চাকুরি ধরে রাখা কষ্টকর।যেখানে নিজের কোনো স্বাধীনতা নেই।সময়ের স্বাধীনতা নেই। কোন সম্মান নেই যেখানে। তবু আমরা লেখাপড়া বাদ দেই না কখনো। কিন্তু ৬ মাসের একটা কোর্স করে৷ যেখানে আনলিমিটেড ইনকাম সুবিধা অর্থের স্বাধীনতা, নিজের স্বাধীনতা এবং সম্মান সহ সকল সুযোগ সুবিধা রয়েছে সেটা আমরা বুঝিনা।

Address


Telephone

+8801774471010

Website

http://www.abbasnisan.com/

Alerts

Be the first to know and let us send you an email when Abbas Nisan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Abbas Nisan:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share