19/09/2021
অনালাইন নিউজ পোর্টাল এর জন্য যেসকল Document লাগবে।
১। প্রথমে আপনার একটা অফিস এড্রেস দরকার হবে। (দ্বিপাক্ষিক চুক্তি নামা)
২। এর পর আপনাকে আপনার অনলাইন নিউজ পোর্টাল এর নামে একটা ট্রেড লাইসেন্স করতে হবে। আপনি/আপনার যে এলাকায়, সেই এলাকার ইউনিয়ন পরিষদ বা সিটি করপোরেশন থেকে ট্রেড লাইসেন্স সংগ্রহ করতে হবে।
৩। এর পর আপনার একটা TIN License বা (Tax Identification Number) সংগ্রহ করতে হবে।
৪। প্রতিষ্ঠানের নামে একটা ব্যাংক একাউন্ট খুলতে হবে।
৫। এর পর তথ্য অধিদপরের ওয়েব সাইট (http://pressinform.portal.gov.bd) থেকে অনলাইন নিউজ প্রকাশনা নিবন্ধনের জন্য আবেদন ফর্ম টি সঠিক তথ্য প্রদান করে ফিল-আপ করতে হবে।
৬। এর পর আবেদনকারীর জাতীয় পরিচয় পত্রের অনুলিপি, প্রত্যয়ন পত্র বা হলফনামা এবং যাবতীয় সাপোর্টিং ডকুমেন্টেস্ এর ফটোকপি বা স্ক্যান কপি জমা দিতে হবে।
যাবতীয় ফর্ম (http://pressinform.portal.gov.bd) এই ওয়েব সাইটে পাওয়া যাবে।
অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধন এবং দেখ ভালের জন্য জাতীয় সম্প্রচার কমিশন গঠন করা হবে। জাতীয় সম্প্রচার কমিশন থেকে নির্ধারিত ফি দিয়ে নিবন্ধনের আবেদন করতে হবে।
যেহেতু জাতীয় সম্প্রচার কমিশন এখনও গঠিত হয় নাই তাই এই কমিশন চালু হওয়ার পূর্ব পর্যন্ত তথ্য মন্ত্রনালয়ের অধিনে তথ্য অধিদপ্তরে আবেদনটি জমা দিতে হবে।
আবেদন পত্র এবং সংযুক্ত কাগজপত্র যাচাই বাচাই ও তদন্ত করে সব কিছু ঠিক থাকলে তথ্য অধিদপ্তর অনলাইন সংবদ পত্রটির লাইসেন্স প্রদান করবে।
সেবার মানোন্নয়নে আপনার মূল্যবান পরামর্শ দিন