Faisal Mirza

Faisal Mirza A digital marketer with a complete package. He brought everything under an Umbrella.

Everything, related to Digital marketing like SEM, SMM, Content Writing, Graphics, Animation, Web design & development, etc is covered By Faisal & his Team.

ফারুক খাতিব, রামাল্লা, ফিলিস্তিন। ৩ মাস আগে তাকে বিনা কারনে ইসরাইলের সেনা বাহিনি ধরে নিয়ে যায় এবং কোন প্রকার ট্রায়াল ছাড়...
23/12/2023

ফারুক খাতিব, রামাল্লা, ফিলিস্তিন। ৩ মাস আগে তাকে বিনা কারনে ইসরাইলের সেনা বাহিনি ধরে নিয়ে যায় এবং কোন প্রকার ট্রায়াল ছাড়াই আটকে রাখে।
কিছু দিন আগে তাকে ছেড়ে দেয়া হয়।
ছবি দুটি ইসরাইলের কাছে বন্দি হবার আগে (বাম) এবং পরের (ডান) ছবি।

মানুষ হওয়া কি এতই কঠিন?

26/09/2023

Are your Confident with your Vocabulary??
Come and Try if you are smart Enough...

03/09/2023

Who can solve more?

আমরা যখন কোন কস্ট পাই, আমরা এটাই ভাবি যে, দুনিয়ার সবচেয়ে বড় কস্ট এইটাই। এর চেয়ে বড় কোন কস্ট হতেই পারে না।  তখন আমরা কি প...
01/02/2023

আমরা যখন কোন কস্ট পাই, আমরা এটাই ভাবি যে, দুনিয়ার সবচেয়ে বড় কস্ট এইটাই। এর চেয়ে বড় কোন কস্ট হতেই পারে না। তখন আমরা কি পেয়েছি, আর কি পাবার যোগ্য ছিলাম সে হিসাব কসতে বেমালুম ভুলে যাই। আল্লাহর না শোকর বান্দায় পরিনত হই। অনেক সময় ত আল্লাহ কে গালি গালাজ করতেও পিছ পা হই না।

আর আরো বাজে ব্যাপার হচ্ছে, নিজেদের যদি কোন দোস থাকে, সেটা অন্য কারো উপর চাপাতে পারাটাই মনে হয় সবচেয়ে আরটিস্টিক ব্যাপার হয়ে দাঁড়ায়। আরো বিশ্রি ব্যাপার হল, যখন কেউ চুপ থাকে, তাকে আমরা পেয়ে বসি আর তার চুপ থাকাটাকে হাতিয়ার বানিয়ে তাকে সত্য মিথ্যার সংমিশ্রণে পিশতে থাকি।

মনে রাখা উচিত। আমাদের কাছে আজ যা আছে সব ই আল্লাহর দান, এগুলো কেড়ে নিতে এক মুহুর্ত সময় লাগবেনা। এত মেজাজ, এত রাগ, এত আক্ষেপ সব কিছু মাটি হয়ে যাবে।

আজকেও একটা ছেলের জানাজায় অংশ নিয়েছিলাম, যে মাত্র 2022 সালে এস এস সি পরিক্ষা দিয়েছিল। অত্যন্ত মেধাবী ছাত্র ছিল। কিন্তু এখন সে শুয়ে আছে একলা কবরে।

আল্লাহ আমাদের সবাইকে চিন্তা করার এবং বুঝার তউফিক দান করুক।

Indeed
04/10/2022

Indeed

পুরুষ মানুষের মন খারাপের অনেক কারন থাকে। টাকা পয়সা তার একটি। এই জিনিষ টা ছাড়া পুরুষ হয়ে যায় হাঁফ লেডিস। ইন্টার্নীতে থাকা...
29/08/2022

পুরুষ মানুষের মন খারাপের অনেক কারন থাকে। টাকা পয়সা তার একটি। এই জিনিষ টা ছাড়া পুরুষ হয়ে যায় হাঁফ লেডিস।
ইন্টার্নীতে থাকার সময় যশোর থেকে এক টি বিয়ের প্রস্তাব এসেছিল। পাত্রীর ধনী বাবা আমাদের বাড়ী দেখতে এসে বাড়ির পথ থেকে পালিয়েছিল, ভিতরে আর আসে নি। এই বয়সে বিয়ের কোন আগ্রহ ছিল না আমার, সেটা চাইও নি, পাত্রীকেও চিনি না। তবুও একটা অদ্ভুত কষ্ট হয়েছিল সেদিন। কষ্টটা আমার জন্য নয়। আমাদের গোলপাতার বাড়িটার জন্য।...
এক ব্যাচ সিনিয়র এক ভাইয়ের সাথে দেখা হল সেদিন। চেহারা শুকিয়ে গেছে, চোখ কোটরে ঢুকেছে। ভালবেসে বিয়ে করেছিল, কোর্ট ম্যারেজ। পরিবার মেনেও নিয়েছিল। নবম মাসের মাথায় ডিভোর্স দিয়েছে। ডিভোর্স হয়েছে উনি নিজেও জানতেন না। খবর টা শুনেছে অন্যের কাছে। একটা বিশাল অপরাধ করেছিলেন উনি::: জুলাইতে এফসিপিএস চান্স হয় নাই, বিসিএস প্রিলি হয় নাই।
বিসিএস রিটেন দেওয়া রংপুর মেডিকেলের এক ছেলের সাথে নতুন করে শুরু করেছে মেয়েটা।

কারো চাই টাকা, আর কারো চাই স্ট্যাটাস। ভালবাসা এখানে শ্বান্ত্বনা ।
ভাইটাও এখন শ্বান্তনা পায়। মেয়েটির উপর তার কোন অভিযোগ নেই। " ও ভেবেছিল আমি ভাল মেডিকেলে পড়ি, অনেক ব্রিলিয়ান্ট কেউ। আমি যে গড় পড়তামানের স্টুডেন্ট পরে বুঝেছে । বোঝার পর চলে গেছে। ওর কোন দোষ নেই।" এভাবেই বলেছিলেন উনি। ....
আপনি পুরুষ মানুষ হয়েছেন, আর আপনার বিসিএস নাই, এফসিপিএস নাই আবার টাকাও নাই। ভুলেও নিজেকে পুরুষ ভাববেন না। যেদিন বউ চলে যাবে সেদিন ই বুঝবেন নিজেকে ভুল জেনেছেন। 'ভালবাসার সাথে টাকার সম্পর্ক নেই' এই কথা যে বলে তার দুই গালে কষে থাপ্পড় দিন। নিকৃষ্টতম মিথ্যাটি সে আপনাকে বলেছে।...
টাকা সবারই লাগে। অথচ বেশিরভাগ ক্ষেত্রে এটি থাকে পুরুষের পকেটে। এর ওজন ও ব্যাথা প্রতিটা পুরুষকে বইতে হয়। টাকা না থাকলে কোন মেয়ে অমানুষ হয়ে যায় না, কিন্তু একটি পুরুষ মহিলা হয়ে যায়।
টাকা আসে, আবার চলে যায়। মাঝ থেকে ভালবাসাটা নিয়ে গেলে আর কষ্টের সীমা থাকে না।...
গতকাল ওয়ার্ডে দুই জন রুগী খারাপ ছিল। 27 বছরের এক মেয়ে , Sub Arachnoid haemorrhage ... ICU এর জন্য. councelling. করেছিলাম। টাকা দিয়ে হয়ত সুখ কেনা যায়, জীবন তো আর কেনা যায় না। তবুও আমাদের টাকাই সব।.
যতবার বিয়ের কথা উঠেছে, ততবার ই আমি ভয় পেয়েছি। টাকা আমাকে আজীবন তাড়িয়ে বেড়িয়েছে। তাই বিয়ে - ভালবাসার কথা শুনলে ভয় পাই। ফার্স্ট ইয়ারে কেরানীগঞ্জ এর ওপারে যখন দেড় হাজার টাকার টিউশুনি করতাম, নদী পার হওয়ার ছয় টাকা আমার থাকত না। আধা কিলোমিটার হেটে ব্রিজ পার হতাম। আর আজ হাজার হাজার টাকা আয় করেও দেখি ঈদে বাড়ি যাওয়ার টাকা থাকে না। জীবন আসলে একই থাকে, শুধু সময় আর চক্র টা বদলায়। ..
একজন বিখ্যাত প্রফেসরের সাথে কথা বলতেছিলাম। উনি যখন ইন্টার্নীতে পাঁচ হাজার টাকা বেতন পেতেন তখন দুই হাজার টাকা ঘাটতি থাকত। এখন বিশ লাখ টাকা আয় করেও দুই লাখ টাকা ঘাটতি থাকে। কাকে কি বলব??..
সতের শ টাকায় যখন মাস চলত। তখনও পকেটে একটা টি শার্ট কেনার মত টাকা থাকত না। আর আজ নিজের খরচই হয় ষোল হাজার টাকা। আজও টি শার্ট কেনার টাকা নাই। ..
আমি এই হিসেব বুঝি না।

© ডা: আব্দুর রব

21/08/2022

পুরুষ মানুষের কোন পরিবার হয় না। টাকা ছাড়া পরিচয় হয় না।.......................................................................................................................
২০১০ সালের কথা, বিয়েশাদি করছি, বাপের বাসায় থাকি বৌ সহ, লেখাপড়া করতেসি, ডিগ্রি করমু সেই আশায়, চাকরিও করি একটা হাসপাতালে, উইকলি ৪৮ ঘন্টা, হাতখরচ চলে যায় আরকি. বৌও চাকরি করে.
খুব কাছের এক সিনিয়র ভাই, রেগুলার ফোনে কথা হয়, দেখা হয়, একদিন হটাৎ বললো, ছোট, আমি লন্ডন চলে যাচ্ছি, আজকে ট্রীট দিচ্ছি, কেএফসিতে চলে আয়.
রবিন ভাই (ছদ্মনাম) আমার ছয় বছর সিনিয়র, প্রাইভেট একটা মেডিক্যাল কলেজ থেকে পাশ করে বিয়ে করেছেন, বাচ্চা হয়েছে একটা. উনার স্ত্রী গাইনিতে ক্যারিয়ার করবেন, আর উনি সার্জারিতে. বিয়ের পর বাবা বা শ্বশুর কেউই ফিনান্সিয়াল সাপোর্ট না দেয়ায় উনারা হালকা ফাঁপরে পড়ে যান, পার্ট ওয়ান আর পাশ হচ্ছিল না ভাইয়ের কিন্তু ভাবি পাশ করে ট্রেনিং শুরু করেন.
ভাই পুরোপুরি পয়সা কামাইয়ের রাস্তায় নিজেকে উৎসর্গ করেন. একাধিক খ্যাপ, চাকরি মেন্টেইন করে ঢাকার মতো নির্দয় শহরে সংসার চালান. মেয়ে বড়ো হয়, স্কুলে যাতায়াত শুরু হয়. এরকম সময়ে ভাবির এফসিপিএস কমপ্লিট হয়, একটা কর্পোরেট হাসপাতালে জয়েন করেন. রবিন ভাইয়ের খ্যাপ, চাকরির সম্মিলিত ইনকামের চেয়েও বেতন বেশি. ভাবির পাশ উপলক্ষে ভাইজান বিশাল পার্টি দিয়েছিলেন, তখন ব্যুফে রেস্টুরেন্টের এত চল ছিল না, আদরের জুনিয়র ভাই বেরাদারদের কেএফসিতে খাওয়াইছিলেন.
ভাই বললেন, আমার দায়িত্ব আপাততঃ শেষ, এখন আমি নিশ্চিন্তে পড়ালেখা করব, আপাতঃ সিনিয়র বয়সে যেয়ে দিলীপ স্যারের ক্লাসে জয়েন করলেন, নোয়াখালীর খ্যাপ জুনিয়র এক ছেলেকে বুঝিয়ে দিলেন. ক্লিনিকের চাকরিটাও ছাড়বেন দিনরাত লেখাপড়ার উদ্দেশ্যে.
নিতান্ত ভদ্রলোক রবিন ভাই এরপর দিন দিন কেমন যেন হয়ে যেতে লাগলেন. জিজ্ঞেস করলে বলেন, কিছু ভালো লাগেনা রে, ফোন ও ধরেন কম, মেসেঞ্জারেও রিপ্লাই দেন দেরি করে. জোর করে আজিজের চিপায় দেখা করতে ধরলে সিগারেট খেতে খেতে ধরা গলায় বলেন, ছোট, ক্যারিয়ারের সাথে ফাইজলামি করবিনা রে, কোনদিন না.
আমরা জানতে চাই কি হয়েছে ভাই? উনি বললেন, আল্লাহ সাক্ষী, একা হাতে মেয়ে বড়ো করলাম, খাওয়াইলাম, পরাইলাম, বাজার সদাই, রান্নাবান্না, ঘুম পাড়ানো সব করলাম, কোনদিন বিরক্ত হইলাম না. কাজের মেয়ে নাই সেটাও সমস্যা লাগলো না. ডিউটি করতাম এমনভাবে যেন তোর ভাবির ট্রেনিং এ সমস্যা না হয়. এখন আমি চাকরি ছেড়ে দুইবেলা পড়তে বসলে ঘ্যানঘ্যান শুনতে হয়, বাচ্চা ধরিনা, বাজার করিনা. সবচেয়ে বড়ো খোঁটা টা দিলো যেদিন বাসার ভাড়াটা তাকে দিতে হলো!!! এতদিন যে শ্বশুর শাশুড়ি নিজেদের বাড়িতে ঠাঁই দিলোনা, সেই বাড়িতে মেয়ে নিয়ে চলে গেলো!!! আমার বাসায় এসি নাই, আমার গাড়ি নাই!!! এতোদিন লাগেনাই, এখন লাগবে এসব!!!
তুলনামূলক ছোট বয়স তখন, ভির্মি খাওয়ার অবস্থা, এসব শুনে. রবিন ভাই বললো কোনদিন পরিবারের জন্য স্যাক্রিফাইস করবিনা, কোনদিন না, পুরুষ মানুষের কোন পরিবার হয়না রে... কোন আপনজন হয়না. টাকা ছাড়া কোন পরিচয় ও হয়না. সেবার উনি পার্ট ওয়ান পাশ করেন.
ভীষণ রকম জেদি ক্যারেক্টারের লোক, ট্রেনিং শুরু করেন, এমআরসিএস একবারে পাশ করলেন. মেয়ের কথা মনে পড়লে একটু উদাস হয়ে যেতেন কিন্তু কোনদিন শ্বশুরবাড়ি যান নাই, মেয়ের সাথে, মেয়ের মায়ের সাথে দেখাও করেন নাই আর. আমরা বলতাম, ভাই বাদ্দেন, ভাবিরে নিয়া আসেন বাসায়. রাজি হন নাই, বলতেন, ছোট, একবার যেই মেয়ে তোর ঘর থেকে বের হয়ে যাবে, তাকে ঘরে বা মনে আর জায়গা দেয়া যায়না. আর আমার বাচ্চা বড় হলে যদি ফিরে আসে আসবে, এখন দেখতে চাওয়া মানেই সুযোগ দেয়া, সিন ক্রিয়েট করা. ওগুলা রবিনের পোষায় না, তবে আমি খরচ দিবো, আমি যা আয় করি তা থেকে দিয়ে যাবো মেয়ের খরচের জন্য. কিন্তু দেখা করবোনা.
খুব দ্রুত পিছিয়ে পড়া ক্যারিয়ার গুছিয়ে নিয়ে ডিভোর্স দিয়ে ইউকে চলে গেলেন রবিন ভাই, এরপর বারো বছর কেটে যায়. এফআরসিএস কমপ্লিট করেন, তুর্কি বংশোদ্ভূত ব্রিটিশ একজন নার্সকে বিয়ে করেন, গত সপ্তায় দেশে এসেছেন. ফোন নাম্বারটা সেইভ করা ছিল, হটাৎ কল দেখে আবার ভির্মি খাইলাম! ছোট, কই আছিস? আমি ঢাকায়, ট্রীট দিবো, ওই কেএফসিতেই বসি, নাকি বলিস??? চলে আয়... চক্ষু ছানাবড়া টাইপ সুন্দরী বৌ আর টুপ্পুত করে স্বর্গ থেকে পড়া একটা ছেলে বাচ্চা নিয়ে কেএফসিতে ওয়েট করছিলেন. ওরে আল্লাহ, টসটস বাংলা বলে বিদেশিনী আর বাচ্চা!!!
আড্ডার মধ্যে জিজ্ঞেস করলাম, ভাই, কেমন আছেন? চশমাটা খুলে মুছতে মুছতে গম্ভীর কণ্ঠে জবাব দিলেন, ভালো না ভাই, মেয়েটার কথা খুব মনে পড়ে. বললাম, তাহলে দেখা করেন. বললো, না ভাই, আমার স্মৃতি না থাকলেই সে ভালো থাকবে, ভালো থাকুক. রবিন ভাইয়ের ছেলে এই পর্যায়ে "কান্দে না কান্দে না, বুড়া পাপা কান্দে না..." বলে সুর করে কোলে এসে বসলো, সুর মিলিয়ে "কাণ্ডে না, কাণ্ডে না..." বলতে বলতে তার মা ও এসে জড়িয়ে ধরলো রবিন ভাইকে...
ভয়ংকর সুন্দর কিন্তু অপূর্ণতায় ভরা জীবন টানতে টানতে ক্লান্ত এক সৈনিককে রেখে বের হয়ে আসলাম, অপারেশন আছে, হাই গ্রেড গ্ল্যায়োমা, মনে মনে ভাবছি, আজকে লিনিয়ার ইনসিশন দিবো, দেড় ঘন্টার সার্জারি, যাওয়ার পথে কন্যার জন্য কিংস এর ডোনাট নেয়া লাগবে, পুত্রের পেডিয়াশিউর কি আছে নাকি শেষ???
লেখা :
Muhammad Shahriar Kabir

An ambulance was needed to take the body of the dead father. Father's body could not be taken to the ambulance due to la...
03/08/2022

An ambulance was needed to take the body of the dead father. Father's body could not be taken to the ambulance due to lack of money.
The girl is sitting silently next to her father's body. Life without money has no color, not even after death.
Money means living a little with dignity to someone. Money means a luxury of thousands of crores of Taka to someone 💔

About 1 Billion Animals Are Killed Each Year By KFC, McDONALDS, BURGER KING, Etc...To Feed The Rich & Make MoneyAnd No O...
20/07/2022

About 1 Billion Animals Are Killed Each Year
By KFC, McDONALDS, BURGER KING, Etc...
To Feed The Rich & Make Money
And No One Bats An Eye

During Holy Eid Ul-Adha
Muslims Sacrifice Them To Feed The Poor
For Free & Everyone Loses Their Mind

12/06/2022

Let's meet on AMA about "Why from X network To Solana (SOL)". As you all know Our "Mr. Hawks" project has started migrating from ( ) To ( ) very recently. We have shared why. In that AMA Faisal Mirza will be sharing details history of changing Networks along with many more Project updates. Don't miss it and keep an eye on https://twitter.com/joinmirrorworld at 11.00 PM (EST).

03/05/2022

ঈদ মুবারক।

Address


Alerts

Be the first to know and let us send you an email when Faisal Mirza posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share