সাকীব ওয়াইল

  • Home
  • সাকীব ওয়াইল

সাকীব ওয়াইল কম প্রয়োজনীয় অতি সাধারণ একজন।
(1)

I have reached 300 followers! Thank you for your continued support. I could not have done it without each of you. 🙏🤗🎉
02/07/2023

I have reached 300 followers! Thank you for your continued support. I could not have done it without each of you. 🙏🤗🎉

22/03/2022

আসল স্পাইডার ম্যান।🤣

20/03/2022

জনি জনি ইয়েস পাপ্পা বাই তুবা মনি

13/03/2022


আপনি চিকণ-কালো তালপাতার সেপাই ,দেখলেই মনে হয় দেশে দুর্ভিক্ষ চলছে এবং এই কথা কেউ কইলে আপনার ভিষণ মন খারাপ হয়?

আপনি পেটপুরে খাবার না খেয়েও দিনদিন মোটা হচ্ছেন।মানুষ দেখলেই কয় "কোন গোডাউনের চাল খাও।" আপনি এগুলা শুনতে শুনতে ক্লান্ত?

আপনার উচ্চতা আটদশ জন মানুষের চেয়ে কম।মানুষ দেখলেই বলে মাটির নিচে দিয়ে হেঁটে যান!এবং এতে আপনি কি আপসোস করেন ," ইস আর এক ইঞ্চি লম্বা হলে কি এমন ক্ষতি হতো?

তবে শুনে রাখুন, আপনি এমন এক বিষয়ে মন খারাপ করছেন বা আপসোস করছেন যেটাতে আপনার কোন হাত নেই এবং আল্লাহ্‌র সিদ্ধান্তের কার্যত বিরোধিতা করছেন।এক্ষেত্রে সবরের বিকল্প নেই।মনে রাখবে ইসলামে জোব্বার চেয়ে জিহ্বার আইন কড়াকড়ি।যারা মানুষকে মন্দ বা উপনামে ডাকে আল্লাহ্‌ তাদের জালিম বলেছেন।দেখুন আল্লাহ্‌ কি বলে...
‘হে ঈমানদারগণ! কেউ যেন অপর কাউকে উপহাস না করে। কেননা, সে উপহাসকারী অপেক্ষা উত্তম হতে পারে এবং কোনো নারী অপর নারীকেও যেন উপহাস না করে। কেননা, সে উপহাসকারিণী অপেক্ষা শ্রেষ্ঠ হতে পারে। তোমরা একে অপরের প্রতি দোষারোপ করো না এবং একে অপরকে মন্দ নামে ডাকবে না। কেউ বিশ্বাস স্থাপন করলে তাদের মন্দ নামে ডাকা গোনাহ। যারা এহেন কাজ থেকে তওবাহ না করে তারাই অত্যাচারী।’ (সুরা হুজরাত : আয়াত ১১)

03/03/2022

বাংলাদেশ থেকে পাবজি সৈনিকদের হায়ার করতে চায় ইউক্রেন।

07/02/2022
07/02/2022

ইন্নালিল্লাহ...

খাবেন নাকি?
15/11/2021

খাবেন নাকি?

দ্যা রিয়েল স্পাইডার ম্যান।🤣🤣🤣🤣
13/11/2021

দ্যা রিয়েল স্পাইডার ম্যান।🤣🤣🤣🤣

আলুই ভালো!
13/11/2021

আলুই ভালো!

13/11/2021

মাথা ঘুরাচ্ছে ভাই! বউ রে যদি এতো কিছু কিন্না দেয়া লাগে😏😑😑😑
০১। লিপিষ্টিক
০২। লিপ লাইনার
০৩। নেইল পলিশ
০৪। ফেস পাউডার
০৫। আই লাইনার
০৬। মাসকারা
০৭। আই শেডো বক্স
০৮। মেকআপ বক্স
০৯। শাম্পু ফর হেয়ার
১০। কনডিশনার
১১। ককোনাট ওয়েল
১২। সাবান
১৩। সোপ বক্স
১৪। পাউডার
১৫। পাউডার বক্স
১৬। টুথ পেস্ট
১৭। টুথ ব্রাশ
১৮। চিড়ুনি
১৯। তোয়ালে
২০। রুমাল
২১। টিপ
২২। আইবুরু পেনসিল
২৩। কাজল
২৪। চুলের কিপ
২৫। চুলের কাটা
২৬। খোপা
২৭। বডি লোশন
২৮। মেহেদি টিউব
২৯। গ্লিটার
৩০। রাখি
৩১। আয়না
৩২। বডি স্প্রে
৩৩। পারফিউম
৩৪। সেফটিপিন (গোল্ডেন এন্ড সিলভার)
৩৫। চুড়ি (গ্লাস + সিটি গোল্ড)
৩৬। লাকের নথ (সিটি গোল্ড)
৩৯। আলতা
৪০। চুলের জন্য কাপড়ের ফুল
৪১। কুমকুম টিপ
৪২। ঘড়ি
৪৩। ওড়না
৪৪। সেনডেল
৪৫। ফেসওয়াশ
৪৬। শাম্পু আফটার শাউয়ার
৪৭। সান স্ক্রিন বডি লোশন
৪৮। মাউথ ওয়াশ
৪৯। ফেস রিম
৫০। হেয়ার স্ট্রেটনার
৫১। ওলিভোয়েল/মেকআপ রিমুভার
৫২। মশ্চারাইজার
৫৩। টোনার
৫৪। মেকাপ রিমুভার কটন
৫৫। ওরনামেন্ট ব্যাগ
৬৬। ওয়াল ঘড়ি
৫৭। রুমের জন্য স্যান্ডেল (নরম)
৫৮। মিস্ট
৫৯। হেয়ার ড্রায়ার
৬০। হেয়ার স্প্রে
৬১। নেইল কাটার
৬২। ক্যানডেল
৬৩। লেইস
৬৪। মোজা
৬৫। ট্রলি ব্যাগ
৬৬। ভেনেটি ব্যাগ
৬৭। পার্টি ব্যাগ
৬৮| নেইল পলিশ রিমুভার
৬৯। গহনা (গোল্ড + সিটি গোল্ড)
৭০। ফেস স্ক্রাব
৭১। হিট প্রটেকশন স্প্রে
৭২। শাড়ি/লেহেংগা (পার্টির জন্য)
৭৩। বোরকা/স্কার্ফ
৭৪। বডি ওয়াশ
৭৫। আই পেন্সিল (ব্ল্যাক এন্ড হোয়াইট)
৭৬। কন্সিলার
৭৭। লুস মেকাপ পাউডার
৭৮। ফেস ওয়াশ...... ইত্যাদি!
#বি_দ্রঃ এছাড়াও আরো আছে, সেগুলো মনে নাই 😂
(নেটে পাওয়া)

শুনছে খালি ঝগড়া হচ্ছে বাড়ির পাশে, ভাতের প্লেট নিয়াই স্পটে হাজির!বাঙালি তামাশা দেখতে বেজায় পছন্দ করে!🤣🤣🤣🤣
12/11/2021

শুনছে খালি ঝগড়া হচ্ছে বাড়ির পাশে, ভাতের প্লেট নিয়াই স্পটে হাজির!বাঙালি তামাশা দেখতে বেজায় পছন্দ করে!🤣🤣🤣🤣

25/10/2021

আমি যাকে ভুলে যাই একেবারেই যাই।ভুল করেও মনে পড়ে না।ডিম্ব কুসুমের কোমলতা নিয়ে জন্মালেও, এই একটা ব্যপারেই আমি আবেগশূন্য ইস্পাত দৃঢ়,বজ্রকঠিন।ফিরে আসার গগনবিদারী আর্তচিৎকার কেবলই অপ্রসন্ন মনে হয়।পানতোয়া লাল অস্তগামী সূর্যের টুপ করে ডুবে যাওয়ার মতো এত সহজেও কাউকে ভুলে যাই না।অপেক্ষার তিথি পেরিয়ে গেলেই তবে এহেন নীতি।

20/10/2021
ক্ষমতার দাপট আর অহংকার সব জায়গায় চলে নাহ!
16/10/2021

ক্ষমতার দাপট আর অহংকার সব জায়গায় চলে নাহ!

23/09/2021

কার্টেসি: জান্নাতুল ফেরদৌসী
যে বিল্ডিংয়ে আমরা থাকি তার দোতলায় পুরো ফ্লোর নিয়ে একটি আবাসিক মাদ্রাসা। ছোট ছেলে বাচ্চারাই এখানে পড়ে। প্রায় সবার বয়স ৫-১০ বছর।

যখন নিচে নামার সময় বাচ্চাদের দেখি তখনই একটি একটি করুণ মুখচ্ছবি চোখে পড়ে। একটা অসহায় মুখ। আমাদের বাসায় কাজ করে যে আন্টি উনি আবার মাদ্রাসায়ও রান্না করেন। উনার মুখে প্রায়ই শুনতাম যে হুজুররা বাচ্চাদের ভালো খেতে দেয়না। হুজুরদের জন্য আলাদা খাবার আর এই ৩০-৪০ জন বাচ্চার জন্য আলাদা খাবার রান্না হয়। যদি কখনো মুরগির আইটেম হয় তবে জন প্রতি বাচ্চার থালায় ক্ষুদ্র আকৃতির এক টুকরো গোশতের দেখা মিলে, এগুলো আমাদের বলতে গিয়ে আন্টি প্রায়ই কেঁদে ফেলে। আগেই বলেছি মাদ্রাসাটি আবাসিক। গ্রামের নিম্ন মধ্যবিত্ত বাবা মায়েরা প্রতি মাসে একটা ভালো এমাউন্ট দিয়ে বাচ্চাদের এখানে রাখে যেন তারা ভালো আলেম হতে পারে, ভালো ভাবে থাকতে পারে। আর আবাসিক মাদ্রাসায় খুব কম অর্থও দেয়া হয়না কখনো যে একটা বাচ্চা মোটামুটি ভালো মানের খাবার পাবে না। তবুও মেনে নিলাম এটা ভেবে যে বাচ্চারা এত খায়না, ওদের অল্প হলেও চলে।

আমার আম্মু একদিন গরুর দুধ কিনে মাদ্রাসায় দিয়েছিল যেন এই ৩০-৪০ জন বাচ্চারা বিকেল বেলা জনপ্রতি মিনিমাম এক গ্লাস করে দুধ খেতে পারে বিকেলের নাস্তা হিসেবে। পরেরদিন আন্টির কাছে শুনি, এই দুধ দেয়ার কারণে বাচ্চাদের রাতের খাবার রান্না হয়নি। এই দুধটুকুই রাতের খাবারের জন্য বরাদ্দ করা হয় যেন টাকা সেইভ হয় রাতের খাবার পরিবর্তে। ঠিক আছে এটাও মেনে নিলাম এটা ভেবে যে ওদের এত বেশি খেতে নেই।

মাদ্রাসার কোনো বাচ্চা কখনো কারো সাথে কথা বলেনা, সবসময় একটা আতংকে থাকে তারা, এজন্য আমার খুব খারাপ লাগতো। আজ দরজা নক শুনে, খুলে দেখলাম মাদ্রাসার একটা বাচ্চা (বয়স ৬-৭) হবে দরজার সামনে দাঁড়িয়ে অঝোরে কাঁদছে বগলের নিচে হাত দিয়ে, ঠিক মতো কথাও বলতে পারছেনা। এ বাচ্চাটা খুব শান্ত শিষ্ট, প্রায়ই নিচের গেট খুলে দিতো বিধায় চিনি।
কোনো রকম শান্ত করে কান্নার কারণ জিজ্ঞেস করতে বললো মায়ের সাথে ফোনে কথা বলতে চায়। আমি ঘরে এনে বসিয়ে জিজ্ঞেস করলাম হুজুরকে বলেছে কিনা ফোন দেয়ার কথা! বাচ্চাটি বললো, হুজুরকে ফোনের কথা বলায় উনি বগলের নিচে বুকের পাশটায় জোরে ঘুষি দিয়েছে, সেটা আমায় দেখালো। দেখলাম আসলেই খারাপ অবস্থা।

আমি দ্রুত ফোন দিয়ে কথা বলিয়ে দিলাম ওর মায়ের সাথে। মায়ের সাথে ঠিক মতো কথা বলতে পারছিলনা। বারবার বলছিল যে "মাগো আমারে নিয়া যাও নাইলে একবার একটু দেইক্ষা যাও, মাগো আমারে অনেক মারে হুজুরে, মাগো আমি তোমারে দেখমু, আমারে একদিনের লাইগা হইলেও নিয়া যাও, মাগো আয়ো, মা আয়ো" কথাগুলো ঠিক এমন ছিল। লাউডস্পিকারে থাকায় ওর মায়ের কথাগুলোও শুনছিলাম আমি। মা বারবার বলতেছে আসতে পারবেনা, সে যেন ভালো ভাবে থাকে, আসার অবস্থা নাই ইত্যাদি ইত্যাদি। মোটকথা তার মায়ের কথাগুলো শুনে আমার আশ্চর্য লাগছিল।
আমি এত বড় হয়ে গিয়েছি, যথেষ্ট এডাল্ট, নিজের যত্ন নিজে নিতে পারি তবুও আমার মা যদি ঘুণাক্ষরেও টের পায় যে আমি কাঁদতেছি বা কষ্ট পাচ্ছি, আম্মু দিল্লি থাকলেও যেভাবে হোক চলে আসবে সেখানে এটাতো বাচ্চা একটা ছেলে!

একটু পর তার মা বিরক্ত হয়ে ফোনটা কেটে দিলো। পরে বাচ্চার থেকে আমি ডিটেইলস জিজ্ঞেস করে বুঝিয়ে নিচে পাঠালাম। আর বললাম যখনই খারাপ লাগবে আমার কাছে এসো, এখানে এসে মাকে ফোন দিও। বাচ্চাটা বললো "আন্টি আপনে আমার আম্মারে আজকে আবার ফোন দিয়া কইয়েন যেন কালকা বারোটার মইধ্যে আইসা আমারে লইয়া যায়, নইলে আমি মইরা যামু আন্টি, আপনে কইয়েন। " দরজায় দাঁড়িয়েও বলতেছিল। আমি ছেলেটার সামনেই কেঁদে ফেলছি ওর অবস্থা দেখে।

এই বাচ্চাটা তার মায়ের চার মেয়ের পর একটা ছেলে, তবুও এত অযত্ন কেন? ঠিক আছে আমি বুঝি যে মায়েদের শক্ত হতে হয়, তাই বলে এতটা! ওর মা নাকি দেখতে আসেনা অনেক দিন যাবত! এত নির্দয় হতে হয় বাচ্চাকে আবাসিকে পাঠালে?
আর মাদ্রাসার হুজুররাও এত নির্মম হয়! পড়াশোনায় শাসন অবশ্যই প্রয়োজন কিন্তু তাই বলে কথায় কথায়ই শাসন! তাহলে আমরা আমাদের সন্তানদের কোন ভরসায় পাঠাবো মাদ্রাসায়? আমি মানছি যে সবাই এরকম হয়না, কিন্তু বেশিরভাগই তো এমন। কাকে বিশ্বাস করবো আমরা? এই একটা বাচ্চা দেখে আমারই অন্তরাত্মা কেঁপে উঠেছে। এইযে এখনো আমি কাঁদতেছি; এত নিষ্পাপ একটা শিশু! এত নিষ্ঠুর কেন আমরা মানুষেরা!

বউয়ের শিল্পকর্ম। 😾😾😾
09/09/2021

বউয়ের শিল্পকর্ম। 😾😾😾

আন্টিরা হুশিয়ার সাবধান!
04/09/2021

আন্টিরা হুশিয়ার সাবধান!

ক্যাকটাস ভেবে ভুল করবেন নাহ।🤣
22/08/2021

ক্যাকটাস ভেবে ভুল করবেন নাহ।🤣

Address


Alerts

Be the first to know and let us send you an email when সাকীব ওয়াইল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সাকীব ওয়াইল:

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share